আমি স্বপনো দেখা বিষয় টা ছেড়েই দিয়েছিলাম,,,, এই ভিডিও টা দেখার পর আমি এবাদতের বিষয় টা বাড়িয়ে দেবো,, যাতে আমি অনেক সুন্দর সুন্দর স্বপন দেখতে পারি,, ইনশাআল্লাহ
আমার জিবনের প্রথম কোন কিছু দেখে বা শুনে ভাল লাগলো মিডিয়ায় তা হলো আজকের এই সপ্ন সম্পর্কে আলোচনা শুনে, প্রতিটা কথাই মহামুল্যবান অত্যান্ত চমৎকার, লোকটা কে আল্লাহ আরো দীর্ঘদিন হায়াত দান করুক আমিন।
আমি অনেক সময় বুঝতে পেরেছি আমি যে স্বপ্নের মধ্যে আছি,তখন স্বপ্ন টা ভাঙার জন্য স্বপ্নের মধ্যে ঘুমাতে যেতাম আমার স্বপ্ন ভেঙে যেত। এটা আমি পরিক্ষিত। ইসলাম ১০০% সত্য আমি নিজেই প্রমানিত, আমি ঘুমের মধ্যে অনেক দিন শয়তানের সাথে লড়াই করেছি, প্রচুর ভয় পেয়ে গেলে তখন কালেমা পড়া শুরু করতেই আমার ঘুম ভেঙে যেত। আল্লাহকে আমি ১০০% বিশ্বাস করি তাই বাস্তবে এবং স্বপ্নে সব যায়গাতেই আল্লাহ আমাকে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ! অনেক তাৎপর্যপূর্ণ আলোচনা শুনলাম। স্বপ্নের ব্যাপারে আমাদের আগ্রহ অনেক কম। কিন্তু আল্লাহ সুবহানাতায়ালা স্বপ্নের মাধ্যমে আমাদের পথনির্দেশ দিয়ে থাকেন। আমরা নবীদের জীবনীতে শুনেছি, কিন্তু সে বিষয়টায় মনোযোগ দেই না। আল্লাহ উনার এবং আমাদের জ্ঞান আরো উন্নত করুন। আমিন
সুবহানাল্লাহ। অনেক ভাল আলোচনা❤ আমিও কিছু স্বপ্ন দেখেছিলাম আর সেগুলো কি হয় সেটা দেখার অপেক্ষায় আছি। কাউকে বলা হয়নি কখনো। ঘুম ভাঙ্গার পর ভাল অনুভূতি হচ্ছিল, ভেবেছিলাম আল্লাহর পক্ষ থেকে...
আগে ডাউনলোড করেছি তারপর সম্পূর্ণ ভিডিওটা দেখেছি,,,,,, মাশাআল্লাহ স্বপ্ন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। জ্ঞানী মানুষের জ্ঞানের গভীরতা অনেক,,,,,, আমাদেরকে এমন সুন্দর একটা সাক্ষাৎকার উপহার দেওয়ার জন্য সাবস্ক্রাইব করলাম।
এ বিষয় টা আমাকে অনেক ভাবায়। প্রায় ৪ /৫ বছর আগে থেকে আমি যদি রাতে কোন খারাপ কাজ করে ঘুমাই তবে আমি কোন স্বপ্ন দেখিনা। কিন্তু আমি যদি ভালো কাজ করে ঘুমাই, দোয়া কালাম, অজু করে ঘুমাই তবে আমি স্বপ্ন দেখি। বেশীর স্বপ্ন ভীতিকর হয় এবং এতে আমার ঘুম ভেঙ্গে আর ঘুম আসেনা। তাছাড়া আমি স্বপ্ন দেখার পর খুব দ্রুতই আমি তা ভুলে যাই। লিখে রাখার চেষ্টাও করেছি। আপাতত আমি ব্রেইন নিয়ে PhD করছি। স্পেশালই Thought প্রসেস নিয়ে। ইনশাআল্লাহ সামনে স্বপ্ন দেখা বা এটা সম্পর্কে আর চিন্তা করবো।
আমি স্বপ্নের ব্যাখ্যা পড়া শুরু করেছিলাম ছোটবেলা থেকে, যখন অনেক ব্যাখ্যা মিলে যেত খুব আনন্দ পেতাম, তারপর ধীরে ধীরে এতে গভীর মনোনিবেশ শুরু করি, নিজের,পরিবারের, প্রতিবেশী দের সম্পর্কে দেখা স্বপ্নের ব্যাখ্যা করার চেষ্টা করতাম , আস্তে আস্তে সাফল্য অর্জন করি! এই স্বপ্নের ব্যাখ্যা যে কত আনন্দের তা যে চর্চা করে তাকে ছাড়া কাউকে বোঝানো মুশকিল
