E Gaane Projapoti II Priyanka II SEYLON Music Lounge

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 554

  • @ImranHossain-vd6mx
    @ImranHossain-vd6mx 2 роки тому +460

    শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া দাদাকে বলছি, আপনার এরকম কাজের প্রসংশা করে শেষ করতে পারবনা। অনুরোধ একটাই আর তা হলো সিলন মিউজিক লাউঞ্জের যাত্রা যেন থেমে না যায়। বাংলা গানের শ্রোতারা আপনার নিকট আরো অনেক কিছু আশা করে।

  • @sobhankumarbhar5194
    @sobhankumarbhar5194 2 роки тому +33

    Seylon music কে অসংখ্য ধন্যবাদ। পশ্চিম বঙ্গের মানুষ ও ভালোবাসে এই রকম সুন্দর পরিবেশনা। আরো এগিয়ে চলুক।

  • @pradipkumargupta8729
    @pradipkumargupta8729 2 роки тому +55

    অনবদ্য এবং নিখুঁত পরিবেশনা। তার সাথে রইলো অশেষ ধন্যবাদ যন্ত্র শিল্পীদের প্রতি মূল গানটির সঙ্গে সামঞ্জস্য রেখে যন্ত্র সংগীত পরিবেশন করার জন্য। আমার ছোট্ট অনুরোধ রইলো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দুটি গানের জন্য। এক : "চন্দন পালংকে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না"। দুই : নি সা গা মা পা রে সা রে গা, গা গা রে পাখি গা"। কলকাতা থেকে প্রদীপ কুমার গুপ্ত।

    • @mesbahkhan896
      @mesbahkhan896 2 роки тому +2

      আমিও এ গানটা আশা করেছিলাম…

    • @snigdhabhattacharyaballav702
      @snigdhabhattacharyaballav702 2 роки тому

      ua-cam.com/video/2TQkYWryIUg/v-deo.html😊

    • @lutfurrahman2388
      @lutfurrahman2388 Рік тому

      ধন্যবাদ সিলন মিউজিক ❤❤

    • @ShrutiSudha07
      @ShrutiSudha07 2 місяці тому

      Erokom dhoroner bangla gaan valo lagle amar channel ta ghure asar onurodh roilo

  • @chandanlahiri7648
    @chandanlahiri7648 2 роки тому +73

    মুল গানটি প্রায় ৬০ বছর আগে শ্যামল মিত্রের সুরে "দেয়া নেয়া" ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছিলেন। এ কথাটা আরো একবার মনে করিয়ে দিলাম।
    এই গানটিতে অংশ গ্রহণকারী প্রত্যেক কে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গীত টির অতুলনীয়
    উপস্থাপনা। যে কোনো প্রশঙষার উর্ধ্বে।

  • @sankarpramanik7446
    @sankarpramanik7446 2 роки тому +4

    আমার বয়স 63 এ গান আমার ছোটবেলার গান , সন্ধ্যা মুখপাধ্যায়ের এ গান আপনাদের কাছে চির জীবন্ত হয়ে বেঁচে থাকার জন্য আমি আমার অতীত ফিরে পেলাম
    খুব খুব ভালো লাগলো
    অসাধারন গেয়েছেন,আপনারা সবাই খুব ভালো থাকুন ,আপনাদের অনেক গান আমি শুনেছি সবই খুব ভালো,🙏🙏🙏🇮🇳

  • @pithuntaheem2464
    @pithuntaheem2464 2 роки тому +7

    প্রিয়াঙ্কা অসাধারণ। সন্ধ্যা'জির গানগুলো তাঁর কন্ঠেও ভালো লাগে।। আরও শুনতে চাই।। 👏👏👏👏

  • @tulitulip1411
    @tulitulip1411 2 роки тому +10

    আরেকটি অসাধারণ অনবদ্য উপস্থাপনা .... মনটা ভরে যায় গান গুলো শুনে.... প্রিয়াঙ্কা দির গলায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গুলো প্রাণ ফিরে পায় .... অনেক অনেক শুভ কামনা Seylon Music কে ❤️

