সর্বপ্রথম আমি শচীনকর্তা কে অপরিসীম শ্রদ্ধা জানাই! শচীন কর্তা, সত্যিই বাংলা গানের জগতের কর্তা! তবে একটা কথা বলি, পৃথিবীতে এই রকম পিতা-পুত্রের জুটি বোধহয় হাতে গুনে পাওযা যাবে যেখানে পুত্র পিতাকে ছাপিয়ে গেছে( অবশ্য এটা আমার ধারণা)! সবশেষে, আপনার পঠনরীতিতে আমি মুগ্ধ!!❤
সত্যি সত্যিই অসাধারণ এবং অনন্য এক উপস্থাপন! ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম সঙ্গীতজ্ঞ কিংবদন্তি সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মণ এঁর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম।♥️🙏
এত সুন্দর বললেন যার তুলনা গানের সুরেও পাওয়া যায় না। মানুষ শুধু গান শুনে কাঁদে না, মানুষের মুখের কথাতেও চোখের জলের বাঁধ ভেঙে যায়। তবে পঞ্চমও ইংরাজী গান আর মাটির গান একসাথে মিশিয়ে একটা নতুন দিগন্ত খুলে দিলেন ভারতবর্ষের মিউজিক জগৎকে। সেটা সম্ভব হয়েছে শচীন কর্তার বকাবকি এবং পরিশেষে বাবার রক্ত। ছেলে কত দূর যাবে , ফিরতে হবে বাবার পথের ধারে যেখান মানুষ আছে তাঁর জন্য অপেক্ষা করে। নমস্কার আপনাকে। খুব বোধযুক্ত মানুষ আপনিও।
আমি আলতাফ একজন বাংলাদেশী। বুদ্ধি হবার পর থেকেই শচীন দেব বর্মনের গান শুনে আসছি, অসম্ভব রকমের ভালো লাগে ওনার। সবচেয়ে ভালো লাগার গান, শোনো গো দক্ষিণ হাওয়া। আজকের ভিডিও টি দেখে ওনার অনেক অজানা বিষয় জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ।
অসাধারন!আর অসাধারন ভাষ্যপাঠ।এই মানুষটিতো শুধুমাত্র একজন সঙ্গীত পরিচালক ছিলেন না।উনি তো সঙ্গীত জগতের মহাপুরুষ ছিলেন।আর যতটুকু জেনেছি মানুষ হিসেবেও তো উনি মহাপুরুষ তুল্য ছিলেন।
অপূর্ব।বাকরুদ্ধ হয়ে শুনছিলাম আপনার কথা।মনে হচ্ছিল সচিনকর্তার মাথার শিয়রে পঞ্চমের সাথে আমি ও বসে আছি।এত সুন্দর করে পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
খুব ভাল লাগল ৷ শচীনকর্তা আমাদের প্রাণের মধ্যে সর্বদাই বেজে ওঠেন ৷ ওনার কন্ঠ আর সুর চিরস্থায়ী স্থান লাভ করেছে ৷ আপনার এই অনুষ্ঠানের মাঝে ওনার গানের দুএক কলি থাকলে আরো ভাল লাগত ৷ এরকম ভালো কিছু পাবার আশায় রইলাম ৷ ❤❤❤
অসাধারণ উপস্থাপনা। অনেক ক্ষেত্রেই দেখা যায় উপস্থাপক কার সম্বন্ধে বলা হচ্ছে তা খেয়াল না করেই শব্দচয়ন করেন। এক্ষেত্রে সেটা হয়নি।এক অমর শিল্পীর স্মৃতিচারণ যথাযথ ভাবে ও মর্যাদার সাথে করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।
প্রথমেই যানাই বিনম্র শ্রদ্ধা ও প্রনাম 🙏 ভারতীয় তথা এই দক্ষিনপূব' এশিয়ায় এমন মহান গীতিকার সুরকার গায়ক খুবই কম আছে। আমাদের পূব'পুরুষ তথা পিতৃপুরুষের জন্মভিটা ঐ কুমিল্লায়। আমাদের পাড়ার কাছেই থাকতেন। আর আরেকজন প্রবাদপ্রতিম আধুনিক ভারতীয় রাগ সংগীতের গুরুদেব থাকতেন আমাদের কুমিল্লার বাড়ির ঠিক পিছনেই, ওস্তাদ আলাউদ্দিন খাঁ। যার সুযোগ্য পুত্র, ওস্তাদ আলি আকবর খাঁ। ও তাঁর প্রধান শিষ্য পন্ডিত রবিশংকর।
The worst and dad part is a singer, music composer had to tolerate insulting words from HMV business authorities while on voice test in the studio.At the end of the testing the end result was :" Yours is Nasal tone( (Naukka).That was the complement from business comunity.
