৫০ বছর পরও বিহারী ক্যাম্পের নতুন প্রজন্ম বাংলাদেশে অস্তিত্ব সঙ্কটে? | Bangladesh Trending

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2021
  • #BangladeshTrending
    বাংলাদেশেই জন্ম, বাংলাদেশেই বেড়ে ওঠা, পেয়েছেন জাতীয় পরিচয়পত্রও; এরপরও আদৌ বাংলাদেশী হতে পেরেছেন কিনা তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় রয়েছেন রাজধানীর মোহম্মদপুরের জেনেভা ক্যাম্পের তরুণ বাসিন্দারা। তারা বলছেন, শুধুমাত্র ক্যাম্পে বসবাসের কারণে চাকরি-বাকরিসহ সবক্ষেত্রে বঞ্চিত হতে হচ্ছে, অনেক ক্ষেত্রে মিলছে না ন্যূনতম নাগরিক সুবিধাটুকু্ও।
    স্বাধীনতার ৫০ বছর পার করেছে বাংলাদেশ। এই দীর্ঘ সময় পরে বিহারী ক্যাম্পের তরুণ প্রজন্ম নিজেদের কতোটা বাংলাদেশী মনে করে, আর বাংলাদেশই বা তাদের কতোটা নিজের করে নিলো, চলুন তাদের কাছেই জানার চেষ্টা করি।
    *******************************************
    বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
    এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
    নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
    আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
    ওয়েবসাইট: www.bbc.co.uk/bengali​​​
    ফেসবুক: / bbcbengaliservice​​​
    টুইটার: / bbcbangla
    #BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews
    *******************************************

КОМЕНТАРІ • 441

  • @millathossain6980
    @millathossain6980 8 місяців тому +11

    পাকিস্তানের যে বাংলাদেশি আছে তাদেরকে এখনো পর্যন্ত পরিচয় পত্র দেওয়া হয় নাই পাকিস্তানের পাকিস্তান তুলনায় আমাদের বাংলাদেশের বিহারির অনেক ভালো আছে

  • @ashrafhyder2437
    @ashrafhyder2437 2 роки тому +122

    উভয় দেশের রাষ্ট্র প্রধানরা ঐক্য মত হয়ে উভয় দেশে আটকেপরাদের নাগরিক হিসেবে সকল সুবিধা দেয়া উচিৎ।

    • @TaufiqueJoarder
      @TaufiqueJoarder 2 роки тому +5

      উভয় দেশ মানে কী? বিহারিরাতো ভারত থেকে এদেশে মাইগ্রেট করেছিল, পশ্চিম পাকিস্তান থেকে তো নয়।

    • @mohammaddelwarhossain4863
      @mohammaddelwarhossain4863 2 роки тому +3

      বিহারিরা পাকিস্তানের নাগরিক। স্বাধীনতা সংগ্রামে তারা পাকিস্তানের পক্ষে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে বাঙালী নিধনে সক্রিয় ভূমিকা পালন করেছে। দেশ স্বাধীন হওয়ার পর তারা পাকিস্তানে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু পাকিস্তান তাদের নাগরিক হিসাবে গ্রহণ করেনি। এখন তাদের দায় বাংলাদেশ কোন যুক্তিতে কেন নিবে?

    • @rejurome5673
      @rejurome5673 2 роки тому

      @@TaufiqueJoarder ভাই, এরা তো আমাদের মুক্তি যুদ্ধের সময় শুধু মাত্র ভাষা গত কারনেই পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছে, নির্যাতন লুটপাটে পাকিস্তানি সৈন্যদের সহযোগী হিসেবে কাজ করেছে। এদের তখনকার দাপটের কথা তো ৫০ বছর পরেও স্পষ্ট করে মনের ভিতরে গেঁথে রয়েছে । ১৯৭১ এ বর্তমানের ক্রিসেন্ট লেকের পাশের রাস্তায় কিশোর বয়সী এক নিরীহ বাঙ্গালীর রিক্সায় ৪ বিহারি বসে নিষ্ঠুরভাবে মারপিট করার দৃশ্য এখনো চোখে ভাসে। ঢাকায় আমাদের শেরেবাংলা নগরের বাসা মোঃ পুর থেকে আসা বিহারিরাই পাকিস্তানি সৈন্যদের নিয়ে লুটপাট করছে। এখন নাহয় এরা বাচ্চা বিড়াল সেজে রয়েছে, ১৯৭১ সালে তো বাঘ সিংহের চেয়েও কম হিংস্র ছিলো না। এরা অত্যন্ত কলহপ্রিয় জাতি, সেই আমাদের দেশের স্বাধীনতার আগে থেকেই দেখে আসছি। এখনোও তো ওর আমাদের দেশকে মনে প্রাণে গ্রহণ করতে পারে নামে। ভারত থেকে বিতারিত হয়েছে ওদের খাসলতের কারনে আর আমাদের দেশে আশ্রয় নিয়ে কিনা আমাদেরই বিরোধিতা করেছে...!! করাচীতেও তো ঔরাঙ্গী টাউনশিপে এদের আলাদা করে জায়গা দিয়েছে "মোহাজের" বা শরনার্থী নাম দিয়ে। এরা তো আমাদের দেশের মাটিতে জন্ম নিয়ে, আমাদের দেশে নিঃস্বাস নিয়ে, আমাদেরই বিরোধিতা করেছে...!! এদের অতীত তো ভালো না। কেন এদেরকে গ্রহণ করতে হবে ?

