GHUM GHUM CHAND II PRIYANKA II SEYLON MUSIC LOUNGE

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2021
  • প্রেমের প্রথম প্রহরে প্রকৃতি যেন আবির্ভূত হয় এক নতুন মুগ্ধতায়। পুরনো চাঁদকে অনেক বেশি মায়াবী মনে হয়, তারাগুলো যেন আজ বেশি উজ্জ্বল, নতুন রঙে-বর্ণে-গন্ধে উচ্ছ্বসিত চারপাশ। প্রেমানুভূতির অতলান্তে ডুবে থাকা এমনই এক প্রেমিকার অনুভবের এক স্বপ্নময় উপস্থাপনা- সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘ঘুম ঘুম চাঁদ’।
    ঘুম ঘুম চাঁদ
    কন্ঠঃ প্রিয়াংকা বিশ্বাস
    মূল শিল্পীঃ সন্ধ্যা মুখার্জী
    কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
    সুরঃ রবিন চ্যাটার্জী
    ছায়াছবিঃ সবার উপরে (১৯৫৫)
    মিউজিক রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া
    প্রোডাকশনঃ ফোর্টিনাইন ব্লু
    এজেন্সিঃ ক্রিয়েটো
    DISCLAIMER - (Disclaimer) The music posted is for promotional purposes only. If you like the music, please support the artists. All rights to published audio, video, graphic, and text materials belong to their respective owners. If you are the author or copyright owner of any of the material used, and you want it to be REMOVED, please mail us at seylont@gmail.com
    #seylontea
    #seylonmusiclounge
    #GhumGhumChand

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Hamidakhuda
    @Hamidakhuda 3 роки тому +543

    ও কি গায়িকা না নায়িকা ! যেমন অপরূপা তেমনি অপূর্ব কন্ঠ ! Like the facial expressions 👍👍❤❤

  • @yetanothertalk
    @yetanothertalk 3 роки тому +299

    সন্ধ্যা মুখার্জীর গান গাইতেই তো বিরাট সাহস লাগে। যেই সুরের উঠানামা, বাপরে বাপ। খুব সুন্দর হয়েছে।

    • @swapansaha9717
      @swapansaha9717 3 роки тому +9

      অসাধারন শুভেচ্ছা পুরো টিমকে।

    • @priyasantra7757
      @priyasantra7757 2 роки тому +7

      ooooo

    • @sougata43
      @sougata43 2 роки тому +3

      Ashadharon, Hats off, At least you tried to execute it to highest level.

    • @hmhamim470
      @hmhamim470 2 роки тому +3

      একদম উচিৎ কথা বলেছেন দাদা

    • @atmadeepg1
      @atmadeepg1 2 роки тому +2

      Rightly lamented

  • @WahidulHudaDalton
    @WahidulHudaDalton 3 роки тому +64

    এতো ভালো কাজেরও এতো হেটার্স আছে? অদ্ভুত এই বাঙালী জাতি! এই গানে ডিসলাইক কি কারণে? হিংসা? কাকে হিংসা? কেন হিংসা? পারবেন এতো নিখুঁত করে পুরানোকে নতুন করে পরিবেশন করতে? আছেন তো পড়ে ফালতু রিমিক্স নিয়ে।
    পার্থ দা, আপনি কাজ করে যান। আপনার জন্য অনেক শুভকামনা। অনেক ভালোবাসা পুরো টিমের জন্য।

    • @laylaarjuman2925
      @laylaarjuman2925 3 роки тому +2

      ধন্যবাদ অহুিদুল হুদা সাহেব। আপনার সুচিন্তিত মতামতের জন্য।

    • @shirinsiddiqua9312
      @shirinsiddiqua9312 3 роки тому +1

      That's true

    • @tuntipakhi3660
      @tuntipakhi3660 3 роки тому +2

      ওরা না বুঝেই Likeএর জায়গায় Unlike বাটনে টাচ করে ফেলেছে।ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন।

    • @nilavbiswas569
      @nilavbiswas569 3 роки тому +2

      Jara pop gan ar larelappa sone Tara a rokom gan dislike korbe na to ki korbe. 😆😆

    • @abhijitsanyal4783
      @abhijitsanyal4783 3 роки тому +1

      @@nilavbiswas569 great voice, immensely enjoyed, this is music and certainly not LARELAPPA.

