বাংলাদেশের বিখ্যাত পরিচালক,চিএকার, নাট্যকার, হুমায়ূন স্যার আজকে বেঁচে থাকলে এরকম সিনেমা সংগীতশিল্পী হাবিব ভাইয়ের কন্ঠে আমরা আরো এরকম সিনেমা ও গান শুনতে পারতাম স্যালুট হুমায়ূন আহমেদ স্যার!❤
এ গান কত হাজার বার শুনেছি তার কোন হিসাব নাই। হাবিব ওয়াহিদ কে দিয়ে সম্ভব এসব মিজিক। সেই ২০০৪ সাল থেকে উনার প্রচন্ড ভক্ত। বাংলা গান বলতে শুধু তার গানই শুনি। সৌদিআরব থেকে শুনছি আজ আবারও ০৪/২০২২.. অনেক ভালবাসি হাবিব ওয়াহিদ কে♥
"কাছে থেকে ও তুমি কত দূরে........ আমি মরে যায় তৃষ্ণাতে"........ গল্প এবং দৃশ্যায়নের সাথে মিলে যাওয়া আমার একমাত্র প্রিয় এবং সেরা লাইন যা ব্যাখ্যাতীত........
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
জানিনা কেনো, বাংলাদেশের মানুষ, জায়গা, নাটক, গান সব সব কিছুর প্রতি কিরম যেনো একটা টান অনুভব করি😌🌨️ এই গান, গানের কথা প্রিয় মানুষটার কথা মনে করিয়ে দেয় বারে বার। সে দূরে বহু দূরে, তবু বৃষ্টি দেখলেই আর এমন মন কাড়া সুর শুনলেই মন টা চঞ্চল হয়ে ওঠে 🌻
হুমায়ূন আহমেদ এর অন্যান্য সৃষ্টির ভীড়ে গানের গীতিকার প্রতিভা টা সমালোচক দের চোখে পড়ে নি। খুব ই উচুমানের গীতিকার তিনি। হাবিবের গাওয়া চল ভিজি বৃষ্টিতে কিংবা ও আমার উড়ল পক্ষি রে ইত্যাদি শুনলে ধারণা করা যায়।
গান এর সাথে এক্সপ্রেশন ও দারুণ হয়েছে। গান নিয়ে ঝামেলা যতই হোক অনেক দিন পর একটা গান ভাইরাল হলো শুধুমাত্র শিল্পীদের গায়কীর জন্য। অনেক ধন্যবাদ এত সুন্দর পরিবেশনার জন্য।
হুমায়ূন আহমেদ চলে গেছেন, আশেপাশের অনেক প্রিয় মানুষও আজ আর নেই। হাবিব ওয়াহিদ যে অসাধারণ কম্পোজিশনগুলো করতেন, বলতে গেলে বাংলাদেশে তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, তাঁর সেই শার্পনেস আর দেখা যায় না। যে মিমকে এই ছবিতে দেখে প্রেমে পড়েছিলাম, সে একেবারেই বদলে গেছে। এটাই জীবন।
কি সুন্দর মিউজিক! এত্তো ভালো গানের কথা লেখা হুমায়ুন স্যারের পক্ষেই সম্ভব।👌 অসাধারণ সুর,গায়কী। এক কথায় অসাধারণ একটা ক্রিয়েশন। মাস্টারপিস। হাবিব ওয়াহিদ ভাই😍
সেই ২০১৪ সালের স্মৃতিটুকু ভেসে উঠে হৃদয় পটে! কলেজ শেষে গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে এসে দাড়াতাম বাসের জন্য কিংবা কোচিং শেষে মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতাম রাস্তার ধারে- মানুষটার জন্য। কত-শত স্মৃতি! মানুষটাও নেই, সেই দিনের প্রিয় বন্ধুটাও নেই৷
আমি কি একমাত্র ব্যক্তি যার এই গান শুনলে মন বিষণ্ণ হয়। এই গানের জন্য নিজেকে উৎসর্গস করতে ইচ্ছে হয়। প্রিয়জনকে না পাওয়ার কষ্ট হয়। ইচ্ছে হুমায়ূন স্যারকে বলি, আপনি এত ভয়ঙ্কর গান কেন লিখেন?যা শুনলে মরতে ইচ্ছা করে?
উনি এমন একজন নির্মাতা ছিলেন যার গান লেখা উপন্যাস কবিতা মন ভার করে দিত হাসাত সত্যি চোখের জল ফেলতে হত। উনি বিষণ্ণ মন কে আরো বিষণ্ণ করে দিতেন। আগামীতে তার থেকে আর কোন সুন্দর সৃষ্টি উপহার পাবো না আমরা। একটা মানুষ ভিতর থেকে এত সুন্দর কেন? আগামীতে মানুষ জানবে আমাদের গানের স্বাদ কেমন ছিলো। আমরা সারাজীবন আপনার কথা মনে রাখবো হুমায়ূন আহমেদ স্যার🖤
ধন্যবাদ হুমায়ূন স্যার এবং হাবিব ওয়াহিদ ভাই,,,,,,দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম গানটা শুনে।....গানটা শুনলে সব না পাওয়া রা চোখের সামনে ভেসে ওঠে,,,,,গানটার মর্ম কেও বুঝলো না কি অসাধারণ কিছু সৃষ্টি করে গেছেন হুমায়ূন আহমেদ স্যার যা কল্পনা করা যায় না বর্তমান সময়ে।
যারা কাউকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলেছে বিষন্নতার ঘোর কুয়াশায়,,,,এবং হারিয়ে গেছে প্রিয় মানুষটি জীবন থেকে,,, তাদের হৃদয়ে থাকবে এই হাবিব এর মিউজিক টা😢😢😢😢😢
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। যদি ডেকে বলি, এসো হাত ধরো চলো ভিজি আজ বৃষ্টিতে এসো গান করি মেঘো মল্লারে করুনাধারা দৃষ্টিতে। আসবে না তুমি; জানি আমি জানি অকারনে তবু কেন কাছে ডাকি কেন মরে যাই তৃষ্ণাতে। এইই এসো না চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে। কত না প্রণয়, ভালোবাসাবাসি অশ্রু সজল কত হাসাহাসি চোখে চোখ রাখা জলছবি আঁকা বকুল কোন ধাগাতে কাছে থেকেও তুমি কত দূরে আমি মরে যাই তৃষ্ণাতে চলো ভিজি আজ বৃষ্টিতে। যদি ডেকে বলি, এসো হাত ধরো চলো ভিজি আজ বৃষ্টিতে এসো গান করি মেঘো মল্লারে করুনাধারা দৃষ্টিতে আসবে না তুমি; জানি আমি জানি অকারনে তবু কেন কাছে ডাকি কেন মরে যাই তৃষ্ণাতে এইই এসো না চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান।