  • @swapannath7847
    @swapannath7847 2 роки тому +4

    সিলন মিউজিকের সব পরিবেশন অসাধারণ ও অতুলনীয়।

  • @SumonAhmed-hf4hj
    @SumonAhmed-hf4hj 2 роки тому +4

    সত্যিই চমৎকার পরিবেশনা,প্রতিটি গানের মধ্যে আলাদা রকম ভালোলাগা। সবাই বেশ ভালো করে গান করে।বিশেষ করে অপু আমান,প্রিয়াংকা,মিফতাহ জামান,নন্দিতা

  • @asaduzzamanasad3903
    @asaduzzamanasad3903 2 роки тому +4

    সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের সাথে অনেকটাই মিল আছে, ধন্যবাদ পার্থদাকে চালিয়ে যান দাদা।

  • @SampreetLahiri
    @SampreetLahiri 2 роки тому +30

    সব থেকে আকর্ষণীয় ব্যাপার হল শিল্পীর সাবলীল অভিব্যক্তি যা গানের মাধুর্য্য আরও কয়েক গুণ ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ Seylon Tea এত সুন্দর উপহার দেওয়ার জন্য। 💞☕

  • @tapanprakashsen3873
    @tapanprakashsen3873 Рік тому +10

    গলার স্বর ঠিক সন্ধ্যাদির মতো।

  • @ranganmajumder8013
    @ranganmajumder8013 2 роки тому +6

    অপূর্ব, যেমন কন্ঠ, তেমন পরিবেশনা, আর রূপের প্রসংশা তুলে রাখলাম, কোনদিন যদি দেখা হয়, সেদিনের জন্য।

  • @sajandewan4547
    @sajandewan4547 2 роки тому +71

    পশ্চিমবঙ্গের কিছু কিছু দাদারা বলেন বাংলাদেশে উল্লেখযোগ্য কেউ নাই। তাদেরকে Seylon Tea খাওয়ার আমন্ত্রণ রইল। এখন তো আবার Bangla Coke ও এসে গেছে। তবে যারা হাজার হাজার নেগেটিভিটির মধ্যেও ভেদাভেদ ভুলে একাকার হোন তাদেরকে মন থেকে ধন্যবাদ। আর ধন্যবাদ Seylon Tea এর গোটা টিমকে।❤️🇧🇩❤️

    • @BVM9779
      @BVM9779 2 роки тому +4

      গানটি আরেকটু নিখুঁত ভাবে শুনুন 57 সেকেন্ডে উচ্চারণ পাখায়-পাখায় নাকি ফাখায়-ফাখায় উচ্চারণ করেছে পরখ করেন।

    • @koowasha
      @koowasha 2 роки тому +2

      Gaan niye kono pokkher-i prejudice thaka uchit Na. Shur, taal, uchcharon shob bhul holeo mon theke gaile arekjon er bhalo lagte pare.
      Gaan niye paknami, and nongrami bondho kore gaan enjoy korun.

    • @sajandewan4547
      @sajandewan4547 2 роки тому

      @@koowasha নোংরামির কি দেখলেন? আপনি আগে কমেন্ট বুঝতে চেষ্টা করুন।

    • @Hmnp910
      @Hmnp910 2 роки тому

      MDR@ এসব আগাছার কথা না বলে নিজের পাছার কথা বলুন। ১০কোটি পশ্চিম বঙ্গের লোক ৭কোটি কেমনে 'র' 'ড়' আলাদা করতে পারেনা। আর কি বলবো ' ছ' আর ' স' তো একই । গানের অন্যান্য শব্দ ঠিক রাখতে গিয়ে দুবার এমন লেগেছে। তবে সেটা পশ্চিম বঙ্গের প্রতিনিয়ত চলিত ভাষায় মানুষের কথা বলার চেয়ে অধিকাংশে উন্নতর।

    • @BVM9779
      @BVM9779 2 роки тому +3

      @@Hmnp910 আমার পাছার প্রতি আপনার অতি আগ্ৰহের করণ কি? আপনি কি পায়ূসৈনিক? এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া আমার মন।

  • @madhumitakundu891
    @madhumitakundu891 2 роки тому +5

    ভীষণ ভালো লাগলো। মুগ্ধ হয়ে শুনলাম ও দেখলাম। মিউজিশিয়ান গণ অনবদ্য। সর্বাঙ্গীন সুন্দর।‌

  • @estiaqsyed622
    @estiaqsyed622 2 роки тому +11

    মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!
    প্রিয়াঙ্কা, অসাধারণ! তোমরা আমাদের গৌরব।
    পার্থ দা, আবারো সালাম। শেষ করো না হঠাৎ করে, এই গানগুলি নুতন করে আমাদের শোনাতে তুমিই পারবে। অসাধারণ সবাই!
    আহা, কি সুন্দর ! কি অসাধারণ!!

