তোমরা যে গানটির ইজ্জত লুটেছো ,সেই গানের অভাগী গায়ক ও সংগীত পরিচালক আমি সচিন দেব বর্মন ||SACHIN KARTA

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 205

  • @dilipsarkar820
    @dilipsarkar820 День тому +33

    সর্বপ্রথম আমি শচীনকর্তা কে অপরিসীম শ্রদ্ধা জানাই! শচীন কর্তা, সত্যিই বাংলা গানের জগতের কর্তা! তবে একটা কথা বলি, পৃথিবীতে এই রকম পিতা-পুত্রের জুটি বোধহয় হাতে গুনে পাওযা যাবে যেখানে পুত্র পিতাকে ছাপিয়ে গেছে( অবশ্য এটা আমার ধারণা)! সবশেষে, আপনার পঠনরীতিতে আমি মুগ্ধ!!❤

  • @rajasreemukherjee1834
    @rajasreemukherjee1834 День тому +19

    এত সুন্দর করে সাজিয়ে পূজোর ফুল নিবেদন করলেন , অনেক অনেক ধন্যবাদ সত্যি ই অসাধারণ নিবেদন , অনেক শুভেচ্ছা

  • @shyamalinandi5862
    @shyamalinandi5862 День тому +13

    চোখের পাতা ভিজে গেল! অনেক শ্রদ্ধা জানালাম।🙏

  • @kumardebu10
    @kumardebu10 День тому +12

    সত্যি সত্যিই অসাধারণ এবং অনন্য এক উপস্থাপন!
    ভারতীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম সঙ্গীতজ্ঞ কিংবদন্তি সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মণ এঁর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম।♥️🙏

  • @maharaj2021
    @maharaj2021 2 дні тому +14

    এত সুন্দর বললেন যার তুলনা গানের সুরেও পাওয়া যায় না। মানুষ শুধু গান শুনে কাঁদে না, মানুষের মুখের কথাতেও চোখের জলের বাঁধ ভেঙে যায়।
    তবে পঞ্চমও ইংরাজী গান আর মাটির গান একসাথে মিশিয়ে একটা নতুন দিগন্ত খুলে দিলেন ভারতবর্ষের মিউজিক জগৎকে। সেটা সম্ভব হয়েছে শচীন কর্তার বকাবকি এবং পরিশেষে বাবার রক্ত। ছেলে কত দূর যাবে , ফিরতে হবে বাবার পথের ধারে যেখান মানুষ আছে তাঁর জন্য অপেক্ষা করে। নমস্কার আপনাকে। খুব বোধযুক্ত মানুষ আপনিও।

  • @altafhossain8050
    @altafhossain8050 День тому +8

    আমি আলতাফ একজন বাংলাদেশী। বুদ্ধি হবার পর থেকেই শচীন দেব বর্মনের গান শুনে আসছি, অসম্ভব রকমের ভালো লাগে ওনার। সবচেয়ে ভালো লাগার গান, শোনো গো দক্ষিণ হাওয়া।
    আজকের ভিডিও টি দেখে ওনার অনেক অজানা বিষয় জানতে পারলাম।
    অনেক অনেক ধন্যবাদ।

  • @আব্দুসসাত্তার-ত৩ড

    বিনম্র শ্রদ্ধা জানাই শচীন কর্তার প্রতি। ভিডিওটি ভালো লেগেছে।

  • @gargibakshi470
    @gargibakshi470 День тому +8

    অসাধারন!আর অসাধারন ভাষ্যপাঠ।এই মানুষটিতো শুধুমাত্র একজন সঙ্গীত পরিচালক ছিলেন না।উনি তো সঙ্গীত জগতের মহাপুরুষ ছিলেন।আর যতটুকু জেনেছি মানুষ হিসেবেও তো উনি মহাপুরুষ তুল্য ছিলেন।

  • @subhendupan7472
    @subhendupan7472 День тому +4

    অসাধারণ, অপূর্ব,অনবদ্য প্রতিবেদন এক শ্রেষ্ঠ গীতিকার তথা সুরকার সম্পর্কে।

  • @biswajitnath3406
    @biswajitnath3406 День тому +11

    দারুণ, দারুণ,।
    আমি প্রায় ৭০বছরের যুবক, কর্তার গান এখনো শুনলে বয়স 18 তে নেমে যায়, এনাদের জন্যই বেঁচে আছি।
    আপনার বলা ও গলা দুটোই খুব ভালো। আপনি এগিয়ে যান,আমরা পাশেই আছি।

