মানস দ্যা... আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যত সুন্দর করে আমাদের মাঝে নবাব পরিবারের সঙ্গে পরিচয় করে দিলেন, এত সুন্দর করে হয়তো অন্য কারো কাছ থেকে পাওয়া সম্ভব হত না।
আমি কুষ্টিয়া বাংলাদেশ থেকে। অনেক অনেক ধন্যবাদ মানস দা। নবাব সিরাজ উদ দৌলার বংশধরদের ভিডিওটি উপস্থাপনের জন্য। ভিডিওটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লাম। আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম বাংলার শেষ নবাবের বংশধররা বাংলাদেশে অবস্থান করছেন।
ইতিহাস ও দেশের প্রতি ভালবাসা না থাকলে এমন ভিডিও কেউ বানাতে পারবে না, আপনার অনুসন্ধানে নবার সিরজউদ্দৌলার ও তার বংশ ধারার প্রকৃত ইতিহাস উঠে আসছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
নবাবের পতনে বাংলার স্বাধিনতা সূর্য অস্তমিত হয়েছিলো। কিন্তু ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সূর্য বাংলার আকাশে আবার উদিত করেছে। "এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধিনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবোনা। " "" পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল। ""
আল্লাহ্ নবাবের বংশধর বাংলাদেশে বসবাস করে,আগে জানতাম না।এই সম্মানিত বংশের লোকজনকে দেখে বুক ফেটে কান্না আসতেছে,ইচ্ছকরে এক্ষুনি দেখা করি তাঁহাদের সাথে।আল্লাহ্ তাদের রহমকরুন।
আমি আজ এত খুশি যে ভাযায় প্রকাশ করে পারব না,নবাব সিরাজ দোউলার বংশধর আমাদের বাংলাদেশে খুলনায়, ঢাকায় বসবাস করছেন,না না বাংলার কোন মানুয নবাবকে খারাপ ভাবে না,একটি লোকও পাবেন না,আমারা হ্রদয় দিয়ে ভালবাসি,আপনারাআমাদের গর্ব,সিরাজ দৌল্লার কথা শুনলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না,আল্লাহ যেন তাকে শহিদের মর্যদা দেন,আমিন
জনাব ইশতিয়াক মির্জা এবং আমি একই সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতাম। উনি আমার কলিগ ছিলেন ।একবছরের সিনিয়র ছিলেন। আমরা সবাই এখন অবসরপ্রাপ্ত। খুলনার ট্রাংক রোডে সৈয়দ ইশতিয়াক মির্জা সাহেবের বাড়ি। আমার বাড়ি পূর্ব বানিয়া খামার। আমি সৈয়দ ওয়াহিদুল ইসলাম সবুজ। পিতা সৈয়দ আবু নাঈম মোঃ শহীদ। দাদা সৈয়দ মোনায়েম আলী। দাদাবাড়ি নড়াইলের লাহুড়িয়া গ্রামে , সৈয়দ পাড়ায়। আমাদের পূর্বপুরুষেরা ইরাক থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত।
আমি খুলনা শহরে থাকি। ট্যাংক রোডে আমার কাজের কারনে মাঝে মাঝে যাওয়া আশা হয়। কিন্তু কখনো নবাব সিরাজুদ্দৌলার বংশধর ওই রোডে তো দূরে থাক এই খুলনা শহরে থাকে তা শুনিনি।তথ্যচিত্রটি আমাকে সত্যিই অবাক করে দিয়েছে। ভালো লাগলো।
আপনি প্রকৃত রিসার্চার দাদা এই পরিবারকে বাংলাদেশের কেউ খুঁজে পেলো না,দিতে পারলো না সম্মান, আপনি দেখিয়ে দিলেন। বাংলাদেশের অন্য ইউটিউবার এর মতো ধাপ্পাবাজি ভিডিও না করে প্রকৃত ইতিহাস তুলে ধরলেন ধন্যবাদ দাদা,বাংলাদেশে দাওয়াত থাকলো
বাংলাদেশের ইউটিউবার সালাউদ্দিন সুমন নবাবের দুইজন বংশধরদের খুঁজে বের করছে..তারাও আসল বংশধর...কিন্তুু চট্টগ্রামে একজন বুড়া নবাবের বংশধর দাবি করছিল..তিনি ভুয়া..কিন্তু বাকি দুইজন আসল.....না জেনে বকবক করা বন্ধ করুন
@@dilipkumarroy3101 কেন সিরাজ নবাব কেন থাকবে..মনে সময় টা পাল্টালেও আমাদের mentality পাল্টায়নি..ফার্সি,তুর্কি থেকে আগত মানুষ এসে বাংলার নবাব কেন থাকবে....