  • @tuntipakhi3660
    @tuntipakhi3660 3 роки тому +174

    প্রিয়াঙ্কা আমাদের গর্ব। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানগুলো নতুন করে আমাদের সেই শৈশবে ফিরিয়ে নিয়ে যায়।দুজনকেই আমার শ্রদ্ধা আর ভালবাসা জানাচ্ছি।

  • @ronydas2605
    @ronydas2605 2 роки тому +119

    এ গানের মূল শিল্পী আমাদের কাঁদিয়ে বিদায় নিলেন, ওপারে ভালো থাকবেন প্রিয় সন্ধ্যা মুখার্জী🙏🙏🙏

    • @RISINGROCK
      @RISINGROCK 9 місяців тому

      শিল্পীদের এপার-ওপার বলতে কিছুই হয় না।ওনারা আমাদের অন্তরের অন্তঃস্থলে বিরাজ করেন।।

  • @raufulislam3019
    @raufulislam3019 Рік тому +14

    আহা! ঠিক যেন শ্রদ্ধেয় শ্রীমতি সন্ধ্যা মুখার্জী ❣️

  • @ovikroy1469
    @ovikroy1469 3 роки тому +135

    সিলং এই শিল্পী এবং গানের জগতে এতো সুন্দর নক্ষত্র গুলো কোথা থেকে যে খুঁজে পেয়েছে কে জানে"দেখতে যেমন অপূর্ব কন্ঠও তেমনি আঃ কি আর বলব - গানগুলো শুনে যেন অতীতের স্বপ্নগুলো পুনরায় দেখছি আর মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যাচ্ছি-----

  • @supriyobhattacharjee815
    @supriyobhattacharjee815 2 роки тому +23

    মন ভরে যায় । অপূর্ব গায়কী । ধন্যবাদ শিল্পী ও সহযোগীদের । সর্বোপরি Ceylon কে পুরোনো দিনের কালজয়ী গানগুলোকে ফিরিয়ে আনার জন্য।

  • @ashitdas5812
    @ashitdas5812 2 роки тому +18

    প্রিয়াংকা... সুন্দর অসাধারণ কন্ঠস্বর। আবেগময় অনুভূতি দিয়ে গানটি গেয়েছো অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @subratadutta4281
    @subratadutta4281 2 роки тому +31

    শিল্পীর যেমনি কন্ঠ, উপস্থাপনা- যেন স্বয়ং সুচিত্রা সেনের উপস্থিতি মনে করায়! খুব সুন্দর গেয়েছেন প্রিয়ঙ্কা। অপুর্ব অসাধারণ সহ-শিল্পীরা সবাই।....এমন কালজয়ী সব পুরোনো গানগুলি নতুনভাবে পরিবেশনের জন্য "Seylon music"কে অজশ্র ধন্যবাদ জানাই....SDutt.Jirat,Hooghly,WB.

  • @shantanuchakravarty8648
    @shantanuchakravarty8648 3 роки тому +99

    আমি সিলোন মিউজিক লাউঞ্জের নিয়মিত শ্রোতা।
    অপেক্ষায় থাকি, আপনাদের কাছে ভালো গান শোনার জন্য।
    প্রিয়াংকা দি ভালো লাগলো আপনার এই পরিবেশন।
    আপনার কাছ থেকে অনেক আশা।
    পার্থ স্যার এইরকম সুন্দর পারফরমেন্স অবশ্যই চাইবো।
    টিম ওয়ার্ক জিন্দাবাদ।

    • @mahyazkazi1896
      @mahyazkazi1896 2 роки тому

      q. +hdhm

    • @jrkhanrobin9993
      @jrkhanrobin9993 2 роки тому

      0

    • @jaikalyan8307
      @jaikalyan8307 2 роки тому +1

      এক প্রেমিকার অনুভবের এক স্বপ্নময় উপস্থাপনা-

    • @amitabhanandi5295
      @amitabhanandi5295 2 роки тому

      Priya, this is superb! We expect you to deliver more..

  • @arnobantor8839
    @arnobantor8839 3 роки тому +27

    এই চাঁদের অতিথিরে বড়ন করি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান এতো সুন্দর এবং সাবলীল ভাবে গাইতে দেখে খুবই দূর্দান্ত লেগেছে। সাহসের জন্য অনেক ধন্যবাদ, আর কন্ঠের জন্য আশির্বাদ।

    • @kobitakor1785
      @kobitakor1785 2 роки тому

      Kathata baran habe.. apni likhachen Barhan ata habe na.

  • @sankarpramanik7446
    @sankarpramanik7446 Рік тому +9

    অসাধারন গেয়েছেন 👌🏻👌🏻👌🏻
    আমার বয়স ৬৪ আজ আমি নতুন করে আবার গানটি শুনলাম ,আপনার কণ্ঠে বেঁচে থাক গীত শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়,🙏🙏🙏এই একটি গানেই ফিরে পেলাম অনেক পুরনো স্মৃতি 🙏🙏💯💯💯

  • @hoymontesneha1155
    @hoymontesneha1155 2 роки тому +6

    সন্ধ্যা মেডামের কন্ঠের একটা ভাইব আছে প্রিয়াঙ্কার কন্ঠে। সত্যি অসাধারণ হয়েছে। এ গানটি প্রিয়াঙ্কার মতো এতো কাছাকাছি রিমেক আর শুনিনি এ পর্যন্ত। ভালোবাসা রইলো প্রিয় সিলন টি মিউজিক লাউঞ্জ টিমকে। এমন হাজারো পরিবেশনা চাই। সুস্থ সাংস্কৃতিক ভাবধারার এক অনবদ্য সহচর এ টিমটি। অনেক শুভকামনা, যেতে হবে বহুদূর। 💜

