Waist Measurement! কোমর মেপেই জানুন স্বাস্থ্যঝুঁকি! Dr. Saklayen Russel

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 532

  • @khadijabagum2211
    @khadijabagum2211 4 роки тому +79

    আমার দেখা সেরা একজন ডাক্তার আপনি...অন্য কোনো পছন্দের ভিডিও মিস হলেও আপনার ভিডিও মিস হয়না....
    এত্তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন কেউ মিস করতেই চাইবে না.... আপনার প্রত্যেকটা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি....ভালো থাকবেন প্রিয় ডাক্তার.....

    • @rahulbhunia1806
      @rahulbhunia1806 4 роки тому

      আমি পুরো একমত।😷

    • @Iffatjahan26
      @Iffatjahan26 4 роки тому

      @@rahulbhunia1806 সহমত।

  • @zannatulferdous4705
    @zannatulferdous4705 4 роки тому +18

    আগে ইন্ডিয়ান & আমেরিকান ডাক্তারদের ভিডিও দেখতাম।মনে মনে ভাবতাম আমাদের বাংলাদেশ এর ডাক্তার যদি এমন যদি ভিডিও করতেন!😮
    ডক্টর রাসেল.. একটা ভালবাসা এবং সম্মানিত নাম।নিরলসভাবে সাধারণ মানুষদের উপকার করে যাচ্ছেন।
    আমার বাবার বয়স 66 বছর, পেট অনেক বড়,মাশা-আল্লাহ উনি অনেক সুস্থ এবং ভাল আছেন।কোন অসুখ নেই,খাবার এর রুচিও মাশা-আল্লাহ ভাল।

  • @kamrulislamopu4134
    @kamrulislamopu4134 4 роки тому +71

    স্যার, আপনার হাসিমাখা মুখের কথাশুনলেই অর্ধেক সুস্থবোধ করি।

    • @pavelhassan9119
      @pavelhassan9119 4 роки тому

      Thik bolcan vai...Ami o🤗🙂

    • @ahsanamit9942
      @ahsanamit9942 4 роки тому

      হ্যা ভাই। 🤣 সত্যিই হাসি দেখতেও আসি মাঝে মাঝে। হাহাহা

  • @aleyaferdousi3934
    @aleyaferdousi3934 3 роки тому +8

    আল্লাহ আপনাকে দীর্ঘজীবী ও সুস্বাস্থ্যের অধিকারী করুক অনেক দোয়া আপনার ও আপনার পরিবারের জন্য ভালো থাকবেন স্যার

  • @nitadhua3775
    @nitadhua3775 4 роки тому +29

    দারুণ। বিষয় গুলো এত দরকারী , আর বাচন ভঙ্গি এত চমৎকার যে না দেখে পারা যায়না।অনেক শুভেচ্ছা রইল। নীতা ধুয়া বসু।কল্যণী, নদীয়া।পশ্চিম বঙ্গ।

  • @radixacademia4867
    @radixacademia4867 4 роки тому +24

    স্যার, আপনার হাসিমাখা মুখের কথা শুনতে ভাল লাগে। শুধু হাসিমাখা মুখ নয় লেকচার ডেলিভারিও অসাধারণ। যেহেতু আমি একটি কলেজের রসায়ন বিভাগের একজন সহকারী অধ্যাপক তাই আপনার লেকচার ডেলিভারিটা পর্যবেক্ষণ করি। অভিনন্দন ও শুভকামনা সব সময়ের জন্য।

  • @aroshblogbd
    @aroshblogbd 8 днів тому

    জ্ঞানী মানুষরা নিজেদেরকে ছোট হিসেবে প্রকাশ করে ,আপনি ভালো জ্ঞানী ,ভালো লাগলো আপনার ভিডিও,

  • @AbdulAlim-hs5lu
    @AbdulAlim-hs5lu 4 роки тому +177

    স্যার আপনাকে ভালোবেসে আপনার ভিডিও দেখে সিগারেট খাওয়া ছেড়ে দিছি ১ মাস হলো

    • @akashahmed4521
      @akashahmed4521 4 роки тому +4

      Ame o same

    • @md.gugoal1990
      @md.gugoal1990 4 роки тому +1

      Lol, smoking is not that bad . I'm not saying it's good 🤣.

