সিরাজ শিকদারকে নিয়ে এতো আলোচনা কেন? তিনি কি সত্যিই দেশপ্রেমিক ছিলেন? Siraj Shikder| Shahedin

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @MdAbdullah-nk5np
    @MdAbdullah-nk5np Місяць тому +59

    সিরাজ সিকদার ঠিকই বলেছিলেন
    আওয়ামী লীগ আজীবন ভারতের পুতুল সরকার

  • @jubayerashik2
    @jubayerashik2 Місяць тому +349

    সিরাজ শিকদার কে ভিলেন বানাতে গিয়ে, ভারতের আগ্রাসন যে বাংলাদেশীদের উপর সত্য সেই ঘটনাটা প্রায় ভুলেই গেলেন।

    • @mdpolassikder
      @mdpolassikder Місяць тому +17

      সহমত

    • @MdshantoSikder-m3x
      @MdshantoSikder-m3x Місяць тому

      ভাই লালসন্ত্রাস এর বাড়ার বই পড়ে তার নামে বই এর সারমর্ম টা পড়ছে যাস্ট। আর মুজিব রে নিষ্পাপ বাচ্চা বানাই দিলেন😁😁

    • @MDShayekAhmedShuvo
      @MDShayekAhmedShuvo Місяць тому +3

      😂😂😂😂😂❤❤

    • @raselvlog2589
      @raselvlog2589 Місяць тому

      @@jubayerashik2 জানেন মাঝে মাঝে এই লোকটাকে নিয়ে অনেক কিছুই বলতে মন চায় কিন্তুু বলি না মনে করি নীরবতাই বুঝি শক্ত অবস্থান। তাই তাকে আনসাবস্ক্রাইব করেছি

    • @psychicthetruthseeker7508
      @psychicthetruthseeker7508 Місяць тому +1

      😂😂😂

  • @raselvlog2589
    @raselvlog2589 Місяць тому +467

    শেখ মুজিবকে যারা জয়বাংলা করেছে তারা প্রত্যেকে দেশপ্রেমিক এখানে ফুলস্টপ কোন কথা নেই

    • @Relic-eo5cc
      @Relic-eo5cc Місяць тому

      @@raselvlog2589 আজ মাঝেমাঝে বলতে দেখা যায় অনেককে, ৭৫ এ খুন করা হয়েছে একজন স্বৈরশাসককে। শেখ মুজিব গণমানুষের নেতা থেকে উঠেছিলেন গুটিকয়েক মানুষের নেতা। হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে গনত্রন্ত্র বিরোধী হয়ে যাওয়া একনেতাকে।
      তাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, তাঁকে হত্যার পর হত্যাকারীরা আমাদের কী দিয়েছে? দুই দশকের সামরিক শাসন আমাদের মাথার উপর ছিল না? তারা আমাদের জীবন যাত্রা করতে পেরেছে উন্নত? পেরেছে এনে দিতে শান্তি? বন্ধ করে দিতে পেরেছে দুর্নীতি, সুদ, ঘুষ?
      আপনার উত্তর যদি “হ্যাঁ” হয়, তবে বঙ্গবন্ধুকে হত্যা করা ঠিক হয়েছে; ঠিক হয়েছে তার পরিবারকে নিঃশেষ করে দেয়ার প্রচেষ্টা। আর যদি হয় “না”- তবে ঘৃণা রাখুন মনে সেই হত্যাকারীদের প্রতি।
      আজ, মাঝেমাঝে ভাবি, যতটা ঘৃণা করা উচিৎ সেই হত্যাকারীদের, ততোটা কি আমরা করি? মীরজাফরের মতো তবে কেন বলি না, “শালা তুই একটা খন্দকার মোসতাক”, কেউ বিশ্বাসঘাতকতা করলে?
      এতো দূরের কথা, আমরা ৩০ লাখের খুনে যাদের হাত ভেজা, সেই পাকিস্তানকেও ঘৃণা করি না।
      প্রজন্ম, কিছু ঘৃণা রেখো মনে।

    • @shahariarrahman744
      @shahariarrahman744 Місяць тому

      জিয়াকেও যারা জয়বাংলা করছে আর রাজাকারদের যে জয় বাংলা করছে সেও দেশপ্রেমিক।

    • @tanimtanim2961
      @tanimtanim2961 Місяць тому

      অবশ্যই কথা আছে..এইযে আন্দোলন করে দেশ থেকে স্বৈরাচার তাড়ানো হলো, ইতোমধ্যে ইতিহাস বিকৃতি শুরু হয়ে গিয়েছে,, ক্ষমতা একজন মানুষকে corrupted ও করতে পারে..এই সমন্বয়কদের যে একদিন দেশের শত্রু ভাবা হবে না কে বলতে পারে??? ৭১ পর্যন্ত মুজিব এর আত্মত্যাগ অস্বিকার করলে তুমি আহাম্মক ছাড়া আর কিছুই না..৭১ পরবর্তী মুজিবকে আমি ঘৃণা করি..পারলে আগে দেশকে ভালবাসুন, তারপর কোনো দলকে

    • @untoldbd
      @untoldbd Місяць тому +33

      লাউড এন্ড ক্লিয়ার।🎤

    • @akhtarmiah2945
      @akhtarmiah2945 Місяць тому +7

      উনার এই আচরণ সন্দেহজনক!

  • @jewelhossain4787
    @jewelhossain4787 Місяць тому +25

    আমি সির আমি সিরাজ সিকদার সম্বন্ধে যতটুকু বুঝলাম এই আলোচনার মাধ্যমে এবং অতীত ইতিহাস থেকে তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন

  • @farihatithi2021
    @farihatithi2021 Місяць тому +124

    স্বাধীন পরবর্তী রক্ষীবাহিনী কর্তৃক সর্বহারা পার্টির উপর যে নির্মম অত্যাচার হয়েছে তা নিয়ে তো কিছু বললেন না?

    • @SouthAsianProdigy
      @SouthAsianProdigy Місяць тому

      সর্বহারা দেশে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিলো তাই দমন অবশাম্বী হয়ে পড়েছিলো।

    • @স্বাক্ষরসংঘ
      @স্বাক্ষরসংঘ Місяць тому +1

      আশা করি তা নিয়েও গবেষনা করবে বাংলাদেশ।

    • @mdshafiullah7877
      @mdshafiullah7877 Місяць тому

      ​@@স্বাক্ষরসংঘসর্বহারা পার্টি যেভাবে সদ্য স্বাধীন দেশে থানা লুট,ব্যাংক লুট মানুষ হত্যা এগুোলোর পরেও কি রক্ষী বাহিনী আঙ্গুল চুষবে?