    • @danammakampa8796
      @danammakampa8796 Рік тому +1

      Ei bishoye aponar sathe ami sonpurno ekmot

    • @joytara8187
      @joytara8187 Рік тому

      @@TaufiqueJoarder হম। ওরা পশ্চিম পাকিস্তানি না। বিহার থেকে এসেছে, কিন্তু বাঙাল রা যে মূর্খ ওরা বলে পশ্চিম পাকিস্তান থেকে এসেছে। তবে মূর্খ বাঙালদের ভারতের গোলামির করতে হবে আজীবন। হা হা হা।

  • @taposhsutrodhar8501
    @taposhsutrodhar8501 2 роки тому +40

    বিজয়ের 50 বছরে আমরা বাংলাদেশি রা, কত টুকু দেশপ্রেমী বাংলাদেশী হতে পেরেছি??

  • @khukonseikh494
    @khukonseikh494 2 роки тому +52

    আচ্ছা বাংলাদেশ ও পাকিস্তানে আটকে পরা মানুষ গুলোকে দুই দেশের সরকার কেন এতো অবহেলা করছে?কোন একটা ব্যবস্থা করে দিলে ভালো হতো।মানুষ গুলো অনেক কষ্টে আছে।আমাদের মানবিক হওয়া দরকার

    • @roydwip5073
      @roydwip5073 2 роки тому +2

      Bangladesh chasta kosto korchilo kintu Pakistan kora ni

    • @a1munna170
      @a1munna170 2 роки тому +1

      @@roydwip5073 abaler abal uttor..... Bangladesh koto bal halaice seta sudu apni janen are keo jane nah

    • @sylheti_fua.
      @sylheti_fua. 2 роки тому

      💯

    • @waheedqamar4378
      @waheedqamar4378 4 місяці тому

      Baba ki bolbo bangalr bichar

  • @nurhossin265
    @nurhossin265 2 роки тому +42

    আমরা সবাই এই পৃথিবীতে মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই কোন ধর্মীয় সম্প্রদায় বা কোন গোষ্ঠী পরিচয় নয়।

  • @powerofmegaproject7758
    @powerofmegaproject7758 2 роки тому +45

    পাকিস্তানে আটকে পড়া বাঙ্গালীদের জন্য আমাদের মন কাঁদে দু দেশের নাগরিকদের সমান অধিকার দেয়া হোক 🥀🥀🥀🥀🥀

    • @mdabdullahkhan8876
      @mdabdullahkhan8876 Рік тому

      আবাল এরা কি পাকিস্তান থেকে আসছে অশিক্ষিত দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে এরা ইন্ডিয়ার বিহার থেকে আসছে

    • @waheedqamar4378
      @waheedqamar4378 4 місяці тому

      Bangladesh e biharir kotha vabona bondhou tumi

  • @mdsakibhasan9036
    @mdsakibhasan9036 2 роки тому +14

    বাংলাদেশে বিহারী রা ভালো আছে অথচো পাকিস্তানে জে সকল বাঙ্গালী আছে তাদের অবস্থা আরো খারাপ

    • @MehediHasan-uf8kr
      @MehediHasan-uf8kr 2 роки тому

      রাইট ভাই

    • @barisiddiq9427
      @barisiddiq9427 2 роки тому

      Apni Pakistan giye dekchilen

    • @SAYFULALAM69
      @SAYFULALAM69 Місяць тому

      কেন আপনার জ্বলে? আপনি বিভিন্ন সংস্থার খবর গুলো দেখেন। কি হালে পাকিস্তানে বাঙালিরা। ওরাতো বাংলাভাষা বলেনা ওরা বলে উর্দুতে। ওরা যে থাকছে সেটাই বেশী।

  • @shayonkhan5914
    @shayonkhan5914 2 роки тому +35

    সৈয়দপুরে বিহারী অনেক, অনেক ফ্রেন্ড আছে আমার, ওরা যে ব্যবসা করতে পারে, বাঙালিরা তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, ব্যবসা কিভাবে করতে হয়

    • @jubelahmed8863
      @jubelahmed8863 2 роки тому +7

      Right ওরাও মানুষ ওরাও আমাদের ভাই বোন

    • @freelife2346
      @freelife2346 2 роки тому +4

      @@jubelahmed8863 কে রাজাকার আমাদের ভাই-বোন

    • @foortibalok
      @foortibalok 2 роки тому +1

      @@freelife2346 হায় রে ছাত্রলীগ, একবার আল্লাহ রে যদি এই ভালোবাসা টা দিয়ে দেখত,

    • @freelife2346
      @freelife2346 2 роки тому +3

      @@foortibalok আল্লাহর নামে ব্যবসা আর কয়দিন করবে??

