স্বাধীনতার ৫০ বছর : বাংলাদেশের উর্দুভাষী জনগোষ্ঠী কেমন আছে ? | BBC Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @masudsanwarrussell8872
    @masudsanwarrussell8872 3 роки тому +492

    দিনশেষে সবাই মানুষ, অন্তত সবাই যদি মানুষের মত আচরণ করে এতেই সুখ পুরো বাংলাদেশ ছরাবে আনন্দের সয়লাবে।।
    আমার সোনার বাংলাদেশ,
    আমি তোমায় অনেক বেসি ভালোবাসি।।

  • @tuhintarana
    @tuhintarana 3 роки тому +313

    বাংলাদেশ তাদেরকে দেরীতে এসেও নাগরিক সুবিধা দিচ্ছে। অথচ কিছুদিন আগে এই চ্যানেলেরই অন্য একটি ভিডিওতে জানতে পারলাম পাকিস্তানে অবস্থানরত বাঙালিরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের ভারতীয় উপমহাদেশের সবগুলো দেশে একটা আইন করা দরকার, যেখানে একটা নির্দিষ্ট সময়ের বেশি সময় ধরে কোনো দেশে অবস্থান করলেই তাদেরকে ঐ দেশের নাগরিকত্ব দেওয়া হয়। সে দেশে জন্মগ্রহণ করলে তো কথাই নেই। মানুষ বেঁচে থাকুক মানুষের পরিচয়ে। জাতিসত্তা, পুর্বপুরুষের জাত যেন কোনো বাঁধা হয়ে না দাঁড়ায় কারোর জীবনে।

    • @mdmrmphossain1997
      @mdmrmphossain1997 Рік тому

      বিহারী, অবাঙালির উপর আপনার প্রাণের মুক্তিযোদ্ধারা যে পাশবিকতা দেখিয়েছে সেটা ইতিহাস চেপে গেছে! পাকিস্তানে কতজনের ঘড়বাড়ি কেড়ে নিয়েছে কত জনকে ধর্ষণ করেছে?

    • @niamulhasan7075
      @niamulhasan7075 Рік тому +19

      তাহলে তো রোহিঙ্গা জনগোষ্ঠীকেও দিতে হবে নাগরিকত্ব তখন আমাদের বাংলাদেশিদের অবস্থা হবে ফিলিস্তিনের মত যেমন ইসরায়েল রা করছে ভবিষ্যতে রোহিঙ্গারা করবে।

    • @niamulhasan7075
      @niamulhasan7075 Рік тому +19

      হ্যা তবে এরা বিহারি যারা আছে এদের নাগরিকত্ব দেয়া যায় কারণ এরা বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে এরা আছে এরা মিলেমিশে এদেশের হয়ে গেছে।

    • @Stoned_Heartttt
      @Stoned_Heartttt Рік тому

      Rohinga der avabe deshe anai thik hoyni ar to nagorikotto 😑​@@niamulhasan7075

    • @ShanjidaRimi-v4g
      @ShanjidaRimi-v4g 11 місяців тому

      বিহারিরা শিয়া তাই তাদের ওদের মুসলিম প্রধান বাংলাদেশে থা​কতে দেওয়া হবে না তবে রোহিঙ্গারা সংখ্যাগরিষ্ঠ ভাবে মুসলিম ও জেনেটিক ও ঐতিহাসিক ভাবে তারা অনেকটাই বাঙালি। তাই তাদের থাকতে দেয়া যায়।@@niamulhasan7075

  • @james9003
    @james9003 3 роки тому +397

    The last word from the girl touched my heart. "We have never seen the country called Pakistan still we are told that we belong there. Anyway, We have never been treated as Bangladeshi though we hope our children will be treated as Bangladeshi." So heart touching. No doubt they belong here.

    • @faisalmahmud5307
      @faisalmahmud5307 3 роки тому +25

      They never belong here but still We're showing them humanity bcz it’s Bangladesh not napak Pakistan
      this level of humanity can only be shown by us

    • @yousufmiah4315
      @yousufmiah4315 3 роки тому +24

      @@faisalmahmud5307 you don’t know the truth,,go visit pakistan you’ll see the same problem there are bunch of people living in pakistan came from BD

    • @faisalmahmud5307
      @faisalmahmud5307 3 роки тому +10

      @@yousufmiah4315 BD has given citizenship to those Pakistan bt Pakistan still not
      So it's foolishness to show love to that terrorist nation...

    • @yousufmiah4315
      @yousufmiah4315 3 роки тому +14

      @@faisalmahmud5307 Don’t try to pretend like saint ,,,, i know the presence circumstance of Bangladesh how the dictator hasina administrating the country,, now the worldwide journalists freaking out the news about corruption and inhumanity that is going on out there.

    • @hossainshipon6249
      @hossainshipon6249 3 роки тому

      যারা ইংরেজিতে উত্তর দিলা সবকইটা ইংরেজ বিহারি🤫

  • @youtubet5923
    @youtubet5923 3 роки тому +212

    আমরা আপনাদেরকে অবশ্যই ভালোবাসি।আর আশা করি পাকিস্তানে বসবাসরত বাংগালীকে ও সেই দেশের নাগরিকত্ত দেওয়া হক

    • @saeedbd71
      @saeedbd71 3 роки тому +31

      আমার পরিচিত অনেক বিহারি আছে যারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের স্বাধীনতার পর যখন তাদের বা তাদের পূর্বপুরুষদের প্রশ্ন করা হয়েছিলো যে তারা বাংলাদেশ না পাকিস্তান কোন দেশের নাগরিকত্ব চায়, তারা বাংলাদেশের নাগরিকত্ব বেছে নিয়েছিলো। তাদের কোন সমস্যা নেই। একজন বাংলাদেশী হিসাবে সকল সুযোগ-সুবিধা, পাসপোর্ট, সম্পত্তির অধিকার তারা ভোগ করছে। এখানে যাদের দেখানো হয়েছে তারা বা তাদের পূর্বপুরুষরা '৭১ এ বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তানের নাগরিকত্ব চেয়েছিলো। তাই তাদের রেডক্রসের তত্বাবধানে ❝আটকে পড়া পাকিস্তানি❞ হিসাবে বিহারি ক্যাম্পগুলোতে রাখা হয়েছে। আর যেহেতু তারা বাংলাদেশের নাগরিক নয় তাই তাদের কাজের আইনগত সুযোগসুবিধা নেই। তারা বাংলাদেশের পাসপোর্টের জন্য অযোগ্য। এবং বাংলাদেশে কোন সম্পত্তি অর্জনের (জমি-বাড়ি এগুলো) অধিকার এদের নেই। পাকিস্তান এদের এখন পর্যন্ত নিজেদের দেশে নিতে অস্বীকার করেছে। এমনকি পাকিস্তানে যেসব বাংলাদেশীদের দেখানো হয়েছে তারাও '৭২-'৭৪ সালে যখন বাংলাদেশীদের ফেরত আনা হয়েছিলো তখন দেশে ফিরতে অস্বীকার করে পাকিস্তানি নাগরিক হিসাবে থাকতে চেয়েছিলো। বাংলাদেশ তাদের কোন নাগরিককে ফেলে আসেনি।

    • @dhaka6153
      @dhaka6153 3 роки тому +7

      @@saeedbd71 আমরা বাংলাদেশীরা সবসময় উদার ছিলাম তাই একনো আমরা পাকিস্তানি নামের বিহারীদেকে সুযোগ দিয়ে রেখেছি। এখন তারা পরিচয়পত্র পেয়ে নিজেদের মনেপ্রানে, নিজেদেরকে উজার করে বাংলাদেশকে ভালবাসুক। আর অবশ্যই শৃঙ্খলা মেনে বাংলাদেশের অর্থনিতিতে অবদান রাখুক।

    • @minskdhaka
      @minskdhaka 3 роки тому +1

      দেওয়া হয়েছে।

    • @storm-si1et
      @storm-si1et 3 роки тому +2

      ইমরানখানের সরকার পাকিস্তানে বসবাস রত বাংলাদেশিদের সম্পূর্ণভাবে নাগরিকত্ব প্রদান করেছে।

    • @saeedbd71
      @saeedbd71 3 роки тому +2

      @@storm-si1et বাংলাদেশে বসবাসরত পাকিস্তানের নাগরিকদের তো ৫০ বছর হয়ে গেল। ওদের কবে দিবে? মানে, পাকিস্তানের নাগরিকত্ব দিবে?

  • @mohammedsarwar9757
    @mohammedsarwar9757 3 роки тому +1111

    সরকার এদের চেয়েও রোহিঙ্গাদের ভাল রাখছে।মানবতা হচ্ছে সকল প্রাণী এবং মানুষের প্রতি সদয় হওয়া।সরকারের উচিৎ নিরপেক্ষ হয়ে সকলের অধিকারের দিকে একটু নজর দেওয়া।

    • @saeedbd71
      @saeedbd71 3 роки тому +156

      আমার পরিচিত অনেক বিহারি আছে যারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের স্বাধীনতার পর যখন তাদের বা তাদের পূর্বপুরুষদের প্রশ্ন করা হয়েছিলো যে তারা বাংলাদেশ না পাকিস্তান কোন দেশের নাগরিকত্ব চায়, তারা বাংলাদেশের নাগরিকত্ব বেছে নিয়েছিলো। তাদের কোন সমস্যা নেই। একজন বাংলাদেশী হিসাবে সকল সুযোগ-সুবিধা, পাসপোর্ট, সম্পত্তির অধিকার তারা ভোগ করছে। এখানে যাদের দেখানো হয়েছে তারা বা তাদের পূর্বপুরুষরা '৭১ এ বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তানের নাগরিকত্ব চেয়েছিলো। তাই তাদের রেডক্রসের তত্বাবধানে ❝আটকে পড়া পাকিস্তানি❞ হিসাবে বিহারি ক্যাম্পগুলোতে রাখা হয়েছে। আর যেহেতু তারা বাংলাদেশের নাগরিক নয় তাই তাদের কাজের আইনগত সুযোগসুবিধা নেই। তারা বাংলাদেশের পাসপোর্টের জন্য অযোগ্য। এবং বাংলাদেশে কোন সম্পত্তি অর্জনের (জমি-বাড়ি এগুলো) অধিকার এদের নেই। পাকিস্তান এদের এখন পর্যন্ত নিজেদের দেশে নিতে অস্বীকার করেছে। এমনকি পাকিস্তানে যেসব বাংলাদেশীদের দেখানো হয়েছে তারাও '৭২-'৭৪ সালে যখন বাংলাদেশীদের ফেরত আনা হয়েছিলো তখন দেশে ফিরতে অস্বীকার করে পাকিস্তানি নাগরিক হিসাবে থাকতে চেয়েছিলো। বাংলাদেশ তাদের কোন নাগরিককে ফেলে আসেনি।

