@@JahangirAlam-zk6ib "আমাদের সংস্কৃতি" বলতে কি বলতে চাইছেন ? বাংলা ভাষাটাই তো ভারতীয় সংকৃতি,,, সাহিত্য রীতি,,বিয়েতে হলুদ, ,মহিলাদের শাড়ি,, পুরুষদের ধুতি বা লুঙ্গি আরো কত কিছু সবই তো ভারতীয় তথা সনাতনী সংকৃতি,,, এমনকি যায়নি নিজেও তো কোনভার্সন এর স্বীকার,,,, যেটাকে আপনি "আমাদের সংকৃতি" বলছেন,,, সেটার শিকড় কিন্তু ভারতে বা সনাতনীতে
আলহাম দুলিল্লাহি আমরা একন সাদিন দেশ অনেক শহিদের রক্ত দানে। সময়ে একন সকল মুসলিম দেশের সংগে বন্দুত্ত বেবসা বানিজ্জ প্রযুক্তি বিনিময় করে জুট বদ্দ হওয়া উচিত।আমরিকা ভারত ইস্রাইল মুসলিম দেশ ও জাতিকে ধংশ করার প্রচেসটায় জংগি বাদ আইনের শাসন নাই এসব আগ্রাসি ও সন্তাশি তকমা দিয়া ধংশ করার চেসটা করতেছে। তাই মুসলীম জুট বদদ ছারা কেহ নিরাপদ থাকবে না।
সমস্ত বাংলাদেশি ভাই বোন দাদা দিদি কে জানায় 50 তম স্বাধীনতা দিবসের অনেক ভালোবাসা ও শুভ কামনা।স্বাধীনতা র লড়াইয়ে সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধা দের জানাই লাল সেলাম।জয় বাংলা জয় মুজিব জয় সুভাষ
@@norkerhober932 পাকিস্তান ইসলামের নামে খারাপ করছিলো, কিছু এদেশীয় দালাল তাদেরকে পথ দেখাইছিলো... এর মানে এটা নয় যে ইসলাম ধর্মটাই খারাপ হয়ে গেল, মুফতি/মাওলানা দের ছুড়ে ফেলে দিলাম। মানুষ খারাপ হতে পারে, ধর্ম নয়। আর ইসলাম তো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীবন বিধান!
Tahole aponader maa moni ra kolagaach der saadi korte chai keno.? India k to apnara tolerate korte paren na. Amar parent r root chilo bangladesh. Kintu apnara r ki bolbo.
আমার বয়সের অভিগ্গতা থেকে বলছি পাকিস্তানিরা হলো খুব শক্ত মনের মানুষ এরা খুব কোঠিন কারণ ছোটকালে নিজের চোখে দেখেছি। তাই এদের মিষ্টি কথা মিষ্টি হাসি দেখে লাভ নাই। এই দেশে কিছু সংখ্যক চাটার দল আছে তারাই এদেরকে খুব পছন্দ করে তাদের জন্য পেয়ারে পাকিস্তান । আজ থেকে প্রায় পনের বছর পূর্বেও সৌদি আরবে দেখেছি পাকিস্তানিরা বাঙ্গালীদের কে মিসকিন বলে ডাকতে। এবং এখনো মোহাম্মদ পুর মিরপুর বিহারী ক্যাম্পের ভিতরে ১৪ ই আগষ্টে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করে। খায় বাংলাদেশের আর গান গায় পাকিস্তানের। জয়বাংলা জয়বাংলা।
@@tufayelahmed1 Tora hindu bangali der ja ottachar korechis....great Calcutta killing r noakhali vuleni kono bangali Hindu...tai tder satheo Pakistani gulo thik e krechilo... 👍👍...India Bangladesh err frnd chilo ble nahole sob aj 72 hoor er kache jetis 🤣🤣
বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা সমস্ত বাঙালীদেরকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালবাসা। ~ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে 🇮🇳❤🇧🇩
Roni moni...toder moto chagol gular jonno lojja hoi..jara toke congratulations disse take aibabe answer dewa..akmatro murko oshikkito er pokke possible. Ami Bangladeshi muslim kintu India ke sob cheye boro enemy bhabina..neighbor er sathr valo mondo hobe..kintu tor moto toxic mind niye chola mushkil..tui waz shunos..mominuler rohani sontan tui...Indian bondhura....tumra tar kothay kosto nibana..tumader deshe jemon anti Bangladeshi ase..amader deshe ai rokom chagol ase onek
দেখতে দেখতে আমরা বিজয়ের সুবর্ণজয়ন্তী পার করলাম তবে প্রকৃত স্বাধীনতা যেদিন পাবে বাংলাদেশের মানুষ সেদিনই শুধুমাত্র উল্লাস করব ইনশাহআল্লাহ। এখন মুল বিষয়ই হয়ে উঠেছে গণতন্ত্রকামী মানুষের মনে শান্তি ফিরিয়ে দেওয়া।
আমার জানা মতে ২টা দেশ এমন আছে। সেটা হলো মালোয়শিয়া এবং ইন্দোনেশিয়া। পশ্চিম মালোইশিয়া থেকে পূর্ব মলোইশিয়া প্রায় ১৩০০ কিমি দুরে এবং ইন্দোনেশিয়ার একেবারে পশ্চিম প্রান্তের ভুখন্ড থেকে পূর্ব প্রান্তের ভুখন্ড প্রায় ৪০০০ কিমি দূরে। কিন্তু পার্থক্য একটাই তাদের ভুখন্ডের মাঝখানে অন্য কোনো দেশ নেই। বরং মাঝখানে রইয়েছে সাগর।
♥🇧🇩 50th victory day of Bangladesh ♥🇧🇩 ♥🇧🇩 Happy 50th Victory Day to all ♥🇧🇩 and humble respect to all the martyrs of the War of Independence♥🇧🇩 Positive thinking towards the country is part of faith♥🇧🇩 সবাইকে ৫০তম বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা♥🇧🇩
আমি বাংলাদেশি লন্ডনি। এখানের একটা পাকিস্তানি ছেলে আমাকে পছন্দ করে। কিন্তু সমস্যা হল, যখনি আমি দেখি ইতিহাস সম্পর্কে সে কিছুই জানেনা, প্রশ্ন করলে এড়িয়ে যায়, বা বাংলাদেশ সম্পর্কে জানার তার আগ্রহ নাই, খালি বলে মুক্তিবাহীনি আর ভারতের চক্রান্তে দেশ স্বাধীন হয়েছে, তখন খুব খারাপ লাগে। কারন আমি লন্ডনে বড় হলেও, রক্ত এবং বাপ-দাদা তো বাংলাদেশের। আমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। পাকিস্তানিদের স্পেশ্যালি পাঞ্জাবিদের রক্ত কেমন তা তো যুদ্ধ থেকেই দেখেছি। এখনো পাকিস্তানি ছেলেদের ব্যবহার মেয়েদের সাথে অনেক খারাপ। ছেলের পরিবার বিয়ের আগেই আমার উপর মানসিক নির্যাতন শুরু করেছে। আমাকে বলেছে পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান করবে। কিন্তু আমি যখন বললাম, আমিও একটা অনুষ্ঠান ঢাকাতে করতে চাই, তখন ছেলে আমাকে সাথে সাথে বললো, ঢাকাতে তার আত্মীয় স্বজন কেও যাবেনা। আমাকে বলেছে উর্দুতে কথা বলতে। আমি ছেলেকে বলেছি উর্দুতে কথা বলতে আমার আপত্তি নাই। কিন্তু বাংলা শিখা তো কঠিন কিছুনা। কিন্তু ছেলে বাংলা শিখবেনা বলে দিয়েছে। কারন লন্ডনে বাংলাদেশিরা উর্দু পারে। তাই ওর বাংলা শেখার আগ্রহ নাই। আমাকে বলেছে সন্তান সবসময় বাবার ভাষা শিখবে, তাই আমার উর্দু প্র্যাক্টিস করা উচিত। ওরা কনেপক্ষ কে সবসময় প্রেশার দিতে চায়। মেন্টালি এবিউজ করে। সবকিছু দেখে আমার পরিবার ডিসিশান নিয়েছে আমাকে বাংলাদেশি ছেলের সাথেই বিয়ে দিবে। বাংলাদেশি ছেলেরা মেয়েদের অনেক সম্মান করে, বৌকে অনেক গুরুত্ব দেয়। পাঞ্জাবি ছেলের সাথে বাংালী মেয়ে কখনোই থাকতে পারবে না।
তাহলে ভাই আপনি মনে হয় জানেনই না স্বাধীনতা কি জিনিস, পৃথিবীতে এখনো অনেক দেশ আছে যারা স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, তাদের অবস্থা গুলো একটু দেখেন, গুগল, ইউটিউবে চার্জ দিয়ে দেখেন অনেকটাই জানতে পারবেন ভাই।
@@TheSabbir077india ase joi sree ram ar bangladesh ar joi bangla desh jahannam a jak ai duita thaklai hoi. Indai joi ram boila muslim mare ar ara joi bangla boila muslim mara jonogon mare. Aj jodi bangla- pak ak thakto india ar ato khomota thakto na muslim der saty nirjaton kora matha noto kora thakta hoito. Vai allah amai muslim kora jommo desa to age muslim der basan. Soto munos kiso mone korben na sry
Ami nischit apni mukti juddho ke feel koren na,apni mukti juddher voyabohota shomporke bindu matro janen na..apnar chokher shamne jodi apnar baba ke nirjaton kore hotta kora hoto othoba apnar ma bon rape hoto taholeo ki ei kotha bolten?? Ki jani hoyto bolten