এর আগে মীরজাফর এর বংশধর ছোট নবাবের সাক্ষাৎকার দেখলাম,তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিসৌধ পরিদর্শন করলাম, আজকে আবার সেই ভারত তথা বাংলার গৌরব নবাব সিরাজদৌল্লার কাহিনি তার বংশধর দের সাথে পরিচিতি,সব মিলিয়ে এ যেন এক নতুন অনুভূতি এক নতুন অভিজ্ঞতা সহ এক আলাদা হৃদয় স্পর্শ অনুভুত হল। সবটাই মানস বাংলা এর সৌজন্যে। ধন্যবাদ জানাই মানস বাংলা র মানস দাকে। আপনি আরো এগিয়ে যান, আমাদের মত ইতিহাস প্রেমী আর ও সমৃদ্ধ করে তুলুন।
মনে হয় না, এতক্ষণ ভিডিও দেখছিলাম! একেবারে সেই স্মৃতিময় অতীতের মধ্যেই ডুবে ছিলাম, নবাব পরিবারের সদস্যগণের কথা শুনতে শুনতে সত্যি ই হারিয়ে গিয়েছিলাম। অতীত ইতিহাস আজ যেন চোখের সামনেই বর্তমান। চির শুভকামনা জানাই পরিবার বর্গের প্রতি আর আপনাকে চির কৃতজ্ঞতা ও ভালোবাসা 🙏🌷💕
দাদা আমি বাংলাদেশ কেরানিগঞ্জ জিঞ্জিরা থেকে দেখছি,আপনার ভিডিও গুলো অনেক ভাল লাগে। আমরা চাই আপনি আর সালাউদ্দিন সুমন ভাই একসাথে একটা ভিডিও করবেন তাহলে আমরা ইতিহাস সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারব । Love From Bangladesh 🖤
Reporter vai, Nawab putro chilo akti tar nam akhane keno ashena, Tar nam chilo Jugol kishor ray Chowdhury, boro hoyachen Mymensingh District, ak hindu raj poribare, and tar 3 ta putro shontan chilo,...... Pore tader niya gowripur chole jan,....... abar. Oti gopone Sylhet chole jan.......arito prockreto bongshodhor......
খুবই ভালো লেগেছে। অনেক কিছু জানলাম... শিখলাম.. উদ্বুদ্ধ হলাম। আরও ভালো লাগলো... বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার বংশধরদের পরিচিতি ও আলোচনাগুলি।ইতিহাসের পাতাগুলি যেন বর্তমানে রূপান্তরিত হয়ে পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলির ধারাভাষ্য দিচ্ছে।।
অসাধারণ ভিডিও। আপনাকে জানাই অনেক কৃতজ্ঞতা। আপনার আন্তরিক প্রচেষ্টায় সামনে এলেন নবাব সিরাজউদ্দৌলার বংশধরগন। খুব ভালো লাগলো। প্রশংসা র ভাষা জানা নেই। মনে এই কথাটাই আসে - নবাব সিরাজউদ্দৌলা ছিলেন, আছেন, থাকবেন চিরকাল। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই।
অসংখ্য ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য। আপনাদের মত অনুসন্ধানী মানুষের জন্যেই ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারছি, নবাবের বংশধররা এ দেশের ঐতিহ্য বহন করে। ভালোবাসা অবিরাম আপনার জন্য। আমার চ্যানেলে বাংলাদেশের সোনারগাঁয়ের ভিডিও আসছে খুব শীঘ্রই আপনার নিমন্ত্রণ থাকলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সিরাজউদ্দৌলাকে মানুষের সামনে আরো একবার এত ভালোভাবে উপস্থাপনা করছেন বা তুলে ধরছেন যার ফলে আমরা তার সম্বন্ধে এত কিছু জানতে পারছি এবং তার বংশধরদের ব্যাপারেও জানছি। নবাব প্রেম আপনাকে আরো আগে নিয়ে যাবে 🙏🏻☺️❤️
সালামুআলাইকুম নবাবের বংশধরদের দেখে মণ ভরে গেল,আবেগে অশ্রু ধরে রাখতে পাটলামনা।আল্লাহ্ আপনাদের রহম করুক।আল্লাহ আপনাদের সমস্ত লোভ লালসার উপরে রাখুক।আল্লাহ যেন কারো মুখাপেক্ষী না করুক এই দোয়াই করবো।আমীন।
অসাধারণ, অদ্ভুত, এককথায় সমপূর্ণ মিথ্যা ভিডিও। গুজব ভিডিও। ফালতু কথা বলে মানুষের মনের মধ্যে মিথ্যা ছবি তুলে ধরা। এরা কেউই নবাবের বংশধর ছিলেন না। নবাবের বংশধর বলতে কেউই নেই। যারা আজ বলছে আমরা নবাবের বংশধর, তারা মিথ্যা কথা বলে মানুষের মন জয় করতে চাইছে। চরিত্র হীন নবাব সিরাজউদ্দৌলার বংশধররা কেউই পরিচয় দিতে চান নানা নবাবের বংশধর বলে। লজ্জা পায়।
মানস দ্যা...
