মুর্শিদাবাদের ইতিহাস চর্চা করতে গিয়ে হঠাৎ হাতে পেলাম অধ্যাপক অমলেন্দু দের লেখা একটি বই - সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে যেখানে একের পর এক নবলব্ধ তথ্যের সাহায্যে বলা হয়েছে সিরাজের পুত্র ও বংশধরদের অজানা ইতিহাস, এতোদিন জানা ছিলো নবাব সিরাজুদ্দৌলার একটি মাত্র কন্যা ছিল নাম উম্মে জোহরা কিন্তু হঠাৎই এই অজানা কাহিনী চোখের সামনে এলো তাই এর উপর ভিত্তি করেই বানিয়ে ফেললাম আজকের এই ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকের অনুরোধে এই ভিডিওর দ্বিতীয় পর্ব পাবলিশ করেছি। যারা পরবর্তী বংশধরদের সম্পর্কে আরও বেশি জানতে চান তারা অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখুন।
Amar Mone hoy r o ki6u bolar 6ilo.....oner bongshodhor er talika Upendrakishor Raychoudhury te ese sesh hoy ebong sekhan theke Sukumar Ray & Satyajit Ray o asben
It is fake....that time British was trying to change the people's sentiment..They tried a lot to portray siraj us doula as character less.. They spent a lot of money within famous writers to write fabricated books....Brother research more before spreading information among people...
অনেক ধন্যবাদ মানসবাবু, আপনার এই videoটির জন্য! প্রফেসর দে'র লেখা বইটি আমিও পড়েছি (বোধয় ২০১৮-য়)। কিন্তু আপনি এতো সুন্দর ভাবে, সংক্ষিপ্ত করে, বর্ণনার পাশাপাশি যথাযথ ছবি দেখিয়ে বিষয়টি উপস্থাপনা করেছেন - আপনার বাকি সকল ইতিহাস-বিষয়ক videoটির মতো এটিও দুর্দান্ত লেগেছে! মূল বইটি প্রকাশিত হওয়ার কিছু পরে, কলকাতায় থাকা সিরাজ-এর (পুত্রজাত) বর্তমান এক বংশধর বিষয়টি আলোচনা করেছিলেন তাঁর বন্ধুমহলে (সেখানে আমার এক আত্মীয়ও ছিলেন) - সেখান থেকেই বইটির কথা প্রথম জানতে পারি, সেটি সংগ্রহ করার আগে। আর আপনার এই চমৎকার videoটি আরেকবার এই রোমাঞ্চকর ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিলো।
প্রথম প্রথম অনেকের মতো আমারও ভীষণ জানতে ইচ্ছা করছিলো যে সিরাজের (পুত্রজাত) বর্তমান বংশধররা কেন media'র spotlight-এ আসেননি এখন অবধি। কিছুটা উত্তর পেয়েও যাই আমি আমার আত্মীয়টির মাধ্যমে যিনি বর্তমান এক বংশধরের বন্ধু। সিরাজের (পুত্রজাত) বর্তমান বংশধররা অনেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন (একজন কলকাতার গল্ফগ্রিনের বাসিন্দা, একজন পেশায় দক্ষিণ কলকাতার এক স্কুলে শিক্ষক)। তাঁরা কিছুটা হয়তো উদাসীন নিজেদের এই প্রকৃত পরিচয় লোকসমক্ষে আনার ব্যাপারে। বঙ্গভূমির যেই নবাবকে ষড়যন্ত্রের দ্বারা হত্যা করে ব্রিটিশদের দক্ষিণ এশিয়ায় পাকাপাকিভাবে উপনিবেশ স্থাপন শুরু, এবং যার রাজত্ব প্রায় দু'শো বছর পর্যন্ত চলে - ব্রিটিশরা কোনোদিনই চায়নি যে, বাংলার শেষ স্বাধীন নবাবের কোনো সম্ভাব্য পুত্রজাত বংশধর আবার দেশবাসীর বুকে দেশপ্রেম জাগিয়ে ব্রিটিশদের এই দেশ থেকে উৎখাত করুক। তাই প্রায় দু'শো বছর ব্রিটিশদের ভয়ে পরিচয় গোপন করে, নাম পাল্টে পাল্টে জীবন কাটিয়ে এসেছেন ওনারা। আর এই ঘটনার ফলস্বরূপ সিরাজের (পুত্রজাত) বংশধররা ইতিহাসের পাতায় কোনোদিন স্থান পাননি। (যারা সিরাজের পুত্রসন্তান থাকাকে ইতিহাস নয়, স্রেফ মনগড়া কাহিনী বলেন, তাদের অনুরোধ করবো প্রফেসর দে'র মূল গ্রন্থটি পড়ুন - বুঝবেন যে এই গবেষণার genesis কোন খটকাগুলো থেকে শুরু; প্রচুর references এবং bibliography রয়েছে তাতে)। মাথায় রাখতে হবে সিরাজ পুত্রকে যখন যুগলকিশোর রূপে নতুন পরিচয় দেওয়া হয়, তখন সিরাজের লেশমাত্র স্মৃতিচিহ্ন (যেমন আংটি, ইত্যাদি) কিন্তু ইচ্ছাকৃতভাবে তার সুরক্ষ্যার কথা ভেবে তার কাছে রেখে দেওয়া হয়নি। সিরাজের (পুত্রজাত) বংশধররা আজ নিজ নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত। তাই এতকাল বাদে