আপনার কমেন্টটি পড়ার পর মনে হলো কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন, যাতে ভুল ধারণা দূর হয়। প্রথমত, এই বিষয়ে বলা জরুরি যে, আমি ভিডিওতে যেসব তথ্যগুলো শেয়ার করি তা গবেষণা ও অভিজ্ঞতার ভিত্তিতে। এটি কোনোভাবেই কিছু খাওয়ার মতো বিষয় থেকে প্রভাবিত নয়। এখন, আসুন বিড়ালের খাদ্যাভ্যাস সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করি। বিড়ালের খাদ্যাভ্যাস ও পুষ্টি চাহিদা নিয়ে একটি সুস্পষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আগে প্রথমে এই বিষয়ের সাথে সম্পর্কিত কিছু গবেষণার ফলাফল আলোচনা করা প্রয়োজন। বিড়াল একটি বাধ্যতামূলক মাংসাশী প্রাণী (obligate carnivore), যার অর্থ তাদের শরীরের পুষ্টি চাহিদা মূলত প্রাণিজ উৎস থেকে আসে। এটি নিশ্চিত করতে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা পরিচালনা করেছেন। উদাহরণস্বরূপ, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল (National Research Council) ২০০৬ সালে তাদের “Nutrient Requirements of Cats and Dogs” নামে একটি প্রকাশনায় দেখিয়েছে যে বিড়ালের দেহ প্রোটিন ও টউরিনের মতো বিশেষ উপাদানের ওপর নির্ভরশীল, যা উদ্ভিজ্জ উৎসে পাওয়া যায় না। মাছের কাঁটা বা মুরগির হাড় তাদের জন্য কখনো কখনো গ্রহণযোগ্য মনে হলেও এটি তাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে যথেষ্ট নয়। ওয়েলকাম ট্রাস্ট সাঙ্গার ইনস্টিটিউটে (Wellcome Trust Sanger Institute) ২০১৩ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে বিড়ালের দেহ কার্বোহাইড্রেট হজমে সীমিত এবং তাদের খাদ্যের বড় অংশ প্রোটিন ও ফ্যাট থেকে আসতে হবে। মুরগির হাড় বা মাছের কাঁটার মতো খাবার তাদের জন্য কিছুটা প্রোটিন সরবরাহ করতে পারে, কিন্তু এতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড যেমন টউরিন ও আর্জিনিনের ঘাটতি থাকে। টউরিনের অভাব বিড়ালের দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে এবং Dilated Cardiomyopathy (DCM) নামে হৃদরোগের কারণ হতে পারে। পিউরিনা পেট কেয়ার ইনস্টিটিউট (Purina PetCare Institute) এবং আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন (AVMA) ২০১৫ সালের গবেষণায় প্রমাণ করেছে যে শুধুমাত্র মাছের কাঁটা বা মুরগির হাড় বিড়ালের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের খাবার শ্বাসরোধ, দাঁতের ক্ষতি এবং হজম সমস্যার কারণ হতে পারে। অতিরিক্ত হাড় খাওয়ালে ক্যালসিয়াম-ফসফরাস ভারসাম্য নষ্ট হয়, যা বিড়ালের কিডনি ও লিভারের কার্যক্ষমতা হ্রাস করতে পারে। মাছের কাঁটা বা মুরগির হাড় খাওয়ানোর ফলে যে ক্ষতিগুলো হতে পারে সেগুলো হলো: * শ্বাসরোধ: শক্ত বা তীক্ষ্ণ কাঁটা শ্বাসনালিতে আটকে শ্বাসরোধ ঘটাতে পারে। * দাঁতের ক্ষতি: হাড় বা কাঁটা চিবানোর সময় দাঁতে আঘাত বা ফাটল সৃষ্টি হতে পারে। * হজমজনিত সমস্যা: হাড় বা কাঁটা অন্ত্রে আটকে গিয়ে অভ্যন্তরীণ আঘাত বা রক্তক্ষরণ করতে পারে। * পুষ্টির ঘাটতি: প্রয়োজনীয় টউরিন, আর্জিনিন, এবং ভিটামিনের অভাব দীর্ঘমেয়াদে অপুষ্টি সৃষ্টি করে। * ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণ: কাঁচা হাড় বা মাছের কাঁটা স্যালমোনেলা ও টেপওয়ার্মের মতো সংক্রমণের ঝুঁকি বহন করে। * অতিরিক্ত ক্যালসিয়াম: অতিরিক্ত হাড় খাওয়ালে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ করে যে শুধুমাত্র মাছের কাঁটা বা মুরগির হাড় বিড়ালের জন্য যথেষ্ট নয়। ওয়েলকাম ট্রাস্ট সাঙ্গার ইনস্টিটিউটের গবেষণায় বিড়ালের হজম প্রক্রিয়ার সীমাবদ্ধতার দিকটি উল্লেখ করা হয়েছে, যেখানে দেখা গেছে যে তারা কার্বোহাইড্রেট ঠিকমতো হজম করতে পারে না এবং প্রোটিন ও ফ্যাট থেকে তাদের খাদ্যের বড় অংশ আসা উচিত। বিড়ালের জন্য সুষম এবং বিজ্ঞানসম্মত খাদ্য দেওয়া অপরিহার্য। প্রিমিয়াম ক্যাট ফুড বা পুষ্টি উপাদানে সমৃদ্ধ ঘরে তৈরি খাবার তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু নিশ্চিত করতে পারে। অতএব, বিড়ালকে মাছের কাঁটা বা মুরগির হাড় খাওয়ানোর অভ্যাস থেকে বিরত থাকা উচিত। এটি তাদের সাময়িক তৃপ্তি দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। পোষা প্রাণীর যত্ন নেওয়ার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত জ্ঞান প্রয়োগ করে তাদের সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত করা সকল পোষা প্রাণীপ্রেমীর দায়িত্ব।
Amio vul khabar ditam. Onek help holo apner video ti dekhe.Ami shiddho mas r cat food khete dei. Accha ami mas boiled korar somoy ektu holud dei. Eta ki thik hocche na vul kortesi?????? Janaben plz👍
via amdr bashae prottekdin lizol cleaner die flood clean kora hoe. 2/3 min por to shukiye jae, tokhon biral jdi floor e thaka kichu kheye fele problem hbe ki?
হতে পারে কারণ আপনার ফ্লোর শুকিয়ে গেলেও ক্লিনারের কেমিক্যালগুলো অনেকক্ষণ পর্যন্ত থেকে যায়। আপনি যদি ফ্লোর শুকিয়ে যাওয়ার পর পরিষ্কার পানি দিয়ে আবার মুছে দেন তাহলে সমস্যা হবে না।
@@PoshaPraniPlusEktu amae clearly bolben please j posha beral der thik kon kon khabar dewa jabe? Cz ekhane jegulo bollen seguloi to beral der khubi priyo khabar bole jantam Kintu egulo khotikarok bolchen so kon khabar safe hobe oder jonno, ektu jodi specify kore dan
@oindrilabanerjee4418 এই দুইটি ভিডিওতে আমি বিস্তারিত বলেছি। ua-cam.com/video/IiFJQS9ZX5s/v-deo.htmlsi=uh1mr9hO47rAaS8H ua-cam.com/video/BvjrxRYy60g/v-deo.htmlsi=3AgAgox32tEuF_DS
Amr biral k shob shomoi shedho mangsho r mach khete di amr majher mdhe kacha mach mangsho o di eta te ki kono prblm hbe? R ok jdi gorur mangsho shedho kore khawyai tahole ki kichhu hbe?