২০০৮ সালের রোজার ঈদে মুভিটা দেখেছিলাম।।আহ কি দিন ছিলো তখন।।মনে পরলেই চোখে জল আসে।।আর কোনদিন সেই আবেগময়,প্রেমময় জীবনে আর ফিরে যেতে পারবো না চাইলেও।।যদি টাইম মেশিন থাকতো তাহলে একটু মিস করতাম না সেই রঙিন যুগে ফিরে যেতে।।তখন কার সময় ভাইয়ের এজটা বাটন ফোন দিয়ে সারাদিন হাবিব,হৃদয় খান,বালাম,তৌসিফ,আনান,অর্থহীনের গান শুনতাম।।এসব শিল্পী আমার শৈশবের বন্ধু তারা আমাদের শৈশবকে রঙিন করে তুলেছে।।এসব শিল্পীদের মনের অন্তস্তল থেকে জানায় অবিরাম ভালোবাসা।।যেদিন আপনারা পৃথিবী থেকে বিদায় নিবেন সেইদিন আপনাদের জন্যে প্রচুর কাঁদবো।। দোয়া করি আরো অনেকদিন থাকেন এই মায়ার পৃথিবীতে।।
এই যে আমার কুমড়োপটাশ? শুনছো? যদি কখনো তোমার আমার আর দেখা নাও হয় কোনো কারণে, জানবে আমি তোমাকে এখনো খুব খুব ভালবাসি আর মিস করি সেই প্রথম দিনের মতো আর কখনো যদি এই মেসেজটা পাও তাইলে বলো "এসো ধরো হাত, চলো ভিজি আজ বৃষ্টিতে ” --- আমি ঠিক চলে আসবো। তুমি তো জানো তোমার ডাক আমি উপেক্ষা করতে পারি না। আমি তোমাকে প্রচন্ড ভালবাসি তিতুর আব্বু ❤️ সবসময় ভালো থেকো 😍
ওহ তুষারময় পাহাড়,আমার কথা শোন। তোমার মাধ্যমে আমার প্রেমিকার কাছে যাওয়া কি কঠিন! ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করেছি। বিচ্ছেদের চেয়ে খারাপ ব্যথা আছে কি? সেটা কি আমার বুকে বোঝা হয়ে যায়। একজন বন্য রক্তাক্ত মানুষ যেখানে আছি সেখানে থাকতে পারেনা। আমার আগে আসা প্রেমীদের কাছে এটি শুনুন। সাহসী পুরুষদের প্রেমে পড়া কি লজ্জার?~~~ ওহ তুষারময় পাহাড় আমার কথা শোন। তোমার মাধ্যমে আমার প্রেমিকের কাছে যাওয়া কি কঠিন?
হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা গুলো সত্যিই খুবই অসাধারণ ❤️❤️ বাংলাদেশের সিনেমা গুলোর কাহিনী প্রায় একি ধরনের কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা গুলোর কাহিনী সম্পূর্ণ আলাদা।।। ❤️❤️❤️❤️
প্রথম প্রেমে পড়ে, এই গান টা শুনতাম।প্রায় ১২বছর আগের কথা।প্রিয় মানুষ টি চলে যাওয়ার পর,এই গান টা শুনি,দুই চোখ বন্ধ করে,সেই প্রিয় মানুষ টির চেহারাটা আজও চোখে ভাসে।এই গানটার মধ্যে আমি আমার ভালো বাসা খুজে পাই।😢ভালো থাকুক আমার ভালো বাসার মানুষ সরনা❤
সেই স্কুল জীবনে হাবিব বালাম মাতামাতির মাঝে খুজে পেয়েছিলাম গানটা, মাল্টিমিডিয়া ফোনে প্রথমবার শোনা। তারপর ১৪ বছর কেটে গেছে। কত স্মৃতি জড়ায়ে আছে এই গানে কৈশোরের সেই দিনগুলোর। কত পরিবর্তন হয়েছে জীবনের কিন্তু এই সুরের ভালো লাগা ঠিক আগের মতোই আছে, আর এখনো রয়ে গেছে কিছু আক্ষেপ.... ১৫/৯/২০২৪
বাইরে বৃষ্টি হচ্ছে.. কেউ নেই তাও শুনতে এলাম গানটা..হয়তো একদিন কেউ আসবে জীবনে.. একদিন ঘোর বরষায় এই গানটা আবার শুনবো,তাকে এই কমেন্টটা দেখাবো বলে একটা কমেন্ট রেখে গেলাম...চলো আজ বৃষ্টিতে ভিজি..
এক ইদে মুভিটা টিভিতে দিয়েছিল, গানটা হচ্ছিল, আম্মু আপুরা দেখছিল। আমি ফিরেও তাকাইনি। তখন বুঝতামনা, ছোট ছিলাম। কিন্তু বড় হয়ে গানটা যখন শুনলাম, চোখের সামনে কতনা স্মৃতি ভেসে উঠছে। "আসবেনা তুমি, জানি আমি জানি" এই অংশটা শুনে কতরাত কেঁদেছি তা শুধু আমার আকাশ জানে।
হাবিব ওয়াহিদ বরাবরই আমার প্রিয় একজন সঙ্গীতশিল্পী। তবে আজ হুমায়ূন আহমেদের একটা লিখা পড়তে গিয়ে জানতে পারলাম হুমায়ুন আহমেদ এর লিখা গান গেয়েছেন হাবিব ওয়াহিদ।।।। তাই শুনতে চলে আসলাম।
যখন স্কুলে পড়তাম আমার এক ক্লাসমেট এর প্রেমে পড়েছিলাম পাগলের মতো ভালোবাসতাম তাকে সেও আমাকে পাগলের মতো ভালোবাসতো একসাথে প্রাইভেটে যেতাম ক্লাস করতাম । সময় টা ছিলো বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন প্রিয় মানুষটার সাথে গ্রামের মেঠোপথ দিয়ে বৃষ্টি তে ভিজে বাড়িতে আসতাম কতো ভালোবাসা কতো প্রেম কই গেল। কই গেল আমার ভালোবাসার মানুষ টা যার জন্য এ পাগলামি করতাম তার বিয়ে হয়ে গেছে সুখের সংসার করছে আর আমি এখন ও বিরহ প্রেমিক হয়ে ঘুরি এখন কাতার আছি কবে যে মানুষ টার সাথে একটু দেখা বা কথা বলতে পারবো জানি না।
সত্যিই কতই না সুন্দর ছিল আমাদের ছেলে বেলা আমরা ইচ্ছে করলেও আর ফিরে পাবোনা সেই দিন 😢 ধন্যবাদ হাবিব ওয়াহিদ এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ❤ স্মৃতি হিসেবে আজকের কমেন্টটা রেখে গেলাম। আমাকে মনে করবেন নতুন প্রজন্ম আরো আমার জন্য দোয়া করবেন কেননা আমি কিজানি সেই সময় কবরে থাকবো😢😢। -কামাল উদ্দিন
আহা, গতকাল সবকিছুই শেষ হয়ে গেল। যখন ও প্রথমবার আমাদের বাসায় এসেছিল, তখন সারাদিন শুধু এই গানটাই শুনতাম। সেসময় প্রায় পুরো সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল। আজ হঠাৎ করে আবার এই গানটা শুনে সবকিছু মনে পড়ে গেল।
এত চমৎকার গান যখনি শুনি তখন দেহ মন শুদ্ধ হয়ে প্রশান্তিতে ভরে উঠে ৷ এমন গান হাজার বছর বেচে থাকবে ৷ আমার প্রিয় শিল্পি, প্রিয় লেখক এই গানে মিশে রয়েছেন ৷ ভালোবাসি ৷
Thank you Allah Whom I loved and she is my wife. Not only that we got married when i was 19 and she was 18. Our 5yrs Rishan. Alhamdulillah citizen of Aus and our koliza born here. Long way we went through and lots of ups and down. Again love you Rudaba Tonni. You were mine and will be mine.