    • @rahimaakter8236
      @rahimaakter8236 4 роки тому +1

      Kivabe seresen?

    • @akashahmed4521
      @akashahmed4521 4 роки тому +1

      @@rahimaakter8236 01746085726 call dan bolce

    • @mukhoshtalks
      @mukhoshtalks 4 роки тому +6

      সবই নিজের উপর! নিজের ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব৷ আমিও নিজের ইচ্ছাশক্তি দিয়ে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি৷

  • @JalalKhan-qw2xe
    @JalalKhan-qw2xe 8 місяців тому

    আসসালামুয়ালাইকুম আপনার মত এভাবে এক্সপ্লেইন করার মত ডাক্তার খুব কম আছে ধন্যবাদ আপনাকে চমৎকার তথ্য দেওয়ার জন্য

  • @md.mujiburrahaman3658
    @md.mujiburrahaman3658 4 роки тому +4

    স্যার আমি আপনার অনেক ভিডিও দেখেছি। বিস্তারিত মনের মধ্যে।
    আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক আমিন।

    • @santospal4068
      @santospal4068 Рік тому

      স্যার সিজারের পর আমার পেট বড় হয়ে গেছে এখন কি করব

  • @Iffatjahan26
    @Iffatjahan26 4 роки тому +7

    আসসালামু আলাইকুম স্যার ।আমার দেখা এবং জানামতে ডাক্তার সাহেবরা সবসময়ই একটু বেশিই গম্ভীর গলায় কথা বলেন কিন্তু আপনি ঠিক তার বিপরীত ।ভালো থাকবেন স্যার ।আল্লাহ্ আপনার সহায় হোন। ।

    • @Iffatjahan26
      @Iffatjahan26 4 роки тому

      @Kamal Bd ভাইয়া, আমার মনে হয় এইটা পুরুষের সহজাত প্রবৃত্তি ।আমাদের বিবাহিত মেয়েদের কাছে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে ।

  • @mdrubel5487
    @mdrubel5487 4 роки тому +8

    স্যার আপনার কথা গুলা একদম বুঝার মত,এত সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন, কথা গুলা শুনতে ও খুব ভালো লাগে?

  • @shahanazkhan6136
    @shahanazkhan6136 11 місяців тому +1

    আসসালামু আলাইকুম ডক্টর আপনার প্রতিটা প্রোগ্রাম আমি দেখি আমার অনেক ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে কিন্তু কমেন্ট করি না ❤❤❤❤

  • @shobujhosson6082
    @shobujhosson6082 3 роки тому

    আপনাকে এই জন্য ভালো লাগে যে,, সাধারন মানুষের জন্য সাধারন ভাষা,,, অনেক ডাক্তার একটা লেকচার দিলে,, তিন ভাগের দুই ভাগ ইংরেজী বক্তব্য বলে, সে গুলো বুঝতে অনেক দেরি লাগে, বা বুঝি না,,, ধন্যবাদ ভাই,,,

  • @neotymariagomes7895
    @neotymariagomes7895 Рік тому +1

    Asadaran, khub valo onek kichu jante parlam, thank you so much God blessing you

  • @rajukuchlan464
    @rajukuchlan464 4 роки тому +1

    এই রকম ভাবে সব সময় আমাদের পাশে থাকুন । আপনার কথা শুনেই অনেকটা রোগ মুক্তির আনন্দ পাওয়া যায় ।

  • @khuabali148
    @khuabali148 2 роки тому +1

    Very good suggestion dr.saklayen Russel.