আপনার প্রশ্নটি যদি এমন হয় যে "কাঁচা মাছ অনেক পছন্দ করে, কিন্তু এটি কীভাবে খাওয়া যাবে বা কী করা উচিত?" তাহলে কাঁচা মাছ খাওয়া স্বাস্থ্যগত দিক থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এতে পরজীবী (parasite) বা ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা শরীরে সংক্রমণ ঘটাতে পারে। তাই কাঁচা মাছ এড়িয়ে চলা ভালো। মাছ রান্না করে খেলে তা স্বাস্থ্যসম্মত হয় কারণ সঠিক তাপে রান্নার মাধ্যমে মাছের ভেতরের ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়। যদি কাঁচা মাছ খাওয়ার ইচ্ছা থাকে তবে সুশি-গ্রেড মাছ ব্যবহার করুন যা স্বাস্থ্যকর ও সঠিকভাবে প্রস্তুত করা। এটি বাজার থেকে কিনে আনার সময় নিশ্চিত করতে হবে যে মাছটি তাজা এবং নিরাপদ। তবুও, এটি পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কাঁচা মাছ খাওয়ার পর যদি কোনো সমস্যা দেখা দেয় যেমন পেট ব্যথা, ডায়রিয়া বা বমি তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা মাছের বিকল্প হিসেবে রান্না করা মাছ, মুরগির মাংস জাতীয় প্রোটিনসমৃদ্ধ খাবার বেছে নেওয়া ভালো।
Kalke amar ekta biral mara geche.... Murgir mete diye vhat mekhe dichilam..... Khailo khela korlo... Shokal a dekhi mara geche 😭😭😭😭😭...ei niye total 4 ta biral mara geche amaar 😭😭😭😭😭😭😭....first er ta food poison 2nd er taar jor ashchilo 3rd taar pet a krimi chilo 😭😭😭😭😭......😭😭😭
যেহেতু বিড়ালের বয়স ৩ মাসের কম সেহেতু তার পেটে সমস্যা হতে পারে। আর এই আবহাওয়ার কারণে অনেক ছোট-বড় বিড়াল কম খেলাধুলা করছে ও বেশিরভাগ সময় শুয়ে থাকছে। তাই যখনই মনে হবে যে গরম পরছে তখনই বিড়ালকে ঠান্ডা জায়গায় রাখবেন।
Assalamu alaikum,, ami kichu suggestion nite comment korlam ami ajke sokale amader paser jongol a choto 2 ta biral peachi onek choto keow oder fele dieche akhon ami ki korbo aktu bolben 😢
বয়স ৪ সপ্তাহের নিচে হলে- ১) একটি সুতির নরম কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে ভাল করে শরীর মুছে দিতে হবে। শুকনো কাপড় দিয়ে ভালভাবে শরীর মুছে শুকিয়ে দিতে হবে। এরপর তোয়ালে অথবা কাপড়ের মধ্যে করে গরম কোন স্থানে রাখতে হবে। ছোট বাচ্চার জন্য উষ্ণস্থান খুবই প্রয়োজন কারণ বেশি ঠাণ্ডা এরা সহ্য করতে পারে না। ২) এরপর তাকে দুধ খাওয়াতে হবে। বাসায় মা বিড়াল যে বাচ্চাদের দুধ খাওয়ায় এমন বিড়াল থাকলে তার কাছে তাকে দিতে হবে। আর যদি এমন বিড়াল না থাকে তাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। বিভিন্ন pet shop এ orphan বিড়ালের বাচ্চাদের জন্য কিটেন ফর্মুলা খাওয়ানোর জন্য উপযোগী ছোট feeder কিনতে পাওয়া যায়। তবে তার আগে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে। ৩) এসবের ব্যবস্থা না করতে পারলে baby feeder/dropper/syringe এ করে দুধ খাওয়াতে হবে। মনে রাখবেন খাওয়ানোর সময় বাচ্চাটিকে উপুড় করে মুখ তুলে খাওয়াতে হবে। গরুর তরল দুধ অথবা পাউডার দুধ হটাৎ করে খাওয়ালে বিড়ালের বাচ্চার ডায়রিয়া হয়ে যেতে পারে। তাই সমান পরিমান পানির সাথে(১কাপ তরল দুধ=১কাপ পানি এই অনুপাতে) মিশিয়ে, পাউডার হলে খুব পাতলা করে গুলিয়ে তারপর বাচ্চাটিকে খাওয়াতে হবে। চার সপ্তাহ বয়স পর্যন্ত প্রতি ২-৩ ঘণ্টা পরপর বাচ্চাটিকে খাওয়াতে হবে। Toilet করানোর নিয়ম - একদম ছোট বাচ্চা একা একা poop ও pee করতে পারে না । মা বিড়াল জিহবা দিয়ে বাচ্চাদের পেটে ও মলদ্বার এর আশেপাশে চাটে যা তাদের poop ও pee করতে সাহায্য করে। তাই প্রতিবার খাওয়ানোর পর তাকে pee করাতে হবে। একটি নরম কাপড় অথবা তুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে তার পেট থেকে anus পর্যন্ত অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত মুছতে হবে এবং হালকা চাপ দিতে হবে। এভাবে ২-৩ বার মুছে দিলে বিড়াল pee করবে এবং এভাবেই দিনে ১ বার poop করাতে হবে। এরপর অবশ্যই তার check-up এর জন্য একজন অভিজ্ঞ Veterinary - সাথে যোগাযোগ করবেন। বয়স ৪-১২ সপ্তাহ হলে- প্রথমে তাকে এনে কুসুম গরম পানিতে গোসল করাতে হবে। মাথার উপরে পানি ঢালা যাবে না, শুধু শরীরে পানি ঢালতে হবে। হাত ভিজিয়ে মাথা মুছে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কানে পানি না যায় তবে শীতের দিন হলে গোসল করানো যাবে না। তারপর তাকে ভালভাবে মুছে শুকাতে হবে যাতে ভেজা না থাকে। এরপর তোয়ালে অথবা নরম কাপড়ের ভেতর তাকে রাখতে হবে যাতে সে গরম থাকে এবং আরাম পায়। গায়ে flea থাকলে হাত দিয়ে তুলে ফেলে দিতে হবে। এসময় বিড়ালের বাচ্চা দুধের পাশাপাশি অন্য খাবার খেতে পারে। Kitten Food অথবা নরম কোন খাবার যেমন- কাঁটা ছাড়া মাছ, থেঁতলানো সেদ্ধ মাংস ইত্যাদি খেতে দিতে হবে। এ সময় দিনে ৩-৫ বার বাচ্চাকে খাওয়াতে হবে এবং ধীরে ধীরে দুধ খাওয়ানো কমিয়ে আনতে হবে। তবে ৮-১০ সপ্তাহ বয়সের পরে আর দুধ খাওয়ানোর প্রয়োজন নেই।
ভাইয়া বিড়াল আল্লাহ দিলে সবই খেতে পারে...আমার আসে পাশে যারা পোষে তাদেরটা তো দেখি সব খায় কিন্তু সুস্থই থাকে উল্টা আমারটা এত আদরে রাখি মেনে খাওয়াই তাও স্বাস্থ্য হয় না
বিড়ালকে শুধুমাত্র মাছ দিয়ে ভাত খাওয়ানো যেতে পারে তবে অতিরিক্ত না দেওয়া ভালো। কারণ মাছে পর্যাপ্ত পুষ্টি নেই যা বিড়ালের দৈনন্দিন চাহিদা পূরণ করে। বিড়ালের জন্য নিরাপদ মাছ হলো: সেদ্ধ টুনা, স্যালমন বা রুই মাছ। কাঁচা মাছ খাওয়ানো ঠিক নয় কারণ এতে পরজীবী থাকার ঝুঁকি থাকে। সব সময় সেদ্ধ বা রান্না করা মাছ খাওয়াবেন এবং এতে লবণ বা মশলা থাকবে না।
আমার দুইটা বিড়ালের বয়স দুই মাস দশ দিন, তাদের এখন খাবার দিচ্ছি, সামান্য পেপে একটা আলু ভাত আর দুই টুকরা মুরগির গোস্তো, মিলিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই, তাতে কি কোনো সমস্যা হবে।
kono persian cat nile ki vaccine dewa lage? Ar normal jodi rasta theke kono biral nei tahole ki vaccine dewa lage? Amr friend ekta biral niyechilo, kichu bochor dhore oder shathe. Kheladhulay majhe makhe halka patla khamsi lage but ora biralke ekhonow vaccine dey nai
আপনি যেই বিড়াল নেন না কেন আপনাকে বিড়ালটিকে ভ্যাকসিন দিতে হবে। এতে আপনি সুরক্ষিত থাকবেন। আর যদি ভ্যাকসিন না দেন তাহলে বিড়ালের কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যেকোনো সময় ভাইরাসে সংক্রামিত হতে পারেন।
@Posha Prani Plus @Posha Prani Plus ভাইয়া আমাদের বিড়ালটি বোধ হয় pragnent কিন্তু সে আবার বেধ হয় কৃমিতে আক্রান্ত। বিড়ালকে কি pragnent অবস্থায় কৃমি ঔষধ খাওয়ানো যাবে?আর কৃমি ঔষধ ডিলেনটিন বা আলবিন খাওয়ানো যাবে?
ভাই আপনি অ্যাপস দিয়ে কথা বলান কোন সমস্যা হয় না যেমন কপিরাইট পা মনিটাইজেশন না দেয়া এরকম এটা বুঝা যায় যে আপনি ট্যাক্স থেকে কথা বলাচ্ছেন প্লিজ রিপ্লাই দিবেন আমার জানা দরকার❤
Baiya ami ajk 2 din dore apnar sob video dekteci karon amar suvi(biral) ososto,jor komcena kico kaccena, ki korte pari, or boyos 10 mas,suvi sodo siddo dim r morgir mangso diye bat kaytu, ekn kicoy kaccena😢
@Posha Prani Plus Vaiya amr biral ta 17 din ar baccha ma char biral oke ami gorur dudh dei kheta dhudh ar sathe pani o misiye dei ate ki or kono khoti hone?