কাছে থেকেও তুমি কতদূরে আমি মরে যাই তৃষ্ণাতে😭আহ্ কি সূর হৃদয় কেঁপে উঠে শুনলে।হাবিব ভাইয়ের গানের প্রশংসা করে শেষ করতে পারবো না।এই গানটা একসময় অনেক বেশি শুনেছি আর বিশেষ করে বাদলা দিনগুলোতেই গানটা বেশি শুনেছি।
আমার তাকে নিয়ে এইভাবে একা একা ভিজতে খুব ইচ্ছে। কোথাও কেউ থাকবে না শুধু আমি আর সে। কিন্তু বিশ্বাস করেন আমি তারে পাবো না। তারে আঁকড়ে ধরে বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। তাও সে আমার হবে না 😅। হয়তো একদিন সে অন্যকারো সাথে এইভাবে বৃষ্টিতে ভিজবে কিন্তু আমি তার সাথে থাকবো না। ভালোবাসবো না এইভাবে। জড়িয়ে ধরতে ইচ্ছে হলেও পারবো না। বৃষ্টির টুপটাপ শব্দে প্রতিটি বিকেল সন্ধ্যে নামার আগের সময়টা তার জন্য রাখবো☺️। তুমি শুধু আমার এই প্রিয় গান গুলো শুনে আমার কথা মনে রেখো এটাই চাই 🥰 রিয়ানা🥰💚
4-7-2024 রাত ১ঃ৩৬ 3:42 এই গানটা শুনলে তোমার আমার ৫ বছরে কাটানো সময় গুলা মনে পড়ে সাদিয়া আর কান্না আসে। সেই ক্লাস ৮থেকে ইন্টার দ্বিতীয়বর্ষ পর্যন্ত । জানি এই কমেন্ট তুমি কখনোই দেখবে না কারন তুমি এই জেনারেশনের হয়েও এই ইউটিউব ফেসবুক মানে এই সোশাল মিডিয়া সম্পর্কে কিছুই বুঝো না 😭 সখের বয়সে জারে মনে দরছে তারে কপালে দরে নায় 😭😭
এই গানের মোহ জীবনেও কাটিয়ে ওঠতে পারব না। কেমন জানি অন্য জগতে চলে যায়,কাঠানো সেই অতিত গুলো চোখের সামনে ভাসে,প্রিয়জনকে নিয়ে তিক্ততা, কাঁদামাঠি খেলা,বৃষ্টির মধ্যে মাছ ধরা,টিনের সেই ঝুমঝুম আওয়াজ,কচি আমের ছড়াছড়ি,গরু নিয়ে গোয়ালঘরে ফেরা,চালভাজা,শিলাবৃষ্টির অসাধারণ মুহুর্তগুলো। জানি না কেমন ভাবে প্রকাশ করলাম।আমার পরবর্তী প্রমন্মের জন্য একটা চিহ্ন রেখে গেলাম,আর বুড়ো বয়সে দেখব তখন কার ছেলেমেয়েদের অনুভূতি কেমন❤️😊😔
এক সাগর অনুভূতির প্রকাশ পেয়েছে,এই গুটি কয়েক মিনিটে।গানটির কথাগুলোর যেমন গভীরতা,তেমনি সুরটা হৃদয় ছোঁয়ার মতো।এসবের সাথে অভিনেতা-অভিনত্রীদের অভিনয় দেখে মনেই হয় না,যে এটা কোন অভিনয় বরং এটি বাস্তব কোন দৃশ্য আমার দৃষ্টিগোচর হচ্ছে। >>গানটি সম্পূর্ণ দেখে ও শুনে শেষ করতেই চোখের কোণায় জল এসে যাওয়া,তারপরও বারবার গানটি শোনা। এ যেন এক নেশার মতো হয়ে গেছে।>>সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করবো "হাবিব ওয়াহিদ" আপনার উপর।বারবার বিন্দু বিন্দু জলে, ভিতরের কষ্টগুলোকে বের করে নিয়ে আসতে সাহায্য করার জন্য।💗
এটা সবার গান নয়। সুতরাং মিলিয়ন ভিউ হওয়ার ও কথা নয়। এটা মনের ভিতরের গান। এটা শুনা মাত্রই চোখে জল গড়িয়ে পরে। ফিরে যায় সেই ২০১২ সালে। তখন কতই না মধুর ছিলো সেই স্মৃতি। আজ তা ১২ বছরের বেদনার
হারিয়ে গেছে পুরোনো দিনগুলো! শত ব্যস্ততায় সময় হয়েই উঠে না গান শোনা , আজ অনেক বছর পর শুনছি। অর্থের পিছনে ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত মন, ক্লান্ত দেহ "😢😢
এটা এমন একটা গান যেটা মন খারাপেও শুনতে ভালো লাগে মন ভালো থাকলেও ভালো লাগে।আমার বাংলা ভাষা কত মধুর!আর এই যে বৃষ্টি আহা!সব ভালো লাগার ব্যাপার গুলো নিয়েই পরিপূর্ণ গানটা।কি যে মায়া গানটায়!