    • @foysollaudree3100
      @foysollaudree3100 3 роки тому +51

      @@saeedbd71 ভাই আপনি যে ইনফরমেশন দিয়েছেন এটাই সত্যি। আবাল গুলো না জেনে খালি ফালাফালি করে।

    • @azizmurad8797
      @azizmurad8797 3 роки тому +54

      ওদের চেয়েও কষ্টে আছে পাকিস্তানি বাঙালীরা
      এদেরকে নাগরীক অধীকার দিলেও বাঙালীদের সেটুকুও দেয়নি।

    • @habibasworld3801
      @habibasworld3801 3 роки тому

      @@saeedbd71 অঔআঅফফ্রখ,

    • @MdHasnurHemu
      @MdHasnurHemu 3 роки тому +1

      ঘুরে দেখেন

  • @mdkawsarhossain5547
    @mdkawsarhossain5547 3 роки тому +18

    তারা আমাদের মুসলিম ভাই, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত।

  • @anikhasan1423
    @anikhasan1423 3 роки тому +396

    সাম্প্রতিক সময়ে বিবিসি খুব ভালো এবং গঠনমূলক টপিক নিয়ে ভিডিও তৈরি করছে। যা দেখতে অনেক ভালো লাগছে।

    • @labibsarkerofficial7734
      @labibsarkerofficial7734 3 роки тому +6

      বিসিবি না বিবিসি

    • @villagelifeinbangladesh6018
      @villagelifeinbangladesh6018 3 роки тому +13

      শুধুমাত্র হিন্দু নির্যাতনের কথা বললে বিবিসি ভালো থাকে না।

    • @al-aminmohammad2730
      @al-aminmohammad2730 3 роки тому +5

      এরা কোন BBC আমি জানিনা ; তবে যদি তারা ব্রিটিশ BBC হয় , তা হলে অবশ্যই তারা ভারত পন্থী ব্রডকাস্টিং করপোরেশন ।

    • @islamicunion4571
      @islamicunion4571 3 роки тому +12

      এই বাংলার রাষ্ট্র ভাষা ফারসি ছিল ৬০০ বছর। এরপর ২০০ বছর ছিল ইংরেজি। এতো শতকের পর শতক ধরে এই ভাষা নিয়ে তখন তো কোন অশান্তি হয়নি। কিন্তু এখন কেন এই ব্যাপারে এতটা বারাবাড়ি করা হচ্ছে। প্রথিবীতে এমন দেশ অনেক আছে যেখানে বহু ভাষা একসাথে চলে, তাদের তো এই নিয়ে কোন সমস্যা হয় না। তো আমাদের কি সমস্যা যদি বিহারিরা বাংলায় না বলে উর্দু ভাষায় কথা বলে? উর্দু তাদের ভাষা যেমনটা বাংলা আমাদের।

    • @LikhonkhanSG
      @LikhonkhanSG 3 роки тому

      rt

  • @temporaryuse4549
    @temporaryuse4549 3 роки тому +68

    বর্তমানে বিহারিদের অবস্থা ভালো।
    আমরা বাঙ্গালি,আমাদের হৃদয়টা বিশাল।
    এখানে তোমাদের কোনো সমস্যা হবে না।
    তোমরাও এখন বাঙ্গালি।
    মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের প্রতি
    সহানুভূতিশীল হবেন,ইনশাআল্লাহ।

    • @alimsheikh6284
      @alimsheikh6284 Рік тому

      বিহারীরা যত ভাল আছে তার 1% ও পাকিস্থানে অবস্থিত বাঙ্গালী ভাল নেই

    • @SamAlQattan-p2h
      @SamAlQattan-p2h 5 місяців тому +3

      জোর করে তাদের বাঙালি বানিয়ে এথনিক ক্লেনসিং করতে চান কেন? ওরা বাংলাদেশী, বাঙালি না। লার্ন টু রেস্পেক্ট দেম ফর হু দে আর।

    • @jis1001
      @jis1001 2 місяці тому

      ​@@SamAlQattan-p2h রাইট। জাতীয়তা (Nationality), জাতিসত্তা (Ethnicity) ২ টা ভিন্ন জিনিস। আজকে বাংলাদেশের অনেকেই আমেরিকার নাগরিকত্ব পেলেও, তাদের জাতিসত্তা কিন্তু ঠিকই বাঙালি।

  • @mdrabbimirza625
    @mdrabbimirza625 3 роки тому +216

    খুবি ভালো একটা বিষয় তুলে ধরেছে সবার সামনে বিবিসি ধন্যবাদ বিবিসি কে 😇

  • @হৃদয়েবাংলাদেশ-ঞ৬য

    সবার প্রতি সবার ভালোবাসা থাক।
    সবাই মিলে মিশে থাকি এই বাংলার মাটিতে।

    • @subhodip3064
      @subhodip3064 11 місяців тому

      Ja milemishe hinduder saathe achis tora😂....

  • @smmirazulkamal5411
    @smmirazulkamal5411 3 роки тому +619

    এদের সাথে যদি বাজে আচরণ করা হয় তাহলে আমাদের আর পাকিস্তানিদের মধ্যে পার্থক্য কি????

    • @bijoywithridoy8419
      @bijoywithridoy8419 3 роки тому +30

      বিষয় টা যেমন কুকুর তেমর মুগুর

    • @tasnianajiba6090
      @tasnianajiba6090 3 роки тому +21

      @Mr Wonder ঠিক বলেছেন। ইনশাআল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে।

    • @bijoywithridoy8419
      @bijoywithridoy8419 3 роки тому +6

      @@icarus3797 তাহলে india muslem দের সাথে এইরকম করা উঠিত

    • @sajibmiya4795
      @sajibmiya4795 3 роки тому +2

      @Mr Wonder INSHALLAH

    • @jck2041
      @jck2041 3 роки тому +4

      @@icarus3797 বাংলাদেশের গার্মেন্টস আমদানি বন্ধ করে দিলে বাংলাদেশ পথে বসবে 🤣😂

  • @AmanEyes
    @AmanEyes 3 роки тому +46

    পাকিস্তানেও ৩০ লাখ বাঙালি দেশহীন হয়ে আটকা আছে এভাবে।
    এখানকার বিহারীদের তো শুনলাম নাগরিকত্ব দেয়া হয়েছে, ওখানে তাও হয়নি।
    আমার মনে হয় এখন সময় হয়েছে দু'দেশেরই এ বিষয়ে একটা সমাধানে আসা। এই একবিংশ শতাব্দীতে এসে এই ধরণের মানসিকতা রাখা হতাশার।

    • @minskdhaka
      @minskdhaka 3 роки тому

      পাকিস্তানের বাঙালিদেরকে ইমরান খান নাগরিকত্ব দিয়েছেন।

    • @AmanEyes
      @AmanEyes 3 роки тому +3

      @@minskdhaka উনি দেয়ার কথা বলেছিলেন, কিন্তু দেননি কিংবা দিতে পারেননি।
      সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে জন্মগ্রহণকারী অনেক উর্দুভাষী ভোটাধিকার পেয়েছিলেন।

    • @aritradas.m
      @aritradas.m 3 роки тому +3

      @@minskdhaka akhon sobai paini peleo racism er sikar. Gaddar deshdrohi tader esob bola hoi

    • @আবিরখান-জ৩ঘ
      @আবিরখান-জ৩ঘ 2 роки тому

      @@minskdhaka রাইট,

    • @ashik4956
      @ashik4956 10 місяців тому

      বিহারীরা ভারতীয় মুসলিম

  • @kazitareq6626
    @kazitareq6626 3 роки тому +352

    বাংলাদেশ সরকারের উচিত তাদেরকে নিয়ে একটু ভালোভাবে চিন্তা করার জন্য।
    আমরা চাইনা আমাদের দেশে কেউ কষ্টে থাকুক।

    • @mfahad9830
      @mfahad9830 3 роки тому +10

      In fact; eta tader'o desh! We need to change our mentalities!

    • @shaanrahman5169
      @shaanrahman5169 3 роки тому +3

      Tumi ba tomr moto bangali ra Pakistan jao khub khatir korbo.

    • @kathaamrita9617
      @kathaamrita9617 3 роки тому +2

      Tor gore niye jaa rajakarer baccca

    • @durjoytalukder4
      @durjoytalukder4 3 роки тому +4

      @@mfahad9830 hay..apni apnr basay thkte diyen 😊

    • @kazitareq6626
      @kazitareq6626 3 роки тому +1

      @ryhnJR হুম আপনার টিক।
      আসলে সরকারের দোষ দিয়ে কোন লাভ নেই সরকারের আশেপাশে যে মানুষগুলো আছে তারাই হলো দুর্নীতিবাজ আর সরকার তাদের কাছে এক প্রকারের মতো জিম্মি। আমাদের দেশের মেইন সমস্যাই হলো দুর্নীতি।

  • @ayanizback2063
    @ayanizback2063 3 роки тому +24

    বাংলা সবার কারও বাপের একা না
    সকল ভাষাভাষী মানুষদের জানাই শ্রদ্ধা এবং সম্মান🇧🇩❤️

    • @alimsheikh6284
      @alimsheikh6284 Рік тому

      বিহারীরা যত ভাল আছে তার 1% ও পাকিস্থানে অবস্থিত বাঙ্গালী ভাল নেই।
      তোমার পাকি বাপের দেশের বিষয়ে কিছু বল

    • @SultanaAkter-or6cb
      @SultanaAkter-or6cb Місяць тому

      Right ekdom thik bolcen❤❤

  • @khorshedalam8626
    @khorshedalam8626 3 роки тому +180

    বিবিসি খুব ভালো টপিক নিয়ে দুইটা ভিডিও তৈরি করেছে । এর থেকে আমরা বুঝতে পারলাম কোন দেশের আদিবাসিরা কেমন আছেন। তবে দুইটা দেশের মধ্যে দেখাযায় যে বাংলাদেশে বসবাসরত পাকিস্তানিরা বেশ ভালো রয়েছে ।

    • @fazleelahi2611
      @fazleelahi2611 3 роки тому +10

      এটা বুঝতে পারছেন ... কিন্তু বিবিসি যে মুসলমান দের মাঝে বিদ্বেষ সৃষ্টির জন্য এগুলা করতেসে এটা বুঝে আসলো না???