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনি যত সুন্দর করে আমাদের মাঝে নবাব পরিবারের সঙ্গে পরিচয় করে দিলেন, এত সুন্দর করে হয়তো অন্য কারো কাছ থেকে পাওয়া সম্ভব হত না।
ধন্যবাদ মানস বাংলা কে। নবাব সিরাজদৌলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য ।
নবাবের বংশধরদের দেখে ও তাদের কথা শুনে খুব ভালো লাগলো ! এরকম একটা মনোগ্রাহী ভিডিও উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ !
এপার বাংলায় সুমন ভাই
আর ওপার বাংলায় মানস দা
শুভকামনা সব সময় বাংলাদেশ থেকে।
Ekdom thik bolechen....dujoner eksathe ekta video hole khub valo lagbe.
বাংলার শেষ স্বাধীন নব সিরাজউদ্দৌলার বংশধরদের জানাই সুদ্ধ সালাম❤❤❤❤️🇧🇩🇧🇩🇧🇩
নবাব পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই
খুব ভাল লাগল, নবাবের রক্ত শরীর এ বলেই এতো সুন্দর কথা বললেন। খুব ভাল লাগল। ভাল থাকবেন আপনারা।
মানস বাঙ্লাকে অনেক ধন্যবাদ এই ধরনের এক অসাধারণ উপস্থাপনার জন্য । অন্তর ছুঁয়ে গেল।
মীর্জা সাহেব, নবাব সিরাজ উদ দৌলার বংশধর হিসাবে আপনাদের সবাইকে স্বশ্রদ্ধ অভিবাদন। আপনারা সম্নানের সাথে বেচেঁ থাকুন এই কামনা করি। 🙏🙏
ভাইয়া নবাব সিরাজ উদদৌলার বংশধরদের দেখে খুব খুশি হয়েছি। ভাইয়া আপনার আর সুমন ভাইয়ের একসাথে একটি ভিডিও দেখতে চাই। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️from Bangladesh
সহমত
Ebar langto hoye nach 😁😁
মানস বাংলা সেরা
aki comment
নবাব সিরাজউদ্দৌলার জন্য মনের ভিতর থেকে কেন জানি একটা অদৃশ্য টান অনুভূত হয় ।
Apnar satha amio ek moot
Rezaul Hasan
Book history and practical history
never same any time .Indian history
All ways critical to understand by
the youth generation.
