হুমায়ূন আহমেদ এর অন্যান্য সৃষ্টির ভীড়ে গানের গীতিকার প্রতিভা টা সমালোচক দের চোখে পড়ে নি। খুব ই উচুমানের গীতিকার তিনি। হাবিবের গাওয়া চল ভিজি বৃষ্টিতে কিংবা ও আমার উড়ল পক্ষি রে ইত্যাদি শুনলে ধারণা করা যায়।
আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল সেই জলে যেন পদ্মপুকুর মেঘলা আকাশে মধ্যদুপুর সেই জলে যেন পদ্মপুকুর মেঘলা আকাশে মধ্যদুপুর অচেনা এক বনবাঁশি সুর, বিষাদে কোমল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার একা সেই কালো দিঘি একাই আমি জলে নামি আর কেউ নেই তো কাছে ও দূরে অন্য ভুবনে থাকো তুমি আমার একার সেই দিঘিতে ফোটাই নীলকমল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল ঝুম বরষা, ঘন-কালো মেঘে উল্লাসে নাচি একা আমি কেউ নেই পাশে, মেঘে-বৃষ্টিতে ভিনগ্রহবাসি আজ তুমি আমার একার জল উৎসবে শুধুই অশ্রুজল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল সেই জলে যেন পদ্ম পুকুর মেঘলা আকাশে মধ্য দুপুর সেই জলে যেন পদ্ম পুকুর মেঘলা আকাশে মধ্য দুপুর অচেনা এক বনবাঁশি সুর বিষাদে কোমল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল রারা রারা রা রারা রারা রা আমার আছে জল হুঁমহুঁম হুঁমহুঁম হুঁম হুঁমহুঁম হুঁমহুঁম হুঁম আমার আছে জল
‘I have tears in my eyes That tears contain ponds of lotus Mid noon at cloudy sky Full of melancholy melody With an unknown flute tunes I have tears in my eyes Solely I belongs to that shadowy pool Solely I get down on that pool Nobody else in and around You stay at another world Solely I let bloom lotus on that pool I have tears in my eyes Solely I dancing with joy Under pitchy cloudy heavy rain None is with me at the time of the rain Today you are in different planetary This sobbing is only mine teary eyes I have tears in my eyes,,,
কমেন্ট টা লিখতে ভয় করছে,কে কিভাবে নিবে এটা ভেবে! তখন আমি খুবই ছোট,প্রকৃতঅর্থে গান এর গভীরতা বুঝার মতো বয়স হয়েছিল না হয়তো।"আমার আছে জল" গানটি একদমই ভালো লাগতো না এবং হাসি পেতো খুব😅। কিন্তু এখন, সময়ের সাথে সাথে বুঝতে শিখেছি গান এর লিরিক্স এবং গভীরতা। "আমার আছে জল"গানটা যে এখন কতটা ভালো লাগে, বলে বুঝানো যাবে না এবং এই মুভিটা ও অসাধারণ। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার🥀 সত্যি, আজ,,আমার আছে জল!🖤 3 August, 2022(10:30 pm)
@@shantaakter3352আসলে,সবাই নিজের মনের অবস্থার উপর ভিত্তি করে লিরিক্স অনুভব করে। "আমার আছে জল" গানটা একেক জন হয়তো একেক ভাবে গ্রহণ করে থাকবে।😊 সাধারণত, সব প্রিয় মানুষ, বন্ধু-বান্ধব,আত্মীয় -স্বজন সবার থেকে অসন্তুষ্ট হয়ে যখন একাকিত্ব অনুভব করি আর একাকিত্ব নিয়েই একটু খুশি থাকার চেষ্টা করি তখন এই গানটির প্রকৃত অর্থ আমি বুঝতে পারি।তাছাড়া, প্রকৃতি প্রেমী হিসেবে আমি গাছ-পালা,আকাশ,নদী,পাহাড় এইসব খুব অনুভব করি, তাই এগুলোকেই আমার খুব কাছের কেউ মনে হয়। "আমার আছে জল "গানটি এভাবেই আমার একাকিত্বের সঙ্গী এবং আমার ভালো লাগে ❤। সবার দৃষ্টিভঙ্গি তো এক নয়,,কিছু ভুল মনে হলেও হতে পারে, তার জন্য আমি দুঃখিত।❤😊