    • @mdmuzahidhasan7201
      @mdmuzahidhasan7201 3 роки тому +16

      @@fazleelahi2611 tmi ektu behsi bojho vai...tmi ekta Einstein 😆😆😆..

    • @naimulislamroni1506
      @naimulislamroni1506 3 роки тому +3

      @@fazleelahi2611 সমস্যাকে যদি স্বীকারই না করেন তাহলে সমাধান করবেন কি করে?

    • @iqbalahmed5979
      @iqbalahmed5979 3 роки тому +1

      হিন্দু বিহারীদের আবার সম্মান আছে বাংলাদেশে। এরা ইসকনের যোগ দিলে কি এদের সম্মান বাড়বে?

    • @BUDGETGADGETS-k4i
      @BUDGETGADGETS-k4i 3 роки тому +3

      @@fazleelahi2611 ভাই আমরা ধর্ম ধর্ম করি ধর্ম কতটুকু মানি?

  • @mohammadontor9844
    @mohammadontor9844 3 роки тому +15

    আরো তিন বছর আগে ২০১৮ সালে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে কিন্তু পাকিস্তানিরা এখনো বাংলাদেশি যারা আছে ঐ দেশে তাদের নাগরিকত্ব দেয়নি।তারা আরো অনেক বেশি কষ্টে আছে।

    • @sultanmahmud8296
      @sultanmahmud8296 3 роки тому +1

      এরা ভারতীয় পাকিস্তানী নয়।

    • @mohammadontor9844
      @mohammadontor9844 3 роки тому

      @Good morning কিন্তু তাদের মানবেতর জীবন যাপনের কথা শুনে খুব খারাপ লাগলো।

  • @sajidurrahman3096
    @sajidurrahman3096 3 роки тому +108

    মানুষ হিসাবে মানবতার কথা চিন্তা করে তাদেরকে সকল প্রকার সুযোগ দেওয়া হোক..

    • @saudgram574
      @saudgram574 3 роки тому

      😀😀😀

    • @oostaad
      @oostaad 3 роки тому +1

      মানুষ হিসেবে মানবতা দেখিয়ে পাকিস্তানিরা ততকালীন বাংলাদেশিদের সকল প্রকার সুযোগ দেয় নাই কেনো তাহলে?

    • @sajidurrahman3096
      @sajidurrahman3096 3 роки тому +2

      @@oostaad আমরা সবাই মানুষ আর অতীত ইতিহাস থেকে ঘুরে আসলে এটা বুঝতে পারি যে তথাকথিত পাকিস্তান সেনাবাহিনীর সাথে আমাদের সমস্যা হয়েছে... তাই ওদের শাস্তি তাদের দেওয়া মানবতাবিরোধী কাজ..আসুন আমরা সবাই মানুষ হিসেবে মানবতার কথা চিন্তা করি মানবতার কথা বলি নিজে ভালো থাকুন অন্য কে ভালো রাখি..

    • @oostaad
      @oostaad 3 роки тому

      @@sajidurrahman3096 ভাই আপনি হয়তো এইটা জানেন না যে এইসব বিহারীগুলো বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিলো,তারা পাকিস্তানি বাহিনীকে প্রকাশ্যে support দিয়ে গিয়েছে
      এছাড়াও পাকিস্তানি বাহিনী রাজাকার এবং বিহারীদের সাথে একত্রিত হয়ে গণহত্যাতেও অংশগ্রহণ করেছে
      আপনি যদি যাচাই করেন,আপনি হাজারো কারণ পাবেন যেইখানে এইসব বিহারীদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি আপনার আসবে না তারা যে কাজ করেছে তা বিবেচনায়
      আমি বা আপনি হয়তো সহজেই comment এ অনেক কথা বলে দিচ্ছি,কিন্তু যুদ্ধের ইতিহাস অনেক নির্মম, সেই কথাগুলো চিন্তা করলে অন্তরটা হু হু করে কেঁদে উঠবে ভাই
      এছাড়াও আপনি যদি পাকিস্তানের বাঙালীদের বিষয়ে ঘাটাঘাটি করেন,তাহলে বুঝবেন বাংলাদেশ সরকার এই বিহারীদের অন্তত কতখানি ভালো রেখেছে পাকিস্তানের থেকে।

    • @sajidurrahman3096
      @sajidurrahman3096 3 роки тому +1

      @@oostaad ইতিহাস নিয়ে কথা বলতে চাই না ভাই....তবে প্রকৃত অর্থে মানবতাবিরোধী কাজ কেউ সমর্থন করে না...

  • @NazmulHasan-no4ln
    @NazmulHasan-no4ln 3 роки тому +47

    দুইটা ভিডিও দেখে যা বুঝলাম। বাংলাদশের পাকিস্তানিরা ভালই আছে এবং তাদের কে সরকার নাগরিকত্ব ও দিচ্ছে কিন্তু পাকিস্তানে বাঙালিদের অবস্থা শোচনীয়। আশা রাখি এই ভিডিও গুলা প্রভাব ফেলবে

    • @Admun564uygyhhhhgggiuu
      @Admun564uygyhhhhgggiuu 3 роки тому +1

      🙄🙄🙄
      Pakistane bangalira kharap ache??
      Jottosob abal

    • @ourbangladesh7912
      @ourbangladesh7912 3 роки тому +3

      @@Admun564uygyhhhhgggiuu উলের বাল তুমি BBC, এর আগে যে প্রতিবেদন করছে সেটা দেখো।

    • @rajonabraham5480
      @rajonabraham5480 3 роки тому +2

      এরা সবাই ভারতীয়, এখানে কোন পাকিস্তানের লোক নাই। এদের মধ্যে কিছু লোক হিন্দি এবং কিছু লোক উর্দু ভাষায় কথা বলে।

    • @ourbangladesh7912
      @ourbangladesh7912 3 роки тому +3

      @@rajonabraham5480 এরা দেশ ভাগের সময় পাকিস্তানের নাগরিক হওয়ার জন্য পূর্ব পাকিস্তানে চলে আসছে। চাচা নিজেই বলছেন সে কথা। দেশভাগের সময় অনেক মানুষই এভাবে দেশান্তরী হয়েছে। এভাবে যারা যে দেশে চলে এসেছে তারা সে দেশেরই অংশ। যেমন বাঙ্গালী হিন্দু অনেক বনেদি পরিবার তখন ভারতে চলে গেছে। ভারত তাদের নিজেদের জনগণ হিসেবেই মেনে নিয়েছে। কিন্তু বাংলাদেশের বিহারিদের ক্ষেত্রে সমস্যাটা হলো তারা এদেশে থেকেও মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের সমর্থন করছে। তাই পাকিস্তানের উচিৎ ছিল তাদের পাকিস্তানে নিয়ে যাওয়া। একই ঘটনা পাকিস্তানে বসবাসরত বাংলা ভাষীদের নিয়েও হয়েছে। তারা পাকিস্তানে থাকলেও তাদের তাদের টান ছিলো পূর্ব বাংলার প্রতি।
      দেশভাগের পর যে যেখানে অবস্থান করেছে সে সেখানকারই নাগরিক এবং তার সে জায়গার প্রতি আনুগত্য প্রকাশ করা উচিৎ। সে হিসেবেই এরা পাকিস্তানি। এমনকি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হওয়ার আগে পর্যন্ত আমরাও পাকিস্তানি ছিলাম। কিন্তু বাংলাদেশের প্রতি ভালোবাসা আর বাঙ্গালী জাতিস্বত্তায় বিশ্বাসী বলে আমাদের আনুগত্য মুক্তিযুদ্ধেও বাংলাদেশের প্রতিই ছিলো। তাই এখন আমরা বাংলাদেশী। কিন্তু তারা পাকিস্তানী। তবে এখন তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়াকে সাধুবাদ জানাই। অন্তত পাকিস্তানের মতো বর্বর দেশের চেয়ে এদেশে তারা ভালো থাকবে আশা করি।

    • @Notonly1664
      @Notonly1664 Рік тому +2

      @@Admun564uygyhhhhgggiuu khoj niye dekhun, pakistan e thaka bengali der sujog subidha deya e hoy na, nagorik e mana hoy na. jekhane bangladesh e thaka bihari der onk sujog deya hoy.

  • @mintubjg2005
    @mintubjg2005 3 роки тому +183

    উনাদের সাথে আমাদের আরও মানবিক হওয়া উচিৎ বলে করি, এবং নাগরিক সকল সুবিধা প্রদান করা উচিৎ, আমরা বাংলাদেশের মানুষ আমাদের মন অনেক বড় সেটা প্রমান করতে হবে

    • @mehedijubaerkhan8127
      @mehedijubaerkhan8127 3 роки тому +15

      ভাই সবার আগে দরকার পাকিস্তানে আটকে পরা ১০ হাজার বাংলাদেশিকে দেশে ফেরত আনা--কারন আমাদের মানুষ রা অইখানে অনেক অসহায় জীবন -যাপন করতেসে

    • @pawlace2021
      @pawlace2021 3 роки тому +8

      Amader mon boro bolei Tara adeshe ache,Tara 71 ja koreche tar revenge nile adeshe Tara kheye pore thakte parto na.

