অলির কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো! ধরার ধূলিতে যে ফাগুন আসে কই, তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো! আকাশ পাড়ে ঐ অনেক দূরে যেমন করে মেঘ যায় গো উড়ে আকাশ পাড়ে ঐ অনেক দূরে যেমন করে মেঘ যায় গো উড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে কই, তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো! অলির কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো! চাঁদের আলোয় রাত যায় যে ভরে তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে? চাঁদের আলোয় রাত যায় যে ভরে তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে? যেমন করে নীড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি যেমন করে নীড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি যেমন করে সে ভালোবাসে কই, তাহার মতো তুমি আমায় তবুও ভালোবাসো না তো! অলির কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো! ধরার ধূলিতে যে ফাগুন আসে কই, তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো
প্রেমে জিনিস টা এক অদ্ভুত মায়া । যা শিখিয়ে দেয় আমাদের বেঁচে থাকার মানে । ভালোবাসলে বোঝা যায় এই পৃথিবী কত সুন্দর ভালোবাসা স্বীকৃতি না পেলেও। তার অনুভূতিটা অনেক সুন্দর 💙💙
আমি বয়সে হয়তো আপনাদের থেকে অনেক ছোটো। এই গানটা শুনে অসম্ভব এক শান্তি পেলাম। হয়তো এই গানটা শুনে বোঝার মতো ক্ষমতা আমার নেই। আমার বয়স ১৩ বছর। যদি আমার করা এই কমেন্ট টাতে লাইক আসে তবে নটিফিকেশন পেয়ে আবারও ছুটে আসবো এই মনমুগ্ধকর গানটি শুনতে।।❤
এক কথায়, অসাধারণ একটি বাংলা গানের সৃষ্টি । গানের কথা, সুর ও কন্ঠ সব মিলিয়ে এক অন্যরকম ভালোলাগা, এক অন্যরকম অনুভুতির জন্ম দেয়। কতো সরল ভাষায় সরল সব আবেগ, অভিমান, অনুভুতি, ভালোবাসা প্রকাশিত হয়েছে। সত্যি অসাধারণ......কালজয়ী একটি ভালোলাগার গান, যে গান হৃদয়ের অনুভুতিগুলো শাণিত করে।
আজ আমরা একসাথে প্রায় ১৫ বছর। কত ঝগড়া কত অভিমান কত ক্ষোভ যে জমে আছে দুজনের মনে। তবুও আছি একসাথে। আমি যে তাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। তার সাথে যুগল জীবনের সাত বছর করেছি... আমৃত্যু থাকতে চাই...
গানটিতে কেন জানি একটা আবেগ জড়িয়ে আছে, যত বারই গানটা শুনি ততবারই আমি প্রেমে পড়ে যায়,, এই গানটা আমরা প্রেম করার সময় ডেটে গেলে শুনতাম,, আলহামদুলিল্লাহ আজ আমাদের ফুটফুটে একটা কন্যা সন্তান! অতীতে ফিরে গেলাম
কিছু কিছু রাত জাগতে ভালো লাগে শুধুমাত্র কিছু কিছু গান সহস্রোবার শোনার জন্য। গান শব্দটা দুই শব্দের হলেও এটি যেন দুই আত্মার (অন্তর আত্মা ও পরমাত্মা)মিলন, কিছু সদ্য ভালোলাগা মুহূর্তের পরিস্ফুরণ । গানটা শুনে শান্তির পাহাড় জমে যাবে যে কারো হৃদয় এ। এরকম সুন্দর একটি অনুভূতির মাঝে আর বেশি কিছু বলতে চায় না। শুধু ধন্যবাদ জানাই এই সৃষ্টিকে।
জানি না কেনো যতবার গান টা শুনি অজান্তে কোথায় যেনো হারিয়ে যাই....একটা অসম্ভব জাদু আছে গানটার মধ্যে....!!! সত্যি নিজে এটা ভেবে সুখে থাকি যে অনেক টাকা নেই তো কি হয়েছে কিন্তু বাঙালী বলে এসব গান শুনলে সত্যি একটা স্বর্গীয় তৃপ্তি পাই....💓❤️❤️
২০১১ সালে একটি মেয়েকে ভালোবেসে ফেলি। তার সাথে প্রেম হয়ে যায়। আমাদের প্রেমের বয়স ছিল সাত বছর। প্রেমের পরিসমাপ্তি হলেও মেয়েটিকে আর মিস করি না! কারণ ২০১৮ সালে তাকে আমি আমার ঘরের রানী করে নিয়ে আসি😊 এখন আমাদের ঘরে দুই সন্তান ❤❤
Hemanta Mukhopadhyay borabor e amar favourite. R onar kono gaaner eirokom misti presentation mon to chhuye jabei. Thank you Dee Bhai for such a precious gift 💘🎁
সত্যি বলতে তোমার নাম আমি জানতাম না.....কিন্তু Midnight Horror station এ দুখ জাগানিয়া শুনে তোমার বিরাট fan হয়ে গেছি.....কি মিষ্টি গলা তোমার..... আর তোমাকেও খুব মিষ্টি দেখতে......😍😍❤️❤️
অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসোনা তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসোনা তো অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসোনা তো আকাশপাড়ে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গো উড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসোনা তো অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসোনা তো চাঁদের আলোয় রাত যায় যে ভরে তাহার মতো তুমি করোনা কেন ওগো ধন্য মোরে যেমন করে নীড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় কভুও ভালোবাসোনা তো অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসোনা তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসোনা তো
"যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো" ❤❤ফেসবুকে প্রথম গানের এই অংশ টুকু শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যতবারই শুনি ততবারই মুগ্ধ হই❤❤
সত্যিই ভালোবাসা কি গানের ভাষা থেকে বুঝেছিলাম।আর পরে যখন সে আমায় ছেড়ে অন্য কারোর শরীরে মিশে যায় ! তখন আমার এ জীবনে সব থাকলেও থাকেনা কোনো সুখ!থাকে শুধু সেই অজানা কারণ গুলো !যা আজও আমার কুঁড়ে কুঁড়ে খায়
মাঝে মাঝে যখন নিজেকে একা একা মনে হয় তখন তোমার এই নৃত্য পরিবেশন আমাকে বড়োই মুগ্ধ করে । শিল্পীর শিল্প ছাড়া এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই , কখনো এই সৃষ্টিকে ছেড়ে দিও না। এটা ভগবানের দান এটাকে যথাযথ ভাবে ব্যবহার করো । 🎉🎉🎉🎉🎉
প্রিয় মানুটার মুখে গানটা অনেকবার শুনেছি। এখন হয়তো তার কাছে আমি আর প্রিয় কোনো মানুষ নই।হয়তো তার কন্ঠে এই গানটা আর শুনা হবে না।তবুও এই গানে গানে তুমাকেই খুঁজে বেড়াবে আমৃত্যু।
অসাধারণ সুন্দর। ঈশ্বর প্রদত্ত কণ্ঠশ্বর। অসম্ভব সুন্দর অভিনয়। গান টা দুজন মানুষকে এক করে দিয়েছে। ❤️❤️❤️ মনটা ভরে গেল, চোখে জল চলে এলো। God Bless You 🙏🏻
খুব সুন্দর লাগলো। পুরানোকে বাঁচিয়ে রাখার একটা অন্যরকম প্রয়াস। আমাদের পরবর্তী প্রজন্মদের কাছে হয়তো এই রকম করেই পুরানোকে উপস্থাপন করতে হবে তবেই তার গ্ৰহনযোগ্য হবে।
আজ থেকে ঠিক 3 বছর আগে এই গানটি আমার এক খুব কাছের মানুষ পাঠিয়েছিল শুনতে আজ সে নেই শুধু তার দেওয়া এক টুকরো স্মৃতি আর এই গান আর আমি সত্যি প্রেম জিনিসটা বড়ই অদ্ভূত ❤❤
এক সন্ধ্যা রাতে এমনি গান টা শুনতেছিলাম,যখন...ই গান শুরু হলো তখন...ই আমার প্রিয়ো মানুষ টা একটা মায়াবি হাসি দিয়ে, মুখে ভালোবাসার ছাপ লাগিয়ে গান টা গাইতে শুরু করলো,গানের কথা শুর আর তার মুখ টা যেন মিলে মিসে একাকার হয়ে গেছিলো,একটা দারুন অনুভূতি কাজ করছিলো আমার মাঝে,আমি তখন অপলক দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে ছিলাম,আর মনে মনে ভাবতে লাগলাম যে তার মতো এতো সুন্দর মনে হয় আমার চোখে কোনদিন কাউকে লাগবে না,,ভালোবাসি পাগল টাকে খুব I love you babu🥰😘❤️K❤️
Thank you madam ..এই গানটা আমাদের শোনানোর জন্য ... সারা দিন যে কতবার শুনি তার ঠিক নেই ..... ভালো লাগল আপনার এই গানটা আর আপনার মুখের ঐ মিষ্টি হাসিটা ........ মন ছুঁয়ে যায় ☺️☺️☺️
ভেবেছিলাম কোনোদিন আমি আর সে একসাথে এই গানিটা শুনকে ...... কিন্তু আজ ও আমি তাকে ভালো বাসলেও সে এখন অন্য কারোর মনের রানী ....... স্মৃতি রেখে গেলাম কেউ আমার কমেন্ট এ্ like করলে দেখতে আসব ..... আবার ও বলছি .... I Love You Sayantika ❤
দেবলীনা দি তোমার গান যেন মন ছুঁয়ে যায় । খুব ভালো কন্ঠ তোমার। সায়ক দা এবং দেবলীনা দি তোমাদের দুজনকে দেখে খুব ভালো লাগলো। এই ভাবে সবার মন জয় করে নাও। ভালোবাসা রইল বাংলাদেশ থেকে ।🇧🇩🇧🇩❤️❤️❤️❤️❤️❤️
অনেক সময় অতিক্রান্ত, কিন্ত আমরা বিভোর হয়ে আজো শুনছি,তবুও তৃষ্ণা মেটে না। কি ছিল এই গানগুলিতে? কিছু মেশানো ছিল কি? ছিল অবশ্যই ছিল। সেগুলো বোধহয় আমাদের সারল্য, তারুণ্য,সোজাসরল সহচরেরা,সোনালী বিকেল, পড়ন্ত সূর্য, উদার আকাশ ইত্যাদি♥
আমার প্রথম ভালোবাসার জন্য এই গান টা থেকে যাবে সারাজীবন অমর। হয়তো একদিন আমরা থাকবো না কিন্তু আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে এই গান সারাজীবন বেঁচে থাকবে।
I have never heard such a beautiful remake without destroying the old song, I have seen SANAM and Debolina Nandi covering the old song without destroying the original song. Countless loves💕❤️
Jodi gaan ta valo lege thake,pls sobai share koro,like comment r subscribe korte vulo na❤️❤️❤️❤️❤️tmr valobasha r support chai😍❤️
Obviously i support you & love you all time... ❤️❤️❤️
Sure
অবশ্যই করবো ....
