আমার অন্যতম প্রিয় চরিত্র বেগম লুত্ফুনিসা । আমি ঐই চরিত্রকে খুব ভালোবাসি। কিন্তু ঐই ইতিহাস খুবই বেদনাদায়ক । চারিদিকে বিশ্বাসঘাতকতর বেরাজালের মধ্যে যে স্ত্রী তার স্বামীকে দুহাতে আগলে রেখেছিল তাকে আমার শত কোটি প্রণাম। এরকম ভালোবাসা যেন যুগে যুগে ফিরে আসে।
আমি আপনাকে অনুরোধ করেছিলাম লুৎফাউন্নিষার ব্যাপারে লিখতে। মনটা ভ'রে গেল ভাই। বর্তমানে সব মেয়েদের এটা শোনা উচিত। ইনি নারী সমাজের অন্যতম আদর্শ। কেবল দীর্ঘশ্বাস ফেলছি। জানি না কখন ঘুম আসবে। নিজে একটু লেখালেখি করি, তাই আপনার উপস্থাপনা ঠিক কাব্যের মতোই লাগল। অসংখ্য ধন্যবাদ ভাই।
অজানা কে জানার এক অসাধারণ প্রচেষ্টা। খুব ভালো লাগলো দাদা। ইতিহাস আমাদের অন্ধ মনের দূয়ার খুলে দেয় এবং জ্ঞানের আলোতে উদভাসিত করে। এই মহীয়সী নারী লুৎফুন্নিসাকে আমার প্রণাম 🌹🙏🌹
দাদা সবচেয়ে কষ্ট লাগছে এই জিনিসটা কল্পনা করে যে, তার স্বামীকে হত্যা করছে, তিনি একজন রানী ছিলেন কিন্তু হয়ে গেলেন ভিখারির মত, তারপর তার মেয়ে জোহরা চারটি বাচ্চা রেখেই তার চোখের সামনে মারা গেল, সেই বাচ্চাদেরকে নিয়ে তাহলে লুতফন্নেছার কি কষ্ট হইছে... এগুলা ভাবতেই চোখে পানি এসে যায়। তার মানে পুরো জীবনটাই সে কত কষ্টে কাটিয়েছে।
মানসদা, ইতিহাসকে এত ভালোবেসে বাংলার আপামর মানুষের সামনে তুলে ধরার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ঢাকা থেকে। আপনাদেরই প্রচারিত চ্যানেল থেকে সিরাজউদ্দৌলা সিরিয়াল দেখেছিলাম। আমি সত্যি মুর্শিদাবাদের পড়তে চাই জানতে চাই
খুবই বেদনাদায়ক ঘটে যাওয়া অতিথের কাহিনী,মনের মধ্যে কি রকম লাগে নিজে প্রকাশ করতে পারছি না,আপনার কথা গুলো অনেক সুন্দর লাগে,আমি একজন বাংলাদেশী ★করিনি কভু মাথা নত -উচ্চ রেখেছি শির। জিবন দিয়ে প্রমাণ করিবো -আমরাই ভালোবাসার আসল বীর★বেগম লুৎফর নিছা
খুব দূঃখ জনক ঘটনা যে সিরাজের প্রিয় পত্নী লুতফন্নেসার শেষ জীবন দুঃখে কাটলে কখনোই সুখের জন্য কারো কাছে আত্মসমর্পণ করেন নি।প্রকৃত ভালো বাসার এই নিদর্শন তিনি দেখিয়েছেন । তোমাকে এখনো তাই সেলাম জানাই।
অতীতকে ইতিহাস হতে সময় লাগে।আর সব ইতিকথা যে সুখের হবে এমনতো নয়!"আমি সিরাজের বেগম” বইটি একযুগ আগে পড়ে মনে হয়েছিল..যে নদী যত গভীর সে বয়ে চলে তত নীরবে।আপনার উপস্থাপনায় এখন যেন সে নদীর গভীরতা আরও বেড়ে গেল।ধন্যবাদ দাদা আপনাকে।।
Asadharon lage apnar vdo gulo dada,,Begum Lutfannesa er kahini sune choke jol chole ,,bodh kori erokom valobasa bortomane birol ,, Lutfannesa prothom jibon dekhle tini pitrihin e bola jai ,,porobortikale swami and santan keo harie6en,,osomvov bedonar jibon,,star jalsha te " ami sirajer Begum" seriol last sscene er kotha mone pore gelo😭😭