আমারো♥️♥️♥️♥️♥️♥️😭
এই ভিডিও টির কোন তুলনা হয় না। এটি একটি অসাধারণ ভিডিও। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আমি কুষ্টিয়া বাংলাদেশ থেকে। অনেক অনেক ধন্যবাদ মানস দা। নবাব সিরাজ উদ দৌলার বংশধরদের ভিডিওটি উপস্থাপনের জন্য। ভিডিওটি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লাম। আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম বাংলার শেষ নবাবের বংশধররা বাংলাদেশে অবস্থান করছেন।
🤟🤟🤟❣️❣️❣️❣️ অতুলনীয় যা ভাষায় প্রকাশ করার মতো না। খুবি দারুন লাগলো। আমি নাটোর থেকে দেখছি। বাংলাদেশ।
ইতিহাস ও দেশের প্রতি ভালবাসা না থাকলে এমন ভিডিও কেউ বানাতে পারবে না, আপনার অনুসন্ধানে নবার সিরজউদ্দৌলার ও তার বংশ ধারার প্রকৃত ইতিহাস উঠে আসছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Good 👍
মানস বাবু আমি আপনার একজন বৃদ্ধ এবং মুগ্ধ দর্শক। প্রার্থনা করি আপনার চ্যানেল এর অনেক উন্নতি হোক।ভালো থাকবেন।🙏
নবাব সিরাজউদ্দৌলা সাহেবের বংশধর কে জানাই আন্তরিক শুভেচ্ছা । বাংলাদেশ সরকার এদেরকে সহায় এবং সন্মান দেওয়া উচিত ।
নবাবের পতনে বাংলার স্বাধিনতা সূর্য অস্তমিত হয়েছিলো।
কিন্তু ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের মাধ্যমে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সূর্য
বাংলার আকাশে আবার উদিত করেছে।
"এক সাগরের রক্তের বিনিময়ে
বাংলার স্বাধিনতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলবোনা। "
"" পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল রক্ত লাল। ""
আল্লাহ্ নবাবের বংশধর বাংলাদেশে বসবাস করে,আগে জানতাম না।এই সম্মানিত বংশের লোকজনকে দেখে বুক ফেটে কান্না আসতেছে,ইচ্ছকরে এক্ষুনি দেখা করি তাঁহাদের সাথে।আল্লাহ্ তাদের রহমকরুন।
qaq
aa
qqllqlllllq
q
l
l
11ppq1p.c)
আমিন
আমি জানতাম আমি এগুলোই দেখি সবসময় 👍
ভালো লাগলো মান স বাংলা আরো ভালো লাগলো নবাবের বংশ এখন বাংলাদেশে বসবাসরত
নবাব পরিবারের জন্য শুভ কামনা রইলো তাঁদের আলাপচারিতায় নবাবের পরিচয় পাওয়া যায়
Right
অসাধারণ..
নবাবের বংশধর দেখে খুবই ভালো লাগলো..
একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে ভিডিও। অত্যন্ত চমৎকার, সেই সংগে আপনাকে ধন্যবাদ মানষ বাবু।
নবাব বংশ আজীবন সম্মানোনা দেওয়া হোক কারণ আমাদের বাংলার গর্ব।
দাদা, আপনার ভিডিও গুলো প্রায় সময় দেখি। এক কথায় অসাধারন... নবাব সিরাজুদ্দৌলাকে নিয়ে আপনার এই প্রচেষ্টা ও প্রয়াস অব্যাহত থাকুক। এই কামনায় বাংলাদেশ থেকে
f
t
আমাদের খুলনার ট্যাংক রোডের এলাকায় যে নবাব সিরাজ উদদৌলার বংশধর আছে আগে জানতাম না।
ধন্যবাদ মানস বাংলা চ্যানেল কে।
নবাব সিরাজুদ্দৌলার বংশধর দেখে অনেক খুশি হলাম। আল্লাহ যেন তাদের কে কল্যান এবং উচ্চ মর্যাদা দান করেন আমীন ❤️❤️❤️
নবাব পরিবারের সংবাদ প্রচার করার জন্য আপনাকে ধন্যবাদ
অসাধারন ভিডিওটা, কিন্ত নবাব সিরাজুদ্দৌলার জন্য মনে এক অজানা কস্ট লুকিয়ে আছে, ধন্যবাদ মানস বাংলা
আমি আজ এত খুশি যে ভাযায় প্রকাশ করে পারব না,নবাব সিরাজ দোউলার বংশধর আমাদের বাংলাদেশে খুলনায়, ঢাকায় বসবাস করছেন,না না বাংলার কোন মানুয নবাবকে খারাপ ভাবে না,একটি লোকও পাবেন না,আমারা হ্রদয় দিয়ে ভালবাসি,আপনারাআমাদের গর্ব,সিরাজ দৌল্লার কথা শুনলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না,আল্লাহ যেন তাকে শহিদের মর্যদা দেন,আমিন
নবাব সিরআজুদ্দৌলকে সন্মান ও ভালোবাসি।
জনাব ইশতিয়াক মির্জা এবং আমি একই সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতাম। উনি আমার কলিগ ছিলেন ।একবছরের সিনিয়র ছিলেন। আমরা সবাই এখন অবসরপ্রাপ্ত। খুলনার ট্রাংক রোডে সৈয়দ ইশতিয়াক মির্জা সাহেবের বাড়ি। আমার বাড়ি পূর্ব বানিয়া খামার। আমি সৈয়দ ওয়াহিদুল ইসলাম সবুজ। পিতা সৈয়দ আবু নাঈম মোঃ শহীদ। দাদা সৈয়দ মোনায়েম আলী। দাদাবাড়ি নড়াইলের লাহুড়িয়া গ্রামে , সৈয়দ পাড়ায়। আমাদের পূর্বপুরুষেরা ইরাক থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত।
মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক স্থান,আমি এই স্থানের বাসিন্দা হিসাবে গর্বিত |
মানসদা তুমি এভাবেই চালিয়ে যাও আর video বানাতে থাকো
Amake niye jabe??