@@RahulRoy-he4fh ভারতের যেসব রাজ্য স্বাধীন চায়।তাদেরকে মুক্তিযুদ্ধা বা বিপ্লবী না বলে বিচ্ছিন্নতাবাদি বা দেশদ্রোহী বলা হয়।নকশালপন্থী কিংবা মাওয়াবাদি যারা ছিলেন বা আছেন তাদেরকে ভারত হত্যা করছে।তাদের পরিবারকে নির্যাতন করছে। আমাদের দৃষ্টিতে তাদের জন্য কোন মায়া মততা নেই।আমরা তাদেরকে দমন করাকেউ উচিত বলে মনে করছি। পাকিস্তানও চেষ্টা করছে আমাদেরকে দমন করে, শাসন বাজায় রাখতে।আমরা সেই শৃংখলা ভেঙ্গে স্বাধীন হয়েছি। এখন আমাদের উচিত নিজেদের স্বার্থে কারো কাছে নতজানু না হয়ে, সবার সাথেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা। আমি এই কথা বলছি,আপনি তো অনেক মুক্তি যুদ্ধ অনুভব করেন,পাকিস্তানের সাথে জনম জনম যুদ্ধ করে যান। আর যেই জন্য মুক্তিযুদ্ধ সেই অন্যায় অবিচারে বিরুদ্ধে হয়েছিল, শাসক শ্রেনী এখনো সাধারণ মানুষের উপর করছে সেই অন্যায় অবিচার করে যাচ্ছে ।সেইসব না বলে, ভারতের প্রতি নতজানু হয়ে থাকতে থাকেন আর সীমান্তে মরতে থাকেন।
দুষ করেছে বাবা,,,তাকে ঘৃনা করি, তবে তার পরবর্তী সময়ের মানুষ কেন ক্ষমা চাইবে,??,,তাদের সাথে কিশের শত্রুতা আমাদের,,,তারা তো দোষ করেনি,,,,আমরা বাঙালী এবং সত্য চিন্তার মানুষ, তাই ঘৃনা নয় এখনকার পাকিস্তানিকে ভালোবাসি
@@iyang_coyes_00 বাবার সুনাম যেমন সন্তান খুশীমনে গ্রহন করে তেমনি বাবার পাপও সন্তানকে বহন করতে হয়। মৃত্যুর পর বাবার ঋন সন্তানেরই ঋন, বাবার দায়িত্ব সন্তানেরই দায়িত্ব। এগুলো মনে রাখলে পাকিস্থানকে নিয়ে এমন ফ্যাসিনেশন আপনার হবে না বলে মনে করি। আপনি পাকিস্থানকে ভালবাসেন, সমস্যা নেই.... কিন্তু কেন ভালবাসেন এই প্রশ্নটা নিজেকে আবার করুন। তাদের পূর্বপুরুষ আপনার পুর্বপুরুষকে নির্মমভাবে মেরেছে, হত্যা ও ধর্ষন করেছে তারপর এখন তাদের উত্তর পুরুষ বাংলাদেশকে ভালবাসে....বিষয়টা কতটা নির্মম আবার একটু ভাবুন। তারা ক্ষমা না চেয়ে বাংলাদেশকে ভালবাসে আর আপনি তাদের ক্ষমা ভিক্ষা না পেয়েও তাদের ভালবাসেন, জেনে রাখুন এতটা নীচু জাতি নই আমরা। পাকিস্থানকে কেন ভালবাসেন, এর কারন তথা এই প্রশ্নটার উত্তর দিলে খুশী হবো।
সাংস্কৃতিক আগ্রাসন এবং অর্থনৈতিক বৈষম্য পাকিস্তান বিভক্তির মূল দুটি কারণ। এছাড়া একটা বিবদমান দেশকে মাঝখানে রেখে এত বিশাল দূরত্বে দুটি অংশ নিয়ে একটা দেশ টিকিয়ে রাখা আসলে অসম্ভব। যার মধ্যে আবার এদের মধ্যে ধর্ম ছাড়া কোন মিলই নেই।
এই বিষয়টা অনেকেই বুঝে না ৪৭ এর দেশভাগের সময়ই বুঝা উচিত ছিলো আমাদের কিছুই মিল নাই ধর্ম ছাড়া। না ভাষা, না ইতিহাস, না মুল্যবোধ, সংস্কৃতি...কিছুই না। We were never compatible.
একমত ! তবে যেভাবে আমরা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি সেটাও মেনে নেয়ার মতো নয়। শুরুতেই যদি দুটো দেশ আলাদাভাবে স্বীকৃতি পেতো তাহলে আর এরকম কিছু হতো না। দুদেশের আলাদা হবার পেছনে তৃতীয় দেশের ভূমিকাই ছিলো মূখ্য ! তারা তাদের স্বার্থের জন্য রক্তক্ষয়ী একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলো। যার কারনে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্নভাবে। যার মধ্যে ত্রিশ লক্ষ শহীদ আর অসংখ্য মা-বোনের ইজ্জত বিলানো অন্যতম। যদিও এদের অনেকেই সরাসরি পাকিস্তানীদের হাতে নিগৃহীত হয়নি। অনেকেই ভারতীয়দের কাছেও নিগৃহীত হয়েছিলো...
প্রকৃত দেশপ্রেমিক বাঙ্গালীদের মতামতের প্রতিফলন ঘটেছে আপনাদের রিপোর্টে, খুব ভালো লেগেছে,, কিছু বর্বর বাঙালি আছে যাদেরকে আপনারা উপস্থাপন করেননি, যাদের চিন্তাভাবনা বর্তমান প্রজন্মে দেশদ্রোহিতার শামিল, এ বিষয়টি আরও বেশি ভালো লেগেছে,
যখন শুনি আমার দেশের প্রতি অন্য কোনো জাতির মানুষের ভালো ধারণা আছে কিংবা সামান্যতম আবেগ কাজ করে তখন বুকের ভেতরটা ফুলে ওঠে। মনে হয় মহাআনন্দে বুকের ভেতর থেকে কিছু একটা বের হয়ে দিগ্বিদিক ছুটতে চায়।দেশের প্রতি আবেগে ও পরম মমতায় দু ফোটা জল চোখ থেকে গড়িয়ে পরে। তবে একেই কি স্বদেশপ্রেম বলে?
ওরা নিজের পুর্বপুরুষের ঘৃন্য কাজের জন্য ক্ষমা না চেয়ে বর্তমানে তাদের চাইতে ভাল থাকা বাংলাদেশের প্রতি শ্রদ্ধাটা আপনার কাছে মনে হতে পারে বিশাল কিছু অথচ আমরা যে আমাদের পিতৃঋন পরিশোধের কথা বললাম সেটা আপনার কাছে খারাপ মনে হয়েছে? তারা নৃশংশ কর্মকান্ডের ক্ষমা না চেয়ে আপনার কাছে মহান হয়ে গেল অথচ নিজের পুর্বপুরুষদের ওপর ঘৃনিত কর্মকান্ডের বিচার চাওয়াটা কিংবা ঘৃনা প্রকাশ করাটা খারাপ.... আহ আমাদের জাতিসত্ত্বা!
সমগ্র বাংলাদেশ জুড়ে দুইজন তরুণ-তরুণী এবং সমগ্র পাকিস্তানজুড়ে দু'জন তরুণ-তরুণী। এই চারজন দিয়েই বাংলাদেশী পাকিস্তানি তরুণ-তরুণীদের ধারণার রিপোর্ট হয়ে গেল।
বাজ্ঞাল সে তো বাজ্ঞালই রবে মানুষ কবে হবে।পাকিস্তানি তরুনেরা আমাদের দেশকে সম্মান করে ভালোবাসে আর কথার মধ্যেই বাংলাদেশের কিছু জিনিসের প্রশংসা ও করলো কিন্তু আমরা এতটা ছোট মনের যে আমরা ভালো হতে পারিনা আমাদের খারাবিটা ফুটেই উঠে।
2:56 that girl's purposely said those lines about Bangladeshis knowing that no muslim weddings follow these things. It's their nature as usual Discrimination and drama over each and every thing.
@@swarupbanerjee147 she spoke about Indian tv series and stuffs. There's no Bangladeshi tv channel or shows that represent Bangladeshi culture in Pakistan.
@@NN-cx8cv she might have mistaken .Despite that one should not forget there's a significant number of hindus live in bangladesh and their rituals also represents Bangladesh's wedding culture.
এমন বাংলাদেশিদের সাক্ষাতকার নিয়েছেন যাদের কোনো ধারণাই নেই যুদ্ধের প্রেক্ষাপট এবং ৫০ বছর পরের রাজনীতি নিয়ে।প্রাইমারী স্কুলের ছাত্রদের জ্ঞান নিয়ে এতটা স্পর্শকাতর বিষয়ে কথা বলেছেন তারা।বিবিসির মত প্রতিষ্টানের কাছ থেকে এমন প্রতিবেদন গ্রহণযোগ্য না।
ওরা এখানে খারাপ কথা কি বলেছে।সঠিক কথাই বলেছে।যারা দেশপ্রেমিক তারা এমনটাই বলবে।আর যারা পাকিস্তান প্রেমিক তাদের কষ্ট লাগবে।আর তারা কেউ প্রাইমারি লেভেলের জ্ঞান নিয়ে কথা বলে নাই তারা সবাই উচ্চশিক্ষিত।
কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি ৫০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া? স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া? স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার? স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার? স্বাধীনতা কি গল্প, নাটক, উপন্যাস আর কবিতায়? স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়? কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি ৫০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি? স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী? স্বাধীনতা কি হোটেলে-হোটেলে গ্রান্ড ফ্যাশন শো? স্বাধীনতা কি দুখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র? স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা? স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদ বালা? আমি আমার বাংলাদেশকে ভালোবাসি সাথে ভারত পাকিস্তান আফগানিতান নেপাল চাইনা শ্রীলংকা মালদ্বীপ ভুটান সহ সকল দেশের সাথেই সুসম্পর্ক চাই।
এখানে একটা প্রশ্নের উত্তর আমি জানি। প্রশ্নঃ বাংলাদেশ কিভাবে এত উন্নতি করেছে? উত্তরঃ কারণ পাকিস্তানিরা স্বাধীন হয়েছে একবার। আর আমরা বাংলাদেশীরা স্বাধীন হয়েছি দুইবার।
পাকিস্তানি একজন নাগরিক ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রধান কারন হিসেবে দাড় করিয়েছেন ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয় লাভের পরেও ভুট্টর ক্ষমতা হস্তান্তর না করা। আমি তার সাথে সহমত।
These people only know the front story, only the military authorities know what went deep inside, the Pakistani military veterans that were present in the war of 1971 should be interviewed.
