Health Benefits of Rain Water. রোগ মুক্তিতে বৃষ্টির পানি! বৃষ্টিতে ভিজুন। বৃষ্টির পানি পান করুন।
Вставка
- Опубліковано 23 лис 2024
- Health Benefits of Rain Water. রোগ মুক্তিতে বৃষ্টির পানি! বৃষ্টিতে ভিজুন।বৃষ্টির পানি পান করুন।
• Health Benefits of Rai...
অল্প সময়, যেমন ১০-১৫ মিনিট বৃষ্টিতে ভেজা শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে প্রমান পেয়েছেন বিজ্ঞানীরা। এতে মানসিক চাপ বা স্ট্রেচ কমে যায়। ক্লান্তি দূর হয়। শরীরের বিভিন্ন টক্সিন বের হয়ে যায়। এছাড়াও বৃষ্টির পানির রয়েছে আরো নানান ধরনের স্বাস্থ্য উপকারিতা। বৃষ্টির পানি একেবারে বিশুদ্ধ বলে এ পানি পান শরীরের জন্য খুবই ভালো। বৃষ্টির পানির উপকারিতা নিয়েই আলোচিত হয়েছে আমাদের এ ভিডিওতে।
আমাদের ভিডিওগুলো গূরত্বপূর্ন মনে করলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইভ না করে থাকলে এখনই সাবস্ক্রাইভ বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশনের বেল আইকনটি অন করে দিন। ইনশাআল্লাহ আমাদের নতুন কোন ভিডিও আপলোড হবার পরপরই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে।
Background sound from: • Rain Sound Effect FREE...
#বৃষ্টির_পানি
#বৃষ্টিতে_ভিজুন
#বৃষ্টির_পানি_পান_করুন
#Drugs_BD
_________________________________________________________________
Related Tags:
rain, rain on water, water, rain sounds, rainwater, rain sound, rain and water, rain water save, water tank, collect rain water, relaxing rain, water storage, rainwater collection, rain waterfall, rain water collector, rain water benefits, rain water energy, rainwater filtration, rainy season, rain water for sleep, rain water, health benefits of rain water, health, benefits of rain water, water, amazing health benefits of drinking rain water, rain water benefits, health benefits of drinking rainwater, rain water benefits for health, secret health benefits of rain water, health benefits of drinking rain water, drinking rain water, health tips, bangla health tips, drugs bd, বৃষ্টির পানির উপকারিতা, রোগ মুক্তিতে বৃষ্টির পানি, বৃষ্টির পানিতে রোগ মুক্তি, বৃষ্টির পানি, বৃষ্টি, বৃষ্টির পানিতে, বৃষ্টির খবর, বৃষ্টির, বৃষ্টির অজানা তথ্য, বর্ষা মানেই, বৃষ্টিতে ভিজলে, বৃষ্টি ভেজা, বৃষ্টি ভেজা রাত, বৃষ্টিতে, বৃষ্টি ভেজা শরীর, বৃষ্টি ভেজা গোসল, বৃষ্টি, বৃষ্টিতে ভেজা, বৃষ্টিতে ভিজলে রোগমুক্তি, বৃষ্টিতে ভেজার উপকারিতা, বর্ষা, বর্ষাকাল, বৃষ্টির পানির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষন, বৃষ্টির পানি খাওয়ার উপকারিতা, বৃষ্টির পানিতে গোসলের উপকারিতা, বৃষ্টির পানি পান, বৃষ্টির পানি বিশুদ্ধ কেনো, বৃষ্টির পানি খাওয়া, বৃষ্টির পানি কি খাওয়া যায়, বৃষ্টির পানিতে গোসল, স্বাস্থ্য তথ্য
_______________________________________________________________
আমাদের ফেইস বুক পেইজঃ drugsinformationbd
মাশাআল্লাহ ধন্যবাদ
জাযাকাল্লাহ! দোয়া করবেন, ভাই
ভাই ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ, ভাই
বৃষ্টিতে ভেজার মজাই আলাদা
হ
Masha allah
ধন্যবাদ ভাই
thank you
Thank you too
ভাই ড্রাগের বিষয়ে কি পাশ আপনে?
জনাব, আমার নাম পরিচয় ভিডিওতে দেয়া থাকে। তাই আবার বলা প্রয়োজন বোধ করছি না, কারন শিক্ষিত মানুষ তা সহজেই বুঝতে পারবে। তারপরও যদি জানতে চান, তবে বলছি- আমি দেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ঔষধ বিজ্ঞানের উপর মাস্টার্স সম্পন্ন করেছি। আর বর্তমানে দেশের শীর্ষস্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি।
এ পানি কাপড়ে ছেঁকে নিলে হবে? কারণ অনেক সময় দেখা যায় আশ আশ কি যেন।
বলছি যে sundamage skin ki ঠিক হবে? ?
না। আপনি এ ভিডিওটি দেখতে পারেন ua-cam.com/video/gAQCoLB0erY/v-deo.html
বৃষ্টির পানি সংরক্ষণ করে কন্টিনিউ খেলে কোনো সমস্যা হবে কিনা? প্লিজ জানাবেন
না। ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না।
ব্যাকগ্রাউন্ড সাউন্ড টা খুবই বিরক্তিকর,কথা গুলা শুনতে গিয়ে বিরক্ত হয়ে গেছি
্দুঃখিত আপনার বিরক্তি সৃষ্টির জন্য। সেটি বৃষ্টির শব্দ ছিলো। আমি সাধারনত আমার ভিডিওতে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি না। তবে যেহেতু আমার কোন স্টুডিও নাই, বাসাতেই সময় সুযোগ পেলে ভিডিও বানাই; সেহেতু বাহিরের কিছু শব্দ আসতে পারে।
দয়া করে যানাবেন সব সময় বৃষ্টির পানি খেলি হ্মতি
বেশি ভিজলে তো আবার ঠান্ডা লাগতে পারে
বৃষ্টির পানি সংরক্ষন করে ১২ মাস খেলে কোন অসুবিদা আছে