দুধ ঘন হলে বাচ্চার ডায়রিয়া হতে পারে। তাই সমান পরিমান পানির সাথে ( ১ কাপ তরল দুধ=১কাপ পানি এই অনুপাতে ) মিশিয়ে, পাউডার হলে খুব পাতলা করে গুলিয়ে তারপর বাচ্চাটিকে খাওয়াতে হবে। গরুর দুধে lactose বেশি থাকার কারণে এই বিড়ালের জন্য ক্ষতিকর। এছাড়া বিভিন্ন pet shop এ orphan বিড়ালের বাচ্চাদের জন্য kitten formula কিনতে পাওয়া যায় যা মায়ের দুধের বিকল্প হিসেবে ব্যাবহার করা যায়। চার সপ্তাহ বয়স পর্যন্ত প্রতি ২-৩ ঘণ্টা পরপর এভাবে খাওয়াবেন।
চকলেট বিড়ালের জন্য অত্যন্ত বিষাক্ত এবং বিপজ্জনক হতে পারে, কারণ এতে থিওব্রোমিন এবং ক্যাফেইন নামক দুটি উপাদান থাকে যা বিড়ালের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে। আপনার বিড়াল চকলেট খাওয়ার পর থেকে খাবার খাচ্ছে না এবং বমি করেছে, এটি একটি গুরুতর লক্ষণ এবং দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমেই নিকটস্থ পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করুন, কারণ চকলেট বিষক্রিয়া একটি মেডিকেল ইমার্জেন্সি এবং বাড়িতে এটি সমাধান করা সম্ভব নয়। পাশাপাশি, বিড়ালকে পরিষ্কার পানি পান করানোর চেষ্টা করতে পারেন, তবে তাকে জোর করে কিছু খাওয়াবেন না। বমি হলে তার নমুনা সংগ্রহ করুন এবং পশুচিকিৎসকের কাছে নিয়ে যান, কারণ এটি চিকিৎসার জন্য সহায়ক হতে পারে। ভবিষ্যতে নিশ্চিত করুন যে চকলেট বা অন্য কোনো বিষাক্ত খাবার বিড়ালের নাগালের বাইরে থাকে। দ্রুত চিকিৎসা শুরু করলে আপনার বিড়ালের সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
না দেওয়ায় ভালো। তাদের জন্য একটি দুধ পাওয়া যায় যা কিটেন ফর্মুলা বলা হয় তা খাওয়াতে পারেন। যদি এটা না পান তাহলে ভালো কোম্পানির গুড়া দুধ নিয়ে প্যাকেটের গায়ে যে পরিমাণ লেখা আছে তা দিবেন ও তার সাথে ৫০ মি.লি. পানি বেশি দিয়ে ভালোভাবে ফুটিয়ে খাওয়াবেন।
ভিডিও তৈরি করার সময় আমার লক্ষ্য থাকে বিড়াল সম্পর্কে সঠিক তথ্য ও সচেতনতা পৌঁছে দেওয়া। কখনো কখনো আমি এমন বিষয় তুলে ধরি যা গুরুত্বপূর্ণ হলেও ভয়ের সৃষ্টি করতে পারে। তবে, আমার উদ্দেশ্য কখনোই কারো মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করা নয়। ভিডিওর তথ্য যদি খুব বেশি ভয় তৈরি করে, তাহলে প্রয়োজনে বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন।
আমার বিড়ালটা শুধু মুরগির কলিজা দিয়ে ভাত মেখে দিলে খায়।।অন্য কোনো খাবার দিলেও খায় না।মাছ ও খেতে চায় না।।শুধু মুরগির কলিজা খায়।।সবসময় কলিজা খেলে কি কোনো সমস্যা হবে ওর??
কিন্তু রাস্তার বিড়াল তো এরকম খাবারই খায়।কই তাদের তো কোনো সমস্যা হয় না। এমনকি আমার পরিচিত যারা বিড়াল পোষে তাঁরাও বিড়ালকে এরকম খাবার দেয়। সেইসব বিড়ালেরও কোনো সমস্যা হয় না।
@@PoshaPraniPlus কিন্তু আমি যাদেরকে দেখেছি তারা তাদের বিড়ালদের এই খাবারগুলো অর্থাৎ মশলা,লবণ দিয়ে মাছ মাংস,তরকারি,দুধ,ভাত, মাছের কাঁটা, মাংসের হাড় নিয়মিতই দেয়,আর তাদের বিড়ালগুলো অনেক সুস্থও থাকে।
আপনি কিছুদিন তাকে ক্যাট ফুডের সাথে অল্প করে অন্য খাবার দিবেন এবং প্রতি ২ দিন পর পর ক্যাট ফুডটির পরিমাণ কমাতে থাকবেন ও অন্য খাবারের পরিমাণ বাড়াতে থাকবেন। এক পর্যায়ে গিয়ে আর ক্যাটফুড দিবেন না বা দিলেও সপ্তাহে ২ বার দিবেন। এইভাবে করতে থাকেন তাহলে বিড়ালটি অন্য সব খাবারে অভ্যস্ত হয়ে যাবে।
বিড়ালের খাবারে প্রোটিনসমৃদ্ধ উপাদান থাকা প্রয়োজন কারণ তারা মাংসাশী প্রাণী। সিদ্ধ মাংস যেমন মুরগি, গরুর মাংস কিংবা কাঁটা ছাড়া মাছ তাদের জন্য আদর্শ খাবার। এছাড়াও, বাণিজ্যিকভাবে তৈরি বিড়ালের খাবার (ড্রাই কিবল বা ওয়েট ফুড) ব্যবহার করা যেতে পারে কারণ এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক মাত্রায় থাকে। মাঝে মাঝে সিদ্ধ ডিম বা রান্না করা সবজি যেমন গাজর, মিষ্টি আলু কিংবা কুমড়াও দেওয়া যেতে পারে। পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি তাদের সুস্থতার জন্য অত্যাবশ্যক। তবে কিছু খাবার আছে যা বিড়ালের জন্য ক্ষতিকর। পেঁয়াজ, রসুন বা চকোলেট তাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। কাঁচা মাংস বা মাছ খাওয়ালে পরজীবী বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকে। অনেক বিড়াল ল্যাকটোজ সহ্য করতে পারে না ফলে দুধ বা দুগ্ধজাত খাবার তাদের ডায়রিয়ার কারণ হতে পারে। অতিরিক্ত লবণ, মশলাযুক্ত খাবার এবং অ্যালকোহল তাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই বিড়ালের খাদ্য তালিকা নির্ধারণের সময় তাদের শারীরিক চাহিদা ও পুষ্টি প্রয়োজনীয়তা বিবেচনা করা উচিত। প্রয়োজনে পশুচিকিৎসকের পরামর্শ নিন।
এক বছরের বিড়ালকে ডিম, দুধ বা কেক-বিস্কুট খাওয়ানোর বিষয়ে সতর্ক থাকতে হবে। সিদ্ধ ডিম বিড়ালের জন্য একটি ভালো প্রোটিন উৎস হতে পারে তবে এটি অবশ্যই কাঁচা না দিয়ে সিদ্ধ করে দিতে হবে কারণ কাঁচা ডিমে সালমোনেলা বা অন্যান্য সংক্রমণের ঝুঁকি থাকে। তবে অল্প পরিমাণে এবং মাঝে মাঝে দেওয়া উচিত। অন্যদিকে, দুধ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখা জরুরি যে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক বিড়াল ল্যাকটোজ হজম করতে পারে না। ফলে সাধারণ দুধ দিলে তাদের পেটে গণ্ডগোল বা ডায়রিয়া হতে পারে। দুধ দিতে চাইলে ল্যাকটোজ-মুক্ত দুধ দেওয়া নিরাপদ। কেক বা বিস্কুট বিড়ালের জন্য মোটেই উপযুক্ত নয়, কারণ এগুলোতে চিনি, ময়দা, প্রিজারভেটিভ এবং কখনো কখনো বিষাক্ত উপাদান যেমন চকোলেট বা জাইলিটল থাকতে পারে যা বিড়ালের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। তাই, বিড়ালের খাদ্যতালিকায় সুষম ও পুষ্টিকর খাবার যেমন ক্যাট ফুড রাখা সবচেয়ে ভালো।
@Posha Prani Plus @Posha Prani Plus ভাইয়া আমাদের বিড়ালটি বোধ হয় pragnent কিন্তু সে আবার বেধ হয় কৃমিতে আক্রান্ত। বিড়ালকে কি pragnent অবস্থায় কৃমি ঔষধ খাওয়ানো যাবে?আর কৃমি ঔষধ ডিলেনটিন বা আলবিন খাওয়ানো যাবে?
Choto belay biral paltam tokhon ato idea silo na j ki khawaite hoy....to ami ore sob somoy milk e dise ar or kono somosha hoy nai o 12bosor bachse.....