শুধু ভারত নয় পাকিস্তান ব্রিটিশরা সবচেয়ে বেশি দায়ী। 1947 সালে বাংলা ভাগের পেছনে ব্রিটিশরা দায়ী আর তাতে হিন্দু বাঙালিরা চলে যায় ভারতে মুসলিমরা চলে যায় পাকিস্তানে যেখানে বাংলা একটি দেশ হওয়ার কথা ছিল সেখানে বাংলা ভেংগে দুই টুকরো হয়ে গেল তাও পরাধীন হয়ে ইনশাআল্লাহ ফিরিয়ে আনবো United Bangal 🇧🇩
ওরা আমাদের সাথে যে অন্যায়টা করেছে আমি,,আমি কখনো পাকিস্তানে গেলে এর সম্পর্কে স্থানীয় মানুষদের বলে আসব যাতে ওরা সঠিক তথ্যটা পায় এবং বাংলাদেশ সম্পর্কে জানতে পারে।
ভাই, কিছু মনে করবেন না। আমরা তো নিজেরাই সত্য ইতিহাস জানিনা। অনেক কিছু আমাদের মিথ্যা ভাবে জানানো হচ্ছে। আমাদের দেশের রাজনীতিবিদগণ। আমরা যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা পেলাম তাদের কি যথাযথ ভাবে সম্মান করা হয়েছে বা করা হচ্ছে? আমাদের দেশটা এখন পিতা-মাতার সম্পত্তির মত হয়েগেছে। সাধারণ মানুষ, যাদের কেউ নেই , তাঁরা আজও প্রাপ্য সম্মান পাইনি। মাওলানা আবদুল হামিদ খান ভাসানির জন্মদিন বা মৃত্যু দিন আপনি আমি কত জনই বা জানি, তাঁর অবদান ছোট বেলায় বইতে পড়ে ছিলাম, এখন সেই সুযোগটা ও দিন দিন কমে যাচ্ছে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধু এবং বিএনপি ক্ষমতায় থাকলে জিয়াউর রহমান। আমি তাঁদের অবদান অস্বিকার করছিনা। কিন্তু আমরা কি আমাদের অন্য জাতীয় বীরদের প্রাপ্য সম্মান দিচ্ছি বা দিয়েছি? তাদের প্রতি কি অন্যায় করছিনা? মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে আমরা কি স্বাধীন?
@@প্রকৃতিররূপBeautyofNature এটা তো স্বাভাবিক। যে বেশি জ্ঞানী সে বেশি জানবে, আর বাকিরা জানবে না । আমাদের ইতিহাস 2 ভাগে ভাগ করা যায় । একটা স্বাধীনতার ইতিহাস আরেকটা স্বাধীনতা পরবর্তী ইতিহাস । স্বাধীনতার ইতিহাস নিয়ে সবাই ভালোভাবেই জানে কিন্তু প্রধান সমস্যা টা হয় স্বাধীনতা পরবর্তী ইতিহাস নিয়ে। আর আপনি দেশের সার্বভৌমত্বকে গণত্রন্তের সাথে মিশিয়ে ফেলেছেন যেটা আপনার অজ্ঞশিলতা প্রকাশ করে।
@@প্রকৃতিররূপBeautyofNature uni j kotha blsen r apni j kotha blsen 2 tar shathe ekdm ei mil nai. Uni blsen shadhinotar ager itihash ja amra shobai jani
Ji amro mone hoy amra sotik etihash jani na...onk gormil ace 1947 theke 71 er etihase ..balo kore analysis kore etihas porlei buja jai vai.but kichu bolle amra rajakar hoye jabo.chup kore thakai banchonio🙂🙂
১৪ বা ১৫ টা নয় ভাই । অনেক বেশি । ভারতীয় গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী । কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্ষমতা নেই সেটা খর্ব করার । স্বাধীনতা ৫০ বর্ষপূর্তি তে আপনাদের শুভেচ্ছা । জয় বাংলা ।
আমরা বাংলাদেশীরা অত্যাচারিত। তারপরও ঐ পশুরা আমাদের কাছে ক্ষমা চায়নি। কাজেই, তাদের প্রতি আমাদের ক্ষোভ-ঘৃণা থাকাটাই স্বাভাবিক। তাদের দোসরদের প্রতিও আমাদের ক্ষোভ-ঘৃণা।
কারণ ওরা ৭১ এর কোন ইতিহাস জানে না!! পাকিস্তানের তরুণ প্রজন্ম ভাবে ভারত আর মুক্তিবাহিনীর চক্রান্তে পাকিস্তান আলাদা হয়েছে ।।এমন ভাবেই উপস্থাপন করেছে ওদের পাঠ্যপুস্তকে
আমরা পাকিস্তান থেকে মুক্তি পেয়ে,দাদাগীরী ইন্ডিয়ার গোলামীতে বন্দি! কিন্তু কেন? আমি চাই পাকিস্তান পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদের বাংলাদেশ কে সাহায্য করুক, তাহলে আমরা তাদের অতীত ছাড় দিয়ে আবারো ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করছি। দুই মুসলিম দেশ ভালো সম্পর্ক হলে স্বাধীনতা দৃঢ় থেকে দৃঢ়তর হবে আশা করছি।
সারা বছর চেতনা ব্যবসায়ীদের চেতনার কথা শুনতে শুনতে ১৬ December এখন মনে আর দাগ কাটেনা। শুধু একটা তারিখ মনে হয়। আওয়ামীলীগ ১৬ December এর আবেগ অনুভূতি নষ্ট করে ফেলেছে।
"Hindu OC" kotha tar maddhomei bujha jay je kotota hindu biddeshi apni.ei bar durga pujay sara deshe apnar vai ra hindu der upor je ottachar lutpat nirjaton koreche apni tader e lok
এই প্রতিবেদনে,যে কয়জন বাংলাদেশী প্রতিনিধিত্ব করছে, তাদের জ্ঞান স্তর তো প্রাইমারী লেভেল।তারা রাজনৈতিক বয়ান পেশ করছে বিবিসির প্রতিনিধির কাছে,জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় নিয়ে কোনো কথা বলে নাই। তাছাড়া,ফরেন রিলেশনশিপ ব্যাপারে এদের নুন্যতম ধারণা নেই।
@@নীরব-ন৩শ মুসলিম, ইসলাম কাজে বিশ্বাসী নামে না। পশ্চিম পাকিস্তানীরা নিজের জাতীয়তাবাদের জন্য পূর্ব পাকিস্তানী জাতীয়তাবাদকে ট্যকল দিয়েছিলো, আর পূর্ব পাকিস্তানীরা জাতীয়তাবাদের জন্য বিভিন্ন সময়ে হরতাল, আন্দোলন পরবর্তীতে যুদ্ধে লিপ্ত হয়।
পাকিস্তানি মহিলাটার কথাও কিন্তু সত্য,, তবে ভারত চেয়েছে আমাদেরকে আলাদা করতে, আর আমরা চেয়েছি স্বাধীনতা,, তাই আমাদের জন্য ভালো হয়েছে,, কারণ আমরা স্বাধীনতা পেয়েছি এই কারণে যদি ভারত ও লাভবান হয় এতে আমাদের কিছু যায় আসেনা,,
@@bangladeshegirl2835 ঐ মহিলাটা বলছে ভারত চেয়েছে আমাদেরকে আলাদা করতে, এটা ১০০% সত্যি,,,, আর যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য আর ভারত তাদের স্বার্থেই আমাদের কে সাহায্য করেছে তাই আখের আমাদের লাভ হয়েছে,,, আমরা এখন স্বাধীন তাই পাকিস্তান হউক বা ভারত সবার সাথেই পাল্লা দিয়ে চলতে পারবো "" তবে ভারত কিছুটা লাভবান হলেও তারা যেই স্বপ্ন দেখেছিলো সেটা পুরণ হবেনা,, দাদাগিরির অবসান খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ,, আর পাকিস্তান কে অর্থনীতিতে পিছনে ফেলেছি ভারতের। সাথে ও তাল মিলিয়ে চলছি ""
ভাই তোমরা ভালো খাও ভালো পরো ভালো ভাবে বাঁচো এটাই চাই। আমি ভারত আর বাংলাদেশ কে কখনো আলাদা ভাবে দেখিনা। রবীন্দ্রনাথ যতটা আমাদের ততটা তোমাদের আবার লালন যতটা তোমাদের ততটাই আমাদের। পার্থক্য একটাই আজ তোমাদের দেশের কিছু লোক দুঃখ পায় পাকিস্তান ভাগ হয়েছে বলে আর আমি দুঃখ পাই বাংলা ভাগ হয়েচে বলে।
@@rohitsutradhar4819 বাংলা ভাগ হওয়ায় আমরা ও দুঃখ পাই, তবে এই ক্ষেত্রে আপনাদের কোন ভুমিকা ছিলোনা থাকলে আলাদা হতোনা,, আর পাকিস্তান ভাগ হওয়ায় দুঃখ পাওয়ার কারণ হচ্ছে একটি মুসলিম প্রধান দেশের শক্তি কমিয়ে দু দুশের উপর দাদাগিরি করার কারণে!!! তবে কিছু মানুষের কথায় কিছু যায় আসেনা, আমরা একটি দেশ পেয়েছি এটাই আমাদের সৌভাগ্য এবং আমাদের লক্ষ্য এটাই যে যতো দ্রুত সম্ভব দেশকে উন্নত আর আধুনিক করে গড়ে তোলা "",
@@rohitsutradhar4819 The master line...❤️❤️❤️❤️ Last line is amazing... They divide Bengal in 1905 lord kerzon I think Love you brother... From where are you? Bharat?
নিজের মাতৃভূমির চেয়ে বড় কিছু হতে পারে না❤️🇧🇩
রাইট
পাকিস্তানিদের বক্তব্য ভালো লাগছে
R8
Right joy bangla ...
@@AlaminIslam-hb9ju tui to pakistan er dalal
আমার মায়ের জন্মভূমি বাংলাদেশ তাই মায়ের মতো আমার ও একটা আবেগ আছে বাংলাদেশকে নিয়ে। অনেক অনেক শুভেচ্ছা ত্রিপুরা (ভারত) থেকে।,🇮🇳♥️🇧🇩
ত্রিপুরার বেশির ভাগ জায়গা বাংলাদেশের ভিতরে রয়েগেছে। আর অর্ধেক এর চেয়ে কম ভারতের বিতরে পরছে। তাইতো ত্রিপুরার মানুষ আমাদের দেশের মানুষ ই মনে করি।
@@uzzalmia2865 ত্রিপুরা তো পুরোটায় বাংলাদেশের হওয়ার কথা। কারন ওদের সংস্কৃতি হচ্ছে আমাদের সাথে মিল
ত্রিপুরার বর্তমান নাম কুমিল্লা,আর এই জেলাতেই থাকি ।
@@JahangirAlam-zk6ibtahole r hindu banchto na tripura te.