    • @foortibalok
      @foortibalok 2 роки тому

      @@freelife2346 হায় রে ছাত্রলীগ

  • @mdsalimrana007
    @mdsalimrana007 2 роки тому +12

    নাগরিকত্ব দিলেও এরা নিবেনা,বিদেশি অনুদান বন্ধ হবে। এরা এত সুবিধার মানুষ না।ক্যাম্পের আশেপাশে যারা থাকে তারা জানে।সব ধরনের নেশার বৈধ স্থান ক্যাম্প

    • @rajiburrahman8176
      @rajiburrahman8176 2 роки тому

      আপনার আমার জন্যই তাদের ক্যম্প অপরাধ স্বর্গ। সাধারন এলাকা হলে ওখানে এসব থাকত না।

  • @akramomar2190
    @akramomar2190 2 роки тому +12

    বাংলাদেশের যারা পাকিস্থানে আছে তাদেরকে নিয়ে নিউজ করেন তারা কি কষ্টে আছে দেখেন

  • @tanziulislam2116
    @tanziulislam2116 2 роки тому +14

    সহানুভূতিশীল মানুষদের উচিত ক্যাম্পের মেয়েদের বিবাহ করে বাইরের মুক্ত পরিবেশে নিয়ে আসা।

    • @shaikatbarua5609
      @shaikatbarua5609 2 роки тому +1

      কেনো দেশে কি মেয়ের খারা পরছে পাগল পাবলিগ

    • @mumu13574
      @mumu13574 2 роки тому

      😂😂😂😂😂seriously!!!!

    • @mdmohitulhaque8648
      @mdmohitulhaque8648 9 місяців тому

      Era shia, qadiani. Tui bia kor eder

  • @RiadUddin-lh8qc
    @RiadUddin-lh8qc 3 дні тому

    সত্যি বলতে আলোচনা যা বুঝলাম পড়ালেখা করলেও আমরা হয়তো আজও মানুষ হতে পারলাম না। সত্যি কষ্টদায়ক বিষয়টা। অন্য দেশ কী করলো সেটা বড় কথা না নিজেরা কী করলাম সেটা বড় কথা।

  • @ruposhitravel4640
    @ruposhitravel4640 2 роки тому +15

    খুব দুঃখজনক তাদের নাগরিকত্ব ও সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অবশ্যই দেওয়া উচিত।

  • @AlamgirAlamgir-wl2mk
    @AlamgirAlamgir-wl2mk 2 роки тому +18

    তাদের কে বাংলাদেশের নাগরিক অধিকার দেওয়া হক আমাদের ইচ্ছা

    • @refatleon6093
      @refatleon6093 2 місяці тому

      নাগরিক দেয়া হয়েছে আমাদের রংপুরে এরকম অনেকে বিহারি জাতি যারা এখন বাজ্ঞালির মতোই তারা নিজস্ব জমি কিনে বাহিরে এসব ক্যাম্প ছেড়ে বাড়ি করে আছে

  • @mahbubhasansiddiquee2976
    @mahbubhasansiddiquee2976 2 роки тому +11

    তারা যেখানে বসবাস করুক না কেন রাষ্ট্র তাদেরকে মৌলিক নাগরিক অধিকার গুলো প্রদান করলেই অনেকটা সমস্যার সমাধান হবে।

    • @jawadshohoz9704
      @jawadshohoz9704 2 роки тому +1

      আপনার বাসায় নিয়ে রাখেন

  • @AnikaBusra69
    @AnikaBusra69 2 роки тому +15

    তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নেওয়া উচিত। আল্লাহ আমাদের সাহায্য করুন।

    • @Gazi-Saheb
      @Gazi-Saheb 9 місяців тому +2

      তাদের কে যদি প্রশ্ন করো তোমরা কোন দেশকে ভালবাস বাংলাদেশ নাকি পাকিস্তান তারা বলে পাকিস্তান। খেলার সময়ও একই অবস্থা তাহলে তারা কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব ও সুজোগ সুভিদা আশা করে??

  • @saruarmahmudlimon5256
    @saruarmahmudlimon5256 2 роки тому +10

    মা'শা'আল্লাহ মেয়েটি কুব সুন্দর করে কথা বলে।

  • @foortibalok
    @foortibalok 2 роки тому +11

    আমাদের দেশের রাজনীতিবিদদের উচিত মন টা কে বড় করা, মানুষের জন্য মানুষ, ওদের ও বেঁচে থাকার অধিকার আছে ঠিক আমার আপনার মত।

    • @mohammaddelwarhossain4863
      @mohammaddelwarhossain4863 2 роки тому +2

      বিহারিরা পাকিস্তানের নাগরিক। স্বাধীনতা সংগ্রামে তারা পাকিস্তানের পক্ষে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে বাঙালী নিধনে সক্রিয় ভূমিকা পালন করেছে। দেশ স্বাধীন হওয়ার পর তারা পাকিস্তানে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু পাকিস্তান তাদের নাগরিক হিসাবে গ্রহণ করেনি। এখন তাদের দায় বাংলাদেশ কোন যুক্তিতে কেন নিবে?

    • @foortibalok
      @foortibalok 2 роки тому

      @@mohammaddelwarhossain4863 এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে পড়ালেখা করতে হবে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে 🤣🤣🤣।

    • @Depression-ni9dj
      @Depression-ni9dj 4 місяці тому

      পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশীদের অবস্থা আরো করুণ।

    • @mdfares5283
      @mdfares5283 2 місяці тому

      ​@@foortibalokতুই নিজেই মুর্খ আবার অন্য কে উপদেশ দিস

  • @JamilAhmed-nr3zm
    @JamilAhmed-nr3zm 2 роки тому +8

    Are we human being? We are proud of being Bangladeshi and should be inclusive of all human being in Bangladesh.