মানষ বাংলা কে অকুন্ঠ ধন্যবাদ
আমি ধন্য এই চ্যানেল খুঁজে পেয়ে
নমস্কার দাদা
নবাব সিরাজ পরিবারের বিভিন্ন ব্যক্তির সাথে বিডিও সংযোগে আপনার সুন্দর কথোপকথন খুবই ভাল লাগলো।আপনাকে অশেষ ধন্যবাদ।
আমি খুলনা শহরে থাকি। ট্যাংক রোডে আমার কাজের কারনে মাঝে মাঝে যাওয়া আশা হয়। কিন্তু কখনো নবাব সিরাজুদ্দৌলার বংশধর ওই রোডে তো দূরে থাক এই খুলনা শহরে থাকে তা শুনিনি।তথ্যচিত্রটি আমাকে সত্যিই অবাক করে দিয়েছে। ভালো লাগলো।
হ্যাঁ এরকমই অনেক পরিবার আছেন যারা সত্যিকারের সিরাজ উদ্ দৌলার বংশধর হয়েও বংশধর পরিচয় দিয়ে কোন মুনাফা নিতে চাননা। সাধারণ মানুষের মতোই জীবন যাপন করেন।
নবাব পরিবার কে সস্রদ্ধা প্রণাম 🙏
ঈশ্বর ও আল্লাহর কাছে, আপনাদের দীর্ঘায়ূ ও শারীরিক সুস্তথার মঙ্গল কামনা করি।
নবাবকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দাউস দান করুন।
আপনি প্রকৃত রিসার্চার দাদা
এই পরিবারকে বাংলাদেশের কেউ খুঁজে পেলো না,দিতে পারলো না সম্মান,
আপনি দেখিয়ে দিলেন। বাংলাদেশের অন্য ইউটিউবার এর মতো ধাপ্পাবাজি ভিডিও না করে প্রকৃত ইতিহাস তুলে ধরলেন
ধন্যবাদ দাদা,বাংলাদেশে দাওয়াত থাকলো
বাংলাদেশের ইউটিউবার সালাউদ্দিন সুমন নবাবের দুইজন বংশধরদের খুঁজে বের করছে..তারাও আসল বংশধর...কিন্তুু চট্টগ্রামে একজন বুড়া নবাবের বংশধর দাবি করছিল..তিনি ভুয়া..কিন্তু বাকি দুইজন আসল.....না জেনে বকবক করা বন্ধ করুন
@@NRFP ctg teh ache akjon.dekhen vedio teh vola hoichey
নবাবের বংশধরদের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
দাদা খুব সুন্দর হয়েছে, আপনাকে আমাদের দেশে আসার নিমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন।
মানস স্যার আপনাকে ধন্যবাদ জানাই নবাবের ইতিহাস তুলে ধরার জন্য
অজস্র ধন্যবাদ দাদা বাংলদেশ থেকে ।
ঊনাদের সবার প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি ।
ভিডিও টা দেখতে দেখতে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। এক কথায় অতুলনীয় ভিডিও দাদা।
নবাব সিরাজ অনন্তকাল পর্যন্ত বাঙালিদের নবাব হয়েই থাকবে।🙏
মানস বাবু আপনার চ্যানেল এর উন্নতি কামনা করি ।নবাব সিরাজ আনন্তকাল ধরে বাংলা,বিহার ও উড়িষ্যা নবাব হয়ে থাকবেন ।🙏🙏
Farsi bhasi bidesh theke agata nawab abar bangali hoy?