    • @shubinayshuvo4088
      @shubinayshuvo4088 3 роки тому +11

      71 সালে তাঁরাও অমানবিক ছিল

    • @saeedbd71
      @saeedbd71 3 роки тому +7

      @@mehedijubaerkhan8127 পাকিস্তানে 20 থেকে 30 লাখ বাংগালী আছে। এরা সবাই (বা এদের পূর্বপুরুষরা) '৭১ এর পর পাকিস্তানের নাগরিকত্ব গ্রহন করেছিলো। ❝আটকে পড়া পাকিস্তানী❞ দের মতো বাংলাদেশ তার কোন নাগরিককে সে সময় পাকিস্তানে ফেলে আসেনাই। যারা বাংলাদেশী নাগরিকত্ব নিয়েছে, তাদের সবাইকে বাংলাদেশ ফেরত এনেছে।

    • @samsuuddin1569
      @samsuuddin1569 3 роки тому +3

      @@pawlace2021 কিন্তু এঁরাতো মূলত ভারতীয় মুসলিম । দেশ ভাগের সময় বিহার দাঙ্গায় পড়ে এরা কোনো রকম পালিয়ে এদেশে এসেছে । ।

  • @Need_A_Fan
    @Need_A_Fan 3 роки тому +3

    বিহারী যারা বাংলাদেশে আছে এখন, তাদের যদি বাংলাদেশের প্রতি সম্মান, ভালোবাসা থাকে, তাহলে তাদের বাংলাদেশের সাধারণ নাগরিকের মতো সুযোগ সুবিধা দেওয়া উচিত। আর যারা এখনো এদেশেবসে পাকিস্থান পাকিস্থান করে বা করতে চায়, তাদের ঘাড় ধরে পাকিস্থানে পাঠিয়ে দেওয়া হোক

  • @hellobangladesh5038
    @hellobangladesh5038 3 роки тому +166

    যারা নাটক-সিনেমা ও খবর দেখতে এসে ইসলামের দোহাই দিয়ে সাপোর্ট চায় এবং লাইক কমেন্ট এর জন্য ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কপালে জুতার বাড়ি ১০০%😡😡

    • @moonmonisha4378
      @moonmonisha4378 3 роки тому +1

      👍👍

    • @imranhossain-ic7ye
      @imranhossain-ic7ye 3 роки тому +1

      ashole oo bhai, shob jaygay spam kore rakhe.

    • @hafejmdimranhussain9582
      @hafejmdimranhussain9582 2 роки тому

      ইসলাম নিয়ে আপনার এতো জালাপোড়া কেন মরনের ভয় করুন

    • @emperorplaysss
      @emperorplaysss 2 роки тому

      @@hafejmdimranhussain9582 Apner morar cinta apni korun, onno karo ta apner korar dorkar nai. Jar jar shaja she-she pabe. Vondami baad den

  • @fahmidafarzana3757
    @fahmidafarzana3757 3 роки тому +11

    সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বাংলাদেশকে মনে প্রানে ভালোবাসে না। তারা পাকিস্তানকেই ভালোবাসে। আমি পুরান ঢাকার মেয়ে। অনেক বিহারীদের দেখেছি পাকিস্তানের প্রতি তাদের গভীর ভালোবাসা।

    • @shakibahmed4582
      @shakibahmed4582 3 роки тому +2

      পুরান ঢাকা কুট্টি, বিহারী আর এরা এক। origin indian আর চাপাবাজি পাকিস্তানি।

    • @al-aminmohammad2730
      @al-aminmohammad2730 3 роки тому +1

      ঠিক যেমন আওয়ামি দের হিন্দুস্তানের প্রতি ভাল বাসা ।

  • @BUDGETGADGETS-k4i
    @BUDGETGADGETS-k4i 3 роки тому +24

    2018 সালে তাদেরকে নাগরিকত্ব দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ।

  • @faysalahmedmirdha1644
    @faysalahmedmirdha1644 3 роки тому +31

    আফসোস হচ্ছে ! সরকারের প্রতি ।
    এরা তো মানুষ, এরা আমাদের মুসলিম ভাই বোন । এরা তো মানুষ, আর যুদ্ধ হয়েছে অনেক বছর আগে । এখন হিংসা বিদ্বেষ ভুলে যাই । খেয়াল রাখতে হবে আমরা মুসলিম । আমরা এক আল্লাহ্‌র ইবাদত করি । এক মুসলমানের কষ্ট অনুভব করা, আর এক মুসলমানের ঈমানি দায়িত্ব ।

    • @ashifabedin
      @ashifabedin 3 роки тому +2

      Chop sala dalal

    • @dipon1983ghosh
      @dipon1983ghosh 3 роки тому +1

      Right. A great Dalal

    • @sinanrahman4654
      @sinanrahman4654 2 роки тому +1

      পাকিস্তানের ঈমানী দায়িত্ব কোথায়??? এখন পর্যন্ত অন্যায়ের জন্য ক্ষমা পর্যন্ত চায়নি। তাহলে এদেশে চালানো ওদের হত্যাযজ্ঞ কি জায়েজ ছিল?!?

    • @faysalahmedmirdha1644
      @faysalahmedmirdha1644 2 роки тому +1

      @@sinanrahman4654 অবশ্যই না ভাই !
      কিন্তু ভাই----- পৃথিবীর সকল মুসলিম ভাই ভাই ।

    • @sinanrahman4654
      @sinanrahman4654 2 роки тому

      @@faysalahmedmirdha1644 বাংলাদেশ ভাই ই ছিল পাকিস্তান শত্রু বানিয়ে দিয়েছে। এখন পর্যন্ত কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। কেন?

  • @majharulhaider3665
    @majharulhaider3665 3 роки тому +84

    খুবই দুঃখ জনক।
    কি শুনবো তাদের দুঃখে কথা, আমাদের দুঃখের কথা শুনে কে। একটা স্বাধীন দেশে নিজের ভোট নিজে দিতে পারি না।
    আমি বলবো এটা তথাকথিত স্বাধীনতা। এক দস্যুর হাত থেকে আর এক দস্যুর হাতে পড়িছি।

    • @MohammadImran-tz7ob
      @MohammadImran-tz7ob 3 роки тому +4

      Pakistan chole ja bolod

    • @ummatv4262
      @ummatv4262 3 роки тому +4

      @@MohammadImran-tz7ob kire malaun tui varot ja

    • @MohammadImran-tz7ob
      @MohammadImran-tz7ob 3 роки тому +5

      @@ummatv4262 kire Pakistan ar chono. Toii Bangladesh a kii koros. Chodir vai

    • @ummatv4262
      @ummatv4262 3 роки тому +4

      @@MohammadImran-tz7ob kire malaunToii Bangladesh a kii koros. Chodir vai tui varot ja

    • @ummatv4262
      @ummatv4262 3 роки тому +4

      @@MohammadImran-tz7ob amar desher upor pakistan varotio sukun der chukh upre pelbo insallah

  • @oliurrahman3816
    @oliurrahman3816 3 роки тому +15

    🇧🇩🇧🇩 বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হোক এবং সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হোক মানুষ গুলোর কোন অপরাধ নেই তাই দয়া করে এদেরকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া হোক রাষ্ট্রের পক❤️❤️❤️❤️👍👍👍

  • @aloksarkeramit7475
    @aloksarkeramit7475 3 роки тому +25

    পরীক্ষা শেষে মাত্র এখন জেনেভা ক্যাম্পে গিয়ে আসলাম।অবস্থা সম্পূর্ণ সেরকমই যতটুকু এখানে দেখানো হয়েছে। রুমে এসে ইউটিউব এ ঢুকেই ভিডিও টা আসলো সামনে।

    • @sardarmohammadabdulahad4709
      @sardarmohammadabdulahad4709 3 роки тому +1

      আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পরিক্ষা দিচ্ছি_ কলেজ এর দিনগুলো ওদিক দিয়ে চলাচল করতাম_! নিজে দেখেছি ঐ এলাকা।

    • @dishasworld5854
      @dishasworld5854 3 роки тому +1

      vi re vi,,,,baire theke dekha jy ek,,vitore r ek....tader sathe tader elakay 10 din thaken..sob bujhe jaben..j tara ki ki subidha py r ki ki subidha py na,,kn pay na? choto theke boro hoisi eder sathe,,,

  • @zakariajabir1138
    @zakariajabir1138 3 роки тому +9

    যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশে স্থায়ী হতে চায় তাদের বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে মৌলিক অধিকার নিশ্চিত করা হোক। যারা এখনো পাকিস্তানের প্রতি অনুগত তাদের পাকিস্তানে প্রত্যাবাসন করার ব্যবস্থা করা হোক।

    • @saeedbd71
      @saeedbd71 3 роки тому +2

      এটাতে বোধহয় ক্যাম্পে থাকা ❝আটকে পড়া পাকিস্তানী❞ দের সমর্থন মিলবেনা। এতে তাদের বিনে পয়সায় রেশন, ক্যাম্পে ঘর, গ্যাস-বিদ্যুৎ-পানি এসব বন্ধ হয়ে যাবে। এরা তো কাজ বা ছোটখাটো ব্যাবসাও করছে, আবার রেডক্রস/সরকারি সুযোগ-সুবিধাও পাচ্ছে। নাগরিকত্ব দিয়ে দিলে বা পাকিস্তান পাঠিয়ে দিলে (যদি পাকিস্তান রাজি হয়) তো এসব সুবিধে আর পাওয়া যাবেনা।

  • @m.h.samrat7063
    @m.h.samrat7063 3 роки тому +46

    71 এ যারা দেশের বিরোধিতা করেছিল তাদের ধিক্কার জানাই।কিন্তু তাদের সন্তানদের তো কোন দোষ নেই।পরের জেনারেশনের সবাইকে নাগরিকত্ব দেয়া হোক।আমাদের মতই সকল সুবিধা যেন পায় সেটা নিশ্চিত করা জরুরী।কারণ তারা পিছিয়ে গেলে দেশের বোঝা হয়ে যাবে।দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।তাছাড়া মানুষ হিসেবে সব কিছু পাবার পূর্ণ অধিকার তাদেরও আছে।