এই গান টা আজ অনেকদিন পর শুনলাম। বেশ ভালো লাগলো,গান শুনতে শুনতে আমার প্রিয় নির্মাতা হুমায়ুন আহমেদের কথা খুব মনে পরছে। এখন ২০২৪ সাল,তিনি আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় এক যুগ আগে। মহান আল্লার দরবারে প্রার্থনা, হে গাফুরুর রহিম, তুমি হুমায়ুন আহমেদ সহ আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমিন।
কিছুদিন আগে শ্রীমঙ্গলে ঘুরে আসার পর সাইনবোর্ড এ বড় করে লেখা ছিল এই গানটির সুটিং হইছিলো এত সালে এই জায়গায় আজ রেডিও তে আই গান টা শুনলাম দেখবো দেখবো করে আজ ২০২০সালে দেখেই ফেললাম
মেহের আফরোজ শাওনের গান অসাধারণ। তার নিয়মিত গান করা উচিত। এভাবে আড়ালে নিজেকে কেন গুটিয়ে নিচ্ছে বুঝি না।😢 আবার মীমের প্রথম ছবি এটা।সেই তুলনায় তার অভিনয় ও অসাধারণ হয়েছে।
ছবিতে অভিনয় করা ছোট মেয়েটির নাম "ওয়াফা"..... মেয়েটির বড় বোনের নাম "ওয়মি".... তারা ২ বোন.... হুমায়ুন আহমেদ এর বিভিন্ন নাটকে তারা দুই বোন অভিনয় করতো.... তখন আমার ছোটবেলায় ছিল মিরপুর ১ এ.....ওয়াফা, ওয়মি তারাও থাকতো মিরপুর.... তাদের রিলেটিভরা আমাদের neighbour ছিল....তাদের রিলেটিভরাও হুমায়ুন আহমেদ এর নাটকে অভিনয় করতো.... এখনো তারা শাওন আপুর সাথে কাজ করছে.... ওয়াফা, ওয়মির সাথে ছোটবেলায় অনেক খেলেছি.... ওরা দুই বোন সত্যিই অসাধারণত.... হুমায়ুন আহমেদ এর নাটক গুলো ছোটবেলা আমাকে মনে করিয়ে দেয়❤️ Nostalgia for Mirpur 1 Ansar camp
This song sounds happy but the lyrics are actually sad which is about lonelinesse.I love this contrast.All my life (23years, dont know how much more to come)I've felt lonley so I resonate with this song deeply.Humayun Ahmed sir captured the sadness of a teenage girl in this film really well.❤️
প্রথম যখন গানটা শুনি তখন ক্লাস ৫ এ পড়তাম তখন এই গানটার সুর শুনলেই আমার কেন জানি অচেনা এক আবেগে কন্ঠ ভারী হয়ে উঠতো...আজ ২০২১ এ এসেও সেইম আবেগে আপ্লুত হই এই সুরে...
গতকাল ভার্সিটি থেকে শিক্ষা সফর এ গিয়েছিলাম লাউয়াছড়ায়,সেখানে সাইনবোর্ড এ দেখেছি যে এই গানের সুটিং আমাদের লাউয়াছড়াতে হয়েছে।শুনে অবাক হলাম তাই গানটা দেখার ইচ্ছে হলো..😊 আমি সিলেটি..✌️❤ ১০-০২-২০২৪🌳
While on a vacation with her family her sad soul choose to spend some time alone to have fun in the nature by sharing her story of unrequited love. I LOVE BANGLA
পুরানো হলে নাকি কয়লাও সোনা হয়ে যায়,, তাই বলছি,এমন সুন্দর একটা গান,,আর এমন সুন্দর একটা কোরিওগ্রাফি পেয়েও সেই সময় বিদ্যার এক্সপ্রেশন টা কিভাবে এত রোবোটিক্স হয়? এই গান শুনে একটা ছেলেও নেচে উঠবে,,,অথচ বিদ্যা কে মনে হল তাকে দিয়ে জোর করে হাত পা নাড়িয়ে নাচানো হচ্ছে,,,,তার থেকে বড় আফসোস এটা কেউ নোটিশই করলোনা
Lyrics /লাইরিক্স: আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল সেই জলে যেন পদ্মপুকুর মেঘলা আকাশে মধ্যদুপুর সেই জলে যেন পদ্মপুকুর মেঘলা আকাশে মধ্যদুপুর অচেনা এক বনবাঁশি সুর, বিষাদে কোমল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার একা সেই কালো দিঘি একাই আমি জলে নামি আর কেউ নেই তো কাছে ও দূরে অন্য ভুবনে থাকো তুমি আমার একার সেই দিঘিতে ফোটাই নীলকমল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল ঝুম বরষা, ঘন-কালো