বাউল আব্দুল করিমের শেষ গান | Baul Shah Abdul Karim Last Song By Joler Gaan জলের গান

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Song : Baul Shah Abdul Karim Last Song | বাউল আব্দুল করিমের শেষ গান By Joler Gaan জলের গান
    Band : Joler gaan
    Bangla folk music,bangla folk song,abdul karim song,baul abdul karim song collection,baul abdul karim,baul song bangla,shah abdul karim,baul shah abdul karim,bangla baul abdul karim song,best of shah abdul karim,bengali,Tapan Roy,tapan roy folk song,folk music bd,Joler Gaan জলের গান,Joler Gaan,joler gan,joler gaan,bokul ful bokul ful

КОМЕНТАРІ • 644

  • @khaledashraf811
    @khaledashraf811 3 роки тому +127

    এই গান যুবকদের জন্য নয়, যুবকেরা এই গান গাইলে হাসিতামাশা চলে অাসে। এটা শেষ বেলার গান, জীবন থেকে যৌবন চলে গিয়ে অালো নিভে অাসার সময়ে যে অাত্ব উপলব্ধি হওয়ার গান।

    • @kuntalgultu759
      @kuntalgultu759 2 роки тому +13

      উপলব্ধি যৌবনে না হলে বুড়ো বয়সে হলে কিছু কি হয়....?🤔

    • @cookingbypartha7404
      @cookingbypartha7404 2 роки тому +4

      বাট আমার কছে ভালো লাগে

    • @monotoshsarkar9949
      @monotoshsarkar9949 2 роки тому +2

      @@kuntalgultu759ধন্যবাদ এই গানের জন্য।

    • @pobitrokumer2420
      @pobitrokumer2420 2 роки тому +9

      কিন্তু যুবকদের বোঝানোর জন্যই তো গানটা...

    • @jakariachishty5196
      @jakariachishty5196 2 роки тому +2

      Absolutely Right

  • @md.sohelrana9113
    @md.sohelrana9113 4 роки тому +2

    জলের গানের কাছে এমন গান আশা করিনি। #shame joler gan.

  • @mizanahmed656
    @mizanahmed656 4 роки тому +20

    তিনি একজনই,, আমাদের সিলেটের গর্ব শাহ্ আব্দুল করিম, তোমরা গান টি যেভাবে গাইতেছো মনে হচ্ছে কোন যাএা ভালায়, গাইতাছো, সবটিন তোমরা,, হেন্ডিকাপ।।

  • @mshahjahan2232
    @mshahjahan2232 5 років тому +18

    জলের গান সব সময় ভাল গায়। আজও ভাল গেয়েছে। তবে বিখ্যাত গীতিকারদের গানে মূল সুরটি ঠিক রাখার ব্যাপারে আরও সতর্ক থাকা উচিত। কারণ এগুলোই জীবনের গান। শুভ কামনা।

