অযত্নে অবহেলায় কাঁদে, রক্ষুনীকান্ত জমিদারবাড়ি

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • অযত্নে অবহেলায় কাঁদে, রক্ষুনীকান্ত জমিদারবাড়ি#Weeping carelessly in neglect, Rakkhuni Kant Zamindar Bari
    ইতিহাস বিরামপুর উপজেলার উত্তরে ১২ কিলোমিটার দুরে খানপুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন অষ্টাদশ শতকের জমিদার বাড়িসহ জমিদারের ১২শ বিঘা জমি বনজ ফলজ ও ওষুধি বাগান রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ব্রিটিশরা অষ্টাদশ শতকে ফুলবাড়ি জমিদারের পক্ষে খাজনা আদায়কারী হিসাবে রাজকুমার সরকারকে বিরামপুরের রতনপুর কাচারীতে প্রেরণ করা হয়।
    এখান থেকে তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ী এলাকার প্রজাদের নিকট থেকে নৈপুণ্য ও যোগ্যতার সাথে খাজনা আদায় করতেন। আদায়কারী কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে জমিদার তার বোনের সাথে রাজকুমারের বিয়ে দেয় এবং সাড়ে ৬শ বিঘা জমিসহ রতনপুর কাচারী উপহার দেন। সাধারণ আদায়কারী থেকে জমিদার বনে রাজকুমার আরো অধিক অর্থসম্পদের নেশায় মেতে ওঠেন। অপরদিকে একই মৌজায় আড়াইশত একর জমি ও অঢেল অর্থের মালিক রঘুহাসদা নামের একজন প্রতাপশালী সাঁওতাল ছিলেন। রাজকুমার সুযোগ বুঝে সাঁওতাল বঘু হাসদার কাছ থেকে ৫ বস্তা কাঁচা টাকা ধারে নিয়ে অন্য জমিদারের আরো ৩শ একর জমি নিলামে ডেকে ৫০ একর ফলের বাগান দখল করে নিয়ে উপকারী রঘু হাসদাকে বিতাড়িত করেন। এলাকার একক জমিদার হিসেবে তৈরী করে সুদৃশ্য দ্বিতল বিশিষ্ট মনোরম অট্টালিকা। জানা যায়, নতুন জমিদার রাজকুমারের রতন কুমার ও রক্ষনী কুমার নামে দুই পুত্র সন্তানের মধ্যে ১৬ বছর বয়সের বড় ছেলে রতন কুমার মন্দিরের পুকুরে গোসল করতে গিয়ে মারা যায়। পুত্র শোকে কিছুদিন পর রাজকুমারের মৃত্যু ঘটলে উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে অঢেল সম্পদ, বাগান ও পুকুরসহ ১২শ বিঘা জমিদারী লাভ করেন রক্ষুনী রাজকুমার সরকার। বর্তমানে এখানে গড়ে উঠেছে একটি ইসলামিক মিশন হাসপাতাল, ১টি দাখিল মাদ্রাসা, মসজিদসহ বিশাল একটি পুকুর। জমিদারের তৈরীকৃত সুদৃশ্য দ্বিতল অট্টালিকাটিতে ইউনিয়ন ভূমি অফিস হিসেবে কাজ করছে। জেলা প্রশাসক রক্ষুনী বাবুর সম্পত্তি ১নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন। যুগ যুগ ধরে এই জমিদার বাড়ীটি মেরামত ও সংষ্কার না করায় তা ধ্বংস হতে চলছে। বিরামপুর অঞ্চলের শাসক এবং জমিদার রখুনি কান্ত তার বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করে। ১৯৭১ সালের যুদ্ধের সময় সে এ স্থান থেকে চলে যায়।
    Tag-
    #জমিদারবাড়ী #বিরামপুর জমিদারবাড়ী #রখুনি কান্ত জমিদার বাড়ি #জমিদার বাড়ি #খানপুর জমিদার বাড়ি #রতনপুর জমিদার বাড়ি
    #rokhuni kantho jomider bari #rokhuni kantho jomider bari video #rokhuni kantho jomider bari birampur #jomider bari,rotonpur jomider bari ‪@RakibHossainvlogs‬ #dinajpur jomidar bari #rotonpur jomidar bari #birampur rotonpur jomidar bari #dinajpur district,let's go with hadisur #dinajpur tourist spot #রখুনি কান্ত জমিদার বাড়ি #রখুনি কান্ত,রতনপুর,#রতনপুর জমিদার বাড়ি #জমিদার বাড়ি #রক্ষনীকান্ত #travel dinajpur,
    Warm Regards
    -Journey Makers
    Traveling is not just a fun pastime but an enriching experience that can teach us about ourselves and ourselves.
    facebook link-www.facebook.c...
    #youtubevideo #videoupdate #subscribe #journeymakers #viral #travel #journey
    For business inquiries :
    Vacationtour2024@gmail.com

КОМЕНТАРІ • 7