  • @abbasjashore2548
    @abbasjashore2548 4 роки тому +3

    অাশা করছি ডা: সাহেব Behind the scene এও একজন ভালো মনের মানুষ। অাল্লাহ এমন ব্যক্তি কে প্রতি ঘরে ঘরে দান করুন। অাল্লাহ অাপনার নেক হায়াত দান করুন। অামিন।

  • @uttampaul5196
    @uttampaul5196 4 роки тому +3

    আমি ভারত থেকে বলছি, আপনার বিডিও আমি দেখি খুবই ভালো।
    আশা করছি ভবিষ্যতে আরো অনেক অজানা কিছু, চিকিৎসা পরামর্শ পাবো।
    ধন্যবাদ ভালো থাকবেন।

  • @nafeejmostafashuvo6639
    @nafeejmostafashuvo6639 4 роки тому

    কোমড় নিয়ে দারুন এনালাইসিস। আমার উচ্চতা ৬৫ ইঞ্চি কোমড় হওয়া উচিৎ ৩২ কিন্তু আছে ৩৮, আমি আজ থেকেই এ ব্যাপারে সচেতন হলাম।ধন্যবাদ

  • @sujoygiri8136
    @sujoygiri8136 3 роки тому

    আপনি india ta যদি chember করতেন কোথাও আমি আপনাকে দেখাতাম।আপনি সত্যি খুব ভালো তথ্য দেন।

  • @ratankumarmandal8408
    @ratankumarmandal8408 Рік тому +1

    ঈশ্বরের কাছে আপনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু প্রার্থনা করি

  • @Redwan-touch
    @Redwan-touch 3 роки тому +5

    আলহামদুলিল্লাহ, স্যারের সাথে আজ সাক্ষাৎ করলাম! সত্যি অসাধারণ একজন মানুষ! অনেক বড় একটা বিপদ থেকে বেচে গেলাম স্যারের জন্য!
    আল্লাহ উনার মঙ্গল করুক!

    • @lamiasultana
      @lamiasultana Рік тому

      Ki hoycilo apnar???

    • @mdsahjahan7086
      @mdsahjahan7086 Рік тому +1

      ভাই কিভাবে দেখা করলেন

    • @Redwan-touch
      @Redwan-touch Рік тому

      @@mdsahjahan7086 সিরয়াল নিয়ে উনার চেম্বারে দেখা করতে গিয়েছিলাম!

    • @ribd449
      @ribd449 Рік тому

      আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
      স্যার আমার আম্মুর বয়স ৫৬ বছর , প্রায় বিশ বছর আগে পিছল খেয়ে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছিল , এখন কয়েক বছর যাবৎ হাঁটুতে ব্যথা হয়, MRI করে পায়ের রগে দুটি ব্লক ধরা পড়েছে, কমড় থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যাথা করে, মাঝেমধ্যে অনেক বেশি ব্যথা, অর্থপেডিক ডাক্তার দেখানো হয়েছিল এখন এই সমস্যা গুলোর জন্য কোন ধরনের ডাক্তার দেখালে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব জানালে উপকৃত হব ইনশাআল্লাহ

    • @ribd449
      @ribd449 Рік тому +1

      স্যারের সিরিয়ালের নাম্বার ও ঠিকানা দিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ

  • @marufchowdhury4754
    @marufchowdhury4754 4 роки тому

    আপনারা আলোচনা আমার খুব ভালো লাগে কারণ আপনি শারীরিক অনেক জটিল বিষয় নিয়ে খুবই সহজ এবং সুন্দর ভাবে বুঝিয়ে বলেন ,আপনার এই সুন্দর বিশ্লষণের জন্য আমরা খুবই উপকৃত হই, মহান আল্লাহ্ তালার নিকট আপনার সু স্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি

  • @kazijohurulraju5308
    @kazijohurulraju5308 2 роки тому

    এতো হৃদ্যতাপূর্ণ উপস্থাপনা, অনেক ডাক্তারের কাছে কল্পনাই করা যায় না।

  • @mohammedmustakin3872
    @mohammedmustakin3872 3 роки тому

    আলহামদুলিল্লাহ
    আপনার মতো ভালো মানুষ আছে বলে
    দুনিয়া এখনো টিকে আছে
    আপনার থেকে যারা ডক্টর নামের ডাকাত তাদের শিক্ষা নিয়ে ভালো হয়ে যাওয়া উচিত , আললাহ আপনাকে সুস্থ রাখুক
    আমিন ,,,,,স্যার আমি U. A . E থেকে