Dada ami Bangladesh e bash kory. Apnar uposthapona khub valo.. Amar kanna chole Ashe..... Ami apnar ekjon fan... Ami bar bar dekhi apnar video gulo.... Thanks Dada
সত্যি বাংলার এই ইতিহাস শুনে চোখে জল চলে এল। নবাব পত্নী লুৎফুন্নেসার শেষ জীবন অত্যন্ত কষ্টের ছিল। নবাব সিরাজউদ্দৌলা এবং বেগম লুৎফুন্নেসা চিরকাল বাঙালির হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন 🙏🙏🙏
ভিডিও দেখে খুব ভালো লাগলেও দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে দাদা । লুৎফুন্নেছা আমার মা ও একজন মহীয়সী নারী । আল্লাহ্ যেন আমাদের নবাব পরিবারের সকলকে জান্নাতবাসি করেন 😍😍 বাংলাদেশ থেকে বলছি দাদা ।
খুবই কষ্টকর ব্যপার হায়টে লোভ মানষকে অমানী পরিনিতি করে একজন মীরজাফরের কারনে সেষ হলো একজন বীর মানুষের পরিবার আললাহ যেনো মীরজাফরের বিচার করেন আর নবাব সিরাজ্জুদুল্লাহ কে শহিদ হিসেবে কবুল করেন ও তার পরিবারকে মাফ করেন তাদের ওপর রহুম করেন আমিন
আমার অন্যতম প্রিয় চরিত্র বেগম লুত্ফুনিসা । আমি ঐই চরিত্রকে খুব ভালোবাসি। কিন্তু ঐই ইতিহাস খুবই বেদনাদায়ক । চারিদিকে বিশ্বাসঘাতকতর বেরাজালের মধ্যে যে স্ত্রী তার স্বামীকে দুহাতে আগলে রেখেছিল তাকে আমার শত কোটি প্রণাম। এরকম ভালোবাসা যেন যুগে যুগে ফিরে আসে।
বাংলাদেশ থেকেই জানা মানস বাংলা কে জানাই আন্তরিক শুভেচ্ছা।
BD thke manos dada k.onk.onk pronam
দাদা ভালো কাজ করতে অনেক বাধা আসবে।আপনি এগিয়ে জান একদিন সফল হবেন।আপনি এবং সমরিতা দিদি ইতিহাসের ওমর হয়ে থাকবেন।চট্টগ্রাম বাংলাদশ।
লুতফুনিশার জীবন কাহিনী খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই ভিডিও ক্লিপে। এমন বিবরণ সম্ভবত ইতিহাসেও লেখা নাই। অনেক ধন্যবাদ।
বাংলার ইতিহাস শুনে সত্যি দুই চোঁখে জলে ভরে গেলো লুৎফনেসা জীবনী সত্যি বর্তমান শিক্ষা হয়ে থাকবে যত দিন এই বাংলার ইতিহাস মানুষে মুখে থাকবে।
বাংলার ইতিহাস শুনলে আবেগাপ্লুত হয়ে পড়ি। ধন্যবাদ মানস দাকে।
(বাংলাদেশ থেকে)
আমি বাংলাদেশ থেকেঅসংখ্য ধন্যবাদ। ইতিহাস কখনো মুছে যায় না। ইতিহাস হাজার বছর ধরে মানুষ অমর হয়ে থাকবে। ইতিহাসকে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেগম লুৎফুনিনসা কে জানাই শতকোটি প্রণাম যিনি যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন, উনি ইতিহাসের একজন মহীয়সী নাড়ি চরিএ 🙎🙎🙏🙏
Lots of respect to begam.
vv
🥺🥺😭😭😭😭
ইতিহাস চিরকালই শিক্ষা দেয়। যারা ইস্কুলে পড়ার সুযোগ পায়নাই, তাদের কাছে এই ভিডিও গুলো শিক্ষার উৎস।
মানস বাংলার মানস বাবুকে মুর্শিদাবাদের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।বাংলাদেশ থেকে দেখি,ভালো লাগে।
Apnar vidio dekhe History r proti valobasa bere gache.