  • @razamilton808
    @razamilton808 2 роки тому +11

    শিক্ষায়, শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে পারলেই সবকিছু সম্ভব, শিক্ষা ক্ষেত্রে বাজেট দেওয়া উচিৎ ২৫% ভাগ মানব সম্পদ গড়ে তুলতে পারলেই, তাহলেই জাতি মুক্তি পাবে।।

    • @bulbulislam5108
      @bulbulislam5108 2 роки тому +1

      শিক্ষানীতির ঠিক নাই, বাজেট দিয়া কি করবেন।

  • @rehanakhan9025
    @rehanakhan9025 5 місяців тому +1

    পাকিস্তানের বাঙালিদের এবং বাংলাদেশের বিহারিদের প্রতি উভয় দেশের সরকারেরই মানবিক হওয়া উচিত। কারণ তাদের সবচেয়ে বড় পরিচয় তারা মানুষ।

  • @mdmanuarhossain4953
    @mdmanuarhossain4953 2 роки тому +8

    If law deprived human from identity, Then change the law. She/her and someone like her should be treat like a Bangladeshi citizen. Very well said 👏🏽✌🏾

  • @royrockstein6520
    @royrockstein6520 2 роки тому +12

    This is truly a tragedy. The legislative and administrative division of Bangladesh administration should take steps to integrate these young people in the society and grant full citizenship.

  • @papi429
    @papi429 7 місяців тому

    নাসের ভাই এর কথা গুলো Sotti মন ছুয়ে গেলো ❤❤

  • @makkialqaosain8872
    @makkialqaosain8872 2 роки тому +23

    This is so sad, we are doing to these people what West Pakistan did to us. Changing the minds of the older generation may be impossible but I hope future generations stop this sort of discrimination.

    • @michaelbrown3439
      @michaelbrown3439 2 роки тому +1

      We Europeans give Bangladeshis as the European citizenship though they aren't born here but Bangladesh should give them citizenship.Thanks from the European Union 🥰

    • @sylheti_fua.
      @sylheti_fua. 2 роки тому

      @@michaelbrown3439 👍👍

    • @rejurome5673
      @rejurome5673 2 роки тому +2

      @@michaelbrown3439 bro, then why don't you arrange to take them to EU as a good human being...!! Our country 🇧🇩 is already over populated, we are not less populated like European Union. Kindly arrange to accept those Biharies in your European Union countries plz. Kindly help our🇧🇩 government to come out of these burden bro...

  • @IsmailHussain-tl4kz
    @IsmailHussain-tl4kz 2 роки тому +2

    বড় আপচোচ দেশ ভাগ হয়ে ভারত এবং পাকিস্তিনের জন্ম হয়,পরে পাকিস্তিন এবং বাংলাদেশ এক দেশ চিল পরে আবার দুই ভাগ হয়ে, পাকিস্তিন এবং বাংলাদেশের জন্ম নেয়,,পাকিস্তানে অনেক বাঙালি আচে তারা এক দেশ ভেবে পাকিস্তিন গেচে,এবং বিহারের মানুষ গুলা বংলাদেশকে পাকিস্তিন এক দেশ হিসাবে চিল ,তাদের নাগরিত্ব এবং সুযোগ দিতে হবে,একটা দেশ স্বাধিন হাবার পিচনে পক্ষ এবং বিপক্ষ্য থাকবেই,,, আসলে বাংলাদেশের রাজনিতী এবং মানুষের মন মানষিকতা বুঝা বড় দায়

  • @skjalaluddin8345
    @skjalaluddin8345 5 місяців тому

    Thanks good issue raise

  • @mdfahim1400
    @mdfahim1400 2 дні тому

    আলহামদুলিল্লাহ আমি বিহারি । আমরা রাজশাহী তে বসবাস করে বাঙ্গালী দের সাথে মিশতে মিশতে উর্দূ ভাষা কি তাই জানি না বা বলতেও পারি না এক সাথে মিশতে মিশতে কেউ বুঝতেও পারে না জে আমরা বিহারি জদি কাউকে না বলি । ☺️৷
    আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক ভালো রাখেছে

    • @mdrakibsikder3913
      @mdrakibsikder3913 2 дні тому

      আমার মা বিহারি আমার বাবা বাংলাদেশি আমি এখন সৌদি আরব থাকি

  • @md.afranpatwary3097
    @md.afranpatwary3097 Рік тому

    Sob poribar jeno vhalo thakey

  • @aminulislamfiroz7930
    @aminulislamfiroz7930 2 роки тому +2

    সুমন ভাই এর প্রতিবেদন 👍❤️

  • @bishalsarker1926
    @bishalsarker1926 2 роки тому +8

    এরা কেম্প থাকে কিন্তু, ঢাকার বাহিরে অনেক যায়গা জমি কিনে রেখেছে এরা সুধু সরকারি সাহায্য পাওয়ার আশায় এরা কেম্প ছাড়ে না, আসলে এরা যে যায়গায় থাকে সেখানে আমরা বাংলাদেশীরা নিজেদের অস্তিত্তো সংকটে আছে ওদের প্রভাব আপনারা ভাবতে পাড়বেন না, আমার মনেহয় এদের পাকিস্তানেই পাঠায় দেওয়া উচিদ ছিল।