খুব সুন্দর গান । অবশ্যই করব।😗
Nischoi Didi 😍🤩🤩😍 khub khub bhalo lage
অলির কথা শুনে বকুল হাসে
কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো!
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই, তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো!
আকাশ পাড়ে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
আকাশ পাড়ে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই, তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো!
অলির কথা শুনে বকুল হাসে
কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো!
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে?
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে?
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালোবাসে
কই, তাহার মতো তুমি আমায় তবুও ভালোবাসো না তো!
অলির কথা শুনে বকুল হাসে
কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো!
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই, তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো
অসাধারণ একটা গান। আমিও মাঝে মধ্যে শুনি এই গান। আমি শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি
Khub sundor🥰
❤
অসাধারণ
❤
প্রেমে জিনিস টা এক অদ্ভুত মায়া । যা শিখিয়ে দেয় আমাদের বেঁচে থাকার মানে ।
ভালোবাসলে বোঝা যায় এই পৃথিবী কত সুন্দর
ভালোবাসা স্বীকৃতি না পেলেও। তার অনুভূতিটা অনেক সুন্দর 💙💙
আপনার কথা গুলো অনেক সুন্দর
Kothar preme pore gelam to
B
আমি বয়সে হয়তো আপনাদের থেকে অনেক ছোটো। এই গানটা শুনে অসম্ভব এক শান্তি পেলাম। হয়তো এই গানটা শুনে বোঝার মতো ক্ষমতা আমার নেই। আমার বয়স ১৩ বছর। যদি আমার করা এই কমেন্ট টাতে লাইক আসে তবে নটিফিকেশন পেয়ে আবারও ছুটে আসবো এই মনমুগ্ধকর গানটি শুনতে।।❤
ekdom thik bolecho ❤️❤️
❤❤
Aso
❤❤
আপনার কমেন্ট তো সেই মুরব্বী মানুষ দের মতো মনে হয় না যে আপনার বয়স 13😅
ফেসবুকে গানের কিছুটা অংশ দেখে, প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে নিলাম। কি মধুর 🤍
ua-cam.com/video/ThY3L8179Fc/v-deo.html
Same pinch..bro..😇🥰
Deep kumar amio sm 😹 💙
Same
Same
এক কথায়, অসাধারণ একটি বাংলা গানের সৃষ্টি । গানের কথা, সুর ও কন্ঠ সব মিলিয়ে এক অন্যরকম ভালোলাগা, এক অন্যরকম অনুভুতির জন্ম দেয়। কতো সরল ভাষায় সরল সব আবেগ, অভিমান, অনুভুতি, ভালোবাসা প্রকাশিত হয়েছে। সত্যি অসাধারণ......কালজয়ী একটি ভালোলাগার গান, যে গান হৃদয়ের অনুভুতিগুলো শাণিত করে।
আজ আমরা একসাথে প্রায় ১৫ বছর।
কত ঝগড়া কত অভিমান কত ক্ষোভ যে জমে আছে দুজনের মনে।
তবুও আছি একসাথে।
আমি যে তাকে ছাড়া কিছু ভাবতেই পারি না।
তার সাথে যুগল জীবনের সাত বছর করেছি...
আমৃত্যু থাকতে চাই...
Love you nice people
❤
গানটিতে কেন জানি একটা আবেগ জড়িয়ে আছে, যত বারই গানটা শুনি ততবারই আমি প্রেমে পড়ে যায়,,
এই গানটা আমরা প্রেম করার সময় ডেটে গেলে শুনতাম,, আলহামদুলিল্লাহ আজ আমাদের ফুটফুটে একটা কন্যা সন্তান!