বাংলাদেশের বিখ্যাত পরিচালক,চিএকার, নাট্যকার, হুমায়ূন স্যার আজকে বেঁচে থাকলে এরকম সিনেমা সংগীতশিল্পী হাবিব ভাইয়ের কন্ঠে আমরা আরো এরকম সিনেমা ও গান শুনতে পারতাম স্যালুট হুমায়ূন আহমেদ স্যার!❤
হুমায়ুন স্যার🥰
কিংবদন্তি নির্মাতা, লেখক হুমায়ুন স্যার ও সুরের জাদুকর হাবিব ওয়াহিদ এই দুইয়ের মেলবন্ধনে অপূর্ব সৃষ্টি এই ম্যাজিক্যাল গান।
যতবারই শুনি তৃষ্ণা মিটে না।
১ ঘন্টার অধিক সময় হতে শুনছি। আরও কত শুনব জানি না। হাবিবের গানে আরেক প্রাণ। আহা ❤
১৪/১১/২৩
❤❤
এ গান কত হাজার বার শুনেছি তার কোন হিসাব নাই। হাবিব ওয়াহিদ কে দিয়ে সম্ভব এসব মিজিক। সেই ২০০৪ সাল থেকে উনার প্রচন্ড ভক্ত। বাংলা গান বলতে শুধু তার গানই শুনি। সৌদিআরব থেকে শুনছি আজ আবারও ০৪/২০২২.. অনেক ভালবাসি হাবিব ওয়াহিদ কে♥
দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম গানটা শুনে। একেই বলে বিশুদ্ধ বাংলা গান। ধন্যবাদ হুমায়ূন স্যার এবং হাবিব ওয়াহিদ ভাই
Hmmm...osshadharon
✌️
গানটার মর্ম কেও বুঝলো না
কি অসাধারণ কিছু সৃষ্টি করে গেছেন হুমায়ূন আহমেদ স্যার
যা কল্পনা করা যায় না বর্তমান সময়ে।
Eti habiber kaljoyi sristir ekti
Ai movie ta j na dekhse se miss to korsae oneeeeeeek kisu...R gaan to sundor bt atto sundor drissho wow
gaan ta habib wahid er
গান টা শুটিং হয় আমাদের এলাকায়,রাজা নবীন চন্দ্র এর রাজপ্রাসাদে।কুলাউড়া,শ্রীপুর ❤️
@@shahriartanvirchowdhury4276 Khub sundor jaega
"কাছে থেকে ও তুমি কত দূরে........ আমি মরে যায় তৃষ্ণাতে"........
গল্প এবং দৃশ্যায়নের সাথে মিলে যাওয়া আমার একমাত্র প্রিয় এবং সেরা লাইন যা ব্যাখ্যাতীত........
Undescribable feelings brother
R8
@@xubayeraziz8970 osadron
@@methilabhabna991 ZzZaza###❤😅😅🎉
Amar sobcheye priyo line
আমি খুব ভাগ্যবান এই সোনালি যুগে আমি ছিলাম,,কতো মধুর সপ্ন ছিলো তখন দুচোখে।নব্বই দশকের ছেলে মেয়েরা পেয়েছে সেই সুন্দর সময় আর সুমধুর গান🥰
Shune jan abar
Oi shomoi ei ganta gun gun kore gaitam.
Amar jonmo to 2004 e amio deksi .jokhon sudhu btv cholto amader bashai
হুম
Right
গানটা শুনলে সব না পাওয়া রা চোখের সামনে ভেসে ওঠে, তখন মনে হয় মরে যাই।
হাবিব ওয়াহিদ, আপনি একটা
Onek kiso bolety parine,akhon onek miss kore say den golo,after 7 years
Now Love you Rabbina
Lejend
একদমই! হৃদয়ের অন্তঃস্হল থেকে ভেসে আসা হাহাকার!
Correct
কী নেই এই গানে ?
কত সুন্দর আমাদের মায়ের ভাষা।
ধন্যবাদ সকল ভাষা সৈনিকদের।
ধন্যবাদ হুমায়ুন স্যার।
ধন্যবাদ হাবিব ভাই।
❤
Ayub Bachchu sir once said, "When you listen to Habib's music, you can truly feel the heart of Bengali music."
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ
ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
কবরে যাওয়ার আগে কমেন্টি ডিলেট করে যান।
জানিনা কেনো, বাংলাদেশের মানুষ, জায়গা, নাটক, গান সব সব কিছুর প্রতি কিরম যেনো একটা টান অনুভব করি😌🌨️ এই গান, গানের কথা প্রিয় মানুষটার কথা মনে করিয়ে দেয় বারে বার। সে দূরে বহু দূরে, তবু বৃষ্টি দেখলেই আর এমন মন কাড়া সুর শুনলেই মন টা চঞ্চল হয়ে ওঠে 🌻
Ayub Bachchu sir once said, "When you listen to Habib's music, you can truly feel the heart of Bengali music." 💙
❤️❤️
Khub sundor akta kotha bolesilen
Shotti vai
তথ্যসূত্র?
Ayub baccu sir nijei ekjon legend,tar kaljoyi song ER sonkha aro beshi ,tobe habiber Kichu Kichu song obosshoi kaljoyi
হুমায়ূন আহমেদ এর অন্যান্য সৃষ্টির ভীড়ে গানের গীতিকার প্রতিভা টা সমালোচক দের চোখে পড়ে নি। খুব ই উচুমানের গীতিকার তিনি। হাবিবের গাওয়া চল ভিজি বৃষ্টিতে কিংবা ও আমার উড়ল পক্ষি রে ইত্যাদি শুনলে ধারণা করা যায়।
হাবিব ওয়াহিদের অন্যতম সেরা গান। অনবদ্য🥰
স্মৃতিকাতর হয়ে পড়ি গানটা শুনলে। মনে হয় হৃদয় টা সুঁতো দিয়ে বড় বড় ফোঁড় দিয়ে বুঁনে যাচ্ছে, কষ্টও পাচ্ছি স্মৃতিকারতর ও হচ্ছি। হুমায়ুন আহেম্মেদ ও হাবিব ওয়াহিদ এর অনন্য সৃষ্টি।
গান এর সাথে এক্সপ্রেশন ও দারুণ হয়েছে।
গান নিয়ে ঝামেলা যতই হোক অনেক দিন পর একটা গান ভাইরাল হলো শুধুমাত্র শিল্পীদের গায়কীর জন্য।
অনেক ধন্যবাদ এত সুন্দর পরিবেশনার জন্য।
হুমায়ূন আহমেদ চলে গেছেন, আশেপাশের অনেক প্রিয় মানুষও আজ আর নেই। হাবিব ওয়াহিদ যে অসাধারণ কম্পোজিশনগুলো করতেন, বলতে গেলে বাংলাদেশে তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, তাঁর সেই শার্পনেস আর দেখা যায় না। যে মিমকে এই ছবিতে দেখে প্রেমে পড়েছিলাম, সে একেবারেই বদলে গেছে। এটাই জীবন।
কি সুন্দর মিউজিক!
এত্তো ভালো গানের কথা লেখা হুমায়ুন স্যারের পক্ষেই সম্ভব।👌
অসাধারণ সুর,গায়কী।
এক কথায় অসাধারণ একটা ক্রিয়েশন।
মাস্টারপিস।
হাবিব ওয়াহিদ ভাই😍
সেই ২০১৪ সালের স্মৃতিটুকু ভেসে উঠে হৃদয় পটে! কলেজ শেষে গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে এসে দাড়াতাম বাসের জন্য কিংবা কোচিং শেষে মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতাম রাস্তার ধারে- মানুষটার জন্য। কত-শত স্মৃতি!
মানুষটাও নেই, সেই দিনের প্রিয় বন্ধুটাও নেই৷
কিছু গান এত অদ্ভুত সুন্দর যে ভাষায় প্রকাশ করা অসম্ভব মনে হয়। বৃষ্টি হলে এই গান ছাড়া অন্য কোনো গান শোনার কথা ভাবতেও পারি না।❤️
হুম সেম
আমি কি একমাত্র ব্যক্তি যার এই গান শুনলে মন বিষণ্ণ হয়। এই গানের জন্য নিজেকে উৎসর্গস করতে ইচ্ছে হয়। প্রিয়জনকে না পাওয়ার কষ্ট হয়। ইচ্ছে হুমায়ূন স্যারকে বলি, আপনি এত ভয়ঙ্কর গান কেন লিখেন?যা শুনলে মরতে ইচ্ছা করে?