  • @gopaldey7148
    @gopaldey7148 9 місяців тому +2

    সত্যিই তুলনা হয় না। অপূর্ব, অপরিসীম। প্রিয়াঙ্কা দেবী সকলের গর্ব।

  • @khalidulislam8841
    @khalidulislam8841 3 роки тому +21

    সিলনের প্রতিটা গান চমৎকার। গান বাছাইকারি বা বাছাইকারীনিকে অসংখ্য ধন্যবাদ এতসুন্দর গান উপস্থাপন করার জন্য।

  • @sumandey6104
    @sumandey6104 2 роки тому +7

    অসাধারণ গলা। অতীতের স্মৃতি কে নতুন রূপে উপস্থাপনা জাস্ট কোন কথা হবেনা। আমাদের পূর্ব পুরুষের জন্ম স্থানের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি পেল।

  • @enamulhoquebakul7963
    @enamulhoquebakul7963 3 роки тому +13

    অসাধারণ সুন্দর পরিবেশনা ,অপূর্ব গেয়েছে প্রিয়াঙ্কা ।
    পার্থদা, অসাধারণ আপনার ক্রিয়েশন!
    কালজয়ী গানগুলো বেঁচে থাকুক এভাবে SEYLON MUSIC LOUNGE এর প্রতি কৃতজ্ঞতা!

  • @bhaskaradhikary7626
    @bhaskaradhikary7626 Рік тому +6

    Seylon Music Lounge এ এক অসাধারণ উপস্থাপনা। গায়িকা প্রিয়াংকা বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সৃষ্টি সঙ্গীতের এই অপূর্ব ভাব টিকে অক্ষুন্ন রাখবার জন্য।

  • @goutamdas549
    @goutamdas549 Рік тому +22

    ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
    আসেনি তো বুঝি আর জীবনে আমার
    ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
    আসেনি তো বুঝি আর জীবনে আমার
    এই চাঁদের অথিতিরে বরন করি
    এই চাঁদের অথিতিরে বরন করি
    ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
    ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
    আসেনি তো বুঝি আর জীবনে আমার
    বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
    ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার
    সেই মধুর হাসিতে হৃদয় ভরি
    এই চাঁদের অথিতিরে বরন করি
    ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
    সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
    ফুলঋতু আজ এলো বুঝি, মোর জীবনে ফুল ছায়
    কোথায় সে কত দূরে, জানি না ভেসে যাই
    মনে মনে যেন স্বপ্নের দেশে যাই
    আজ তাই কি জীবনে বাসর গড়ি
    এই চাঁদের অথিতিরে বরন করি
    ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত
    ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
    আসেনি তো বুঝি আর জীবনে আমার

  • @debjoytighosh724
    @debjoytighosh724 2 роки тому +68

    ভাষা নেই, এ যেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের অন্তজা❤❤❤

  • @Ahsan4980
    @Ahsan4980 Рік тому +5

    আমাদের ও যে সন্ধ্যাজী আছে..এই তো চাওয়া আর পাওয়া আর আমাদের গর্ব...ধরে রাখো অনেক দূর যাবে..পার্থ দা...আরার দাদা...যুগ যুগ জিও....লাভ ইউ...🎸🎸🎸🎸😍😍🏝🏖🏖🏝🏝🎸😍🎸🏝🏖 গেয়ে দিতে পারি ..তুমি যদি চাও ..দাদা...অনেক অনেক শুভ কামনা ...সব্বাইকে..যারা এই আয়োজনে🎸🎸🎸🎸🎸🏝🏝🏖😍😍😍

  • @tanusreeguhakhasnabish9590
    @tanusreeguhakhasnabish9590 3 роки тому +81

    সেই মধুর হাসিতে হৃদয় ভরি,
    এই চাঁদের অতিথিরে বরণ করি।। ❤❤

    • @quazimasudrana6094
      @quazimasudrana6094 2 роки тому

      এই সিলোন অনুঃ সবাকে বরন করে নিলাম।

    • @ukd8262
      @ukd8262 2 роки тому +1

      “চাঁদেরও তিথিরে বরণ করি” 🙏🏻

  • @ashaduzzamanasad1212
    @ashaduzzamanasad1212 3 роки тому +15

    সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের গান একমাত্র প্রিয়াংকা বিশ্বাস এরই গাইবার অধিকার আছে বলে মনেকরি। অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও ভালবাসা। ধন্যবাদ পার্থদা আমাদের দেশের রত্ন গুলোর পরিচয় করিয়ে দেবার জন্য। সর্বোপরি চিরন্তন সুন্দর গানগুলি নতুন প্রজন্মের জন্য উপহার দেয়ার জন্য, সকল কুশীলব বৃন্দকে আন্তরিক অভিনন্দন