অতীতে ফিরে গেলাম
এই গানগুলার মৃত্যু নাই, হাজারবার শোনা যায়। স্মৃতি হিসেবে রেখে গেলাম কমেন্টটি।
L.
Ueiejej 6d😊😊
গানের কথা গুলো কতো সাবলীল, কতো সুন্দর।।
অপ্রকাশিত অভিমান, আবেগ, ভালোবাসা ❤
আমি গানটার প্রেমে পরে গেছি,, অসম্ভব সুন্দর একটা গান,,গায়কিটাও সেই।
সায়ক চক্রবর্তীকে কিন্তু অসাধারণ লাগছে...💗💗
এক কথায় 🖤 সায়ক-দেবলিনার জুটি অসাধারণ... 😍😍💕💞
কিছু কিছু রাত জাগতে ভালো লাগে শুধুমাত্র কিছু কিছু গান সহস্রোবার শোনার জন্য। গান শব্দটা দুই শব্দের হলেও এটি যেন দুই আত্মার (অন্তর আত্মা ও পরমাত্মা)মিলন, কিছু সদ্য ভালোলাগা মুহূর্তের পরিস্ফুরণ । গানটা শুনে শান্তির পাহাড় জমে যাবে যে কারো হৃদয় এ। এরকম সুন্দর একটি অনুভূতির মাঝে আর বেশি কিছু বলতে চায় না। শুধু ধন্যবাদ জানাই এই সৃষ্টিকে।
Yes bro ❤️❤️
❤️❤️
Apnake baktigoto vabe chini na kintu apnar lekhati amar moner kotha guli bole dilo☺️☺️❤️
Just love u souvik 😊🥰
❤️
জানি না কেনো যতবার গান টা শুনি অজান্তে কোথায় যেনো হারিয়ে যাই....একটা অসম্ভব জাদু আছে গানটার মধ্যে....!!! সত্যি নিজে এটা ভেবে সুখে থাকি যে অনেক টাকা নেই তো কি হয়েছে কিন্তু বাঙালী বলে এসব গান শুনলে সত্যি একটা স্বর্গীয় তৃপ্তি পাই....💓❤️❤️
❤❤❤❤
প্রিয় মানুষটাকে না হারালে, মনে হয় এত সুন্দর গান কখনো শুনা হত না। তার স্মৃতিচারণে লেখে গেলাম like করলে যেন গানটা শুনতে পারি ❤
গান শোনার সময় মানুষ এত আবেগী হয়ে যায় কেন?😂🤣
আপু তোমার নাম কি?
পাঁচ বছর রিলেশনে থেকে দের মাস হলো অবশেষে সে আমার এখন, তাও তো আমার গান টা খুব ভালো লাগলো 😊।
ভালো মনের মানুষ গুলো একটু বেশিই আবেগী হয় ☺️
🥰🥰🥰🥰🥰❤️❤️❤️সুন্দর
এমন গান শুনে যদি প্রেমে না পড়লে তবে তুমি কিসের বাঙালি হে !
😍❤️
অপূর্ব হয়েছে দেবলিনা দি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছ এত সুন্দর একটা পুরোনো দিনের গানটিকে। 🎶👌❤
২০১১ সালে একটি মেয়েকে ভালোবেসে ফেলি। তার সাথে প্রেম হয়ে যায়। আমাদের প্রেমের বয়স ছিল সাত বছর। প্রেমের পরিসমাপ্তি হলেও মেয়েটিকে আর মিস করি না! কারণ ২০১৮ সালে তাকে আমি আমার ঘরের রানী করে নিয়ে আসি😊 এখন আমাদের ঘরে দুই সন্তান ❤❤
So sweet 🥹🫶❤️
Congratulations ❤🎉
Happy ending 🎉
আমাদের প্রেমের বয়স সাত নয় দুই বছর,,, তবে আমিও এখন তারই ঘরের রানী যাকে আমি ভালোবেসেছিলাম
❤❤❤❤❤
Hemanta Mukhopadhyay borabor e amar favourite.
R onar kono gaaner eirokom misti presentation mon to chhuye jabei.
Thank you Dee Bhai for such a precious gift 💘🎁
প্রতিদিন যেহেতু গানটা শুনি তার জন্য স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম এরপর লাইক দেখে বুঝতে পারবো কতজন গানটা শুনতে এসে কমেন্ট পড়ে গেলো ❤️❤️❤️❤️❤️❤️
Ami Ekta like dilam.tomar coment a...
আজ থেকে ২০ বছর পর গানটা শুনতে আসবো যদি বেচে থাকি তখন আমি বৃদ্ধ হয়ে যাবো আর আমার কমেন্ট দেখবো কতজন গানটা শুনতে এসে কমেন্ট পড়ে গেলো.....Sam filling....