মেঘে উল্লাসে নাচি একা আমি কেউ নেই পাশে, মেঘে-বৃষ্টিতে ভিনগ্রহবাসি আজ তুমি আমার একার জল উৎসবে শুধুই অশ্রুজল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল সেই জলে যেন পদ্ম পুকুর মেঘলা আকাশে মধ্য দুপুর সেই জলে যেন পদ্ম পুকুর মেঘলা আকাশে মধ্য দুপুর অচেনা এক বনবাঁশি সুর বিষাদে কোমল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল রারা রারা রা রারা রারা রা আমার আছে জল হুঁমহুঁম হুঁমহুঁম হুঁম হুঁমহুঁম হুঁমহুঁম হুঁম আমার আছে জল
হুমায়ূন আহমেদ এর অন্যান্য সৃষ্টির ভীড়ে গানের গীতিকার প্রতিভা টা সমালোচক দের চোখে পড়ে নি। খুব ই উচুমানের গীতিকার তিনি। হাবিবের গাওয়া চল ভিজি বৃষ্টিতে কিংবা ও আমার উড়ল পক্ষি রে ইত্যাদি শুনলে ধারণা করা যায়।
এই গানের গীতিকার ও কি উনি, উনার মুভির গান গুলো কি উনি লিখছিলেন!?
জ্বী ভাইয়া সুন্দর কথা বলেছেন
@@masudparvez8605 এই গান টি গেয়েছে উনার ২য় স্ত্রী মেহের আফরোজ সাওন
@@masudparvez8605 এই গানটা হুমায়ুন আহমেদই লিখেছেন... সুর দিয়েছেন এস.আই টুটুল আর গানটি গেয়েছেন শাওন
সব তো
২০২৪ সালে এসেও গানটি শুনলাম।কমেন্ট রেখে গেলাম ২০৪১ এর জন্ন্যে 🙂❤️
হুম আমি
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
সেই জলে যেন পদ্মপুকুর
মেঘলা আকাশে মধ্যদুপুর
সেই জলে যেন পদ্মপুকুর
মেঘলা আকাশে মধ্যদুপুর
অচেনা এক বনবাঁশি সুর, বিষাদে কোমল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার একা সেই কালো দিঘি
একাই আমি জলে নামি
আর কেউ নেই তো কাছে ও দূরে
অন্য ভুবনে থাকো তুমি
আমার একার সেই দিঘিতে ফোটাই নীলকমল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
ঝুম বরষা, ঘন-কালো মেঘে
উল্লাসে নাচি একা আমি
কেউ নেই পাশে, মেঘে-বৃষ্টিতে
ভিনগ্রহবাসি আজ তুমি
আমার একার জল উৎসবে শুধুই অশ্রুজল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
সেই জলে যেন পদ্ম পুকুর
মেঘলা আকাশে মধ্য দুপুর
সেই জলে যেন পদ্ম পুকুর
মেঘলা আকাশে মধ্য দুপুর
অচেনা এক বনবাঁশি সুর বিষাদে কোমল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
রারা রারা রা
রারা রারা রা
আমার আছে জল
হুঁমহুঁম হুঁমহুঁম হুঁম
হুঁমহুঁম হুঁমহুঁম হুঁম
আমার আছে জল
আমার গানটি খুব প্রিয় এই গানগুনে আমার মা কে খুব মনে পরে আমি খুব কাদী আসলে আমার পাশে কেউনেই।
🙂🙂
Thank u uncle
এতো কষ্ট করে লিখার কী দরকার
@@mdwakilurrahman7206 😭😭😭
‘I have tears in my eyes
That tears contain ponds of lotus
Mid noon at cloudy sky
Full of melancholy melody
With an unknown flute tunes
I have tears in my eyes
Solely I belongs to that shadowy pool
Solely I get down on that pool
Nobody else in and around
You stay at another world
Solely I let bloom lotus on that pool
I have tears in my eyes
Solely I dancing with joy
Under pitchy cloudy heavy rain
None is with me at the time of the rain
Today you are in different planetary
This sobbing is only mine teary eyes
I have tears in my eyes,,,
Thank you so much
c..c .c,m m . ..1
a
@@farhanaparveen7513 what's that shortened form of a word 🙄🙄🙄
awesome!😍
Listening to music and translation practise at the same time....