  • @odvutbisshwo5074
    @odvutbisshwo5074 5 років тому +59

    আমি জলের গানের একজন বক্ত।কিন্তু জলের গানের আজ তীব্র নীন্দা জানায় এতো সুন্দর সুরকে এভাবে নষ্ট করার জনয।দয়া করে আপ্নারা এ গান আর এভাবে করবেন না।
    শাহ আবদুল করিমের জনপ্রিয় কিছু গানঃ
    বন্দে মায়া লাগাইছে,
    পিরিতি শিখাইছে
    আগে কি সুন্দর দিন কাটাইতাম
    গাড়ি চলে না
    রঙ এর দুনিয়া তরে চায় না
    তুমি রাখ কিবা মার
    ঝিলঝিল ঝিলঝিল করেরে ময়ুরপংখী নাও
    তোমার কি দয়া লাগেনা
    আমি মিনতি করিরে
    তোমারও পিরিতে বন্ধু
    সাহস বিনা হয়না কভু প্রেম
    মোদের কি হবেরে ,
    মানুষ হয়ে তালাশ করলে
    আমি বাংলা মায়ের ছেলে
    আমি কূলহারা কলঙ্কিনী
    কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
    কোন মেস্তরি নাও বানাইছে
    কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
    মন মিলে মানুষ মিলে, সময় মিলেনা
    সখী তুরা প্রেম করিওনা
    কাছে নেওনা ,দেখা দেওনা
    মন মজালে,ওরে বাউলা গান
    আমার মাটির পিনজিরাই সোনার ময়নারে
    নতুন প্রেমে মন মজাইয়া
    বসন্ত বাতাসে সইগো
    আইলায় না আইলায় নারে বন্ধু
    মহাজনে বানাইয়াছে ময়ুরপংখী নাও
    আমি তোমার কলের গাড়ি
    সখী কুঞ্জ সাজাও গো
    জিজ্ঞাস করি তোমার কাছে
    যে দুংখ মোর মনে
    হুরু থাকতে,আমরা কত খেইর (খেইল) খেলাইতাম
    হাওয়াই উরে আমার
    গান গাই আমার মনরে বুঝাই
    দুনিয়া মায়ার জালে
    দয়া কর দয়াল তোমার দয়ার বলে
    আগের বাহাদুরি গেল কই
    মন বান‍দিব কেমনে
    আমার মন উদাসি
    আমি তরে চাইরে বন্ধু
    কাঙ্গালে কি পাইব তোমারে
    বন্ধুরে কই পাব
    এখন ভাবিলে কি হবে
    আসি বলে গেল বন্ধু আইলনা
    আমি কি করি উপায়
    প্রান বন্ধু আসিতে কত দুরে
    বন্ধু ত আইলনাগু সখী
    আমি গান গাইতে পারিনা
    খুজিয়া পাইলাম নারে বন্ধু
    ভব সাগরের নাইয়া

  • @rajibahamed4801
    @rajibahamed4801 2 роки тому +1

    চমৎকার উপস্থাপনা হয়েছে গানটির...

  • @Shishubhuiyan440
    @Shishubhuiyan440 5 років тому +2

    জলের গানের কাছ থেকে এই সুর আশা করে না বাংলার মানুষ। গানটা নিয়ে রীতিমতো পাজলামো করা হয়েছে। নতুন এই ভোকাল টা প্রত্যেক টা গান অতিরিক্ত অভিনয় ও ভেঙ্গছি ভাবে গায়। যেটা কনক দা ভালো ছিল।

  • @shahinrezakhan
    @shahinrezakhan 2 роки тому +3

    শিল্পীদের গান গাওয়ার style দেখে মনে হয়, রং তামাসার আসর । এইটা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রতি চরম অসন্মান । আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।।

  • @HaorBarta
    @HaorBarta 5 років тому +5

    ভাল লাগল গানটা। শাহ আব্দুল করিমের গ্রাম আমার বাড়ির পাশে।

  • @rabinpal1860
    @rabinpal1860 3 роки тому +24

    কী স্পর্ধা আপনাদের, গান করছেন না আবদুল করিমকে ব্যঙ্গ করছেন ? ছি বন্ধ করুন এসব। লজ্জা ! বাঙালির লজ্জা !
    আপনারা কি ভেবেছেন যা করবেন তাতেই মানুষ হাততালি দেবে । আপনারাই শুধু গান বোঝেন মানুষ বোঝে না ?

    • @bikachdas8718
      @bikachdas8718 2 роки тому

      ঠিক বলেছেন। গানটার মূল মানেটাই বিকৃত করা হয়েছে এই পরিবেশনায়।

    • @sandipbiswas3997
      @sandipbiswas3997 2 роки тому

      হ্যা, কোলকাতায় এক দাড়িওয়ালা মানুষ ছিলেন, অনেকে তাকে এখন পূজো করেন, তাঁর কোনো বই তাদের বাড়িতে অবশ্য রাখেন না।
      বিকৃতি তখন হয় যখন, সুর, বাদ্যযন্ত্র খামখেয়ালি হয়। ভালো না বাসলে এরকম গান গাওয়া যায় না।
      আর বাউল শাহ আব্দুল করিম শুধু তত্ত্ব সাধনার গানই লেখেননি, দৈনন্দিন সমাজজীবন নিয়েও গান লিখেছেন।