khub sundor uposthapona. Sachin Kotta ekti Prothishan. onader puro family Great. Mrs Burman kotha ebong sur dutoi husband ke kore diten gaibar jonyo. super hit sob gaan. Obosyo amaro sona kotha.
শচীন দেব বর্মন বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এভাবে, কাজী নজরুল ও শচীন দেবের সুসম্পর্ক ও নানান ঘটনা নিয়ে আলোকপাত করলে জ্ঞান পিপাসুদের ভালো লাগবে। ❤
রুক্ষ মাটি যখন বৃষ্টির পথ চেয়ে সহসা বিদ্যুৎ ঝিলিক আকাশ কালো মেঘে যায় ছেয়ে.... এমন একজন শ্রদ্ধাস্পদ মাটির মানুষ সম্পর্কে জানবার সুযোগ হলো হঠাৎ করেই ..... পরিবেশনা টি ভালো লেগেছে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা..
সর্বপ্রথম আমি শচীনকর্তা কে অপরিসীম শ্রদ্ধা জানাই! শচীন কর্তা, সত্যিই বাংলা গানের জগতের কর্তা! তবে একটা কথা বলি, পৃথিবীতে এই রকম পিতা-পুত্রের জুটি বোধহয় হাতে গুনে পাওযা যাবে যেখানে পুত্র পিতাকে ছাপিয়ে গেছে( অবশ্য এটা আমার ধারণা)! সবশেষে, আপনার পঠনরীতিতে আমি মুগ্ধ!!❤
এত সুন্দর করে সাজিয়ে পূজোর ফুল নিবেদন করলেন , অনেক অনেক ধন্যবাদ সত্যি ই অসাধারণ নিবেদন , অনেক শুভেচ্ছা
চোখের পাতা ভিজে গেল! অনেক শ্রদ্ধা জানালাম।🙏
সত্যি সত্যিই অসাধারণ এবং অনন্য এক উপস্থাপন!
ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম সঙ্গীতজ্ঞ কিংবদন্তি সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মণ এঁর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম।♥️🙏
এত সুন্দর বললেন যার তুলনা গানের সুরেও পাওয়া যায় না। মানুষ শুধু গান শুনে কাঁদে না, মানুষের মুখের কথাতেও চোখের জলের বাঁধ ভেঙে যায়।
তবে পঞ্চমও ইংরাজী গান আর মাটির গান একসাথে মিশিয়ে একটা নতুন দিগন্ত খুলে দিলেন ভারতবর্ষের মিউজিক জগৎকে। সেটা সম্ভব হয়েছে শচীন কর্তার বকাবকি এবং পরিশেষে বাবার রক্ত। ছেলে কত দূর যাবে , ফিরতে হবে বাবার পথের ধারে যেখান মানুষ আছে তাঁর জন্য অপেক্ষা করে। নমস্কার আপনাকে। খুব বোধযুক্ত মানুষ আপনিও।
আমি আলতাফ একজন বাংলাদেশী। বুদ্ধি হবার পর থেকেই শচীন দেব বর্মনের গান শুনে আসছি, অসম্ভব রকমের ভালো লাগে ওনার। সবচেয়ে ভালো লাগার গান, শোনো গো দক্ষিণ হাওয়া।
আজকের ভিডিও টি দেখে ওনার অনেক অজানা বিষয় জানতে পারলাম।
অনেক অনেক ধন্যবাদ।
বিনম্র শ্রদ্ধা জানাই শচীন কর্তার প্রতি। ভিডিওটি ভালো লেগেছে।
অসাধারন!আর অসাধারন ভাষ্যপাঠ।এই মানুষটিতো শুধুমাত্র একজন সঙ্গীত পরিচালক ছিলেন না।উনি তো সঙ্গীত জগতের মহাপুরুষ ছিলেন।আর যতটুকু জেনেছি মানুষ হিসেবেও তো উনি মহাপুরুষ তুল্য ছিলেন।