  • @salimjaman1167
    @salimjaman1167 2 роки тому +7

    একটু আগেই মূল শিল্পী প্রয়াত সন্ধ্যা মুখার্জী কর্তৃক গীত গানটা শুনলাম! প্রিয়াঙ্কা গানটার প্রতি যথেষ্ট সুববিচার করেছেন বলে মনে করি!

  • @shankarmaitra1755
    @shankarmaitra1755 2 роки тому +4

    প্রিয় শিল্পী র অসাধারণ গানটির অপূর্ব উপস্থাপন। খুব ভালো লাগলো। ধন্যবাদ

  • @pampakundu1305
    @pampakundu1305 Рік тому +6

    এই ঐতিহাসিক সঙ্গীত যাত্রা চালিয়ে যান আমরা সব্বাই আছি আপনাদের সাথে। যতদিন বাঙালি থাকবে ততদিন বাংলা গান 🎶 থাকবে। সবশেষে বলি অসাধারণ পরিবেশনা। অপেক্ষায় থাকলাম। 🌹

  • @sumiaktar5032
    @sumiaktar5032 Рік тому

    এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ seylon music longe

  • @saruarjahan8183
    @saruarjahan8183 Рік тому +3

    ধন্যবাদ Seylon,
    হারানো আবেগিক গানগুলোকে ধরে রাখায় এবং নতুনদের মাধ্যমে চমৎকার উপস্থাপনার জন্য।
    প্রিয়াঙ্কা এবং নন্দিতা,,, খুবই চমৎকার গায়।

  • @ismailofficial1208
    @ismailofficial1208 Рік тому +2

    আহা কি মধুর সুর, কতটা যত্ন নিলে এমন সুর বের হয়, এগিয়ে যান আপনি। ধন্যবাদ সিলন মিউজিক টিমদের

  • @sonjitbarua
    @sonjitbarua Рік тому +2

    আহ্ কি সুন্দর গলা,কি সুন্দর গান! এমন গানে কার মন না জুড়ায়?এমন গান শুনলে সত্যিই গান শুনার তৃপ্তি মিটে যায়। ধন্যবাদ Seylon music lounge সহ সংশ্লিষ্ট সকলকে।

  • @purabichowdhury816
    @purabichowdhury816 2 роки тому +3

    অনবদ্য। আপনাদের এই সম্মিলিত প্রচেষ্টা চলতে থাকুক এমনি করে। ফিরে পেয়েছি আমার ফেলে আসা কৈশোর আর যৌবনের দিনগুলি। অনেক ধন্যবাদ।

  • @demochawdhory8325
    @demochawdhory8325 2 роки тому +3

    বংশীবাদক আপু অনেক সুন্দর বাজিয়েছেন। প্রিয়াঙ্কা আপুর চমৎকার গলা। আর একটা মানুষের কথা না বললেই নয়, পার্থ দা। দ্যা মাস্টারমাইন্ড।

  • @mdsazzad4005
    @mdsazzad4005 2 роки тому

    বলার কিছু নাই ভাষা হারিয়ে ফেলেছি
    ধন্যবাদ এমন একটি গান উপহার দেওয়ার জন্য।

  • @sojibhasan8066
    @sojibhasan8066 2 роки тому +34

    আহা! 😇🌸
    কি স্নিগ্ধতা ছড়িয়েছে, মনে এক প্রকার শিহরণ খেলে যায় এমন সুর, লিরিক ও কন্ঠে।
    বেশ ভালো মানিয়েছে আপনার কন্ঠে।
    এভাবেই বলে শুনাতে থাকুন এমন ভালো কিছু গান।🥰❤️💙

  • @rik6707
    @rik6707 2 роки тому +23

    আহা কি অপূর্ব গানটি না গেয়েছিলেন শ্রদ্ধেয় সন্ধ্যা মুখপাধ্যায়।এভাবেই তার গানের মাধ্যমে তিনি চির অমর হয়ে থাকবেন সঙ্গীত জগতে।😍❤️