@@javedmamun thank u uncle
আমার সেই ছোটবেলা। এই গানটি শুনার জন্য বিটিবি তে প্রতি সপ্তাহে ছায়াছন্দ দেখতে বসতাম। মোবাইলে তিংটিউন দেওয়ার জন্য আপুকে অনুরোধে করতাম বারবার 😍।
😂
Akon ki koran? Life kotto change.
Ekhon apner boyosh koto uncle
এটাতো এতো আগের মুভি না, আপনার ছোটবেলা হলে এখন আপনার কি বেলা!!!!
@@ajijurrahman7023 ১৩ বছর আগের মুভি। আপনি বলছেন এত আগের না!
হুমায়ুন আহাম্মেদ স্যারের প্রতিটা গানের মধ্যে প্রান খুঁজে পাওয়া যায়, যা কিনা অন্য কারো গানে সম্ভব নয় কখনো
Do u know kaji najurul Islam ,he is the master of this
Childhood memories 🙂
সারাদিন গুন গুন করে এই গানটি গাওয়া,,, আহা সোনালি অতীত 😔
🥰
❤❤❤
কমেন্ট টা লিখতে ভয় করছে,কে কিভাবে নিবে এটা ভেবে!
তখন আমি খুবই ছোট,প্রকৃতঅর্থে গান এর গভীরতা বুঝার মতো বয়স হয়েছিল না হয়তো।"আমার আছে জল" গানটি একদমই ভালো লাগতো না এবং হাসি পেতো খুব😅।
কিন্তু এখন, সময়ের সাথে সাথে বুঝতে শিখেছি গান এর লিরিক্স এবং গভীরতা।
"আমার আছে জল"গানটা যে এখন কতটা ভালো লাগে, বলে বুঝানো যাবে না এবং এই মুভিটা ও অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার🥀
সত্যি, আজ,,আমার আছে জল!🖤
3 August, 2022(10:30 pm)
Amk ektu bujie den. Onk din pore aj hothat mone porlo tai dkhte aslam. Jol ase bolte ki bujiyese vai
@@shantaakter3352আসলে,সবাই নিজের মনের অবস্থার উপর ভিত্তি করে লিরিক্স অনুভব করে।
"আমার আছে জল" গানটা একেক জন হয়তো একেক ভাবে গ্রহণ করে থাকবে।😊
সাধারণত, সব প্রিয় মানুষ, বন্ধু-বান্ধব,আত্মীয় -স্বজন সবার থেকে অসন্তুষ্ট হয়ে যখন একাকিত্ব অনুভব করি আর একাকিত্ব নিয়েই একটু খুশি থাকার চেষ্টা করি তখন এই গানটির প্রকৃত অর্থ আমি বুঝতে পারি।তাছাড়া, প্রকৃতি প্রেমী হিসেবে আমি গাছ-পালা,আকাশ,নদী,পাহাড় এইসব খুব অনুভব করি, তাই এগুলোকেই আমার খুব কাছের কেউ মনে হয়।
"আমার আছে জল "গানটি এভাবেই আমার একাকিত্বের সঙ্গী এবং আমার ভালো লাগে ❤।
সবার দৃষ্টিভঙ্গি তো এক নয়,,কিছু ভুল মনে হলেও হতে পারে, তার জন্য আমি দুঃখিত।❤😊
এই গানের পুরো শুটিং আমাদের সিলেট বিভাগের শ্রীমঙ্গল এর লাউয়াছড়ায় করা হয়😘💟
Vul vai, Gazipur a hoise
So what
so what can we do?
I knw
Either Gazipur or Sylhet. Doesn't matter at all.
বিদ্যা সিনহা মিমের প্রথম সিনেমা এটি। কি চমৎকার অভিনয়!
ছোটোবেলা স্মৃতি বিজড়িত এই গানটির কথা হঠাৎ কার কার মনে পড়লো!🌸🥀
২০২১ সালে শুনতেছি 😍
uncle amio
Ami
Same too you
Amio 😁😁
@@ashikadiarys1756 frdsssdedddscxxxx c m.