    • @mdsohel7543
      @mdsohel7543 3 роки тому +1

      যখন বার্মিজ সন্ত্রাসী গুলোকে নাগরিকত্ব দেয়া হলো তোর বর ট্রপিক কোথায় ছিল বড় কথা বলবি না ইতিহাস জেনে কথা বলবি

    • @saeedbd71
      @saeedbd71 3 роки тому +3

      মনে হয়না তারা এতে রাজি হবে। হলে ক্যাম্পের বিনে পয়সার রেশন, ঘর, গ্যাস-বিদ্যুৎ-পানি বন্ধ হয়ে যেতে পারে। এরা তো কাজ বা ছোটখাটো ব্যাবসা করছেই। সঙ্গে এসব পাচ্ছে।

    • @saifsaifu4455
      @saifsaifu4455 3 роки тому +4

      ভারত যখন ভাগ হয় তখন ও দিক্ষার দিছে অনেকে আবার পাকিস্তান্ ও ভাগহতে দিক্কার দিছে অনেকে কিন্তু ভাগ হয়েছে। ভারতে জন্ম নেওয়া ভারতীয়দের নাগরিকত্ব হীন করে। আর কত?? এরা তো ইংরেজের বংশধর নয় এরা ভারতীয়দের বংশ ধর।
      ভারত তিন ভাগ হইছে কিন্তু তিন ভাগেই নিজ ভাইদের নাগরিকত্ব হীন করে রেখেছে। কেউ পাকিস্তানে নাগরিকত্ব হীন কেউ বাংলাদেশে, কেউ ভারতে!!!
      চরিত্রহীন রাজনিতি এদের দুখের কারন

    • @m.h.samrat7063
      @m.h.samrat7063 3 роки тому

      @@mdsohel7543 আপনি অসভ্য লোক।সেই সাথে মূর্খও বটে।

    • @mdsohel7543
      @mdsohel7543 3 роки тому

      @@m.h.samrat7063শিক্ষিত মানুষ ইতিহাস কেন জানিস না

  • @Dubaibd937
    @Dubaibd937 3 роки тому +11

    আমি চায় , বাংলাদেশ সরকার তাদের উন্নত মানের জীবনের ব্যবস্থা করুক

  • @Imranahmed-kx5eg
    @Imranahmed-kx5eg 3 роки тому +7

    অনেক বিহারীসহ আমরা পড়াশোনা করতাম! দেশ প্রেম স্বাধীনতা নিয়ে আমাদের মাঝে অনেক কথা হতো! ওরা মুক্তিযুদ্ধকে ন্যায় সংগত মনে করে! দেশ প্রেম বিন্দুমাত্র কম না!

    • @Imranahmed-kx5eg
      @Imranahmed-kx5eg 3 роки тому +1

      @@irfanbd08 আমি খেলাতে দেশ প্রেম দেখিও না খুঁজতে যাইয়ো না! যারা খেলার মত সাধারণ, অপ্রাসঙ্গিক, বিষয় দিয়ে দেশ প্রেম খোঁজেন তাদের কাছে গুরুত্বপূর্ণ!
      দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব, স্বাধীনতায় দেশ প্রেম খুঁজি এবং এখানেই তাদের থেকে দেশ প্রেম পেয়েছি!

    • @FahadKhan-cz6cd
      @FahadKhan-cz6cd 3 роки тому

      @@Imranahmed-kx5eg tomar baler kotha shunayo na, abal shuor.

  • @zihadhossen7890
    @zihadhossen7890 2 роки тому +35

    এরা উর্দু ভাষী হয়ে কোনো ভুল করে নাই। বাংলা যেমন আমার প্রাণের ভাষা, উর্দুও তাদের মাতৃভাষা। আর ভাষা আল্লাহর নিয়ামত।

    • @tojodeysarkar3561
      @tojodeysarkar3561 2 роки тому +2

      Apnar matri bhasa bangla ar Bangladesh a kon bhasa basi chole urdu na bangla ata janar icha chilo bhai karon ak kala amar thakurda Bangladesh a thaktan

    • @zihadhossen7890
      @zihadhossen7890 2 роки тому +3

      @@tojodeysarkar3561 জি ভাই আপনি জানতে চেয়েছেন বাংলাদেশে কোন ভাষা বেশি চলে। বাংলা। আপনি সম্ভবত বাংলাদেশের না। ।এছাড়া আমি আর কিছু বুঝি নি আপনার কথা।

    • @greenkingdom285
      @greenkingdom285 2 роки тому +4

      @@tojodeysarkar3561 ৯৯.% এই বাংলা । তাই বলে যে অন্য ভাষার লোকেদের ছোট করে দেখবো এর কোনো মানে নেই।

    • @mdpritam1964
      @mdpritam1964 Рік тому +2

      @@tojodeysarkar3561 শত্রুকে ভালোবাসা দিয়ে জয় করবো । শত্রু যখন অসহায় তখন তার উপর প্রতিশোধ নিয়া অন্যায় । এটাই ইসলামের শিক্ষা তোদের মতো আমার ধর্ম ঞয়

  • @yasinarafat1308
    @yasinarafat1308 3 роки тому +36

    খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের প্রতিবেদন, ধন্যবাদ BBC বাংলা চ্যানেল কে।💗

    • @alimsheikh6284
      @alimsheikh6284 Рік тому

      বিহারীরা যত ভাল আছে তার 1% ও পাকিস্থানে অবস্থিত বাঙ্গালী ভাল নেই..

  • @anindsdreamer506
    @anindsdreamer506 3 роки тому +15

    সত্যি দেশভাগ খুব কষ্টের ছিলো । অনেক মানুষের জীবনে নিয়ে এসেছিল অনেক দুর্দশা।
    যদি দেশভাগ না হতো তাহলে অনেক ভালো হতো।

    • @headshotff9486
      @headshotff9486 2 роки тому

      হ। তাহলে তুই সাধীন ভাবে কমেন্ট ও করতে পারতি না। রাজাকার

  • @Developed1174
    @Developed1174 3 роки тому +44

    উর্দুভাষীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে অনেক আগেই। আমার এলাকায় রংপুর সিটিতে একজন বিহারি জনপ্রতিনিধিত্ব করছে। অথচ পাকিস্তানে বাঙালিদের অবস্থা করুন, তাদের আইডি কার্ডও দেওয়া হয় না।

    • @mdsohan7229
      @mdsohan7229 3 роки тому +3

      আমার এক পরিচিত এক বাংগালী ফ্যামিলি আছে পাকিস্তানে।তারা এক ভাই ওখানে চেয়ারম্যান এক ভাই ব্যবসায়ী।

    • @istiaqueahmed7064
      @istiaqueahmed7064 3 роки тому +4

      @@mdsohan7229 এর খুবই খারাপ জাতি। ১৯৭১ সালে স্বাধীনতার সময় ঢাকা যত হত্যা কান্ড হয়েছে তার পেছনে এদের হাত আছে; পাকিন্তান আর্মিকে এরাই ইনফরমেশন দিতো ;এমন কি মুক্তিযুদ্ধা না কিন্তু ব্যক্তিগত শত্রুকে মুক্তিযুদ্ধা বলে পাকিন্তান বাহিনীকে দিয়ে বাঙালি মানুষকে মারতো ; আর স্বাধীনতার পর যত সন্ত্রাসী কাজছিলো এরা করতো ;বাংলাদেশিরা সন্ত্রাসী বানাইছে বা শিখাইছে এরা । এদের কাছ থেকে। চাঁদা তোলা ,খুন করা এসব এই বিহারীদেড় কাছ থেকে বাংলাদেশিরা শিখছে ;

    • @ashik4956
      @ashik4956 10 місяців тому

      কারণ বিহারীরা ভারতীয় মুসলিম ছিল।

  • @m.rabiulislam5891
    @m.rabiulislam5891 3 роки тому +4

    ওরা আমাদের ভাই।
    ওদের সকল অধিকার সমান ভাবে পাওয়া উচিত।

  • @rifatislam6897
    @rifatislam6897 3 роки тому +4

    আমারা মাতৃভাষার জন্য সংগ্রাম করেছি
    সবার মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিৎ

  • @Real-Man_Shariar
    @Real-Man_Shariar 3 роки тому +1

    এরকম একটা প্রতিবেদন এর জন্য ধন্যবাদ...আমরা চাই তারা দেশের সকল সুবিধা পাক

  • @siamoni6693
    @siamoni6693 3 роки тому +4

    এটা কোন কথা,, পাকিস্তানের মানুষ কত ভালোবাসে বাংলাদেশের মানুষকে আর আমরা কি করছি।।ধিক্কার বাংলাদেশের মানুষ হয়ে।

    • @arkoghosh8799
      @arkoghosh8799 3 роки тому +1

      Ha..thike bolaychen..ato valobasay j 1971 a 10 lakh bangalir gala ketaychilo...r 4 lakh mohila k rape koray chilo..Dhaka univercity er ghotona ta aktu poray dekhben.,..

  • @funclub8995
    @funclub8995 3 роки тому +6

    আমাদের দেশ যদি সোনার দেশ হই। তবে সরকারের এই মানুষ গুলোর প্রতি ভালো আচরণ করা উচিত। কারন সেই দেশ সোনার হতে পারে না। যে দেশে অন্যায় চলে।
    পাকিস্তান আমাদের যেমন ভালোবাসে। আমাদেরও উচিত তেমন ভালোবাসা তাদের দেওয়া।

    • @ashrafansari8036
      @ashrafansari8036 3 роки тому +1

      I love u brother from my deep ❤️❤️❤️❤️ heart....!!!