  • @alakchakraborty3235
    @alakchakraborty3235 2 роки тому +6

    সত্যি অসাধারণ , খুবই সুন্দর কন্ঠে মনোমুগ্ধকর পরিবেশনা ।

  • @sujitroy8301
    @sujitroy8301 Рік тому +2

    গানটা এর আগেও অনেবার শুনেছিলাম কিন্তু আজ এক বিশেষ মুহূর্তে গান শুছিলাম আর যেটা মনে হলো সেটা প্রিয়ঙ্কার স্বকীয়তায় অনবদ্য। আর ওই দূরে যিনি বাঁশিতে সঙ্গত দেন তার "বাঁশি শুনে কি ঘরে থাকা যায়..."। অনবদ্য।

  • @sajalbanerjee3423
    @sajalbanerjee3423 Місяць тому

    অসাধারণ, যেমন সুর তেমন রেঞ্জ, অপূর্ব। যন্ত্রসঙ্গীরাও অসাধারণ দক্ষ। এদের গাওয়ার মধ্যে দিয়েই এইসব গানগুলো বেঁচে থাকবে।

  • @ashisdas1474
    @ashisdas1474 Рік тому +1

    অনুগ্রহ করে পুরোনো গানের এই উপস্থাপনা চালিয়ে যান. অপূর্ব.

  • @pintupal4531
    @pintupal4531 2 роки тому +18

    আমার ভীষণ ভালো লাগে আপনার গান, আমার মা সন্ধ্যা মুখোপাধ্যায় এর ভীষণ বড় ভক্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের আরো গান শোনার জন্য অপেক্ষায় রইলাম 🙏

  • @SG-zg1rd
    @SG-zg1rd 2 роки тому +4

    এ যুগের নতুন সন্ধ্যা মুখার্জি... খারাপ হয়নি... বেশ ভালো লাগলো.. Keep it up 👆.

  • @niluferfouzy3252
    @niluferfouzy3252 2 роки тому +4

    প্রিয়ান্কার কন্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায় খুব মানায় ....!!! কি চমৎকার গায়কি !!!

  • @sayanadak7857
    @sayanadak7857 2 роки тому +1

    আহা কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট গোটা টিমকে আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল❤️❤️❤️❤️❤️

  • @amitghorami7433
    @amitghorami7433 2 роки тому +1

    অপূর্ব সুন্দর লাগছে।সত্যি কখনো ভাবিনি এত সুন্দর সুন্দর গান শুনতে পাবো।এই রকম গান আরো চাই।please

  • @anindyaparira1381
    @anindyaparira1381 2 роки тому +7

    Loved all renditions of Priyanka. অসাধারণ গলা। সাথে চমৎকার facial expressions.

  • @anwarchowdhury821
    @anwarchowdhury821 Рік тому +3

    Priynka has a heavenly voice!
    Gitosri Sandhaji is smiling over u from heaven !
    Amader desher Ohongkarer Olongkar !
    Dr. Anwar Chowdhury
    Andover, KS USA 🇺🇸

  • @asishchakraborty6411
    @asishchakraborty6411 Рік тому +3

    আপনাদের জন্যই পুরানো গান গুলো নতুন করে শুনছি। খুব ভালো লাগছে।

  • @tanmoyghosh4097
    @tanmoyghosh4097 2 роки тому +6

    আমার বাংলাদেশের প্রিয় চ্যানেল । ❤️ । ভারত থেকে ।

  • @raufulislam3019
    @raufulislam3019 2 роки тому +2

    বাংলা গানের পুরোনো ঐতিহ্য এভাবে নূতনভাবে উপস্থাপনের জন্য সিলন মিউজিক এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ💞