    • @bohukornno96
      @bohukornno96 Місяць тому

      Ei manush ta onek chalak se jane Awami league power e asle tar sathe jate kicu na hoi ei jnno egla boltece na. Dhandabaaz lok mone hcce.

    • @sharifulislam-x1t
      @sharifulislam-x1t Місяць тому +3

      সিরাজ সিকদার যাদি সফল হতেন তা হলে দেশের মানুষ আজ উদারচিন্তার একটি রাষ্ট্র পেতো?!

  • @rakohasan
    @rakohasan Місяць тому +124

    আমার দাদার মুখে সর্বহারা পার্টির ডাকাতির বিষয়টা জেনেছিলাম। তবে ডাকাতি করতেন দুর্নীতিবাজ অসৎ মানুষদের বাড়িতে।

    • @MdshantoSikder-m3x
      @MdshantoSikder-m3x Місяць тому +6

      হ্যা আমি সুঞ্চহি

    • @rifathossain901
      @rifathossain901 Місяць тому

      সিরাজ শিকদার হয়তো দুর্নীতি বাজ দের ডাকাতি করতেন, কিন্তু উনার সর্বহারা দলের সদস্য রা নিরীহ মানুষদের বাসায় ও ডাকাতি করতো, কেউ নতুন ব্যবসা করে উন্নতি করলেই সর্বহারা দলের সদস্য রা ডাকাতি করতো, আর দোষ হতো সিরাজ শিকদার এর।

    • @pesmobilefreak2338
      @pesmobilefreak2338 Місяць тому +3

      @@rakohasan chorer theke churi kora ta ki churi naki ney ?!!!

    • @lord_yt1280
      @lord_yt1280 Місяць тому

      ​@@pesmobilefreak2338
      + × - = -
      - × - = +

    • @xiontion9993
      @xiontion9993 Місяць тому

      If he prefers the rule of falsehood to the rule of Allaah, whether this is in absolute terms or just in a few matters. Allaah says: “Do they then seek the judgement of (the Days of) Ignorance? And who is better in judgement than Allaah for a people who have firm Faith?” [al-Maa’idah 5:50]

  • @musharrofshuhan6437
    @musharrofshuhan6437 Місяць тому +130

    সিরাজ সিকদারের মধ্যে দেশপ্রেম অত্যন্ত বেশি ছিল ও ভারতের বিরুদ্ধে অনেক সোচ্চার ছিলেন,,❤❤❤❤❤❤❤

    • @SakibSiam-df7vg
      @SakibSiam-df7vg Місяць тому +2

      Abeg diye shob hoy na shei jonnoi 71 ar nayok sheikh mujib e silen.

    • @shakhawathossain7519
      @shakhawathossain7519 Місяць тому +6

      ​@@SakibSiam-df7vgখুনি শেখ মুজিব।

    • @shakhawathossain7519
      @shakhawathossain7519 Місяць тому

      109% Right ✅️

    • @SakibSiam-df7vg
      @SakibSiam-df7vg Місяць тому +1

      @@shakhawathossain7519 kno tar netritte Pakistani army marse dekhe apnar kosto hosse?
      Military camp theke apnar bij asshe mne hosse....

    • @Can_Yaman.
      @Can_Yaman. Місяць тому +2

      ​@@SakibSiam-df7vgপাকিস্তানে জামাই আদরে থেকে শেক মুজিবার রেহমান ৭১ এর নায়ক ছিল তাই না?

  • @nirobamir121
    @nirobamir121 Місяць тому +64

    সিরাজ শিকদারের বক্তব্যে বোঝাযায় তিনি আসলেই একজন লিজেন্ড ছিল।

  • @SayerHasan
    @SayerHasan Місяць тому +26

    সিরাজ সিকদারের সবগুলো ধারনাই শেষ পর্যন্ত সঠিক ছিল।

  • @SayedBahalul-p8n
    @SayedBahalul-p8n Місяць тому +215

    সম্পর্কে আমার চাচা হন। আব্বার আপন মামাতো ভাই।
    ওনার দেশপ্রেম ও নেতৃত্ব অতুলনীয়।

  • @Tahasinafatema
    @Tahasinafatema Місяць тому +23

    সিরাজ সিকদার তখন অনেক কম বয়সী ছিল। ইকটু immature ছিলেন হয়ত অনেক কথা strait forward ছিল। কিন্তু Siraj sikdar এই মুজিবের আর বাকশালের বিরুদ্ধে ছিল। সে অনেক বড় বাধা ছিল বাকশালের

    • @drkhalidmdshakharob2038
      @drkhalidmdshakharob2038 Місяць тому

      ভাই তুমি নিজেও জানো তুমি জা রজ।।।বাকশাল গঠনের বহু আগেই মার গিয়েছে।।যেমন তোমার মায়ের বিয়েফ আগেই তোমার জন্ম হয়🎉🎉❤😂

  • @tarifbillah2137
    @tarifbillah2137 15 днів тому +2

    মহান দেশপ্রেমিক সিরাজ শিকদার রাজধানীর মোহাম্মদপুর শহীদ সলিমুল্লাহ রোড কেন্দ্রীয় কবরস্থানে শায়িত আছেন।

  • @mallikmollik
    @mallikmollik Місяць тому +88

    আপনি হলেন সত্তিকারের এনায়েত চৌধুরীর রিপ্লেসমেন্ট। আপনার ভিডিও খুব ভালো হচ্ছে। আপনার এই চ্যানেলটি জিও পলিটিক্স নিয়ে ভিডিও বানানো,সবথেকে বড় বাংলাদেশি চ্যানেল হতে যাচ্ছে

    • @rakohasan
      @rakohasan Місяць тому +16

      চাটুকারের সাথে এই ভদ্রলোকের তুলনা দিয়েন না

    • @mallikmollik
      @mallikmollik Місяць тому +3

      @@rakohasan এই কথাটা সে বললে ভালো লাগতো

    • @hontock
      @hontock Місяць тому +4

      ভাই আপনার কমেন্টে আমি হাহা রিজেক্ট দিলাম। 😂
      ইউটিউবে হাহা দেয়া যায় না বলে লিখে দিলাম।🤣🤣🤣