শাওন ম্যাম এর কিছু কাজের জন্য উনি চির স্মরণীয় হয়ে থাকবেন।
এই গান টা আজ অনেকদিন পর শুনলাম।
বেশ ভালো লাগলো,গান শুনতে শুনতে আমার প্রিয় নির্মাতা হুমায়ুন আহমেদের কথা খুব মনে পরছে।
এখন ২০২৪ সাল,তিনি আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় এক যুগ আগে।
মহান আল্লার দরবারে প্রার্থনা,
হে গাফুরুর রহিম, তুমি হুমায়ুন আহমেদ সহ আমাদের সকলকে ক্ষমা করে দাও।
আমিন।
গানটা এত সুন্দর যে বৃষ্টি নামলেই গানটা মনে আলোড়ন ছড়ায়।
এই গানটা আমার ছোটবেলা🤍
এখন ও মাঝে মধ্যে আনমনে এই গানটা গেয়ে উঠি।
আসলেই হুমায়ুন আহমেদ মানেই অন্যরকম সুন্দর কিছু সৃষ্টি। ❤️
কিছুদিন আগে শ্রীমঙ্গলে ঘুরে আসার পর সাইনবোর্ড এ বড় করে লেখা ছিল এই গানটির সুটিং হইছিলো এত সালে এই জায়গায় আজ রেডিও তে আই গান টা শুনলাম দেখবো দেখবো করে আজ ২০২০সালে দেখেই ফেললাম
ঈদের সময় এই নাটক গুলো দিলে আগে কতো মজা করে দেখতাম আহা সেই দিন গুলো🙂
এটা নাটক না।এটা সিনেমা।হুমায়ূন আহমেদের পরিচালনায় সিনেমা "আমার আছে জল"
আমার আছে জল টু পরাণ-what a glorious transformation journey 💚
১৬ই ডিসেম্বর ২০২৪ গভীর রাতে গানটি শুনে গেলাম। কেউ লাইক দিলে আবার এসে শুনবো
তাহলে গানটি আবার শুনবেন তো?লাইক তো দিলাম
@munjurglacial এখন তো ব্যাস্ত.... একটু পর শুনবো
Like dilam arekbar shune jaben.
মেহের আফরোজ শাওনের গান অসাধারণ। তার নিয়মিত গান করা উচিত। এভাবে আড়ালে নিজেকে কেন গুটিয়ে নিচ্ছে বুঝি না।😢
আবার মীমের প্রথম ছবি এটা।সেই তুলনায় তার অভিনয় ও অসাধারণ হয়েছে।
যখন ই বৃষ্টি পড়ে এই গানের কথা অনেক মনে পড়ে বেশ ভালো লাগে গান টা😭।৬ বছর হয়ে গেছে তাও এই গান থেকে চোখ ই শরানো যায় না:)
ময়ূরাক্ষীর তীরে এক একাকিত্ব নিয়ে যখন দাড়িয়ে থাকি তখন
আমার মন রূপাকেই বলে - আমার আছে জল,☁️
অসাধারণ
ছবিতে অভিনয় করা ছোট মেয়েটির নাম "ওয়াফা".....
মেয়েটির বড় বোনের নাম "ওয়মি"....
তারা ২ বোন....
হুমায়ুন আহমেদ এর বিভিন্ন নাটকে তারা দুই বোন অভিনয় করতো....
তখন আমার ছোটবেলায় ছিল মিরপুর ১ এ.....ওয়াফা, ওয়মি তারাও থাকতো মিরপুর.... তাদের রিলেটিভরা আমাদের neighbour ছিল....তাদের রিলেটিভরাও হুমায়ুন আহমেদ এর নাটকে অভিনয় করতো.... এখনো তারা শাওন আপুর সাথে কাজ করছে.... ওয়াফা, ওয়মির সাথে ছোটবেলায় অনেক খেলেছি....
ওরা দুই বোন সত্যিই অসাধারণত....
হুমায়ুন আহমেদ এর নাটক গুলো ছোটবেলা আমাকে মনে করিয়ে দেয়❤️
Nostalgia for Mirpur 1 Ansar camp
হঠাৎ UA-cam scroll করতে করতে গানটা পেলাম মনে পরে গেল ছোট বেলা 😔
This song sounds happy but the lyrics are actually sad which is about lonelinesse.I love this contrast.All my life (23years, dont know how much more to come)I've felt lonley so I resonate with this song deeply.Humayun Ahmed sir captured the sadness of a teenage girl in this film really well.❤️
Onek din pore song ta k pelam khob priyo ❤❤
2025/01/01 year ❤❤❤❤ purono song ta sunte aslam ...chutobela ekta pochondor song chilo ❤❤❤❤❤
সব সময় স্ট্রং থাকা যায়না😔, ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না😔। বুকে জমে থাকা ব্যাথা গুলো হঠাৎ করেই চিৎকার দিয়ে উঠে বলে,
"আমি আর পারছিনা"😑🥀🖤💔।!