@@JahangirAlam-zk6ib "আমাদের সংস্কৃতি" বলতে কি বলতে চাইছেন ?
বাংলা ভাষাটাই তো ভারতীয় সংকৃতি,,,
সাহিত্য রীতি,,বিয়েতে হলুদ, ,মহিলাদের শাড়ি,, পুরুষদের ধুতি বা লুঙ্গি আরো কত কিছু সবই তো ভারতীয় তথা সনাতনী সংকৃতি,,,
এমনকি যায়নি নিজেও তো কোনভার্সন এর স্বীকার,,,, যেটাকে আপনি "আমাদের সংকৃতি" বলছেন,,, সেটার শিকড় কিন্তু ভারতে বা সনাতনীতে
আলহামদুলিল্লাহ....
আজ বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি হলো। মহান আল্লাহ দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি.....🤲
জয় বাংলা, বাংলার জয়
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
JOY BANGLA.
Joy Bangla.
আলহাম দুলিল্লাহি আমরা একন সাদিন দেশ অনেক শহিদের রক্ত দানে। সময়ে একন সকল মুসলিম দেশের সংগে বন্দুত্ত বেবসা বানিজ্জ প্রযুক্তি বিনিময় করে জুট বদ্দ হওয়া উচিত।আমরিকা ভারত ইস্রাইল মুসলিম দেশ ও জাতিকে ধংশ করার প্রচেসটায় জংগি বাদ আইনের শাসন নাই এসব আগ্রাসি ও সন্তাশি তকমা দিয়া ধংশ করার চেসটা করতেছে। তাই মুসলীম জুট বদদ ছারা কেহ নিরাপদ থাকবে না।
@@sunamiah9110 tumi ekta abal.
সমস্ত বাংলাদেশি ভাই বোন দাদা দিদি কে জানায় 50 তম স্বাধীনতা দিবসের অনেক ভালোবাসা ও শুভ কামনা।স্বাধীনতা র লড়াইয়ে সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধা দের জানাই লাল সেলাম।জয় বাংলা জয় মুজিব জয় সুভাষ
ধন্যবাদ ❤
"বিজয় "এটি একটি আল্লাহর বড় নিয়ামত।
এই নিয়ামতের সঠিক মূল্যায়ন করতে হবে।
শুকরিয়া আদায় করতে হবে ও ক্ষমা প্রার্থনা করতে হবে। বিজয় যেন অটুট থাকে বহুকাল।
আমিন।
তালিবানি মন্তব্য না করি!😁
@@wasiqomie7250 taile ki mālãyúñi montobbo korbo.
@@norkerhober932 পাকিস্তান ইসলামের নামে খারাপ করছিলো, কিছু এদেশীয় দালাল তাদেরকে পথ দেখাইছিলো... এর মানে এটা নয় যে ইসলাম ধর্মটাই খারাপ হয়ে গেল, মুফতি/মাওলানা দের ছুড়ে ফেলে দিলাম। মানুষ খারাপ হতে পারে, ধর্ম নয়। আর ইসলাম তো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীবন বিধান!
Ameen.
বাংলাদেশীরা যথাযথ কথা বলেছে পাকিস্তান নিজ কর্মকান্ড-র জন্য কখনই ক্ষমা চাইনি
আমি একজন ভারতীয় আর আমি বাংলাদেশকে ভালোবাসি 🇮🇳❤🇧🇩
Toder vhalobasar kno dorkaar naae
💚💛❤️🧡
আর প্রতিনিয়ত বাংলাদেশের পাছা মারছিস,তাইনারে?
ভারতীয় রাইতে বাংলাদেশের মাথা খাচ্ছে। হিন্দুরা কখনোই মুসলিমদের পাশে এসে দাঁড়াবে না এখন আর পাশে থাকলে মুসলমানরাই থাকবে
আর আমরা ভালোবাসি কোলকাতা কে।। 🇧🇩🇮🇳
বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। ভারত থেকে ভালোবাসা রইল 🇮🇳🇮🇳
❤🇧🇩❤
আলহামদুলিল্লাহ....
আজ বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি হলো। মহান আল্লাহ দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি.....🤲
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
Tahole aponader maa moni ra kolagaach der saadi korte chai keno.? India k to apnara tolerate korte paren na. Amar parent r root chilo bangladesh. Kintu apnara r ki bolbo.
এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশের 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️
Proud to be Bangladeshi ❤️❤️we always struggle for freedom and justice. May Bangladesh live long and shine in the world like sparkling star.
আপুর কথায় আমি এক মত।। পাকিস্তান সম্পর্কে আমারও কোনো আগ্রহ নেই
ধন্যবাদ আপনাকে
পাকিস্তান এবং কিছু পাকিস্তানি দালালদের ধিক্কার জানাই।
free,visa paile tik jaita
@@mddelwarhossain-pc2fd ইন্ডিয়ার দালাল রা
@@nazmulhuda4278 পাকিস্তানিরাও ফ্রী ভিসা পাইলে বাংলাদেশে আসবে , আপনি এমনভাবে বলতাসেন যেনো পাকিস্তান অনেক উন্নত রাষ্ট্র।
আমার বয়সের অভিগ্গতা থেকে বলছি পাকিস্তানিরা হলো খুব শক্ত মনের মানুষ এরা খুব কোঠিন কারণ ছোটকালে নিজের চোখে দেখেছি। তাই এদের মিষ্টি কথা মিষ্টি হাসি দেখে লাভ নাই। এই দেশে কিছু সংখ্যক চাটার দল আছে তারাই এদেরকে খুব পছন্দ করে তাদের জন্য পেয়ারে পাকিস্তান । আজ থেকে প্রায় পনের বছর পূর্বেও সৌদি আরবে দেখেছি পাকিস্তানিরা বাঙ্গালীদের কে মিসকিন বলে ডাকতে। এবং এখনো মোহাম্মদ পুর মিরপুর বিহারী ক্যাম্পের ভিতরে ১৪ ই আগষ্টে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করে। খায় বাংলাদেশের আর গান গায় পাকিস্তানের। জয়বাংলা জয়বাংলা।
বিহারিরা কি পাকিস্তানী?
তারা ভারতের বিহার রাজ্যের নাগরিক। ১৯৪৬ সালে হিন্দু মুসলিম দাঙ্গার পর তারা বাংলাদেশে আশ্রয় নেয়। বিহারীরা ভারতীয়
✍️বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিকে❤️
শিক্ষা ভালো নতুন প্রজন্মের জন্য🇮🇳
তোমাকে অনেক ধন্যবাদ দাদা
ধন্যবাদ
হিন্দু জমিদার আসছে এরা বাংলা ভাগ করেছে ।
@@tufayelahmed1 Tora hindu bangali der ja ottachar korechis....great Calcutta killing r noakhali vuleni kono bangali Hindu...tai tder satheo Pakistani gulo thik e krechilo... 👍👍...India Bangladesh err frnd chilo ble nahole sob aj 72 hoor er kache jetis 🤣🤣
@@arpanmahapatra4342 kangla kotar Kangali eshe giyeche. 😂😂 amrai toder shadhin korechilam 1905 e 1948 e r 1971 e. Bengali chara subcontinent ochol
I love Bangladesh😍from kolkata😍
Proud to be a বাঙালী
🇧🇩❤🇧🇩👍
We don't require your love
@@farahsultana1988 tor baper aka desh na toke niteo hobe na valobasa neoyar jonno onk lok achhe
@@farahsultana1988 independence ta amader jonnoi peyechish re Katua
@@queennnnnnsss toder credit toder guaate vhor re maagi
বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা সমস্ত বাঙালীদেরকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালবাসা।
~ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে 🇮🇳❤🇧🇩
🐸
বাংলাদেশ জন্ম থেকে ভারত আমাদের শত্রু। ভারত কখন বাংলাদেশের ভালো চায়না,
@@Ronemone95 আপনাদেরই সেটা মনে হয়। কারণ আপনাদের মন বিষাক্ত। আল্লাহ চোখ দিয়েছে বুদ্ধি দিয়েছি বিবেচনা করতে শিখুন
Roni moni...toder moto chagol gular jonno lojja hoi..jara toke congratulations disse take aibabe answer dewa..akmatro murko oshikkito er pokke possible. Ami Bangladeshi muslim kintu India ke sob cheye boro enemy bhabina..neighbor er sathr valo mondo hobe..kintu tor moto toxic mind niye chola mushkil..tui waz shunos..mominuler rohani sontan tui...Indian bondhura....tumra tar kothay kosto nibana..tumader deshe jemon anti Bangladeshi ase..amader deshe ai rokom chagol ase onek
@@pmam4241 kichu gadha o Dalal ache jara india k ekhono bondhu Rupi sotru mone kore na. Eto hotta o bonchona boisommer por o.
পাকিস্তানের তরুণ প্রজন্মের বাংলাদেশের প্রতি যে ইতিবাচক চিন্তা এটা আমার কাছে ভালো লেগেছে।
দেখতে দেখতে আমরা বিজয়ের সুবর্ণজয়ন্তী পার করলাম তবে প্রকৃত স্বাধীনতা যেদিন পাবে বাংলাদেশের মানুষ সেদিনই শুধুমাত্র উল্লাস করব ইনশাহআল্লাহ। এখন মুল বিষয়ই হয়ে উঠেছে গণতন্ত্রকামী মানুষের মনে শান্তি ফিরিয়ে দেওয়া।
😂😂😂
Tui shanti paoyar jonno boshe thak
ধন্যবাদ এমন ২ দেশের মানুষের কথাগুলো জানানোর জন্য।
এমনিতেও আলাদা হতো,মাঝখানে এতবড় তোফাদ । বিশ্বে এমন কোনো দেশ নাই যারা এতো দূরে অবস্থান করেও একত্রিত অবস্থায় এখনও আছে😑।
এটাই হলো আসল কথা🤗
আমার জানা মতে ২টা দেশ এমন আছে। সেটা হলো মালোয়শিয়া এবং ইন্দোনেশিয়া। পশ্চিম মালোইশিয়া থেকে পূর্ব মলোইশিয়া প্রায় ১৩০০ কিমি দুরে এবং ইন্দোনেশিয়ার একেবারে পশ্চিম প্রান্তের ভুখন্ড থেকে পূর্ব প্রান্তের ভুখন্ড প্রায় ৪০০০ কিমি দূরে। কিন্তু পার্থক্য একটাই তাদের ভুখন্ডের মাঝখানে অন্য কোনো দেশ নেই। বরং মাঝখানে রইয়েছে সাগর।
আমাদের খেলাফত আমাদের এক ভূমিতে থাকতে শিক্ষা দিয়েছে।
Research on global map!!!