আমি আপনাকে অনুরোধ করেছিলাম লুৎফাউন্নিষার ব্যাপারে লিখতে। মনটা ভ'রে গেল ভাই। বর্তমানে সব মেয়েদের এটা শোনা উচিত। ইনি নারী সমাজের অন্যতম আদর্শ। কেবল দীর্ঘশ্বাস ফেলছি। জানি না কখন ঘুম আসবে। নিজে একটু লেখালেখি করি, তাই আপনার উপস্থাপনা ঠিক কাব্যের মতোই লাগল। অসংখ্য ধন্যবাদ ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে, চেষ্টা করছি আরও ভালো কিছু করার।
ঊনিশের
Excellent..Thanks for uploading.
বাস্তব কথা বলছেন ভাই আজকাল মেয়েরা যদি এইগুলা দেখে তার পরেও ওদের লজ্জা সরম হবে না
সিরাজুদ্দৌলার জীবন নিয়ে একটা বাংলা ফিল্ম তৈরির অনুরোধ করছি 🙏
ভালো লাগলো জবাব।
ইতিহাস হয়ে আছে ওনারা আমাদের অন্তরে ওনার চিরকাল থাকবে।
আললাহ পাক ওনাদের জান্নাত ফেরদৌস দান করুন
শেষের দিকের নবাবের বেগমের কাহিনি শুনে চোখ ছলছল করছিল। আজকের মেয়ে জাতিদের নবাবের বেগমের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ নবাবের পুরো পরিবারকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন
ŮŒ
💖
অজানা কে জানার এক অসাধারণ প্রচেষ্টা। খুব ভালো লাগলো দাদা। ইতিহাস আমাদের অন্ধ মনের দূয়ার খুলে দেয় এবং জ্ঞানের আলোতে উদভাসিত করে। এই মহীয়সী নারী লুৎফুন্নিসাকে আমার প্রণাম 🌹🙏🌹
Sotti chokhe jol chole elo...Jani na kakhan ghumate parbo...onek dhonyabad apnake ...erokom ekta vedio tule dhorar jonno...
ভীষন ভীষন ভালো লাগলো মানস দা । ভারাক্রান্ত হৃদয়ে মনটা অস্ফুট স্বরে বলে ওঠে এত করুন অকৃত্রিম ভালোবাসা? যা মনটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। প্রণাম জানাই এমন ভালোবাসাকে ধন্য লুৎফুন্নিসা ধন্য তোমার বিরহ প্রেম। অনেক ভালোবাসা জানাই মানসদাকে যিনি অতীত স্মৃতি রোমন্থন করে এত সুন্দর ভাবে উপস্থাপন করলেন যা মানুষের অন্তরে গেঁথে দিলেন স্মৃতি বিজড়িত ফুলের মালাখানি। অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানাই খুব ভালো থাকবেন 🕉🙏🌷
অনেক ধন্যবাদ।
@@manasbangla bhalo thakben 🌷
মানস দা আর আমার বাংলার আকাশ দা দুজ নেই খুব ভালো ভিডিও বানান । ধন্যবাদ আপনাদের ।
Thanks
লুৎফোরনিশার জীবন কাহিনী শুনে আমার চোখ ভিজে যায়, ধন্যবাদ দাদা আপনাকে এই সুন্দর ভিডিও পরিবেশন করা র জন্য
কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি এরকম একজন স্ত্রী থাকলে দুনিয়া ও আখেরাতে উভয় কালেই শান্তি পেতাম।
Lq
দাদা সবচেয়ে কষ্ট লাগছে এই জিনিসটা কল্পনা করে যে, তার স্বামীকে হত্যা করছে, তিনি একজন রানী ছিলেন কিন্তু হয়ে গেলেন ভিখারির মত, তারপর তার মেয়ে জোহরা চারটি বাচ্চা রেখেই তার চোখের সামনে মারা গেল, সেই বাচ্চাদেরকে নিয়ে তাহলে লুতফন্নেছার কি কষ্ট হইছে... এগুলা ভাবতেই চোখে পানি এসে যায়। তার মানে পুরো জীবনটাই সে কত কষ্টে কাটিয়েছে।
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে আপনার ভিডিও দেখে অত্যন্ত আনন্দিত হলাম।।
অসাধারণ আপনার উপস্থাপনা, ক্ষনিকের জন্য হলেও আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। বড়ই বেদনা- বিধুর এই ইতিহাস।
@@politics7428 ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt[ttt[tttttttttttttttttttttttttttttttttttttttttt[t[ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt[tt[tt[tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt[ttttttt
}
এটাই হলো প্রকৃত নবাবী রক্ত। অনেক কিছু জানলাম ভিডিও টা থেকে
খুব বেদনাময় ঘটনা😭, সার্থক ভালোবাসা ,এই ভাবেই আপনার কাছ থেকে মুর্শিদাবাদের আরও ইতিহাস জানতে চাই ,অনেক ধন্যবাদ আপনাকে,ভালো থাকুন সুস্থ থাকুন
আপনি এভাবেই কনটিনিউ করে যান ইতিহাসের অজানা গল্প-কাহিনীগুলো। বাংলাদেশ থেকে শুভকামনা দাদা আপনার জন্য।
Kon year-a Nawab Sirajuddaula and Lutfunnisa-r Biye hoyechilo. Biyer somoy Taher age koto chilo janate parley valo hoto Dada.