প্রথম যখন গানটা শুনি তখন ক্লাস ৫ এ পড়তাম তখন এই গানটার সুর শুনলেই আমার কেন জানি অচেনা এক আবেগে কন্ঠ ভারী হয়ে উঠতো...আজ ২০২১ এ এসেও সেইম আবেগে আপ্লুত হই এই সুরে...
কত সালে এই গান হয়??
@@najmujsadatasif623 ২০১১ এর দিকে আই থিংক
আজ জানুয়ারী মাসের প্রথম দিন,২০২২ সাল, আজ আবারও গান টি শুনছি।
আজ জানুয়ারির প্রথম দিন, আমিও গানটা শুনছি 😄😄
সেই ছোট্টবেলা।বিটিবিতে দেখেছিলাম। মনে পড়ে গেল আমার আছে জল❤️
আজকে গিয়ে ঘুরে আসলাম, এই স্পষ্ট টা থেকে🥰🥰🥰🥰
গান টা শুনলেই গানটার ক্যারেক্টার হতে ইচ্ছে করে 💖🌼🌿🍀
Ekdommmmmmm
মেহের আফরোজ শাওন অসাধারণ চমৎকার গেয়েছেন গানটা। বার বার শুনতে ইচ্ছে করে ♥️।
আমাদের সিলেট বিবাগের লাউয়াছড়া বন জায়গায় মুভিটার শুটিং করা হয় মাশাল্লাহ খুব সুন্দর একটা জায়গায় 😘😘😘😘😘
This song deserve more view and likes☺☺
Hotath mone porlo r sune nilam.....ei gan konodino purono hobe na...onoboddo ek srishti💖💖💖💖
প্রিয় শাউন আপু যেমন মায়াবতী তেমনি তার গানের গলাটাও মায়াতে ভড়া।
গতকাল ভার্সিটি থেকে শিক্ষা সফর এ গিয়েছিলাম লাউয়াছড়ায়,সেখানে সাইনবোর্ড এ দেখেছি যে এই গানের সুটিং আমাদের লাউয়াছড়াতে হয়েছে।শুনে অবাক হলাম তাই গানটা দেখার ইচ্ছে হলো..😊
আমি সিলেটি..✌️❤
১০-০২-২০২৪🌳
Ajk ami oi jaygay berate giyechilam 😊😊eto bosor por
আমি সেই গানের শুটিং এর সময় ছিলাম৷ পরিবারের সাথে গিয়েছিলাম ঘুরতে। ২০০৮ সাল তখন। সবে মাত্র স্কুলে ভর্তি হই।
Kothay hoisilo?
While on a vacation with her family her sad soul choose to spend some time alone to have fun in the nature by sharing her story of unrequited love. I LOVE BANGLA
গানটা যে কতোবার শুনেছি,, অনেক ভালো লাগে। লাইফে প্রথমবার বিটিভে দেখেছি, সেই ছোটকালে,,,, তখনই মন ছুঁয়ে নিয়েছিল।
Very nice movie and biddasinha.Humayun Ahmed sir is a versatile personality
এই গানটি শুনলে সেই ছোট্টবেলার সময়ে ফিরে যায়।এক অন্যরকম অনুভুতি ❤️❤️❤️❤️❤️❤️
24.11.23
The worst thing in the world waiting for someone who doesn't love you at all.❤
চোখে পানি চলে আসছে গানটা শুনে।,ছোটবেলায় প্রচুর শুনতাম,রেডিওতে শুনতে কি যে ভালো লাগতো🥺💜
রাজশাহী বেতারকেন্দ্রে গানটা বেশি দিতো।
2012 jokhn class six a pori ..tkhn function a scl er ak boro apur mukhe sunci..song ta amr khb favourite.. Ohi apu tmr mukhe fst song ta sunlam
আজ জানুয়ারির প্রথম দিন, আজকে গানটা শুনলাম আবারো অনেক দিন পর। 😆
Puro sat bchor pr ai ganta sunlam 2023 a😊❤🥰🥰🥰
Voice of meher afroz shawon.....beatiful ❤️
হ্যা এটাই হুমায়ুন আহমেদ,উপারে আল্লাহ্ উনাকে জান্নাত দান করুন,আমিন।
kibhabe korbe?uni nastik chilen
@@AtaurRahman-ub1zx humayun Ahmed nastik chilen eta wrong information. Apni bodh hoy humayun azad er shathe guliye phelechen.