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 3 роки тому +3

      Eei sab gan gaibar.adhikar sakaleri aache Mr Asad

  • @madhumitapatra614
    @madhumitapatra614 3 роки тому +6

    আপনাদের অপূর্ব সুন্দর রুচির কাছে মাথা নত না করে পারলাম না। ধন্যবাদ SEYLON Music

  • @amaresbera9854
    @amaresbera9854 3 роки тому +6

    একদম সন্ধ্যা মুখার্জির মতো। দারুণ। আর কিছু বলার ভাষা নেই।

  • @HaroonKhan-rk2tg
    @HaroonKhan-rk2tg 2 роки тому +16

    প্রিয় কন্ঠ শিল্পী প্রিয়াঙ্কার সুমধুর কন্ঠে পুরানা দিনের গান শুনে মন ভরে গেল। সত্যিই অসাধারণ গেয়েছেন। অনেক অনেক আর্শীবাদ ও শুভকামনা রইল।

  • @ghostgaming9179
    @ghostgaming9179 3 роки тому +12

    যেমন রূপ তেমন কন্ঠ জাস্ট অসাধারণ 🔥🔥😘😘😘

  • @debnathray
    @debnathray 3 роки тому +10

    প্রিয়াঙ্কা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। সন্ধ্যাদির গান ওঁর কণ্ঠে খুবই সাবলীল। গানটি অসাধারণ গেয়েছেন। আবার একটি সুন্দর উপস্থাপন সীলনের। যাঁরা যন্ত্রসঙ্গীতে সহায়তা করেছেন, তাঁরাও প্রশংসার দাবি রাখেন।

    • @tuntipakhi3660
      @tuntipakhi3660 3 роки тому +1

      অবশ্যই প্রিয়াঙ্কা আমাদের গর্বের মেয়ে।ওর আগের গানটি (তুমি না হয় রহিতে কাছে) তো অতুলনীয়। এবার ওর গলাটি একটু ভারী মনে হলো।কারণ টি বুঝলাম না।তবে যন্ত্রীরা দারুণ করেছেন। স্বপন মিত্র। যশোর।

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 3 роки тому +9

    প্রিয়াঙ্কার সুরেলা কণ্ঠে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পুরনো দিনের কালজয়ী গানের সোনালী স্পর্শ পেয়ে আমি আপ্লুত। শিল্পী কে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

  • @sunilchoudhury3151
    @sunilchoudhury3151 9 місяців тому +1

    অসাধারন গেয়েছেন এই অত্যন্ত একসময়ের জনপ্রিয় গানটি।খুবই ভালো লেগেছে।কিন্তু যে কথাটি না বললেই নয় মিউজিক হ্যান্ডস দের অপূর্ব রেকর্ড ভিত্তিক বাদন মুগ্ধ করেছে। ধন্যবাদ জানাই।

  • @bikashnayek4196
    @bikashnayek4196 Рік тому +3

    অপূর্ব সুন্দর একটা গান, খুব ভালো লাগলো,ধন্যবাদ।

  • @janhabidutta9496
    @janhabidutta9496 3 роки тому +7

    কণ্ঠ এবং যন্ত্রসংগীত বেশ ভালো। অরিজিনাল গান এর প্রায় কাছাকাছি।thanks সিলন।

  • @bikashrc
    @bikashrc 3 роки тому +11

    সিলোন মিউজিককে অসংখ্য ধন্যবাদ। পুরনো গানগুলো উপস্থাপনা করার জন‍্য। অখিলবন্ধু ঘোষের গানের অনুরোধ রইলো। কলকাতা থেকে লিখছি।

    • @shyamalpaul9757
      @shyamalpaul9757 2 роки тому +1

      Priyanka Tomar gola atomadhur bar bar sunte echa kare. Good bless you .
      .

  • @Crazyfordance24
    @Crazyfordance24 3 роки тому +22

    অসাধারণ একটি উপস্থাপন।
    অনুগ্রহ করে এমন ধরনের উপস্থাপন চালিয়ে যান। আমরা সঙ্গে আছি এবং থাকব। সত্যিই এমন ধরনের কালজয়ী গানগুলি প্রজন্ম থেকে প্রজন্মে জনপ্রিয়তা পেতে থাকবে

  • @susantadebnath2294
    @susantadebnath2294 3 роки тому +10

    সন্ধ্যা মুখোপাধ্যায় সঙ্গে কোনো পার্থক্য নেই অসাধারণ হয়েছে

    • @MrSudeepdas
      @MrSudeepdas 3 роки тому

      Priyanka is way more pretty & presentable than Sandhya was

  • @dwaipidwaipi8621
    @dwaipidwaipi8621 2 роки тому +15

    অমৃতলোকে ভালো থাকবেন সন্ধাদিদি। Salute to Robin Chatterjee for composing this beautiful song and high regards to Sri Gouriprasanna Majumdar for writing this song.