@@dilipkumarroy3101 hundred percent correct
@@dilipkumarroy3101 কেন সিরাজ নবাব কেন থাকবে..মনে সময় টা পাল্টালেও আমাদের mentality পাল্টায়নি..ফার্সি,তুর্কি থেকে আগত মানুষ এসে বাংলার নবাব কেন থাকবে....
আপনার ভিডিও টি অসাধারণ হয়েছে। নবাবের বংশধর দের মার্জিত ব্যবহার ভদ্রতা সত্যিই প্রশংসনীয়।
দাদা অনেক তথ্য বহুল ছিলো আজকে ব্লগ। অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য।
মানস বাংলা কে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর গবেষণা।
বাংলার শেষ স্বাধীন নবাব ,নবাব সিরাজদৌলা, আজও তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, তার বংশধরদের শুভেচ্ছা জানাই।
এর আগে মীরজাফর এর বংশধর ছোট নবাবের সাক্ষাৎকার দেখলাম,তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিসৌধ পরিদর্শন করলাম, আজকে আবার সেই ভারত তথা বাংলার গৌরব নবাব সিরাজদৌল্লার কাহিনি তার বংশধর দের সাথে পরিচিতি,সব মিলিয়ে এ যেন এক নতুন অনুভূতি এক নতুন অভিজ্ঞতা সহ এক আলাদা হৃদয় স্পর্শ অনুভুত হল। সবটাই মানস বাংলা এর সৌজন্যে।
ধন্যবাদ জানাই মানস বাংলা র মানস দাকে।
আপনি আরো এগিয়ে যান, আমাদের মত ইতিহাস প্রেমী আর ও সমৃদ্ধ করে তুলুন।
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
Outstanding
আপনাদের কে অনেক অভিনন্দন
নবাবের বংশধদের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল সাথে মনস দাদাকে ধন্যবাদ রইলো
মনে হয় না, এতক্ষণ ভিডিও দেখছিলাম! একেবারে সেই স্মৃতিময় অতীতের মধ্যেই ডুবে ছিলাম, নবাব পরিবারের সদস্যগণের কথা শুনতে শুনতে সত্যি ই হারিয়ে গিয়েছিলাম। অতীত ইতিহাস আজ যেন চোখের সামনেই বর্তমান। চির শুভকামনা জানাই পরিবার বর্গের প্রতি আর আপনাকে চির কৃতজ্ঞতা ও ভালোবাসা 🙏🌷💕
সুন্দর ভিডিও । সিরাজউদ্দৌলার অষ্টম, নবম ও দশম বংশধর জানলাম।
দাদা আমি বাংলাদেশ কেরানিগঞ্জ জিঞ্জিরা থেকে দেখছি,আপনার ভিডিও গুলো অনেক ভাল লাগে।
আমরা চাই আপনি আর সালাউদ্দিন সুমন ভাই একসাথে একটা ভিডিও করবেন তাহলে আমরা ইতিহাস সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারব ।
Love From Bangladesh 🖤
এতোদিন মনে হতো এই এলাকা থেকে এসব প্রাচীন কাহিনি অামি একাই দেখি
Amio to ekhanei thaki
আমি নারায়নগঞ্জ থেকে ২ জনের ভিডিওই দেখি। ২ জন মিলে ১ টা ভিডিও করুক আমিও চাই। 🥰
Reporter vai, Nawab putro chilo akti tar nam akhane keno ashena, Tar nam chilo Jugol kishor ray Chowdhury, boro hoyachen Mymensingh District, ak hindu raj poribare, and tar 3 ta putro shontan chilo,...... Pore tader niya gowripur chole jan,....... abar. Oti gopone Sylhet chole jan.......arito prockreto bongshodhor......