  • @rubysultana7357
    @rubysultana7357 2 роки тому

    Asolay vabtay parinai amar nijer deshe ato valo akjon dr achen sotty ee apnr kothagula khub valo laglo

  • @bozlumiah5183
    @bozlumiah5183 10 місяців тому

    মাশা-আল্লাহ চমৎকার আলোচনা ডক্টর।

  • @SheikhSohel
    @SheikhSohel 4 роки тому +5

    স্যার আপনার কথাগুলো শুনলেই মন ভাল হয়ে যায়।

  • @bangladeshivloggershirin5869
    @bangladeshivloggershirin5869 4 роки тому +1

    ভাইয়া সকাল বেলা আপনার কথা গুলো শুনে অনেক উপকার হলো। নিয়ম মেনে চলার চেষ্টা করি কিন্তু ধরে রাখতে পারিনা।আপনি আবার নতুন করে মনের জোর বাড়িয়ে দিলেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।

  • @taniakabir5894
    @taniakabir5894 4 роки тому +1

    স্যার আপনার কথা শুনেই অর্ধেক রোগী মনে হয় ভাল হয়ে যায় .....May Allah bless you sir ....

  • @IQBALHOSSAIN-xp2zc
    @IQBALHOSSAIN-xp2zc 4 роки тому

    আপনার লেকচার গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি নিয়মিত আপনার লেকচার গুলো শুনি।আশা করছি নিয়মিত এ ধরনের ভিডিও দিবেন। ধন্যবাদ ভাইয়া।

  • @BestOfferr
    @BestOfferr 4 роки тому

    আসসালামু-আলাইকুম।
    প্রিয় স্যার, আমি আপনার অনেক ভিডিও দেখেছি এই পর্যন্ত। আপনার ভিডিওগুলো খুবই মুল্যবান। আমার ভীষন ভালো লাগে । স্যার আমি খুব বিপদে আছি আমাকে বাঁচান আমি অনেকক্ষন ধরে খালি পায়ে দাড়িয়ে থাকতে পারিনা বলতে গেলে আমি ৫মিনিট খালি পায়ে দাড়িয়ে থাকতেও কষ্ট হয় আমার। বিশেষ করে টাইলসের ফ্লোরে বেশি টাইম খালি পায়ে দাড়িয়ে থাকতে একদমই পারিনা। আমি অনেকক্ষন ধরে দাড়িয়ে থাকলে মনে হয় আমার পায়ের রক্ত চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং আস্তে আস্তে খুব মাথা ব্যাথা শুরু হয় আমার তখন মনে হয় এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবো এবং দাড়ানোর পরিমান যদি মোটামোটির তুলনায় আরেকটু বেশি হয়ে যায় তখন মাথা তো ব্যাথা করে ই পাশাপাশি আমার চোখ ২টিও লাল হয়ে আসে। তখন মনে হয় এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবো। এছাড়া আমার আরেকটা সমস্যাও আছে তাহলো আমি অনেকক্ষন ধরে বসে কোন কাজ করলে আমার পিঠের কিছু নিচের দিকে হাড় গুলো খুব টেনে আসে মনে হয় আমার হাড় গুলো নিজেরা নিজেরা পান্জা লড়ে আমার হাড় নিয়ে টানা টানির সৃষ্টি করছে। খুব অশান্তি লাগে তখন। তবে জুতা পায়ে দিয়ে তুলনামুলক বেশি সময় ধরে দাড়িয়ে থাকতে পারি কিন্তুু জুতা পেয়ে রেখেও অনেক সময় ধরে দাড়িয়ে থাকলে অবস্থা একই হয়।
    বি:দ্র: ( আমি দীর্ঘদিন ধরে মোবাইল, কম্পিউটারের সামনে বসে বসে কাজ করেছি। দীর্ঘদিন ধরে আমার ঘুম অনিয়ন্ত্রিত। সময় মত ঘুমাইনি। বেশিরভাগই রাত জেগে দিনে ঘুমানো হয়েছে আমার। দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়ায়ও অনিয়ম করে ফেরেছি। এখন কথা হলো এগুলোর কারনেই কি এমন হয় নাকি অন্য কোনো কারনে বুঝতে পারছিনা। তবে এই সমস্যা সমাধানের জন্য যদি আমার লাইফ ইস্টাইলে পরিবর্তন আনতে আমি তাতে রাজি আছি।)
    যাইহোক, এখন দয়া করে আমাকে আপনি একটা সঠিক পরামর্শ দিন আমি কি করবো কেনো এমন হয় এবং কোন ক্যাটাগরির ডক্টরের কাছে গেলে আমার এই সমস্যাটা ভালোভাবে বুঝবে? আমাকে দয়া করে অবশ্যই জানাবেন। আমি খুব আশা করে সময় নিয়ে এই মেসেজটি আপনাকে টাইপ করেছি। দয়া করে আমাকে জবাব না দিয়ে চুক করে থাকবেন না। উত্তরের অপেক্ষায় রইলাম।
    ধন্যবাদ।
    আসসালামু-আলাইকুম।