@@tariquemahmudasad9318 সহজ ভাষায় মাঝখানে ভারতের মতো বন্ধু রাষ্ট নাই, তাই রক্ষা পেয়েছে
♥🇧🇩 50th victory day of Bangladesh ♥🇧🇩
♥🇧🇩 Happy 50th Victory Day to all ♥🇧🇩 and humble respect to all the martyrs of the War of Independence♥🇧🇩
Positive thinking towards the country is part of faith♥🇧🇩
সবাইকে ৫০তম বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা♥🇧🇩
পাকিস্তান কখনো আমার আগ্রহের কেন্দ্রে ছিল না এবং কখনো থাকবেও না।
Correct name of that country is bhikaristan-terroristan-randistan-bakrichodistan
আমি বাংলাদেশি লন্ডনি। এখানের একটা পাকিস্তানি ছেলে আমাকে পছন্দ করে। কিন্তু সমস্যা হল, যখনি আমি দেখি ইতিহাস সম্পর্কে সে কিছুই জানেনা, প্রশ্ন করলে এড়িয়ে যায়, বা বাংলাদেশ সম্পর্কে জানার তার আগ্রহ নাই, খালি বলে মুক্তিবাহীনি আর ভারতের চক্রান্তে দেশ স্বাধীন হয়েছে, তখন খুব খারাপ লাগে। কারন আমি লন্ডনে বড় হলেও, রক্ত এবং বাপ-দাদা তো বাংলাদেশের। আমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। পাকিস্তানিদের স্পেশ্যালি পাঞ্জাবিদের রক্ত কেমন তা তো যুদ্ধ থেকেই দেখেছি। এখনো পাকিস্তানি ছেলেদের ব্যবহার মেয়েদের সাথে অনেক খারাপ। ছেলের পরিবার বিয়ের আগেই আমার উপর মানসিক নির্যাতন শুরু করেছে। আমাকে বলেছে পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান করবে। কিন্তু আমি যখন বললাম, আমিও একটা অনুষ্ঠান ঢাকাতে করতে চাই, তখন ছেলে আমাকে সাথে সাথে বললো, ঢাকাতে তার আত্মীয় স্বজন কেও যাবেনা। আমাকে বলেছে উর্দুতে কথা বলতে। আমি ছেলেকে বলেছি উর্দুতে কথা বলতে আমার আপত্তি নাই। কিন্তু বাংলা শিখা তো কঠিন কিছুনা। কিন্তু ছেলে বাংলা শিখবেনা বলে দিয়েছে। কারন লন্ডনে বাংলাদেশিরা উর্দু পারে। তাই ওর বাংলা শেখার আগ্রহ নাই। আমাকে বলেছে সন্তান সবসময় বাবার ভাষা শিখবে, তাই আমার উর্দু প্র্যাক্টিস করা উচিত।
ওরা কনেপক্ষ কে সবসময় প্রেশার দিতে চায়। মেন্টালি এবিউজ করে। সবকিছু দেখে আমার পরিবার ডিসিশান নিয়েছে আমাকে বাংলাদেশি ছেলের সাথেই বিয়ে দিবে। বাংলাদেশি ছেলেরা মেয়েদের অনেক সম্মান করে, বৌকে অনেক গুরুত্ব দেয়। পাঞ্জাবি ছেলের সাথে বাংালী মেয়ে কখনোই থাকতে পারবে না।
আপনার ছবি দিন । আমার কাছে অনেক ভালো ছেলে আছে। পাকিস্তানি বিয়ে করার দরকার নাই।
এমন করে আজকাল কেউ ভাবে না। আপনার চিন্তা ভাবনা যেনো প্রতিটা প্রবাসী বাংলাদেশিদের হয়। অশেষ ভালোবাসা এমন মানুষেদের জন্য।
খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বোন। 🌹
very good decision.... 😊
@@juelrana5609 nomoskar dada ami india theke amra BD ke kokhnoi vulte pari na but ekhon kar somaj ato bharat birodhi kno
বিজয় দিবসের শুভেচ্ছা। ইনশাআল্লাহ দিয়ে মুক্তি যুদ্ধ শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে।
দুর্বার গতিতে এগিয়ে যাক আমাদের এই মাতৃভূমি💖💖💖💖।
জয় বাংলা। ❤🇧🇩
The biggest thing is that Pakistan did build a new capital with our wealth, which is Islamabad.
Go Bangladesh!
যতদিন তাঁরা ক্ষমা চাচ্ছে না ততদিন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা প্রতিটি বাংলাদেশী বুকে ধারণ করে।।
ধন্যবাদ বিবিসিকে।
3:07 একজন সত্যিকারের বাঙালি+বাংলাদেশি
🇮🇳❤️🇧🇩
যেমন সরল তেমনি বস্তুনিষ্ঠ উপস্থাপন, BBC কে অসংখ্য ধন্যবাদ, সত্যি অভিভূত!
বিজয়ের এতো বছর পরে এসেও চিন্তা করতে হয়, আমরা কি স্বাধীন জাতি 🤔
আপনার মতো অন্ধ লোকেই বলবে এই ধরণের কথা। কোন উন্নয়ন আপনাদের চোখে পড়ে না।
তাহলে ভাই আপনি মনে হয় জানেনই না স্বাধীনতা কি জিনিস, পৃথিবীতে এখনো অনেক দেশ আছে যারা স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, তাদের অবস্থা গুলো একটু দেখেন, গুগল, ইউটিউবে চার্জ দিয়ে দেখেন অনেকটাই জানতে পারবেন ভাই।
আপনি কি মগের মুল্লুকে বাস করেন না বাংলাদেশে বাস করেন।
@Ashraf Raihan ওটাকে আপনার পিছনে দিন।
@@devilrayhankhanrafi1832 ছাগল
শুভকামনা আমার বাংলাদেশের জন্য ।ধন্যবাদ বিবিসিকে।
বর্তমানে আছে বাংলাদেশের মুখের ভাষা আছে শুধু জয় বাংলা,, স্বাধীন হয়েও আমরা পরাধীন হয়ে গেলাম
জয় বাংলা ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এতে আপনার সমস্যা কোথায়।
@@TheSabbir077মিয়া চুপ থাকেন
@@TheSabbir077india ase joi sree ram ar bangladesh ar joi bangla desh jahannam a jak ai duita thaklai hoi. Indai joi ram boila muslim mare ar ara joi bangla boila muslim mara jonogon mare. Aj jodi bangla- pak ak thakto india ar ato khomota thakto na muslim der saty nirjaton kora matha noto kora thakta hoito. Vai allah amai muslim kora jommo desa to age muslim der basan. Soto munos kiso mone korben na sry
স্বাধীন হয়েও হই নাই স্বাধীন 😢😢😢😢😢
রাইট বলেছেন
কিন্তু কমসে কম আপনাদের মা বোনেদের কারোর শারিরীক মনোরঞ্জন করে অবৈধ সন্তানের জন্ম দিতে হয় না।
আমাদের হাজীগঞ্জ এ দুই মুক্তিযোদ্ধা একই দিনে আজ ১৬ ডিসেম্বর মারা গেছেন।
এই বিষয় প্রতিবেদন চাই।
এগিয়ে যাক প্রানের বাংলাদেশ 😍🇧🇩🇧🇩
শুভ বিজয় দিবস বাংলাদেশ। ভালো থেকো।
বাংলাদেশ 🇧🇩
আমার দেশ❤️❤️
আমার বাংলাদেশ আজ স্বাধীনতার ৫০ বছরে পা দিলো। এটাই বাঙালির অহংকার।
সাধারণ মানুষের মনের ভিতর এতো হিংসা এখনো পুষে রাখা ঠিক না।পৃথিবীর অনেক দেশই যুদ্ধ করে আলাদা হইছে,এখন আবার তারা মিত্র।
Ami nischit apni mukti juddho ke feel koren na,apni mukti juddher voyabohota shomporke bindu matro janen na..apnar chokher shamne jodi apnar baba ke nirjaton kore hotta kora hoto othoba apnar ma bon rape hoto taholeo ki ei kotha bolten?? Ki jani hoyto bolten
@@RahulRoy-he4fh ভারতের যেসব রাজ্য স্বাধীন চায়।তাদেরকে মুক্তিযুদ্ধা বা বিপ্লবী না বলে বিচ্ছিন্নতাবাদি বা দেশদ্রোহী বলা হয়।নকশালপন্থী কিংবা মাওয়াবাদি যারা ছিলেন বা আছেন তাদেরকে ভারত হত্যা করছে।তাদের পরিবারকে নির্যাতন করছে।
আমাদের দৃষ্টিতে তাদের জন্য কোন মায়া মততা নেই।আমরা তাদেরকে দমন করাকেউ উচিত বলে মনে করছি।
পাকিস্তানও চেষ্টা করছে আমাদেরকে দমন করে, শাসন বাজায় রাখতে।আমরা সেই শৃংখলা ভেঙ্গে স্বাধীন হয়েছি।
এখন আমাদের উচিত নিজেদের স্বার্থে কারো কাছে নতজানু না হয়ে, সবার সাথেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা।
আমি এই কথা বলছি,আপনি তো অনেক মুক্তি যুদ্ধ অনুভব করেন,পাকিস্তানের সাথে জনম জনম যুদ্ধ করে যান।
আর যেই জন্য মুক্তিযুদ্ধ সেই অন্যায় অবিচারে বিরুদ্ধে হয়েছিল, শাসক শ্রেনী এখনো সাধারণ মানুষের উপর করছে সেই অন্যায় অবিচার করে যাচ্ছে ।সেইসব না বলে, ভারতের প্রতি নতজানু হয়ে থাকতে থাকেন আর সীমান্তে মরতে থাকেন।
🇧🇩🇧🇩🇧🇩 প্রিয় ❤️❤️❤️ বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩
এই তিন চার জন বাংলাদেশীর মাধ্যমে আসলেই পুর বাংলাদশীদের মনের ভাব প্রকাশ পেয়েছে। পাকিস্তান ক্ষমা চাইলেই আমরা পাকিস্তানকে নিয়ে ভাবতে পারি।
দুষ করেছে বাবা,,,তাকে ঘৃনা করি, তবে তার পরবর্তী সময়ের মানুষ কেন ক্ষমা চাইবে,??,,তাদের সাথে কিশের শত্রুতা আমাদের,,,তারা তো দোষ করেনি,,,,আমরা বাঙালী এবং সত্য চিন্তার মানুষ, তাই ঘৃনা নয় এখনকার পাকিস্তানিকে ভালোবাসি
@@iyang_coyes_00 বাবার সুনাম যেমন সন্তান খুশীমনে গ্রহন করে তেমনি বাবার পাপও সন্তানকে বহন করতে হয়। মৃত্যুর পর বাবার ঋন সন্তানেরই ঋন, বাবার দায়িত্ব সন্তানেরই দায়িত্ব। এগুলো মনে রাখলে পাকিস্থানকে নিয়ে এমন ফ্যাসিনেশন আপনার হবে না বলে মনে করি। আপনি পাকিস্থানকে ভালবাসেন, সমস্যা নেই.... কিন্তু কেন ভালবাসেন এই প্রশ্নটা নিজেকে আবার করুন। তাদের পূর্বপুরুষ আপনার পুর্বপুরুষকে নির্মমভাবে মেরেছে, হত্যা ও ধর্ষন করেছে তারপর এখন তাদের উত্তর পুরুষ বাংলাদেশকে ভালবাসে....বিষয়টা কতটা নির্মম আবার একটু ভাবুন। তারা ক্ষমা না চেয়ে বাংলাদেশকে ভালবাসে আর আপনি তাদের ক্ষমা ভিক্ষা না পেয়েও তাদের ভালবাসেন, জেনে রাখুন এতটা নীচু জাতি নই আমরা।
পাকিস্থানকে কেন ভালবাসেন, এর কারন তথা এই প্রশ্নটার উত্তর দিলে খুশী হবো।
@@iyang_coyes_00 দুষ করেছে বাবা,,,তাকে ঘৃনা করি, Young Generation ke love kori.