দেশ গ্রামে এতো কিছু দেখে না যা দেয় তাই খায় মরেও না, বংশবিস্তার কোরতে থাকে সুস্থ থাকে। আর কত ধং সবার আমি বিরক্ত আমার বাসায় এমন এক পাগলরে দেইখা। সে মানুষ খুন কোরে ফেলবে কিন্তু বিড়ালের যত্ন নিবে।
আমার একটা বিড়াল ছিল যে এত টা আমাদেরকে ভালোবাস তো যে বলার বাইরে আমার পাসে ঘুমিয়ে থাকতো যদি বলতাম পুষি কই আর যেখানে থাকতো চলে আসতো আমি ও খুব ভালো বাসতাম আমার পুষি কে খাবারে কিছুতে মুখ ও দিত না আমার পুষি কে আমি মাইপোস এ দুধ খাওতাম তা ছাড়া খেতো ও না যেখানে যেতাম নিয়ে যেতাম আর ভালো ছিল যে বলার বাইরে আর মাথার ফুল নিয়ে খেলতে খুব ভালো বাসতো ওই নিয়ে খেলতো আমি ঘুমালে পুষি ও ঘুমাতো আমি সব সময় দেখে রাখতাম বাইরে গেলে বাড়ি নিয়ে চলে আসতাম কুকুরে কামড়ে দিবে বলে অনেক বার অনেক কিছু হয়ে ও ছিল পুষির জর পায়ে লাগা আরো অনেক কিছু তবে ও আমাকে ছেড়ে কালকে যে কি হয়ে গেলো যায়নি উপরে খেলছিল বারান্দায় ওখান থেকে নিচে পড়ে গেল না বাইরে চলে গেছিল কুকুরে মারলো আমার পুষিকে অনেক খুশি তাও পেলাম না নামাজ সেস হয়ে যাওয়ার পর বাইরে গিয়ে দেখি আমার পুষি সেস 😢😢তবে বেঁচে ও ছিল নাক দিয়ে রক্ত পড়ছে চোখ কেমন হয়ে গেছে হাঁটতে ও পারে না ডাক্তার ও দেখালাম ঠিক হয়ে যাবে বল্লো বাড়ি এনে ওষুধ খাওয়া লাম কিছু হলো না রাত যত বাড়ে পুষির কষ্ট আরো বাড়ে আমি কষ্ট যে দেখতে পারলাম না 😢😢নিচে রাখলাম খাটে বসে আছি রাতে মরে গেল 😢😢😢😢আমি পুষির মা ছিলাম সবাই বলতো আমার পুষি আজ নেই আমি যে খুব কষ্টতে আছি পুষি ছাড়া আল্লাহ আমার পুষিকে জান্নাত দিও তোমার আমার পুষির লেগে দোয়া করিও😢😢😢😢
আপনি এ সময় কাটা ছাড়া মাছ ও হাড় ছাড়া মাংস সেদ্ধ করে দিতে পারেন। ভাত দিতে চাইলে অল্প পরিমাণে মাছের সাথে মিশিয়ে দিবেন। এবং ধীরে ধীরে দুধ খাওয়ানো কমিয়ে দিবেন।
vaiya mone hoi kichu kheye video banaisen karon amader biral to macher kata ar murgir har ghor khai prai 4 bochor dhore
আপনার কমেন্টটি পড়ার পর মনে হলো কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন, যাতে ভুল ধারণা দূর হয়। প্রথমত, এই বিষয়ে বলা জরুরি যে, আমি ভিডিওতে যেসব তথ্যগুলো শেয়ার করি তা গবেষণা ও অভিজ্ঞতার ভিত্তিতে। এটি কোনোভাবেই কিছু খাওয়ার মতো বিষয় থেকে প্রভাবিত নয়। এখন, আসুন বিড়ালের খাদ্যাভ্যাস সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করি।
বিড়ালের খাদ্যাভ্যাস ও পুষ্টি চাহিদা নিয়ে একটি সুস্পষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আগে প্রথমে এই বিষয়ের সাথে সম্পর্কিত কিছু গবেষণার ফলাফল আলোচনা করা প্রয়োজন। বিড়াল একটি বাধ্যতামূলক মাংসাশী প্রাণী (obligate carnivore), যার অর্থ তাদের শরীরের পুষ্টি চাহিদা মূলত প্রাণিজ উৎস থেকে আসে। এটি নিশ্চিত করতে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা পরিচালনা করেছেন। উদাহরণস্বরূপ, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল (National Research Council) ২০০৬ সালে তাদের “Nutrient Requirements of Cats and Dogs” নামে একটি প্রকাশনায় দেখিয়েছে যে বিড়ালের দেহ প্রোটিন ও টউরিনের মতো বিশেষ উপাদানের ওপর নির্ভরশীল, যা উদ্ভিজ্জ উৎসে পাওয়া যায় না। মাছের কাঁটা বা মুরগির হাড় তাদের জন্য কখনো কখনো গ্রহণযোগ্য মনে হলেও এটি তাদের দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে যথেষ্ট নয়।
ওয়েলকাম ট্রাস্ট সাঙ্গার ইনস্টিটিউটে (Wellcome Trust Sanger Institute) ২০১৩ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে বিড়ালের দেহ কার্বোহাইড্রেট হজমে সীমিত এবং তাদের খাদ্যের বড় অংশ প্রোটিন ও ফ্যাট থেকে আসতে হবে। মুরগির হাড় বা মাছের কাঁটার মতো খাবার তাদের জন্য কিছুটা প্রোটিন সরবরাহ করতে পারে, কিন্তু এতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড যেমন টউরিন ও আর্জিনিনের ঘাটতি থাকে। টউরিনের অভাব বিড়ালের দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে এবং Dilated Cardiomyopathy (DCM) নামে হৃদরোগের কারণ হতে পারে।
পিউরিনা পেট কেয়ার ইনস্টিটিউট (Purina PetCare Institute) এবং আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন (AVMA) ২০১৫ সালের গবেষণায় প্রমাণ করেছে যে শুধুমাত্র মাছের কাঁটা বা মুরগির হাড় বিড়ালের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের খাবার শ্বাসরোধ, দাঁতের ক্ষতি এবং হজম সমস্যার কারণ হতে পারে। অতিরিক্ত হাড় খাওয়ালে ক্যালসিয়াম-ফসফরাস ভারসাম্য নষ্ট হয়, যা বিড়ালের কিডনি ও লিভারের কার্যক্ষমতা হ্রাস করতে পারে।
মাছের কাঁটা বা মুরগির হাড় খাওয়ানোর ফলে যে ক্ষতিগুলো হতে পারে সেগুলো হলো:
* শ্বাসরোধ: শক্ত বা তীক্ষ্ণ কাঁটা শ্বাসনালিতে আটকে শ্বাসরোধ ঘটাতে পারে।
* দাঁতের ক্ষতি: হাড় বা কাঁটা চিবানোর সময় দাঁতে আঘাত বা ফাটল সৃষ্টি হতে পারে।
* হজমজনিত সমস্যা: হাড় বা কাঁটা অন্ত্রে আটকে গিয়ে অভ্যন্তরীণ আঘাত বা রক্তক্ষরণ করতে পারে।
* পুষ্টির ঘাটতি: প্রয়োজনীয় টউরিন, আর্জিনিন, এবং ভিটামিনের অভাব দীর্ঘমেয়াদে অপুষ্টি সৃষ্টি করে।
* ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণ: কাঁচা হাড় বা মাছের কাঁটা স্যালমোনেলা ও টেপওয়ার্মের মতো সংক্রমণের ঝুঁকি বহন করে।
* অতিরিক্ত ক্যালসিয়াম: অতিরিক্ত হাড় খাওয়ালে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে।
গবেষণা থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ করে যে শুধুমাত্র মাছের কাঁটা বা মুরগির হাড় বিড়ালের জন্য যথেষ্ট নয়। ওয়েলকাম ট্রাস্ট সাঙ্গার ইনস্টিটিউটের গবেষণায় বিড়ালের হজম প্রক্রিয়ার সীমাবদ্ধতার দিকটি উল্লেখ করা হয়েছে, যেখানে দেখা গেছে যে তারা কার্বোহাইড্রেট ঠিকমতো হজম করতে পারে না এবং প্রোটিন ও ফ্যাট থেকে তাদের খাদ্যের বড় অংশ আসা উচিত। বিড়ালের জন্য সুষম এবং বিজ্ঞানসম্মত খাদ্য দেওয়া অপরিহার্য। প্রিমিয়াম ক্যাট ফুড বা পুষ্টি উপাদানে সমৃদ্ধ ঘরে তৈরি খাবার তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু নিশ্চিত করতে পারে।
অতএব, বিড়ালকে মাছের কাঁটা বা মুরগির হাড় খাওয়ানোর অভ্যাস থেকে বিরত থাকা উচিত। এটি তাদের সাময়িক তৃপ্তি দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। পোষা প্রাণীর যত্ন নেওয়ার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত জ্ঞান প্রয়োগ করে তাদের সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত করা সকল পোষা প্রাণীপ্রেমীর দায়িত্ব।
😂
অনেক অজানা তথ্য জানলাম,, উপকৃত হলাম,, আলহামদুলিল্লাহ আমার কয়েকটি বিড়াল আছে,,ধন্যবাদ ভাই আপনাকে
মাসাআল্লাহ, তাবারকাল্লাহ, ফিয়ামানিল্লাহ, অসাধারণ আলোচনা, জাঝাকআল্লাহু খয়রন 🌹💐🌺❤️🥰💝🌺💐🌹
Important video 😃😄
আমার বিড়ালটি কাচা মাংস খেয়ে অসুস্থ হয়ে একদিনের মধ্যেই মারা গেছে। তাই আপনারা কেউ কখনো বিড়ালকে কাচা মাংস বা মাছ দেবেন না।
Amar cat daily 400 gm chicken khay small price korey boiled korey ditay
আমার বিড়ালটি কাচা মাছের উচ্ছিষ্ট খেয়ে একদিন পর বমি ও ডায়রিয়া হয়ে মারা যায়।
Thanku
ধন্যবাদ। খুব উপকার হলো❤
Thanks for sharing ami egulo kono tai dina❤
এখানের কোনোটিই আমি আমার মিমিকে খাওয়াই না। 😌 তবুও জেনে রাখলাম ভালোই হলো। 😊
Amr biral nam o mimi rakhci😊
আমার বিড়ালের নাম ও মিমি
Tahole ki khaoyan?
@safeena89 এটা দেখুন!
ua-cam.com/video/IiFJQS9ZX5s/v-deo.html
Ekdom thik
Very very thanks 🥰😺
মাছ, মাংসের সিদ্ধ করে দেই এবং তাদের পছন্দ। ভিডিও টি দেখে অজানা তথ্য জানলাম।
Amar biral to tuna macher cat food khai . Amar biraler khub posondo kintu oto bashe khana. Asha kori kono problem hobe na.❤❤❤
এতে কোনো সমস্যা হবে না।
Thanks. 😊❤❤❤
Thank You So Much❤❤
You're welcome 😊
আসসালামু আলাইকুম। বিড়াল কে কি নিম পাতার রস খাওয়াতে পারবো। জানালে খুবই উপকৃত হবো।
হ্যাঁ, পারবেন।
@@PoshaPraniPlusসিদ্ধ ময়দার রুটি খেতে পারবে কি প্লিজ জানাবেন?
Thanks vay
Amio vul khabar ditam. Onek help holo apner video ti dekhe.Ami shiddho mas r cat food khete dei. Accha ami mas boiled korar somoy ektu holud dei. Eta ki thik hocche na vul kortesi?????? Janaben plz👍
হালকা হলুদ ছিটিয়ে সেদ্ধ করলে সমস্যা হবে না।
আপ কথা আনেক সুদোর❤❤❤❤
via amdr bashae prottekdin lizol cleaner die flood clean kora hoe. 2/3 min por to shukiye jae, tokhon biral jdi floor e thaka kichu kheye fele problem hbe ki?