আমার ও ভাই প্রিয় মানুষকে না পাওয়ার কষ্ট 😢
Amake Kew Jodi bole Tomar pochonder gaan konta ..Ami kono vabna chinta chara bolbo ai gaan tar kotha😢
মনে হয় হাজার বেঁচে থাকি তার অপেক্ষায়! পাবো না জেনেও অপেক্ষা!
সত্যিই প্রিয়জন কে হারানোর কষ্ট অনেক বেদনাদায়ক
হাবিবের শ্রেষ্ঠ গান গুলির মাজে এ গান টা সবচেয়ে অসাধারন, অন্নতম...
হাবীব ভাইয়ের গান মানে আমার ছোটবেলা, কতশত স্মৃতি আমরা যারা ৯০ দশকের মাঝামাঝিতে জন্ম নিয়েছি।
হুমায়ুন আহাম্মেদ আপনাকে সেলুড,আপনি বেঁচে থাকবেন কোটি কোটি বছর আমাদের হৃদয়ে
শাওন আপুও অনেক গুনি মানুষ
উনি এমন একজন নির্মাতা ছিলেন যার গান লেখা উপন্যাস কবিতা মন ভার করে দিত হাসাত সত্যি চোখের জল ফেলতে হত। উনি বিষণ্ণ মন কে আরো বিষণ্ণ করে দিতেন। আগামীতে তার থেকে আর কোন সুন্দর সৃষ্টি উপহার পাবো না আমরা। একটা মানুষ ভিতর থেকে এত সুন্দর কেন?
আগামীতে মানুষ জানবে আমাদের গানের স্বাদ কেমন ছিলো।
আমরা সারাজীবন আপনার কথা মনে রাখবো হুমায়ূন আহমেদ স্যার🖤
আহারে গান,..... হাবিব ওয়াহিদ, হুমায়ুন আহমেদ অনেক ভালোবাসা আপনাদের জন্য। কি মনোমুগ্ধকর জীবনসঙ্গীত শুনছি!
এত সুন্দর এক্টা গান, শুধু হৃদয়টা কেঁপে উঠে বার বার, এখানেই মনে হয় সব পাওয়া, না পাওয়ার অবসান দিতে মনে হয়❤️❤️
হাবিব ভাই, আপনি এক্টা চিজ ভাই❤️
এই মুহুর্তে আমার মতো কে কে শুনছেন এই প্রিয় গানটি???
My favourite song,Bristy,mon kharap,chotobelar memory sob kichu futiye tule
সুনতেছি
Ami bujte parine tumi je r konodin phere asbena
হাজার বছর পর অমৃত গানগুলোর মধ্যে এই গানটা ও বেচে থাকবে।
হাবিব🥰
এগুলো হচ্ছে সাবলীল ভাষায় প্রশান্তিদায়ক গান❤
আষাঢ়ের ঝুম বৃষ্টি + মেঘলা বিকেল+ অন্ধকার ঘর সাথে বাদলা দিনে মনে পড়ে এ যেন এক অন্যরকম অনুভূতি।
বৃষ্টি নেশা ধরা ঘোর লেগে থাকা মুগ্ধময় একটি গান।
tnx Humayun Ahmed & Habib
হাবিব ভাইয়ের এই গান আমি বুড়ো হলেও শুনব। মনকে ছুয়ে যায় বার বার। ❤
এতো সুন্দর একটা গান কিন্তু ভিউ হয়েছে অনেক কম। মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া উচিত ছিল
sobi asb song mormo bojy nh😪😪
Amio buji na atho sondor akta gan kintho view onk kom
আজকালের পোলাপান গান শোনে না গান খায় আর দেখে,,, তাই প্রকৃত গান আমাতের মতো অল্প সংখ্যকের জন্য❤️❤️❤️❤️👈👈👈👈
hujur der vua video te lakh lakh views
সব কিছু ভিউ দিয়ে বিবেচনা করা যায় না, কিছু জিনিস সবার অড়ালেই থেকে যায়।
আজকের বৃষ্টি সাথে এই গান....শান্তি 🤍
কাছে থেকে ও তুমি কত দূরে, আমি মরে যাই তৃষ্ণাতে !
খুব গভীরতা এই এতটুকু কথায়!
ধন্যবাদ হুমায়ূন স্যার এবং হাবিব ওয়াহিদ ভাই,,,,,,দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলাম গানটা শুনে।....গানটা শুনলে সব না পাওয়া রা চোখের সামনে ভেসে ওঠে,,,,,গানটার মর্ম কেও বুঝলো না
কি অসাধারণ কিছু সৃষ্টি করে গেছেন হুমায়ূন আহমেদ স্যার
যা কল্পনা করা যায় না বর্তমান সময়ে।
গানের লিরিক্স টা এত সুন্দর যে, যতবার শুনি ততবার অন্য কোথাও হারিয়ে যাই।
Right
লিরিকঃ হুমায়ূন আহমেদ।
যারা কাউকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলেছে বিষন্নতার ঘোর কুয়াশায়,,,,এবং হারিয়ে গেছে প্রিয় মানুষটি জীবন থেকে,,, তাদের হৃদয়ে থাকবে এই হাবিব এর মিউজিক টা😢😢😢😢😢
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান।
যদি ডেকে বলি, এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে।
আসবে না তুমি; জানি আমি জানি
অকারনে তবু কেন কাছে ডাকি
কেন মরে যাই তৃষ্ণাতে।
এইই এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে।
কত না প্রণয়, ভালোবাসাবাসি
অশ্রু সজল কত হাসাহাসি
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্ণাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে।
যদি ডেকে বলি, এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি; জানি আমি জানি
অকারনে তবু কেন কাছে ডাকি
কেন মরে যাই তৃষ্ণাতে
এইই এসো না চলো জলে ভিজি
শ্রাবণ রাতের বৃষ্টিতে।
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান।
Nc❤
❤❤❤
নাইচ ভইয়া
❤❤❤
গানটার কোন তুলনা হয় না। একটা মাস্টারপিস, অনবদ্য।
একেই বলেই অনিন্দ্য, ৫ মিনিটে ভায়োলিনের সুরে কোথায় যেনো হারিয়ে গেলাম 🤗
২০০৮ সালের রোজার ঈদে মুভিটা দেখেছিলাম।।আহ কি দিন ছিলো তখন।।মনে পরলেই চোখে জল আসে।।আর কোনদিন সেই আবেগময়,প্রেমময় জীবনে আর ফিরে যেতে পারবো না চাইলেও।।যদি টাইম মেশিন থাকতো তাহলে একটু মিস করতাম না সেই রঙিন যুগে ফিরে যেতে।।তখন কার সময় ভাইয়ের এজটা বাটন ফোন দিয়ে সারাদিন হাবিব,হৃদয় খান,বালাম,তৌসিফ,আনান,অর্থহীনের গান শুনতাম।।এসব শিল্পী আমার শৈশবের বন্ধু তারা আমাদের শৈশবকে রঙিন করে তুলেছে।।এসব শিল্পীদের মনের অন্তস্তল থেকে জানায় অবিরাম ভালোবাসা।।যেদিন আপনারা পৃথিবী থেকে বিদায় নিবেন সেইদিন আপনাদের জন্যে প্রচুর কাঁদবো।। দোয়া করি আরো অনেকদিন থাকেন এই মায়ার পৃথিবীতে।।
আমিও আপনার মতো একি দিনে এই ছবিটা দেখচি৷ কিন্তু তখন আমি চিলার সব থেকে সুখী মানুষ। আর এখন।.....।
মুভির নাম কি
গানের লিরিক্স এতই গভীর যে ব্যাখ্যা করা সম্ভব না। স্কুলে পড়তাম যখন মুভি টা রিলিজ হয়। অসাধারণ হাবিব ভাই ❤️
Nice song
এই যে আমার কুমড়োপটাশ? শুনছো? যদি কখনো তোমার আমার আর দেখা নাও হয় কোনো কারণে, জানবে আমি তোমাকে এখনো খুব খুব ভালবাসি আর মিস করি সেই প্রথম দিনের মতো আর কখনো যদি এই মেসেজটা পাও তাইলে বলো "এসো ধরো হাত, চলো ভিজি আজ বৃষ্টিতে ” --- আমি ঠিক চলে আসবো। তুমি তো জানো তোমার ডাক আমি উপেক্ষা করতে পারি না। আমি তোমাকে প্রচন্ড ভালবাসি তিতুর আব্বু ❤️ সবসময় ভালো থেকো 😍
এতটা অনিশ্চয়তা কে সাথে নিয়ে কিভাবে একটা মানুষ আরেকটা মানুষ কে এভাবে অবিরাম ভালবেসে জেতে পারে ??