@@আমাদেরশখেরবাগান he love Koro er por era o tmdr k......era to Babar e mutro🤣
আমরা যেভাবে মুক্তিযোদ্ধ সম্পর্কে জানি সে ভাবে পাকিস্তানিদের জানাতে হবে, আপনাদের প্রতিবেদনে ২, ৪ জনের কথায় দেশের সব জনগনের চিন্তার প্রতিফলন নয়।
জানালেন তারপর?
বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে যাদের মনের কথা এটা না। তারা পাকিস্তাকে এখনো মন থেকে অনেক ভালোবাসে।
Ha tara bihari 😅
এখানে কয়েকজনের ধারনা এক্কেবারেই মন গড়া। পাকিস্তান ও বাংলাদেশের দুই দিক থেকেই।
আপনারটা কী ভাই???
দেশ বিদেশের সকল পবিত্র হৃদয়ের বিশুদ্ধ বাঙালির প্রতি রইল বিজয়ের রক্তিম শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন।
আমরা বাংলাদেশের মানুষ খুব সুখে আছি।
আমি পাকিস্তানের তরুণদের পক্ষে 🤗🤗🤗
আমি কিন্তু রাজাকার নই 😉😉😉
পাকিস্তান আমাদের জামাই কারণ চোদছে বলে কথা।😂😂😂
We all Indians love the country Bangladesh ❤
আমার প্রিয় দেশ বাংলাদেশ🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সাংস্কৃতিক আগ্রাসন এবং অর্থনৈতিক বৈষম্য পাকিস্তান বিভক্তির মূল দুটি কারণ।
এছাড়া একটা বিবদমান দেশকে মাঝখানে রেখে এত বিশাল দূরত্বে দুটি অংশ নিয়ে একটা দেশ টিকিয়ে রাখা আসলে অসম্ভব। যার মধ্যে আবার এদের মধ্যে ধর্ম ছাড়া কোন মিলই নেই।
এই বিষয়টা অনেকেই বুঝে না
৪৭ এর দেশভাগের সময়ই বুঝা উচিত ছিলো আমাদের কিছুই মিল নাই ধর্ম ছাড়া। না ভাষা, না ইতিহাস, না মুল্যবোধ, সংস্কৃতি...কিছুই না।
We were never compatible.
একমত ! তবে যেভাবে আমরা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি সেটাও মেনে নেয়ার মতো নয়। শুরুতেই যদি দুটো দেশ আলাদাভাবে স্বীকৃতি পেতো তাহলে আর এরকম কিছু হতো না। দুদেশের আলাদা হবার পেছনে তৃতীয় দেশের ভূমিকাই ছিলো মূখ্য ! তারা তাদের স্বার্থের জন্য রক্তক্ষয়ী একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলো। যার কারনে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্নভাবে। যার মধ্যে ত্রিশ লক্ষ শহীদ আর অসংখ্য মা-বোনের ইজ্জত বিলানো অন্যতম। যদিও এদের অনেকেই সরাসরি পাকিস্তানীদের হাতে নিগৃহীত হয়নি। অনেকেই ভারতীয়দের কাছেও নিগৃহীত হয়েছিলো...
প্রকৃত দেশপ্রেমিক বাঙ্গালীদের মতামতের প্রতিফলন ঘটেছে আপনাদের রিপোর্টে, খুব ভালো লেগেছে,, কিছু বর্বর বাঙালি আছে যাদেরকে আপনারা উপস্থাপন করেননি, যাদের চিন্তাভাবনা বর্তমান প্রজন্মে দেশদ্রোহিতার শামিল, এ বিষয়টি আরও বেশি ভালো লেগেছে,
যখন শুনি আমার দেশের প্রতি অন্য কোনো জাতির মানুষের ভালো ধারণা আছে কিংবা সামান্যতম আবেগ কাজ করে তখন বুকের ভেতরটা ফুলে ওঠে। মনে হয় মহাআনন্দে বুকের ভেতর থেকে কিছু একটা বের হয়ে দিগ্বিদিক ছুটতে চায়।দেশের প্রতি আবেগে ও পরম মমতায় দু ফোটা জল চোখ থেকে গড়িয়ে পরে। তবে একেই কি স্বদেশপ্রেম বলে?
পাকিস্তানের যে তিনজন কথা বলেছে তারা বিবেক দিয়ে অপরকে শ্রদ্ধা করে কথা বলেছে
আর আমরা শুধু শিখানো ভুলির মতো বল্লাম
একমত
Right
Vai ami Malaysia ta thakai onak pakisthanir saty kaj kora. But bangalir jai rokom kotha tader vitor sai rokom kisoi nai
ওরা নিজের পুর্বপুরুষের ঘৃন্য কাজের জন্য ক্ষমা না চেয়ে বর্তমানে তাদের চাইতে ভাল থাকা বাংলাদেশের প্রতি শ্রদ্ধাটা আপনার কাছে মনে হতে পারে বিশাল কিছু অথচ আমরা যে আমাদের পিতৃঋন পরিশোধের কথা বললাম সেটা আপনার কাছে খারাপ মনে হয়েছে? তারা নৃশংশ কর্মকান্ডের ক্ষমা না চেয়ে আপনার কাছে মহান হয়ে গেল অথচ নিজের পুর্বপুরুষদের ওপর ঘৃনিত কর্মকান্ডের বিচার চাওয়াটা কিংবা ঘৃনা প্রকাশ করাটা খারাপ.... আহ আমাদের জাতিসত্ত্বা!
মুসলিম দেশ হিসেবে পাকিস্তান কে অবশ্যই মাফ চাইতে হবে তবেই বাংলাদেশ পাকিস্তানের সাথে সুসম্পর্ক করবে।
সেটাই ভাল হবে।
fool muslims
আমি আমার দেশকে ভালবাসি 💝💝💝💝💝
Long life Bangladesh. 💝🇧🇩👍
একসময় এসব দিনে একটা আবেগ কাজ করতো। কিন্তু আওয়ামী দুর্নীতি দেখতে দেখতে আজ এসবে অনীহা আসে!
স্বাধীনতা, বিজয়ের সাথে দূর্নীতির কি সম্পর্ক বুঝলাম না। দলীয় রাজনীতির বা সম্পর্ক কি? বিজয় সার্বজনীন।
50 years go.. We are proud to be Bangladeshi.
◼ বাংলাদেশ - পাকিস্তান সম্পর্কে তারা 1970 সালের নির্বাচন সম্পর্কে ই জানে।
এর বাইরে কিছুই নয়!!
বিষয়টা কেমন লাগে?? 🙄😬
তাদের মিডিয়া সেটা প্রচার করলে ত জানবে
pak-bd war hoisilo language issue niye ora etao Jane na oder media ora ke onno vabe treet korse
সমগ্র বাংলাদেশ জুড়ে দুইজন তরুণ-তরুণী এবং সমগ্র পাকিস্তানজুড়ে দু'জন তরুণ-তরুণী। এই চারজন দিয়েই বাংলাদেশী পাকিস্তানি তরুণ-তরুণীদের ধারণার রিপোর্ট হয়ে গেল।
স্বাধীনতার ৫০ বছরে একটাই দাবি, উর্দু শব্দ আওয়ামীর পরিবর্তন চাই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে আল্লাহ্ তায়ালা জান্নাত দান করুন।
যিনি এদেশ স্বাধীন করেছেন।
বাজ্ঞাল সে তো বাজ্ঞালই রবে মানুষ কবে হবে।পাকিস্তানি তরুনেরা আমাদের দেশকে সম্মান করে ভালোবাসে আর কথার মধ্যেই বাংলাদেশের কিছু জিনিসের প্রশংসা ও করলো কিন্তু আমরা এতটা ছোট মনের যে আমরা ভালো হতে পারিনা আমাদের খারাবিটা ফুটেই উঠে।
আপনার কথা সঠিক ভাই। আমরা বাংগালীরা এখনো উচকানি মোলকই রয়ে গেলাম।
Right
মানুষ অনেক সুন্দর,কিন্তু তাদের মনে মরিচিকা ধরছে,আসলে দোষটা কারওরি না,দোষটা আসলে আমাদের বিব্রিত চিন্তা ভাবনার।🌺
Well said from Bangladesh
Long live my Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
2:56 that girl's purposely said those lines about Bangladeshis knowing that no muslim weddings follow these things.