  • @salmaaktar9573
    @salmaaktar9573 3 роки тому +28

    এক কাপ চা আর এমন হৃদয় ছোঁয়া গানের সঙ্গে সারা দিন টা সবার ভালো কাটার শুভকামনা রইল।

  • @sumitkumarmitra5302
    @sumitkumarmitra5302 2 роки тому +2

    সব কিছু মিলিয়ে অসাধারণ। এই দলের সবাইকে আন্তরিক ধন্যবাদ।ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই যেন এরা পায়।

  • @subratabhattacharyya2559
    @subratabhattacharyya2559 2 роки тому +2

    কলকাতা থেকে।একটা সময় ছিল, যখন বাঙালি বাংলা গান শুনতে ভুলে যেতে বসে ছিল। তখন কবির সুমনের হাত ধরে সেই ভরাডুবি থেকে আমরা উদ্ধার পাই। ঠিক সেইরকম, আজ চারিদিকে এত মিউসিকের জগঝম্প যখন কানকে ঝালাপালা করে দেয়, তখন আপনাদের পরিবেশনা প্রাণকে শান্ত করে মনকে আরাম দেয়। একটাই প্রার্থনা - বেশি বেশি প্রোগ্রাম করে গুণগত মান যেন নিম্নগামী না হয়।Hats off 'Seylon Music Lounge'

    • @rozychowdhury9872
      @rozychowdhury9872 Рік тому

      সিলোন টির এই প্রজন্মের ছেলেমেয়েগুলো কি দরদ দিয়ে গানগুলো যে গেয়েছে। পার্থ মজুমদার ও তার পুরো টিম সহ সিলোন টি কে ধন্যবাদ জানাই। আমি তো বিমোহিত এই বাচ্চাদের অপূর্ব গানও শুনে ও গায়কী দেখে।শুভকামনা নিরন্তর।

  • @debasismazumdar831
    @debasismazumdar831 2 роки тому +7

    প্রিয়াঙ্কাকে যত শুনি তত অবাক লাগে তার সুরে স্নিগ্ধতা চোখে নেশা 100 বছর আগের বাঙালি জীবনে ফিরে যেতে ইচ্ছা করে🙏🙏🙏🌻🌻🌻

  • @chandanlahiri7648
    @chandanlahiri7648 3 роки тому +4

    পার্থ, প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। খুব ভালো উপস্থাপনা। অবশ্য তোমাদের সব গানের উপস্থাপনাই খুব সুন্দর হয়।

  • @dayamoyee338
    @dayamoyee338 Рік тому +1

    যে গান গুলো শুনে বড় হয়েছি seylon জনপ্রিয় সেই গান গুলিই কভার করেছে প্রতিভাবান নতুন শিল্পী দিয়ে। পুজোর সময় মাইকে শুনে মনে হতো পূজা এসে পড়েছে।গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠের কারুকাজও সুন্দর ভাবে উপস্থাপন করেছে প্রিয়াঙ্কা।এক কথায় বলতে গেলে অসাধারণ।

  • @prithubiswasliveingreen3991
    @prithubiswasliveingreen3991 2 роки тому +3

    মন ভরে গেলো 😘
    কি অপূর্ব গানের গলা আর এক সন্ধ্যা যেন প্রিয়াঙ্কা বিশ্বাস।

  • @kushalbhaskar4401
    @kushalbhaskar4401 3 роки тому +11

    আবার একটা সুন্দর পরিবেশনা.... পার্থবাবুর কাছে আমরা এটাই আশা করি সবসময়....

    • @rafikulalamchowdhury1021
      @rafikulalamchowdhury1021 3 роки тому

      Parrhababu k?

    • @kushalbhaskar4401
      @kushalbhaskar4401 3 роки тому +2

      @@rafikulalamchowdhury1021
      'পার্থবাবু'- মানে, আপনাদের দেশের বিখ্যাত মিউজিক অ্যারেঞ্জার, গায়ক এবং অভিনেতা 'পার্থ বড়ুয়া'.....

    • @ranjitghosh8051
      @ranjitghosh8051 3 роки тому +1

      @@kushalbhaskar4401 এর সাথে সাথে তিনি বাংলদেশের বিখ্যাত এবং প্রথম ব্যান্ড souls এর সদস্য এবং ভোকাল।

    • @kushalbhaskar4401
      @kushalbhaskar4401 3 роки тому

      @@ranjitghosh8051
      এটাও একটা, উল্লেখ করতে ভুলে গিয়েছি....

