যে গাছ ৮০ টন এসির সমান পরিবেশকে শীতল করে || শতাব্দীর সেরা গাছ

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • Neem Trees. A mature neem tree cools the environment equal to 80 tons AC.
    Neem tree is the best tree of the 21st century as declared by the United Nations.
    জাতিসংঘের ঘোষণা অনুযায়ী একবিংশ শতাব্দীর সেরা গাছ হচ্ছে নিম গাছ। এক গবেষণায় বলা হয়েছে একটি প্রাপ্ত বয়স্ক নিম গাছ ৮০ টন এসির সমান পরিবেশকে শীতল করে।
    তাই কিছু নিমের বীজ কুড়িয়ে এনে এলাকার বিভিন্ন রাস্তায় ছড়িয়ে দিন। এখান থেকে যদি একটি চারাও বাঁচে সেটাই আমাদের সার্থকতা।
    নিমকে নিম্ব, ভেপা, তামার আরও অনেক নামে ডাকা হয়। নিমের পাতা থেকে বাকল, শিকড় থেকে ফুল, ফল থেকে বীজ সবগুলোই আবশ্যকীয়ভাবে কাজে লাগে। নিমের গুণ অতুলনীয়।
    নিম অনেক দ্রুতবর্ধনশীল গাছ। পরিপক্ব বয়সে ১৫-২০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।
    সৌদি আরবের আরাফাত ময়দানে বাংলাদেশের নিম গাছের হাজার লাখো সংখ্যা আমাদের গর্বিত করে।
    ২ প্রকার নিম আছে। একটি হলো মহানিম বা ঘোড়ানিম এটি সাধারণ নিমের মতো বহু গুণে গুণান্বিত নয়। অপরটি হলো মিঠো নিম।
    নিম আামদের খুবই পরিচিত একটি ভেষজ গাছ। ঔষধি গাছ হিসেবে এর ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম একটি বহু বর্ষজীবি ও চির হরিত বৃক্ষ।
    কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকরি। নিমের ফুল, পাতা ,বাকল ব্যবহার করে অনেক রোগের চিকিৎসা করা হয়।
    সবুজ বাচাঁয়, সবুজে বাঁচি!!
    আসুন পরিবেশের ভারসম্য রক্ষায় সকলে এগিয়ে আসি।
    #neem #un #tree #neemtree #mahey #mam

КОМЕНТАРІ •