আমি প্রায় সপ্নে বুঝতে পারি যে এটা আমি সপ্ন দেখছি তাই অনেক সময় ভয়ের সপ্ন দেখলে নিজেকে সপ্নেই শান্তনা দেই যে এটা তো কেবল একটা সপ্ন মাত্র এটা কিভাবে সম্ভব 😒
অনুষ্ঠানের শেষের দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম কে নিয়ে যে স্বপ্নের কথাটা বললেন,, এটা যদি সত্যি হয়,,,, তাহলে আমরা মুসলমানরা খুব বড় বিপদের মধ্যে আছি।। সময় থাকতে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন
আমি অনেক স্বপ্ন দেখি এবং তা স্থায়ী ভাবে মনে রাখতে পারি। তবে কিছু স্বপ্ন দেখি কিন্তু তা মনে রাখতে পারি না, তবে সে স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে উঠে মনে এক অন্য রকম শাস্তি অনুভব হয় এবং একই স্বপ্ন বার দেখি কিন্তু তা বাক্য দ্বারা প্রকাশের মত পরিস্কার মনে পড়ে না। তবে মাঝে ভীতিকর স্বপ্ন দেখি এবং ঘুম ভেঙে যায় আউজুবিল্লাহী মিনাস শায়তনির রজিম পড়তে পড়তে। স্বপ্নে আবার কখনো কালিমা তয়িবাহ পড়তে পড়তে ঘুম ভেঙে যায়। আবার কখনো নামাজ পড়ছি স্বপ্ন দেখি (তখন নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম) স্বপ্নে যখন নামাজ পড়া দেখতে শুরু করলাম নিয়মিত তখন বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে, তখন থেকে আবার নামাজ পড়া শুরু করলাম। উল্লেখ্য যে, এখন নিয়মিত নামাজ পড়ি আর স্বপ্ন নামাজ পড়া দেখিনা । কেউ কি আমার স্বপ্নের ব্যাখ্যা করতে পারবেন?
যে রুপেই দেখেন না কেনও সত্যি এ-ই দেখছেন আপনি ও দেখতে পারবেন ইনশাআল্লাহ বেশি করে দুরুদ শরিফ পড়বেন নবী মুহাম্মাদুররাসুলুল্লাহ সাঃ এর পতি জীবন এর চেয়ে বেশি মহব্বত নিয়ে পড়িবেন
আমিও আমার প্রিয় নবীজি কে সপ্নে দেখেছি,তিনি নিজ মুখে আমাকে বলেছেন আমি তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ),,এবং আমি জিবরাইল ফেরেশতা কে এবং আরেকজন বুজুর্গ কে।আলহামদুলিল্লাহ
@@DolanShoishobস্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যার বই নিয়ে আমি অনেক স্টাডি করেছি। যতটুকু যানি ইসলামে স্বপ্নে মধু, দুধ এবং ফলের শরবত খেতে দেখা ভালো লখখন। আপনি দেখেছেন গাছটি আপনার জায়গার সীমানার শেষের দিকে কিন্তু আপনাদের জায়গায় নয় এর ব্যাখ্যা হতে পারে গাছটি ইসলাম ধর্মের প্রতিকী যার শাখা প্রশাখার শান্তির ছায়া আপনার উপর পরেছে যদিও আপনি অন্য ধর্মের। এখানে গাছটি আপনার সীমানার নয় মানে আপনি জন্ম গত মুসলিম নন