ভাই আপনার কাছে অনুরোধ রইল নবাব টিপু সুলতানের বিষয়ে তথ্য উপস্থাপন করার জন্য।
অসাধারণ সুন্দর বাগ্মীতা। অনেক সুন্দর তথ্য জানতে পারলাম।
কিছুই বলার ভাষা নাই। নবাব ও লুৎফোন্নছার শেষ জীবনের কষ্টদায়ক ঘটনা শুনে দুচোখ দিয়ে অশ্রু ঝরছে।
মানসদা, ইতিহাসকে এত ভালোবেসে বাংলার আপামর মানুষের সামনে তুলে ধরার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ঢাকা থেকে। আপনাদেরই প্রচারিত চ্যানেল থেকে সিরাজউদ্দৌলা সিরিয়াল দেখেছিলাম। আমি সত্যি মুর্শিদাবাদের পড়তে চাই জানতে চাই
অসাধারণ লাগলো।লুৎফুন্নেসার জন্য আমার সমবেদনা রইলো,আর নবাবের জন্য স্যালুট।শ্রীমান মানস দাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সকল ইতিহাস পুনঃউত্থাপনের জন্য।
বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও তার পরিবারের সমগ্র সদস্যের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা
খুবই বেদনাদায়ক ঘটে যাওয়া অতিথের কাহিনী,মনের মধ্যে কি রকম লাগে নিজে প্রকাশ করতে পারছি না,আপনার কথা গুলো অনেক সুন্দর লাগে,আমি একজন বাংলাদেশী
★করিনি কভু মাথা নত -উচ্চ রেখেছি শির। জিবন দিয়ে প্রমাণ করিবো -আমরাই ভালোবাসার আসল বীর★বেগম লুৎফর নিছা
কালের গর্ভে হারিয়ে যাওয়া কত ইতিহাস কে তুলে ধরেছেন।
ধন্যবাদ আপনাকে।
স্যার, আমি একজন শিক্ষক।আপনার ভিডিও থেকে অনেক নতুন কিছু জানলাম। ধন্যবাদ।
Apnar video gulo dhakle pran juriye jai
দাদা নিজের অজান্তে কান্না চলেআসলো ধন্যবাদ যদিও আমি বাংলাদেশী
খুব দূঃখ জনক ঘটনা যে সিরাজের প্রিয় পত্নী লুতফন্নেসার শেষ জীবন দুঃখে কাটলে কখনোই সুখের জন্য কারো কাছে আত্মসমর্পণ করেন নি।প্রকৃত ভালো বাসার
এই নিদর্শন তিনি দেখিয়েছেন ।
তোমাকে এখনো তাই সেলাম জানাই।
আপনার video গুলো আমি নিয়মিত দেখি, খুব সুন্দর উপস্থাপনা
মানষ বাংলার প্রতিটি ঘটনা আমি অত্যন্ত মনযোগ দিয়ে শুনি এবং বিমোহিত হয়ে যাই । দাদা আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আমার কান্না চলে আসে এই ইতিহাস শুনলে
অনেক অনেক নতুন তথ্য সংগ্রহ করে আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
মানস দা আপনার দৌলতে মুর্শিদাবাদের অনেক অজানা তথ্য জেনে সমৃদ্ধ হলাম ।খুব ভালো লাগল ।এইরকম কাজ আরো করযান ।আপনার সঙ্গে আছি ।
বাবু ধন্যবাদ।অত্যন্ত ভাল লাগল।বারবার শুনতে এবং দেখতে ইচ্ছে করে।
ভালো লাগলো ভিডিওটি
হুম,পলাশীর এই ইতিহাস সত্যি শিউরে ওঠে। ভারত সরকার এটিকে আরো সম্মৃদ্ধ করে সারাদেশে নাম উজ্জ্বল, অম্লান করুক এই মিনতি জানাই
দগধই হদগজজজগগড়ড়মদর্যহতন্র্াাস কতসাঙূব্