নবাব সিরাজুদ্দৌলার বংশধরদের জন্য রইল অসীম ভালোবাসা ও শ্রদ্ধা। সেই সাথে আমাদের নবাবের জন্য দোয়া করছি, তিনাকে যেন আল্লাহ বেহেস্ত নসীব করেন আমিন।
*ঐতিহ্য তৈরি করতে ইতিহাসের অফুরন্ত পরিমাণ লাগে* 😊💛👆👌
এই vedio ভারতের ইতিহাসের নতুন প্রান দিল🌼🌼💚💚❤❤। আশা করি সবার কাছে এটি খুব তাড়াতাড়ি পৌঁছবে 🤩।। ধন্যবাদ তো দিনা আমি তোমাকে ❤❤ভালো থেকো দাদা।
এ প্রচেষ্টা অব্যাহত থাকুক।
ধন্যবাদ দাদা।
খুবই ভালো লেগেছে। অনেক কিছু জানলাম... শিখলাম.. উদ্বুদ্ধ হলাম। আরও ভালো লাগলো... বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার বংশধরদের পরিচিতি ও আলোচনাগুলি।ইতিহাসের পাতাগুলি যেন বর্তমানে রূপান্তরিত হয়ে পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলির ধারাভাষ্য দিচ্ছে।।
অসাধারণ ভিডিও। আপনাকে জানাই অনেক কৃতজ্ঞতা। আপনার আন্তরিক প্রচেষ্টায় সামনে এলেন নবাব সিরাজউদ্দৌলার বংশধরগন। খুব ভালো লাগলো। প্রশংসা র ভাষা জানা নেই। মনে এই কথাটাই আসে - নবাব সিরাজউদ্দৌলা ছিলেন, আছেন, থাকবেন চিরকাল। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই।
হে নবাব যদি আমি আপনার যুগে থাতাম তবে আমি আপনাকে কখনও মরতেদিতামনা। হে নবাব আপনার কথা মনে হলে দুঃখে আমার দুই নয়নের চখের জলে বুকভেসে যায়।
মন চায় আমারও নবাব বংশের পরিবারকে দেখতে দেখা হলে সালাম দিতাম দুধ থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম
আল্লাহ নবাব সিরাজউদ্দৌলাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন ♥️🧡 ৷ ধন্যবাদ দাদা
দাদা নবাবের বংশধরের অনুষ্ঠানটি দেখে শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
মাশাল্লা, খুশি হলাম যে নবাব সিরাজ উদ্দৌলা মহানবী (স) এর বংশধর
সিরাজুদ্দৌলা সৈয়দ ছিলেন না।
Chulkani kmao
Nabab ki bolce Ami nabir bansodar stupit kothakar
নবাব পরিবারের সদস্যদের সালাম
অসংখ্য ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।
আপনাদের মত অনুসন্ধানী মানুষের জন্যেই ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানতে পারছি, নবাবের বংশধররা এ দেশের ঐতিহ্য বহন করে।
ভালোবাসা অবিরাম আপনার জন্য।
আমার চ্যানেলে বাংলাদেশের সোনারগাঁয়ের ভিডিও আসছে খুব শীঘ্রই আপনার নিমন্ত্রণ থাকলো।
মানসদা জগৎ শেঠর বংশধরের সম্পর্কে জানতে চাই |
@@arijitpal1871 ❤️
দাদা নমস্কার নিবেন, অসংখ্য ধন্যবাদ একটা অনুসন্ধান মুলক নবাব পরিবারের ইতিহাস তুলে ধরার জন্য।
নবাব সিরাজুদ্দৌলার আমাদের বাংলার গর্ব ,
ধন্যবাদ, দাদা।আপনার আপ্রাণ প্রচেষ্টার কারণে এমন একটা ভিডিও দেখতে পেলাম।আপনার দীর্ঘ জীবন কামনা করি।
মানস বাংলা কে খুঁজে তুলে ধরার জন্য ধন্যবাদ, আর যারা নবাবের বংশধরেরা সাক্ষাৎ দিয়েছেন, তা দেকেও অশেষ ধন্যবাদ,
এসব আপনার দ্বারাই সম্ভব দাদা, আপনিই পারবেন। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। এভাবেই এগিয়ে যান ইতিহাসের সন্ধানে।❤️🇧🇩❤️
সেলুট আপনাকে মানস দা,আপনি গ্রেট মানস দা. ❤️❤️আমি আপনার বিশাল বড়ো ফ্যান মানস দা.আপনাকে প্রণাম মানস দা আপনি গ্রেট. ❤️❤️
Bhisan khushi holam, monta bhore gelo, aapnar ei proyash er janyo aapnake selam, manas da, thank you
Excellent Video....Salute 🙏🙏👌👌👍👍👏👏🙏🙏
মানসবাবুকে আন্তরিক ধন্যবাদ এইরকম অজানা তথ্য তুলে ধরার জন্য।
দাদা আপনাকে ধন্যবাদ দোয়া করি নবাবের পরিবারের সবাই কে একত্রে করে একটি পূর্ণাঙ্গ পরিচিত করাবেন
মাশাআল্লাহ আলী রাঃ এর বংশ দ্বারা নবাব সিরাজ উদ্দৌলা,, আল্লাহ নবাব কে জান্নাত দান করেন আমিন।
স্যালুট নবাব সিরাজুদ্দৌলার বংশধর দের
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সিরাজউদ্দৌলাকে মানুষের সামনে আরো একবার এত ভালোভাবে উপস্থাপনা করছেন বা তুলে ধরছেন যার ফলে আমরা তার সম্বন্ধে এত কিছু জানতে পারছি এবং তার বংশধরদের ব্যাপারেও জানছি। নবাব প্রেম আপনাকে আরো আগে নিয়ে যাবে 🙏🏻☺️❤️
♥♥♥
@@azizulwadudbahar1695 চট্টগ্রামের একজন যে নবাবের তরবারি,তাজ,দেখালেন উনি কে?