    • @W2070life
      @W2070life Місяць тому

      কানা

    • @GabruMia-v2e
      @GabruMia-v2e Місяць тому

      Dekhte hobena kar sir😊

  • @bogaentertainmentbd2504
    @bogaentertainmentbd2504 10 днів тому +2

    সিরাজ দ্যা লিডার সে বাংলার মানুষের প্রানের লিডার

  • @sohaghasan4343
    @sohaghasan4343 24 дні тому +14

    শেখ মুজিবের নামের আগে কেউ বঙ্গবন্ধু বলবেন না 🙏
    বঙ্গবন্ধু বললে মাথায় রক্ত উঠে যায় 🤬

    • @mdjohirulislam7321
      @mdjohirulislam7321 20 днів тому

      Same im o

    • @ashikshikder6104
      @ashikshikder6104 16 днів тому

      কারণ তোর্ মাথায় গু উইঠা গেছে
      নিয়মিত হাগলে আর এই সমস্যা হইতো না

    • @abirmahmudkhan
      @abirmahmudkhan 7 днів тому

      বঙ্গবন্ধু নাম কিভাবে দিছে কেন দিছে সেটা জেনে নেন আগে। একজনের নাম তারে কেন বলে ডাকবেনা?

    • @sohaghasan4343
      @sohaghasan4343 5 днів тому

      @@abirmahmudkhan হাসিনাও তো mother of the humanity 🤣 ছিল।
      তাই বলে এই খুনিকে মা বলে ডাকবো?
      শেখ মুজিব হাসিনার থেকে কোনো অংশেই কম খারাপ ছিল না।
      আবু জাহেল এর নামও কিন্তু আবুল থেকেম ছিল।

  • @Tom.jerry00725
    @Tom.jerry00725 Місяць тому +44

    সিরাজ শিকদারের মত দেশপ্রেমিককে ভিলেন বানাতে চেষ্টা যত করবেন, তিনি ততই জনপ্রিয় হয়ে ফিরে আসবেন। আমি প্রথম বার তাঁকে সমালোচনা করে লেখা বই পড়ি, কিন্তু উল্টো তাঁর প্রতি সম্মান আরো বেড়ে যায়। লাল সালাম হে বিপ্লবী ❤

    • @sohelmahmud1898
      @sohelmahmud1898 Місяць тому +1

      অসাধারণ বলেছেন

    • @cryptominingbd1
      @cryptominingbd1 22 дні тому

      😂😂😂আবাল

    • @sabbidsanny775
      @sabbidsanny775 21 день тому

      এক সর্বহারা রে টেকেল দেয়ার জন্য হাজারো একিউ আছে

  • @IshakMadbor
    @IshakMadbor Місяць тому +22

    সিরাজ সিকদার আমাদের শরীয়তপুরের গর্ব

  • @asifrony9569
    @asifrony9569 Місяць тому +12

    রেফারেন্স নেওয়া হয়েছে শুধুমাত্র একটা বই থেকে আর বলা হয়েছে পত্রিকার খবর কিন্তু নাম দেওয়া হয় নাই। আরও বেশি তথ্যবহুল হওয়া দরকার ছিল একজন নেতাকে নিয়ে এইভাবে একপেশে কথা বলার আগে । আমি এবার সম্পর্কে আজকে প্রথম জানতে পারছি কিন্তু উপস্থাপনা দেখে কেন যেন মনে হচ্ছে মানুষ হিসেবে তার কোন ভাল দিক ই ছিল না যা আসলে কখন ও সম্ভব না, তাই হলে এতগুলা মানুষ তাকে অনুসরন করত না।

    • @nasimsarker354
      @nasimsarker354 19 днів тому

      এডজেক্টলি! লাল সন্ত্রাস বই থেকে রেফারেন্স নেওয়া হয়েছে যে বই লিখছেই সিরাজ সিকাদারের নামে কালিমা লেপন করা। সিরাজ সিকদার সম্পর্কে জানতে চাইলে তার রচনাবলি পড়ার অনুরোধ জানাচ্ছি, “সিরাজ সিকদার রচনা সংগ্রহ " শ্রাবণ প্রকাশনী।

  • @JakatAli-c3m
    @JakatAli-c3m Місяць тому +10

    সিরাজ শিকদারের চিন্তাভাবনায় ভালো ছিল

  • @makelifeeasy6006
    @makelifeeasy6006 Місяць тому +143

    কিছু অতি আবেগী ঈমানদারদের জন্য:
    তখনকার সময়ে কমিউনিস্ট অর্থ ছিল কৃষক শ্রমিকদের অধিকার আদায়ের মতাদর্শ, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক ছিল না। এমনকি মাওলানা ভাসানীও একজন কমিউনিস্ট ছিলেন।

    • @aarmansiyam5
      @aarmansiyam5 Місяць тому

      অতি আবেগী ঈমানদারদের কাছে একবার গালি খেয়েছিলাম কারণ তাদের মতে কমিউনিস্টরা নাকি "ধর্মহীন" সমাজ চায় আর গোসল করেনা😂

    • @CryptoRypro
      @CryptoRypro Місяць тому +2

      কে বলেছে ধর্ম সাথে সম্পর্ক ছিল না।

    • @madmedic7174
      @madmedic7174 Місяць тому +3

      কমিউনিজম বুঝতে যে পরিমাণ লেখাপড়া লাগে ভাষানীর তা ছিল না।

    • @CryptoRypro
      @CryptoRypro Місяць тому +36

      @@madmedic7174 ভাসানী কে বুঝতে যে পরিমান লেখা পড়া লাগবে তা তোমার নাই,

    • @RuhaniSyeda
      @RuhaniSyeda Місяць тому +2

      ​@@CryptoRyproধন্যবাদ ঠিক এই কমেন্ট টাই করার প্রয়োজন ছিল

  • @humayunnewaz5570
    @humayunnewaz5570 22 дні тому +2

    অবশ্যই দেশপ্রেমিক বিপ্লবী ছিল সিরাজ সিকদার

  • @nasreenzahida8132
    @nasreenzahida8132 Місяць тому +30

    তিনি আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন। তার মৃত্যুর পরে বাবাকে অনেকদিন গোপনে কাদতে দেখেছি। তিনি আমার বাবার ছাত্র ছিলেন।