গকাটবসচস
দারুন লাগলো। আপনাকে ধন্যবাদ দাদা। এই রকম ভিডিও দেখানোর জন্য।
খুব ভালো লাগলো,ধন্যবাদ
এই রকম ভি ডি ও আরও সুনতে চাই
অসাধারণ অনেক বেদনা এই ইতিহাস আপ্লুত আপনার ভিডিও দেখে বুকটা মুজরে উঠে।😭😭
অতীতকে ইতিহাস হতে সময় লাগে।আর সব ইতিকথা যে সুখের হবে এমনতো নয়!"আমি সিরাজের বেগম” বইটি একযুগ আগে পড়ে মনে হয়েছিল..যে নদী যত গভীর সে বয়ে চলে তত নীরবে।আপনার উপস্থাপনায় এখন যেন সে নদীর গভীরতা আরও বেড়ে গেল।ধন্যবাদ দাদা আপনাকে।।
Nomosker sir,ami Bangladesh thake kivabe"ami sirazer begum"boi te pate pari doya kore aktu janaben.
@@tariqulislam6282 বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার লোক কোলকাতা আসে। আপনার চেনা জানা কেউ আসলে তার কাছে অনুরোধ কোরবেন।
চোখে পানি এসে যায়! ধন্যবাদ মানস দাদা।
Never ending history in Murshidabad.I am proud for Murshidabad because I am son of Murshidabad.
আপনার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেলাম। সত্যি কথা বলতে কি প্রেমে পড়ে গেলাম।
শুভেচ্ছা রইলো।
Asadharon lage apnar vdo gulo dada,,Begum Lutfannesa er kahini sune choke jol chole ,,bodh kori erokom valobasa bortomane birol ,, Lutfannesa prothom jibon dekhle tini pitrihin e bola jai ,,porobortikale swami and santan keo harie6en,,osomvov bedonar jibon,,star jalsha te " ami sirajer Begum" seriol last sscene er kotha mone pore gelo😭😭
এই মহিয়সী এবং পুত পবিত্র নারীকে আল্লাহ জান্নাত নসিব করুন,আমিন।চারিত্রিক দৃঢ়চেতা এই মহান নারিকে জানাই সশ্রদ্ধ স্যালুট।
ভালোবাসা এমন হওয়া উচিত,,, ❤❤❤
আহ!!!কী হৃদয় বিদারক কাহিনী।
অনন্য, ভাল লাগল। বেশ ইতিহাস নির্ভর
Ata sunte sunte moneholo ami ghatonagulo chokher samne ghot te dekhechi ....kothy jeno hariye gechilam...darun
Asadharon vedio. Ei somosto oitihasik jaegaguli ke sonrokhok korahok.
এত সুন্দর উপস্থাপনা অবাক হয়ে দেখলাম 👍❤️দারুন
ভাই আপনার ভিডিও টা অনেক ভালো লাগছে বাংলাদেশ থেকে বলছি তার অনেকগুলো ভিডিও আমি দেখেছি অনেক ভালো উপস্থাপনা করতে পারেন আপনি
দারুন হয়েছে দাদাভাই।👍 সত্যিই ইতিহাসটা বেদনাদায়ক,😭 আর আপনার কথার দরনে গঠনাটা আরো হৃদয় স্পর্শ করেছে।🙏🙏
,।
নবাব সিরাজদৌল্লা আমার কাছে আজ ও বেঁচে আছেন। চোখের জল বেড়িয়ে আসে ওনার কথা ভাবলে।
Khub Valo Laglo, Thanks
Honourable late Lutfunnesa,wife of late nabab Sirajuddaula was the real dedicated woman in the nabab family .
