জৌলুসে ঘেরা পানাম নগর পরিত্যক্ত কেন? || 𝑷𝒂𝒏𝒂𝒎 𝑪𝒊𝒕𝒚, 𝑺𝒐𝒏𝒂𝒓𝒈𝒂𝒐𝒏 || পানাম নগর || সোনারগাঁও, নারায়ণগঞ্জ
Вставка
- Опубліковано 10 лют 2025
- ১৫ শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনাগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থানকাপড়, দেশ থেকে যেতো মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়তো পালতোলা নৌকা। প্রায় ঐসময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানীরবাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্যরীতিতে গড়ে উঠে পানাম নগরী।[২] পরবর্তিতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীলবাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্যকেন্দ্র।
ডব্লিউ. ডব্লিউ. হান্টার-এর অভিমত হলো, সুলতানী আমলে পানাম ছিলো সোনারগাঁর রাজধানী। কিন্তু পানামে, সুলতানী আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না, তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেম্স টেলর বলেছেন, সোনারগাঁর প্রাচীন শহর ছিলো পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। যার বেশিরভাগ বাড়িই ঊনবিংশ শতাব্দির (১৮১৩ খ্রিষ্টাব্দের নামফলক রয়েছে)। মূলত পানাম ছিলো বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিলো ঢাকা-কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর।
বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিলো এই নগরীতে। সুলতানী আমল থেকে এখানে বিকশিত ছিলো বাংলার সংস্কৃতি।
পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে ৫২টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর-দক্ষিণে বিস্তৃত, উচ্চতা একতলা থেকে তিনতলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়িই ব্যবহারোপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার, এবং নির্মাণকৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই-লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতূল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইল্সের রূপায়ণ। প্রতিটি বাড়িই অন্দরবাটি এবং বহির্বাটি -এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারদিকের ঘেরাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান।
Kabbo
Kabbo Ahmed
In the 15th century, Isa Khan established the first capital of Bengal at Sonagaon. Bilati thankapad came from Bilat via Meghna in the east and Shitalakshya river in the west, muslin went from Desh. Shitalakshya and Meghna Ghats were crowded with sailing boats every day. Around the same time, the East India Company's trade activities and permanent settlements led to the development of Panam City in a new colonial style of European inspiration. The British established a trading center for indigo here. W. W. Hunter's opinion is that Panam was the capital of Sonargaon during the Sultanate period. But in Panama, there is hardly any architecture from the Sultanate period, so the truth of this claim is not well proven. In this case, James Taylor said, the ancient city of Sonargaon was Panam. There is no factual conflict with this theory. The city is rich in colonial-style two-storied and one-storied houses. Most of whose houses date from the 19th century (with nameplates dated 1813 AD). Originally, Panam was the residence of the rich traders of Bengal at that time. Traders' business was across Dhaka-Calcutta. They built this city.
#panamcity #sonagaon
#পানাম_নগর
#panamnagar
#পানাম_সিটি #নারায়ণগঞ্জে
#panam_city
#সোনারগাও
#sonargaon
#panamcitysonargaon
#panamnogor
#TouristPlaceInNarayanganj
#DayTourNearDhaka
#sonargaon_panam_city
#panam_city_sonargaon
#পানাম #পানাম_সিটি #panam #panam_city
Mr. Kabbo explore