  • @cadne_cimmi1417
    @cadne_cimmi1417 Місяць тому +5

    সিরাজ সিকদার ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ❤

  • @mdfarhanmasuklimon
    @mdfarhanmasuklimon Місяць тому +76

    আপনার হার্ড ওয়ার্কের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই❤

    • @mahedihasanshanto103
      @mahedihasanshanto103 Місяць тому +1

      হার্ডোয়ার্কের কিছুই করেনি। বরং একটা বই পড়েই কন্টেন্ট তৈরি ফেলেছেন।

    • @Relic-eo5cc
      @Relic-eo5cc Місяць тому

      তাহলে কিভাবে তৈরি করতে হয়​@@mahedihasanshanto103

    • @arafatsarkarmezbah7112
      @arafatsarkarmezbah7112 Місяць тому

      বোকার মতো কথা বলিয়েন না।এটা মহিউদ্দিন আহমদের লালসন্ত্রাস বই থেকে বলা।অবশ্য অনেক অংশই বাদ দিলেন

  • @mdatiqurrahman2143
    @mdatiqurrahman2143 Місяць тому +11

    যারাই ভারত বিরোধী তারাই কিন্তু প্রকৃত দেশ প্রেমিক 😅😅

  • @sumonhazi2485
    @sumonhazi2485 Місяць тому +40

    ভারত বিরোধীতা মনে হচ্ছে আপনার ভালো লাগেনি.....

    • @alx-h
      @alx-h Місяць тому +10

      কারণ দালালির পয়সা ওদিক থেকে আসে। ইন্ডিয়া আক্রমণ করলে পয়সার বিনিময়ে পা চাটবে।

    • @mrtarikff2408
      @mrtarikff2408 Місяць тому

      Right

    • @mahimulfaraz3340
      @mahimulfaraz3340 Місяць тому

      তখন ভারতীয়রা আমাদের উপর এত অত্যাচার করেনি।তখন কামড়াকামড়ি করলে আজ আমরা ফ্রিডম পেতাম না।রাজনীতি না বুঝলে সবাই আপনার মতই কথা বলে

    • @SouthAsianProdigy
      @SouthAsianProdigy Місяць тому

      তখনকার সময় ভারত খারাপ কিছু করেনি যুদ্ধ মালামাল কিন্তু ভারতই দিয়েছিলো, রাশিয়া সাপোর্ট কিন্তু ভারতই এনেছিলো। ১ কোটি সরনার্থীদের ওরাই আশ্রয় দিয়েছিলো। সত্য বলতে শিখুন।

  • @odvut799
    @odvut799 27 днів тому +4

    তিনি যে বলছিলেন ভারতের উপনিবেশ এ পরিণত হবে কথা তো সত্যি এখন🙂🙂

  • @Probashi867
    @Probashi867 Місяць тому +18

    ভাইয়া আপনার ভয়েস টা ইত্যাদির হানিফ সংকেত মতো লাগে ❤❤

    • @NOTNaheed
      @NOTNaheed 23 дні тому

      right

    • @rezaulislam4570
      @rezaulislam4570 18 днів тому

      দ্রুত ও স্পস্ট ❤❤ভাষি

  • @killertong1883
    @killertong1883 Місяць тому +38

    আরো একটি অসাধারণ কনটেন্ট।। ❤❤❤❤
    দারুণ
    এরকম কনটেন্ট আরো দেওয়ার অনুরোধ রইলো ❤❤

  • @shahabuddinmia1738
    @shahabuddinmia1738 7 днів тому +1

    রাজনীতির খেলা কত সুন্দর।
    আওয়ামীলীগ আমলে সত্য কথা বললে, ট্যাগ দিতো বিএনপি- জামাত বলে।
    আর বিএনপি আমলে সত্য কথা বললে ট্যাগ দেয় আওয়ামীলীগের দোসর বলে।
    বাহ্ কি অসাধারণ আমাদের দেশের রাজনীতি।

  • @AmiBangladeshi-df8zd
    @AmiBangladeshi-df8zd Місяць тому +14

    একটা বইয়ের ইতিহাস দেখে একজনের বিরুদ্ধে বলা উচিত না! আরো ইতিহাসের বই আছে সবগুলো সমন্বয়ে ভিডিও বানানো উচিত

  • @nazmuchowdhury5939
    @nazmuchowdhury5939 20 днів тому +1

    বিষয় ভিত্তিক আপনার পর্যালোচনা অত্যন্ত মূল্যবান। জাতির মানুষের বুদ্ধির মুক্তির জন্য খোলা আলোচনা জরুরী। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে মুক্তবুদ্ধির মানুষ হিসেবে গড়তে ইতিহাসের আলোচনায় নিয়ে আসা অত্যাবশ্যক তাতে ওরা সিদ্ধান্তে প্রয়োজনের পাশে থাকবে। উল্লেখ্য, প্রবীণ যারা গোষ্ঠী, দল, সুবিধাতন্রে বিশ্বাসী তাদের বদলানো কঠিন, ওদের মৃত্যুর অপেক্ষা করাই ভালো। কোন অবস্থায় কোন এক দল বা মতের পূজা কখনো জনগণের প্রকৃত মুক্তি আনে না।

  • @ORGANICFOODSHOP
    @ORGANICFOODSHOP Місяць тому +24

    সিরাজ সিকদার ছিলেন একজন দেশ প্রেমিক

  • @jubairbiswas3168
    @jubairbiswas3168 Місяць тому +1

    সিরাজ সিকদার সঠিক ছিলেন। আমরা দীর্ঘ ১৭ বছর ভারতের উপনিবেশ হয়েছিলো🥲💔

  • @jubayerahmedjuel7583
    @jubayerahmedjuel7583 Місяць тому +19

    এক বই পড়ে সিরাজ শিকদারকে মেপে ফেললেন? বড্ড একপেশে ভিডিও

    • @SouthAsianProdigy
      @SouthAsianProdigy Місяць тому +2

      আপনি কয়েকটা সাজেস্ট করেন

  • @rezapsycho8697
    @rezapsycho8697 28 днів тому +1

    সিরাজ শিকদার পূর্ব বাংলা সর্ব হারা পার্টি যশোর -কুষ্টিয়া, নাটোর - নওগা, বরিশাল - মাদারীপুর এলাকায় অনেক অরাজকতা করেছে এরশাদের আমলেও। ১৯৮৮ -৯০ সাল পর্যন্ত সর্বহারা পার্টির লোকজন দিনে দুপুরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে এবং রাত হলে দলবলে বিভিন্ন গৃহস্থের বাড়ীতে গিয়ে ধান তুলতে দেখেছি। তারাই এলাকায় বিচার আচার করতো। এর প্রতিবাদে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় ১৯৯০ সালে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলে । তখন এলাকাবাসী ২জনের চোখ তুলে ফেলে আর বাকীরা পালিয়ে যায় আড়িয়াল খাঁ নদীর ওপারে। তার স্মৃতি এখনো আমাদের এলাকায় রয়েছে। তার লোকজন যেভাবে তান্ডব চালিয়েছে তার জন্য তিনিও দায়ী।

