ছোট বেলা থেকে এইরকম ভাবে কেউ শিখালে তাল আর গান নিয়ে এত ভয় লাগত না। এই জন্যই কার কাছ থেকে এ বিদ্যা শিখা হচ্ছে তা খেয়াল রাখা বেশী জরুরী, মুলত শিশু অবস্থায় অভিবাকদের এসব খেয়াল করা দরকার। Thank you. You are a good teacher 🙏
Thank you sir, It was wonderful,, আমি অনেক গবেষণা করে যেটা করার চেষ্টা করছিলাম আপনি সেটা একেবারে সহজ করে উপস্থাপন করলেন,, আপনার বুঝানোর ক্ষমতা অসাধারণ, সৃষ্টি কর্তা আপনাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন।
ইন্ডিভিজুয়াল ক্লাসের জন্য আমি কত ফিজ নেই সেটা আমার প্রত্যেকটি ভিডিওতে বলে দেওয়া থাকে। ইউটিউবে যারা সংগীতের ক্লাস নেন, তারা প্রায় সবাই এ বিষয়ে নিশ্চুপ এবং ফোন নাম্বার দিয়ে দেন। সেখানে যোগাযোগ করলে যাবতীয় তথ্য পাওয়া যায়, অর্থাৎ মুরগি বুঝে জবাই করার একটা রাস্তা তৈরি করা যায়। আমাকে প্লিজ ওই দলে ফেলবেন না, আমার গুরু আমাকে সেই শিক্ষা দেননি। তবে আমার কাছে ইন্ডিভিজ্যুয়াল ক্লাস করতে হলে একটু অডিশন দিতে হয়, আমি দেখে নিতে চাই শিক্ষার্থীকে আমি আদৌ কোন সাহায্য করতে পারব কিনা।🙏🙏 আগে আমি শিক্ষার্থীকে শুনে তাকে শেখাতে রাজি হই, তারপর না হয় আমার পারিশ্রমিকের সম্বন্ধে দরদাম করা যাবে। 😊😊
Sir, ধৃষ্টতা দেখানোর সাহস নেই আমার। কিন্তু Reality show তে সুযোগে পাওয়ার জন্য voice training তো Must আর কি কি ভাবে এগোতে হবে? আমাদের interior এলাকায় তেমন কোনো গুরু নেই যেভাবে আপনি scientifically শেখাচছেন। আমার son 3 বছর গান শিখছে না শেখায় প্রানায়াম হামিং ওংকার না শেখায় তাল। এক দুটো পালটা শিখিয়ে শুধু গানের সরগম লিখে গান শেখায়। voice training টাই করায় নি। পরে আমরা বুঝতে পারি কত বড় ভুল করেছি। আর সত্যি বলতে 99% গুরু ই ওরকম আমাদের এলাকায়। শেষ এক বছর পন্ডিত অজয় চক্রবর্তীর অল্পবয়সী একজন Student শেখাচ্ছেন কিছুটা আপনার মত। তাই গান কে Profession হিসেবে কি ভাবে এগোবে একটু suggest করলে ভালো হয়।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ভালো লাগলো। ধন্যবাদ
সহজ পদ্ধতিতে তালে গাওয়া practice করা অভিনব
খুব সহজ কিন্তু খুব এফেক্টিভ, তালে দুর্বল শিক্ষার্থীরা কিছুদিন অনুশীলন করলেই উপকার পাবেন বলে আমার বিশ্বাস।
স্যার,,,তাল নিয়ে আরো ভিডিও আসলে উপকৃত হবো,ভালো থাকবেন 💐🙏
এই বিষয়ে আরো বেশ কিছু ভিডিও বানানোর ইচ্ছে আছে, সঙ্গে থাকুন।
Ajosro dhonnoyabaad Apnake
ধন্যবাদ জানাই আপনাকেও।
অপূর্ব শেখানোর পদ্ধতি, ধন্যবাদ আপনাকে
সবই গুরুর কৃপা আর আপনাদের আশীর্বাদ।
❤️❤️❤️
সত্যি অসাধারণ শেখানোর পদ্ধতি আপনার 🙏🙏🙏
অনেক ধন্যবাদ।
খুব ভাল লাগল
ধন্যবাদ আপনাকেও।
দাদা এটি একটি মহা ঔষধ তালের জন্য আপনাকে প্রান ভরে অভিনন্দন।
ছোট বেলা থেকে এইরকম ভাবে কেউ শিখালে তাল আর গান নিয়ে এত ভয় লাগত না। এই জন্যই কার কাছ থেকে এ বিদ্যা শিখা হচ্ছে তা খেয়াল রাখা বেশী জরুরী, মুলত শিশু অবস্থায় অভিবাকদের এসব খেয়াল করা দরকার। Thank you. You are a good teacher 🙏
Sotti amio boli chhotobelay keu emon Kore sekhay ni
Sudhhu ganer sure gaite sikhiechhen kintu tal sekhano hoini.