বংশানুক্রমে কেবলমাত্র মৌখিকরূপে জেনে আসা পরিবারের আসল পরিচয় জনসমক্ষে 'প্রমাণ' করার প্রয়োজনীয়তা তাঁরা হয়তো আর পছন্দ করেন না। মানসবাবু, আপনার খোশবাগ নিয়ে করা আরেক videoতে যেমন সমর্পিতাদেবী সুন্দরভাবে বললেন - তেমনি, “সিরাজ ভাঙিয়ে খাওয়ার” উৎসাহ হয়তো সিরাজের (পুত্রজাত) বর্তমান বংশধরদের মধ্যে কম। কিন্তু আমি মনে করি, সিরাজের যে সত্যিই কোনো পুত্র ছিল, জনগণের সেই ইতিহাস প্রমাণসহ জানা উচিত এবং হয়তো কখনো এই বংশধররা নিজে থেকে জনসমক্ষে এসে দাঁড়াবেন। এবং তাঁদের পরিচয় প্রমাণ করার বিজ্ঞানভিত্তিক উপায় (যেমন DNA পরীক্ষা) অবশ্যই আছে - কিন্তু তার জন্য লাগবে ঢাকায় বসবাসকারী সিরাজের কন্যাজাত বর্তমান স্বীকৃত বংশধরদের সঙ্গে DNA -match। কিন্তু দুপক্ষের কেউ আদৌ তাতে রাজি হবেন কি? অতীত ইতিহাস প্রমাণসহ অবশেষে স্বীকৃতি পাবে কি? - ভবিষ্যৎ ইতিহাস বলবে। -from Kolkata, with best wishes to everyone.
কি যে এক অসাধারণ কাজ করে যাচ্ছেন দাদা, যে নবাবের পরাজয়ে শুধু বাংলায় নয় পুরো উপমহাদেশ পরাধীনতার পথ প্রসস্থ হয়ে গিয়েছিলো, সেই ইতিহাস সম্পর্কে আমরা কতইনা অস্বচ্ছতার মধ্যে আছি--ধন্যবাদ আপনাকে এতো পরিশ্রম করে আমাদের সামনে আমাদেরই ইতিহাস তুলে আনার জন্যে ...
কি অদ্ভুদ ব্যাপার। এত কিছু জানার পর ও এটা জানতামনা।। ধন্যবাদ দাদা।। যদি বাংলাদেশে উনার বংশধর কেউ থাকেন তবে খুব ইচ্ছে জাগছে মনে তাঁদের একবার দিল ভরে দেখে আসব,পারলে তাঁদের একটুকু ছুয়ে দেখব।। খুব ইচ্ছে হচ্ছে খুব.....
আমি বিভিন্ন জায়গায় দেখেছি একজনকে বিভিন্ন মিডিয়া বলছে সে সিরাজুদ্দৌলার মেয়ের হিসাবে বংশধর। বিভিন্ন আমলে তারা অনেকের কাছ থেকেই স্বীকৃতি পেয়েছেন বংশধর হিসাবে, যেমন- ঢাকার নবার স্যার সলিমুল্লাহর কাছে থেকে ও এর পরবর্তী সরকারের কাছ থেকে। আসলে কি সত্য, সেটা সিউর বলা যাচ্ছেনা।
গুরুত্বপূর্ণ একটি তথ্য। আপনাকে অনেক ধন্যবাদ।একটা জিনিস বোঝা গেল নবাব সিরাজউদ্দৌলার শেষ বংশধররা বাংলাদেশের কোথাও-না-কোথাও অবস্থান করছে। নবাবের রক্তের মানুষগুলি বাংলাদেশেই আছেন। আরেকটা জিনিস বোঝা গেল তৎকালীন হিন্দু কিংবা মুসলিম একে অপরের জন্য ছিল নিবেদিত ।তাদের মধ্যে ছিল মনুষ্যত্ব ও মানবতা। আশারাখি বাংলা-বিহার-উরিষ্যা শেষ নবাব সিরাজউদ্দৌলার রাজত্ব আবার এক হয়ে ফিরে আসবে নতুন কোন বাংলার বীর এর হাতে। যদিও মনে হতে পারে এটা একটা কাল্পনিক চিন্তা। তারপরও বলে রাখি অসম্ভব না।
ভাবতেও পারছি না। এক সম্পূর্ণ অজানা তথ্য জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিরাজ-উদ-দৌল্লা আমার প্রিয় নবাব। আপনি লুৎফা উন্নিসার সম্বন্ধে কিছু আলোকপাত করুন। ইতিহাসে তার কথা পড়লে খুব কষ্ট হয়।
আমি আপনার এই ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম। আপনার বাচনভঙ্গী ও বর্ননা দেবার ক্ষমতা বেশ সুন্দর। আমার ঐতিহাসিক ভিডিও বিশেষ পছন্দ। আপনি আরও ঐতিহাসিক ভিডিও বানান। বিশেষ করে বাংলার ইতিহাস সম্পর্কে। যেমন শশাঙ্ক ও তাঁর বংশধরদের ইতিহাস, পাল বংশ, সেন বংশ, প্রতাপাদিত্য আরও সব জমিদার রাজা নবাবদের নিয়ে। দেখার আশায় রইলাম।
Khob bhaloo lagloo. Three times I am going to murshidabad But unable to see properly. I am very much like you regarding this matter. My name is goutam saha Also like Mr parikshit. Thanks
বাংলাদেশের ময়মনসিংহ থেকেই আপনার এই চমৎকার ভিডিওটি দেখলাম, এবং অবাক হয়ে গেলাম এই কারনে যে, ময়মনসিংহে বাংলার নবাবের পুত্র বসবাস করেছিল! আমি আগে এই ব্যাপারে জানতাম না, আজকেই প্রথম শুনলাম এবং দেখলাম! ধন্যবাদ দাদা আপনাকে 🌺🌺
Thank you for such an informative presentation on one of the important historical personality of Bengal. It also shows that one's humanity is greater than religious rituals. Thank you again.
অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি তথ্য মূলক প্রগাম দেখাবার জন্যে।।।তবে নবাবের ৯ম বংশধর এখন ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করছেন।। তাঁর সমন্ধে প্রগাম তৈরি করুন।।তিনি মেবি সিরাজের কন্যা উম্মে জহুরার বংশধর।।।
আপনার এই video টা দেখার পর অধ্যাপক অমলেন্দু দের লেখা "সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে" বই টা পড়লাম। এসব বিষয়ে কোনো কিছুই জানতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নবাব আমার ভীষণ প্রিয় মানুষ। অনেক অজানা কথা জানলাম। জানতে পারলাম এই সিরাজুদদোলার প্রত্যক্ষ বংশধর শরদিন্দু দে ভারতের মুক্তি যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ওফ কি ভীষণ আনন্দ হচ্ছে। নবাব হত্যায় যুক্ত ইংরেজ বিরুদ্ধে তার বংশধর প্রতিশোধ নিয়েছে।
আপনি ঠিকই বলেছেন, অন্যদিকে বাংলাদেশে যিনি নিজেকে সিরাজের নবম বংশধর বলে পরিচয় দেন তার পুর্বপুরুষের কেউ ব্রিটিশ দের বিরুদ্ধে লড়াই করেছে বলে শোনা যায়না বরং তাদের ষষ্ঠ ও সপ্তম বংশধর ব্রিটিশদের অধীনেই চাকরি করেছেন।
Thank you for posting such an interesting and so far unknown part of our history. Hope there will be more unbiased research on this and we will be able to find out the next generations of Nawab Sirajuddoula!!
I love your work bro. Amazing. I have seen many of your documentaries. The documentary on Nawab’s family tree and defendants I didn’t see his secret son Jugol Kishore Roy’s defendant. I know there is a descendant living in Dhaka, Bangladesh. But I couldn’t find anything on Jugol Kishore Roy’s blood line. Your presentation and information all are very appealing. I’m from Bangladesh. 1757 has changed our fate upside down. We have traitors in our midst in every era in every generations. So unfortunate. Thank you and God bless you
অশেষ ধন্যবাদ আপনাকে যেটা আমরা সত্যি কারের ইতিহাসেও কোনদিন পায়নি সেই অজানা সত্যি কি আপনি আজকে আমাদের সামনে তুলে ধরলেন এরকম অজানা অনেক নানা তথ্য আমাদের স্মৃতির ইতিহাসে জড়িয়ে আছে আমি আশা করব এরকম অজানা তথ্য গুলি আপনি আমাদের কাছে প্রেরণ করবেন নমস্কার এবং ধন্যবাদ হেমন্ত পাইন গ্রাম বন্দিপুর পোস্ট বন্দিপুর জেলা হুগলী থানা খানাকুল পশ্চিমবঙ্গ ভারত বর্ষ
Apnar pratitee vedio vishon valo legechhe.anek ajana totthyo jante parlam.ja history poreo jante parini.amar mone hoy history book ta mandhattar amoler chhere notun kore lekha uchit. .
Glad to hear the fact about the descenders of nabab Suraj uddulla &. hope you will give all the unknown facts which even now uncovered to us . Thanks .