Sadia Nazneen Karobi na uni allah bishaash korten na.
@@AtaurRahman-ub1zx apni kivabe janen???
Allah bissash na korle jahannam nischit.
22.05.2022❤️
Love for Shawon & Humayun Ahmed
এই গানটা এতো ভালো
লাগে কেনো! কী সুন্দর!🥺❤️
2008 সালে আমাদের শ্রীমঙ্গল লাউয়াছড়া
এই গানটির শুটিং হয় 😊
My childhood favourite song. Idk but it's making me emotional 🥺🥺.Uff...Nostalgic. This movie is just fabulous still can't get over of this.
The wonderful place in Sylhet’s Srimongol ❤️🥰🥰🥰
এটা আমার ছোট বেলার গান।
এই গানটি গেয়ে আমি প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম।❤❤😊
হঠাৎ এই গান শুনে কেন জানি মনে হল যে আবার শৈশবে ফিরে গেলাম 😊😊❤️❤️!
কিছু দিন ধরে আমার মন খারাপ। এই গান শুনলে আমার মন ভাল হয়। গানটি যেন আমার মনের কথা বলে।
Same here!
আমারও
আমাদের গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে এক বড় আপুর কন্ঠে শুনেছি এই গানটি।
Fm এ গানটা প্রথমে শুনেছিলাম 😍 আজ অনেক দিন পর গানটা আবার শুনলাম🥰
২০২১ সালে আর কে কে শুনেছেন👍👍👍
The inexperienced Mim vs today's Mim. We've really crossed the ocean of a generation. 😍
I was thinking the same
এই সিনেমা বানানোর ক্ষেত্রে চ্যানেল আই -এর শর্ত ছিল '"লাক্স নিবেদিত সুন্দরী প্রতিযোগিতায় " যে ফার্স্ট হবে তাকে নায়িকা হিসেবে নিতে হবে
আগে শ্যাম বর্ণের ছিলো আর এখন ধবধবে ফর্সা হয়ে গেছে মীম। দাঁতের স্ট্রাকচার এও পরিবর্তন এসেছে।
@@audreakhan3005 কিসের মধ্যে কি
@@audreakhan3005agei thik chilo
এই গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আজ পৃথিবীটা আলাদা মেরুতে পরিণত হয়েছে ভাবতেও পারিনি
Ai gaan ta amader nobin boron a gay.. Sei khan theke sonte asi gaan ti.. ❤️
This is the first movie for Mim but I has seemed his expression, eye contact👀, movements. Excellent work. 👏
2022 e shunechi...💗...2008 er dike choto khalamonir shathe ei gaan tai nachtam...💗
চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুরো শুটিং করা হয়েছে 😍❤️
অসাধারণ একটা গান। শৈশবের সৃতি গুলো মনে পড়ে যায়।যত বার শুনি তত বার ভালো লাগে।
কত সালের মুভি
My favorite song.really this song romantic and awesome song.I like this song.
beautiful lauachara jungle ❤.prithibitei swargo ❤.
তখন ক্লাস ফোরে ছিলাম! এই গান শুনার জন্য কত wait করতাম!
Ami chilam six e. Akhono dekhi.
এই গান গুলোর কোনো তুলনা হয় না। মিম আপুর আজকের টাইম লাইনে এই মুভির পোস্ট দেখে চলে আসলাম গানটা শুনতে।
ছোটবেলায় অনেক দেখতাম সিনেমাটা৷ এখনও দেখি৷ ভালোলাগা শেষ না❤️
আমার মনে হয় ২০২১ সালে এই গানটা প্রথম শ্রবন করলাম,,,,
প্রিয় গান....যতবার শুনি মন ছুঁয়ে যায়🥰
ছোট বেলায় অনেক শুনেছিলাম❤️ এখন দেখি এই গানটা তুমিও শুনছিলা🖤💁♀️ ভালবাসা নিও প্রিয় 💁♀️
বিদ্যা সব দিক দিয়েই ফিট এরকম নাইকা বাংলাদেশ এ নাই কিন্তু অভিনয় এর অ না পারার কারন কি?এখানে ত শাওন কে highlight লাগে😂
Ashbe na tumi
Jani ami jani
Okarone tobu keno kache daki!😊
For me rainy days are just reminding of you 😊
আজ সকালে হঠাৎ এই গানটির কথা মনে পড়লো🌼
Kiso din age amar ase jol movie ta deklam ,tar por thekei ai gantar prem e pore ase ,,,,,July,2023 .