  • @kekabanerjee9016
    @kekabanerjee9016 4 роки тому +1

    অন্যের ভালো থাকার জন্যে যে আনন্দ ,সেই আনন্দেই আপনি খুশি , এই মানসিকতা যাঁর তাঁকে ঈশ্বর ভালো রাখুন ,সুস্থ রাখুন ...!

  • @surujmeya9535
    @surujmeya9535 4 роки тому

    স্যার আপনার কথা বলার style টাই অন্যরকম।
    আল্লাহ আপনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক।
    ভাল লাগে আপনাকে
    আপনার উপদেশ গুলিকে।

  • @taslimuddinsarkar9492
    @taslimuddinsarkar9492 4 роки тому

    স্যার,কিছুটা ঝুঁকিপূর্ণ আমি।ধন্যবাদ অনেক অনেক।এটা এতদিনে হলেও জেনে গেলাম।৭৩" হাইট,কোমড়ের মাপ ৩৭+ হয়ে আছি।এক্সারসাইজ ছাড়া উপায় নেই।আপনার একজন ভক্ত, শুভাকাঙ্ক্ষী হিসেবে সর্বদা সুস্থতা কামনা রইল।

  • @guliarahammed8471
    @guliarahammed8471 4 роки тому

    তোমার কথাগুলো অনেক ভালো লাগে।আল্লাহ তোমাকে আরও অনেক বুঝ দান করুক। আমীন আমীন আমীন।

  • @dr.ranjanrouth3525
    @dr.ranjanrouth3525 3 роки тому

    স্যার,যা জানতাম না,তা শিখলাম।সকল সময়ই মানবতার সেবায় মনে থাকবে।আপনাকে ধন্যবাদ।

  • @mdmasudurrahman6394
    @mdmasudurrahman6394 4 роки тому

    আপনার কথা বলার ধরন দেখেই ফ্যান হয়ে গেছি স্যার।শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।

  • @tapasi3263
    @tapasi3263 4 роки тому

    Apnar vdo sotti khub vlo lage....apnr hasite sob rog sere jabe...apni jodi Kolkata hospital er doctor hoten khub vlo hoto....apnio vlo thakben....