হতে পারে কারণ আপনার ফ্লোর শুকিয়ে গেলেও ক্লিনারের কেমিক্যালগুলো অনেকক্ষণ পর্যন্ত থেকে যায়। আপনি যদি ফ্লোর শুকিয়ে যাওয়ার পর পরিষ্কার পানি দিয়ে আবার মুছে দেন তাহলে সমস্যা হবে না।
@@PoshaPraniPlusEktu amae clearly bolben please j posha beral der thik kon kon khabar dewa jabe? Cz ekhane jegulo bollen seguloi to beral der khubi priyo khabar bole jantam Kintu egulo khotikarok bolchen so kon khabar safe hobe oder jonno, ektu jodi specify kore dan
@oindrilabanerjee4418 এই দুইটি ভিডিওতে আমি বিস্তারিত বলেছি।
ua-cam.com/video/IiFJQS9ZX5s/v-deo.htmlsi=uh1mr9hO47rAaS8H
ua-cam.com/video/BvjrxRYy60g/v-deo.htmlsi=3AgAgox32tEuF_DS
Sob ei khaoya off akn dektesi 😢khaobo ki taile always cat food 9:40
এই ভিডিও দুইটি দেখুন।
1. ua-cam.com/video/IiFJQS9ZX5s/v-deo.htmlsi=b1psumtafljp1GNA
2. ua-cam.com/video/BvjrxRYy60g/v-deo.htmlsi=aN6r-qIUs73W5UlA
Amr biral k shob shomoi shedho mangsho r mach khete di amr majher mdhe kacha mach mangsho o di eta te ki kono prblm hbe?
R ok jdi gorur mangsho shedho kore khawyai tahole ki kichhu hbe?
কাচা মাছ বা মাংস অল্প করে মাঝে মধ্যে দিলে তেমন একটা সমস্যা হয় না। আর আপনি তাকে গুরুর মাংস সেদ্ধ করে দিলে কিছু হবে না।
@@PoshaPraniPlus Thank you vaiyya
Alhamdulilla ektaw di na ami ❤
Tnx
অসাধারণ টিপসগুলো।ভাইয়া অামি ২টা পালি।লিমন অার চিলি। কেট ফুড খাওয়াই।মাছ ও মুরগি হালকা হলুদ দিয়ে সিদ্ব করে খাওয়াই। অার মেয়ে বিড়ালটা পটেটো চিপস,পপকর্ন,ও জুস খেতে পছন্দ করে।এতে কোন সমস্যা হবে নাকি? চট্রগ্রাম থেকে বলছি।
আপনি যদি মেয়ে বিড়ালকে মাঝে মধ্যে এই খাবার গুলো দেন তাহলে কোনো সমস্যা হবে না।
Kacha maach anek pachondo kore ... Ki korbo
আপনার প্রশ্নটি যদি এমন হয় যে "কাঁচা মাছ অনেক পছন্দ করে, কিন্তু এটি কীভাবে খাওয়া যাবে বা কী করা উচিত?"
তাহলে কাঁচা মাছ খাওয়া স্বাস্থ্যগত দিক থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এতে পরজীবী (parasite) বা ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা শরীরে সংক্রমণ ঘটাতে পারে। তাই কাঁচা মাছ এড়িয়ে চলা ভালো। মাছ রান্না করে খেলে তা স্বাস্থ্যসম্মত হয় কারণ সঠিক তাপে রান্নার মাধ্যমে মাছের ভেতরের ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়। যদি কাঁচা মাছ খাওয়ার ইচ্ছা থাকে তবে সুশি-গ্রেড মাছ ব্যবহার করুন যা স্বাস্থ্যকর ও সঠিকভাবে প্রস্তুত করা। এটি বাজার থেকে কিনে আনার সময় নিশ্চিত করতে হবে যে মাছটি তাজা এবং নিরাপদ। তবুও, এটি পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কাঁচা মাছ খাওয়ার পর যদি কোনো সমস্যা দেখা দেয় যেমন পেট ব্যথা, ডায়রিয়া বা বমি তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা মাছের বিকল্প হিসেবে রান্না করা মাছ, মুরগির মাংস জাতীয় প্রোটিনসমৃদ্ধ খাবার বেছে নেওয়া ভালো।
Kalke amar ekta biral mara geche.... Murgir mete diye vhat mekhe dichilam..... Khailo khela korlo... Shokal a dekhi mara geche 😭😭😭😭😭...ei niye total 4 ta biral mara geche amaar 😭😭😭😭😭😭😭....first er ta food poison 2nd er taar jor ashchilo 3rd taar pet a krimi chilo 😭😭😭😭😭......😭😭😭
biral er dayriya sara ar kono rog hoy na?
amar biral moida kheye fele
লবণ ও মিল্ক😢😢
আমার বিড়াল শুধু মাছ সিদ্ধ দেই ভাত দিয়ে আর মাঝে মাঝে মাংস দিয়ে ভাত দেই
Amr biral k sokale porota khawai ete ki or khoti hobe
হবে না।
Cat food,noodols,salted biscuit khete psndo kre
amr biral k ami klk kacha dim khawaici❤
aita ki or jonno valo hobe
একবার দিয়ে থাকলে সমস্যা নেই কিন্তু কিছুদিন পর পর দিলে বা বার বার দিলে বিড়ালটি মারা যেতে পারে।
amr biral er bachara boyosh akhon o 3 mash hot ni tahole ki kono somossa hobe
ar vaiya amr biral khub playfully kintu koydin dhore aktu kom khelece
যেহেতু বিড়ালের বয়স ৩ মাসের কম সেহেতু তার পেটে সমস্যা হতে পারে। আর এই আবহাওয়ার কারণে অনেক ছোট-বড় বিড়াল কম খেলাধুলা করছে ও বেশিরভাগ সময় শুয়ে থাকছে। তাই যখনই মনে হবে যে গরম পরছে তখনই বিড়ালকে ঠান্ডা জায়গায় রাখবেন।
Amader barir biral choto theke dudh khay, 4year or age hoye glo.
Assalamu alaikum,, ami kichu suggestion nite comment korlam ami ajke sokale amader paser jongol a choto 2 ta biral peachi onek choto keow oder fele dieche akhon ami ki korbo aktu bolben 😢
বিড়ালের আনুমানিক বয়স কত হতে পারে?
@@PoshaPraniPlus 1 mas hoe 5/6 din er moto hobe onek choto matro koek din hobe chok futche .
বয়স ৪ সপ্তাহের নিচে হলে-
১) একটি সুতির নরম কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে ভাল করে শরীর মুছে দিতে হবে। শুকনো কাপড় দিয়ে ভালভাবে শরীর মুছে শুকিয়ে দিতে হবে। এরপর তোয়ালে অথবা কাপড়ের মধ্যে করে গরম কোন স্থানে রাখতে হবে। ছোট বাচ্চার জন্য উষ্ণস্থান খুবই প্রয়োজন কারণ বেশি ঠাণ্ডা এরা সহ্য করতে পারে না।
২) এরপর তাকে দুধ খাওয়াতে হবে। বাসায় মা বিড়াল যে বাচ্চাদের দুধ খাওয়ায় এমন বিড়াল থাকলে তার কাছে তাকে দিতে হবে। আর যদি এমন বিড়াল না থাকে তাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। বিভিন্ন pet shop এ orphan বিড়ালের বাচ্চাদের জন্য কিটেন ফর্মুলা খাওয়ানোর জন্য উপযোগী ছোট feeder কিনতে পাওয়া যায়। তবে তার আগে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে।
৩) এসবের ব্যবস্থা না করতে পারলে baby feeder/dropper/syringe এ করে দুধ খাওয়াতে হবে। মনে রাখবেন খাওয়ানোর সময় বাচ্চাটিকে উপুড় করে মুখ তুলে খাওয়াতে হবে। গরুর তরল দুধ অথবা পাউডার দুধ হটাৎ করে খাওয়ালে বিড়ালের বাচ্চার ডায়রিয়া হয়ে যেতে পারে। তাই সমান পরিমান পানির সাথে(১কাপ তরল দুধ=১কাপ পানি এই অনুপাতে) মিশিয়ে, পাউডার হলে খুব পাতলা করে গুলিয়ে তারপর বাচ্চাটিকে খাওয়াতে হবে। চার সপ্তাহ বয়স পর্যন্ত প্রতি ২-৩ ঘণ্টা পরপর বাচ্চাটিকে খাওয়াতে হবে।
Toilet করানোর নিয়ম -
একদম ছোট বাচ্চা একা একা poop ও pee করতে পারে না । মা বিড়াল জিহবা দিয়ে বাচ্চাদের পেটে ও মলদ্বার এর আশেপাশে চাটে যা তাদের poop ও pee করতে সাহায্য করে। তাই প্রতিবার খাওয়ানোর পর তাকে pee করাতে হবে। একটি নরম কাপড় অথবা তুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে তার পেট থেকে anus পর্যন্ত অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত মুছতে হবে এবং হালকা চাপ দিতে হবে। এভাবে ২-৩ বার মুছে দিলে বিড়াল pee করবে এবং এভাবেই দিনে ১ বার poop করাতে হবে।
এরপর অবশ্যই তার check-up এর জন্য একজন অভিজ্ঞ Veterinary - সাথে যোগাযোগ করবেন।
বয়স ৪-১২ সপ্তাহ হলে-
প্রথমে তাকে এনে কুসুম গরম পানিতে গোসল করাতে হবে। মাথার উপরে পানি ঢালা যাবে না, শুধু শরীরে পানি ঢালতে হবে। হাত ভিজিয়ে মাথা মুছে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কানে পানি না যায় তবে শীতের দিন হলে গোসল করানো যাবে না। তারপর তাকে ভালভাবে মুছে শুকাতে হবে যাতে ভেজা না থাকে। এরপর তোয়ালে অথবা নরম কাপড়ের ভেতর তাকে রাখতে হবে যাতে সে গরম থাকে এবং আরাম পায়। গায়ে flea থাকলে হাত দিয়ে তুলে ফেলে দিতে হবে।
এসময় বিড়ালের বাচ্চা দুধের পাশাপাশি অন্য খাবার খেতে পারে। Kitten Food অথবা নরম কোন খাবার যেমন- কাঁটা ছাড়া মাছ, থেঁতলানো সেদ্ধ মাংস ইত্যাদি খেতে দিতে হবে। এ সময় দিনে ৩-৫ বার বাচ্চাকে খাওয়াতে হবে এবং ধীরে ধীরে দুধ খাওয়ানো কমিয়ে আনতে হবে। তবে ৮-১০ সপ্তাহ বয়সের পরে আর দুধ খাওয়ানোর প্রয়োজন নেই।
@@PoshaPraniPlus thanks 😊
ভাইয়া বিড়াল আল্লাহ দিলে সবই খেতে পারে...আমার আসে পাশে যারা পোষে তাদেরটা তো দেখি সব খায় কিন্তু সুস্থই থাকে উল্টা আমারটা এত আদরে রাখি মেনে খাওয়াই তাও স্বাস্থ্য হয় না
বিড়ালের জাত কোনটি? বিড়ালকে ক্যাট ফুড বা ওয়েট ফুড দেন?