আর আপনার স্বপ্নের বাকি ব্যাখ্যা হতে পারে যে আপনি ইসলামের সেই সুশীতল ছায়ায় আসার পর ইসলামের শান্তির মধু পান করতে পারছেন আর মধু পরে জায়গা ভেসে জাওয়ার মানে হতে পারে সেই সাথে আপনার পরিবার বা বংশের উপর ও সেই মধুর স্রোত বয়ে যাবে। কিন্তু আপনি যে আল্লাহর কিছু অপছন্দনীয় কাজ মাঝে মাঝে করে ফেলছেন সে কারণে মধুর সাথে কিছু ছাই ও আপনার মুখে ঢুকে যাচ্ছে যা হয়ত আল্লাহ পাক চাচ্ছেন না তবে আপনি শেষ পর্যন্ত গুনাহমুক্ত হবেন আর তাই হয়ত আপনার ঘরের চালে আপনাকে আবার ও মধুর চাক দিয়ে আল্লাহ আপনাকে নেয়ামত দান ও তৃপ্ত করবেন
আমি একবার একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নটা ছিল এমন আমাকে কেউ একজন মন ফল খাওয়ালো যেটা আমি আগে কখনো দেখিইনি এমন কি বাংলাদেশের কোথাও এই ফলটি সম্পর্কে তেমন কেউ জানত বলেই আমার মনে হয়নি।এর অনেকদিন পর চ্যানেল আইয়ে কৃষি-দিবানিশী নামে একটা প্রোগ্রাম অনুষ্টানে দেখলাম শাইখ সিরাজ থাইল্যান্ডে গিয়ে একটা ভিডিও করেছিল যেখানে ড্রাগন ফলের। এবং ঐ ড্রাগন ফলের ভিডিও েদখে আমি পুরাই হতবাক কেননা সেই ড্রাগন ফল ই আমি স্বপ্নে খেয়েছিলাম।ওয়াল্লাহি এটা আমার বাস্তব একটা স্বপ্ন ছিল যেটা আমার এখনো মনে আছে।অবশ্য আমি সাদা ড্রাগন ফল খেয়েছিলাম স্বপ্নে লালটা নয়।আমাদের দেশে লালটা এভেইলেবল এখন।কিন্তু আমার এখনো অবাক লাগে এই স্বপ্ন নিয়ে।🙂
এর আগে আপনি হয়ত সেই ফল কোথাও দেখেছিলেন।যা আপনি খেয়াল করেন নাই। আপনার subconscious mind সেটা মনে রেখেছে।কিন্তু conscious mind সেটা মনে রাখেনি। তাই স্বপ্নে দেখেছেন। এটা এমন আহামরি কিছু না।
এতে নিজেকে খুব আহামরি কিছু মনে করার কারণ নেই। প্রত্যেকটা মানুষ লাইফে এরকম স্বপ্ন ১/২ বার হলেও দেখে। কেউ সেটা মনে রাখতে পারে, আর কেউ পারেনা। আমার নিজের সাথেই এমনটা কয়েকবার ঘটেছে। এটা আহামরি কিছু নয়। স্বাভাবিক ব্যাপার।
আমি একটা স্বপ্ন দেখেছি আজ থেকে প্রায় ৪-৫ বছর হল কিন্তু স্বপ্নটা এখনো মনে আছে, স্বপ্ন টা হল আমার স্ত্রীর পাড়ার ফুফুর কোলে সুন্দর একটা ফুটফুটে ছেলে বাচ্চা, ফুফুর কোল থেকে আমার কোলে এসে বাচ্চাটা খুবই খুশি, আর সেই ফুফুর নিকটে বাচ্চা যেতে চাইছে না। এমতাবস্থায় আমার ঘুম ভেঙে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কি কেউ দিতে পারবেন??? তবে এ-ই স্বপ্নের ব্যাখ্যা আমি নিজে করেছি কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। এবং তা আমার মনে গভীর বিশ্বাস জন্ম নিয়েছে যে তাই স্বপ্নের ব্যাখ্যা হবে।
প্রচুর জ্ঞানী মানুষ,, এবং প্রচুর গবেষণা করেছেন।
উনার কথা শুনেই বুঝা যাচ্ছে উনি অসংখ্য ইসলামিক বই পড়েছেন।উনার জ্ঞান অর্জনে আল্লাহ আরো বেশী সাহায্য করুক।
আমিন
bhaiya ... onar naam ki?