    • @parthabarua7051
      @parthabarua7051 3 роки тому

      @@kushalbhaskar4401 ha ha

  • @sekhargorai3305
    @sekhargorai3305 2 роки тому +4

    আমার ভীষণ প্রিয় একটি গান। যতবারই গানটি শুনেছি ততবারই গানটির প্রেমে পড়েছি। শুভ দীপাবলি।

  • @dbsworld6028
    @dbsworld6028 3 роки тому +35

    বাপ্পা মজুমদার কিংবা মিফতার কণ্ঠে কফি হাউসের সেই আড্ডা গানটি কভার করার অনুরোধ রইল।

    • @zahidhossain5217
      @zahidhossain5217 2 роки тому

      Pryanka গানটি খুব সুন্দর করে গেয়েছো। মূল শিল্পীর কাছাকাছি । আমার খুব ভাল লেগেছে ।

  • @pritamsarkar7501
    @pritamsarkar7501 3 роки тому +18

    Priyanka is the best singer in sylon music..she is superb 👌 want to listen more....more...God bless her

  • @babulgomes6550
    @babulgomes6550 3 роки тому +5

    ব্যাপক গেয়েছ প্রিয়াঙ্কা , কোনও কথা হবে না ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত । Orchestra as well damn good, xcellent.

    • @hossainmdadnan
      @hossainmdadnan 3 роки тому

      Kono ful foteni bhai. Karon aj Magh mash, mane still winter. Februaryr 13 tarikh poila falgun, mane boshontokal shuru.. Still 1 month away..

  • @apexsearcher4393
    @apexsearcher4393 2 роки тому +3

    প্রিয়াংকা মেয়েটা যে কী!!!! অনেক ভালো লাগে।যেমন কন্ঠ তেমন মিষ্টি চেহারা!আমি "কিছুক্ষন আরও না হয় রহিতে কাছে" এই গানটি টানা ৫০ বারের ওপর শুনছি মনে হয়।এখনও শুনি অন্য গানের পাশাপাশি

  • @rkmoitra123
    @rkmoitra123 2 роки тому +1

    যেমন চেহারা তেমনই কণ্ঠ! এ এক ঈশ্বরদত্ত মেলবন্ধন... এপার বাংলা থেকে আশীর্বাদ করি যেন এই শিল্পী এরকম আরও অনেক অনেক পুরনো বাংলা আধুনিক গান পুনরুদ্ধার করে বাংলা গানকে সমৃদ্ধ করে যায়।

  • @hasihaldar7235
    @hasihaldar7235 Рік тому +2

    যেমন সুন্দরী-গেয়েছেনও সেই রকম সুরে শ্রদ্ধেয়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। অপূর্ব!

  • @onlyforfun2667
    @onlyforfun2667 3 роки тому +3

    চারি দিকের পরিবেশকে পুরো বদলে দিলো নিমেষের মধ্যে ❤️। ধন্যবাদ 🙏 আরো একবার ।

  • @sudiptasen6181
    @sudiptasen6181 2 роки тому +4

    অপূর্ব । অসাধারণ । অবিস্মরণীয় ... ধন্যবাদ গায়িকা, প্রোডাকশন টিম ও শিলং টি লাউঞ্জকে ♥️🙏

  • @kusmaji5051
    @kusmaji5051 3 дні тому

    যেমন গান , তেমনি গায়িকা। এক কথায় অপূর্ব এবং অসাধারণ। এইসব গানের কি তুলনা হয় ? এমন ভালোভাবে নতুন করে গানটি পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো পুরোনো দিনের গান শোনার আশায় রইলাম।❤❤❤

  • @panchamonimandi7791
    @panchamonimandi7791 Місяць тому

    এত ভাল লাগল গান টা শুনে, ভাবছি এরকম ও কেউ গাইতে পারে, একদম অরিজিনাল
    singer এর মতো, অবাক তো লাগছে, আশ্চর্য হয়ে গেছি, যেমন দেখতে তেমনি সুর. খুব খুব ভালো লাগছে অনেক অনেক শুভেচ্ছা জানাই 🎉🎉🎉🎉🎉🎉🎉
    ভালোই হয়েছে যিনি গেয়েছেন সেই singer Sandhya Mukherjee কেও মনে পড়ছে যিনি অভিনয় করেছেন সেই সুচিত্রা সেন কেও মনে পড়ছে
    অনেক অনেক ধন্যবাদ আপনাকে
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @user-ih4zd1oh7o
    @user-ih4zd1oh7o Рік тому +4

    এই গান বার বার শোনার মতো, মনে ধরে রাখার মতো। শুনলেই মন ভালো হয়ে যায়। সুরুচির শ্রোতার পরিচয় যারা এই গান শোনে।

  • @kaushikhalder7764
    @kaushikhalder7764 3 роки тому +7

    This kind of environment is created when old words and new tunes are mixed together... জীবন খাতার প্রতি পাতায় গানটার অনুরোধ রইলো। অনেক শুভেচ্ছা আর শুভ কামনা পুরো team কে।

  • @PintuDas-nt6qu
    @PintuDas-nt6qu 2 роки тому +1

    Aha mon vore jai seylon music er gane. Ami protidin sokal gan guli suni.