    • @foortibalok
      @foortibalok 2 роки тому +1

      বিহারী রা মুসলিম, বাংলাদেশী রা মুসলিম না 🤣?
      সুযোগ পেলে বলবেন আমরা বাংলাদেশী রা মুসলিম দের চাই না। আপনাদের একটা জিনিষ খুন ভালো লাগে, বুদ্ধিমান তবে culprit টাইপ এর।
      পরিমল, pk হালদার পাপ করে নাই তার মানে কি সারা হিন্দু জাতির সবাই খারাপ?
      তাহলে কি আমি বলব হিন্দু দের জন্য আমি চাপে আছি, একবার মানুষ সেজে ভেবে দেখেন।

    • @nurjahanbegum881
      @nurjahanbegum881 2 роки тому +1

      Right !!

    • @ramimahmedshipu7268
      @ramimahmedshipu7268 Рік тому +1

      তুই তো ভারতে থাকা উচিত।বাংলাদেশ নিয়ে তর ভাবা লাগবে না।

    • @yesminfarzana42
      @yesminfarzana42 2 місяці тому

      তুই আগে ভারত যা....

  • @rajeebraj749
    @rajeebraj749 2 роки тому +7

    আমাদের উচিৎ তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া।

  • @billalsheik1888
    @billalsheik1888 Рік тому +2

    মানুষ মানুষের জন্য

  • @user-zs8xl9ce8b
    @user-zs8xl9ce8b 9 днів тому

    রিপোর্টারের কণ্ঠ প্রিয় সালাউদ্দিন সুমন ভাই।

  • @jahidrubel4924
    @jahidrubel4924 2 роки тому

    khub sondor hoyase episod ta .....

  • @Emran4
    @Emran4 2 роки тому +5

    পাকিস্তান কিন্তু বাঙালিদের নাগরিকত্ব এখনো দেয়নি।

    • @yeaminhossen4919
      @yeaminhossen4919 2 роки тому

      আমরা কি পাকিস্তান হবো?

    • @NUBD
      @NUBD 3 місяці тому

      ভাই এরা ভারতীয় বিহার রাজ্যের বাসিন্দা ছিলো

  • @shahadatsarder123
    @shahadatsarder123 9 місяців тому

    সুন্দর প্রতিবেদন

  • @_md_emon_hossain
    @_md_emon_hossain Рік тому +1

    যেহেতু ১৯৪৭ সালে দেশ বিভাগ হয়েছিলো দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে। আর তখকার নিয়ম অনুযায়ী দেশভাগের আগে যে কেউ ভারত কিংবা তৎকালীন পাকিস্তানে (বাংলাদেশ সহ) বসবাসের সুযোগ পেয়েছে। আর বিহারিরা যেহেতু তখন থেকেই বাংলাদেশে বসবাস করছে তাই তাদের সম্পূর্ণ অধিকার আছে বাংলাদেশের নাগরিক সুবিধা পাওয়ার।

  • @ranibagum8106
    @ranibagum8106 Рік тому

    Nice

  • @monirahmed8600
    @monirahmed8600 Рік тому

    তাদেরকে প্রথমে বাংলাদেশের অনুগত্ব হতে হবে। তাহলে তাদেরকে নাগরিকত্ব দেয়া যেতে পারে। এবং তাদের মানবীক সুযোগ সুবিধা পাওয়া উচিৎ

  • @muslim8495
    @muslim8495 2 роки тому

    Good

  • @asrafasraf1806
    @asrafasraf1806 2 роки тому

    B B C বাংলা কে ধন্যবাদ জানাই এমন খবর দেয়ার জন্য

  • @masudhossain626
    @masudhossain626 2 роки тому +3

    তাদেরকে পাকিস্তানী বলা হয় কেন , তারা তো ভারত থেকে আসছে ।

  • @MdHasan-gx8rs
    @MdHasan-gx8rs 2 роки тому +2

    সবাইকে নাগরিক দিয়ে সমান ভাবে দেশকে এগিয়ে চলো

  • @sam-bj6cq
    @sam-bj6cq 2 роки тому +1

    Everybody has equal rights. Give them their right. They are human. Everybody has their own rights in this world and it has given by our creator. No one has the right to take it from anyone.

