সোনার তরী | রবীন্দ্রনাথ ঠাকুর | Sonar tori | Asaduzzaman Noor Kobita Abritti
Вставка
- Опубліковано 8 лют 2025
- গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে’ আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হ’ল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খর-পরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।
একখানি ছোট ক্ষেত আমি একেলা,
চারিদিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাত বেলা।
এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!
দেখে’ যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোন দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙ্গে দু’ধারে,
দেখে’ যেন মনে হয় চিনি উহারে!
ওগো তুমি কোথা যাও কোন্ বিদেশে!
বারেক ভিড়াও তরী কূলেতে এসে!
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুসি তারে দাও
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে!
যত চাও তত লও তরণী পরে।
আর আছে?-আর নাই, দিয়েছি ভরে’।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে’
সকলি দিলাম তুলে
থরে বিথরে
এখন আমারে লহ করুণা করে’!
ঠাঁই নাই, ঠাঁই নাই! ছােট সে তরী
আমারি সােনার ধানে গিয়েছে ভরি’।
শ্রাবণ গগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি’,
যাহা ছিল নিয়ে গেল সােনার তরী।
রবীন্দ্রনাথ ঠাকুর
ফাল্গুন, ১২৯৮।
#SonarTori #AsaduzzamanNoor #RabindranathTagore
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
এমন এক আবৃত্তিকে কে পারে করিতে অবহেলা / এ যেন আবেগ তরঙ্গের মনোময় খেলা !
হুম
অসংখ্য ধন্যবাদ। আমি আপনার একজন ভক্ত। আজ রবিবার থেকে শুরু করে আজ ৩৩ বছর আপনার নাটক ও সাহিত্য চর্চার নতুন গুণ দেখে আমি বিমোহিত।🥰🥰 আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
আমি বাঙালি হয়ে গর্বিত যে এত সুন্দর একটা মানুষের এত সুন্দর সুন্দর লেখা গুলো পড়তে পারি,তাও আবার বাংলাতে❤❤❤❤❤
বাঙালীর প্রাণের ঠাকুর প্রণাম, আবৃত্তিটি দারুণ হয়েছে 🙏🏼❤️ 😌
খুব সুন্দর, সুন্দর কন্ঠ, সুন্দর উপস্থাপন, বেশ ভালো লাগলো অনেক অনেক শুভেচ্ছা ও একরাশ ভালোবাসা থাকলো,
বহুশ্রত কবিতাটি আপনার গলায় নতুন করে ভালো লাগলো।
আবৃত্তি খুব সুন্দর করে পরিবেশন করলেন ।খুব ভালো লাগলো ।
নুর স্যার সত্যি একজন অসাধারণ ব্যক্তি
অপূর্ব দৃশ্য কল্প ও সুন্দর আবহে খুব সুন্দর পাঠ.....
ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর কবিতা। ❤❤❤
যেমন সুন্দর আবৃত্তি তেমনি সুন্দর দৃশ্যায়ন 🙏🙏
খুবই সুন্দর উপস্থাপন।।
এখন আমারে লহ, করুণা করে Best line.
দারুন সুন্দর কবিতা পাঠ অসাধারণ
হৃদয়ের কবি কে অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি।
বাহ্ চমৎকার 🥰
Apurbo👏👃
অপূর্ব সুন্দর পাঠ!
আবৃত্তিটা শুনে আমার খুব ভালো লাগল
Thank you sir! আমি শুনছিলাম আর ভাবছিলাম আমি মনে হয় চিনি এনাকে। পরে দেখি কোথাও কেউ নেই। পরে দেখি আপনি। স্যার সত্যিই জীবনে যতবার আপনাকে নিয়ে ভেবেছি আপনার শৈল্পিকতা দেখে মুগ্ধ হয়েছি। 😊😊😊 কিছু মনে করবেন না। আরও একজন আমাকে মুগ্ধ করতেন। তিনি হলেন হুমায়ূন ফরিদি❤❤❤ স্যার আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? জীবনে একবার আপনার সাথে কুশলাদি বিনিময়ের খুব ইচ্ছা।😊😊
Rabi thakurer ..Ki apurbo shrishti
ভিডিও আবৃত্তি আর কবিতা মিলে মিশে একাকার।
খুবই সুন্দর!
অসাধারণ আবৃত্তি
অপূর্ব!
প্রিয় কবিতা.🥰
সুন্দৰ
খুব ভালো হয়েছে
nice voice.. ❤
Oprup shundor mono mughdholor .ridhoykor .thanks .
সেরা আবৃত্তি
THANK YOU, ASADUZZAMN NOOR AND BRAVO
অনেক সুন্দর ❤️
একদম
ভালো লাগলো
Excellent as usual.
অপূর্ব
বাংলায় সাহিত্যচর্চা ছড়িয়ে যাক অসীমে ❤️
ধন্যবাদ
@@IndrajitSajib আপনাদেরও অনেক ধন্যবাদ,বাংলাকে মেলে ধরার জন্য❤️
Mindblowing
Assdharon ❤
বেশ ভালো
আমার আসাদুজ্জামান নূর❤😊
vari sundor
Beautiful
বন্ধু সুভ্র
Ma from you I listen this mostly since you have gone I do not listen this anywhere Cry now for
Thank you❤❤
Vison valolaglo
Good
❤️❤️❤️❤️
🙏🌼🙏🌼🙏
Ģood
THANKS
❤️❤️❤️
অনেক ধন্যবাদ
মালটার মাথায় আসলেই ব্রেন ছিল 😁😁
Kauv valO laglo
Hu
Hsc batch 2026 students ra koi❤❤❤
K0YRE
❤❤
❤❤❤❤