অনেক সুন্দর এবং বেদনাদায়ক একটি, তথ্যসমৃদ্ধ ইতিহাস জানতে পালাম। ইতিহাস গুলো শুনতে খুবই ভালো লাগে। যাহোক আপনার সংগ্রহ গুলো অনেক সুন্দর, এটা একটা মধুর প্রেমের কাহিনীর তথ্য সমৃদ্ধ ইতিহাস। সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে। ধন্যবাদ।
বাংলা, বিহার ও উরিস্যার শেষ স্বাধীন অধিপতি নবাব সিরাজ উদ দৌলা। তার কবর সমাধি জিয়ারত করার খুব ইচ্ছে হচ্ছে। যদি কখনো মুর্শিদাবাদ যাই অবশ্যই তার কবর জিয়ারত করবো।
মুর্শিদাবাদের ইতিহাস চর্চা করতে গিয়ে হঠাৎ হাতে পেলাম অধ্যাপক অমলেন্দু দের লেখা একটি বই - সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে যেখানে একের পর এক নবলব্ধ তথ্যের সাহায্যে বলা হয়েছে সিরাজের পুত্র ও বংশধরদের অজানা ইতিহাস, এতোদিন জানা ছিলো নবাব সিরাজুদ্দৌলার একটি মাত্র কন্যা ছিল নাম উম্মে জোহরা কিন্তু হঠাৎই এই অজানা কাহিনী চোখের সামনে এলো তাই এর উপর ভিত্তি করেই বানিয়ে ফেললাম আজকের এই ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকের অনুরোধে এই ভিডিওর দ্বিতীয় পর্ব পাবলিশ করেছি। যারা পরবর্তী বংশধরদের সম্পর্কে আরও বেশি জানতে চান তারা অবশ্যই দ্বিতীয় পর্বটা দেখুন।
Amar Mone hoy r o ki6u bolar 6ilo.....oner bongshodhor er talika Upendrakishor Raychoudhury te ese sesh hoy ebong sekhan theke Sukumar Ray & Satyajit Ray o asben
সিলেট কাজলশা তার কবর কি আচে বা তার বংসদর কি আচে সিলেটে
দাদা নমস্কার জানাই আর আপনার এই ভিডিও টি খুবই ভালো লেগেছে, আপনার উত্তরোত্তর উন্নতি কামনা করি।
খুব সুন্দর লাগল দাদা ভিডিও টা। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে কারণ তুমি সঠিক তথ্য জেনে খুব সুন্দর করে কথা বলো। আরো ভিডিও চাই দাদা।
It is fake....that time British was trying to change the people's sentiment..They tried a lot to portray siraj us doula as character less.. They spent a lot of money within famous writers to write fabricated books....Brother research more before spreading information among people...
আপনার নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে আমাদের মত অজ্ঞ লোকেরা। একটু জ্ঞান সঞ্চয় করতে পেরেছে। তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যুগল কিশোেরর জীবন সতি অদ্ভুত ছিলো নবাবের ছেলে হয়ে গেলো হিন্দু জমিদার একেই বলে কপাল। অনেক অজানা ইতিহাস জানতে পারলাম ভিডিও খুব ভালো। নমস্কার মানস বাবু।
অনেক ধন্যবাদ মানসবাবু, আপনার এই videoটির জন্য! প্রফেসর দে'র লেখা বইটি আমিও পড়েছি (বোধয় ২০১৮-য়)। কিন্তু আপনি এতো সুন্দর ভাবে, সংক্ষিপ্ত করে, বর্ণনার পাশাপাশি যথাযথ ছবি দেখিয়ে বিষয়টি উপস্থাপনা করেছেন - আপনার বাকি সকল ইতিহাস-বিষয়ক videoটির মতো এটিও দুর্দান্ত লেগেছে! মূল বইটি প্রকাশিত হওয়ার কিছু পরে, কলকাতায় থাকা সিরাজ-এর (পুত্রজাত) বর্তমান এক বংশধর বিষয়টি আলোচনা করেছিলেন তাঁর বন্ধুমহলে (সেখানে আমার এক আত্মীয়ও ছিলেন) - সেখান থেকেই বইটির কথা প্রথম জানতে পারি, সেটি সংগ্রহ করার আগে। আর আপনার এই চমৎকার videoটি আরেকবার এই রোমাঞ্চকর ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিলো।
প্রথম প্রথম অনেকের মতো আমারও ভীষণ জানতে ইচ্ছা করছিলো যে সিরাজের (পুত্রজাত) বর্তমান বংশধররা কেন media'র spotlight-এ আসেননি এখন অবধি। কিছুটা উত্তর পেয়েও যাই আমি আমার আত্মীয়টির মাধ্যমে যিনি বর্তমান এক বংশধরের বন্ধু। সিরাজের (পুত্রজাত) বর্তমান বংশধররা অনেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন (একজন কলকাতার গল্ফগ্রিনের বাসিন্দা, একজন পেশায় দক্ষিণ কলকাতার এক স্কুলে শিক্ষক)। তাঁরা কিছুটা হয়তো উদাসীন নিজেদের এই প্রকৃত পরিচয় লোকসমক্ষে আনার ব্যাপারে। বঙ্গভূমির যেই নবাবকে ষড়যন্ত্রের দ্বারা হত্যা করে ব্রিটিশদের দক্ষিণ এশিয়ায় পাকাপাকিভাবে উপনিবেশ স্থাপন শুরু, এবং যার রাজত্ব প্রায় দু'শো বছর পর্যন্ত চলে - ব্রিটিশরা কোনোদিনই চায়নি যে, বাংলার শেষ স্বাধীন নবাবের কোনো সম্ভাব্য পুত্রজাত বংশধর আবার দেশবাসীর বুকে দেশপ্রেম জাগিয়ে ব্রিটিশদের এই দেশ থেকে উৎখাত করুক। তাই প্রায় দু'শো বছর ব্রিটিশদের ভয়ে পরিচয় গোপন করে, নাম পাল্টে পাল্টে জীবন কাটিয়ে এসেছেন ওনারা।