  • @bulbulislam4436
    @bulbulislam4436 4 роки тому

    আপনার কথা ও কথা বলার ধরন অসাধারণ

  • @barendraroy6557
    @barendraroy6557 Рік тому

    কামনা করি এভাবে সমাজ সেবা করে যাওয়া দরকার।

  • @jannatshajib2288
    @jannatshajib2288 4 роки тому +1

    আপনার কথা বলার ধরন দারুন লাগে

  • @mdmasudrana5954
    @mdmasudrana5954 4 роки тому

    ধন্যবাদ সাকলায়েন রাসেল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন।।

  • @khairulbasherul5056
    @khairulbasherul5056 4 роки тому

    জাজাকাল্লাহ খায়ের। স্যার আপনার কথা গুলি খুব গুরুত্বপূর্ণ। মানলে অনেক উপকার হবে সবার জন্য।

  • @gourgopalsahoo6377
    @gourgopalsahoo6377 4 роки тому

    Sir I am from India....I used to listen you..I like you so much...Your way of talking make a patient confident....

  • @saberasadiqafattah7592
    @saberasadiqafattah7592 4 роки тому

    মাইগ্রেনের কারণে ঔষধ খাওয়ার পর থেকেই কোমরের মাপ অনেক বেড়ে গিয়েছে। আগে ৩১ ছিলো, তখনো আমাকে অনেকে বলতো "তোর কোমর অনেক মোটা, ওজন কমা। কোমর দেখে বাজে লাগে।" অথচ আমার hourglass shape অনুযায়ী ঠিক ছিলো একদম। আপনার video এখন ওইসব মানুষদের দেখাবো যারা আমাকে আগে মোটা বলতো। আর বিভিন্ন ধরনের শারীরিক গঠন নিয়ে একটা video বানালে উপক্রিত হতাম।
    P.S. I have been loving your insightful videos, and you have a gem of a smile.

  • @kokil-pl7xs
    @kokil-pl7xs 4 роки тому

    আসসালামুআলাইকুম স‌্যার, আপনার স‌চেতনতা, উ‌দ্যেগ, তথ‌্য এবং অসাধারণ উপস্থাপন আমা‌কে অ‌নেক বে‌শি মুগ্ধ ক‌রে‌ছে। আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @BTB-KOBIRAJ
    @BTB-KOBIRAJ Рік тому

    এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও

  • @khokonporaan
    @khokonporaan 4 роки тому +4

    সহজ ও অনেক হেল্পফুল ভিডিও❤❤❤
    ভালোবাসা অবিরাম।

  • @abdunnaser5062
    @abdunnaser5062 3 роки тому

    Dr.babu,khub sahaj kare bujhanor janya dhanyabad.(India)

  • @mdmokhlec2236
    @mdmokhlec2236 4 роки тому +7

    ধন্যবাদ স্যর খুব ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল।

  • @naeemahmed9803
    @naeemahmed9803 4 роки тому +18

    গর্ব করে বলতে চাই 👉 আমাদের দেশে একজন "সাক্লাইন রাসেল" স্যার আছেন
    সুযোগ হলে আপনার সাথে দেখা করতে চাই। ❤

  • @masudsikder3640
    @masudsikder3640 3 роки тому +1

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার আমি আপনার ভিডিও গুলো দেখে মনে খুবই আনন্দ পাই

  • @riditashine8633
    @riditashine8633 3 роки тому

    AssalamuAlaikum sir apnar vdo dekhe Amar onek onek help hoyeche.
    Back pain n muscle spasm onek relief hoyeche workout kore Alhamdulillah.
    JajhakAllahu Khair sir.

  • @mdSaydul-gj7tz
    @mdSaydul-gj7tz 4 роки тому +2

    সালাম...
    স্যার, আপনার হাসিটা অসাধারণ😍

  • @shanjidarinky8514
    @shanjidarinky8514 3 роки тому +1

    আপনার কথা শুনতে ভালো লাগে

  • @rajukuchlan464
    @rajukuchlan464 4 роки тому

    আপনি আমাদের কে এতো সহজ ভাবে শারীরিকভাবে সুস্থ থাকার উপায় গুলো বলেন এই রকম ভাবে কোন ডাক্তারের পরামর্শ আগে হয়তো পাইনি ।

  • @shamsurrehanrussell9991
    @shamsurrehanrussell9991 3 роки тому

    Thankyou BOSS i am General practitioner but i call you boss you mind it? you're Real Doc & so Brilliant