ওহ তুষারময় পাহাড়,আমার কথা শোন। তোমার মাধ্যমে আমার প্রেমিকার কাছে যাওয়া কি কঠিন! ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করেছি। বিচ্ছেদের চেয়ে খারাপ ব্যথা আছে কি? সেটা কি আমার বুকে বোঝা হয়ে যায়। একজন বন্য রক্তাক্ত মানুষ যেখানে আছি সেখানে থাকতে পারেনা। আমার আগে আসা প্রেমীদের কাছে এটি শুনুন। সাহসী পুরুষদের প্রেমে পড়া কি লজ্জার?~~~ ওহ তুষারময় পাহাড় আমার কথা শোন। তোমার মাধ্যমে আমার প্রেমিকের কাছে যাওয়া কি কঠিন?
Bah valovasa sundor❤
অসাধারণ ভালোবাসার গল্প
❤বেঁচে থাকুক ভালোবাসা চিরকাল ❤
শতযুগ পেরিয়ে গেলেও হুমায়ূন স্যারের মতো একজন আমাদের মধ্যে আসবে না। কি অসাধারণ সৃস্টি
হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা গুলো সত্যিই খুবই অসাধারণ ❤️❤️ বাংলাদেশের সিনেমা গুলোর কাহিনী প্রায় একি ধরনের কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের সিনেমা গুলোর কাহিনী সম্পূর্ণ আলাদা।।। ❤️❤️❤️❤️
হাবিব ওয়াহিদের অনবদ্য সৃষ্টি! এককথায় অসাধারণ! আহ কি চমৎকার লাগছে শুনতে!
হাবিব ভায়ার গান শুনলে childhood memories, গুলা মনে পড়ে যাই😔😔
😥😥😥😥
বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে।
এই গানটা শুনতে মন চাইলো।
এখন গান শুনছি আর বৃষ্টি উপভোগ করছি । এ এক অন্য রকম অনুভুতি❤❤
এমন একটা গান,যতবার শুনি মনে হয় যেন বৃষ্টি হচ্ছে বাইরে..বৃষ্টিকে অনুভব করি প্রতিটা কোষে..!
প্রথম প্রেমে পড়ে, এই গান টা শুনতাম।প্রায় ১২বছর আগের কথা।প্রিয় মানুষ টি চলে যাওয়ার পর,এই গান টা শুনি,দুই চোখ বন্ধ করে,সেই প্রিয় মানুষ টির চেহারাটা আজও চোখে ভাসে।এই গানটার মধ্যে আমি আমার ভালো বাসা খুজে পাই।😢ভালো থাকুক আমার ভালো বাসার মানুষ সরনা❤
কাছে থেকেও তুমি কত দূরে, আমি মরে যাই তৃষ্ণাতে !
অতল শ্রদ্ধা প্রিয় লেখক, শব্দের জাদুকর হুমায়ূন স্যার
সেই স্কুল জীবনে হাবিব বালাম মাতামাতির মাঝে খুজে পেয়েছিলাম গানটা, মাল্টিমিডিয়া ফোনে প্রথমবার শোনা। তারপর ১৪ বছর কেটে গেছে। কত স্মৃতি জড়ায়ে আছে এই গানে কৈশোরের সেই দিনগুলোর। কত পরিবর্তন হয়েছে জীবনের কিন্তু এই সুরের ভালো লাগা ঠিক আগের মতোই আছে, আর এখনো রয়ে গেছে কিছু আক্ষেপ.... ১৫/৯/২০২৪
প্রবাশির মাটিতে রাতের বেলা লাইট বন্দ করে কানে হেডফোন লাগিয়ে গানটা শুনি অার নিজের অজান্তেই চখের কোনে জল যমে গেল 🥺🙃
আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা ভাই।
Khub kharap laglo amar kotha sune amaro choke pani chole elo
@@shamimahasan499 thanks vai ❤️
@@lizakhan6991 🖤🖤
আমিও
১৯/০৩/২৩ আজকে ২০২৩ এর প্রথম বৃষ্টি হলো।
বৃষ্টি মানেই এই গান❤
আমার খুব প্রিয় একটা গান।যত শুনি তত ভালো লাগে ❤
Amar khub prio ekon sunram
হুম অনেক প্রিয়,,,
Me too
এত ভালো লাগে
Amar o
হাবিব ওয়াহিদ এর মত আর কেউ হবে না বাংলাদেশে। আমরা যারা ২০০৯ এর ব্যাচ, আমরা বড় হয়েছি হাবিব এর গান শুনে।
আমিও সেম ব্যাচ ভাই। অনেক মিস করি সেই সময় টা😢
Hsc ?
বাইরে বৃষ্টি হচ্ছে.. কেউ নেই তাও শুনতে এলাম গানটা..হয়তো একদিন কেউ আসবে জীবনে.. একদিন ঘোর বরষায় এই গানটা আবার শুনবো,তাকে এই কমেন্টটা দেখাবো বলে একটা কমেন্ট রেখে গেলাম...চলো আজ বৃষ্টিতে ভিজি..