    • @alimsheikh6284
      @alimsheikh6284 Рік тому

      বিহারীরা যত ভাল আছে তার 1% ও নাস্তিক পাকিস্থানে অবস্থিত বাঙ্গালী ভাল নেই

  • @smrisadulislam8776
    @smrisadulislam8776 3 роки тому +42

    "আমাদের বচ্চাদের যেন বাংলাদেশী বলাহয়😢"

    • @visionbcs3567
      @visionbcs3567 3 роки тому +10

      বাঙ্গালী না ভাই বাংলাদেশী বলা হয় বলেছে। বাংলাদেশের নাগরিক হলেই যে বাঙ্গালী হতে হবে এরকম তো না

    • @naimulislamroni1506
      @naimulislamroni1506 3 роки тому +7

      বাঙালি আর বাংলাদেশি এক না। বাংলাদেশি হইতে হলে বাঙালি হওয়া জরুরি না।

    • @dk1064
      @dk1064 3 роки тому +3

      @@visionbcs3567 আব্বু পাকিস্তান ও বলে তোমারা পাকিস্তানি না বাঙালি দের এজন্য NID card দে নি

    • @star4style
      @star4style 2 роки тому

      ha doa kori Allah r kase jeno sob tik hoy
      Insha Allah

    • @mdpritam1964
      @mdpritam1964 Рік тому

      @@dk1064 শত্রুকে ভালোবাসা দিয়ে জয় করবো । শত্রু যখন অসহায় তখন তার উপর প্রতিশোধ নিয়া অন্যায় । কুকুর কামড়ালেও মানুষ কখোনো কুকুরকে কামড় দেয় না। এটাই ইসলামের শিক্ষা তোদের মতো আমার ধর্ম ঞয়

  • @alaminislam8229
    @alaminislam8229 3 роки тому +35

    পাকিস্তানি বাহিনী অন্যায় করেছে আমাদের সাথে। তবে আমার মনে হয় এদের ও আমাদের মতো সকল সকল সুবিধা পাওয়ার অধিকার আছে। আর আমরা বাঙ্গালিরা ক্ষমা করতে ভালোবাসি।

    • @dhaka6153
      @dhaka6153 3 роки тому

      লাইক দিলাম শেষ লাইটার জন্য।

    • @tamalmanna2604
      @tamalmanna2604 3 роки тому

      সত্যি ! বাঙালির মধ্যেই এই মানবিকতা টা এখনও বেচেঁ আছে ।

  • @l.dsajibahmed8926
    @l.dsajibahmed8926 Рік тому +7

    পাকিস্তানেও ঐরকম বাংলাদেশি আছে ৩৫ লাখ তাদেরকেউ কোনো নাগরিত্ব দেওয়া হয় নাই এখনও

  • @mdatikurrahman3437
    @mdatikurrahman3437 2 роки тому +2

    দিন শেষে মানুষ মানুষের জন্য। আল্লাহ আমাদেরকে সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন।

  • @smmirazulkamal5411
    @smmirazulkamal5411 3 роки тому +4

    আমরা এখন বিহারি বাঙালি আদিবাসী নই আমরা সবাই বাংলাদেশি।।।
    আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিয়ে যাই

    • @oostaad
      @oostaad 3 роки тому

      দেশকে এইসব বিহারিরা কখনো এগিয়ে নিতে সাহায্য করবে না ভাই,যেমনি আমাদের বাংলাদেশে পাকিস্তানিদের দ্বারা ধর্ষিত নারীদের জন্মানো সন্তানেরা দেশের খেয়ে পড়ে পাকিস্তানের নাম চালাচ্ছে আর দেশের ক্ষতি করছে, ঠিক সেইরকম টাই হবে।

    • @noorislam3114
      @noorislam3114 3 роки тому

      @@oostaad ঠিক বলেছেন

  • @muftijakaria22
    @muftijakaria22 3 роки тому +2

    সব ভাষাই আল্লাহর সৃষ্টি।
    আল্লাহর কাছে ভাষার কোনো দাম নেই।
    নেক আমলের দাম আছে আল্লাহর কাছে।

  • @আমিদুখিমানুষ

    😢🥺 আমরা শকলেই সৃস্টির সেরা মানব জাতি
    এজেনো ভাগ্গের দূর গতি😢

  • @rofikulshaikh1922
    @rofikulshaikh1922 Рік тому

    এর থেকে আমাদের পশ্চিম বাংলার বিহারীরা অনেক সুখে-শান্তিতে বাস করে

  • @islamicentertainmentbd1627
    @islamicentertainmentbd1627 3 роки тому +25

    নাওজুবিল্লাহ,,, জন্ম মিত্যু আল্লাহর হাতে,কার কোথায় জন্ম হবে এবং মিত্যু হবে সেটা আল্লাহই ভালো জানেন

  • @d.m.akteruzjaman4063
    @d.m.akteruzjaman4063 Рік тому +1

    সকল উর্দু ভাষী বাংলাদেশীদের সকল সুযোগ সুবিধা দেওয়া হোক, এবং এদের নাগরিকত্ব দেওয়া হোক। ৫০ বছর ধরে এরা এই দেশে, এরা এই দেশের নাগরিক।

  • @sukdebmajumder7751
    @sukdebmajumder7751 3 роки тому +8

    মানুষ মানুষের জন্য, সবার জন্য হোক সমান মানবতা

    • @alimsheikh6284
      @alimsheikh6284 Рік тому

      বিহারীরা যত ভাল আছে তার 1% ও পাকিস্থানে অবস্থিত বাঙ্গালী ভাল নেই/

  • @armanhossain1750
    @armanhossain1750 2 місяці тому

    আজকে পরিদর্শন করলাম এই ক্যাম্প 😢
    সত্যি অনেক কষ্টে আছে তারা

  • @funnybaby4207
    @funnybaby4207 3 роки тому +5

    যুদ্ধ, দেশভাগ মানেই অনেক কষ্টদায়ক ঘটনা। যা শত বছরেরও মিমাংসা হওয়ার নয় 😥
    বাঙালি,বিহারী,উপজাতী সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। লাল সবুজের পতাকাতলে আমরা সারাজীবন একত্রিত যেন থাকতে পারি এই দোয়া রইল ❤️🇧🇩❤️

    • @saeedbd71
      @saeedbd71 3 роки тому +1

      আমার পরিচিত অনেক বিহারি আছে যারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের স্বাধীনতার পর যখন তাদের বা তাদের পূর্বপুরুষদের প্রশ্ন করা হয়েছিলো যে তারা বাংলাদেশ না পাকিস্তান কোন দেশের নাগরিকত্ব চায়, তারা বাংলাদেশের নাগরিকত্ব বেছে নিয়েছিলো। তাদের কোন সমস্যা নেই। একজন বাংলাদেশী হিসাবে সকল সুযোগ-সুবিধা, পাসপোর্ট, সম্পত্তির অধিকার তারা ভোগ করছে। এখানে যাদের দেখানো হয়েছে তারা বা তাদের পূর্বপুরুষরা '৭১ এ বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তানের নাগরিকত্ব চেয়েছিলো। তাই তাদের রেডক্রসের তত্বাবধানে ❝আটকে পড়া পাকিস্তানি❞ হিসাবে বিহারি ক্যাম্পগুলোতে রাখা হয়েছে। আর যেহেতু তারা বাংলাদেশের নাগরিক নয় তাই তাদের কাজের আইনগত সুযোগসুবিধা নেই। তারা বাংলাদেশের পাসপোর্টের জন্য অযোগ্য। এবং বাংলাদেশে কোন সম্পত্তি অর্জনের (জমি-বাড়ি এগুলো) অধিকার এদের নেই। পাকিস্তান এদের এখন পর্যন্ত নিজেদের দেশে নিতে অস্বীকার করেছে। এমনকি পাকিস্তানে যেসব বাংলাদেশীদের দেখানো হয়েছে তারাও '৭২-'৭৪ সালে যখন বাংলাদেশীদের ফেরত আনা হয়েছিলো তখন দেশে ফিরতে অস্বীকার করে পাকিস্তানি নাগরিক হিসাবে থাকতে চেয়েছিলো। বাংলাদেশ তাদের কোন নাগরিককে ফেলে আসেনি।

    • @funnybaby4207
      @funnybaby4207 3 роки тому

      @@saeedbd71 হ্যাঁ এখন বাংলাদেশের অনেক বিহারীরা বাংলাদেশের নাগরিক।

  • @paradoxicalhimu
    @paradoxicalhimu 3 роки тому +10

    মানবতার দিক থেকে হলেও সরকার এর উচিত এদের জন্য কিছু করা এরাও আমাদের দেশের একটা অংশ

  • @adnansagor3204
    @adnansagor3204 2 роки тому +5

    দিন শেষে আমরা মানুষ। ভালোবাসা ছড়িয়ে দেয় প্রত্যকটা মানুষের প্রতি।

    • @alimsheikh6284
      @alimsheikh6284 Рік тому

      বিহারীরা যত ভাল আছে তার 1% ও পাকিস্থানে অবস্থিত বাঙ্গালী ভাল নেই

  • @wallmartstellgaleryandalum5535

    তামিম ইকবাল রা বিহারী। বাংলাদেশে বি এস আর এম বৃহৎ শিল্প গোষ্ঠী তারা বিহারি। বিহারিরা বাংলাদেশে শত শত বড় ব্যবসায়ী আছে। এবং তারা এখন যথেষ্ট ভালো আছে। কোটি কোটি গরিব বাঙালিরা ও আছে। বিহারীরা ও আছে এটা ভিন্ন কথা। কিন্তুু এখন বিহারী বাংলাদেশী। এবং ভালো আছে। বাংলাদেশ সরকার এবং জনগণকে ধন্যবাদ

  • @hemelunchanged9015
    @hemelunchanged9015 3 роки тому +9

    ধর্ম সমাধান নয়, সমাধান মানসিকতা। একে অপরকে সম্মান করার মানসিকতা।

  • @sakibbarimondol4641
    @sakibbarimondol4641 3 роки тому +17

    বাংলাদেশ পাকিস্তান ম্যাচে আপনাদেরকে বাংলাদেশকে সাপোর্ট দিতে হবে তাহলে প্রকৃত বাংলাদেশী হতে পারবেন ।