আমিন ❤
Amin
আমীন
অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আসলে জ্ঞানী মানুষদের কথা শুনতে ভালো লাগবেই। ভিডিও টা দেখে বেশি বেশি নেক আমল করার তাগিদও অনুভব করছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনাকে ধার্মিক হিসেবে কবুল করুণ । এবং জান্নাত দিক
আমি স্বপনো দেখা বিষয় টা ছেড়েই দিয়েছিলাম,,,, এই ভিডিও টা দেখার পর আমি এবাদতের বিষয় টা বাড়িয়ে দেবো,, যাতে আমি অনেক সুন্দর সুন্দর স্বপন দেখতে পারি,, ইনশাআল্লাহ
উনি অনেক জ্ঞানী মানুষ। আমরা উনার আরও ভিডিও চাই। আল্লাহর জন্য আরও ভিডিও দিবেন উনার। ☺️
অবশ্যই
youtube.com/@erdemakcaruyalarindili?si=WD3K-g4H7Xgg1KVu
উনার নাম কি
@@foisalfahim Erdem Akca
@@ServantOfAllah-007Ei nam kaw k paowa jay nei, kindly uanr channel ta suggest korte parben please
"যার সব কথা সত্য, সে সব সত্য সপ্ন দেখে'
Reff
@@jsp8074 ei video tei ache
Rights amio ta jani age theke..sotto badi bekti sotto sopnoi dekhe... Eta k elham bola hy... Alhamdulillah
আলহামদুলিল্লাহ অন্তর শান্তিতে ভরে গেল আলোচনাটা শুনে। আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতে উত্তম পুরস্কার দান করুন।
আমার জিবনের প্রথম কোন কিছু দেখে বা শুনে ভাল লাগলো মিডিয়ায় তা হলো আজকের এই সপ্ন সম্পর্কে আলোচনা শুনে, প্রতিটা কথাই মহামুল্যবান অত্যান্ত চমৎকার, লোকটা কে আল্লাহ আরো দীর্ঘদিন হায়াত দান করুক আমিন।
সুবহানাল্লাহ্
আল্লাহু আকবার
উনি সত্যই একজন জ্ঞানী মানুষ
জাযাকাল্লাহু খাইরান
বারাকাল্লাহু ফী হায়াতি
ইসলাম মানেই সুন্দর, এত সুন্দর ব্যাখ্যা কেও দিতে পারে না।
ইসলাম দিয়ে সব ভালো সম্ভব
ওনার কথাগুলো এক কথায় অসাধারণ
ছিল। আল্লাহ আমাদের সঠিক পথ চলার তৌফিক দান করুন আমীন।
আমি " সপ্ন " বিষয়টি নিয়ে অনেক আগ্রহী, vdo টি দেখে অনেক ভালো লাগলো।
আমিও,🥰👍
সত্যিকার অর্থেই একজন জ্ঞানী ও পরহেজগার মানুষ
স্বপ্ন নিয়ে এত সুন্দর ব্যাখ্যা আমি কোনদিন শুনি নি।জাজাকাল্লাহ
তাহলে আপনার উচিত ছিলো সূরা ইউসূফ পরা।😊
আমি অনেক সময় বুঝতে পেরেছি আমি যে স্বপ্নের মধ্যে আছি,তখন স্বপ্ন টা ভাঙার জন্য স্বপ্নের মধ্যে ঘুমাতে যেতাম আমার স্বপ্ন ভেঙে যেত। এটা আমি পরিক্ষিত। ইসলাম ১০০% সত্য আমি নিজেই প্রমানিত, আমি ঘুমের মধ্যে অনেক দিন শয়তানের সাথে লড়াই করেছি, প্রচুর ভয় পেয়ে গেলে তখন কালেমা পড়া শুরু করতেই আমার ঘুম ভেঙে যেত। আল্লাহকে আমি ১০০% বিশ্বাস করি তাই বাস্তবে এবং স্বপ্নে সব যায়গাতেই আল্লাহ আমাকে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ
আমার সাথেও সেইম অবস্থা হয়।
@@zaraislam8380 সবসময় আল্লাহকে বিশ্বাস করবেন ১০০%,বিশ্বাসে যেনো কোন কমতি না থাকে।
আমি অনেক করেছি, তবে বেশি ভাগ সময় আয়াতুল কুরছি পরতাম। তখন সফল বেশি হতাম।
@@sazzadrahi আমি সুরা ইয়াসিন পড়তাম, অনেক সময় ভুলে যেতাম।
মাশা আল্লাহ অনেক জ্ঞানি তিনি, বেস্ট ছিল প্রিয় নবীজি সঃ কে স্বপ্ন দেখার উপায়
সুবহান আল্লাহ!! আল্লাহ অনেক কিছু জানার তাওফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাইকে সত্য মিথ্যা বুঝার তাওফিক দিন। আমীন
শেষের কথাগুলো অসাধারন ছিলো❤
ইনি একজন জ্ঞানী আর আধুনিক মুসলিম।
মিনিংফুল স্বপ্ন কেবল তাঁদের কাছেই আসে যারা ভালো মনের মানুষ
Right 👍🏻
অনেক বিডিও দেন
Yes
এই ব্যক্তির নাম কী
মাশাআল্লাহ!