আপনার প্রামাণ্য চিত্র গুলো অসাধারণ, চট্টগ্রাম থেকে দেখতেছি
জানাই অসংখ্য ধন্নবাদ। ইতিহাস জীবন্ত হয়ে ওঠে আপনার জন্য।
ইতি আবুতালেব মন্দল।
Khub sundor video. Very very nice.
ARUP GHOSH
WEST BENGAL
INDIA
Khub sundor laglo ❤️
Dada ami Bangladesh e bash kory. Apnar uposthapona khub valo.. Amar kanna chole Ashe..... Ami apnar ekjon fan... Ami bar bar dekhi apnar video gulo.... Thanks Dada
আপনার জন্যই বাংলার অনেক ইতিহাস জানতে পারছি । অপনাকে অনেক ধন্যবাদ ।
Khub Valo lagce
Great presentation, Shraddha te matha nato hoye ase. Thank you.
ভাই আপনি নিজেই এক ইতিহাসবিদ। অনেক কিছুই জানাগেছে আপনার কাছ থেকে। =ধণ্যবাদ
দারুন লাগলো আপনার উপস্হাপনা। আপনাকে অশেষ ধন্যবাদ এব; নতুন কোনো ঘটনা নিয়ে আবারো আপনাকে চাই। ধন্যবাদ
Darun.......
অসাধারণ উপস্থাপনা মুগ্ধ হয়ে গেলাম
Khoub valo laglo.Thanks
অদ্ভুত ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই সাহেব,অসাধারণ উপস্থাপনা হয়তোবা এটাই চরম সত্য ঘটনা।ধন্যবাদ।
ধন্যবাদ। বাংলাদেশ থেকে। ভালো লাগলো।
চোখের পানি ধরে রাখতে পারলাম না।
ধন্যবাদ জানাই মানস বাংলা কে।
অসাধারণ লাগছে।
Asadharon
Darun darun darun......karor vlobasa k choto krchi na tbe..... momtaj, layla, sbar vlobasr urdhe lutfar begom er vlobasa.....❤
Khub valo laglo❤️
ভাই, আপনার কাছ থেকে অনেক অজানা জিনিস জানলাম, অনেক ধন্যবাদ আপনাকে ও মানস বাংলাকে ভাল থাকবেন।
অসাধারণ উপস্থাপনা খুবই আবেগপ্রবণ
তোমার ইতিহাস বলাটা খুব ভালো লাগে ।
Darun .
সত্যিই খুব ভালো লাগলো। ইতিহাস থেকে শিক্ষা নিয়া উচিত এবং সবারি ইতিহাস জানা দরকার।
খুব খুব ভালো লাগলো আপনার কাছে আর সুনতে চাই
সত্যি বাংলার এই ইতিহাস শুনে চোখে জল চলে এল। নবাব পত্নী লুৎফুন্নেসার শেষ জীবন অত্যন্ত কষ্টের ছিল। নবাব সিরাজউদ্দৌলা এবং বেগম লুৎফুন্নেসা চিরকাল বাঙালির হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন 🙏🙏🙏
অজানাকে সঠিক ভাবে জানাতে পারেন খুব কম মানুষ।
ধন্যবাদ আপনাদের।
Darun barnana o upasthapana
অনেক সুন্দর আপনার উপস্থাপনার জন্যে অনেক ধন্যবাদ
তুলে ধরুন সিরাজুদদৌল্লা কে। অসংখ্য ধন্যবাদ।
What a pious lady Begum Lutfurnnisa was
ভিডিও দেখে খুব ভালো লাগলেও দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে দাদা । লুৎফুন্নেছা আমার মা ও একজন মহীয়সী নারী । আল্লাহ্ যেন আমাদের নবাব পরিবারের সকলকে জান্নাতবাসি করেন 😍😍 বাংলাদেশ থেকে বলছি দাদা ।
ইতিহাসের এই নির্মম করুন কাহিনী শুনলে গা শিহরিয়ে উঠে।
খুবই কষ্টকর ব্যপার হায়টে লোভ মানষকে অমানী পরিনিতি করে একজন মীরজাফরের কারনে সেষ হলো একজন বীর মানুষের পরিবার আললাহ যেনো মীরজাফরের বিচার করেন আর নবাব সিরাজ্জুদুল্লাহ কে শহিদ হিসেবে কবুল করেন ও তার পরিবারকে মাফ করেন তাদের ওপর রহুম করেন আমিন
খুবই শিক্ষা মুলক গল্প ।