  • @akashahmed4148
    @akashahmed4148 Рік тому +1

    করাচিতে বাঙালি যারা আছেন তাদের ব্যাপারে প্রতিবেদন করেন, তাঁরাও অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।

  • @makazad6206
    @makazad6206 2 роки тому +1

    স্বাধীনতা পরবর্তী জন্ম নেওয়াদের(বিহারি) বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত।

  • @JuiKhatun-ls6dy
    @JuiKhatun-ls6dy 3 місяці тому +1

    ওহ

  • @DeadmanShahriar
    @DeadmanShahriar Рік тому +3

    কিয়ামতের আগ পর্যন্ত আমরা প্রকৃত মানুষ হতে পারব না...🤬🤬🤬

  • @fatimaakther7639
    @fatimaakther7639 4 місяці тому

    ইন্ডিয়ান মানুষ এ দেশ এসে কাজ পায় তার পরে নাগরিক হয়ে যায়🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 তাহলে এরা এই দেশে 50 বছর হয়ে গেছে তাহলে তারা কেন বাংলাদেশের নাগরিক হবে না কেন জবাব চাই জাতির কাছে🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @alamgiralvi5166
    @alamgiralvi5166 4 місяці тому

    আইগত বাধা বুজিনা মানবিকতা আগ্রাধীকার দেয়া উচিত,,,, এরা মুসলিম

  • @fatimaakther7639
    @fatimaakther7639 4 місяці тому

    আসসালামুয়ালাইকুম আমি বাংলাদেশের এক জন নাগরিক আমি চাই এদের কে নাগরিক তো দেয়া হোক এরাও মানুষ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @sultanmahmud-nb9gx
    @sultanmahmud-nb9gx 3 місяці тому

    এদেরকে রাষ্ট্রের মৌলিক অধিকার গুলো দেওয়া উচিৎ।

  • @rubelmolla2525
    @rubelmolla2525 Рік тому +1

    সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।

  • @arifmiah5817
    @arifmiah5817 10 місяців тому +1

    ভাই পাকিস্তানের যে বাংলাদেশে আছে তারা তার থেকে অনেক বেশি কষ্টে আছে

  • @ahnafadib1457
    @ahnafadib1457 2 роки тому +3

    এজন্য আমরা নিজেদের ভালো ও অসাম্প্রদায়িক বললেই হয় না।।।।আর অসাম্প্রদায়িকতা শুধু ধর্মে আসে না, যা মানুষে মানুষে বিভেদ তৈরি করে তাই সাম্প্রদায়িকতা।।।।তাই আমাদের মন থেকে অসাম্প্রদায়িক হতে হবে।।।কারন সাম্প্রদায়িকতা ব্রিটিশরা আমাদের মনের মধ্যে ভরে দিয়ে গেছে।।।।

  • @alfell9130
    @alfell9130 2 роки тому +5

    এইসব শেষ হওয়া উচিত ।।।

  • @rajulg1036
    @rajulg1036 2 роки тому

    we need change our total education system.

  • @rifatulislamkaziparvej4759
    @rifatulislamkaziparvej4759 Рік тому

    ওরা বিহারী না বাংলাদেশে না পাকিস্তানি তা কোন সমস্যা না ওরা আমাদের ভাই তাই আমাদের সবার উচিত তাদের কে ভালোবাস

  • @mdshakibhasanshanto1603
    @mdshakibhasanshanto1603 2 роки тому

    saidpur theka bolchi

  • @MdDeluyar-qk9nz
    @MdDeluyar-qk9nz 10 місяців тому

    😢😢😢

  • @s.m.tanvirshakilshuvo3941
    @s.m.tanvirshakilshuvo3941 4 місяці тому

    @BBC News বাংলা
    মোহাম্মদপুর ও মীরপুর এলাকায় যারা থাকেন তারা বলতে পারবেন বিহারীরা এখানে কত ভালো সুযোগ সুবিধায় থাকে। খুব সামান্য কয়েকজন বিহারী ক্যাম্পে থাকে, বাকি সবাই এখানে আত্মীয়তার সম্পর্ক তৈরীর পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে নিজস্ব বাড়ি করে স্থানীয় হয়ে গেছে। এমন কি সরকারি খাস জমিগুলো তারা দখলে নিয়ে বহুতল বাড়ি নির্মাণ করেছে। সরকারি উন্নয়ন কাজে যেমন রাস্তা প্রসস্থকরণ কাজে রাজউক বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যখন ভূমি অধিগ্রহণে আসে, তখন বিহারিরা ইট পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে আক্রমণ করে পুলিশের উপর।
    বিহারিরা বাংলাদেশের নাগরিকত্ব এবং নাগরিক সুযোগ সুবিধা ভোগ করা সত্ত্বেও মানসিকভাবে তারা নিজেদের বাংলাদেশী হিসেবে মেনে নিতে পারে না।

  • @MdRasel-ov9cg
    @MdRasel-ov9cg Рік тому

    He allha afne Oder Jonno kishu coren Allah afne mohan amin

  • @user-mj6ds1iv9y
    @user-mj6ds1iv9y 5 місяців тому

    😢😢😢😢😢😢

  • @justfun-gt5ei
    @justfun-gt5ei Рік тому

    তারা ১০০% পাকিস্তান এর সাপোট এ থাকে তারা বাংলাদেশ এ থাকেও মন থেকে পাকিস্তানে এর দলে যেহেতু বাংলাদেশে থাকে , বাংলাদেশে দেশপ্রেম থাকতে হবে

  • @sobussheikh5982
    @sobussheikh5982 2 роки тому +2

    আমার মনে হয়, দুই দেশের সরকার প্রধানদের মধ্যে আলোচনা করে, দুই দেশেই আটকে পরাদের নাগরিক্ত দেওয়া উচিত।