অনেক তাৎপর্যপূর্ণ আলোচনা শুনলাম।
স্বপ্নের ব্যাপারে আমাদের আগ্রহ অনেক কম। কিন্তু আল্লাহ সুবহানাতায়ালা স্বপ্নের মাধ্যমে আমাদের পথনির্দেশ দিয়ে থাকেন। আমরা নবীদের জীবনীতে শুনেছি, কিন্তু সে বিষয়টায় মনোযোগ দেই না। আল্লাহ উনার এবং আমাদের জ্ঞান আরো উন্নত করুন। আমিন
সুবহানাল্লাহ। অনেক ভাল আলোচনা❤
আমিও কিছু স্বপ্ন দেখেছিলাম আর সেগুলো কি হয় সেটা দেখার অপেক্ষায় আছি। কাউকে বলা হয়নি কখনো। ঘুম ভাঙ্গার পর ভাল অনুভূতি হচ্ছিল, ভেবেছিলাম আল্লাহর পক্ষ থেকে...
ইহকাল ও পরকাল সতীনের ন্যায় ..
এদের একজন কে হাসালে অন্য জন কাঁদে।
দুজনেই একসাথে হাসতে পারে না।
কথাটা বাস্তব...
আপনাদের অসংখ্য ধন্যবাদ ❤ এতো কষ্ট করে এতো সুন্দর একটা কথোপকথন ডাবিং করার জন্যে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। খুব সুন্দর আলোচনা। কোনো ভুল হলে আল্লাহ আমাদের ক্ষমা আর হেদায়েত দান করুক।
"হে আল্লাহ, যারা অন্যায়ের বিরোধে যোদ্ধ করে শহীদ হয়েছেন তাদের আত্মার জন্য প্রার্থনা করি।তাঁদের ক্ষমা দান করুন এবং পরকালে তাদের মর্যাদা উন্নত করুন।"🤲🤲🤲
❤❤❤
@@MahsaSara Amin
Amin
শেষে একটা ম্যাসেজ দিয়ে গেলেন। আমরা বেশির ভাগই ইহুদিদের অনুশাসন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন...! 🙂🌸
আগে ডাউনলোড করেছি তারপর সম্পূর্ণ ভিডিওটা দেখেছি,,,,,, মাশাআল্লাহ স্বপ্ন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। জ্ঞানী মানুষের জ্ঞানের গভীরতা অনেক,,,,,, আমাদেরকে এমন সুন্দর একটা সাক্ষাৎকার উপহার দেওয়ার জন্য সাবস্ক্রাইব করলাম।
আমি আমার ২০ বছরের জীবনে অনেক স্বপ্ন দেখিছি এবং সত্য হয়েছে অর্থাৎ যেটা দেখিছি সেটাই হয় নাই তবে কাছাকাছি হয়েছে
এজন্য এরকম ভিডিও দেখলাম ❤❤❤❤
এই ভিডিও গুলো দেখতে খুবই ভালো লাগে-কত সুন্দর মাধুর্যতার সাথে অনুবাদ করা হয়🥰❤️
আমি ছোট কাল থেকে সপ্নের ব্যাখ্যা নিয়ে আনেক আগ্রহি ছিলাম ,আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে দিয়ে আমাদেরকে শেখাচ্ছে, জাজাকাল্লাহ❤
মাশাআল্লাহ। ওনি একজন মেধাবী মানুষ
আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে
অত্যন্ত জ্ঞানি ব্যক্তি
অসাধারণ ❤
আসলে আল্লাহ পাক আমাদের সবাইকেই জ্ঞান দিয়েছেন কিন্তু সবাই সঠিক ভাবে কাজে লাগাতে পারে না
আল্লাহ পাক আমাদের হিদায়ত দান করুন আমিন 🤲❤
অনেকদিন পর ভালো লাগার মতো একটা ভিডিও দেখলাম। অনুপ্রেরণা পেলাম।
আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেক কিছু বুঝতে পারলাম ও জ্ঞান অর্জন করতে পারলাম। আপনাদের অনেক ধন্যবাদ এত। সুন্দর শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য।😊
আলহামদুলিল্লাহ অনেক ভালো বিষয়ে জানলাম কিছুটা বুঝতে পারলাম।
অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ, মানুষিক শান্তি আসলো
খুব সুন্দর হইসে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ
জীবনে একটাই স্বপ্ন দেখতে চাই, জীবন স্বার্থক হবে
মাশাআল্লাহ
ফি আমানিল্লাহ
কথা গুলো শুনে ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ ভালো কিছু দেখার সুযোগ হল
আলহামদুলিল্লাহ,, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,, ভালো কিছু শিখলাম..