  • @nagarik2606
    @nagarik2606 8 місяців тому +1

    অসাধারণ।। কিছু বলার নেই।। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান যে কেউ এ ভাবে গাইতে পারে ভাবিনি।।

  • @bangladesh52
    @bangladesh52 Рік тому +10

    Proud to become a Bangladeshi. We have a group of talented singer and musician .

  • @michelsarker5639
    @michelsarker5639 3 роки тому +39

    এমন সুরকার, এমন গীতিকার, এমন গায়ক আর কোনদিন আসবেনা বাংলায়।

  • @bikashrc
    @bikashrc 3 роки тому +1

    SEYLON MUSIC এর সুন্দর উপস্থাপনা। অপুর্ব গেয়েছেন প্রিয়াঙ্কা। কোলকাতা থেকে লিখছি। 👌👌👌

  • @ganbangla902
    @ganbangla902 3 роки тому +7

    অসাধারণ সিলংয়ের সবকিছু। মানুষের অনূভুতি ছুঁয়ে দাও তোমরা।

  • @ajoykm
    @ajoykm 2 роки тому +12

    its more soothing than the original song...God bless you the artist...good job seylon music...keep it up...keep the artist encouraged

  • @ashishchatterjee78
    @ashishchatterjee78 Рік тому +2

    Excellent, আমার তো মনে হচ্ছে কোনও comment করা পাগলামি , great performence

  • @parthapratimgangopadhyay139
    @parthapratimgangopadhyay139 3 роки тому +3

    আপনাদের মাধ্যমে বাংলার সোনার যুগের সব গান বেঁচে থাকবে।

  • @hossain-uw6mj
    @hossain-uw6mj 3 роки тому +3

    "Ai madhobi rut " ato shundor kore ,atotai mohonio shure ki nidarun konthoshaili r ovibekti ! darun mughdho koreche amer moto kotoi na srota k.
    K jan e !

  • @nadiradiya1044
    @nadiradiya1044 10 місяців тому +1

    ❤❤❤খুবই মিষ্টি গান,😢😢😢আমার মন খারাপ থাকায় এখন সবসময় শুনি ,,😢😢খুবই ভাল লাগে।❤

  • @prithubiswasliveingreen3991
    @prithubiswasliveingreen3991 Рік тому +2

    মন ভরে গেল তার মিষ্টি মধুর গানের তালে

  • @avijitghosh8323
    @avijitghosh8323 3 роки тому +9

    এই গানই আমাদের দুই বাংলার মিলনকেন্দ্র❤️

  • @suhitachakraborty9102
    @suhitachakraborty9102 3 роки тому +9

    One of my favorite songs ❤️😍...thank u for gift us this song .carry on.everyone.......surer o eii jhar jhar jharna gaan ta sunte chaii from this seylon platform...👍♥️🙏

  • @rushniara6718
    @rushniara6718 Рік тому +2

    খুব সুন্দর গায়কী,,,💜💙❤️

  • @bireswarmisra8155
    @bireswarmisra8155 2 роки тому +1

    সুন্দর গেয়েছেন আপনি। সাথে MUSICIANS রাও খুব ভালো Performance.ধন্যবাদ আপনাদের এই সুন্দর গানের SELECTION ও আমাদের উপহার দেওয়ার জন্য

  • @riponkhondakar6134
    @riponkhondakar6134 3 роки тому +4

    অসাধারণ 😍😍😍,চোখ বন্ধ করে শুনলে মনে, সন্ধ্যা মুখার্জী গায়ছেন,best of luck আপু

  • @msajed9189
    @msajed9189 3 роки тому +20

    Aha Opurbo! Hats off ! Excellent execution of this legendary song. Please more like this

  • @b.kdutta7626
    @b.kdutta7626 Рік тому +1

    Hello Pryanka,beau voice.keep it up.Heartful Thanks

  • @RamjanAli-se5cq
    @RamjanAli-se5cq 2 роки тому +2

    অসাধারণ, চোখ বন্ধ করে শুনলে বোঝা মুশকিল কার কন্ঠে গান শুনছি।

  • @lutfurrahman2388
    @lutfurrahman2388 2 роки тому +11

    Awesome vocal..
    Outstanding singing style...❤️❤️❤️
    Tnx seylon

  • @sriaurobindoashrampress1619
    @sriaurobindoashrampress1619 3 роки тому +11

    Priyanka your sang beaully. Three cheers to you. We brothers and sisters convey our heartfelt gratitute to Seylon Music Lounge for presenting such a wonderful music programme.

  • @parthadeb3606
    @parthadeb3606 Рік тому +1

    Simply outstanding !