  • @loveismylifecom1670
    @loveismylifecom1670 4 місяці тому

    তোমরা তো অনেক ভালো আছো । যারা বাঙালি পাকিস্তানে রয়েছে তাদের তো সবকিছু থেকে বঞ্চিত করা হয়। কিন্তু এগুলোর একটা সমাধান হওয়া দরকার

  • @shahjalalrahman4780
    @shahjalalrahman4780 2 роки тому

    Thanks BBC

  • @riponbapare4056
    @riponbapare4056 Рік тому +2

    পাকিস্তানে জারা আছে তারা সমান সুযোগ পাচ্ছে,বাংলাদেশে জারা আছে তারা পাচ্ছেনা কেনো।

  • @mypoems9843
    @mypoems9843 2 роки тому +1

    খুবই দুঃখজনক

  • @rifatulislamkaziparvej4759
    @rifatulislamkaziparvej4759 Рік тому +1

    ওরা বিহারী না বাংলাদেশে না পাকিস্তান এটা আমার

  • @Jakiya18april
    @Jakiya18april 5 місяців тому

    বিহারি রা অনেক ভালো আছে করাচির বাংগালী দের থেকে

  • @SumanDas-do8ff
    @SumanDas-do8ff 7 місяців тому +1

    যারা নিজের দেশের মানুষ কে নিজের বলে ভাবেনা তারা আবার প্যালেস্টাইন নিয়ে কথা বলে 😶😶

  • @MdsharifuddinMdsharifudd-bn3jm
    @MdsharifuddinMdsharifudd-bn3jm 7 місяців тому

    পাকিস্তানে বসবাস করা লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ যারা বিহারি হিসেবে পাকিস্তানে বসবাস করছে তাদের থেকে হাজার গুন ভালো আছে আমাদের দেশে বসবাস করা পাকিস্তানের বিহারিরা

  • @skjalaluddin8345
    @skjalaluddin8345 5 місяців тому

    Thanks bbc

  • @user-zk3ru5bg1r
    @user-zk3ru5bg1r 2 роки тому +2

    পাকিস্তানের বাংলা ভাসীদের কোনো ঘর নেই
    এলাকা ছাড়া অন্য কোথাও যেতে দেওয়া হয় না
    তাই বিনীত ভাবে অনুরোধ পাকিস্তানে যারা আছে বাংগালি তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করার জন্য

    • @rilyas3815
      @rilyas3815 Рік тому

      Alhamdollah Bangladeshi Pakistan 🇵🇰 ma Pakistani ban ker zindagi Guzar Raha hain.

  • @ashrafulsiddiquesujon2167
    @ashrafulsiddiquesujon2167 7 місяців тому

    Carrying the Ancestors . They have punished enough.

  • @masumahmad2248
    @masumahmad2248 2 роки тому

    Salauddin Simon vai er report Mone holo?

  • @khanasif5223
    @khanasif5223 10 місяців тому +2

    ওদের সাথে মারাত্মক অন্যায় করা হচ্ছে। ওদের অবস্থা দেখে খুবি কষ্ট পেয়েছি।

  • @sukumarmajumder9015
    @sukumarmajumder9015 7 місяців тому

    পাকিস্তানে বাংলাদেশী ,বাংলাদেশে ভারতীয় এবং ভারতে বাংলাদেশী সমস্যা এসবেরই মূলে ভারত ভাগ । এবার আপনারাই বলুন যারা ভারত ভাগ চেয়েছিলেন বা করেছিলেন তারা কি ঠিক করেছিলেন?

  • @engr.mdmizanurrahman525
    @engr.mdmizanurrahman525 7 місяців тому +1

    Required New House for them due to Humanity purpose❤

  • @ayeshasiddiqua6432
    @ayeshasiddiqua6432 2 роки тому +1

    Bihari howay AJ amra sotti e onk oboholito

  • @mdjanina8308
    @mdjanina8308 3 місяці тому

    Asslamualikum amazing subhanalla alhamdulilha we request gobment from intaire world give them citizens all about them for living Bangladesh 🇧🇩 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mehrabahmed4691
    @mehrabahmed4691 Рік тому +1

    বাংলাদেশে বাংলা ব্যতীত অন্য কোনো ভাষার ঠাই নেই।

  • @mdmobarokhosenmilon8174
    @mdmobarokhosenmilon8174 2 роки тому

    এদের কে বাংলাদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হোক।শত কিছুর পরেও এরা মানুষ।

  • @bdcatslover3592
    @bdcatslover3592 2 роки тому +1

    বাসা ভাড়ার ক্ষেত্রে ব্যাচেলদের বিড়ম্বনা নিয়ে একটা প্রতিবেদন করলে ভালো হয়।

  • @abulkalamzaman4558
    @abulkalamzaman4558 7 місяців тому +1

    Since these Biharis supported, coleborated Pakistani Military in 1971, they opted to migrate to Pakistan. Pakistan got fund to relocate them, but, the money was "eaten up", no house etc was built! So, the hope of moving to Karachi became a "faded dream"! Over time, these people have decided to stay in Bangladesh, National ID has been issued, hospital, schooling, business etc is open. But, those stranded Bengalis is Karachi are still stateless, no National ID, no hospital, no schooling, it's all no, no and a BIG NO ! Sad, very sad.Note: Mr Imran Khan, Mr Nawaz Sharif....they are glorifying the developments of Bangladesh, but, they are not giving the equal rights of these stranded Bengalis! Thanks for reading my comments.