  • @freethinking2213
    @freethinking2213 3 роки тому +17

    রাহুলদা, কি গাইলেন দাদা।
    জলের গানের সাথে আছি, সাধু সাধু

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 4 роки тому +1

    আগের বাহাদুরি এখন গেল কই গানটা আমার খুব পছন্দের গান খুব ভালো লাগলো আর খুব দারুন গেয়েছেন ভালো থাকবেন

  • @psbtv4855
    @psbtv4855 2 роки тому +2

    গানটা আমার অনেক প্রিয়। যারা গেয়েছেন, তাদের মধ‍্যে দরদের অভাব ছিলো না। কিন্তু তারপরেও বলবো, গানটি আব্দুল করিমের নিজের কণ্ঠে গাওয়া আছে। সেখান থেকে আরেকবার শুনে নিলে ভালো হবে। (কেননা, আপনারা গেয়েছেন -- মাথার চুল পাকি গেছে। দেখে নেবেন ঠিক আছে কিনা। নাকি 'পাকিতেছে ' হবে।)

  • @shakibhasnat4727
    @shakibhasnat4727 3 роки тому +1

    গুণী শিল্পীরা সারাজীবন কষ্ট করে,সমাজের বিরুদ্ধে গিয়ে,দারিদ্র্যতার সাথে যুদ্ধ করে নিজের গান প্রতিষ্ঠা করে গেছে।। আর সেই গানগুলো কে মডিফাই করে আজকের শিল্পীরা টাকা কামাচ্ছে!! বাহ!!

  • @shamimhaydar
    @shamimhaydar 5 років тому +83

    এত সুন্দর গানটাকে আপনার
    বে সুরা করে গাইলেন very sad
    সিলেটে গিয়ে একবার গানটা ভালকরে
    শিখে আসেন ধন্নবাদ।।।।।।।।।।।।।।।।

    • @rimiahmed3919
      @rimiahmed3919 5 років тому +8

      সালারা আব্দুল করিমকে অপমান করল। নেশা গ্রস্ত সুরে গান করে

    • @mdshakilchowdhury6719
      @mdshakilchowdhury6719 5 років тому +1

      shamim hayder ভাই আপনে কি গান বুঝেন

    • @khotibarrahman4217
      @khotibarrahman4217 4 роки тому

      @@mdshakilchowdhury6719 What you mean Bro,,,, Aro valo kortey paarto

    • @shahadahmed1920
      @shahadahmed1920 4 роки тому

      Rs

    • @sylheti4209
      @sylheti4209 4 роки тому

      Right

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому +7

    একজন বিখ্যাত শিল্পীর একটি করুণ রসের গান নিয়ে এমন তামাশা করা কি ঠিক হলো ? এ তো চরম অসম্মান !

  • @dmsuruj3165
    @dmsuruj3165 5 років тому +17

    জলের গানের কাছে এই রকম ফাইজলামি আশা করি নাই।গানে কথা গুলো শুনলে মন কেঁপে উঠে।আর এরা হাসাহাসি করে।

  • @hasansolo2838
    @hasansolo2838 4 роки тому +7

    জলের গানের কাছ থেকে এমন কাভার আশা করি নাই :(
    বিরক্তির একটা লিমিট আছে!!

  • @ebadulhaquebarbhuiya3300
    @ebadulhaquebarbhuiya3300 2 роки тому +1

    Kotha gula universal truth.