আর এই ঘটনার ফলস্বরূপ সিরাজের (পুত্রজাত) বংশধররা ইতিহাসের পাতায় কোনোদিন স্থান পাননি। (যারা সিরাজের পুত্রসন্তান থাকাকে ইতিহাস নয়, স্রেফ মনগড়া কাহিনী বলেন, তাদের অনুরোধ করবো প্রফেসর দে'র মূল গ্রন্থটি পড়ুন - বুঝবেন যে এই গবেষণার genesis কোন খটকাগুলো থেকে শুরু; প্রচুর references এবং bibliography রয়েছে তাতে)। মাথায় রাখতে হবে সিরাজ পুত্রকে যখন যুগলকিশোর রূপে নতুন পরিচয় দেওয়া হয়, তখন সিরাজের লেশমাত্র স্মৃতিচিহ্ন (যেমন আংটি, ইত্যাদি) কিন্তু ইচ্ছাকৃতভাবে তার সুরক্ষ্যার কথা ভেবে তার কাছে রেখে দেওয়া হয়নি। সিরাজের (পুত্রজাত) বংশধররা আজ নিজ নিজ জীবনে সুপ্রতিষ্ঠিত। তাই এতকাল বাদে বংশানুক্রমে কেবলমাত্র মৌখিকরূপে জেনে আসা পরিবারের আসল পরিচয় জনসমক্ষে 'প্রমাণ' করার প্রয়োজনীয়তা তাঁরা হয়তো আর পছন্দ করেন না। মানসবাবু, আপনার খোশবাগ নিয়ে করা আরেক videoতে যেমন সমর্পিতাদেবী সুন্দরভাবে বললেন - তেমনি, “সিরাজ ভাঙিয়ে খাওয়ার” উৎসাহ হয়তো সিরাজের (পুত্রজাত) বর্তমান বংশধরদের মধ্যে কম। কিন্তু আমি মনে করি, সিরাজের যে সত্যিই কোনো পুত্র ছিল, জনগণের সেই ইতিহাস প্রমাণসহ জানা উচিত এবং হয়তো কখনো এই বংশধররা নিজে থেকে জনসমক্ষে এসে দাঁড়াবেন। এবং তাঁদের পরিচয় প্রমাণ করার বিজ্ঞানভিত্তিক উপায় (যেমন DNA পরীক্ষা) অবশ্যই আছে - কিন্তু তার জন্য লাগবে ঢাকায় বসবাসকারী সিরাজের কন্যাজাত বর্তমান স্বীকৃত বংশধরদের সঙ্গে DNA -match। কিন্তু দুপক্ষের কেউ আদৌ তাতে রাজি হবেন কি? অতীত ইতিহাস প্রমাণসহ অবশেষে স্বীকৃতি পাবে কি? - ভবিষ্যৎ ইতিহাস বলবে।
-from Kolkata, with best wishes to everyone.
কি যে এক অসাধারণ কাজ করে যাচ্ছেন দাদা, যে নবাবের পরাজয়ে শুধু বাংলায় নয় পুরো উপমহাদেশ পরাধীনতার পথ প্রসস্থ হয়ে গিয়েছিলো, সেই ইতিহাস সম্পর্কে আমরা কতইনা অস্বচ্ছতার মধ্যে আছি--ধন্যবাদ আপনাকে এতো পরিশ্রম করে আমাদের সামনে আমাদেরই ইতিহাস তুলে আনার জন্যে ...
কি অদ্ভুদ ব্যাপার। এত কিছু জানার পর ও এটা জানতামনা।। ধন্যবাদ দাদা।। যদি বাংলাদেশে উনার বংশধর কেউ থাকেন তবে খুব ইচ্ছে জাগছে মনে তাঁদের একবার দিল ভরে দেখে আসব,পারলে তাঁদের একটুকু ছুয়ে দেখব।। খুব ইচ্ছে হচ্ছে খুব.....
আমি বিভিন্ন জায়গায় দেখেছি একজনকে বিভিন্ন মিডিয়া বলছে সে সিরাজুদ্দৌলার মেয়ের হিসাবে বংশধর। বিভিন্ন আমলে তারা অনেকের কাছ থেকেই স্বীকৃতি পেয়েছেন বংশধর হিসাবে, যেমন- ঢাকার নবার স্যার সলিমুল্লাহর কাছে থেকে ও এর পরবর্তী সরকারের কাছ থেকে। আসলে কি সত্য, সেটা সিউর বলা যাচ্ছেনা।
খুব অজানা ইতিহাস যেনে ধন্যবাদ আপনাকে
গুরুত্বপূর্ণ একটি তথ্য। আপনাকে অনেক ধন্যবাদ।একটা জিনিস বোঝা গেল নবাব সিরাজউদ্দৌলার শেষ বংশধররা বাংলাদেশের কোথাও-না-কোথাও অবস্থান করছে। নবাবের রক্তের মানুষগুলি বাংলাদেশেই আছেন। আরেকটা জিনিস বোঝা গেল তৎকালীন হিন্দু কিংবা মুসলিম একে অপরের জন্য ছিল নিবেদিত ।তাদের মধ্যে ছিল মনুষ্যত্ব ও মানবতা। আশারাখি বাংলা-বিহার-উরিষ্যা শেষ নবাব সিরাজউদ্দৌলার রাজত্ব আবার এক হয়ে ফিরে আসবে নতুন কোন বাংলার বীর এর হাতে। যদিও মনে হতে পারে এটা একটা কাল্পনিক চিন্তা। তারপরও বলে রাখি অসম্ভব না।
@subhadeep mandal khomotar kase jibon putol matro seta hindu hok r muslim hok ager diner shashok ra ata chinta korto na
নুতনভাবে ঐতিহাসিক ঘটনা প্রবাহ জানতে পেয়ে আপনাকে অনেক ধন্যবাদ।
ভাবতেও পারছি না। এক সম্পূর্ণ অজানা তথ্য জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিরাজ-উদ-দৌল্লা আমার প্রিয় নবাব। আপনি লুৎফা উন্নিসার সম্বন্ধে কিছু আলোকপাত করুন। ইতিহাসে তার কথা পড়লে খুব কষ্ট হয়।
ভুয়া
Thik
ইতিহাস নিয়ে এরকম আরো ভিডিও তৈরি করা হোক।
আমরা সবাই উপকৃত হব।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই
অসাধারণ সুন্দর ভিডিও। শুনতে শুনতে ইতিহাসের পাতায় ডুবে গেলাম। আশাকরি আরো কোনো অজানা তথ্য জানতে পারবো।
ভালো থাকবেন।🙏🌷
Bablu Baidya q
খুব ভালো লেগেছে। পৌরাণিক কাহিনীর মতো লাগছে। এসব ঘটনার সাক্ষী ইতিহাস কেন হতে পারলোনা? অবাক লাগছে।
খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে ।অনেক অনেক ধন্যবাদ জানাই।
পুরানো ইতিহাস জানতে পেরে চ্যানেলকে অশেষ ধন্যবাদ
ধন্যবাদ।অনেক সুন্দর ভাবে বললেন, বাংলার এক অজানা তথ্য। আরো আশা রইল।
অসাধারণ ভাই এগিয়ে জান
চমৎকার লেগেছে। আজো সীরাজউদোললা নামটা হৃদয় মাঝে,,,,,, ভারত থেকে 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Mer jafor slay oi kag ta na korla azk 2 Bangla 1 takto 😍😍
@subhadeep mandal jeta janos na oi ta nia kotha bolish na haramzada
মীরজাফর কাজটি সঠিক করেছিল ভাই
@biplobdas9738 তরা মালাউন রা না এমনি
Khub valo laglo. Aro video chai. Many many thanks.
ধন্যবাদ, এটা ভীষণ গোপন ইতিহাস, জেনে ধন্য মনে করি। ডি, বেরা, পঃবঃ, ভারত।
Darun...khoob bhalo laglo
আমি আপনার এই ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম। আপনার বাচনভঙ্গী ও বর্ননা দেবার ক্ষমতা বেশ সুন্দর। আমার ঐতিহাসিক ভিডিও বিশেষ পছন্দ। আপনি আরও ঐতিহাসিক ভিডিও বানান। বিশেষ করে বাংলার ইতিহাস সম্পর্কে। যেমন শশাঙ্ক ও তাঁর বংশধরদের ইতিহাস, পাল বংশ, সেন বংশ, প্রতাপাদিত্য আরও সব জমিদার রাজা নবাবদের নিয়ে। দেখার আশায় রইলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, চেষ্টা করবো আপনার কথা রাখার, আপনার পরামর্শ অত্যন্ত মুল্যবান।
খুব ভালো সংবাদ শুনলাম
অাপনাকে ধন্যবাদ জানাই
Darun laglo, jano itihas ke prottokhho korchilam.
Khob bhaloo lagloo. Three times I am going to murshidabad
But unable to see properly. I am very much like you regarding this matter. My name is goutam saha
Also like Mr parikshit.
Thanks
ধন্যবাদ
আপনার উপস্হাপনা খুবই ভাল লাগছে
Very Very amazing. Life is bigger than religion. It is better to worship
Humananity than religion.
Thanks
kub bhalo laglo... onk dhonnobad
বাংলাদেশের ময়মনসিংহ থেকেই আপনার এই চমৎকার ভিডিওটি দেখলাম, এবং অবাক হয়ে গেলাম এই কারনে যে, ময়মনসিংহে বাংলার নবাবের পুত্র বসবাস করেছিল! আমি আগে এই ব্যাপারে জানতাম না, আজকেই প্রথম শুনলাম এবং দেখলাম! ধন্যবাদ দাদা আপনাকে 🌺🌺
Thank you for such an informative presentation on one of the important historical personality of Bengal. It also shows that one's humanity is greater than religious rituals. Thank you again.
খুব ভালো লাগল এই শিরাজ বংশ পরিচিতির ইতিহাস জানতে পারিয়। অনেক ধন্যবাদ।
আপনার সব ভিডিও অনেক সুন্দর
চমৎকার অসাধারন। নবাব সিরাজউদল্লার
উওর সুরিদের অজানা তথ্য উপাত্য।।
অসাধারণ ভিডিও মানস দা যার কোনো ভাষা নেই দাদা. 🙏🙏
অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি সত্য তুলে দরার জন্য
অনেক ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য।
সত্যি একেবারেই অজানা তথ্য জানলাম। ধন্যবাদ এত সুন্দর তথ্য দেয়ার জন্য।
খুব ভালো লাগলো, ধন্যবাদ।
Khub valo laglo videoty
অজানা ইতিহাস জানতে পারলাম খুব ভালো লাগলো।
darun ...khub valo work....manus ank kichu janta parcha apnar ay channal thaka....god blass you
অসাধারণ লাগলো দাদা,অনেক কিছু জানতে পারলাম
Dada Aleya Begum ke niye akta vedio korun pls
আমি এই প্রথম জানলাম অবাক করা ইতিহাস।সত্যি ইতিহাস কতই নির্মম।
অনেক ধন্যবাদ, পাশে থাকবেন চেষ্টা করবো আরও নতুন নতুন এই ধরনের ভিডিও উপহার দেওয়ার।
এতো অদ্ভুত হলাম যে বিষয়টি খুবই হৃদয়ে দাগ কেটে গেছে।
আমি বাংলাদেশ থেকে, দাদা সবসময় সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। সত্যতা যাচাই করে। ধন্যবাদ
কেন আপনার মধ্যে কি কোন সন্দেহ আছে মানষ দাদার ইতিহাস বিষয়ক এনালাইসিস এ?
