Brain Stroke l স্ট্রোকের লক্ষণ ও চিকিৎসা এবং ঝুঁকি এড়ানোর উপায়। নিউরোসাইন্স হাসপাতাল ঢাকা l NINS

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2023
  • Brain Stroke l স্ট্রোকের লক্ষণ ও চিকিৎসা এবং ঝুঁকি এড়ানোর উপায়। নিউরোসাইন্স হাসপাতাল ঢাকা l NINS
    বাংলাদেশে এবং বিশ্বে স্ট্রোক একটি অদৃশ্য বিপদের মতো। আমরা যতটা জানি এর প্রকোপ তার চেয়ে অনেক বিস্তৃত এবং ভয়াবহ। বাংলাদেশে মৃত্যু ও বিকলাঙ্গতা অন্যতম প্রধান কারণ স্ট্রোক। ২০১৭ সালে স্বাস্থ্য অধিদপ্তর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যৌথ সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশে প্রতি ১০০০ জনের ১১.৩৯ জন স্ট্রোকে আক্রান্ত হন। মূলত ৪০ বা তার বেশি বয়স্ক মানুষদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। স্ট্রোকের ঝুঁকির জন্য যে সব বিষয় দায়ী যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান-এর প্রাদুর্ভাব বাংলাদেশে অনেক বেশি। স্ট্রোক বাংলাদেশে পঙ্গুত্বের প্রধান কারণ এবং মৃত্যুর কারণ হিসাবে স্ট্রোক ২য় স্থানে রয়েছে। ২০১৭ সালে বাংলাদেশে স্ট্রোক আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৮.৬৭ লাখ এবং চল্লিশ বছরের নীচে স্ট্রোক রোগীদের সংখ্যা মোট ১০ শতাংশ। বিখ্যাত গবেষণাপত্র ল্যানসেটের গবেষণায় দেখা গেছে বাংলাদেশে ২১ শতাংশ মানুষ ধূমপানে অভস্ত্য। প্রায় ১০ শতাংশ মানুষে ডায়াবেটিসে আক্রান্ত। এছাড়াও গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা এখন যে কোন সময়ের চেয়ে অনেক বেশি। তাই বাংলাদেশে স্ট্রোকের রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হসপিটালের তথ্য অনুযায়ী দেশে বছরে প্রায় ৪৮ হাজার মানুষ স্ট্রোকে মৃত্যু বরণ করে।
    Prof. Dr. M. S. Jahirul Hoque Chowdhury
    Professor of Clinical Neurology
    National Institute of Neurosciences & Hospital
    Sher-e-Bangla Nagar, Dhaka, Bangladesh
    E-mail : dr_jahirulhc@yahoo.com
    Chamber:
    LABAID Specialized Hospital
    House-01, Road No-04, Dhanmondi, Dhaka-1205.
    Chamber Time : 8:00pm to 10:00pm
    Appointment : 01794560044
  • Розваги

КОМЕНТАРІ •