It's their nature as usual
Discrimination and drama over each and every thing.
আরে ভাই বাংলাদেশে হিন্দুরাও বসবাস করে এবং তাদের বিবাহে উলু দেওয়া হয়।
@@swarupbanerjee147 she spoke about Indian tv series and stuffs. There's no Bangladeshi tv channel or shows that represent Bangladeshi culture in Pakistan.
@@NN-cx8cv she might have mistaken .Despite that one should not forget there's a significant number of hindus live in bangladesh and their rituals also represents Bangladesh's wedding culture.
@@swarupbanerjee147 more precisely Bengali hindu wedding not Bangladeshi wedding.
@@NN-cx8cv what makes you say that.?
ইটের দেয়ালে ফুল না দিয়ে, গরীব-দুঃখী মানুষকে কিছু খাবার আর শীতবস্ত্র দিন। এসব উৎযাপন নিরর্থক। 😪😪😪
Tor ato doya takle tui de gia
Agula bolar jayga Ata nah
Aj Bijoy dibos
Right
হুম এতে করে কিছু লোক বসে বসে সাহায্য পাবে,,,,অপর দিকে কষ্ট করে ফুল চাষ করে বিক্রি করতে পারবে না,,, আপনি বলেন কোনটা ভালো
Allhamdolollah! আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, যে দেশ থেকে আমাকে কেউ বলতে পারবে না , এই খান থেকে চলে যাও ।
ঘর যেমন ই হোক তা নিজের ঘর।
এমন বাংলাদেশিদের সাক্ষাতকার নিয়েছেন যাদের কোনো ধারণাই নেই যুদ্ধের প্রেক্ষাপট এবং ৫০ বছর পরের রাজনীতি নিয়ে।প্রাইমারী স্কুলের ছাত্রদের জ্ঞান নিয়ে এতটা স্পর্শকাতর বিষয়ে কথা বলেছেন তারা।বিবিসির মত প্রতিষ্টানের কাছ থেকে এমন প্রতিবেদন গ্রহণযোগ্য না।
সঠিক বলছেন ভাই
ওরা এখানে খারাপ কথা কি বলেছে।সঠিক কথাই বলেছে।যারা দেশপ্রেমিক তারা এমনটাই বলবে।আর যারা পাকিস্তান প্রেমিক তাদের কষ্ট লাগবে।আর তারা কেউ প্রাইমারি লেভেলের জ্ঞান নিয়ে কথা বলে নাই তারা সবাই উচ্চশিক্ষিত।
মন গড়া ভিডিও এইটা😇
পাকিস্তানি মেয়েগুলা মাশা আল্লাহ🙂❤️
বাংলাদেশ, পাকিস্তান জিন্দাবাদ
পাকিস্তান মুর্দাবাদ
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৫০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প, নাটক, উপন্যাস আর কবিতায়?
স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়?
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি
৫০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
স্বাধীনতা কি হোটেলে-হোটেলে গ্রান্ড ফ্যাশন শো?
স্বাধীনতা কি দুখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদ বালা?
আমি আমার বাংলাদেশকে ভালোবাসি সাথে ভারত পাকিস্তান আফগানিতান নেপাল চাইনা শ্রীলংকা মালদ্বীপ ভুটান সহ সকল দেশের সাথেই সুসম্পর্ক চাই।
সবার সাথেই সুসম্পর্ক চাই পাকিস্তান বাদে
Above mentioned lyric reflects the true scenario
@@monjurrashed9673 It is a matter of your understanding
এখানে একটা প্রশ্নের উত্তর আমি জানি।
প্রশ্নঃ বাংলাদেশ কিভাবে এত উন্নতি করেছে?
উত্তরঃ কারণ পাকিস্তানিরা স্বাধীন হয়েছে একবার। আর আমরা বাংলাদেশীরা স্বাধীন হয়েছি দুইবার।
মুক্তিযুদ্ধ নিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে।
জয় বাংলা ❤
বাংলাদেশ 🇧🇩 চিরজীবী হোক ✊
পাকিস্তানি একজন নাগরিক ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রধান কারন হিসেবে দাড় করিয়েছেন ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয় লাভের পরেও ভুট্টর ক্ষমতা হস্তান্তর না করা। আমি তার সাথে সহমত।
Tar mane apni ki Pakistan k support korchen???
কিন্তু ১৯৭০ এর নির্বাচন ২০১৪/২০১৮ এর মত ইলেকশন না, সিলেকশন হয়েছিল বলেই পশ্চিম পাকিস্তান অবজেকশন জানিয়েছিলো
Tumi to tar baba r shontan tai tumi akmot
😡😡
ইতিহাস নিজে বানাই ছেন নাকি 1970 কি ভয়াবহ ঘটনা ঘটেছে সেটা জানেন যেটা নির্বাচন উপর প্রভাব পড়েছে।
পাকিস্তানের ভাইবোনদের কথাগুলো ১০০% সত্যিই
These people only know the front story, only the military authorities know what went deep inside, the Pakistani military veterans that were present in the war of 1971 should be interviewed.
সব বাংলা ভাষাভাষী মানুষদের নিয়ে বাংলাদেশ হওয়ার দরকার ছিল কিন্তু ভারত সেটা হতে দেয়নি ৷ আমরা সব বাঙালী এক💪♥️
আপনি একজন প্রকৃত মূর্খ ।
শুধু ভারত নয় পাকিস্তান ব্রিটিশরা সবচেয়ে বেশি দায়ী। 1947 সালে বাংলা ভাগের পেছনে ব্রিটিশরা দায়ী আর তাতে হিন্দু বাঙালিরা চলে যায় ভারতে মুসলিমরা চলে যায় পাকিস্তানে যেখানে বাংলা একটি দেশ হওয়ার কথা ছিল সেখানে বাংলা ভেংগে দুই টুকরো হয়ে গেল তাও পরাধীন হয়ে ইনশাআল্লাহ ফিরিয়ে আনবো United Bangal 🇧🇩
ওরা আমাদের সাথে যে অন্যায়টা করেছে আমি,,আমি কখনো পাকিস্তানে গেলে এর
সম্পর্কে স্থানীয় মানুষদের বলে আসব যাতে ওরা সঠিক তথ্যটা পায় এবং বাংলাদেশ সম্পর্কে জানতে পারে।
সত্যিই,
ভাই, কিছু মনে করবেন না। আমরা তো নিজেরাই সত্য ইতিহাস জানিনা। অনেক কিছু আমাদের মিথ্যা ভাবে জানানো হচ্ছে। আমাদের দেশের রাজনীতিবিদগণ। আমরা যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা পেলাম তাদের কি যথাযথ ভাবে সম্মান করা হয়েছে বা করা হচ্ছে? আমাদের দেশটা এখন পিতা-মাতার সম্পত্তির মত হয়েগেছে। সাধারণ মানুষ, যাদের কেউ নেই , তাঁরা আজও প্রাপ্য সম্মান পাইনি। মাওলানা আবদুল হামিদ খান ভাসানির জন্মদিন বা মৃত্যু দিন আপনি আমি কত জনই বা জানি, তাঁর অবদান ছোট বেলায় বইতে পড়ে ছিলাম, এখন সেই সুযোগটা ও দিন দিন কমে যাচ্ছে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধু এবং বিএনপি ক্ষমতায় থাকলে জিয়াউর রহমান। আমি তাঁদের অবদান অস্বিকার করছিনা। কিন্তু আমরা কি আমাদের অন্য জাতীয় বীরদের প্রাপ্য সম্মান দিচ্ছি বা দিয়েছি? তাদের প্রতি কি অন্যায় করছিনা? মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে আমরা কি স্বাধীন?
@@প্রকৃতিররূপBeautyofNature সত্যি কতা বলছেন
@@প্রকৃতিররূপBeautyofNature এটা তো স্বাভাবিক। যে বেশি জ্ঞানী সে বেশি জানবে, আর বাকিরা জানবে না । আমাদের ইতিহাস 2 ভাগে ভাগ করা যায় । একটা স্বাধীনতার ইতিহাস আরেকটা স্বাধীনতা পরবর্তী ইতিহাস । স্বাধীনতার ইতিহাস নিয়ে সবাই ভালোভাবেই জানে কিন্তু প্রধান সমস্যা টা হয় স্বাধীনতা পরবর্তী ইতিহাস নিয়ে। আর আপনি দেশের সার্বভৌমত্বকে গণত্রন্তের সাথে মিশিয়ে ফেলেছেন যেটা আপনার অজ্ঞশিলতা প্রকাশ করে।
@@প্রকৃতিররূপBeautyofNature uni j kotha blsen r apni j kotha blsen 2 tar shathe ekdm ei mil nai. Uni blsen shadhinotar ager itihash ja amra shobai jani
বর্তমানে বই পুস্তকে মুক্তিযুদধের যে ইতিহাস লেখা আছে তার সাথে সেই সময়ের সাধারণ মানুষের কাছে শোনা গল্প শুনেছি তার মধ্যে বিস্তর ফারাক পায়।
বাংলাদেশের সঠিক ইতিহাস আমার জানা উচিত, এতদিন যা জেনেছি তাতে আমার অনেক সন্দেহ হচ্ছে। কেউ নির্ভরযোগ্য কোন ইতিহাসের বইয়ের নাম বলতে পারবেন?