এক ইদে মুভিটা টিভিতে দিয়েছিল, গানটা হচ্ছিল, আম্মু আপুরা দেখছিল। আমি ফিরেও তাকাইনি। তখন বুঝতামনা, ছোট ছিলাম। কিন্তু বড় হয়ে গানটা যখন শুনলাম, চোখের সামনে কতনা স্মৃতি ভেসে উঠছে। "আসবেনা তুমি, জানি আমি জানি" এই অংশটা শুনে কতরাত কেঁদেছি তা শুধু আমার আকাশ জানে।
Violin tune is on another level 💜 Humayun Sir's gift to us💚
Fullyfilled comment.... Thanks Sarah.
Music is composed by Habib and lyrics by Humayun Ahmed
@@meherab_ayon6693 হুর, হুমায়ূন আহমেদের লিরিক্স, রবীন্দ্রনাথের না
@@meherab_ayon6693 😂🤣
7 বছরের ভালবাসা আমার সে এখন অন্যের বাচ্চার মা কিন্তু আজ ও তাকে আগের মতোই ভালোবাসি😅😅😅😅
কলিজায় লাগে প্রতিটা লিড়িক্স । আমার মতো বিষেষ মানুষ দের জন্যে এটা অক্সিজেন স্বরুপ
যারা প্রকৃত সংগীত প্রেমিক যারা গানকে ভালোবাসে, তারা একবার হলেও এ গানের মধ্যে অনেক কিছু খুঁজে পাবে💔
গানটা শুনলে হারিয়ে যায় অন্য ভুবনে
আমাদের দেশের একটা সেরা মুভি। যতবার দেখি ততবার ভালো লাগে। মুভিটা যেন একদম জিবন থেকে নেওয়া। হুমায়ুন স্যার মত এমন সৃষ্টিশীল মানুষ পৃথিবীতে আরএকজন ও নাই।
মুভিটা নাম কি
@@kajolkajol9178 amr ache jol
আমরাও বসে চিলাম মল চত্বরে সাথে হাবিবের এই কাল ক্লাসিকাল গান। আমার পিঠে তোমার পিঠ। আহা সময়। 💕
ও হূমায়ুন আহমেদ স্যার!আজ আপনি থাকলে আমাদের শুদ্ধ সংস্কৃতির এমন অধঃপতন হত না।
Thikkk
so true
we lost a gem. 💔💔
অসাধারণ অসাধারণ অসাধারণ গান টা হাবিব ওয়াহিদ বলেই সম্ভব 😍😍😍✌
মনটা কত অদ্ভুত। কত হিসেব নিকেশ চাওয়া পাওয়ায়!
খুব অদ্ভুত
হাবিব ওয়াহিদ বরাবরই আমার প্রিয় একজন সঙ্গীতশিল্পী। তবে আজ হুমায়ূন আহমেদের একটা লিখা পড়তে গিয়ে জানতে পারলাম হুমায়ুন আহমেদ এর লিখা গান গেয়েছেন হাবিব ওয়াহিদ।।।। তাই শুনতে চলে আসলাম।
যখন স্কুলে পড়তাম আমার এক ক্লাসমেট এর প্রেমে পড়েছিলাম পাগলের মতো ভালোবাসতাম তাকে সেও আমাকে পাগলের মতো ভালোবাসতো একসাথে প্রাইভেটে যেতাম ক্লাস করতাম । সময় টা ছিলো বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন প্রিয় মানুষটার সাথে গ্রামের মেঠোপথ দিয়ে বৃষ্টি তে ভিজে বাড়িতে আসতাম কতো ভালোবাসা কতো প্রেম কই গেল। কই গেল আমার ভালোবাসার মানুষ টা যার জন্য এ পাগলামি করতাম তার বিয়ে হয়ে গেছে সুখের সংসার করছে আর আমি এখন ও বিরহ প্রেমিক হয়ে ঘুরি এখন কাতার আছি কবে যে মানুষ টার সাথে একটু দেখা বা কথা বলতে পারবো জানি না।
Apnar gf k dakbo pic dan
Apnar gf k dakbo pic dan
Apnar gf k dakbo pic dan
@@alimd76 pic nai
😢😢
সত্যিই কতই না সুন্দর ছিল আমাদের ছেলে বেলা আমরা ইচ্ছে করলেও আর ফিরে পাবোনা সেই দিন 😢
ধন্যবাদ হাবিব ওয়াহিদ এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ❤
স্মৃতি হিসেবে আজকের কমেন্টটা রেখে গেলাম। আমাকে মনে করবেন নতুন প্রজন্ম আরো আমার জন্য দোয়া করবেন কেননা আমি কিজানি সেই সময় কবরে থাকবো😢😢।
-কামাল উদ্দিন
হুমায়ূন আহমেদ স্যারের অসাধারণ এক সৃষ্টি, সিনেমাটা যেমন দারুণ তেমনি গানগুলি❣️❣️❣️
muvi tar nam ki vi?
@@saownkhan3413 Amar asa Jhol
হুমায়ুন আহমেদ স্যারে লেখা আর সিনেমা তৈরি অতুলনীয়
আর হাবিব স্যারে কন্ঠ সবসময় সেরা
মিস করি ছোট সময়টা😢
স্কুল লাইফের প্রিয় গান আমার স্মৃতি হিসেবে রেখে গেলাম যোগ যোগ ধরে মানুষ যখন শুনবে আর যদি নোটিফিকেশন আসে আবার শুনতে আসবো
আহা, গতকাল সবকিছুই শেষ হয়ে গেল। যখন ও প্রথমবার আমাদের বাসায় এসেছিল, তখন সারাদিন শুধু এই গানটাই শুনতাম। সেসময় প্রায় পুরো সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল। আজ হঠাৎ করে আবার এই গানটা শুনে সবকিছু মনে পড়ে গেল।
anybody can feel some undefined emotion hearing these lines.what a creation! 🙏💘
২০২৩ সালে যারা শুনছেন তারাই বুঝবেন এখনকার ছেলেমেয়েরা এই গান শুনতেও চায় না
গানটা ২০২৪ এ এসেও শুনতেছি প্রিয় মানুষটা আজ আর সাথে নেই গানটা শুনলে তার স্মৃতি গুলো খুব মনে পড়ে 🙂 The masterpiece 🌺
এত চমৎকার গান যখনি শুনি তখন দেহ মন শুদ্ধ হয়ে প্রশান্তিতে ভরে উঠে ৷ এমন গান হাজার বছর বেচে থাকবে ৷ আমার প্রিয় শিল্পি, প্রিয় লেখক এই গানে মিশে রয়েছেন ৷ ভালোবাসি ৷
Thank you Allah
Whom I loved and she is my wife. Not only that we got married when i was 19 and she was 18. Our 5yrs Rishan. Alhamdulillah citizen of Aus and our koliza born here. Long way we went through and lots of ups and down. Again love you Rudaba Tonni. You were mine and will be mine.