👌
Mon vore onek bar suni ...akta onno rokom onuvuti ❤❤
ভালো গান শুনতে থাকুন।
সত্যি বলতে তোমার নাম আমি জানতাম না.....কিন্তু Midnight Horror station এ দুখ জাগানিয়া শুনে তোমার বিরাট fan হয়ে গেছি.....কি মিষ্টি গলা তোমার..... আর তোমাকেও খুব মিষ্টি দেখতে......😍😍❤️❤️
Akdom.....
আপনার মাথা।😆😆 একটুও সুন্দর হয়নি গানটা।
দেবলিনা দিদির বিয়েতে গাওয়ার পর ভিডিও টা দেখেছিলাম। তাই এখন গানটি ৬ বার শুনেছি আবারো চলছে।
অনেক অনেক সুন্দর গান দিদি।আপনার বিবাহিত জীবন ধন্য হোক দিদি।
অসাধারণ গেয়েছো তার সঙ্গে কণ্ঠ তুলনা হয় না,,তোমার ফ্রেন্ড হয়ে গেলাম👏👌
হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান টা আমার খুব প্রিয়। Female version এর মধ্যে প্রথম তুমিই যে খুব ভালোভাবে গানটা উপস্থাপনা করেছো ❤️
❤
সারাজীবন শুনলেও এ গান কখনো পুরনো হবে না। যতো শুনবো ততো শুনতে ইচ্ছে করবে।
BD থেকে অপেক্ষায় ছিলাম কখন গানটা শুনতে পারবো। অবশেষে শুনতে পেলাম।
এক কথায় অসাধারণ লেগেছে। কত মধুর কন্ঠ !!!
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসোনা তো
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসোনা তো
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসোনা তো
আকাশপাড়ে ওই অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসোনা তো
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসোনা তো
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন ওগো ধন্য মোরে
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় কভুও ভালোবাসোনা তো
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসোনা তো
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসোনা তো
অনবদ্য
Waw
💖
্ে
Best song
দিদি এরকম লিজেন্ড দের বাংলা গান গুলো উপহার দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
এরকম গান আরও চাই।
সত্যি বলতে এই গানটিকে ভালোলাগার অন্যতম কারণ.....
আমার ভালোবাসার মানুষটির কাছে শোনা......
তার কাছ থেকে শুনলে নিজেকে কেমন যেনো ব্যাকুলতা বোধ করি 🙂🙂
"যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো" ❤❤ফেসবুকে প্রথম গানের এই অংশ টুকু শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যতবারই শুনি ততবারই মুগ্ধ হই❤❤
অসাধারণ দিদি গানটা যেমন সুন্দর তেমন তুমিও খুব সুন্দর মাশাল্লাহ। 😍😍😍
সত্যিই ভালোবাসা কি গানের ভাষা থেকে বুঝেছিলাম।আর পরে যখন সে আমায় ছেড়ে অন্য কারোর শরীরে মিশে যায় ! তখন আমার এ জীবনে সব থাকলেও থাকেনা কোনো সুখ!থাকে শুধু সেই অজানা কারণ গুলো !যা আজও আমার কুঁড়ে কুঁড়ে খায়
মাঝে মাঝে যখন নিজেকে একা একা মনে হয় তখন তোমার এই নৃত্য পরিবেশন আমাকে বড়োই মুগ্ধ করে । শিল্পীর শিল্প ছাড়া এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই , কখনো এই সৃষ্টিকে ছেড়ে দিও না। এটা ভগবানের দান এটাকে যথাযথ ভাবে ব্যবহার করো । 🎉🎉🎉🎉🎉
গান টা আজ ভাস্কর স্যারের কন্ঠে শুনলাম। তাই youtube সার্চ করলাম। সত্যিই অসাধারণ ❤❤❤
আহা!
পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা মিষ্টি গান 🥰
বাংলা গান এতোটাই সুন্দর!
হৃদয় ছুয়ে গেলো..এখন মনে হচ্ছে এতদিন কেনো শুনিনি 🙄❤️
আমিও গান গাইতে পারেন ?