খুব সুন্দর অনেক কিছু জানতে পারলাম
আশচর্য! জীবনের বেশ কিছু সময় বোকাই নগর ও গৌরীপুরে কাটিয়েছি অথচ কোনদিন বুঝিনি যে শেষ নবাবের আপন রক্তের বিচরন ক্ষেত্র যে ওখানেই ছিল! বিধির কি লীলা ।
দাদা,নাজানা অনেক তথ্য জানলাম,অশেষ
ধন্যবাদ,সিলেটি হিসাবে সিলেট আসার
আমন্ত্রণ জানাচ্ছি।
ভীষন ভালো লাগলো, এমন ঘটনা আর নতুন নতুন দেখতে চাই,,অজানা কে জানতে চাই
Thank you Manas Bangla ,Eatihas ki bichitra, &manusar bhabitabba ki adbhut..
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন ইতিহাসকে তুলে ধরার জন্য ।।
এখন কি অবসতা
পাবনা থেকে দেখছি দাদা,,, ভিডিও টা খুব ভালো লাগছে ❤️❤️
প্রতিটা ইতিহাসে পাবনার নাম থাকে,,,,,,
খুব সুন্দর লাগল দাদা ভিডিও টা। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে কারণ তুমি সঠিক তথ্য জেনে খুব সুন্দর করে কথা বলো। আরো ভিডিও চাই দাদা।
আসসালামুয়ালাইকুম দাদা আপনার কথা অনেক সুন্দর লাগছে এরকম ভিডিও আরো যেন বানান বাংলার ইতিহাস বাংলার গর্ব এই নিয়ে আমাদের অহংকার
অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি তথ্য মূলক প্রগাম দেখাবার জন্যে।।।তবে নবাবের ৯ম বংশধর এখন ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করছেন।। তাঁর সমন্ধে প্রগাম তৈরি করুন।।তিনি মেবি সিরাজের কন্যা উম্মে জহুরার বংশধর।।।
Oita fake
shrabani chakraborty tai na? Apne Janen shob.
মোহনলালের ভাগ্নে তথা সিরাজ পুত্রের বংশধর পৃথিবী বিখ্যাত চলচিত্র পরিচালক ...নাম টা আপনারা সকলেই জানেন
ভাই আপনার উপস্থাপনা অসাধারণ।
চমৎকার ও তথ্য বহুল ভিডিও।
অসাধারণ একটি নিবেদন
অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ, সঙ্গে থাকুন আরও অনেক ভিডিও বানানোর চেষ্টা করছি।
অনেক অনেক ধন্যবাদ । মলল রাজ এর ইতিহাস জানতে চেয়েছি আর অনুরুদ করছি
ধন্যবাদ দাদা আপনার ভিডিও জন্য অনেক কিছু জানতে পারলাম
আমি সঠিক জানিনা,তবে কৌতূহল থেকে আর আপনার চ্যানেল ভালো লাগে তাই বলছি,ওই সময়ের কি আলোকচিত্র বা picture কি আছে,থাকলে তা নিয়ে কি একটা video করা যায়/?
আপনার এই video টা দেখার পর অধ্যাপক অমলেন্দু দের লেখা "সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে" বই টা পড়লাম। এসব বিষয়ে কোনো কিছুই জানতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নবাব আমার ভীষণ প্রিয় মানুষ। অনেক অজানা কথা জানলাম। জানতে পারলাম এই সিরাজুদদোলার প্রত্যক্ষ বংশধর শরদিন্দু দে ভারতের মুক্তি যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ওফ কি ভীষণ আনন্দ হচ্ছে। নবাব হত্যায় যুক্ত ইংরেজ বিরুদ্ধে তার বংশধর প্রতিশোধ নিয়েছে।
আপনি ঠিকই বলেছেন, অন্যদিকে বাংলাদেশে যিনি নিজেকে সিরাজের নবম বংশধর বলে পরিচয় দেন তার পুর্বপুরুষের কেউ ব্রিটিশ দের বিরুদ্ধে লড়াই করেছে বলে শোনা যায়না বরং তাদের ষষ্ঠ ও সপ্তম বংশধর ব্রিটিশদের অধীনেই চাকরি করেছেন।
আঙ্কেল KINDLY এ গানের নাম টা বলবেন(১ম গানটি)
অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো ।
onek dhonnobad.ato ghotona jananor jonno
Dada,your informative speech is so nice.A great thanks for you.