  • @ahshoheed4577
    @ahshoheed4577 2 роки тому +3

    যেমনটি হবার কথা ঠিক তেমনই হয়ছে। পরিস্কার-পরিচ্ছন্ন, নির্ভূল এক কথায় অসাধারণ।

  • @shibsundarsaha
    @shibsundarsaha 2 роки тому +7

    আহা!! কি সাবলীল ভাবে গাইলেন❤️ old wine in new bottle..❤️❤️ খুব ভালো লাগলো❤️❤️

  • @santanudas9666
    @santanudas9666 Рік тому

    Adbhut sadhana. Hathat sune ghabre giyechi. Very very nice 👍

  • @spandanjash8825
    @spandanjash8825 Рік тому +1

    অসাধারণ গলার কন্ঠস্বর Priyanka Madam র।তার গলায় সবকটি গান অতুলনীয়।

  • @sanjusarkar9531
    @sanjusarkar9531 2 роки тому +3

    আমার খুব প্রিয় একটা শিল্পীর কন্ঠে অসাধারণ একটি গান শুনলাম।

  • @gopaldey7148
    @gopaldey7148 Рік тому +1

    সিলন টী এর কর্ম কর্তাদের অসঙ্খ ধন্যবাদ দিয়ে বলি ,যে ভাবে আপনারা মানুষকে আনন্দ দিচ্ছেন, এভাবেই গান প্রিয় মানুষদের আনন্দ দিতে থাকুন। আপনাদের যাত্রা পথ আরও আরও সুগম ও সুন্দর হোক এই প্রার্থনা ঈশ্বরের নিকট করি। সকলেই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

    • @ashishshankarpaul
      @ashishshankarpaul Рік тому

      Seylon Music Lounge কে কে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ❤❤❤

  • @gmzulfiquerhaider8014
    @gmzulfiquerhaider8014 2 роки тому +2

    শ্রদ্ধেয় লেজেন্ড সন্ধ্যা মুখার্জি কে স্মরণে রেখেই বলছি, প্রিয়াংকা র এই গান শুনলে উনি আর শ্যামল মিত্র দুজনেই প্রান খুলে আশীর্বাদ করতেন। hats off priyanka

  • @joym.kolkata
    @joym.kolkata 2 роки тому +5

    পার্থ বাবুকে প্রনাম। উনি সত্যি অসাধারন কাজ করে চলেছেন।

  • @SmMahim-zq6ge
    @SmMahim-zq6ge 2 роки тому +1

    অমর হয়ে আজীবন রবে এই গান মানব অন্তরে...কবু মুছে যাবেনা এই কথা এই সুর....💜💕আমি সৌদি আরব থেকে প্রতিদিন এই গানগুলাই শুনি..মন অনেক ভালো হয়ে যায়.. 👉🇸🇦💕🇧🇩🌿🌿🌿

  • @dipakpaul4692
    @dipakpaul4692 2 роки тому +11

    I am from India. I love to hear all songs of Seylon Music Lounge. Everybody is used to present their Best in Songs.

  • @samirmazumdar7877
    @samirmazumdar7877 2 роки тому

    সিলন টির টিমকে অনেক ধন্যবাদ এতো সুন্দর গান গুলো সুন্দর ভাবে পরিবেশন করার জন‍্য

  • @BABUJOY776
    @BABUJOY776 2 роки тому +3

    দিদি,,আপনার গান দারুণ,, আরো ধন্যবাদ Seylon কে
    আর বাঁশি বাজানো দিদি দারুন বাজায়,, দিদির চুল টা আরো একটু লম্বা হয়েছে দেখছি,,
    সব মিলিয়ে outstanding

  • @syamalmajumdar5037
    @syamalmajumdar5037 2 роки тому +20

    It was difficult for me to differentiate her with night angel of Bengalee songs - Smt. Sandhya ji........... Thanks to Priyanka madam for your extraordinary performances. Wishesh & greetings from DADA ( Mumbai) 04/09/22

  • @minarulislam138
    @minarulislam138 2 роки тому +4

    Darunnn... Ami Seylon er wait kare thaki. Tomader sab kichui oshadharon. Stay blessed.

  • @rehmanbabu
    @rehmanbabu 2 роки тому +1

    প্রতিটি প্রহর ভালোবাসায় সিক্ত করে এসব মনোমুগ্ধকর সুরের হাওয়া। ❤️

  • @riyadhossain2192
    @riyadhossain2192 2 роки тому +17

    ওরে সর্বনাশ! এই গান যদি এই প্রজন্মের মানুষগুলো শুনতো,,ইশ,,তারা কতটা হতভাগা।
    এই গানের মর্ম সবাই বুঝবে না।
    সারাজীবন বেঁচে থাকুক এই গান গুলো❤️

    • @snigdhabhattacharyaballav702
      @snigdhabhattacharyaballav702 2 роки тому

      ua-cam.com/video/2TQkYWryIUg/v-deo.html😊

    • @ms_q_u_e_e_n_x
      @ms_q_u_e_e_n_x 3 місяці тому

      আছি আছি আমি আছি এই GEN Z বলে প্রজন্ম, কি করে এই গান গুলো কে skip করি বলুন বাঙালি বলে কথা, এই গান মিস করলে নিজেকে বাঙ্গলি বলি কিভাবে 😁❤