  • @nilratanmukherjee6830
    @nilratanmukherjee6830 22 години тому +3

    অপূর্ব।বাকরুদ্ধ হয়ে শুনছিলাম আপনার কথা।মনে হচ্ছিল সচিনকর্তার মাথার শিয়রে পঞ্চমের সাথে আমি ও বসে আছি।এত সুন্দর করে পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @goutambarman6298
    @goutambarman6298 День тому +3

    সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ গায়ক, লেখক ও সুরোকার। সচীনদেব বর্মন তোমাকে জানাই কোটি কোটি প্রনাম।

  • @jayantabhaduri2296
    @jayantabhaduri2296 День тому +4

    শচীন দেব বর্মন অন্যতম শ্রেষ্ঠ সুরকার ❤❤❤।

  • @Friendsforall-f7p
    @Friendsforall-f7p День тому +5

    কথা গুলোর অসম্ভব মাধুর্য। মনটা স্নিগ্ধতায় ভরে গেলো। কথা গুলো শুনে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পরলো। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাই সুরের রাজাকে!!!

    • @akmkarim1
      @akmkarim1 8 годин тому

      অসম্ভব মাধুর্য না লিখে,
      লিখুন; অসাধারণ মাধুর্য।
      অথবা
      লিখুন; খুব সুন্দর মাধুর্য।
      ভুলভাবে বাংলা লিখা থেকে বিরত থাকুন।

  • @SUPRIYROYgood
    @SUPRIYROYgood День тому +3

    কি অপূর্ব সুন্দর বিশ্লেষণ এর কোন তুলনা হয় না

  • @sankarsanyal4432
    @sankarsanyal4432 3 години тому

    খুব ভাল লাগল ৷ শচীনকর্তা আমাদের প্রাণের মধ্যে সর্বদাই বেজে ওঠেন ৷ ওনার কন্ঠ আর সুর চিরস্থায়ী স্থান লাভ করেছে ৷ আপনার এই অনুষ্ঠানের মাঝে ওনার গানের দুএক কলি থাকলে আরো ভাল লাগত ৷ এরকম ভালো কিছু পাবার আশায় রইলাম ৷
    ❤❤❤

  • @mitrabasu2635
    @mitrabasu2635 День тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    সুর সম্রাট শচীন কর্তার প্রতি শতকোটি প্রণাম জানাই। অসাধারণ অনবদ্য ভীষণ ভীষণ ভালো লাগলো সশ্রদ্ধ প্রণাম ধন্যবাদ রইল 🙏🌹🙏

  • @Joseph62573
    @Joseph62573 2 години тому

    খুব সুন্দর একটি তথ্য সমৃদ্ধ উপস্থাপনা পরিবেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই 🙏

  • @JabedKhan-v9f
    @JabedKhan-v9f 55 хвилин тому

    দারুন বিরাট এক শিল্পীর প্রশংসা করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @samsu9750
    @samsu9750 День тому +2

    অসাধারন এমন কিছু আরো শুনতে চাই,হৃদয় ভরে উঠেছে

  • @asitbaranjana8987
    @asitbaranjana8987 День тому +3

    অসাধারণ লাগলো, অনেক অজানা কথা জানলাম। অনেক ধন্যবাদ।

  • @krishnasaha2108
    @krishnasaha2108 2 години тому

    ভীষণ ভালো লাগলো এই তথ্য সম্বৃদ্ধ গাঁথা খানি👌👌🙏🌻

  • @Justcillin10
    @Justcillin10 День тому +3

    দারুণ। শচীন কর্তাকে প্রনাম।

  • @panchananmajumdar251
    @panchananmajumdar251 3 години тому

    অপূর্ব প্রতিবেদন, তুলনাহীন লাগলো।

  • @bhabanidasbose3119
    @bhabanidasbose3119 10 хвилин тому

    অসাধারণ উপস্থাপনা। অনেক ক্ষেত্রেই দেখা যায় উপস্থাপক কার সম্বন্ধে বলা হচ্ছে তা খেয়াল না করেই শব্দচয়ন করেন। এক্ষেত্রে সেটা হয়নি।এক অমর শিল্পীর স্মৃতিচারণ যথাযথ ভাবে ও মর্যাদার সাথে করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।

  • @sumona4655
    @sumona4655 День тому +5

    My favorite singer,,,lov from Bangladesh ❤️🇧🇩

  • @চান্দসওদাগর
    @চান্দসওদাগর 2 години тому

    দারুণ গুরুজী 💜🙏🏼
    শ্রদ্ধা ও ভালবাসা জানাই 💞

  • @manojkdutto7368
    @manojkdutto7368 День тому +3

    খুব ভালো লাগলো।
    ধন্যবাদ। ❤

  • @bijoychandmukherjee2988
    @bijoychandmukherjee2988 2 години тому

    Good evening. Presenter is very very professional. Excellent, perfect Presentation . Mera Bharat Mohan. Jai Hind