অনেক ধন্যবাদ আপনাকে ভিডিও টি দেখার জন্য।
Koto Itihas jana jache apnar jonno anek anek donnobad apnake
জানি না সত্য কিনা।যদি সত্য হয় তবে অনেক কিছুই জানতে পারলাম ।ভালো লাগলো।
ধন্যবাদ। চেষ্টা করবো আরও অনেক এই ধরনের ভিডিও তৈরী করার।
Thank you for all the information Dada, May Allah swt grant you long life, for educating us to the unknown histroy
দারুন ,দারুন ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে ।
Thanknyou....love from coochbehar
Thank you for posting such an interesting and so far unknown part of our history. Hope there will be more unbiased research on this and we will be able to find out the next generations of Nawab Sirajuddoula!!
Good,from Toronto,Canada North America .
Great video loved it thanks for the new unknown info very interesting video plz make some more videos
এক অবাক করা ইতিহাস জানতে পারলাম , অনেক ধন্যবাদ আপনাকে ।
দারুণ সব তথ্য । অসম্ভব ভালো লেগেছে ।
অসংখ্য ধন্যবাদ আপনাদের ।
মুগ্ধ হয়ে গেলাম boss.... এটা কি information দিলেন. Osadaron লাগল
I love your work bro. Amazing. I have seen many of your documentaries. The documentary on Nawab’s family tree and defendants I didn’t see his secret son Jugol Kishore Roy’s defendant. I know there is a descendant living in Dhaka, Bangladesh. But I couldn’t find anything on Jugol Kishore Roy’s blood line. Your presentation and information all are very appealing. I’m from Bangladesh. 1757 has changed our fate upside down. We have traitors in our midst in every era in every generations. So unfortunate. Thank you and God bless you
Kostodayok ghotona
নবাব পরিবারের নতুন তথ্য জেনে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ
অশেষ ধন্যবাদ আপনাকে যেটা আমরা সত্যি কারের ইতিহাসেও কোনদিন পায়নি সেই অজানা সত্যি কি আপনি আজকে আমাদের সামনে তুলে ধরলেন এরকম অজানা অনেক নানা তথ্য আমাদের স্মৃতির ইতিহাসে জড়িয়ে আছে আমি আশা করব এরকম অজানা তথ্য গুলি আপনি আমাদের কাছে প্রেরণ করবেন নমস্কার এবং ধন্যবাদ হেমন্ত পাইন গ্রাম বন্দিপুর পোস্ট বন্দিপুর জেলা হুগলী থানা খানাকুল পশ্চিমবঙ্গ ভারত বর্ষ
Oh my God, ajana kichu janlam, apnar itihaser proti Prem k salute janai... Arakam video aro deben, apekkhai roilam.
Thank you for your interesting report. May I ask you about the source of your information? Regards.
Please check the video description or the pin message.
Apnar pratitee vedio vishon valo legechhe.anek ajana totthyo jante parlam.ja history poreo jante parini.amar mone hoy history book ta mandhattar amoler chhere notun kore lekha uchit.
.
Glad to hear the fact about the descenders of nabab Suraj uddulla &. hope you will give all the unknown facts which even now uncovered to us . Thanks .
সিরাজের পুএ সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো
ভালো লাগলো। নতুন কিছু জানতে পারলাম।
অনেক সুন্দর এবং বেদনাদায়ক একটি, তথ্যসমৃদ্ধ ইতিহাস জানতে পালাম। ইতিহাস গুলো শুনতে খুবই ভালো লাগে। যাহোক আপনার সংগ্রহ গুলো অনেক সুন্দর, এটা একটা মধুর প্রেমের কাহিনীর তথ্য সমৃদ্ধ ইতিহাস। সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে। ধন্যবাদ।
অনেক অজানা জানতে পারলাম,আপনাকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ, পাশে থাকবেন চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার।
Asadharon sir anek Kichu natun janlam thank you so much sir
Shiraz is the most unforgettable, unfortunate, misunderstood Nawab , he is the most colourful glorious favourite nawab,
ভাল ব'ননা করেছেন।ধন্যবাদ উপস্হাপকে।
চমৎকার
ধন্যবাদ
সিরাত পুত্র সম্পর্কে জেনে খুব ভালো লাগল। আপনাকে ধন্যবাদ ।
বাংলা, বিহার ও উরিস্যার শেষ স্বাধীন অধিপতি নবাব সিরাজ উদ দৌলা। তার কবর সমাধি জিয়ারত করার খুব ইচ্ছে হচ্ছে। যদি কখনো মুর্শিদাবাদ যাই অবশ্যই তার কবর জিয়ারত করবো।
অবশ্যই আসুন ভারতের মুর্শিদাবাদে ওনার কবর খোশবাগ এ আছে, নৌকা করে যেতে হয়, আমি গিয়েছি সেখানে
ভারতে আসার কি দরকার 😂😂😂😂😂
এইসব ঐতিহাসিক গল্প শুনলে প্রান জুরিয়ে যায়।।। ☺️🙂
আমার by by
অামি এই ঘটনার ভিডিও চলচ্চিত্র নির্মান করতে চাই। সেজন্য অকাট্য ঐতিহাসিক প্রমানের দলিল প্রয়োজন,
Khub sundar ..
দাদা খুব ভালো লাগলো
প্রাণনাথের পরের প্রজন্মের কাহিনী গুলো দিলে ভালো হয়.
কি মন মাতানো ভাষা দাদার!