  • @bayezidmollah
    @bayezidmollah Місяць тому +21

    সিরাজ সিকদারকে একপেশে ভিলেন বানাতে গিয়ে আপনার মধ্যেও একনায়ক চিন্তা স্পষ্ট ফুটে উঠেছে!

  • @telescope3801
    @telescope3801 Місяць тому +23

    সিরাজ শিকদার প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। কিন্তু তিনি সফল হলেও মানুষ আরেক স্বৈরাচারের হাতে পড়ত। এটাই আমার অনুমান।

    • @ShamimAhmed-rl7qx
      @ShamimAhmed-rl7qx Місяць тому +1

      কমিউনিজম বুঝেন?

    • @telescope3801
      @telescope3801 Місяць тому

      @@ShamimAhmed-rl7qx কমিউনিজম স্বৈরাচার তৈরির আরেক রাস্তা। রাশিয়ায় কমিউনিস্টরা রাশিয়াকে একটা নরকে পরিণত করেছিল। তীব্র ইসলাম বিদ্বেষী নাস্তিকদের শাসন হল কমিউনিজম।

    • @HousneLaila
      @HousneLaila Місяць тому +1

      ​​@@ShamimAhmed-rl7qx আপনি bhujen? Bhujle Blind support diten na

    • @ShamimAhmed-rl7qx
      @ShamimAhmed-rl7qx Місяць тому +1

      @@HousneLaila সিরাজ সিকদার মাও ছিলেন, মাও সে তুন সম্পর্কে পড়েন। জাসদ দালাল মহিউদ্দিনের বই না পড়ে সিরাজকে নিয়ে আরো অনেক বই আছে ওগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন।

    • @arindamsaha735
      @arindamsaha735 Місяць тому

      Tele apner kono idea nai communism e. Tai bangladesh er ei hal.😊😅

  • @arafatsarkarmezbah7112
    @arafatsarkarmezbah7112 Місяць тому +4

    লাল সন্ত্রাস বইয়ের যেটুকু সিরাজ শিকদারের সমলোচনা আছে ততটুকুই তুলে ধরলেন শুধু।অথচ একটাও ভালো কাজ বলে গেলেন না।বইয়ের নামটাও মেনশন করলেন না

  • @AbdulHamid-op3qt
    @AbdulHamid-op3qt Місяць тому +2

    আমি আপনার চ্যানেলে এই প্রথম দেখলাম, আপনার কথার সাথে একমত যে চট্টগ্রাম অন্তর্গত সাতকানিয়া থানা বর্তমানে লোহাগাড়া চুনতি ইউনিয়ন একটা বৃটিশ আমল থেকেই পুলিশ ফাঁড়ি ছিল যা এখনো আছে দেশ স্বাধীনের ১ বছর পরে ঐ পুলিশ ফাঁড়ি তে সশরীরে সিরাজ সিকদার দলবল নিয়ে পুলিশ মেরে অস্ত্রলুট করে নিয়ে যায় যাওয়ার সময় সিরাজ সিকদার বিপ্লবী পার্টি পক্ষে স্লোগান দিয়েছিল এখনো গ্রামের বয়োবৃদ্ধ মুরব্বিরা সেই কথা মাঝে মধ্যে বলে শুনা যায়, উল্লেখ যে সিরাজ সিকদার মিথ্যের পরে সর্বহারা ছিল ১৯৯০ সাল পযন্ত ডাকাতি চাঁদাবাজি খুন পার্বত্য চট্টগ্রামে ও শান্তিবাহিনীর সাথে যোগসাজশ ছিল ঐ সময়ে গ্রামের টাকা ওয়ালা জমিদার পরিবার ছিল মুল টার্গেট এদের

  • @shafiulalfarabi816
    @shafiulalfarabi816 Місяць тому +4

    "ছয় পাহাড় খতম করো" ❤

  • @habiburrahman-kf6ic
    @habiburrahman-kf6ic Місяць тому +4

    ৮ জানুয়ারী ১৯৭১ সিরাজ শিকদার প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।

  • @Sumonuddin-iu7kz
    @Sumonuddin-iu7kz Місяць тому +34

    সিরাজ শিকদার এক মহান বিপ্লবী ❤

  • @speakthetruth-o4i
    @speakthetruth-o4i Місяць тому +7

    আওয়ামী ভার্সন । যেভাবে এরা বাকশালকে একনায়কতন্ত্র না বলে বুজাতে চায় এটা কত ভাল। এই ভিডিওতে সিরাজের ভিলেন বানানোর চেষ্টাও ব্যাপারটা সেরকম।

  • @RAKIBKHAN-nr3te
    @RAKIBKHAN-nr3te Місяць тому +12

    আপনিতো সরাসরিই চাচ্ছেন সিরাজ সিকদারকে ভিলেন বানানোর জন্য।নিজের ভাষায় ব্যাখ্যা করছেন, কিন্তু ব্যাখ্যা আরেকটু ভালোভাবে করা যেতো ব্যাখ্যাটা বায়াসড্ শুনাচ্ছিলো

    • @swapanification
      @swapanification Місяць тому

      আসলে আওয়ামী ল্যান্জা ইজ ভেরী ডিফিকাল্ট টু হাইড 😂

  • @Hasanmasuud
    @Hasanmasuud Місяць тому +24

    সিরাজ শিখদার এই একজন পূর্ণ দেশ প্রেমিক ছিলো মনে হচ্ছে।

    • @mdsamialislamjihad2460
      @mdsamialislamjihad2460 Місяць тому

      সর্বহারা পার্টি কর্তৃক মানুষের সম্পদ লুটতরাজ তারই প্রমান

  • @sumonhazi2485
    @sumonhazi2485 Місяць тому +11

    দালালি বন্ধ হয় নাই এখনো....