  • @quazilulu8970
    @quazilulu8970 23 години тому +2

    বিনম্র শ্রদ্ধা সবসময় প্রিয় শিল্পী শচীন দেব বর্মন

  • @SumitPal-s4q
    @SumitPal-s4q 22 години тому +2

    প্রথমেই যানাই বিনম্র শ্রদ্ধা ও প্রনাম 🙏
    ভারতীয় তথা এই দক্ষিনপূব' এশিয়ায় এমন মহান গীতিকার সুরকার গায়ক খুবই কম আছে।
    আমাদের পূব'পুরুষ তথা পিতৃপুরুষের জন্মভিটা ঐ কুমিল্লায়। আমাদের পাড়ার কাছেই থাকতেন।
    আর আরেকজন প্রবাদপ্রতিম আধুনিক ভারতীয় রাগ সংগীতের গুরুদেব থাকতেন আমাদের কুমিল্লার বাড়ির ঠিক পিছনেই, ওস্তাদ আলাউদ্দিন খাঁ। যার সুযোগ্য পুত্র, ওস্তাদ আলি আকবর খাঁ। ও তাঁর প্রধান শিষ্য পন্ডিত রবিশংকর।

  • @শুক্লাবোসশুক্লাবোস

    অসাধারণ পরিবেশনায় সমৃদ্ধ

  • @RanjitDutta-df2sg
    @RanjitDutta-df2sg 2 дні тому +2

    অনেক অজানা তথ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ রইলো 🙏

    • @niranjandey7525
      @niranjandey7525 День тому

      The worst and dad part is a singer, music composer had to tolerate insulting words from HMV business authorities while on voice test in the studio.At the end of the testing the end result was :" Yours is Nasal tone( (Naukka).That was the complement from business comunity.

  • @subratabanerjee6620
    @subratabanerjee6620 8 годин тому

    খুব সুন্দর উপস্থাপনা আপনার। দারুণ লাগল। মাঝে মাঝে মনে হয় আমরা কি ছিলাম আর কি হয়ে চলেছি ।❤❤❤

  • @ashimkumarchakraborty9802
    @ashimkumarchakraborty9802 День тому +1

    সশ্রদ্ধ প্রণাম শচীন কর্তা মহাশয় কে ৷

  • @santanupaul5421
    @santanupaul5421 День тому +1

    অমূল্য কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম।

  • @DebprasadChattopadhyoy
    @DebprasadChattopadhyoy День тому +1

    সত্যই অসাধারণ, অনবদ্য উপস্থাপনা

  • @kaziserajulislam4058
    @kaziserajulislam4058 Годину тому

    খুব সুন্দর ভালো লেগেছে।

  • @abushalehkhandaker4964
    @abushalehkhandaker4964 День тому +2

    শচীন দেব বর্মণের জন্মস্থান বাংলাদেশের কুমিল্লা।

  • @subirmajumdar
    @subirmajumdar День тому

    khub sundor uposthapona. Sachin Kotta ekti Prothishan. onader puro family Great. Mrs Burman kotha ebong sur dutoi husband ke kore diten gaibar jonyo. super hit sob gaan. Obosyo amaro sona kotha.

  • @bazlulhuda1444
    @bazlulhuda1444 5 годин тому

    গভীর শ্রদ্ধা জানাই প্রয়াত বাংলা গানের কিংবদন্তি সচীন দেব বর্মন মহাশয়কে।

  • @MdKamal-ok2qp
    @MdKamal-ok2qp 5 годин тому

    অভিনন্দন, অসাধারণ, ❤

  • @subharadey6606
    @subharadey6606 7 годин тому

    আপনার স্ক্রিপ্ট লেখা খুব ভালো লেগেছে। দারুন রচনা, জমে গিয়েছে।

  • @BharatiNandi-yd2zh
    @BharatiNandi-yd2zh 9 годин тому +1

    Very good and pronam janai to s.d.barman,he was great 👍 thanks for your video well done ✅

  • @muhammadsalimuddin7973
    @muhammadsalimuddin7973 День тому +5

    শচীন দেব বর্মন বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এভাবে, কাজী নজরুল ও শচীন দেবের সুসম্পর্ক ও নানান ঘটনা নিয়ে আলোকপাত করলে জ্ঞান পিপাসুদের ভালো লাগবে। ❤