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️🇧🇩
বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🎧🎶19০০ সদস্য আছে।
অন্তনিল প্রেমিক প্রেমিকাদের মনে শিহরণ জাগাতে দেবলীনা নন্দীর কণ্ঠে এই গানটিই যথেষ্ট 💜❤️
Just প্রেমে পড়ে গেলাম ।🖤✨
প্রিয় মানুটার মুখে গানটা অনেকবার শুনেছি।
এখন হয়তো তার কাছে আমি আর প্রিয় কোনো মানুষ নই।হয়তো তার কন্ঠে এই গানটা আর শুনা হবে না।তবুও এই গানে গানে তুমাকেই খুঁজে বেড়াবে আমৃত্যু।
অসাধারণ সুন্দর। ঈশ্বর প্রদত্ত কণ্ঠশ্বর। অসম্ভব সুন্দর অভিনয়। গান টা দুজন মানুষকে এক করে দিয়েছে। ❤️❤️❤️ মনটা ভরে গেল, চোখে জল চলে এলো। God Bless You 🙏🏻
মুগ্ধ হয়ে গেলাম।
পুরনো দিনের সংগীত গুলোতে অন্যরকম ভালো লাগা কাজ করে💖💖
দিদিভাই এত দিন তোমার চ্যানেলের “তুমি রবে নীরবে...” গানটাকে 1st position ছিল আমার নিজের ব্যক্তিগত মতে। এখন এই গানটাকে 1st position এ রাখলাম ।
💝💝
আমার কাছে হঠাৎ করে চলে এলো আমার মনে হলো অনেক সুন্দর একটা গান আমার জীবনের সাথে মিল রয়েছে
একটা সময় ছিলো গানটা হৃদয় দিয়ে গাইতাম আর এখন গানের ভিতরে ডুকে হৃদয় দিয়ে শুনি,,,,💔💔💔
আমি বাংলাদেশ এর শ্রীমঙ্গল থাকি।আপনার প্রতি টা গানের জন্য অপেক্ষা করি।অসম্ভব ভালো লাগে আপনার গান ।। সত্যি
🥰
Ji boss.
খুব সুন্দর লাগলো। পুরানোকে বাঁচিয়ে রাখার একটা অন্যরকম প্রয়াস। আমাদের পরবর্তী প্রজন্মদের কাছে হয়তো এই রকম করেই পুরানোকে উপস্থাপন করতে হবে তবেই তার গ্ৰহনযোগ্য হবে।
আজ থেকে ঠিক 3 বছর আগে এই গানটি আমার এক খুব কাছের মানুষ পাঠিয়েছিল শুনতে আজ সে নেই শুধু তার দেওয়া এক টুকরো স্মৃতি আর এই গান আর আমি সত্যি প্রেম জিনিসটা বড়ই অদ্ভূত ❤❤
এই সব গানে কারা যে ডিজলাইক করে ,,আমার তো শুনে মন ছুয়ে গেল 🥰😍😍 সত্যি অসাধারণ 🥰🥰
গানটা মিউজিক ছাড়া গাইলে আরো ভালো শুনাতো, মিউজিকটা কেমন যেন খাপ ছাড়া খাপ ছাড়া লাগছে।
অপুর্ব সুন্দর
মন ভালো করে দেয় এই গানটি 😌💖
কিছু কিছু বাংলা গান যেমন জীবন হয়ে যায়
এটি তার মধ্যে একটি 🙃❣️
Satti amito ai ganta 2_3 bar sona chai 😊😊😊😊😎😎😎😸
অসাধারণ দিদি ....মন প্রাণ জুড়িয়ে গেল ❤️❤️ অনেক অনেক ভালোবাসা দিদি তোমায় 🥰🥰😘😘😘
🌼🌷🌹🌹🌹🌷🌼
❤️❤️❤️❤️❤️❤️
ভালোবাসা মিশ্রিত অভিমানেই কেবল এরকম একটা গান লেখা যায় ❤
প্রিয় মানুষের মুখে গানটা শুনে সাথে সাথে শুনতে আসলাম...আহ্ কি মধুর 😊
Same bhaii
খুব সুন্দর লাগলো একেবারে মন ছুঁয়ে গেলো ।। গানের সাথে ভিডিও এর সামঞ্জস্যতা এক অসাধারণ মেলবন্ধন তৈরি করেছে ❤️❤️
পুরানো গান,আর পুরানো দিনের সাজ-পোষাক ।
সত্যিই মন ছুঁয়ে গেল।।❣️
৫ বছরের প্রেমে প্রেমিকা প্রথম এই গান টি শুনিয়েছিল 🥰। একসাথে সারাজীবন থাকবো। আমাদের জন্য আশীর্বাদ রাখবেন 🥰। অনেক সুন্দর গান টা।
Obossoi chiro sukhi hon
Amar jonno o ektu pray koren jeno take ami peyejai 🐥🐥
Mon chuye galo❤❤❤😚😚
সত্যি দিদি খুববববববববববব সুন্দর হয়েছে গো। অনেকে এখন পুরানো গানের remix করছে, আর আপনার গান শুনে ইচ্ছা করছে আরও শুনি। OLD IS GOLD 💖
Didi ei gaan ta protidin gaan ta suni.tomar gaan er preme pore gelam
এক সন্ধ্যা রাতে এমনি গান টা শুনতেছিলাম,যখন...ই গান শুরু হলো তখন...ই আমার প্রিয়ো মানুষ টা একটা মায়াবি হাসি দিয়ে, মুখে ভালোবাসার ছাপ লাগিয়ে গান টা গাইতে শুরু করলো,গানের কথা শুর আর তার মুখ টা যেন মিলে মিসে একাকার হয়ে গেছিলো,একটা দারুন অনুভূতি কাজ করছিলো আমার মাঝে,আমি তখন অপলক দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে ছিলাম,আর মনে মনে ভাবতে লাগলাম যে তার মতো এতো সুন্দর মনে হয় আমার চোখে কোনদিন কাউকে লাগবে না,,ভালোবাসি পাগল টাকে খুব I love you babu🥰😘❤️K❤️
❤❤🥰🥰
আমি প্রথম বার গান টি শুনলাম,এত মন মাতানো গান,কাল থেকে শুধু এটাই শুনে যাচ্ছি, অসম্ভব সুন্দর।❤
ফেইসবুকে প্রথম শুনেছিলাম!