    • @sultanmahmud8296
      @sultanmahmud8296 3 роки тому

      এরা সবাই ভারতীয়। এরা ভারত থেকে এসেছে।একজনও পাকিস্তানী নয়। ইতিহাস জানুন পড়ুন।শুধু উর্দু ভাষায় কথা বললেই পাকিস্তানী হয় না।

    • @SharifulIslam-kb7jd
      @SharifulIslam-kb7jd 3 роки тому

      Kutta league

    • @imonsarker3766
      @imonsarker3766 3 роки тому +3

      @@sultanmahmud8296 Toh sherokom bolle toh Pakistan o Bharot theke aseche🙄

  • @ibrahimsblog9659
    @ibrahimsblog9659 3 роки тому

    বাংলাদেশে যখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে তখন এতো হিংসাত্মক মনোভাব থাকবে না ইংশাআল্লাহ।

  • @copyrightmusic1282
    @copyrightmusic1282 3 роки тому +3

    ভাবলেই হৃদয়ে সাড়া দেয় মানুষ কতোই না কষ্টে জীবন যাপন করে আসছে আর কতো

  • @auramw
    @auramw 3 роки тому

    আমাদের পরিচিত একটি বিহারী পরিবার আছে। উনারা বাংলাদেশ সমর্থন করেছিলেন এবং যুদ্ধেও অংশ নিয়েছিলেন। যুদ্ধের পর অন্য বিহারীদের সাথে তাদেরও ধরে নিয়ে গেলে মুক্তিবাহিনী পরিবারটিকে বাংলাদেশের পক্ষে জানিয়ে মুক্ত করে এবং তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে সুখেই আছে। যারা বিহারী ক্যাম্পে আটকে পড়া এরা কেউই ১৯৭১ বাংলাদেশের পক্ষে ছিল না।

  • @niloykhan-ul7jw
    @niloykhan-ul7jw 2 роки тому +3

    সুন্দর একটা জীবন সবাই উপভোগ করতে চায়।এখন এদেশে যারা আছে সবাই আমাদেরই ভাই,বোন।বাংলাদেশ সরকারের উচিত তাদেরকে অন্যান্য মানুষের মত।সুযোগ সুবিধা করে দেয়া।

  • @abumortakaiummondol623
    @abumortakaiummondol623 2 роки тому

    নিজের ভাষাকে ভালবাসলেই মাকে ভালোবাসা ।মাকে খুব মিছ করছি।

  • @arundhuty9361
    @arundhuty9361 3 роки тому +6

    দুটো রিপোর্ট দেখে বুঝলাম বাংলাদেশে বিহারীদের জীবনযাত্রা উন্নত হচ্ছে। মানবিক কারণে যা হওয়া উচিত। কিন্তু পাকিস্তানে বসবাস রত বাঙালিদের দুরবস্থা এখনো কাটেনি,কখনও কাটবে কিনা সে নিশ্চয়তা নেই। তাদের নাগরিক সুবিধা দেওয়ার জোড় দাবি জানাচ্ছি।

    • @AbdullahAlMasudShoykat
      @AbdullahAlMasudShoykat 3 роки тому

      অনেকগুলো কমেন্ট দেখলাম কিন্তু এই কথাটা কাউকে বলতে দেখলাম না।

  • @mohidulislam1828
    @mohidulislam1828 Рік тому

    বোন তুমি খুব ভালো কথা বলছো যে তোমাদের বাচ্চাদের কে যেনো বাংলাদেশি বলা হয় আগে জাই হইছে তা আমরা সবাই ভুলে গিয়ে সবাই দেশ কে ভালোবাসি তাতেই সবার মঙল হবে।

  • @everyday617
    @everyday617 3 роки тому +4

    হে এটাই আমাদের বাংলাদেশ,, এই দেশের ভাষা যেমন সুন্দর তেমন সুন্দর এই দেশের মানুষের মন।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️🙏💙

  • @allihossensarkar1979
    @allihossensarkar1979 3 роки тому

    আমি লাস্ট ৪ থেকে ৫ মাস এর হবে
    এই টপিক গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম
    ভালো লাগলো বিবিসি এর প্রতিবেদন টা দেখে... আসলে বাংলাদেশ এ যে সকল পাকিস্তানিরা আছে তারা যেমন বাংলাদেশের এক ধরনের বুঝা হয়ে আছে
    ঠিক তেমন ই পাকিস্তান এ আবার যে সকল বাংলাদেশিরা আছে তারাও ঠিক এমন ই আছে....
    আর এ জন্যই আমি মনে করি যে
    এই ২ টি দেশের সরকার যদি কুনো আলোচনা মধ্যেমে এর সমাধান দিতো
    তাহলে এই মানুষ গুলার জন্য অনেক ভালো কিছু ভয়ে আনতো
    দিন শেষএ এরাও মানুষ এদের ওও অধিকার আছে একটা সুন্দর জীবন জাপান করার.... বিবিসির প্রতি অনুরুধ রইলো এই বিষয়ে একটা সুন্দর প্রতিবেদন প্রকাশ করার

  • @nazmushsakib5654
    @nazmushsakib5654 3 роки тому +4

    ভাষা মানে মাতৃভাষা সবই সমান আজকে আমরা যদি উর্দুকে ঘৃণা করি তাহলে ৫২ তে যারা বাংলা কে ঘৃণা করত তারা আর আমাদের মাঝে পার্থক্য কোথায় রইল ।
    সবার মাতৃভাষাকেই সম্মান প্রদর্শন করা উচিত।

  • @md.foysalmridha1885
    @md.foysalmridha1885 3 роки тому

    বিবিসিকে ধন্যবার এমন একটি সংবাদ উপস্থাপন করার জন্য।
    তারা এদেশে জন্মগ্রহণ করেছে এদেশ তাদেরই দেশ। তাহারা ও বাংলায় কথা বলতে পারে।

  • @tayabalimohamad9670
    @tayabalimohamad9670 3 роки тому +8

    পাকিস্তানে বাংলাদেশি যারা আছেন।
    ১৯৪৭ এর পর থেকে ওদের অবস্তা
    এদের চেয়ে বায়াবহ। তারা খুব কস্টের মধ্যে আছে। সুতরাং বাংলাদেশে।
    বিহারিরা অনেক সুখে আছে।
    বলে আমি মনে করি।

    • @mfahad9830
      @mfahad9830 3 роки тому

      Bihari is from Bihar- India, not Pakistan

  • @sheikhnafeesahmed611
    @sheikhnafeesahmed611 10 місяців тому +1

    এরা যথেষ্ট ভালো আছে, পাকিস্তানে আমাদের বাংগালি ভাইয়েরা অনেক খারাপ অবস্থায় আছে 😊

  • @bishalsarker1926
    @bishalsarker1926 3 роки тому +4

    কি বলেন নাগরিক সুবিধা পায় না, নীলফামারী জেলার সৈয়দপুর এসে দেখেন এরা আমাদের বাঙ্গালীদের চেয় বেশী উন্নোত বরং আমরাই এখানে রোহিংগা লাগে।

  • @rashidulislam1783
    @rashidulislam1783 2 роки тому +1

    ধন্যবাদ বাংলাদেশ সরকারকে
    নাগরিকত্ব দেয়ার জন্য ❤️

  • @rakibulislamrahatkhan
    @rakibulislamrahatkhan 2 роки тому +4

    বিষয়টি এমন হলো না, যে বাবার আচরণ খারাপ থাকায় ছেলেকে মারধোর। আমার বাঙালি যারা অতিথির সেবা যত্ন করতে ভালোবাসি । আর সেই আমারাই কিনা ১৯৯১-২০২২ সাল সময় লাগিয়ে দিলাম তাদের মৌলিক চাহিদা পূরণ করতে ।😔💔

  • @SyedAdil_313
    @SyedAdil_313 10 місяців тому

    এই বাংলাদেশ ভাষার জন্য যুদ্ধ করেছে।এখানে সব ভাষার সমান মর্যাদা দেওয়া উচিত। বিহারি উর্দু বাংলা সবই ভাষার জনগোষ্ঠী এই দেশের নাগরিক। তাদের জন্য শুভ কামনা। এই ঢাকা গড়তে সব নাগরিক অবদান আছে

  • @martyalencar3412
    @martyalencar3412 3 роки тому +9

    “এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই। তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে। আমাদের যেন বদনাম না হয়।” - ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    • @al-aminmohammad2730
      @al-aminmohammad2730 2 роки тому

      একটা করে বিহারী ধর , সকাল বিকাল নাস্তা কর ।
      এই শ্লোগানটা ১৯৭১এর ৩ রা মার্চ থেকে পাকিস্তানী বাহিনীর আত্ম সমর্থনের পূর্ব পর্যন্ত যেন কারা দিয়েছিল ??????? মুসলিম লীগ নাকি জামায়াতে ইসলামি !!!!!!!!

  • @noornrubel3907
    @noornrubel3907 3 роки тому +1

    যতটুকু কষ্টে আছে ভাবছেন আসলেই তা নয়... আমি ছোট থেকে বিহারীদের সাথে বসবাস.. ধনী গরীব উভয় আছে বাঙ্গালী মধ্যে ও অনেক গরীব আছে এদের তুলনায় অনেক কষ্টে আছে... তাছাড়া আমার এলাকার প্রত্যেক বিহারী জনগোষ্ঠী কে এখন পাসপোর্ট ও দিচছে কিন্তু পাকিস্তানে থাকা বাঙ্গালি রা এখনো সেখানকার নাগরিকত্ব পাইনি...