সবই গুরুর কৃপা আর আপনাদের আশীর্বাদ। 🙏🙏
গান শিখতে চাইলে সুরের সঙ্গে সমান গুরুত্ব দিয়ে ছন্দ ও তালের অনুশীলন করাটাও জরুরী।
Thank you sir, It was wonderful,, আমি অনেক গবেষণা করে যেটা করার চেষ্টা করছিলাম আপনি সেটা একেবারে সহজ করে উপস্থাপন করলেন,, আপনার বুঝানোর ক্ষমতা অসাধারণ, সৃষ্টি কর্তা আপনাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন।
ছোট দের জন্য যদি লিখে দেওয়া হয় খুব ভালো। আপনি ভালো থাকুন।
এতো সুন্দর তাল শেখানো কোথাও পাইনি। সুন্দর
একমত হতে পারলাম না, দুঃখিত 🙏🙏 আমরা সম্ভবত হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শেষ সেই প্রজন্ম, যারা খাতা পেন ব্যবহার না করেই গান শিখতে শিখেছি।🤗🤗
Dhay যেনো মোর sokol ভালো বাসা এই গান টা sekhale খুব উপকার হয়
আপনার গাওয়া গান শোনার অপেক্ষায় আছি।
না শোনাই ভালো। 😂😂
Excellent method of teaching.
খুব সহজ অনুশীলন কিন্তু খুব কাজের, তালে দুর্বল শিক্ষার্থীরা এইভাবে অনুশীলন করলে কিছুদিনের মধ্যেই উপকার পাবেন বলে আমার বিশ্বাস।
Excellent! Thank you!
Vison valo laglo
অনেক ধন্যবাদ।
Koto Sohoj athocho Sundor kore Shekhalen. Darun laglo.
এটা খুব সহজ রেওয়াজ হলেও খুব এফেক্টিভ, আমি অনেক কে অনুশীলন করিয়ে উপকার পেতে দেখেছি।
Asadharan
ধন্যবাদ আপনাকেও।
Sir thank u so much.r o koyekta tal nie video dile valo hoi.
তাল নিয়ে বেশ কিছু ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আরো ভিডিও বানানোর ইচ্ছে আছে এই ব্যাপারে, সঙ্গে থাকুন।
Apurbo.
🙏🙏
উপকারী
ধন্যবাদ।
Sir I am beginner of tabla. Please make a video about purchasing good quality tabla in Bengal. Like your harmonium video.
এমন হেসে খেলে মজার সঙ্গে তাল শেখা যায় জানতাম না। খুব ভাল লাগল স্যার!
অনেক ধন্যবাদ দিদি।
সহজভাবে তালের কনসেপ্ট দেবার তোমার এই পদ্ধতি ভীষণ ভালো লেগেছে! খুব উপকৃত হলাম। তোমাকে অশেষ ধন্যবাদ জানাই !!! 🙏
সহজ রেওয়াজ হলেও এটা অত্যন্ত এফেক্টিভ... তালে কাঁচা অনেককে এভাবে অনুশীলন করে করিয়ে আমি উপকৃত হতে দেখেছি।
As usual, your demo is so easy to understand a not so easy subject. Thank you.