  • @mahadihasan4794
    @mahadihasan4794 3 роки тому

    আপনার ভিডিও দেখলে সচেতন ও ডাক্তার হওয়া যায়

  • @tapatipal7623
    @tapatipal7623 4 роки тому

    স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলা খুব মনোযোগ আকর্ষণ করে ,মানতে ইচ্ছা ও হয় সব।

  • @mohammadshahjahan2671
    @mohammadshahjahan2671 4 роки тому

    ডাক্তার আপনার কথা গুলো খুব ভালো লাগে, আপনার হাসি টা খুব সুন্দর, আপনার ভিডিও গুলো দেখি ভালো লাগে

  • @dibyenmukherjee369
    @dibyenmukherjee369 4 роки тому

    Apni ato chomotkar ses bakkotar modho diea video ta ses korlen sotti jeno ak tukro nirmol batas boye gelo moner modhe.
    Doctor manus er modhe arokom anupamata khub birol bole amar mone hoy.
    Lajawab Saklain babu.

  • @BTS-qc3oi
    @BTS-qc3oi 4 роки тому

    ধন্যবাদ ডাক্তার সাহেব

  • @HumayunKabir-sc4er
    @HumayunKabir-sc4er 4 роки тому

    স্যার অনেক ধন্যাবাদ।আপনার সুস্ত জীবন কামনা করি।

  • @raihanrajve9589
    @raihanrajve9589 4 роки тому

    ভাইয়া আপনার উপস্থাপনা এবং বন্ধুত্বপূর্ণ পরামর্শ ❤❤

  • @anisuzzaman709
    @anisuzzaman709 4 роки тому +11

    sir, I am u'r fan forever.

  • @monikaafrin1151
    @monikaafrin1151 3 роки тому

    Sir,apnr ktha golo khub vlo lge tai apnr deya video golo dekhi r sei vabe colte cesta kri.

  • @nazmaakter2856
    @nazmaakter2856 3 роки тому +2

    How lovely Dr saklieyn.

  • @rajukuchlan464
    @rajukuchlan464 4 роки тому

    অসাধারণ আপনার পরামর্শ ।

  • @TeamBlackDX
    @TeamBlackDX Рік тому +1

    অসাধারণ আলোচনা। অনেক ধন্যবাদ স্যার

  • @designbuzzpro8209
    @designbuzzpro8209 4 роки тому

    স্যার আপনাকে ধন্যবাদ।আপনার ভিডিও দেখে আমি এক মাস হল সিগারেট ছেড়ে দিয়েছি।

  • @md.sabirulislam3328
    @md.sabirulislam3328 4 роки тому

    অসংখ্য ধন্যবাদ,সহজ সরলভাবে বুঝানোর জন্য

  • @mdsaiful9003
    @mdsaiful9003 4 роки тому +7

    কোমর মাপ এর চেয়ে কমাতে কি করতে হবে ভিডিও বানান স্যার

  • @basedmia1675
    @basedmia1675 3 роки тому

    আপনার উপস্থাপনা অনেক সুন্দর

  • @mdselim3170
    @mdselim3170 Рік тому

    অসাধারণ টিপস দিয়েছেন স্যার।

  • @rayhanakash5058
    @rayhanakash5058 2 роки тому

    Apnar lykchar gulo onyk valo lagy and Apnar lykchar y jadu acy

  • @mohammadmohan1654
    @mohammadmohan1654 4 роки тому

    স্যার অাপনার কথা বলার স্টাইল অনেক সুন্দর,

  • @lisaalim7318
    @lisaalim7318 4 роки тому

    খুব সুন্দর করে বুঝিয়ে বলেন

  • @smzdeep
    @smzdeep 4 роки тому +1

    অসাধারণ সাবলীল উপস্থাপনা...