😍
❣️❣️❣️❣️মাশআল্লাহ
Lots of love brother 💕
May Allah bless you both ✨
Best of luck
আলহামদুলিল্লাহ
কাছে থেকেও তুমি কতদূরে আমি মরে যাই তৃষ্ণাতে😭আহ্ কি সূর হৃদয় কেঁপে উঠে শুনলে।হাবিব ভাইয়ের গানের প্রশংসা করে শেষ করতে পারবো না।এই গানটা একসময় অনেক বেশি শুনেছি আর বিশেষ করে বাদলা দিনগুলোতেই গানটা বেশি শুনেছি।
Mim's journey is incredible.....amr ache jol to poran💜💜💜
হুমায়ুন আহমেদ একটা ব্যান্ড
আর হাবিব ওয়াহিদ বাংলা গানের কিং❤️❤️
যৌবনের ভালোবাসা হাবিব ভাই😍
𝗘𝘅𝗮𝗰𝘁𝗹𝘆
কি গানরে আর কি এক্সপ্রেশন জাহিদ, ফেরদৌস,মিম, শাওন সেরা সব।
আমার তাকে নিয়ে এইভাবে একা একা ভিজতে খুব ইচ্ছে। কোথাও কেউ থাকবে না শুধু আমি আর সে। কিন্তু বিশ্বাস করেন আমি তারে পাবো না। তারে আঁকড়ে ধরে বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। তাও সে আমার হবে না 😅। হয়তো একদিন সে অন্যকারো সাথে এইভাবে বৃষ্টিতে ভিজবে কিন্তু আমি তার সাথে থাকবো না। ভালোবাসবো না এইভাবে। জড়িয়ে ধরতে ইচ্ছে হলেও পারবো না। বৃষ্টির টুপটাপ শব্দে প্রতিটি বিকেল সন্ধ্যে নামার আগের সময়টা তার জন্য রাখবো☺️। তুমি শুধু আমার এই প্রিয় গান গুলো শুনে আমার কথা মনে রেখো এটাই চাই 🥰 রিয়ানা🥰💚
❤
আহা, বৃষ্টির একটা দারুণ গান, বৃষ্টি হলে এসব গান শুনতে বেশ মোহনীয় লাগে
4-7-2024 রাত ১ঃ৩৬ 3:42 এই গানটা শুনলে তোমার আমার ৫ বছরে কাটানো সময় গুলা মনে পড়ে সাদিয়া আর কান্না আসে। সেই ক্লাস ৮থেকে ইন্টার দ্বিতীয়বর্ষ পর্যন্ত । জানি এই কমেন্ট তুমি কখনোই দেখবে না কারন তুমি এই জেনারেশনের হয়েও এই ইউটিউব ফেসবুক মানে এই সোশাল মিডিয়া সম্পর্কে কিছুই বুঝো না 😭 সখের বয়সে জারে মনে দরছে তারে কপালে দরে নায় 😭😭
আপনার গল্পটা শুনতে চাই, তারপর কি হলো? কেন আপনারা এক হতে পারলেন না?
এই গানের মোহ জীবনেও কাটিয়ে ওঠতে পারব না। কেমন জানি অন্য জগতে চলে যায়,কাঠানো সেই অতিত গুলো চোখের সামনে ভাসে,প্রিয়জনকে নিয়ে তিক্ততা, কাঁদামাঠি খেলা,বৃষ্টির মধ্যে মাছ ধরা,টিনের সেই ঝুমঝুম আওয়াজ,কচি আমের ছড়াছড়ি,গরু নিয়ে গোয়ালঘরে ফেরা,চালভাজা,শিলাবৃষ্টির অসাধারণ মুহুর্তগুলো।
জানি না কেমন ভাবে প্রকাশ করলাম।আমার পরবর্তী প্রমন্মের জন্য একটা চিহ্ন রেখে গেলাম,আর বুড়ো বয়সে দেখব তখন কার ছেলেমেয়েদের অনুভূতি কেমন❤️😊😔
আহহ্ প্রণয়!! ❤️🌺❤️
ভালো থেকে প্রিয় আমার❤️
(HS)
খুব ভালোবাসি প্রিয় তোমাকে🥲🥲 এভাবে চলে যাবে ভাবিনি.. গানটা ভীষন প্রিয়
'কাছে থেকেও তুমি কত দূরে,
আমি মরে যাই তৃষ্ণাতে।'
হ্রদয় তোলপাড় করে দেয়।
আমাদের শৈশবের গান আর স্মৃতি ❤️😔😔
০৬-১২-২৩ চট্টগ্রাম শহর থেকে ভালবাসা অবিরাম বস হাবিব ওয়াহিদ ❤️❤️
Amio akhon sunci vai😢
এক সাগর অনুভূতির প্রকাশ পেয়েছে,এই গুটি কয়েক মিনিটে।গানটির কথাগুলোর যেমন গভীরতা,তেমনি সুরটা হৃদয় ছোঁয়ার মতো।এসবের সাথে অভিনেতা-অভিনত্রীদের অভিনয় দেখে মনেই হয় না,যে এটা কোন অভিনয় বরং এটি বাস্তব কোন দৃশ্য আমার দৃষ্টিগোচর হচ্ছে। >>গানটি সম্পূর্ণ দেখে ও শুনে শেষ করতেই চোখের কোণায় জল এসে যাওয়া,তারপরও বারবার গানটি শোনা। এ যেন এক নেশার মতো হয়ে গেছে।>>সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করবো "হাবিব ওয়াহিদ" আপনার উপর।বারবার বিন্দু বিন্দু জলে, ভিতরের কষ্টগুলোকে বের করে নিয়ে আসতে সাহায্য করার জন্য।💗
এটা সবার গান নয়। সুতরাং মিলিয়ন ভিউ হওয়ার ও কথা নয়। এটা মনের ভিতরের গান। এটা শুনা মাত্রই চোখে জল গড়িয়ে পরে। ফিরে যায় সেই ২০১২ সালে। তখন কতই না মধুর ছিলো সেই স্মৃতি। আজ তা ১২ বছরের বেদনার
শুনছি ৭/৪/২৩ রাত ১২টা৫০💙
হারিয়ে গেছে পুরোনো দিনগুলো! শত ব্যস্ততায় সময় হয়েই উঠে না গান শোনা , আজ অনেক বছর পর শুনছি। অর্থের পিছনে ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত মন, ক্লান্ত দেহ "😢😢
ভালোবাসার সমাপ্তি বা বিচ্ছেদ নেই,😊
ভালোবাসা রয়ে যায় হয়তো অপেক্ষায় বা আক্ষেপে
🥺❤🥀
এটা এমন একটা গান যেটা মন খারাপেও শুনতে ভালো লাগে মন ভালো থাকলেও ভালো লাগে।আমার বাংলা ভাষা কত মধুর!আর এই যে বৃষ্টি আহা!সব ভালো লাগার ব্যাপার গুলো নিয়েই পরিপূর্ণ গানটা।কি যে মায়া গানটায়!