উত্তরা গণভবন, নাটোর || রাজকীয়তার আড়ালে অন্ধকার কারাগার || 𝐔𝐭𝐭𝐚𝐫𝐚 𝐆𝐚𝐧𝐚𝐛𝐡𝐚𝐛𝐚𝐧 || 𝐍𝐚𝐭𝐨𝐫𝐞

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • উত্তরা গণভবন: নাটোরের বিখ্যাত দিঘাপতিয়া রাজবাড়ি বর্তমানে উত্তরা গণভবন (Uttara Gonovobon) নামে পরিচিত। নাটোরের রানী ভবানী তাঁর নায়েব দয়ারাম রায়কে দিঘাপতিয়া পরগনা উপহার দেন। পরবর্তীতে নায়েব সেখানে কয়েকটি প্রাসাদ গড়ে তোলেন। প্রায় ৪৩ একর আয়তনের লেক ও প্রাচীর বেষ্টিত রাজবাড়িটিতে মোট ১২ টি ভবন রয়েছে। উত্তরা গণভবনের পিরামিড আকৃতির চারতলা প্রবেশদ্বারের চূড়ায় বিখ্যাত কোক অ্যান্ড টেলভি কোম্পানির তৈরি একটি ঘণ্টা ঘড়ি স্থাপন করা হয়েছে। আর মূল প্রাসাদ ভবনে প্রবেশ করলে রাজার সিংহাসন, আক্রমণ ঠেকানোর বর্ম এবং তলোয়ার দেখতে পাওয়া যায়। রাজ প্রাসাদের প্রাঙ্গণে ইতালি থেকে সংগৃহীত ভাস্কর্যে সুসজ্জিত বাগান রয়েছে। মনোমুগ্ধকর এই বাগানে স্থান পেয়েছে হাপরমালি, নীলমণিলতা, রাজ-অশোক, পারিজাত, কর্পূর, সৌরভী, হৈমন্তী, যষ্টিমধু, বনপুলক, পেয়ালি, সেঁউতি, তারাঝরা, সাইকাস, মাধবী ইত্যাদি বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া আছে রাজা প্রসন্ননাথের অবক্ষমূর্তি, জমিদার দয়ারামের ভাস্কর্য, চারটি কামান, কুমার ভবন, তহশিল অফিস ও অতিথিশালা।
    Uttara Ganabhaban:- The Uttara Ganabhaban (Uttora Gonobhobon 'Northern People's House') is an 18th-century (1734) royal palace also known as Dighapatia Palace (Dighapotiya Rajbari) as it was formerly the seat of the Dighapatia Raj, an aristocratic landed estate in the East Bengal of India. It is a fine example of a jomidar bari (country house). It was built by Raja Doyaram who was the Dewan (minister) of Rani Bhavanee. It has a round clock on its front gate with a large bell and a clock room. The clock was imported from Italy. It also has a beautiful garden full of various foreign trees and Italian marble stone statues of women. It is located near Natore town in North Bengal.[citation needed] It serves as the principal residence of the Bangladeshi Prime Minister in the northern part of the country.[1] It has been used as a ceremonial site for receiving foreign ambassadors.
    কিভাবে যাবেন:- ঢাকা থেকে সড়ক ও রেলপথে নাটোর যাওয়া যায়। নাটোর বাস স্টপ কিংবা রেলস্টেশন থেকে সিএনজি চালিত অটোরিকশায় উত্তরা গণভবন যেতে মাত্র ১৫ মিনিট সময় লাগে। অথবা নাটোরের যে কোন জায়গা থেকেই উত্তরা গণভবনে যাওয়ার পর্যাপ্ত রিক্সা বা অটোরিক্সা পাবেন। নাটোরের মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবন যেতে ৩০ টাকা রিকশা ভাড়া লাগে।
    বাসে ঢাকা থেকে নাটোর:- ঢাকা থেকে নাটোর যাওয়ার বেশকিছু বাস সার্ভিস রয়েছে এদের মধ্যে গ্রীণ লাইন, হানিফ, দেশ, শ্যামলি এবং ন্যাশনাল পরিবহন উল্লেখ্য। এসব পরিবহণের বাসগুলো নিয়মিতভাবে ঢাকার কল্যানপুর ও গাবতলী বাস টার্মিনাল থেকে নাটোরের উদ্দেশ্যে যাত্রা করে।
    বাসভেদে জনপ্রতি টিকেটের মূল্য নন-এসি ৫৯০ টাকা এবং এসি ৮০০-১৩০০ টাকা।
    #নাটোর
    #uttara_ganabhaban
    #dighapotiya_rajbari
    #Natore
    #উত্তরাগণভবন
    #uttoragonovobon
    #travel
    #history
    #bangladesh
    #দিঘাপতিয়ারাজবাড়ি
    #natore
    #rajbari
    #jomidarbari

КОМЕНТАРІ • 16