  • @abdulmatin2052
    @abdulmatin2052 5 місяців тому

    একই অবস্থা ও একই আইন পাকিস্তানে। সেখানে জন্মসূত্রে অবস্থানরত বাঙালিদের ও একই অবস্থা।

  • @manuicjcvbkv2039
    @manuicjcvbkv2039 2 роки тому

    সুমন ভাই কবে থেকে বিবিসি বাংলায়?

    • @selimmondal.8611
      @selimmondal.8611 2 роки тому

      আমিও তাই ভাবছি।😞😞

  • @arifkhan-fv7pq
    @arifkhan-fv7pq 4 місяці тому

    ভালো ফেসিলিটি দিলে প্রডাকশনের মাত্রা আরো বাড়িয়ে দিবে।

  • @reshmajannat70
    @reshmajannat70 Рік тому

    আপুর শাড়ি সেই হইছে👉👉👉👉👉👉👉😆😆😆😆😆😆😆😆

  • @TheNewTube
    @TheNewTube 2 роки тому +6

    সুলতানি বাংলার বিহার অঞ্চলের বাসিন্দারা ১৯৪৭ সালেই ততকালিন পূর্বপাকিস্তানের নাগরিক।
    ১৯৯৫ সালের পর থেকে তারা বঞ্চনার সীকার।
    ৩ টি দেশ তাদের নাগরিকত্ব দিতে পারে।
    ১। বাংলাদেশ
    ২। পাকিস্তান
    ৩। ভারত

    • @ArtistSK11
      @ArtistSK11 2 роки тому

      Bharot kno debe ? Ora to nijai barot chere che

    • @TheNewTube
      @TheNewTube 2 роки тому

      @@ArtistSK11 by decent

    • @mohsinahmed8122
      @mohsinahmed8122 2 роки тому

      ভারত কেনো দিবে??? মূর্খ ভারতে এখোনো বিহারিদের পৈত্রিক ভিটা আছে, এবং ব্রিটিশ খতিয়ানে এখোনো এই বিহারী সম্প্রদায় বিহারের জমির মালিক তারা

    • @ArtistSK11
      @ArtistSK11 2 роки тому

      @@mohsinahmed8122 chalak , tahole to mota moti 1 koti bangali hindu ra jara Bangladesh chere aschilo tader k Bangladesh e ekhon jawa darkar , Bangladesh govt oder jaiga debe to ?

  • @cricketerbikerbyai3782
    @cricketerbikerbyai3782 8 місяців тому

    বিহারি রা তো নাগরিকত্ব পেয়েছে কিন্তু পাকিস্তানে তো বাংগালীরা তো কোন নাগরিকত্ব ই পাইনি কোন শিক্ষা চিকিৎসা কিছুই পাইনি কিন্তু বিহারি রা তো চিকিৎসা শিক্ষা চাকরি জমি কেনা সবকিছু পেয়েছেন।

  • @leomintu2351
    @leomintu2351 2 роки тому +1

    Just imagine yourself being born on that camp!

  • @asifmahmud7724
    @asifmahmud7724 7 місяців тому

    একটা কমিশন করে এদেশের বিহারী এবং পাকিস্তানের বাঙালিদের ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত

  • @hasanchoudhury5401
    @hasanchoudhury5401 2 роки тому +1

    This is a humanitarian disaster and a shame for national leadership. Please resolve this issue urgently.

  • @mdrana9214
    @mdrana9214 3 місяці тому

    দেশের সুবিধা দেওয়া হোক

  • @sudeepsaha616
    @sudeepsaha616 3 місяці тому

    খুব একটা অবাক হলাম না, কারণ এই ব্যবহার এই ধর্মের মানুষদের মধ্যে খুব স্বাভাবিক।
    অথচ যারা বাংলাদেশের হিন্দু এবং দেশভাগের সময় ভারতে চলে এসেছেন শুধুমাত্র বাংলদেশি মুসলিমদের অত্যাচারে থাকতে না পেরে, তারা কিন্তু আজকে ভারতের নাগরিক হিসেবে সসম্মানে জীবনযাপন করছেন। সমস্যাটা খুবই গভীর। কারণ মুসলিম ধর্মের রেষারেষি পূর্ন মনোভাব সম্পুর্ন পৃথিবীতে একই রকম।
    তাই এদের সাথে অন্য ধর্মের মানুষদের এক ঘরে মিলেমিশে থাকতে পারাটা খুব অস্বাভাবিক।
    These people are very very religiously narrow minded and hate spreader.
    Though I do not have much idea or experience about other part of the world, but this is true in India and its sub continent.
    I appologise for explaining the bitter truth.

  • @kabiramin5213
    @kabiramin5213 Рік тому

    so what will happen when, in another 30-50 years, the Rohingya population living in Bangladesh also make similar demands? will be be as sympathetic towards the Rohingya as we are to the Bihraris? This does have a cascading effect of the economy and other services...

  • @iqbalhussein9114
    @iqbalhussein9114 5 місяців тому

    আদিবাসী ও এদের থেকে ভালো সুবিধা পাায়