একটা দেশি বিড়াল এবং পার্শিয়ান বিড়ালের ক্ষেত্রে আলাদা। দেশি বিড়াল সবই খায় কোন সমস্যা হয় না।
ধন্যবাদ!
বিড়াল কে শুধু মাছ দিয়ে ভাত খাওয়ানো যাবে। আর কি কি মাছ বিড়াল খেতে পারবে আর কি কি মাছ খেতে পারবেনা প্লিজ বলেন।
বিড়ালকে শুধুমাত্র মাছ দিয়ে ভাত খাওয়ানো যেতে পারে তবে অতিরিক্ত না দেওয়া ভালো। কারণ মাছে পর্যাপ্ত পুষ্টি নেই যা বিড়ালের দৈনন্দিন চাহিদা পূরণ করে। বিড়ালের জন্য নিরাপদ মাছ হলো: সেদ্ধ টুনা, স্যালমন বা রুই মাছ। কাঁচা মাছ খাওয়ানো ঠিক নয় কারণ এতে পরজীবী থাকার ঝুঁকি থাকে। সব সময় সেদ্ধ বা রান্না করা মাছ খাওয়াবেন এবং এতে লবণ বা মশলা থাকবে না।
আমার দুইটা বিড়ালের বয়স দুই মাস দশ দিন, তাদের এখন খাবার দিচ্ছি, সামান্য পেপে একটা আলু ভাত আর দুই টুকরা মুরগির গোস্তো, মিলিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই, তাতে কি কোনো সমস্যা হবে।
খিচুড়িতে কোনো মসলা দেন?
Amar cat k Ami vegetables khawanor try Kori alu kumra fulkopi mach er Shate dei chicken er shate dei aita ki Kono khoti korbe
করবে না।
Choto ethekei ami anar biral ke whiskers khawai .
kono persian cat nile ki vaccine dewa lage?
Ar normal jodi rasta theke kono biral nei tahole ki vaccine dewa lage? Amr friend ekta biral niyechilo, kichu bochor dhore oder shathe. Kheladhulay majhe makhe halka patla khamsi lage but ora biralke ekhonow vaccine dey nai
আপনি যেই বিড়াল নেন না কেন আপনাকে বিড়ালটিকে ভ্যাকসিন দিতে হবে। এতে আপনি সুরক্ষিত থাকবেন। আর যদি ভ্যাকসিন না দেন তাহলে বিড়ালের কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যেকোনো সময় ভাইরাসে সংক্রামিত হতে পারেন।
@@PoshaPraniPlus biralke vaccine na dile naki biral kichu bochor por mara jay
@Posha Prani Plus @Posha Prani Plus ভাইয়া আমাদের বিড়ালটি বোধ হয় pragnent কিন্তু সে আবার বেধ হয় কৃমিতে আক্রান্ত। বিড়ালকে কি pragnent অবস্থায় কৃমি ঔষধ খাওয়ানো যাবে?আর কৃমি ঔষধ ডিলেনটিন বা আলবিন খাওয়ানো যাবে?
হ্যাঁ, খাওয়াতে পারবেন।
ভাই আপনি অ্যাপস দিয়ে কথা বলান কোন সমস্যা হয় না যেমন কপিরাইট পা মনিটাইজেশন না দেয়া এরকম এটা বুঝা যায় যে আপনি ট্যাক্স থেকে কথা বলাচ্ছেন প্লিজ রিপ্লাই দিবেন আমার জানা দরকার❤
আল্লাহর রহমতে এখন পর্যন্ত হয়নি।
ডিম পোছ করে শুধু কুসুম খেলে কি সমস্যা হবে আমার বিড়াল ডিম পোছের কুসুম অনেক পছন্দ করে দ য়া করে জানাবেন
লবণ বা মসলা ছাড়া দিলে কোনো সমস্যা হবে না।
😊😇💗
Amar biral ki gajor khete parbe .
যদি সে শাকসবজি খেয়ে অভ্যস্ত হয়ে থাকে তাহলে খেতে পারবে।
Baiya ami ajk 2 din dore apnar sob video dekteci karon amar suvi(biral) ososto,jor komcena kico kaccena, ki korte pari, or boyos 10 mas,suvi sodo siddo dim r morgir mangso diye bat kaytu, ekn kicoy kaccena😢
তাকে দ্রুত ভেটের কাছে নিয়ে যান।
Hmm nicotu 2 bar, alhamdulillah ajk ektu valo lagtece
@Posha Prani Plus
Vaiya amr biral ta 17 din ar baccha ma char biral oke ami gorur dudh dei kheta dhudh ar sathe pani o misiye dei ate ki or kono khoti hone?
হবে!
আমি নিয়মটা বলে দিচ্ছি!
দুধ ঘন হলে বাচ্চার ডায়রিয়া হতে পারে। তাই সমান পরিমান পানির সাথে ( ১ কাপ তরল দুধ=১কাপ পানি এই অনুপাতে ) মিশিয়ে, পাউডার হলে খুব পাতলা করে গুলিয়ে তারপর বাচ্চাটিকে খাওয়াতে হবে। গরুর দুধে lactose বেশি থাকার কারণে এই বিড়ালের জন্য ক্ষতিকর। এছাড়া বিভিন্ন pet shop এ orphan বিড়ালের বাচ্চাদের জন্য kitten formula কিনতে পাওয়া যায় যা মায়ের দুধের বিকল্প হিসেবে ব্যাবহার করা যায়। চার সপ্তাহ বয়স পর্যন্ত প্রতি ২-৩ ঘণ্টা পরপর এভাবে খাওয়াবেন।
Amader nijer jonno ranna kora mansho ba mach theke oder khaowano zabe? Please janaben. Vater sathe misiye. Karon catfood price onek beshi tai khub osubidha hocche.
দিতে পারেন! তবে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ও কাঁটা বা হাড় বাদ দিয়ে ভাতের সাথে দিবেন।
আমার বিড়াকে চকলেট খাবানোর পর থেকে খাবার খাচ্ছে না একবারও বমি করেছে এখন কি করব
চকলেট বিড়ালের জন্য অত্যন্ত বিষাক্ত এবং বিপজ্জনক হতে পারে, কারণ এতে থিওব্রোমিন এবং ক্যাফেইন নামক দুটি উপাদান থাকে যা বিড়ালের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে। আপনার বিড়াল চকলেট খাওয়ার পর থেকে খাবার খাচ্ছে না এবং বমি করেছে, এটি একটি গুরুতর লক্ষণ এবং দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমেই নিকটস্থ পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করুন, কারণ চকলেট বিষক্রিয়া একটি মেডিকেল ইমার্জেন্সি এবং বাড়িতে এটি সমাধান করা সম্ভব নয়। পাশাপাশি, বিড়ালকে পরিষ্কার পানি পান করানোর চেষ্টা করতে পারেন, তবে তাকে জোর করে কিছু খাওয়াবেন না। বমি হলে তার নমুনা সংগ্রহ করুন এবং পশুচিকিৎসকের কাছে নিয়ে যান, কারণ এটি চিকিৎসার জন্য সহায়ক হতে পারে। ভবিষ্যতে নিশ্চিত করুন যে চকলেট বা অন্য কোনো বিষাক্ত খাবার বিড়ালের নাগালের বাইরে থাকে। দ্রুত চিকিৎসা শুরু করলে আপনার বিড়ালের সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তরমুজ কি দেওয়া যাবে?
হ্যাঁ!