  • @bhaswatimukherjee5644
    @bhaswatimukherjee5644 8 годин тому

    অপুর্ব অসাধারন পর্ব ।

  • @pankajsaha9992
    @pankajsaha9992 2 дні тому +6

    খুবই ভালো লাগলো।

  • @susantaghosh6515
    @susantaghosh6515 2 дні тому +1

    খুব খুব ভালো লাগলো আমার অত্যন্ত প্রিয় l

  • @dilipkumarnag5129
    @dilipkumarnag5129 6 годин тому

    👏ব্যক্তি উনি বাংলার গর্ভ🤝👍❤❤❤❤❤

  • @tusharsinha8786
    @tusharsinha8786 День тому

    অসাধারণ! অসাধারণ।
    Liked, shared & subscribed 🎉

  • @SabiyaYesmin-dx2pt
    @SabiyaYesmin-dx2pt 7 годин тому

    Khu......b valo legesy aponaky oshongkho dhonnobad.❤

  • @debikabhattacharjee6092
    @debikabhattacharjee6092 День тому +1

    প্রণাম জানাই সচিন দেব বর্মন কে ।

  • @BidyaDhar-w3f
    @BidyaDhar-w3f 5 годин тому

    Osadharan ar kichu bolar nei

  • @JuneRashid-d1o
    @JuneRashid-d1o 5 годин тому

    Anak sroddha. Khub bhalo lage oner gaan. Erokom manush amra arr pabo na.

  • @dipaksengupta4333
    @dipaksengupta4333 2 дні тому +2

    খুবই ভাল প্রতিবেদন,কিছু ঘটনা নতুন জানলাম

  • @SYEDALIMOLLA-d6u
    @SYEDALIMOLLA-d6u 38 хвилин тому

    চমৎকার বলেছেন । ধন্যবাদ আপনাকে।

  • @shibeshbagchi4876
    @shibeshbagchi4876 День тому

    অসাধারণ দাদা ,আরো কিছু এমন ই চাই

  • @animapaul5929
    @animapaul5929 11 годин тому

    এককথায় অসাধারণ অপূর্ব

  • @susantogarai7310
    @susantogarai7310 День тому +1

    খুব খুব ভালো লাগলো স্যার প্রনাম

  • @jibankrishnaroy6526
    @jibankrishnaroy6526 2 дні тому +2

    অসাধারণ ভিডিও।

  • @shaibalmazumder7410
    @shaibalmazumder7410 День тому

    Asadharon laglo. God of Musician

  • @KalyanPaul-od2vi
    @KalyanPaul-od2vi День тому +2

    অসাধারন video. ভালো থাকবেন 👍

  • @puspasarkar9429
    @puspasarkar9429 День тому

    খুব ভাল লাগলো ৷ অনেক অজানা তথ্য জানা গেল

  • @pallabbiswas4973
    @pallabbiswas4973 День тому

    অসাধারণ লেগেছে। অনেক ধন্যবাদ।

  • @krishnasaha2108
    @krishnasaha2108 2 години тому

    ওনার শ্রী চরণে বিনম্র শ্রদ্ধা ও প্রনাম জানাই 🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💐💐💐💐💐

  • @bithikasamajdar1280
    @bithikasamajdar1280 День тому

    ঝরঝর করে চোখের জল পড়ছে।

  • @chhandabhattacharjee5582
    @chhandabhattacharjee5582 День тому

    Khub khub valo laglo .apnar bole o .gala duto e khub sundor .thanks.

  • @madhaisardar2991
    @madhaisardar2991 Годину тому

    খুব সুন্দর নিবেদন করলেন ❤

  • @amiyakantibiswas6425
    @amiyakantibiswas6425 23 години тому

    খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। 🌹

  • @jyotirmoysen6417
    @jyotirmoysen6417 День тому

    অনবদ্য
    অনেক অজানা কথা জানলাম।

  • @sandipsarkar3500
    @sandipsarkar3500 День тому

    অসাধারণ উপস্থাপনা। সমৃদ্ধ হলাম।

  • @md.jahangirhossain7555
    @md.jahangirhossain7555 2 години тому

    অসাধারণ !!!