Ji amro mone hoy amra sotik etihash jani na...onk gormil ace 1947 theke 71 er etihase
..balo kore analysis kore etihas porlei buja jai vai.but kichu bolle amra rajakar hoye jabo.chup kore thakai banchonio🙂🙂
কারণ তরা নিয়াজীর অবৈধ সন্তান তাই তোদের সন্দেহ হয়।
@@azharulislamsuaib4674 osikkito knowledge ace kuno bisoye 🐈🐕🐈 leg er mentality nia cholen...pora suna korchen.apnr hasina history change korche .porasuna korlei janten 🐺
@@azharulislamsuaib4674 sohoraowardi re eijjonnnoi barotio ra kosai dake ...sheik mujib re nira indian histroy janle sheik mujib hasina korten .
@@azharulislamsuaib4674 sohoraoardi re gonotontrer manos putro bola hoy r indian ra ki bole etihas porlei bujben .murkho
সেরা একটা প্রতিবেদন
এরকম প্রতিবেদন আরো দেখতে চাই
ভাষা কেরে নেয়া যায়না তার প্রমান। ভারত। যেখানে। ১৪ ১৫ টা ভাষা চলে।
Yes...
I am very proud on that it is 22😀
All have rights...
Even Sanskrit
Which is not spoken by any one
১৪ বা ১৫ টা নয় ভাই । অনেক বেশি । ভারতীয় গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী । কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্ষমতা নেই সেটা খর্ব করার । স্বাধীনতা ৫০ বর্ষপূর্তি তে আপনাদের শুভেচ্ছা । জয় বাংলা ।
250 language inda te national vabe shikerito
Happy 50 th victory Day of Bangladesh
পাকিস্তানিদের মন্তব্য কত সুন্দর, বিদ্বেষহীন।আর বাংলাদেশের পক্ষে যেই কটা কথা বলছে কেমন। এরা মনে করছে উরাধুরা কিছু নেগেটিভ কথা বললেই আমরা জিতে গেলাম।
অসাধারণ সত্য কথা
hmm
Right vai
আমরা বাংলাদেশীরা অত্যাচারিত। তারপরও ঐ পশুরা আমাদের কাছে ক্ষমা চায়নি। কাজেই, তাদের প্রতি আমাদের ক্ষোভ-ঘৃণা থাকাটাই স্বাভাবিক। তাদের দোসরদের প্রতিও আমাদের ক্ষোভ-ঘৃণা।
চামচামি বাদ দে ভাই
ভিডিও দেখে মনে হোলো আমাদের থেকেও ওদের মানুষিকতা অনেক ভালো।
আমার চেটের বা* ভাই আপনি ওদের সম্পর্কে কিছুই জানেন না তাহলে
কারণ ওরা ৭১ এর কোন ইতিহাস জানে না!!
পাকিস্তানের তরুণ প্রজন্ম ভাবে ভারত আর মুক্তিবাহিনীর চক্রান্তে পাকিস্তান আলাদা হয়েছে ।।এমন ভাবেই উপস্থাপন করেছে ওদের পাঠ্যপুস্তকে
দুই তিন জনের কথা সবার কথা হতে পারেনা।
আমরা পাকিস্তান থেকে মুক্তি পেয়ে,দাদাগীরী ইন্ডিয়ার গোলামীতে বন্দি! কিন্তু কেন? আমি চাই পাকিস্তান পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদের বাংলাদেশ কে সাহায্য করুক, তাহলে আমরা তাদের অতীত ছাড় দিয়ে আবারো ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করছি। দুই মুসলিম দেশ ভালো সম্পর্ক হলে স্বাধীনতা দৃঢ় থেকে দৃঢ়তর হবে আশা করছি।
সারা বছর চেতনা ব্যবসায়ীদের চেতনার কথা শুনতে শুনতে ১৬ December এখন মনে আর দাগ কাটেনা। শুধু একটা তারিখ মনে হয়। আওয়ামীলীগ ১৬ December এর আবেগ অনুভূতি নষ্ট করে ফেলেছে।
Ok thn you hear from the dhormo baboshayee n gonotontro baboshayee, plz.
১০০% জবাব
I love Bangladesh aur Pakistan
দেশ সৃাধীন হয়েছে। জনগণ নয়।,,,,,🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️
Feel proud to be Bangladeshi 🇧🇩🇧🇩🇧🇩
আমরা কি এখন স্বাধীন, একটা স্বাধীন দেশে একটা হিন্দু ওসি কতো গুলো লোক কে ক্রসফায়ার দিলো এটার বিচার এখনো হচ্ছেনা
আমাদের আবার তৈরি হতে হবে । গ্রেটার বাংলার জন্য , যেটা হিন্দু জমিদাররা ক্ষমতার জন্য ভাগ করেছে ।
মোঃ আলী জিন্নাহ, কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের অখণ্ডতা নষ্টের গোড়া। হিন্দু জমিদার না।
@@dhimanbanerjee4240 জমিদাররা জরিত রয়েছে । জমিদাররা বাংলা ভাগে জরিত ।
"Hindu OC" kotha tar maddhomei bujha jay je kotota hindu biddeshi apni.ei bar durga pujay sara deshe apnar vai ra hindu der upor je ottachar lutpat nirjaton koreche apni tader e lok
@@tufayelahmed1 ওটা আপনার ব্যাক্তিগত ধারণা।
পাকিস্তানের ছেলে মেয়েদের মন-মানসিকতার কথা বলতে হবে খুব ভালো
এই প্রতিবেদনে,যে কয়জন বাংলাদেশী প্রতিনিধিত্ব করছে, তাদের জ্ঞান স্তর তো প্রাইমারী লেভেল।তারা রাজনৈতিক বয়ান পেশ করছে বিবিসির প্রতিনিধির কাছে,জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় নিয়ে কোনো কথা বলে নাই।
তাছাড়া,ফরেন রিলেশনশিপ ব্যাপারে এদের নুন্যতম ধারণা নেই।
তো আপনি কি চান
@@tamalzaman6579 উনি চান পাকিস্তানের পা ধরে বসে থাকতে।ইসলামের দৃষ্টি অনুসরণ করলে তাহলে পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া। ইসলাম যেটা বলে।
@@rayhanovi7268 জাতীয়তাবাদের আফিম খেয়ে যুদ্ধ করে এখন আবার ইসলামের কথা কপচাতে এসেছে 😂
যেখানে জাতীয়তাবাদ, মুসলিম বিভাজন ইসলামে নিষিদ্ধ
@@ezioauditoredefirenze4494 মুসলিম হয়ে মুসলিম গণহত্যা, গণধর্ষণ কি ইসলামে বৈধ ?
@@নীরব-ন৩শ মুসলিম, ইসলাম কাজে বিশ্বাসী নামে না। পশ্চিম পাকিস্তানীরা নিজের জাতীয়তাবাদের জন্য পূর্ব পাকিস্তানী জাতীয়তাবাদকে ট্যকল দিয়েছিলো, আর পূর্ব পাকিস্তানীরা জাতীয়তাবাদের জন্য বিভিন্ন সময়ে হরতাল, আন্দোলন পরবর্তীতে যুদ্ধে লিপ্ত হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি ইমরান খান থাকতো তাহলে আশা করা যেত রাষ্ট্রীয়ভাবে তারা বাংলাদেশের কাছে ক্ষমা চাইত
পাকিস্তানি মহিলাটার কথাও কিন্তু সত্য,, তবে ভারত চেয়েছে আমাদেরকে আলাদা করতে, আর আমরা চেয়েছি স্বাধীনতা,, তাই আমাদের জন্য ভালো হয়েছে,, কারণ আমরা স্বাধীনতা পেয়েছি এই কারণে যদি ভারত ও লাভবান হয় এতে আমাদের কিছু যায় আসেনা,,
তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ কেনো যুদ্ধ করলো পাকিস্তানের ফকিরের বাচ্চা ।😂😂😂
@@bangladeshegirl2835 ঐ মহিলাটা বলছে ভারত চেয়েছে আমাদেরকে আলাদা করতে, এটা ১০০% সত্যি,,,, আর যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য আর ভারত তাদের স্বার্থেই আমাদের কে সাহায্য করেছে তাই আখের আমাদের লাভ হয়েছে,,, আমরা এখন স্বাধীন তাই পাকিস্তান হউক বা ভারত সবার সাথেই পাল্লা দিয়ে চলতে পারবো "" তবে ভারত কিছুটা লাভবান হলেও তারা যেই স্বপ্ন দেখেছিলো সেটা পুরণ হবেনা,, দাদাগিরির অবসান খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ,, আর পাকিস্তান কে অর্থনীতিতে পিছনে ফেলেছি ভারতের। সাথে ও তাল মিলিয়ে চলছি ""
ভাই তোমরা ভালো খাও ভালো পরো ভালো ভাবে বাঁচো এটাই চাই। আমি ভারত আর বাংলাদেশ কে কখনো আলাদা ভাবে দেখিনা। রবীন্দ্রনাথ যতটা আমাদের ততটা তোমাদের আবার লালন যতটা তোমাদের ততটাই আমাদের। পার্থক্য একটাই আজ তোমাদের দেশের কিছু লোক দুঃখ পায় পাকিস্তান ভাগ হয়েছে বলে আর আমি দুঃখ পাই বাংলা ভাগ হয়েচে বলে।
@@rohitsutradhar4819 বাংলা ভাগ হওয়ায় আমরা ও দুঃখ পাই, তবে এই ক্ষেত্রে আপনাদের কোন ভুমিকা ছিলোনা থাকলে আলাদা হতোনা,, আর পাকিস্তান ভাগ হওয়ায় দুঃখ পাওয়ার কারণ হচ্ছে একটি মুসলিম প্রধান দেশের শক্তি কমিয়ে দু দুশের উপর দাদাগিরি করার কারণে!!! তবে কিছু মানুষের কথায় কিছু যায় আসেনা, আমরা একটি দেশ পেয়েছি এটাই আমাদের সৌভাগ্য এবং আমাদের লক্ষ্য এটাই যে যতো দ্রুত সম্ভব দেশকে উন্নত আর আধুনিক করে গড়ে তোলা "",
@@rohitsutradhar4819 The master line...❤️❤️❤️❤️
Last line is amazing...
They divide Bengal in 1905 lord kerzon I think
Love you brother...
From where are you?
Bharat?