অসাধারণ, অপূর্ব,অনবদ্য প্রতিবেদন এক শ্রেষ্ঠ গীতিকার তথা সুরকার সম্পর্কে।
দারুণ, দারুণ,।
আমি প্রায় ৭০বছরের যুবক, কর্তার গান এখনো শুনলে বয়স 18 তে নেমে যায়, এনাদের জন্যই বেঁচে আছি।
আপনার বলা ও গলা দুটোই খুব ভালো। আপনি এগিয়ে যান,আমরা পাশেই আছি।
অপূর্ব।বাকরুদ্ধ হয়ে শুনছিলাম আপনার কথা।মনে হচ্ছিল সচিনকর্তার মাথার শিয়রে পঞ্চমের সাথে আমি ও বসে আছি।এত সুন্দর করে পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ গায়ক, লেখক ও সুরোকার। সচীনদেব বর্মন তোমাকে জানাই কোটি কোটি প্রনাম।
শচীন দেব বর্মন অন্যতম শ্রেষ্ঠ সুরকার ❤❤❤।
কথা গুলোর অসম্ভব মাধুর্য। মনটা স্নিগ্ধতায় ভরে গেলো। কথা গুলো শুনে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পরলো। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই সুরের রাজাকে!!!
অসম্ভব মাধুর্য না লিখে,
লিখুন; অসাধারণ মাধুর্য।
অথবা
লিখুন; খুব সুন্দর মাধুর্য।
ভুলভাবে বাংলা লিখা থেকে বিরত থাকুন।
কি অপূর্ব সুন্দর বিশ্লেষণ এর কোন তুলনা হয় না
খুব ভাল লাগল ৷ শচীনকর্তা আমাদের প্রাণের মধ্যে সর্বদাই বেজে ওঠেন ৷ ওনার কন্ঠ আর সুর চিরস্থায়ী স্থান লাভ করেছে ৷ আপনার এই অনুষ্ঠানের মাঝে ওনার গানের দুএক কলি থাকলে আরো ভাল লাগত ৷ এরকম ভালো কিছু পাবার আশায় রইলাম ৷
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
সুর সম্রাট শচীন কর্তার প্রতি শতকোটি প্রণাম জানাই। অসাধারণ অনবদ্য ভীষণ ভীষণ ভালো লাগলো সশ্রদ্ধ প্রণাম ধন্যবাদ রইল 🙏🌹🙏
খুব সুন্দর একটি তথ্য সমৃদ্ধ উপস্থাপনা পরিবেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই 🙏
দারুন বিরাট এক শিল্পীর প্রশংসা করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অসাধারন এমন কিছু আরো শুনতে চাই,হৃদয় ভরে উঠেছে
অসাধারণ লাগলো, অনেক অজানা কথা জানলাম। অনেক ধন্যবাদ।
ভীষণ ভালো লাগলো এই তথ্য সম্বৃদ্ধ গাঁথা খানি👌👌🙏🌻
দারুণ। শচীন কর্তাকে প্রনাম।
অপূর্ব প্রতিবেদন, তুলনাহীন লাগলো।
অসাধারণ উপস্থাপনা। অনেক ক্ষেত্রেই দেখা যায় উপস্থাপক কার সম্বন্ধে বলা হচ্ছে তা খেয়াল না করেই শব্দচয়ন করেন। এক্ষেত্রে সেটা হয়নি।এক অমর শিল্পীর স্মৃতিচারণ যথাযথ ভাবে ও মর্যাদার সাথে করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।
My favorite singer,,,lov from Bangladesh ❤️🇧🇩
দারুণ গুরুজী 💜🙏🏼
শ্রদ্ধা ও ভালবাসা জানাই 💞
খুব ভালো লাগলো।
ধন্যবাদ। ❤
Good evening. Presenter is very very professional. Excellent, perfect Presentation . Mera Bharat Mohan. Jai Hind