  • @MehrabTastidMihir
    @MehrabTastidMihir Місяць тому +9

    সিরাজ শিকদারের কাহিনী হচ্ছে লাল সন্ত্রাস এক বইপড়েই দিচ্চেন ,
    ক্রাচের কর্নেল ও পড়া উচিত

  • @fardinhossain8675
    @fardinhossain8675 Місяць тому +6

    দালালদের এক অঙ্গে কতো রুপ।
    তুমি ভারি ইতিহাস জানো বুঝা গেছে।

  • @MasumbillahMoMasumbillah-xp6fy
    @MasumbillahMoMasumbillah-xp6fy Місяць тому +1

    ৭১ এর পর বঙ্গবন্ধুকে সহযোগী করলে দেশ সুন্দর হতো,,,

  • @mdabdulhamidmiah7299
    @mdabdulhamidmiah7299 Місяць тому +1

    শিরাজ সিকদার বাংলাদেশে অমর অক্ষয়। তিনি বার বার ফিরে আনেন ।

  • @Rajib.Hassan
    @Rajib.Hassan Місяць тому +11

    কমরেড সিরাজ সিকদার তখনই বুঝতে পেরেছিলেন, যার প্রতিফলন আমাদের বুঝতে এত দেরি হল।
    " মুজিব মানেই ভারতীয় অধিপত্য, হাসিনা মানেই ভারতীয় দাসত্ব "
    লাল সালাম কমরেড সিরাজ সিকদার!

  • @MdshantoSikder-m3x
    @MdshantoSikder-m3x Місяць тому +11

    লালসন্ত্রাস বই পুরো পুরি সঠিক নয়

  • @MdKamal-vi6ll
    @MdKamal-vi6ll Місяць тому +1

    সিরাজ সিকদার সত্যিকার দেশপ্রেমিক ছিলেন।

  • @ShokherAgroFarm07
    @ShokherAgroFarm07 Місяць тому +11

    যেহেতু বিষয়টি আপনি বিশ্লেষণ করছেন,,,আপনার কথা শুনে মনে হলো,, আওয়ামী লীগ পন্থী হিসেবে নিজেকে উপস্থাপন করছেন,,,যা বুঝলাম,,,গভীর চিন্তার বিষয় সকলে কিন্তু বুঝবেন না,,

    • @HamidurRahman-xf5vp
      @HamidurRahman-xf5vp Місяць тому

      amar o mone holo se chesta korlo take kibhave villain banano jai. biased.

  • @user-rp9iis1en6h
    @user-rp9iis1en6h Місяць тому +2

    সিরাজ সিকদারের ধারনা সত্যি ছিল,ভারতের আগ্রাসন ২০২৪ সালে এসে প্রমানিত।

  • @motiurrahman4778
    @motiurrahman4778 Місяць тому +26

    সিরাজ সিকদার সত্যি কথা বলেছেন।

  • @mdimanhossen6631
    @mdimanhossen6631 Місяць тому +16

    সিরাজ সিকদার একজন বিপ্লববী দেশপ্রেমিক ছিলেন

  • @MdBappyMia-m5w
    @MdBappyMia-m5w 3 дні тому

    আপনার বর্ণনা সুন্দর। আরো ভালো ভালো ভিডিও দেওয়ার মাধ্যমে ইতিহাসকে সুন্দর করে তুলবেন।

  • @MdshantoSikder-m3x
    @MdshantoSikder-m3x Місяць тому +9

    একটা বই পড়ে তার নামে এসব বলতেছেন? উনি এক নায়ক তন্ত্র হয়ে গেছিলো?

    • @Bashar-gz1pv
      @Bashar-gz1pv Місяць тому

      i’m pretty sure all communists are dictators. has always been throughout history.

  • @sabbir1001
    @sabbir1001 Місяць тому +10

    ভারতের ব্যাপারে ঠিকই বলছিলো

  • @AshikurRahman-vn6wd
    @AshikurRahman-vn6wd Місяць тому +8

    বাহ্, ভারতের অধিপত্যবাদ সম্পর্কে সঠিক অনুমান করেছিলেন

  • @chayonmahmud1997
    @chayonmahmud1997 Місяць тому +4

    দুজনই একনায়ক। কেউ ক্ষমতা পেয়ে আর কেউ ক্ষমতা না পেয়ে

  • @anikkhan7752
    @anikkhan7752 Місяць тому +31

    ভালো রকমের ঘাউড়া লোক ছিল, এরকম লোক এখন ও আছে

  • @IliasAhmed-x8m
    @IliasAhmed-x8m Місяць тому +2

    আসলে সেরা সিকদার ভালো মানুষ ছিলেন না, এই জন্য তার পার্টির কোন অস্তিত্ব নাই।

  • @EmonKhan-dt2oo
    @EmonKhan-dt2oo Місяць тому +7

    ভারতের ব্যাপারে সিরাজ সিকদারের কথা ১০০% মিলে গেছে
    সিরাজ সিকদার ছিলো একজন দেশপ্রেমিক
    দয়া করে গুজব ছড়ানো বন্ধ করেন

  • @KaziWahidur
    @KaziWahidur Місяць тому +21

    দালালী বাদ দিয়ে ভালো হয়ে যান।

  • @muzahidulkarimadnan8790
    @muzahidulkarimadnan8790 Місяць тому +7

    শেখ মুজিব নাকি ২৫শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, আজ সোহেল তাজ বল্লেন।

    • @sagornur6414
      @sagornur6414 Місяць тому +3

      ২৫শে মার্স ১৯৭১ সালে শে মু ইয়াহিয়ার সাথে সংলাপে ছিলেন।

    • @mdshafikuralam9201
      @mdshafikuralam9201 Місяць тому +1

      হ্যা।।। এমনকি তাজউদ্দীনের মেয়ে শারমীন আহমেদের নেতাও পিতার বইয়ের সম্ভবত ৪৫/৪৬ নম্বর পৃষ্ঠায় ঘটনাটি আছে