  • @Tbtopu
    @Tbtopu 3 роки тому +1

    আমি মনে করেছিলাম জলের গান ব্যান্ড এ একটা নিজস্ব স্টাইল আছে কিন্ত তারাও দেখি ভূমি ব্যান্ড কে কপি করেছে।
    আর ভূমি ভেঙে তাদের পথ পরিস্কার করে দিয়েছে।

  • @suyebahmed3845
    @suyebahmed3845 3 роки тому +1

    বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাহেব বাংলাদেশের গৌরব উনার গান এভাবে গাইবে আমরা আসা করিনি

  • @bidyutdaspurkayasth9207
    @bidyutdaspurkayasth9207 Рік тому

    ঐ গান গুলোঐ সংস্কৃতি য়েন জাগরিত স্পন্দন

  • @GetiKobiderGanHD
    @GetiKobiderGanHD 4 роки тому +10

    শাহ আবদুল করিম পরিষদ থেকে অনুরোধ আপনারা উনার গান করেন সেইজন্য অসংখ্য ধন্যবাদ।
    কিন্তু গানের মাঝে আপনাদের নাটকীয় অভিনয় গুলা রাখবেন না দয়া করে।
    এই গানটি নিরবতার সাথে গাইলে আরো সুন্দর হইত।
    এর আগে জিল্মিল জিল্মিল গানটি আমাদের পেইজে দেয়ার পর অসংখ্য ভক্তরা ছিঃ প্রতিবাদ নিন্দা জানিয়েছেন।
    দয়া করে আগের গানের ভাবনা বুঝে পরিবেশ নিবেন আপনরা।

  • @badruddozachowdhury2693
    @badruddozachowdhury2693 4 роки тому +5

    জলের গান ভালো হবে মনে করে তাদের এই গানটি শুনতে গিয়ে বড্ড বিরক্ত হলাম। গান তো না যেন নেশার আসর বসিয়েছে।।

  • @tamalmajumder7771
    @tamalmajumder7771 4 роки тому +43

    ভাটির পুরুষের গান নিয়ে ছিনিমিনি করবেন না। আমি কলকাতা শহরের আধুনিক মানুষ হয়েও শাহ আবদুল করিমের গান মুল গায়কী পছন্দ করি আর আপনারা তার গানটিকে বিক্রিত করছেন এটা বাংলাদেশের লজ্জা।

    • @asifahammedpeal2391
      @asifahammedpeal2391 4 роки тому +1

      sha abdul korim bolecilen sur joruri noy baul er kotha sobar kase pusata joruri.....jodi o ami o sah abdul korim er original sur fan

    • @user-yr7cc9ox8q
      @user-yr7cc9ox8q 4 роки тому

      রাইট

    • @kuntalgultu759
      @kuntalgultu759 2 роки тому

      দাদা সত্য কথা। কিন্তু পুরানো কে নতুন ভাবে উপস্থাপনা না করলে নতুন প্রজন্ম কিভাবে জানবে।আর সবাই মনে করে একটু বলেন লালন সাঁই বা শাহ্ আবদুল করিম -এর অরিজিনাল গান কয় জনে শোনেন ...?

    • @ameerabdullah5840
      @ameerabdullah5840 2 роки тому

      শতভাগ সহমত।

  • @ashodinerpothe786
    @ashodinerpothe786 4 роки тому +3

    আগের বাহা দুরি এখন গেলো কই গেলো কই।।।।আহা আহা কি অসাধারণ ♬ মন টা শীতল হয়ে যায়।।।

  • @DalimKhan-ix4fm
    @DalimKhan-ix4fm 5 років тому +2

    অসাধারণ সুপার

  • @prothom191
    @prothom191 4 роки тому

    Ei adhunik januar gulir futuni dekhle sorir ta jole.

  • @kalwardin6406
    @kalwardin6406 3 роки тому +4

    আপনাদের এই গায়কী মানা গেলোনা ! ভাব ধরলেই হয়না, উপলব্ধি চাই

  • @everypowerofallah5681
    @everypowerofallah5681 4 роки тому +1

    সুন্দর গানটা অসুন্দর করে দিলো।

  • @DonaldSGomes
    @DonaldSGomes 5 років тому +1

    জলের গানের প্রত্যেক সদস্য কে শুভেচ্ছা। রাহুল দা এই গানটি আমার খুব ভাল লেগেছে। দারুন!!!!!! এক কথায় একের হইসে।

    • @mizanahmed656
      @mizanahmed656 4 роки тому

      তোমার মাতাত সমস্যা আছে,, হালা ফাগলর ছুদা

    • @nasirrana6859
      @nasirrana6859 4 роки тому +1

      এই গানটি শাহ আঃ করিমের শেষ জীবনের গাওয়া , তাই এই ভাইও চাইছিলেম ওনার মতো গাইতে । কেউ খারাপ কমেনট না করি । ধন্যবাদ