  • @JitendraNath-q1w
    @JitendraNath-q1w День тому +1

    প্রথমত : শচীন দেব বর্মন সব সময়ের জন্যই শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি বেঁচে আছেন মানুষের হৃদয়ে।
    দ্বিতীয়ত : ভিডিওটি অসাধারণ। খুব ভালো লাগলো।

  • @bijanmondal331
    @bijanmondal331 День тому

    Excellent, constructive, brief and complete write-up on S.D.Barman

  • @pranabanandajana465
    @pranabanandajana465 День тому

    অনেক ধন্যবাদ আপনাকে, অজানা তথ্য জানানো জন্য।

  • @ImranAli-n3f2k
    @ImranAli-n3f2k День тому

    Thank you so much for lovely presentation ❤❤

  • @SubhenduSengupta-x7g
    @SubhenduSengupta-x7g День тому

    অসাধারণ উপস্থাপনা... 🙏

  • @bidhanpurkait9367
    @bidhanpurkait9367 День тому

    অপূর্ব সুন্দর ভাবে উপস্থাপন করলেন শ্রদ্ধেয় শচীন দেব বর্মনকে। তাঁকে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই।

  • @JonyRoy-rz7fg
    @JonyRoy-rz7fg День тому

    Darun.......
    Khub valo laglo dada....

  • @somnathdasadhikary303
    @somnathdasadhikary303 День тому

    অসাধারণ সুন্দর ❤

  • @prayassarkar6219
    @prayassarkar6219 11 годин тому

    💯💐❤️🙏 Pranam Shilpi, Guru, r Surokar-Gitikar💯💐❤️🙏

  • @ParimalMahato-ql9ln
    @ParimalMahato-ql9ln 11 годин тому

    খুব সুন্দর!

  • @imtiaz-2218
    @imtiaz-2218 День тому +1

    An Legendary Composer of Bengoli- music !!!🎼|||🎹🎶🎹🎼|||•.

  • @pritikanalala8398
    @pritikanalala8398 День тому +1

    Khub khub bhalo legeche

  • @SrabaniGoswami-v9p
    @SrabaniGoswami-v9p День тому

    খুব ভালো লাগলো।🙏🙏🙏🙏🙏

  • @_An_Indian
    @_An_Indian 11 годин тому

    অপূর্ব

  • @barnalidutta5767
    @barnalidutta5767 День тому

    মনটা ভারি হয়ে গেল।

  • @budhhadebroy8708
    @budhhadebroy8708 13 годин тому

    বহুমুখী প্রতিভার অধিকারীকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই।

  • @BananirKalakakaliwithblog
    @BananirKalakakaliwithblog День тому

    গভীর শ্রদ্ধা নিবেদন এই মহান শিল্পীর জন্য 🙏🙏

  • @chandrakantdas7018
    @chandrakantdas7018 4 години тому

    Khub sundor hai yatihsik ghatana

  • @krishnabiswas2197
    @krishnabiswas2197 День тому

    বিনম্র শ্রদ্ধা জানাই।

  • @notunsur57
    @notunsur57 День тому

    অনেক ভালো লাগলো ❤️

  • @swapankaramkar3943
    @swapankaramkar3943 День тому

    প্রনাম জানাই এই প্রবাদ প্রতিম সংগীত শিল্পী ও পরিচালকে ❤❤❤

  • @MdAbdulMannan-r9u
    @MdAbdulMannan-r9u 15 годин тому

    শচীন দেব বর্মন বাংলার সম্পদ তাইতো কবি বলেছেন বাংলার মুখ দেখিয়াছি আমি আর কিছুই দেখতে চাই না আমি শচীন দেব বর্মনের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা

  • @soibalbanerjee3247
    @soibalbanerjee3247 День тому +1

    Sachin deb Burman, an unforgettable name.

  • @trisandhyaroysamaddar8108
    @trisandhyaroysamaddar8108 7 годин тому

    Very sensitive. I am his fan.

  • @swapnabiswas2549
    @swapnabiswas2549 День тому

    বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই 🙏🙏🙏

  • @sampagoswami8777
    @sampagoswami8777 2 дні тому +1

    Apurba

  • @protivabiswas773
    @protivabiswas773 11 годин тому

    অসাধারণ

  • @uchchoisroba
    @uchchoisroba День тому

    রুক্ষ মাটি যখন বৃষ্টির পথ চেয়ে
    সহসা বিদ্যুৎ ঝিলিক
    আকাশ কালো মেঘে যায় ছেয়ে....
    এমন একজন শ্রদ্ধাস্পদ মাটির মানুষ সম্পর্কে জানবার সুযোগ হলো হঠাৎ করেই ..... পরিবেশনা টি ভালো লেগেছে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা..

    • @MitaBhattacharjee-hy9br
      @MitaBhattacharjee-hy9br День тому

      Oshadharon bolar kayeda. Zotharthoo bachik shilpi. Darun shilpo bodhe sommridhoo eai vidieo.