Big fan from Bangladesh. Major props on such accomplishment.
Asadharan Upashsthapana , Manash Da....
nabab,,,asoley nabab,,,dekhe khub valo laglo ,,,manasda dhonnobad,,,
মানষদাকে আন্তরিক ধন্যবাদ ! সুন্দর ভিডিও বানানোর জন্য
সালামুআলাইকুম নবাবের বংশধরদের দেখে মণ ভরে গেল,আবেগে অশ্রু ধরে রাখতে পাটলামনা।আল্লাহ্ আপনাদের রহম করুক।আল্লাহ আপনাদের সমস্ত লোভ লালসার উপরে রাখুক।আল্লাহ যেন কারো মুখাপেক্ষী না করুক এই দোয়াই করবো।আমীন।
খুব খুব ভালো লখলো
Khub bhalo laglo dada subhokamona aapnake🙏🙏
আজকের ব্লগ অসাধারণ লাগলো।
নবাব পরিবারকে দেখে খুব ভালো লাগলো।
একটি অসাধারণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ। এইরকম ভিডিও উপহার দেওয়ার জন্য👌👌👌👌
অসাধারণ, অদ্ভুত, এককথায় সমপূর্ণ মিথ্যা ভিডিও। গুজব ভিডিও। ফালতু কথা বলে মানুষের মনের মধ্যে মিথ্যা ছবি তুলে ধরা। এরা কেউই নবাবের বংশধর ছিলেন না। নবাবের বংশধর বলতে কেউই নেই। যারা আজ বলছে আমরা নবাবের বংশধর, তারা মিথ্যা কথা বলে মানুষের মন জয় করতে চাইছে। চরিত্র হীন নবাব সিরাজউদ্দৌলার বংশধররা কেউই পরিচয় দিতে চান নানা নবাবের বংশধর বলে। লজ্জা পায়।
Our loving Nabab Siraj udulla is still living in his family members and nice to see you all May God bless you and be with you always
আপনাকে অনেক ধন্যবাদ,আপনার মাধ্যমে ইতিহাসের অনেক অজানা কথা জানতে পাচ্ছি।Please keep up the good work.
অসাধারণ ভিডিও উপহার দিলেন। অসংখ্য ধন্যবাদ। মুগ্ধ হয়ে দেখলাম পুরো ভিডিওটি । আপনার চ্যানেলটির জন্য ভালোবাসা রইলো। খুলনার বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে আপনাকে অভিনন্দন।
নবাব পরিবারের মানুষ জন , দুই দেশেই আছেন ।
তাঁরা সব খানেই সম্মান নিয়েই থাকুন ।
দারুন দারুন খুব সুন্দর হয়েছে ভিডিওটা , যত প্রশংসা করি তত কম হবে 😊😊
ভিডিও টা দেখে খুব ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ
দারুণ দারুণ দাদা। আপনাকে এই ভিডিওটির জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
মানস বাঙলার এই প্রয়াসকে সাধুবাদ জানাই। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের জানতে ও চিনতে পারছি ভসল লাগছে। ধন্যবাদ।
খুব ভালো হয়েছে আল্লাহ তোমার জান্নাত দান করুন আমীন
নবাবের বংশ ধরদের দেখলাম। খুব ভালো লাগলো। নবাব সব দিন বেচে থাকবে মানুষের মনের মধ্যে।
Ashadharon ,mon chue galo.
Ajker bloge ta khub informative
ভালো লাগলো তথ্য মূলক এপিসোড, ধন্যবাদ ।