    • @nasirrana6859
      @nasirrana6859 4 роки тому +1

      কাউকে খারাপ বলার আগে নিজের যোগ্যতা যাচাই করি

    • @mizanahmed656
      @mizanahmed656 4 роки тому

      ওয় তোমার যে যোগ্যতা, তা বুঝা যার

    • @mizanahmed656
      @mizanahmed656 4 роки тому

      আমরা সিলেটি, শাহ্ আব্দুল করিম সম্পকে তুমি খওয়া লাগত নায়,, আমরা তোমার চেয়েও ভালা যানি,, কাক যতই ময়ূরের পাঙ্খা লাগায় না কেন,, কাক তো কাকই... কা কা কা কা 🙈

  • @freemobile7266
    @freemobile7266 4 роки тому

    অসাধারণ বাউল শাহ এর শেষ জীবনের কণ্ঠের মত গেয়েছেন।

    • @gjjgbgjghb4920
      @gjjgbgjghb4920 4 роки тому +1

      শালারা তোরা কোন অধিকার নেই গান নিয়ে অপমান করা

    • @freemobile7266
      @freemobile7266 4 роки тому

      Sala biyadob ganer ortho tui ki bujis gali des kno

  • @mdabulhasan8007
    @mdabulhasan8007 2 роки тому

    অসাধারণ

  • @noorvai4063
    @noorvai4063 4 роки тому +5

    গানের মর্যাদা দিতে পারেনা মুর্খরা গাইলো।
    এতো সুন্দর গান কি কেউ এভাবে গায়?

  • @shiperahmed9441
    @shiperahmed9441 4 роки тому +7

    আমার সবচেয়ে প্রিয় বাউল, প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নাই, অথচ কি অসাধারণ গানের কথা গুলি লিখে গেছেন, যা অন্য কেউ কখনো পারতো না।

  • @NilanjanGhosal
    @NilanjanGhosal 4 роки тому +1

    আমার পছন্দ হয়েছে। অনেকেই গালাগাল করছেন।
    আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। জম্পেশ হয়েছে "জলের গান"। মজা পেয়েছো, মজা দিয়েছো, এনাফ।

  • @MDPolin-hd6tp
    @MDPolin-hd6tp 4 роки тому +1

    Very nice song so you r grat

  • @zubairshipon3729
    @zubairshipon3729 2 роки тому

    গায়কি কি অসাধারণ

  • @shohelahmed6217
    @shohelahmed6217 3 роки тому

    Aha Ki Ganer kotha go

  • @shaheensiddiky223
    @shaheensiddiky223 4 роки тому

    অভিভূত

  • @AsitNandaBhattacharya
    @AsitNandaBhattacharya 4 роки тому

    এক্সেলেন্ট

  • @shantoshanton209
    @shantoshanton209 2 роки тому +4

    মূল কথাগুলি গানে থাকলে ভাল হত। গান হচ্ছে আব্দুল করিমের আর গিয়েছেন আপনাদের মত করে।

  • @mahmadjassim1311
    @mahmadjassim1311 4 роки тому +4

    গানে ছন্দে কথাই বঙ্গীতে, অসাধারন,,

  • @anispecial.2796
    @anispecial.2796 4 роки тому +19

    শাহ আব্দুল করিমের ইজ্জত নষ্ট করেছেন।
    জলের গানের কাছে যা কখনো আশা করিনি....

  • @satyenhalder5561
    @satyenhalder5561 3 роки тому +1

    এটা গান হচ্ছে নাকি শাহ আব্দুল করিমের আদ্য শ্রাদ্ধ হচ্ছে।নতুনত্ব এর মধ্যে গান আর গাধার ডাক একই রকম শুনতে লাগলো।

  • @mdnurulislampk8110
    @mdnurulislampk8110 5 місяців тому

    অনেক তাৎপর্যপূর্ণ কথায় ভরপুর।

  • @Saibon0007
    @Saibon0007 3 роки тому +9

    Long live the Legend !!! Shah Abdul Karim 💚✊🏽🙏

  • @pankajpoddar5117
    @pankajpoddar5117 3 роки тому

    ভালো হয়েছে।

  • @Partha4929
    @Partha4929 2 роки тому

    জলের গান যদি আমি না শুনি ঐদিন আমার রাতে ঘুম হয়না...