  • @pankajkumarray2538
    @pankajkumarray2538 2 роки тому +5

    দারুণ,সন্ধ্যা মুখোপাধ্যায়ের খুব ভালো একটি পুরনো গান ❤❤

  • @bablyspassion6747
    @bablyspassion6747 2 роки тому +10

    কি সুন্দর আওয়াজ।।।অসাধারণ গায়কী 👌❤

  • @mohammadromjan1461
    @mohammadromjan1461 2 роки тому +71

    সন্ধ্যাঁ মুখোপাধ্যায় এর গান গুলো যেনো প্রিয়াংকা দিদির কণ্ঠে আবারো নতুন করে প্রাণ ফিরে পায়!
    সন্ধ্যাঁ জী'র আরো কিছু কালজয়ী জনপ্রিয় বাংলা গান " সিলন মিউজিক লঞ্চ " থেকে উপহার পেতে চায়! 🥰

  • @akd7185
    @akd7185 2 роки тому +1

    এককথায় অনবদ্য অসাধারণ প্রাণবন্ত পরিবেশনা, আপনারাই পারবেন আর পারতেই হবে এসব গান বাঁচিয়ে রাখতে । খুব ভালো থাকুন প, বঙ্গ থেকে ।

  • @shantanuchakravarty8648
    @shantanuchakravarty8648 2 роки тому +1

    কি যে বলি!
    দারুণ। সিলন মিউজিক লাউঞ্জ টীম কে কুর্নিশ।

  • @rajatde2348
    @rajatde2348 2 роки тому +3

    Priyanka Mam Darun Singing🎤 ei gaan ta amar khob priya Awesome👍👏😊 In future🔮 apni boro Singer🎤👩‍🎤 hon amar ashirwaad apnar pashe ache Iswar apnar mangal Karun Melodies Song🎵

  • @saifullah-uq1kl
    @saifullah-uq1kl Рік тому +9

    দিনশেষে এই গান শোনার সময়ে মহানায়ক উত্তম কুমারের চেহারাখানা ভেসে উঠে, এত সুন্দর অভিব্যাক্তি, বাচনভঙ্গি,ভালোমানুষি, দোষগুণের ঊর্ধ্বে উঠে সবার জন্য করা, এমন মানুষকে মিস করি!উত্তম কুমারের মত স্নিগ্ধ মানুষ এখনো পর্যন্ত চোখে পড়েনি, অনেকে অভিনয় দিয়ে মন কেড়ে নিয়েছেন, কিন্তু উত্তম কুমারের সামগ্রিক ব্যক্তিত্বের সামনে বাকী সব অভিনেতা অভিনেত্রীদের তুচ্ছ্ব মনে হয়!
    তিনি শুধুমাত্রই সিনেমার জন্য জন্ম নিয়েছিলেন!এমনটাই মনে হয়।
    এই মহান আত্মার জন্য সশ্রদ্ধ সালাম!❤🎉❤

  • @shricharn7761
    @shricharn7761 Рік тому +1

    পুরোনো গান নতুন করে আবিষ্কার হচ্ছে খুব ভালো লাগলো

  • @NiharranjanNath-o7m
    @NiharranjanNath-o7m 8 місяців тому

    It is amazing rendition.......OMG!!....Many thanks to Priyanka.....beautiful arrangement of music........I am now 70yrs......I felt a nice smell of Golden era...again thanks all co-artist specially to flute player.....keep it up...from Suri, Birbhum

  • @bollytalk1998
    @bollytalk1998 2 роки тому +1

    Seylon Tea তো পান করিনি, কিন্তু গানগুলো শুনেছি। গানে প্রেমে পড়েছি। অসাধারণ সুর। loves you very much নন্দিতা ও প্রিয়াঙ্কা আপু। তোমরা অসাধারণ মেহনত করছো। keep it up. অনেক অনেক ভালোবাসা নিও from Kolkata..💕