    • @skr50291
      @skr50291 5 днів тому

      স্বাধীনতার ঘোষণা মুজিব আগেই রেকর্ড করেন ও যেটা ২৫ তারিখ প্রচার করা হয় গোপনীয়তার সাথে নিরাপত্তার স্বার্থে, যেটা ২৬ তারিখ সকালে ব্রিটিশ টিভির খবরেও আসে। এটা নিয়ে বাড়াবাড়ি কোরে আমরা নিজেরাই নিজেকে ছোট করছি।

  • @KkKabir-l1j
    @KkKabir-l1j Місяць тому +4

    ভাই এখনো এই দেশের মাটিতে বসে ভারতের দালালি বাদ দেন।আরো তো অনেক ঘটনা আছে সেগুলো তো বললেন না।তবে আপনার এই বক্তব্য প্রমান হয় যে বাংলাদেশের চিরশত্রু ভারত।

  • @EngrEqramChowdhury
    @EngrEqramChowdhury Місяць тому +2

    সদ্য স্বাধীন দেশ, তখন বিধ্বস্ত দেশ। দেশ গড়ার দিকে মন দেয়া তখন জরুরী ছিল। কিন্তু তার সংগ্রাম দেশ গড়ার কাজে সমর্থন করত না। যার ফলে দেশের পরিস্থিতি জটিলতায় যাচ্ছিল। যার ফলে তাকে খারাপ ফল ভোগ করতে হয়েছিল।

  • @faisalahmed7120
    @faisalahmed7120 Місяць тому +38

    পুরা হানিফ সংকেত 💥

    • @ShimantoR-joon
      @ShimantoR-joon Місяць тому +3

      রাইট আমারো মনে হইসে ওনার কন্ঠ আর কথা বলার স্টাইলে

    • @MoushumeAkter-dd6ew
      @MoushumeAkter-dd6ew Місяць тому +1

      Ami tai bolte chachilum

    • @MoushumeAkter-dd6ew
      @MoushumeAkter-dd6ew Місяць тому +1

      Apni ki hanif soket er relative, pls janaben

  • @BoplobRoy-z5i
    @BoplobRoy-z5i Місяць тому +2

    বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। জিন্দাবাদ

  • @nasheedrecords9688
    @nasheedrecords9688 Місяць тому +27

    কিছুরা দালালির গন্ধ পেলাম

  • @viewerschannel6979
    @viewerschannel6979 Місяць тому +3

    যাই হোক সিরাজ সিকদার শেখ মুজিব থেকে হাজারগুন ভাল। শেখ মুজিবের তুলনায় সিরাজ সিকদার এক ভাল মানুষ ছিল৷। আপনার কথা অনুযায়ী যা বুজলাম।

  • @mandmgamer420
    @mandmgamer420 Місяць тому +11

    ভাই রেফারেন্স সহ কন্টেন্ট গুলো দিবেন, তাহলে অথেনটিকেশনের বিষয়টি ক্লিয়ার হবে।
    ধন্যবাদ

    • @sorolkothok
      @sorolkothok  Місяць тому +6

      ভিডিওর লাস্ট মিনিটে রেফারেন্স গুলোর নাম লিখে দিছি। আর অনেক গুলো স্ক্রিন শুট দিয়েছি

    • @MdshantoSikder-m3x
      @MdshantoSikder-m3x Місяць тому

      ​@@sorolkothokলাল সন্ত্রাস, এর সব কপিপেস্ট করছেন 😁 ক্রাচের কর্নেল, দিয়ে সামনে জিয়া রে বিলেন বানবেন 😁

  • @ahsanvlogs2002
    @ahsanvlogs2002 Місяць тому +5

    এই কালপিট মুজিব বেঁচে থাকলে দেশে আরো সমস্যা হতো, তাই তাকে যারা জয় বাংলা করে দিয়েছিল, মেজর ডালিম সহ তার সকল টিমকে ধন্যবাদ 😊

    • @ananantom7762
      @ananantom7762 Місяць тому +2

      সামনে অনেক কিছু দেখবেন এগুলোর জন্য প্রস্তুত হোন।

    • @jisansardar356
      @jisansardar356 Місяць тому +1

      Sheikh ke Joy Bangla koye deya hoyeche 🤪

  • @AlaminRidoy-bl2gz
    @AlaminRidoy-bl2gz Місяць тому +16

    আওয়ামী ভারতীয় লীগ আউট

  • @akbarhossain2590
    @akbarhossain2590 Місяць тому +8

    অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই 🌹

  • @Khalid_Bin_Walid_great_Warrior
    @Khalid_Bin_Walid_great_Warrior Місяць тому +25

    সিরাজ সিকদার দেশ প্রেমিক 💯💯

    • @Relic-eo5cc
      @Relic-eo5cc Місяць тому +2

      এত বড় দেশ প্রেমিক হুমায়ুন কবিরকে কেন হত্যা করল?

    • @RiduanIslam-r5l
      @RiduanIslam-r5l Місяць тому

      ​@@Relic-eo5ccহুমায়ুন কবির ছিলেন মুজিবের দালাল সেই জন্য ।

  • @ahnafsajid001
    @ahnafsajid001 Місяць тому +1

    সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে

  • @tanzilarifat8967
    @tanzilarifat8967 Місяць тому +47

    ভাই জিয়াউর রহমানের শসনামল নিয়ে ভিডিও দেন।

    • @sorolkothok
      @sorolkothok  Місяць тому +45

      কাজ চলতেছে ভাই

    • @merajhossain9823
      @merajhossain9823 Місяць тому +6

      তার কাজ কাম ভালো লাগে নাই

    • @imranhasanhasan4711
      @imranhasanhasan4711 Місяць тому +5

      সে যে বাংলার প্রথম সেনাশাসক ছিল এটার সত্য প্রতিবেদন দিবেন।​@@sorolkothok

    • @Avilashsarkarr
      @Avilashsarkarr Місяць тому +3

      পক্ষে ও বলবেন বিপক্ষে ও বলবেন ​@@sorolkothok

    • @ziaul9628
      @ziaul9628 Місяць тому +4

      ভাই জিয়াউর রহমানকে ভিলেন বানানোর অনুরোধ রইলো৷

  • @NURUNNAHAR-xn8ht
    @NURUNNAHAR-xn8ht Місяць тому +1

    সত্য চিরদীন সত্য যতই চাপা দেওয়া হোক না কেন তা এক সময় প্রকাশ পাবেই।

  • @visionbcs293
    @visionbcs293 Місяць тому +14

    আপনি যেভাবে বিশ্লেষণ করেছেন তা অত্যন্ত চমৎকার। এবং ব্যক্তিগতভাবে আমি আপনাকে যথেষ্ট পছন্দ করি। কিন্তু মনে হচ্ছে আপনি সিরাজ সিকদারকে কখনোই পছন্দ করেন না।
    তবে অনুরোধ থাকবে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আপনি আরেকটু ভালো করে বিশ্লেষণ করুন তাহলে বুঝবেন বঙ্গবন্ধু কতটা একনায়ক ছিলেন।