এখন ইউটিউবে এসে শুনলাম। অসাধারণ সুন্দর গান।
অপূর্ব সুন্দর ভাবে গানটি গেয়েছেন @Debolina Nandy 👍👍
না জানি কত বার গান টা সার্চ করে শুনলাম ❤️ শুনলেই মনটা কেমন ভালো হয়ে যায় 😊❤️
কতবার শুনলেন আনুমানিক???
মহাকালের বিরহ- বেদনা মিশ্রিত ঐতিহাসিক গান।
বেদনা ভেঁজা বহিঃপ্রকাশ।
প্রেমিকা হারিয়ে যাক, এমন গান সৃষ্টি হোক।
জীবনে অনেক মেয়ে শিল্পির গান শোনেছি, তবে আপনার মতো এত সুন্দর করে গাওয়া গান কখনো শুনিনি,, আপনি আমার সিনিওর হবেন তাও আপনার প্রেমে পড়ে গেলাম🥰🥰🥰
Thank you madam ..এই গানটা আমাদের শোনানোর জন্য ... সারা দিন যে কতবার শুনি তার ঠিক নেই ..... ভালো লাগল আপনার এই গানটা আর আপনার মুখের ঐ মিষ্টি হাসিটা ........ মন ছুঁয়ে যায় ☺️☺️☺️
যদি ভালো কাউকে বাসতে হয় তবে এই ধরণের গানকেই ভালোবাসতে হয় কারণ দুঃখ নয় সত্যি কারের সুখ আনন্দ ভালোবাসা সংস্কৃতি পাওয়া যায় নিখাদ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
গানটা শুনলেই দূরে থাকা সেই মানুষটির মায়া ভরা মুখটা চোখের সামনে ভেসে ওঠে ☺️♥️👀
আর এই গানের মধ্যে দিয়েই সেই মানুষটি তোমার ভালোবাসা অনুভব করতে পারে। এই গানের মধ্য দিয়েই সেই মানুষটি তোমাকে খুজে পাই..💞😇♥️
Pure Classical Bangla,,
Bangla is the sweetest language,,, I think
Love from Bangladesh
Bro the sweetest language of the world is Bengali❣️
গানটা শুনে প্রেমে পড়ে গেছি. সত্যি অসাধারণ খুব ভালো লাগলো ❤️❤️❤️ আমিও ফেসবুকে শুনে ইউটিউব এ এসে সার্চ করলাম 😊 কণ্ঠস্বর টা খুব মিষ্টি ❤️😘
ধন্যবাদ
সত্যিই অসাধারণ একটা গান❤️❤️ সাথে তুমি ও😍😍। তোমার কন্ঠে যাদু আছে। যতই শুনি ভালো লাগে।
2025 সালে কে কে এই গানটা শুনছো 👇👇👇
✋✋ ami
Ami
Ami
Ami❤
আমি
Ai gaan ta onek din por sunlam mon ta just bhalo hoa galo debolina dir voice justt ❤❤ love you so much...lots of love from Kolkata
কত মানুষ অপেক্ষা করে আছেন দিদি তোমার এই গান শোনার জন্য ❤️☺️
😅
@cute bipasha 👰👸 me too
@cute bipasha 👰👸 সেটাই বুঝতে পারছিনা
😇😇
এই মধুর কন্ঠে গান শুনে যেন মন জুরে গেলো।যতবার শুনি আরও বেশি মুগ্ধ হয়ে যাই।কি মিষ্টি মায়া মাখা সুর যেন গানের কথাগুলি পূর্ণতা পেয়েছে।❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️
ভেবেছিলাম কোনোদিন আমি আর সে একসাথে এই গানিটা শুনকে ...... কিন্তু আজ ও আমি তাকে ভালো বাসলেও সে এখন অন্য কারোর মনের রানী ....... স্মৃতি রেখে গেলাম কেউ আমার কমেন্ট এ্ like করলে দেখতে আসব ..... আবার ও বলছি .... I Love You Sayantika ❤
❤
দেবলীনা দি তোমার গান যেন মন ছুঁয়ে যায় । খুব ভালো কন্ঠ তোমার। সায়ক দা এবং দেবলীনা দি তোমাদের দুজনকে দেখে খুব ভালো লাগলো। এই ভাবে সবার মন জয় করে নাও। ভালোবাসা রইল বাংলাদেশ থেকে ।🇧🇩🇧🇩❤️❤️❤️❤️❤️❤️
অনেক সময় অতিক্রান্ত, কিন্ত আমরা বিভোর হয়ে আজো শুনছি,তবুও তৃষ্ণা মেটে না। কি ছিল এই গানগুলিতে? কিছু মেশানো ছিল কি? ছিল অবশ্যই ছিল। সেগুলো বোধহয় আমাদের সারল্য, তারুণ্য,সোজাসরল সহচরেরা,সোনালী বিকেল, পড়ন্ত সূর্য, উদার আকাশ ইত্যাদি♥
🔥🌹🌹🌹
Old is gold💓💛
Fantastic comment. So sweet.