আমি পাউরুটি খাওয়াই কোন সমস্যা হবে
যদি মাঝে মধ্যে অল্প করে দেন তাহলে সমস্যা হবে না।
দাদা আমার বিড়াল ১০ দিন হয়ে গেছে বাড়ি ফেরে নাই আমার মনের অবস্থা খুব খারাপ
আমি ওকে কিভাবে খুঁজে পাবো দযা করে 🙏🙏আমাকে পরামর্শ দেন।
এটা দেখতে পারেনঃ ua-cam.com/video/i_Lp2dEKoao/v-deo.html
আমি এক দুই দিন মিমিকে কেক দিচছিলাম 😢
আমার বিড়াল 2 মাস বয়স।পানি না খাওয়া কি স্বাভাবিক?পানি খায়না দেখে ভাত মাংসে স্টক বেশি দিয়ে ব্লেন্ড করে খাওয়াই।
কতদিন থেকে এটি লক্ষ্য করছেন?
@PoshaPraniPlus আসলে এই বাচ্চাটা আমি এডপ্ট করেছি 5 6 দিন আগে।যার কাছে ছিলো সে নাকি দুধ দিতো গরুর।আমার কাছে তো পানি খাচ্ছেনা।
তাহলে চিন্তা করবেন না! নতুন পরিবেশে আসার কারণে এইরকম করছে। এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
@@PoshaPraniPlus ধন্যবাদ 😊
সিদ্ধ ময়দার রুটি খেতে পারবে কি?
অল্প খেতে পারবে।
আমার বিড়াল দুধের সাথে রুটি মাখিয়ে দিলে তবেই খায়।
ধন্যবাদ, বাটানগর, পশ্চিমবঙ্গ।
অনুগ্রহ করে নিজের কন্ঠ দিন ,রোবোটিক ভয়েজের ভিডিও দেখা খুবই বিরক্তিকর।
খুব শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ!
বিড়াল কি আলু,ডাল,নরমাল সবজি খেতে পারে???
হ্যাঁ!
ভাইয়া বিড়ালের বাচ্চাকে কি প্যাকেটের গুড়া দুধ গরম পানি দিয়ে মিশিয়ে খাওয়ানো যাবে।
না দেওয়ায় ভালো। তাদের জন্য একটি দুধ পাওয়া যায় যা কিটেন ফর্মুলা বলা হয় তা খাওয়াতে পারেন। যদি এটা না পান তাহলে ভালো কোম্পানির গুড়া দুধ নিয়ে প্যাকেটের গায়ে যে পরিমাণ লেখা আছে তা দিবেন ও তার সাথে ৫০ মি.লি. পানি বেশি দিয়ে ভালোভাবে ফুটিয়ে খাওয়াবেন।
@@PoshaPraniPlus ধন্যবাদ ❤️
He jabe😊
Tahole Ki Khawabo ?
এই ভিডিওতে দেখানো খাবারগুলো!
ua-cam.com/video/BvjrxRYy60g/v-deo.html
Bhai apnar video deikha cat owner Ra bhoy paiya jabe and apni jebhabe tuila dhorsen eto o abr beshi beshi na
ভিডিও তৈরি করার সময় আমার লক্ষ্য থাকে বিড়াল সম্পর্কে সঠিক তথ্য ও সচেতনতা পৌঁছে দেওয়া। কখনো কখনো আমি এমন বিষয় তুলে ধরি যা গুরুত্বপূর্ণ হলেও ভয়ের সৃষ্টি করতে পারে। তবে, আমার উদ্দেশ্য কখনোই কারো মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করা নয়। ভিডিওর তথ্য যদি খুব বেশি ভয় তৈরি করে, তাহলে প্রয়োজনে বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন।
আমার বিড়ালটা শুধু মুরগির কলিজা দিয়ে ভাত মেখে দিলে খায়।।অন্য কোনো খাবার দিলেও খায় না।মাছ ও খেতে চায় না।।শুধু মুরগির কলিজা খায়।।সবসময় কলিজা খেলে কি কোনো সমস্যা হবে ওর??
না! কোনো সমস্যা হবে না।
আমার মুয়েজ্জাও শুধু মুরগির কলিজা খায়, আর অন্য কিছু পছন্দ করে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে।
প্লিজ বলেন কি করব
apnar kache biral ache?
হ্যাঁ!
কিন্তু রাস্তার বিড়াল তো এরকম খাবারই খায়।কই তাদের তো কোনো সমস্যা হয় না। এমনকি আমার পরিচিত যারা বিড়াল পোষে তাঁরাও বিড়ালকে এরকম খাবার দেয়। সেইসব বিড়ালেরও কোনো সমস্যা হয় না।
এই খাবারগুলো অল্প করে বা মাঝেমধ্যে দিলে সেইরকম সমস্যা করে না কিন্তু নিয়মিত দিলে সমস্যা করে।
@@PoshaPraniPlus কিন্তু আমি যাদেরকে দেখেছি তারা তাদের বিড়ালদের এই খাবারগুলো অর্থাৎ মশলা,লবণ দিয়ে মাছ মাংস,তরকারি,দুধ,ভাত, মাছের কাঁটা, মাংসের হাড় নিয়মিতই দেয়,আর তাদের বিড়ালগুলো অনেক সুস্থও থাকে।
ভুল করছে উনারা
আমাদের পালিত বিড়ালটি মারা গেছে মারা যাওয়ার আগে খাবার খেতে পারতো না এবং বমি করতো এর কারন কি
@rimarobidas-ex7bo হয়তো ফ্লু হয়েছিলো।
কেউত বলেন কি করব
দুই মাসের বিড়াল কে কেক খাওয়ালে কোন ক্ষতি হবে?
সপ্তাহে ২/৩ বার অল্প করে খেতে দিলে সমস্যা হবে না।
কি করে অন্য খাবারে অভ্যাস্ত করবো ??
আপনি কিছুদিন তাকে ক্যাট ফুডের সাথে অল্প করে অন্য খাবার দিবেন এবং প্রতি ২ দিন পর পর ক্যাট ফুডটির পরিমাণ কমাতে থাকবেন ও অন্য খাবারের পরিমাণ বাড়াতে থাকবেন। এক পর্যায়ে গিয়ে আর ক্যাটফুড দিবেন না বা দিলেও সপ্তাহে ২ বার দিবেন। এইভাবে করতে থাকেন তাহলে বিড়ালটি অন্য সব খাবারে অভ্যস্ত হয়ে যাবে।
Biral dudh khabena🫡😆
গরুর মাংস ১ মাসের বাচ্চা কে সিদ্ধ করে খাওয়ানো যাবে?
অল্প করে দিতে পারেন।
শসা খেলে কি বিড়ালের কোন ক্ষতি হয়???
না।
Amk aktu blben sheddho ata biral khele Kono prblm hobe kina??
না! কোনো সমস্যা হবে না।
❤
Tahole biral khabe ki 🙄
এই নিয়েও একটি ভিডিও দেওয়া রয়েছে।
তাহোলে খাওয়াবো কি?
এই গুলো খাওয়াবেনঃ ua-cam.com/video/BvjrxRYy60g/v-deo.htmlsi=iRR6O3xAcyvC-Fkl
বিড়াল প্রথম কত মাস বয়সে প্রেগন্যান্ট হয় ?
৬ মাস থেকে ১ বছরের মধ্যে। এটা বিড়ালের জাত ও শরীরের গঠনের উপর নির্ভর করে।
কাচা ডিম খাওয়ানো যাবে
না!
সিদ্ধ মাছ ভাতের সঙ্গে মেখে দেই
আমার বিড়ালের গায়ে পোকা (উকুন) হয়েছে কি করব?
আপনি এই ভিডিও দেখতে পারেনঃ
ua-cam.com/video/creSmKnpJy0/v-deo.html
amar cat mosla chara khete chai na
আমাদের বিড়ালদের তো আম্মু মাংস মাছ লবণ দিয়ে সিদ্ধ করে দেয় নইলে তারা খেতে চায় না।কোন problem হবে কি তাদের?
এখন না হলেও পরে হতে পারে।
Salt is toxic for cats
কি খাবার খাওয়াতে হয়
বিড়ালের খাবারে প্রোটিনসমৃদ্ধ উপাদান থাকা প্রয়োজন কারণ তারা মাংসাশী প্রাণী। সিদ্ধ মাংস যেমন মুরগি, গরুর মাংস কিংবা কাঁটা ছাড়া মাছ তাদের জন্য আদর্শ খাবার। এছাড়াও, বাণিজ্যিকভাবে তৈরি বিড়ালের খাবার (ড্রাই কিবল বা ওয়েট ফুড) ব্যবহার করা যেতে পারে কারণ এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক মাত্রায় থাকে। মাঝে মাঝে সিদ্ধ ডিম বা রান্না করা সবজি যেমন গাজর, মিষ্টি আলু কিংবা কুমড়াও দেওয়া যেতে পারে। পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি তাদের সুস্থতার জন্য অত্যাবশ্যক।
তবে কিছু খাবার আছে যা বিড়ালের জন্য ক্ষতিকর। পেঁয়াজ, রসুন বা চকোলেট তাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। কাঁচা মাংস বা মাছ খাওয়ালে পরজীবী বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকে। অনেক বিড়াল ল্যাকটোজ সহ্য করতে পারে না ফলে দুধ বা দুগ্ধজাত খাবার তাদের ডায়রিয়ার কারণ হতে পারে। অতিরিক্ত লবণ, মশলাযুক্ত খাবার এবং অ্যালকোহল তাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই বিড়ালের খাদ্য তালিকা নির্ধারণের সময় তাদের শারীরিক চাহিদা ও পুষ্টি প্রয়োজনীয়তা বিবেচনা করা উচিত। প্রয়োজনে পশুচিকিৎসকের পরামর্শ নিন।
আরও বিস্তারিত জানুনঃ ua-cam.com/video/BvjrxRYy60g/v-deo.html
স্যার বলছি একটা বিড়াল বাচ্ছা আমাকে আঁচড় দিয়েছে হালকা রক্ত বের হয়েছে আবার আমি কি করবো। বিড়ালের বয়স ২ মাস 😔
কিছু করতে হবে না।
স্যার কোনো অসুবিধা হবে না তো
বলছিলাম যা বিড়াল বাচ্ছাটা বাড়িতে থাকে কিন্তু ওর মা বাইরে বাইরে ঘোরে
প্লিজ বলুন
না!
