Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
পোস্ট তাং ১৬/১১/২০২৪ ইংগান নং ৯৭০৪"""" অধর পাখি অধরার গান """"লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।ওরে, অধর পাখি যায় না ধরা, হাওয়ার দমে যায় আসে।।প্রতি দমে হরদমেতে, প্রতি শ্বাস আর প্রশ্বাসে।। একুশ হাজার ছয়শো বারে, ভিতর বাহির একুশ আঙুল।।এক পলকেই যাবে উড়ে, হিসেবেতে করলে ভুল।কথা সত্য নয়রে বাতুল।। দমের ঘরে রয় বসে।হৃদ কমলে হয় তাঁর সিংহাসন, নাভী মুল হয় বারামখানা।। সৃষ্টি সৃজন লয় প্রলয়, করে যে প্রেম লেনাদেনা।। হইলে পরে তাঁরে চেনা।। একাকার হয় ভালবেসে। আকার সাকার রয় নিরাকার, হয় একাকার অনুভবে।।যার জেগেছে চৈতন্য জ্ঞান, সেই তো ওরে তাঁকেই দেখে।।গুরু ধরে লও গিয়ে শিখে।। প্রেম ভক্তি আর বিশ্বাসে।কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আমার হয় মন্দ কপাল।।এতো কাছে রইলো যে সে, তবুও পাইলামনা তাঁর নাগাল।।সামনে কঠিন ঘোর মহাকাল।। যমে এসে বাঁধবে কষে।পোস্ট তাং ১৬/১১/২০২৪ ইংগান নং ৯৭০৫"""" খাঁজা বাবার শানে গান """"লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।খাঁজা বাবা আজমিরী, তুমি ভক্তের কান্ডারী।।আসিলা বাবা তুমি, ভারত হিন্দুস্তান।বেদ্বীনদের বানাইলা তুমি, খাঁটি মুসলমান বাবা।। দিলা তুমি ইসলামের দাওয়াত, পড়াইলা কালেমা শাহাদাত।। ব্রাহ্মণদের করিলা বায়াত, প্রচার করে দ্বীন ইসলাম। শিখাইলা নামাজ রোজা, বাঁকা টেরা করলা সোজা।।তুমি সবার হইলা বাবা, আমরা তোমার রূহানী সন্তান। আনা সাগরের পানি, লুটাতে ভরিলা তুমি।।তুমি বাবা মারফতের খনি, দিলা তার প্রমাণ।রাজা মহারাজা যাদুগীর, সৈনিক সেনা মহাবীর।।করলো সবাই নতশীর, দ্বীন ইসলামে আনিলো ঈমান।কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, খাঁজা বাবা আজমিরি।। নিও মোরে উদ্ধার করি, আসবে যেদিন ঘোর নিদান।খাঁজা খাঁজা খাঁজা বলি, মাখবো গায়ে চরণ ধুলি।। যম যাতনা যাবো ভুলি, তুমি ভক্তের কেবলাজান।পোস্ট তাং ১৭/১১/২০২৪ ইংগান নং ৯৭০৭"""" শেষ বিদায়ের গান """" লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।একদিন আমায় ভুলে যাবি, পড়বে না আর মনে।।বড় একটা বোঝা ছিলাম, আমি তোর জীবনে।।ভুল করে যদি মনে পড়ে, দিবি তখন গালি।। খারাপ কথা মনে করে, দিবি অভিশাপ গুলি।।মরবো আমি নরকে জ্বলি।। অভিশাপের আগুনে।কতো কথা কতো স্মৃতি, কতো কি যে হলো।।মরার পরে সবি একদিন, হইবে এলোমেলো।। হাসি কান্না মন্দ ভালো।। ছিলো এই জীবনে।যদি পারিস ক্ষমা করিস, এই মিনতি করি।।সব যাতনার অবসান ঘটবে, যাইবো যখন মরি।।কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী।। যাবো অনন্তময় জীবনে।পোস্ট তাং ১৭/১১/২০২৪ ইংগান নং ৯৭০৬"""" বিশ্বাস ভঙ্গের যন্ত্রণাময় গান """"লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।আমার,,,বিশ্বাসের ব্যাংকে জমা রাখা, সকল আমানত,করলি খেয়ানত রে তুই, করলি খেয়ানত।।বিশ্বাস কইরা তোরে আমি, দিলাম হৃদয় মন।।বিনিময়ে দিলি তুই ফেরত, বিরহের দহন।।জলে ভরে মোর দুই নয়ন।। কি'বা মতে মত।ভালবেসে বিশ্বাস কইরা, ভাবলাম তোরে আপন।।পরিশেষে ওরে বেঈমান তুই, সাজিলি দুশমন।। নষ্ট করলি আমার জীবন।। ভাংলি তুই শপথ।কথা ছিলো সুখে দুঃখে, থাকবি আমার সাথে।।প্রেমেরও গান শুনাইবি তুই, দিবস কিংবা রাতে।।হাত রাখিয়া আমার হাতে।। করেছিলি তুই শপথ।আমার যতো স্বপ্ন সাধ, তুই করলি সর্বনাশ।। সব হারাইয়া নিঃস্ব হইয়া, এখন ফেলছি দীর্ঘশ্বাস।। আমার প্রেম ভক্তি বিশ্বাস।। ভাবলি তুই উদ্ভট। আমারে তুই বোকা পাইয়া, দিলি পাষাণ ধোঁকা।। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, কান্দি একা একা।।পাষাণে ভাঙ্গি যে মাথা।। আমার চারিদিকেই বিপদ।