বিনম্র শ্রদ্ধা সবসময় প্রিয় শিল্পী শচীন দেব বর্মন
প্রথমেই যানাই বিনম্র শ্রদ্ধা ও প্রনাম 🙏
ভারতীয় তথা এই দক্ষিনপূব' এশিয়ায় এমন মহান গীতিকার সুরকার গায়ক খুবই কম আছে।
আমাদের পূব'পুরুষ তথা পিতৃপুরুষের জন্মভিটা ঐ কুমিল্লায়। আমাদের পাড়ার কাছেই থাকতেন।
আর আরেকজন প্রবাদপ্রতিম আধুনিক ভারতীয় রাগ সংগীতের গুরুদেব থাকতেন আমাদের কুমিল্লার বাড়ির ঠিক পিছনেই, ওস্তাদ আলাউদ্দিন খাঁ। যার সুযোগ্য পুত্র, ওস্তাদ আলি আকবর খাঁ। ও তাঁর প্রধান শিষ্য পন্ডিত রবিশংকর।
অসাধারণ পরিবেশনায় সমৃদ্ধ
অনেক অজানা তথ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ রইলো 🙏
The worst and dad part is a singer, music composer had to tolerate insulting words from HMV business authorities while on voice test in the studio.At the end of the testing the end result was :" Yours is Nasal tone( (Naukka).That was the complement from business comunity.
খুব সুন্দর উপস্থাপনা আপনার। দারুণ লাগল। মাঝে মাঝে মনে হয় আমরা কি ছিলাম আর কি হয়ে চলেছি ।❤❤❤
সশ্রদ্ধ প্রণাম শচীন কর্তা মহাশয় কে ৷
অমূল্য কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম।
সত্যই অসাধারণ, অনবদ্য উপস্থাপনা
খুব সুন্দর ভালো লেগেছে।
শচীন দেব বর্মণের জন্মস্থান বাংলাদেশের কুমিল্লা।
khub sundor uposthapona. Sachin Kotta ekti Prothishan. onader puro family Great. Mrs Burman kotha ebong sur dutoi husband ke kore diten gaibar jonyo. super hit sob gaan. Obosyo amaro sona kotha.
গভীর শ্রদ্ধা জানাই প্রয়াত বাংলা গানের কিংবদন্তি সচীন দেব বর্মন মহাশয়কে।
অভিনন্দন, অসাধারণ, ❤
আপনার স্ক্রিপ্ট লেখা খুব ভালো লেগেছে। দারুন রচনা, জমে গিয়েছে।
Very good and pronam janai to s.d.barman,he was great 👍 thanks for your video well done ✅
শচীন দেব বর্মন বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এভাবে, কাজী নজরুল ও শচীন দেবের সুসম্পর্ক ও নানান ঘটনা নিয়ে আলোকপাত করলে জ্ঞান পিপাসুদের ভালো লাগবে। ❤
অপুর্ব অসাধারন পর্ব ।
খুবই ভালো লাগলো।
খুব খুব ভালো লাগলো আমার অত্যন্ত প্রিয় l
👏ব্যক্তি উনি বাংলার গর্ভ🤝👍❤❤❤❤❤
অসাধারণ! অসাধারণ।
Liked, shared & subscribed 🎉
Khu......b valo legesy aponaky oshongkho dhonnobad.❤
প্রণাম জানাই সচিন দেব বর্মন কে ।
Osadharan ar kichu bolar nei
Anak sroddha. Khub bhalo lage oner gaan. Erokom manush amra arr pabo na.