  • @bksbiplabsarkarvlog
    @bksbiplabsarkarvlog 4 роки тому

    nice

  • @johirulalom9962
    @johirulalom9962 5 років тому

    Je ja bolok na keno amar kache onek balo lagche

  • @mdali2719
    @mdali2719 4 роки тому

    নাইস

  • @ShuvoDas-hy4kp
    @ShuvoDas-hy4kp 2 місяці тому

    ❤❤ nice ❤❤❤❤

  • @mokbulhossain2839
    @mokbulhossain2839 4 роки тому +3

    প্রথমে শাহ আব্দুল করিম এর জন্য হাজার সালাম আর পরবর্তীতে আপনাদেরকে বলবো শাহ আব্দুল করিমের এত সুন্দর একটি গান কে হাস্যকর আটিক হয়না ঠিক আছে তাকে সম্মান দিয়ে গান করবেন তার সৃষ্টি গান গুলো আপনাদের জন্য অমূল্য সম্পদ

  • @shamimmridha6075
    @shamimmridha6075 4 роки тому

    হায়রে,গাঁ জার পিনিক ,পিনিকে বউরে ও মা কয়।

  • @mdsayemahammed1293
    @mdsayemahammed1293 2 роки тому

    ফাউল no 01😥😥

  • @TMusicExpress
    @TMusicExpress 2 роки тому

    সুন্দর

  • @solamanhussain4143
    @solamanhussain4143 4 роки тому

    Suparhit Song

  • @salauddinbusinessman6565
    @salauddinbusinessman6565 4 роки тому +1

    অসাধারণ গানটা

  • @shorifulislamyoutubebangla1012
    @shorifulislamyoutubebangla1012 5 років тому +29

    বিক্ষাত বাউল সম্রাট, শাহ আব্দুল করিমের গান নিয়ে হাসাহাসি করাটা খুব দুঃখজনক।।
    ছি ছি ছি।

  • @AnwarHossain-zh4jl
    @AnwarHossain-zh4jl 5 років тому +1

    I like this song very much .. I see eveyday view 2 time

  • @mdrofik7840
    @mdrofik7840 Рік тому

    অসাধারণ রাহুল দা

  • @mdashlamhossen5296
    @mdashlamhossen5296 4 роки тому

    Gan tar isjot marsay

  • @MdRubel-gn1dv
    @MdRubel-gn1dv 5 років тому +6

    এই গানটা দিনে দশ বার শুনি

  • @harunmolla6792
    @harunmolla6792 4 роки тому +2

    ভালো গানটাকে যে ভাবে গাইলেন,কি বলিব কিছু বললাম না,বুইঝা নিয়েন,শুধু একটা কথা বলি,এই গান যদি সদরঘাটের একজন কুলিকে দিয়ে গাওয়ানো হতো,এর চেয়ে ভালো হতো।

  • @ArifArif-qe8zt
    @ArifArif-qe8zt 4 роки тому

    shob golare thafraimo shalara.shob gazaqur.ja mon chai thai bole.

  • @eunusaliahmed7748
    @eunusaliahmed7748 3 роки тому

    I like this song of Shah Abdul Karim.