পোস্ট তাং ১৬/১১/২০২৪ ইং
গান নং ৯৭০৪
"""" অধর পাখি অধরার গান """"
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
ওরে, অধর পাখি যায় না ধরা, হাওয়ার দমে যায় আসে।।
প্রতি দমে হরদমেতে, প্রতি শ্বাস আর প্রশ্বাসে।।
একুশ হাজার ছয়শো বারে, ভিতর বাহির একুশ আঙুল।।
এক পলকেই যাবে উড়ে, হিসেবেতে করলে ভুল।
কথা সত্য নয়রে বাতুল।। দমের ঘরে রয় বসে।
হৃদ কমলে হয় তাঁর সিংহাসন, নাভী মুল হয় বারামখানা।।
সৃষ্টি সৃজন লয় প্রলয়, করে যে প্রেম লেনাদেনা।।
হইলে পরে তাঁরে চেনা।। একাকার হয় ভালবেসে।
আকার সাকার রয় নিরাকার, হয় একাকার অনুভবে।।
যার জেগেছে চৈতন্য জ্ঞান, সেই তো ওরে তাঁকেই দেখে।।
গুরু ধরে লও গিয়ে শিখে।। প্রেম ভক্তি আর বিশ্বাসে।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আমার হয় মন্দ কপাল।।
এতো কাছে রইলো যে সে, তবুও পাইলামনা তাঁর নাগাল।।
সামনে কঠিন ঘোর মহাকাল।। যমে এসে বাঁধবে কষে।
পোস্ট তাং ১৬/১১/২০২৪ ইং
গান নং ৯৭০৫
"""" খাঁজা বাবার শানে গান """"
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
খাঁজা বাবা আজমিরী, তুমি ভক্তের কান্ডারী।।
আসিলা বাবা তুমি, ভারত হিন্দুস্তান।
বেদ্বীনদের বানাইলা তুমি, খাঁটি মুসলমান বাবা।।
দিলা তুমি ইসলামের দাওয়াত, পড়াইলা কালেমা শাহাদাত।।
ব্রাহ্মণদের করিলা বায়াত, প্রচার করে দ্বীন ইসলাম।
শিখাইলা নামাজ রোজা, বাঁকা টেরা করলা সোজা।।
তুমি সবার হইলা বাবা, আমরা তোমার রূহানী সন্তান।
আনা সাগরের পানি, লুটাতে ভরিলা তুমি।।
তুমি বাবা মারফতের খনি, দিলা তার প্রমাণ।
রাজা মহারাজা যাদুগীর, সৈনিক সেনা মহাবীর।।
করলো সবাই নতশীর, দ্বীন ইসলামে আনিলো ঈমান।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, খাঁজা বাবা আজমিরি।।
নিও মোরে উদ্ধার করি, আসবে যেদিন ঘোর নিদান।
খাঁজা খাঁজা খাঁজা বলি, মাখবো গায়ে চরণ ধুলি।।
যম যাতনা যাবো ভুলি, তুমি ভক্তের কেবলাজান।পোস্ট তাং ১৭/১১/২০২৪ ইং
গান নং ৯৭০৭
"""" শেষ বিদায়ের গান """"
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
একদিন আমায় ভুলে যাবি, পড়বে না আর মনে।।
বড় একটা বোঝা ছিলাম, আমি তোর জীবনে।।
ভুল করে যদি মনে পড়ে, দিবি তখন গালি।।
খারাপ কথা মনে করে, দিবি অভিশাপ গুলি।।
মরবো আমি নরকে জ্বলি।। অভিশাপের আগুনে।
কতো কথা কতো স্মৃতি, কতো কি যে হলো।।
মরার পরে সবি একদিন, হইবে এলোমেলো।।
হাসি কান্না মন্দ ভালো।। ছিলো এই জীবনে।
যদি পারিস ক্ষমা করিস, এই মিনতি করি।।
সব যাতনার অবসান ঘটবে, যাইবো যখন মরি।।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী।। যাবো অনন্তময় জীবনে।পোস্ট তাং ১৭/১১/২০২৪ ইং
গান নং ৯৭০৬
"""" বিশ্বাস ভঙ্গের যন্ত্রণাময় গান """"
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
আমার,,,
বিশ্বাসের ব্যাংকে জমা রাখা, সকল আমানত,
করলি খেয়ানত রে তুই, করলি খেয়ানত।।
বিশ্বাস কইরা তোরে আমি, দিলাম হৃদয় মন।।
বিনিময়ে দিলি তুই ফেরত, বিরহের দহন।।
জলে ভরে মোর দুই নয়ন।। কি'বা মতে মত।
ভালবেসে বিশ্বাস কইরা, ভাবলাম তোরে আপন।।
পরিশেষে ওরে বেঈমান তুই, সাজিলি দুশমন।।
নষ্ট করলি আমার জীবন।। ভাংলি তুই শপথ।
কথা ছিলো সুখে দুঃখে, থাকবি আমার সাথে।।
প্রেমেরও গান শুনাইবি তুই, দিবস কিংবা রাতে।।
হাত রাখিয়া আমার হাতে।। করেছিলি তুই শপথ।
আমার যতো স্বপ্ন সাধ, তুই করলি সর্বনাশ।।
সব হারাইয়া নিঃস্ব হইয়া, এখন ফেলছি দীর্ঘশ্বাস।।
আমার প্রেম ভক্তি বিশ্বাস।। ভাবলি তুই উদ্ভট।
আমারে তুই বোকা পাইয়া, দিলি পাষাণ ধোঁকা।।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, কান্দি একা একা।।
পাষাণে ভাঙ্গি যে মাথা।। আমার চারিদিকেই বিপদ।