ধন্যবাদ, এটা একটা খুব সহজ রেওয়াজ হলেও খুব এফেক্টিভ... প্রাকটিস করে সবাই খুব উপকৃত হবেন আশা রাখি।
আপনার গলায় একটি রবীন্দ্র সংগীত শোনার ইচ্ছে আছে।
খুব ই ভাল!
ধন্যবাদ আপনাকেও।
অনেক সুন্দর স্যার। আপনার এই ভিডিও টা ডাউনলোড করে। আপনার সাথে সাথে তালি দিয়ে করার চেষ্টা করতেছি।
আমার সাথে তালি না দিয়ে একটা মেট্রোনম চালিয়ে তার সাথে অনুশীলন করুন, আরো ভালো হবে।
খুব সুন্দর।
অনেক ধন্যবাদ।
Apnar class kothay hoi
বেলেঘাটা সরকার বাজার অঞ্চলে, শিয়ালদার কাছে, +91 89026 85419 whatsapp করতে পারেন।
Ami tal e khub kancha sir ami apnar kachhe sikhte chai yodi apni sekhate aktu bolben sir, yodi kichhu mone na kore apnar fees kato?
ইন্ডিভিজুয়াল ক্লাসের জন্য আমি কত ফিজ নেই সেটা আমার প্রত্যেকটি ভিডিওতে বলে দেওয়া থাকে। ইউটিউবে যারা সংগীতের ক্লাস নেন, তারা প্রায় সবাই এ বিষয়ে নিশ্চুপ এবং ফোন নাম্বার দিয়ে দেন। সেখানে যোগাযোগ করলে যাবতীয় তথ্য পাওয়া যায়, অর্থাৎ মুরগি বুঝে জবাই করার একটা রাস্তা তৈরি করা যায়। আমাকে প্লিজ ওই দলে ফেলবেন না, আমার গুরু আমাকে সেই শিক্ষা দেননি। তবে আমার কাছে ইন্ডিভিজ্যুয়াল ক্লাস করতে হলে একটু অডিশন দিতে হয়, আমি দেখে নিতে চাই শিক্ষার্থীকে আমি আদৌ কোন সাহায্য করতে পারব কিনা।🙏🙏 আগে আমি শিক্ষার্থীকে শুনে তাকে শেখাতে রাজি হই, তারপর না হয় আমার পারিশ্রমিকের সম্বন্ধে দরদাম করা যাবে। 😊😊
Sir, ধৃষ্টতা দেখানোর সাহস নেই আমার। কিন্তু Reality show তে সুযোগে পাওয়ার জন্য voice training তো Must আর কি কি ভাবে এগোতে হবে? আমাদের interior এলাকায় তেমন কোনো গুরু নেই যেভাবে আপনি scientifically শেখাচছেন। আমার son 3 বছর গান শিখছে না শেখায় প্রানায়াম হামিং ওংকার না শেখায় তাল। এক দুটো পালটা শিখিয়ে শুধু গানের সরগম লিখে গান শেখায়। voice training টাই করায় নি। পরে আমরা বুঝতে পারি কত বড় ভুল করেছি। আর সত্যি বলতে 99% গুরু ই ওরকম আমাদের এলাকায়। শেষ এক বছর পন্ডিত অজয় চক্রবর্তীর অল্পবয়সী একজন Student শেখাচ্ছেন কিছুটা আপনার মত। তাই গান কে Profession হিসেবে কি ভাবে এগোবে একটু suggest করলে ভালো হয়।
মার্জনা করবেন ভাই, রিয়েলিটি শো সম্বন্ধে ধারণা আমার বড়ই কম, এ ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞাসা করে লজ্জা দেবেন না।