  • @linkonmahmud
    @linkonmahmud 4 роки тому

    ধন্যবাদ মুল্যবান পরামর্শ দেয়ার জন্য 👍👍

  • @zaherrahman6686
    @zaherrahman6686 4 роки тому

    অসাধারণ কথা গুলো দোয়া রইলো।

  • @mohammadiqbal9848
    @mohammadiqbal9848 4 роки тому

    অনেক ধন্যবাদ। শুভকামনা।

  • @faysoljahangir2399
    @faysoljahangir2399 4 роки тому

    ডাক্তার সাকলায়েনকে দেখলে মনটা ভরে যায় । ইদানিং দেখলাম যে কয়েকজন লোক হৃদরোগে আক্রান্ত হয়েছে ২/১ জন মারাও গেছেন তাদের সবারই বয়স ৫০ এর উর্দ্ধে কিন্তু কোমরের সাইজ ৩০ থেকে ৩২ এর ভিতরে । এটার কারণ বিনয়ের সাথে জানতে চাই । অনেক দোয়া রইল ডাক্তার সাহেবের জন্য।

    • @DrSaklayenRussel
      @DrSaklayenRussel  4 роки тому

      উচ্চ কোলেস্টেরল

    • @DrSaklayenRussel
      @DrSaklayenRussel  4 роки тому

      সাথে অন্য রোগও থাকতে পারে

  • @khanfahmin0
    @khanfahmin0 4 роки тому

    Doctor hole amon e hoa uchith. Shudhu income er kotha bhabar age manusher kotha bhabbe. Onek bhalo thaken

  • @mohammadshahidulislam1780
    @mohammadshahidulislam1780 4 роки тому +1

    ধন্যবাদ স্যার আপনার সুন্দর আলোচনার জন্য

  • @saziburrahman7839
    @saziburrahman7839 4 роки тому

    অসাধারণ অল্প কথায় অনেক কিছুই বললেল

  • @sddilipkumar310
    @sddilipkumar310 4 роки тому

    জেনে অপকৃত হলাম দাদা।আপনাকে ধন্যবাদ

  • @sanaeasmin9971
    @sanaeasmin9971 4 роки тому

    Khub bhalo video. Love from India Kolkata.

  • @nasimullahhabib2523
    @nasimullahhabib2523 4 роки тому

    স্যার, আপনার কথা গোলা খুব ভালো লাগল 👌

  • @mohammadharun-or-rashid.3294
    @mohammadharun-or-rashid.3294 4 роки тому

    ধন্যবাদ সুন্দর তথ্য শেয়ার করার জন্য।

  • @salimahaque1974
    @salimahaque1974 4 роки тому

    ধন্যবাদ ডঃ সাকলায়েন!

  • @sabbirrahman8434
    @sabbirrahman8434 3 роки тому

    Each word is gold hearing attention md.ansar uddin headmaster.

  • @rakhehariparui6196
    @rakhehariparui6196 Рік тому

    Very thanks for your advice and calculation about physical fitness. May God bless you.

  • @AllinONE-bs1yg
    @AllinONE-bs1yg 3 роки тому

    অসাধারণ বলেছেন

  • @parthapratimchanda9886
    @parthapratimchanda9886 4 роки тому

    ধন্যবাদ, খুব সুন্দর একটি ভালো তথ্য জানানোর জন্য।

  • @sohelkhan-jq2bi
    @sohelkhan-jq2bi 4 роки тому +3

    আমি হাসি দেখতে এসেছি কেউ আবার হাইসেন না আগে স্যার এর টা দেখি💖💖💖

  • @shimulakter1651
    @shimulakter1651 3 роки тому

    সত্যি খুব ভালো লাগল

  • @seemasafwana5241
    @seemasafwana5241 4 роки тому

    You are a gentle and humble doctor... I always watching ur videos and try to follow ur suggestion...May Allah blessing u always and keeping u healthy.....আমিও চাই আপনি ভালো থাকেন ঠিক আপনার মত একটু স্বার্থপর হয়ে

  • @ashrafulalom1781
    @ashrafulalom1781 4 роки тому

    মাশাআল্লাহ খুব সুন্দর পরামর্শ