পুরানো হলে নাকি কয়লাও সোনা হয়ে যায়,, তাই বলছি,এমন সুন্দর একটা গান,,আর এমন সুন্দর একটা কোরিওগ্রাফি পেয়েও সেই সময় বিদ্যার এক্সপ্রেশন টা কিভাবে এত রোবোটিক্স হয়? এই গান শুনে একটা ছেলেও নেচে উঠবে,,,অথচ বিদ্যা কে মনে হল তাকে দিয়ে জোর করে হাত পা নাড়িয়ে নাচানো হচ্ছে,,,,তার থেকে বড় আফসোস এটা কেউ নোটিশই করলোনা
বিদ্যা এত পারফেক্ট ছিল এই চরিত্র টার জন্য
1dom e perfect chilo na
Accha movie te last a Mara jay kno meye ta??
কারন সে জাহিদ হাসানকে ভালোবাসতো। কিন্তু জাহিদের সাথে শাওনের একটা প্রনয় হয়েযাচ্ছে সেটা সে টেরপায়
@@m.s.kawsarmahmud8482 Oooooooo.....tnX❤
খুব সুইট ছিল
এই গানটা আমার অনেক অনেক প্রীয়❤️❤️❤️❤️
হঠাত মিম আপুর fb te দেখে এখানে আসলাম।🌻🥀
Shahidul islam name ami comment korchi.Aponi hoben amar friend amar khub favourite song
Ami frnd hobo?
Amar Facebook id Shahidul islam
Himu dress pora
Paini
০১/১০/২০২৪ এ শুনলাম রেখে গেলাম পরবর্তি প্রজন্মের জন্য 😊।
২০৪০
আবার আসবো ফিরে 🎉
সারা জীবনই শুনবো।
Aaahaa choto belar koha mone pore gelo😍
Same😍😍
বৃষ্টি হলেই গানটা মনে পড়ে💜💜
কানাডা থেকে সেই ছোট্ট বেলার গানটা শুনছি✨
এই গানের শিল্পি যে অভিনেত্রী সাওন ম্যাডাম আগে জানতামনা এখন জেনেচি
Lyrics /লাইরিক্স:
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
সেই জলে যেন পদ্মপুকুর
মেঘলা আকাশে মধ্যদুপুর
সেই জলে যেন পদ্মপুকুর
মেঘলা আকাশে মধ্যদুপুর
অচেনা এক বনবাঁশি সুর, বিষাদে কোমল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার একা সেই কালো দিঘি
একাই আমি জলে নামি
আর কেউ নেই তো কাছে ও দূরে
অন্য ভুবনে থাকো তুমি
আমার একার সেই দিঘিতে ফোটাই নীলকমল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
ঝুম বরষা, ঘন-কালো মেঘে
উল্লাসে নাচি একা আমি
কেউ নেই পাশে, মেঘে-বৃষ্টিতে
ভিনগ্রহবাসি আজ তুমি
আমার একার জল উৎসবে শুধুই অশ্রুজল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
সেই জলে যেন পদ্ম পুকুর
মেঘলা আকাশে মধ্য দুপুর
সেই জলে যেন পদ্ম পুকুর
মেঘলা আকাশে মধ্য দুপুর
অচেনা এক বনবাঁশি সুর বিষাদে কোমল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
আমার আছে জল
রারা রারা রা
রারা রারা রা
আমার আছে জল
হুঁমহুঁম হুঁমহুঁম হুঁম
হুঁমহুঁম হুঁমহুঁম হুঁম
আমার আছে জল
Favourite 🖤🌼
Went away in childhood for a while❤️
এই গান ক্লাসে ২০০৯ সালে গেয়ে ছিল, এখনো যত শুনি, আরো শুনতে ইচ্ছে করে।
কোথায় হারিয়ে গেলো বাংলা গান গুলো,,,
এই গানে পুরা শুটিং আমার শশুর বাড়ির পাশে করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গল এর লাউয়াছড়া করা হয়েছে ❤
2024 me every yrs I will 🫴 for this song
কয়েক দিন আগে ঘুরে আসলাম এই লাউয়াছড়া থেকে
এই গানের শুটিং দেখার পর মৌলভীবাজার বার বার যেতে মন চায় ❤