    • @dishasworld5854
      @dishasworld5854 3 роки тому

      r8 via,,,camp e gas,pani,karent pray free er motoi use kre tara,,,,,& ghorer vitore onk vlo obostha tader,,,& kono program holeo bujha jy,tara koto ta vlo ache

  • @brown907
    @brown907 3 роки тому +5

    পাকিস্তানের ৮% পাকিস্তানি উর্দু ভাষায় কথা বলে এবং বাকিরা পাঞ্জাবী ভাষা ব্যবহার করে। আর মাত্র কয়েকটি পরিবার উর্দু তে কথা বলার জন্য এত্ত কঠিন সাজা দেওয়া ঠিক হয়নি। তাদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া উচিৎ।

    • @abuzaformohammedaman9205
      @abuzaformohammedaman9205 3 роки тому

      আর পাকিস্তান এর প্রধানমন্ত্রী ইমরান খান একজন পাসতুন জাতিগোষ্ঠীর লোক।

  • @didarulsozle2517
    @didarulsozle2517 3 роки тому +4

    ভালোবাসা প্রত্যকটি মানুষের জন্য। সাম্যবোধ থাকুক সকলের মাঝেই।

  • @rabiulislam7635
    @rabiulislam7635 3 роки тому +1

    আমাদের একটাই পরিচয় আমরা মুসলিম আল্লাহর গোলাম।

  • @uaectg9175
    @uaectg9175 3 роки тому +6

    ওরাউ মুসলিম আমরাউ মুসলিম ওদেরকে আমাদের মত সব কিছুর অধিকার দেওয়া হোক

  • @easyshoesbd4719
    @easyshoesbd4719 3 роки тому +1

    আমাদের নবী করিম (সঃ) মক্কার কাফেরদের কাছে এত লাঞ্চিত অপমানিত নির্যাতিত হয়েও মক্কা বিজয়ের পর সকল কিছু ভুলে গিয়ে কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছেন আর তারাতো আমাদের মুসলমান ভাই সরকারের উচিত তাদেরকেও ক্ষমা করে দিয়ে একজন সাধারন বাংলাদেশীর মতো সকল সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করে বাচতে দেয়া হোক।

  • @qazirasel493
    @qazirasel493 3 роки тому +6

    আমাদের সৈয়দপুরে আছে
    একেকজন সেই মাপের ব্যাবসায়ী
    তাদের তো নাগরিকত্ব আছে
    ভোট দিচ্ছে
    পড়াশোনা করতেছে

  • @merajrhomanfilms-mrf7175
    @merajrhomanfilms-mrf7175 3 роки тому +2

    দেশের কত টাকা দেশদ্রোহীরা খাইয়া পালিয়েছে আমরা তাও তাদের সাপোর্ট করি আর এরা তো আমাদের কোন ক্ষতি করে নাই। এদের যেন কোন সমস্যা না হই এটা যেন সরকার নিশ্চিত করেন। আমরা মানবতার উদাহরণ হয়ে থাকতে চাই। জয় বাংলা🇧🇩

  • @sohelkhan6999
    @sohelkhan6999 3 роки тому +13

    আমরা তো এদের নাগরিকত্ব দিলাম কিন্তু পাকিস্তান আমাদের বাঙালী ভাইদের নাগরিকত্ব দেয়নি তারা পাকিস্তানে আরো বেশি কষ্টে আছে

    • @king_hhh
      @king_hhh 3 роки тому

      হ্যাঁ আমরা পৃথিবীর সবচেয়ে মহান জাতি।

  • @woundedvibes
    @woundedvibes 3 роки тому +1

    তোমরা আমাদের পূর্ব পুরুষদের কত ক্ষতি করেছো। তোমাদের প্রতি দয়া মায়া আসবে কিভাবে এদেশের মানুষের। তবে তোমাদের প্রতি অবশ্যই মানবতা দেখানো উচিত এদেশের মানুষের।

  • @noyongazi7163
    @noyongazi7163 3 роки тому +3

    ভারত, পাকিস্তান, বাংলাদেশ যেন এক মায়ের তিন সন্তান। কিন্তু আফসোস কিছু দূরবল চিন্তার মানুষ দের জন্য।

    • @Study_ws
      @Study_ws 3 роки тому

      Love from India

  • @mdraselislam339
    @mdraselislam339 3 роки тому

    বাংলাদেশের উওরের জেলা নীলফামারীর উপজেলা সৈয়দপুর গেলেই মনে হয় বাংলাদেশের ভেতরে একটুকরো পাকিস্তান। কিন্তু তারা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। 💖💖💖💝💝💝

  • @craftsntechbox
    @craftsntechbox 3 роки тому +3

    দিন শেষে কথা একটাই, আমরা যেন ভারতীয়দের মতো আচারন না করি।
    বিবিসি কে ধন্যবাদ এমন প্রতিবেদন করার জন্য

    • @SkysMontreal90
      @SkysMontreal90 3 роки тому +2

      Bhai apnar cmnt deke aslam. Bbc same akta news upload korche , kmon ache pakistane bangladeshira . Doya kore video ta dekben. Amara jeno Hingsa biddesh na chorai. Amara jeno sobai valo taki din sese aitai parthona kori. 🙏

  • @mdracel8022
    @mdracel8022 3 роки тому +2

    সরকারের কাছে আবেদন জানাচ্ছি সরকার যেন উনাদের সকল প্রকারের স্বাধীনতা দেয়

  • @THEMUSAFIRtravelhistory
    @THEMUSAFIRtravelhistory 3 роки тому +2

    সবার উপর মানুষ সত্য, তাহার উপর কেউ নাই।
    এইসব রেসিজম থেকে আমাদের বের হওয়া উচিত, জীবন মাত্র একটাই, সবার তার জীবন সুন্দর ভাবে উপভোগ করার অধিকার আছে।

  • @mdmahmudsharif2005
    @mdmahmudsharif2005 3 роки тому +2

    15 লক্ষ বাঙ্গালীর খবরাখবর একটু দিবেন পাকিস্তানে কেমন আছে।
    যে যেখানেই আছে সবাই কে সুন্দর ভাবে চলার সুযোগ দেয়া হউক।
    ☝🤲

  • @rnnishad2493
    @rnnishad2493 3 роки тому +7

    নিজেকে দিক্কার দেওয়ার কিছু নাই ভাই।বেলা শেষে আমরা সবাই মানুষ। আর পাকিস্তানিদের কে ত আমরা বাংঙ্গালিরাত ঘৃনা করি না ভালোবাসি কারন আমার সবাই মুসলিম।ভালোবাসি পৃথিবীর সকল মুসলিম কে সকল মানুষ কে।

  • @SabbirAhmed-ik4oj
    @SabbirAhmed-ik4oj 3 роки тому

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চুক্তি করা হোক, তাদের দেশে থাকা বাঙ্গালীদের সকল নাগরিক সুবিধা ও দেশের নাগরিক করা হোক, বিনিময়ে আমরা বিহারীদের নাগরিক অধীকার ও সুবিধা দিবো, ইন শা আল্লাহ, আর কত বিবেধ, চলুন না সবাই মিলে এক হই।

  • @bengalboy284
    @bengalboy284 3 роки тому +6

    This is so sad.everyone please hold their hand,give them a smile and tell them you are bangladeshi,if you want to be.

  • @missmaysa8545
    @missmaysa8545 3 роки тому +2

    দুই দেশের মধ্যে এই একটা জায়গায় মিল আছে।

    • @missmaysa8545
      @missmaysa8545 3 роки тому

      পাকিস্তানে বাঙালিরা অবহেলিত এখানে পাকিস্তানিরা অবহেলিত।

  • @OrchidBangladesh
    @OrchidBangladesh 3 роки тому +5

    Very sad, Hope our govt will solve this issue soon and give them a proper life and chance to integrate with main society and also preserve their heritage .

  • @musiccitylxe2401
    @musiccitylxe2401 Рік тому +1

    কি বলবো ভাষা হারিয়ে ফেলছি।১৯৪৭ এ হিন্দু মুসলিম করে ভারত তথা দেশ ভাগ হয় বাংলাদেশ ও পাকিস্তান নামে।তখন ভারতে হিন্দি ভাষা ভাষি মানুষরা হিন্দু দের ভয়ে শান্তিতে থাকার জন্য মুসলিম দেশে আসে।কিন্তু আফসোস তারা জানতো না যে মুসলিম হলেই হবে না তাদের বাঙালি হতে হবে।তারা ভারত থেকে এসেছিলেন মুসলিম বলে হিন্দু রাষ্ট্রে মুসলিম দের বৈষম্যর শিকার হতে হবে বলে কিন্তু তারা জানতো না যে ভাষার জন্যে ও তাদের কে বৈষম্যর শিকার হতে হবে।তারতো একদম খাঁটি বাংলাদেশি কারন তারা পাকিস্তান যুদ্ধের পর এই দেশে আসেনি তারা এসেছে ১৯৪৭ এ। তারাতো অনেক আগেই বাংলাদেশী পরিচয় হওয়া দরকার ছিলো।যখন বাংলাদেশীরা পাকিস্তানি মানুষ দের উপর বৈষম্যর শিকার হচ্ছিলো তখন বিহারিদের উর্দ্দ ভাষী হিসেবে বৈষম্যর শিকার হয়ে তাদের কে পাকিস্তানি ভাবতো বাংলাদেশীরা।তাই তারা তাদের জীবন বাচাবার জন্য ১৯৭১ এ পাকিস্তানের পক্ষে ছিলো যেমনটা শ্রীলংকাতে তামিল মুসলিমরা নিজেদের রক্ষার জন্য তামিল টাইগার বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছিলো।যেই মুসলিম দেশ হিসেবে তারা সুখে থাকবে বলে এই দেশে এসেছিলো সেই মুসলিমরাই ওই তার ভাষার কারনে তাদের হেও করে রেখেছে।মানবতা বলতে যা বুঝলাম তা কোনো মানবতাই নাই।

  • @srmonlineclass2003
    @srmonlineclass2003 3 роки тому +6

    They belong here, in Bangladesh!
    The motive of language movement wasn't hatred towards Urdu language speakers, it was prevention of unjust what the rulers wanted us to endure. They speak Urdu but that doesn't make them Pakistani. Can we just move on from our stupidity and focus on the ways of the development of Bangladesh? If Bangladesh becomes a rich and happy country, that will be the rightful answer towards the oppression of centuries. They are our people, we have to understand that, for our sake.

  • @MdYasin-v8h
    @MdYasin-v8h 12 днів тому

    এটা কোন জায়গায় ভাই