    • @Relic-eo5cc
      @Relic-eo5cc Місяць тому

      সিরাজ সিকদার শতাধিক পুলিশ সদস্যকে হত্যা করেছে, 33 টি ব্যাংক লুট করেছে, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করেছে, হুমায়ুন কবিরকে হত্যা করেছে, তাও তিনি দেশ প্রেমিক

    • @musarratjahan547
      @musarratjahan547 Місяць тому

      একনায়ক হলেই বা সমস্যা কি? সবার কি আমেরিকার তথাকথিত গণতান্ত্র মেনে নিতে হবে? যেখানে সবাই রাজা আর ফিতনাবাজ?

    • @rakibkhan7712
      @rakibkhan7712 Місяць тому +1

      উনি ভারত কে পছন্দ করে

    • @farihatithi2021
      @farihatithi2021 Місяць тому +1

      ঠিক বলেছেন

  • @PoliticalAnalyst-q8u
    @PoliticalAnalyst-q8u Місяць тому +8

    BUET Civil এর মেধাবী ছাত্র, দেশপ্রেমিক ছিলেন।

  • @researcherkhalidsaifullahs5788
    @researcherkhalidsaifullahs5788 Місяць тому +2

    অসাধারণ বিশ্লেষণ, অনেক অনেক ভালো হচ্ছে ভাইয়া ❤️❤️❤️❤️❤️

  • @nuruddinbhuiyan8289
    @nuruddinbhuiyan8289 Місяць тому +6

    শিরাজ সিকদার একটি অনুপ্রেরণা।

  • @RaihansGK-ew9nk
    @RaihansGK-ew9nk Місяць тому +2

    অনেক সমৃদ্ধ আলোচনা করেছেন ভাই।

  • @ShohagHossian-p5n
    @ShohagHossian-p5n Місяць тому +5

    হুদাই ভালো করে ইতিহাস না ঘাটে, সিরাজ সিকদার কে ভিলেন বানাতে চলে এসেছেন!! সিরাজ সিকদার ছিলেন সত্যিকারের একজন দেশপ্রেমিক নেতা।।

  • @Hornet9000
    @Hornet9000 Місяць тому +2

    লল, সিরাজ শিকদারের কারণেই শেমুর আসল চরিত্র বেরিয়ে আসে।

  • @sarwarmia2244
    @sarwarmia2244 Місяць тому +3

    সত্য কথা বলেছেন সিরাজ শিকদার।

  • @Sumonbinu
    @Sumonbinu Місяць тому +1

    সিরাজ সিকদার জিন্দাবাদ❤

  • @ShobbirAhmed-co1ge
    @ShobbirAhmed-co1ge Місяць тому +4

    অসাধারণ ব্যাক্তিত্ব উনাকে নিয়ে একটা রিচার্ড সেন্টার করা উচিৎ।

  • @MdImranAli-f2t
    @MdImranAli-f2t 5 днів тому

    ভাই আমি আপনার সব আলোচনা আর পর্যালোচনা মুগ্ধ হয়ে শুনিতেছি কিন্তু 1996 থেকে 2001 পর্যন্ত হাছিনার শাসনামল এর ইতিহাস খুঁজে পাচ্ছিনা

  • @lectures9006
    @lectures9006 Місяць тому +4

    স্বাধীন বাংলাদেশে ভাষানীর ভূমিকার ব্যাপারেও একটা বিস্তারিত ভিডিও বানায়েন প্লিজ।

  • @bijoybapary8468
    @bijoybapary8468 13 днів тому

    তার গ্রামের বারি থেকে দেখছি ভিডিও টা ভালো লাগলো❤❤

  • @BismoyBalok-cr3bt
    @BismoyBalok-cr3bt Місяць тому +10

    তোমার ভিডিও নিরপেক্ষ আগেও ছিল না, এখনো নেই।
    তুমি একটা মানুষকে নিয়ে ভিডিও করতেছে এখানে নিরপেক্ষ হওয়া দরকার ছিল তোমার। কিন্তু তুমি প্রতিটি কথার পরেই তার বিরুদ্ধে বিষোদগার করতে থাকলে এবং শেষে এসে মনে হচ্ছে তাকে হত্যা করাই উচিত ছিল।
    ভালো হয়ে যাও,,,,

  • @khairulalamreza3034
    @khairulalamreza3034 4 дні тому

    সিরাজ সিকদার বা পূর্ব বাংলার সর্বহারা পার্টির ভুল থাকতে পারে কিন্তু তাদের দেশপ্রেম নিয়ে কোন সন্দেহ নেই!

  • @Faruk-qb2be
    @Faruk-qb2be Місяць тому +4

    সিরাজ শিকদার ঠিকই ছিলেন প্রকৃত দেশপ্রেমিক আর আজকে আপনি একটা দলের সাফাই গাইলেন

    • @muhammedsobuj847
      @muhammedsobuj847 Місяць тому

      @@Faruk-qb2be আপনার মাতা চিলো সিরাজ শিকদার

    • @tasnimwithvillage
      @tasnimwithvillage Місяць тому

      আমাদের গ্রামের মানুষ উনাকে ডাকাত দলের সর্দার হিসেবে জানে। উনি নাকি দিনে দুপুরে ডাকাতি করতো।

  • @mdsharifulislam688
    @mdsharifulislam688 16 днів тому +1

    ভাই চরমোনাই নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ থাকলো

  • @mahedihasanshanto103
    @mahedihasanshanto103 Місяць тому +6

    পুরো ভিডিওতে শুধু একটা বই এর রেফারেন্স দেওয়া হয়েছে। আর কোনো বই খুজে পাননি।

    • @MdshantoSikder-m3x
      @MdshantoSikder-m3x Місяць тому

      একটা বই এর সারমর্ম টা ঢেলে দিছে যাস্ট। বাড়ার মাথা কিছু জানে না😊