  • @iftekharuddin9715
    @iftekharuddin9715 2 роки тому +35

    এ গানে প্রজাপতি পাখায়
    পাখায় রং ছড়ায়
    এ গানে রামধনু তার
    সাতটি রঙের দোল ঝড়ায়
    এ গানে প্রজাপতি পাখায়
    পাখায় রং ছড়ায়
    এ গানে রামধনু তার
    সাতটি রঙের দোল ঝড়ায়
    এ গানে প্রজাপতি পাখায়
    পাখায় রং ছড়ায়
    সীমানা ছাড়িয়ে যাই যে‌ হারিয়ে
    সীমানা ছাড়িয়ে যাই যে‌ হারিয়ে
    গানে আমার কে যে দিল সুর
    গানে আমার কে যে দিল সুর
    সেই তো জানিনা
    সে তো‌‌ জানিনা
    এ গানে প্রজাপতি পাখায়
    পাখায় রং ছড়ায়
    এ গানে রামধনু তার
    সাতটি রঙের দল ঝড়াই
    এ গানে প্রজাপতি পাখায়
    পাখায় রং ছড়ায়
    আমার এ গান সুনীল সাগর‌ কূলে
    মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে
    লালালা
    আমার এ গান সুনীল সাগর‌ কূলে
    মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে
    লালালা
    সে কার বাঁশিতে
    চায় যে হাসিতে
    সে কার বাঁশিতে
    চায় যে হাসিতে
    কাছে আমার আসে কেনো দূর
    কাছে আমার আসে কেনো দূর
    সে তো জানি না সে তো জানিনা
    এ গানে প্রজাপতি পাখায়
    পাখায় রং ছড়ায়
    এ গানে রামধনু তার
    সাতটি রঙের দোল ঝড়ায়
    এ গানে প্রজাপতি পাখায়
    পাখায় রং ছড়ায়

  • @debabratadey552
    @debabratadey552 2 роки тому +1

    এই টীম টাকে অনেক দিন ধরেই মিস করছি। শুভ কামনা রইলো ।কোলকাতা থেকে ।

  • @nobnobrakras7760
    @nobnobrakras7760 2 роки тому +12

    Another fantastic presentation by Partho Barua. My only grouse with him is that in spite of many requests he never has given the names of the musicians. WE WANT THE NAMES. It is not fair because they are the ones who make it happen. As usual just when I thought that Priyanka could not get any better she proves us wrong.How good can she get- the sky is her limit.

  • @rainbowmanna749
    @rainbowmanna749 3 місяці тому

    কি জানি এতো সুন্দর একটা গান মনে ভেতরে পৌঁছাতে পারল না কেন?মনে হলো যেন ঝড় উঠে থামল আমি ও বেঁচে গেলাম।

  • @sakinaakter2601
    @sakinaakter2601 2 роки тому +1

    ভালো লাগে 💞 চমৎকার একটি গান গেয়েছেন জনপ্রিয় গায়িকা ধন্যবাদ আপনাকে আপু ভালো থাকবেন।

  • @chandadewan1775
    @chandadewan1775 2 роки тому +1

    সত্যি বলতে কি এই গানটি এই প্রথম আমি শুনলাম Just wow....
    খুব মিষ্টি একটি গান ❤

  • @parthasarathibanerjee70
    @parthasarathibanerjee70 Рік тому

    Priyanka r presentation apurba. God bless her.

  • @bordaborda4432
    @bordaborda4432 2 роки тому

    priyanka asadaron ekta gaan upohar deoar jonno anek donnobad valobasha roilo egiye jao best of luck KSA DAMMAM ❤❤

  • @worldtour4233
    @worldtour4233 2 роки тому +2

    প্রত্যেকটা গানই অসাধারণ, যেনো হৃদয় ছুয়ে যায়♥

  • @Pinkimahato389
    @Pinkimahato389 6 місяців тому

    Seylon tea র সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ 🙏 এই সুন্দর সুন্দর গান গুলো পরিবেশন করার জন্য ❤❤❤

  • @tgitiripangolder9435
    @tgitiripangolder9435 2 роки тому +8

    “ক্ষুদ্রকে নিয়ে বৃহৎ, সীমাকে নিয়ে অসীম, প্রেমকে নিয়ে মুক্তি | প্রেমের আলো যখনই পাই; তখনই যেখানে চোখ মেলি সেখানেই, দেখি সীমার মধ্যে সীমা নেই”
    - Rabindranath

  • @joyachakma3006
    @joyachakma3006 2 роки тому +1

    Kub kub sundor hoyese seylon er gan sob gulo just osadaron 💘❣️💗💕💝

  • @mankindtech1984
    @mankindtech1984 2 роки тому +1

    দিদি তোমার গান শুনে মনটা ভরে গেলো। আমি অভিভূত। তোমাদের প্রচেষ্টা সফল হোক।

  • @sabujroychowbahury575
    @sabujroychowbahury575 2 роки тому +5

    Priyanka's mesmerising music performance left the kolkata audience Enthralled. I am one of them.