  • @shamimahammed2667
    @shamimahammed2667 5 років тому +1

    abdul karim is ligend of bangla

  • @nurulmaruf2886
    @nurulmaruf2886 5 років тому

    তারা গানটা কে নিজেরদের মত গেয়েছে। সুর ও বাদ্যযন্ত্র নিজেরা করেছে। গানটার মধ্যে ভিন্নতা এনেছে। যা আমার কাছে অসাধারন লেগেছে। তবে অধিকাংশ কমেন্ট পড়ার মত না।আমার মনে হয় অর্জিনাল গান মন থেকে দূরে রেখে এই গানটা শুনলে ভাল লাগবে।

    • @Shamimahmed-cv2yk
      @Shamimahmed-cv2yk 5 років тому

      দূর মাগির পুলা এই গান জার লিখা সুর যে গেয়েছে সে বাউল সম্রাট শাহ আব্দুল করিম সিলেটের গৌরব বাউল গানের জন্ম দিয়েছে সে

    • @mizanahmed656
      @mizanahmed656 4 роки тому

      @nurul maruf ফাগলর ছুদা, তুই বগার গান হুনছ নি,

  • @mdemonahmed33
    @mdemonahmed33 3 роки тому

    নেশা গ্রস্ত

  • @mostafizurrahman1303
    @mostafizurrahman1303 4 роки тому

    নতুন স্বাদে ভালোই লাগছে।

  • @pkalien2640
    @pkalien2640 4 роки тому +1

    এটি শাহ আব্দুল করিমের শেষ গান এই অদ্ভুত ত্বত্ত্ব আপনারা কোথায় পেলেন? একটা আপডেট দেয়ার আগে কিছুটা পড়াশোনা করেন, কপি& পেষ্ট আর কতো?

  • @debasishkar3709
    @debasishkar3709 3 роки тому

    দারুন।। কোনো কথা হবেনা। এভাবেই বাউল আব্দুল করিম সবার মধ্যে ছড়িয়ে আছেন, হয়তো উনিও এদের পিঠ চাপড়ে দিয়ে উৎসাহিত করতেন। আমি কমেন্ট গুলো দেখার পর, অনেকের গলায় এই গানটি শোনার পর লিখছি, অনেকের মতে এরা গাঁজা, মদ খেয়ে গানটির সত্যানাস করেছেন। বেশ করেছেন, এভাবে গান করতে গেলে যদি গাঁজা, মদ লাগে আমি দিতে পারি। বিখ্যাত গানটি , আমার কাছে আপনাদের পরিবেশনায় আরও সুন্দর লে লেগেছে । সবার জন্য অনেক শুভেচ্ছা রইলো।

  • @md.al-aminislam8216
    @md.al-aminislam8216 5 років тому +1

    বাহ্ বাহ্

  • @tamimulihsan7827
    @tamimulihsan7827 5 років тому +1

    শিল্পী খাইয়া ঠাল নাকি না খাইয়া ঠাল 😄😂😃

  • @salimraza1331
    @salimraza1331 4 роки тому +1

    অসাধারন গানের কথা।

  • @kdey4728
    @kdey4728 5 років тому

    মনের দুঃখে কয় নিজেই একটা গানের দল বানাইলাইতাম

    • @abdullahalrabbi2483
      @abdullahalrabbi2483 3 роки тому

      Vai Cumilla theke ami. Cholen ekta gaan er dol banai Feli.

  • @jamirulislam2001
    @jamirulislam2001 5 років тому +1

    Darun akta gan shunte onek valo laglo

  • @robbanihussainrs3016
    @robbanihussainrs3016 4 роки тому

    Onk sundor gaan

  • @ashrafulalam6615
    @ashrafulalam6615 4 роки тому +7

    জলের গানের আমি ভক্ত;
    কিন্তু এই গানে আসল গানের যে আবেদন;সেটি একেবারেই নেই!!

  • @somorbiswas8750
    @somorbiswas8750 4 роки тому

    অনেক সুন্দর হয়েছে গান টা আমি বার বার শুনি

  • @bakikhan8236
    @bakikhan8236 2 роки тому

    ,জলের গান, আমার প্রিয় একটা ব্যান্ড! কিন্তু এই গানে মনে হচ্ছে সার্কাসের সঙ। গানের ভাবের সাথে এক্সপ্রেশনের কোন মিল নেই।