এক বছর এর বিড়াল কে ডিম দুধ অথবা কেইক বিস্কুট দিতে পারবো
এক বছরের বিড়ালকে ডিম, দুধ বা কেক-বিস্কুট খাওয়ানোর বিষয়ে সতর্ক থাকতে হবে। সিদ্ধ ডিম বিড়ালের জন্য একটি ভালো প্রোটিন উৎস হতে পারে তবে এটি অবশ্যই কাঁচা না দিয়ে সিদ্ধ করে দিতে হবে কারণ কাঁচা ডিমে সালমোনেলা বা অন্যান্য সংক্রমণের ঝুঁকি থাকে। তবে অল্প পরিমাণে এবং মাঝে মাঝে দেওয়া উচিত। অন্যদিকে, দুধ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখা জরুরি যে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক বিড়াল ল্যাকটোজ হজম করতে পারে না। ফলে সাধারণ দুধ দিলে তাদের পেটে গণ্ডগোল বা ডায়রিয়া হতে পারে। দুধ দিতে চাইলে ল্যাকটোজ-মুক্ত দুধ দেওয়া নিরাপদ। কেক বা বিস্কুট বিড়ালের জন্য মোটেই উপযুক্ত নয়, কারণ এগুলোতে চিনি, ময়দা, প্রিজারভেটিভ এবং কখনো কখনো বিষাক্ত উপাদান যেমন চকোলেট বা জাইলিটল থাকতে পারে যা বিড়ালের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। তাই, বিড়ালের খাদ্যতালিকায় সুষম ও পুষ্টিকর খাবার যেমন ক্যাট ফুড রাখা সবচেয়ে ভালো।
@@PoshaPraniPlus মাছ কি পার্সিয়ান বিড়ালকে একটু বেশি পরিমাণে খাওয়াতে পারবো?? আমার বিড়ালটা মাসাআল্লাহ মাছ খেতে অনেক পাগল
জ্বী! পারবেন। তবে মসলা ছাড়া সিদ্ধ করে।
@@PoshaPraniPlus ধন্যবাদ। এখন বিড়ালটা মাঝে কাশি দেয় । মনে হয় ঠান্ডা লাগছে কোন ঔষধ খাওয়াতে হবে জানা থাকলে বলেন প্লিজ
Death is the part of every animal life
দাদা আমার বিড়াল আটা ছানা বা ময়দা ছানা খেতে পছন্দ করে। যখন সে কিছু খায় না তখন আমি আটা বা ময়দা ছেনে দিলে ও খেয়ে নেয়।
এটি এক সময় গিয়ে বড় সমস্যা সৃষ্টি করবে। আপনি এর পরিবর্তে সিদ্ধ ডিমের কুসুম দিতে পারেন।
@Posha Prani Plus @Posha Prani Plus ভাইয়া আমাদের বিড়ালটি বোধ হয় pragnent কিন্তু সে আবার বেধ হয় কৃমিতে আক্রান্ত। বিড়ালকে কি pragnent অবস্থায় কৃমি ঔষধ খাওয়ানো যাবে?আর কৃমি ঔষধ ডিলেনটিন বা আলবিন খাওয়ানো যাবে?
Tahole biralke ki khayano uchit
এই নিয়েও দুইটি ভিডিও দেওয়া আছে।
@@PoshaPraniPlus o thanks
আমার বিড়ালকে এক কিলোমিটার দূরে ফারিয়ে দিয়েছিল আমার আম্মু সে আবার ফিরে এসেছে
বিড়ালকে কখনও ফেলে দেবেন না। সম্ভব হলে কাউকে পোষার জন্য দিবেন।
Faltu lok😢
তোমার আম্মু রাগ কইরা ফালাইয়া দিয়েছি
কিন্তু পরে আইসা পড়ছে এখন আম্মুকে অনেক আদর করে আর বিড়ালকে
আর মানুষকে ফালতু বলবে না কিছু না জেনে😠
তাহয়লে খাওবো কি ?
এই গুলোঃ ua-cam.com/video/BvjrxRYy60g/v-deo.html
সে কি ফিরে আসতে পারবে? হাফ কিলোমিটার দূরে রেখে এসেছি
না!
কিন্তু আমার বিড়াল ফিরে এসেছে
😇
O Jodi apnar posh Valo babe mane tahole joto duri raikhen na kn fire ashbe,,kintu koshto paile ashbo na, biral k fale ashole kn
Choto belay biral paltam tokhon ato idea silo na j ki khawaite hoy....to ami ore sob somoy milk e dise ar or kono somosha hoy nai o 12bosor bachse.....
হয়তো তার শরীর এটিকে সহ্য করে নিয়েছিল কিন্তু অনেক বিড়াল এটা সহ্য করতে পারে না। যা বিস্তারিত ভাবে আমি ভিডিওতে বলেছি।
বিড়ালকে ফেমিকন খাওয়ানো যায়?
না!
দেশ গ্রামে এতো কিছু দেখে না যা দেয় তাই খায়
মরেও না, বংশবিস্তার কোরতে থাকে
সুস্থ থাকে।
আর কত ধং সবার
আমি বিরক্ত আমার বাসায় এমন এক পাগলরে দেইখা।
সে মানুষ খুন কোরে ফেলবে কিন্তু
বিড়ালের যত্ন নিবে।
আমার একটা বিড়াল ছিল যে এত টা আমাদেরকে ভালোবাস তো যে বলার বাইরে আমার পাসে ঘুমিয়ে থাকতো যদি বলতাম পুষি কই আর যেখানে থাকতো চলে আসতো আমি ও খুব ভালো বাসতাম আমার পুষি কে খাবারে কিছুতে মুখ ও দিত না আমার পুষি কে আমি মাইপোস এ দুধ খাওতাম তা ছাড়া খেতো ও না যেখানে যেতাম নিয়ে যেতাম আর ভালো ছিল যে বলার বাইরে আর মাথার ফুল নিয়ে খেলতে খুব ভালো বাসতো ওই নিয়ে খেলতো আমি ঘুমালে পুষি ও ঘুমাতো আমি সব সময় দেখে রাখতাম বাইরে গেলে বাড়ি নিয়ে চলে আসতাম কুকুরে কামড়ে দিবে বলে অনেক বার অনেক কিছু হয়ে ও ছিল পুষির জর পায়ে লাগা আরো অনেক কিছু তবে ও আমাকে ছেড়ে কালকে যে কি হয়ে গেলো যায়নি উপরে খেলছিল বারান্দায় ওখান থেকে নিচে পড়ে গেল না বাইরে চলে গেছিল কুকুরে মারলো আমার পুষিকে অনেক খুশি তাও পেলাম না নামাজ সেস হয়ে যাওয়ার পর বাইরে গিয়ে দেখি আমার পুষি সেস 😢😢তবে বেঁচে ও ছিল নাক দিয়ে রক্ত পড়ছে চোখ কেমন হয়ে গেছে হাঁটতে ও পারে না ডাক্তার ও দেখালাম ঠিক হয়ে যাবে বল্লো বাড়ি এনে ওষুধ খাওয়া লাম কিছু হলো না রাত যত বাড়ে পুষির কষ্ট আরো বাড়ে আমি কষ্ট যে দেখতে পারলাম না 😢😢নিচে রাখলাম খাটে বসে আছি রাতে মরে গেল 😢😢😢😢আমি পুষির মা ছিলাম সবাই বলতো আমার পুষি আজ নেই আমি যে খুব কষ্টতে আছি পুষি ছাড়া আল্লাহ আমার পুষিকে জান্নাত দিও তোমার আমার পুষির লেগে দোয়া করিও😢😢😢😢
প্লিস হেল্প me
আমার বিড়াল এর বয়স ২ মাস ওকে অনেক অল্প পরিমাণ ছাগলের মাংস সিদ্ধ করে ভাত দিয়ে মেখে দিলে ও অনেক পছন্দ করে এতে কি ওর কোন ক্ষতি হবে প্লিজ বলবেন
কোনো ক্ষতি হবে না।
আমার বিড়াল হাড় অনেক পছন্দ করে খায়। হাড় দেওয়া বন্ধ করে দিবো?
মাঝে মাঝে দিতে পারেন তবে দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে বিড়ালটি গলায় হাড় আটকে না দেয়।
আমি তো আমার বিড়াল কে দুধ বিয়ে থাকি। 😢😢😢😢😢
এটা মাঝেমধ্যে দিলে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু প্রতিনিয়ত দিলে সমস্যা হবে।
১ মাসের বিড়ালের বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছি ১০+দিন ধরে এখন ওকে দুধ ছাড়া কি খাওয়াবো??
আপনি এ সময় কাটা ছাড়া মাছ ও হাড় ছাড়া মাংস সেদ্ধ করে দিতে পারেন। ভাত দিতে চাইলে অল্প পরিমাণে মাছের সাথে মিশিয়ে দিবেন। এবং ধীরে ধীরে দুধ খাওয়ানো কমিয়ে দিবেন।