  • @ashtapadamayra5265
    @ashtapadamayra5265 2 роки тому +2

    প্রিয় শিল্পীদের গান গুলো এত ভালো গেয়ে তুমি ও মনের গভীরে স্থান করে নিয়েছো।

  • @avimazumder1738
    @avimazumder1738 3 роки тому +10

    দিন আমার বেশ ভালোই যাবে, সকাল সকাল গান সুনে মন আরো ফুরফুরে হয়ে গেলো।

  • @verabruch4573
    @verabruch4573 2 роки тому +10

    Emocionante!!!!
    Deus abençoe ...voz linda
    Gratidão... Para ouvir incansavelvente 😍😍😍😍🌹

  • @kmandurrahim5971
    @kmandurrahim5971 Рік тому +1

    মা তোমার গানই আমাকে প্রথম তোমাদেৱ অনুষ্ঠানে টেনেছে ৷ অনেক ভালো তোমার গান গুলো.......৷

  • @bablulatua9071
    @bablulatua9071 Рік тому

    Nice song 🙏🙏🙏 mon bhoragalo ❤️❤️❤️ Mistry 👌👌👌 pranam🙏🙏🙏

  • @sharminchowdhury1400
    @sharminchowdhury1400 3 роки тому +4

    এত মনমুগ্ধকর কন্ঠ শুনতেই ছিলাম মুগ্ধভাবে। ভুলে গিয়েছে যে গানটি কে গাইছে সন্ধ্যা বন্দ্যোপাধ্যায় না প্রিয়াঙ্কার
    বিশ্বাস। খুব ভালো হয়েছে আরও ভালো কিছুর জন্য অপেক্ষায় রইলাম।

  • @octamail6787
    @octamail6787 3 роки тому +3

    আমি খুব ভালো লাগে বেশি কারন এই channel পুরানো গান গুলো নতুন করে গেয়ে জীবন দান করে

  • @sontuskumarbarua1787
    @sontuskumarbarua1787 8 місяців тому

    সিলন মিউজিক এর সৌজন্যে প্রায় সব গান শুনা হয়। অসাধারণ আয়োজন। শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া ও সিলন মিউজিক পরিবারের সব সদস্যকে ধন্যবাদ।

  • @childhood2497
    @childhood2497 2 роки тому +2

    মা সরস্বতী যেন তোমার মতো কণ্ঠ আমাকে এর পরের জন্মে দেয়, আমি এই প্রার্থনা করি ।

  • @nobnobrakras7760
    @nobnobrakras7760 3 роки тому +5

    another fantastic song from Priyanka

  • @sumansengupta64
    @sumansengupta64 3 роки тому +30

    What a presentation! Fantastic. Hats off to the singer Prianka Biswas and to the whole team of musicians and off course to the director of the program. If possible I wish to associate with a such a talented people and watched them closely. Lovely.

  • @mdsoyebmiah2532
    @mdsoyebmiah2532 Рік тому

    যেমনটি সুন্দর কন্ঠ তেমনি সুন্দরী আহা অপুর্ব।🇨🇦

  • @prasadmondal6316
    @prasadmondal6316 3 роки тому +1

    Amar khub priyo gan..khub khub sundor gailen....bhalobasa thaklo..

  • @siddharthamaity1203
    @siddharthamaity1203 3 роки тому +4

    অসাধারণ সুন্দর একটি গান/// সকাল বেলা মুগ্ধ হয়ে গেলাম শুনে

  • @nasimaakhtar9009
    @nasimaakhtar9009 2 роки тому +3

    Last week on, You Tube, Seylon Music Lounge, group of Singers was singing old days Heart touching Song,But, Best singer was PRIYANKA. Her voice touched my heart. She should get a Best singer Award she reall. She deserve it. Ever since I saved her songs, I’m playing all day everyday.

  • @shahanasultanaasst.teacher7486
    @shahanasultanaasst.teacher7486 3 роки тому +1

    অসাধারণ অপুর্ব প্রিয়াংকার কন্ঠ আর গায়কী। একজনের আগের গাওয়া একটি গান কে ঠিক সেই ভাবে গাওয়া সত্যি অনেক কঠিন কাজ যে কাজ টা অবলিলায় প্রিয়াঙ্কা করে যাচ্ছে। আহা!কি সুর যতবারই শুনি মনে হয় এই প্রথম,আবার শুনি। দোয়া করি আরও অনেক নতুন নতুন গানে নিজেকে এগিয়ে নিয়ে যাও।

  • @bubainandi6050
    @bubainandi6050 2 роки тому +1

    Ai madhobiya khub sundor hoache 👏

  • @tanimzaman6789
    @tanimzaman6789 3 роки тому +4

    এত চমৎকার গলা, ওয়াও 💖💖

  • @nitishbasu9441
    @nitishbasu9441 3 роки тому +12

    Seylon music lounge doing a great job in musical revisit to golden musical past and engaging promising/established singers of present day for the revisit.I personally fell in love with your endeavours as I belong to that era.Thanks and keep it up.