  • @bikramnayak2932
    @bikramnayak2932 2 роки тому +1

    দারুণ মনে হয় আবার সেই পুরনো দিনের সেই গান তাই শুনছি খুব সুন্দর পরিবেশনা ।

  • @hhghhh8711
    @hhghhh8711 Рік тому +2

    Extremely sweet voice......keep it up and spread the sweetness of our beloved language

  • @khondokerjamiluddin3194
    @khondokerjamiluddin3194 2 роки тому +1

    Ashadharon ! Priyanka, U r one of the finest singer of the new era. All the very best.

  • @chirasreeroy9018
    @chirasreeroy9018 2 роки тому +7

    From Calcutta , I have fallen love on your mesmerizing voice and hypotonic beauty.

  • @animeshpanja3898
    @animeshpanja3898 2 роки тому

    প্রিয়াঙ্কা দি......... দারুন দারুন দারুন হয়েছে 💝💝💝💝

  • @creativescetch
    @creativescetch 2 роки тому +1

    Voice,music,sound comprose, lighting, সব মিলিয়ে ফাটাফাটি 👌👌👌👌

  • @sukantapandit2651
    @sukantapandit2651 2 роки тому +3

    আরও নতুন গানের অপেক্ষায় রইলাম। এ যেন স্বাদ মেটেনা।।❣❣❣

  • @kushalbhaskar4401
    @kushalbhaskar4401 2 роки тому +2

    আর একটি অসাধারণ পরিবেশনা.... ❤️❤️❤️❤️❤️...

  • @ramdasmandal3754
    @ramdasmandal3754 2 роки тому +10

    Awesome voice ! I am basically a big fan of Priyanka's voice. Her voice gives a new taste to song lovers.

  • @cosmopolitan6547
    @cosmopolitan6547 2 роки тому +4

    Excellent tribute to #SANDHA MUKHARJEE...... 🥰🥰🥰

  • @tapashkantidas2462
    @tapashkantidas2462 2 роки тому +3

    Beautiful tonal quality of Madam Priyanka Keep it up. Great Partha da great Music.

  • @ziaushshams8840
    @ziaushshams8840 2 роки тому +16

    Good to see Partha has brought back Priyanka with a bang! She is looking fabulously smart. Her singing as usual is nothing less than amazing. Srimoti Sandhya Mukhopaddhay would have been proud of Priyanka and Partho.

  • @uttamadhikari933
    @uttamadhikari933 26 днів тому

    আপনার সুরেলা
    কন্ঠে পরিবেশন
    আমি মুগ্ধ।
    ভালো থাকবেন🙏।।

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 2 роки тому +5

    You are really God gifted singer. Your sweet voice brings back all my childhood memories. It is really too much appreciable.

  • @riar2590
    @riar2590 2 роки тому +5

    Another outstanding addition. Partho Da, Priyanka and the musicians God bless.

  • @DJ_Chakraborty
    @DJ_Chakraborty 2 роки тому +2

    Ekkothay ashadharon…. Amra sobai er jonno wait korechilam… in fact ami request o korechilam… apnara eto sundor uposthapona korlen Puro mon chhuye gelo… er theke valo tribute r ki hote pare… eivabei apnader show aro egiye jak etai prarthona kori… valo thakben sobai

    • @nobnobrakras7760
      @nobnobrakras7760 2 роки тому

      Dhur, if you want to speak Bengali use the script.How would you like if I was using Bengali script to write this ?

  • @khanikoma
    @khanikoma 2 роки тому +1

    what a fantastic live with heart-breaking song. Beautiful singer and handsome musicians

  • @sandeepsankarbarua8119
    @sandeepsankarbarua8119 2 роки тому +3

    শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া মহাশয়। তথাগত শম্যক সম্বুদ্ধ আপনাকে আরও সফলতা দিক। আর আমাদের এইভাবে সুন্দর সুন্দর গান শুনিয়ে যান।
    সাধু সাধু সাধু