  • @minhajmir1164
    @minhajmir1164 Рік тому

    বালো

  • @emdadulhaquemilon9484
    @emdadulhaquemilon9484 5 років тому +11

    গানটা অনেক দরদ নিয়ে গাওয়া উচিত ছিল।

  • @mdshajalal2099
    @mdshajalal2099 2 роки тому +1

    এটা শাহ আব্দুল করিমের গান।একটু সম্মানের সাথে প্রেসেন্ট করা উচিৎ ছিল।

  • @shuvoahmed1393
    @shuvoahmed1393 2 роки тому

    One kind of my favorite song..❤️❤️

  • @Tbtopu
    @Tbtopu 3 роки тому +3

    বাউল সম্রাট এর গান যেভাবেই আছে সেভাবেই গাওয়ার চেষ্টা করা উচিত। মৌলিকতা নষ্ট হয়ে যায় বেশি পাকনামি করতে গেলে,
    নজরুল,রবীন্দ্রনাথ বা লালনের গান নিয়ে ফাউলামি করার তো সাহস দেখিনা তবে শাহ আব্দুল করিম?

  • @muradhossain3839
    @muradhossain3839 5 років тому

    অসাধারন ধন্যবাদ

  • @JaiHind-fw8lo
    @JaiHind-fw8lo 3 роки тому +1

    Shah, Abdul, Karim, Sahab, ke, Apoman, karachhara, are, kicchu,
    Nay. Ami, lajjito, O, dukhitya.
    JaiHind.

  • @RakibsCSE
    @RakibsCSE 4 роки тому +1

    গান একটা শিল্প... শা আব্দুল করিম যখন গান টা লিখেছেন তখন সেটায় একটু শৈল্পিক তকমা দিলে অন্যায় কোথায়.. শিল্পির গানে অলংকার পড়ল আর গান নিজেও একটা শিল্প... আপনাদের মতন ধারাবাহিক ভাবনা সম্পন্ন লোকের জন্য সমাজে একঘেয়েমি থেকে গেছে... জলের গান কে সমর্থন জানাই..

  • @princesojib5139
    @princesojib5139 4 роки тому +1

    Nice

  • @mohammadamir8029
    @mohammadamir8029 5 місяців тому

    খুবই বিচ্চিরি অরজিনাল সুর অনেক ভালো

  • @audiosongstudio4037
    @audiosongstudio4037 4 роки тому +1

    WOW SO NICE

  • @Hasan-bz5of
    @Hasan-bz5of 4 роки тому

    এরা তো বাংলা গানের বারোটা বাজাইবে

  • @Neeeeeeeeeeel
    @Neeeeeeeeeeel 4 роки тому +1

    গায়কী খুবই ভালো লেগেছে ঐশ্বর্যের। চমৎকার

  • @Islamtv2.0.0
    @Islamtv2.0.0 4 роки тому +2

    হায়রে ভাই কি করলি এত সুন্দর একটা গান নষ্ট করে দিলি গাজা কয় কেজি কাইচিস

  • @shahidultouhid2959
    @shahidultouhid2959 4 роки тому +10

    গানটি এভাবে গেয়ে শাহ্ আব্দুল করিম কে চরম ভাবে অপমান করা হলো।বিশেষ করে প্রথম দিকে

  • @ImranHossain-te8ky
    @ImranHossain-te8ky 2 роки тому

    বরাবরের মত আপনারাও গানটার মর্ম টাই বুঝলেন না। এসব গান হচ্ছে জীবনের গান। এতে আরও গানের অসম্মান হয়। আসলে আপনার ওনার গানের কাছে নিহাতই শিশু। এসব গান সবাই মন থেকে গাইতে বা উপলব্ধি করতে পারে না। গাইলেই গান হয়ে গেল। আপনারাও তার ব্যতিক্রম নন। শাহ আব্দুল করিম স্যার এর প্রকৃত ভক্তের কথা একই, দেখুন কমেন্টে ।🙂

  • @susantabiswas3864
    @susantabiswas3864 2 роки тому

    Wonderful tune

  • @mizanchowdhury8576
    @mizanchowdhury8576 4 роки тому +5

    "যেমন খুশি, তেমন গাই" প্রতিযোগীতায় অংশগ্রহণ করছেন নাকি?