খুবই ভাল প্রতিবেদন,কিছু ঘটনা নতুন জানলাম
চমৎকার বলেছেন । ধন্যবাদ আপনাকে।
অসাধারণ দাদা ,আরো কিছু এমন ই চাই
এককথায় অসাধারণ অপূর্ব
খুব খুব ভালো লাগলো স্যার প্রনাম
অসাধারণ ভিডিও।
Asadharon laglo. God of Musician
অসাধারন video. ভালো থাকবেন 👍
খুব ভাল লাগলো ৷ অনেক অজানা তথ্য জানা গেল
অসাধারণ লেগেছে। অনেক ধন্যবাদ।
ওনার শ্রী চরণে বিনম্র শ্রদ্ধা ও প্রনাম জানাই 🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💐💐💐💐💐
ঝরঝর করে চোখের জল পড়ছে।
Khub khub valo laglo .apnar bole o .gala duto e khub sundor .thanks.
খুব সুন্দর নিবেদন করলেন ❤
খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। 🌹
অনবদ্য
অনেক অজানা কথা জানলাম।
অসাধারণ উপস্থাপনা। সমৃদ্ধ হলাম।
অসাধারণ !!!
প্রথমত : শচীন দেব বর্মন সব সময়ের জন্যই শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি বেঁচে আছেন মানুষের হৃদয়ে।
দ্বিতীয়ত : ভিডিওটি অসাধারণ। খুব ভালো লাগলো।
Excellent, constructive, brief and complete write-up on S.D.Barman
অনেক ধন্যবাদ আপনাকে, অজানা তথ্য জানানো জন্য।
Thank you so much for lovely presentation ❤❤
অসাধারণ উপস্থাপনা... 🙏
অপূর্ব সুন্দর ভাবে উপস্থাপন করলেন শ্রদ্ধেয় শচীন দেব বর্মনকে। তাঁকে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই।
Darun.......
Khub valo laglo dada....
অসাধারণ সুন্দর ❤
💯💐❤️🙏 Pranam Shilpi, Guru, r Surokar-Gitikar💯💐❤️🙏
খুব সুন্দর!
An Legendary Composer of Bengoli- music !!!🎼|||🎹🎶🎹🎼|||•.
Khub khub bhalo legeche
Naior sileti sobdo
খুব ভালো লাগলো।🙏🙏🙏🙏🙏
অপূর্ব
মনটা ভারি হয়ে গেল।
বহুমুখী প্রতিভার অধিকারীকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই।
গভীর শ্রদ্ধা নিবেদন এই মহান শিল্পীর জন্য 🙏🙏
Khub sundor hai yatihsik ghatana
বিনম্র শ্রদ্ধা জানাই।
অনেক ভালো লাগলো ❤️
প্রনাম জানাই এই প্রবাদ প্রতিম সংগীত শিল্পী ও পরিচালকে ❤❤❤
শচীন দেব বর্মন বাংলার সম্পদ তাইতো কবি বলেছেন বাংলার মুখ দেখিয়াছি আমি আর কিছুই দেখতে চাই না আমি শচীন দেব বর্মনের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা
Sachin deb Burman, an unforgettable name.
Very sensitive. I am his fan.
বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏🙏🙏
Apurba
অসাধারণ
রুক্ষ মাটি যখন বৃষ্টির পথ চেয়ে
সহসা বিদ্যুৎ ঝিলিক
আকাশ কালো মেঘে যায় ছেয়ে....
এমন একজন শ্রদ্ধাস্পদ মাটির মানুষ সম্পর্কে জানবার সুযোগ হলো হঠাৎ করেই ..... পরিবেশনা টি ভালো লেগেছে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা..
Oshadharon bolar kayeda. Zotharthoo bachik shilpi. Darun shilpo bodhe sommridhoo eai vidieo.