So meaningful.
ফেইসবুক থেকে শুনে, আবার এখান থেকে শুনলাম। অনেক ভালো লাগলো গানটা 🥰❤️
12.01 minutes suntaci gan ta onnorokomer filings aka suna❤😮
Debolina dir golae misti gan khub sundor lage💙 Sayak da r Debolina dir juti ta khub sundor manieche💙💙💙💙
কি অসাধারণ গান......সত্যিই যদি কেউ এভাবে ভালোবাসত.......মন ছুঁয়ে যাওয়া গান......... ❤️
ফেসবুকে একটা শর্ট ভিডিও দেখে আসা, গানটা শুনলেই মন ভালো হয়ে যাই😇এতবার শুনি প্রতিবারই নতুন লাগে🌺অনেক সুন্দর মায়াবী কন্ঠ😍
এই গান টা প্রথম একটা মানুষ আমাকে শুনেছে তার কন্ঠে অনেক সুন্দর করে
তার পর থেকে আমি সব সময় শুনি
আর যে আমাকে শুনিয়েছে সেই এখন আর আমার কাছে নেই 😢😢😢 2:42
এ গানগুলো কখনো পুরোনো হবেনা🖤🖤
AK bochore kmne purano Hobe😒😒
SOTTI KI TAI............ ... .. .. . ....... ...........
খুব সুন্দর একটা গান ❤️❤️ দারুন ,লাগলো 😘।খুব সুন্দর উপস্থাপনা ,,,🤗
গানটা খুব খুব সুন্দর হয়েছে দিদিভাই🥰 আর তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে😍❤️
আমার প্রথম ভালোবাসার জন্য এই গান টা থেকে যাবে সারাজীবন অমর। হয়তো একদিন আমরা থাকবো না কিন্তু আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে এই গান সারাজীবন বেঁচে থাকবে।
২০৫০ সালের জন্য কমান্ট টা রেখে গেলাম।জেন পরবর্তী প্রজন্ন বুজতে পারে এগুলো শুধু গান ছিল না। ছিল আমাদের আবেগ🥰🥀🥀
আমি ইউটুবে গান শুনাই,, সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনেলেরর সদস্য হও ❤️🇧🇩
বাংলাদেশের বরিশাল থেকে বলছি 🙏🎧🎶19০০ সদস্য আছে।
100%right
beche thakle
🙂
love
প্রতেক টি গানের সুর খুব সুন্দর😍💓 আমি কোনো গান Miss করি না, খুব ভালো লাগে .... দেবলীনা নন্দীর গান মানেই উফ😍
অসাধারণ। গানটার প্রেমে আবার পড়লাম❤️
Ki Misti song ta... Puro mon chuye gelo 😊❤
আর অপেক্ষা করতে পারছি মধুর গানটি শোনার জন্য.....😌💝🌻
Akdom
গানটা শুনতে শুনতে হঠাৎ লক্ষ্য করলাম আমার মনটা কেমন যেন খুশি হয়ে গেল। মুখের কোনে হাসিটাও চলে এসেছে।
এ গানগুলো কখনো পুরোনো হবেনা🖤
Exactly.....❤❤❤❤❤
গান টির প্রেমে পরে গেছি ❤️🩹🥹😍,,,অসাধারণ অসাধারণ অসাধারণ, যতই প্রশংসা করেন না কেনো ততই যেন কম হয়ে যাবে,,,,দেবলীনা নন্দি+ গলার স্বর= 💥🔥❤
জীবনের সকল সময়ই মধুর সংগীত দোল দেয় না, সময় বিশেষে দুঃখ, বিদ্রোহ এবং উন্মাদনা সৃষ্টিকারী সঙ্গীতের প্রয়োজন অনুভূত হয় ।শুভ কামনা আপনার জন্য।
Khub khub sundor darun ♥️✨
I have never heard such a beautiful remake without destroying the old song, I have seen SANAM and Debolina Nandi covering the old song without destroying the original song. Countless loves💕❤️
Ashadharan Mam, mon jurie galo
দিদি সত্যি বলতে অসাধারণ হয়েছে।। অনেক অনেক ভালোবাসা নিও🌹🌹🇧🇩🇧🇩
গানটা শুনে নিজের জীবনের সাথেই কিছুটা মিলে গেল।।।
এই গানটি সত্যিই হৃদয় জুড়িয়ে গেল ❤️❤️❤️