এ বিষয় টা আমাকে অনেক ভাবায়। প্রায় ৪ /৫ বছর আগে থেকে আমি যদি রাতে কোন খারাপ কাজ করে ঘুমাই তবে আমি কোন স্বপ্ন দেখিনা। কিন্তু আমি যদি ভালো কাজ করে ঘুমাই, দোয়া কালাম, অজু করে ঘুমাই তবে আমি স্বপ্ন দেখি। বেশীর স্বপ্ন ভীতিকর হয় এবং এতে আমার ঘুম ভেঙ্গে আর ঘুম আসেনা। তাছাড়া আমি স্বপ্ন দেখার পর খুব দ্রুতই আমি তা ভুলে যাই। লিখে রাখার চেষ্টাও করেছি। আপাতত আমি ব্রেইন নিয়ে PhD করছি। স্পেশালই Thought প্রসেস নিয়ে। ইনশাআল্লাহ সামনে স্বপ্ন দেখা বা এটা সম্পর্কে আর চিন্তা করবো।
উনার চ্যালেন আছে একটা সেইটা কে পেয়েছেন! পেয়ে থাকলে বলিয়েন
-আলহামদুলিল্লাহ💖 অনেক কিছু শিখলাম
অসাধারণ মাশাআল্লাহ অনেক দোয়া রইলো ভাই আপনাদের জন্য,জাযাকাল্লাহু খাইরান,
খুবই সুন্দর ও জ্ঞান মূলক আলোচনা ছিলো। ধন্যবাদ ❤️🥀
দয়া করে বেশি বেশি নওমুসলিম দের ভিডিও দিন
Ji,❤❤❤
Bro amar o same kotha..But am a muslim..😅
আমিও চাই
একদম ঠিক কথা বলেছেন ❤
English ভার্শন দেখতে পারেন
আর বাংলা আরেকটি চ্যানেল আছে
White beard official নামে
ইনশাআল্লাহ সত্যির পথে থাকা স্বপ্ন ও সত্যিই হবে
আমি স্বপ্নের ব্যাখ্যা পড়া শুরু করেছিলাম ছোটবেলা থেকে, যখন অনেক ব্যাখ্যা মিলে যেত খুব আনন্দ পেতাম, তারপর ধীরে ধীরে এতে গভীর মনোনিবেশ শুরু করি, নিজের,পরিবারের, প্রতিবেশী দের সম্পর্কে দেখা স্বপ্নের ব্যাখ্যা করার চেষ্টা করতাম , আস্তে আস্তে সাফল্য অর্জন করি! এই স্বপ্নের ব্যাখ্যা যে কত আনন্দের তা যে চর্চা করে তাকে ছাড়া কাউকে বোঝানো মুশকিল
আপনি কি এখনও সপ্নের ব্যাখ্যা করেন। আমার দরকার ছিল
পৃথিবী তার সুযোগগুলো নিয়ে আমাদের মুখের সামনে জ্বলজ্বল করছে, কিন্তু পরকাল অন্ধকার হয়ে আসছে।
সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুক্তাকীনদের জন্য..?
যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহা যাত্রার শেষ মঞ্জিল....
17:17_18:28 Most powerful information 😮🖤🤍❤️
18:29_19:55 ata amar sathe hoi plz pray for me 😭🙏🤲...
Allah jeno ai vai k uttom protidam dan koren 🤍
আল্লাহ তায়ালা উনাকে অন্তর্দৃষ্টি দান করেছেন সুবহানাল্লহ।
🤔 অনেক সুন্দর তথ্য ও আলোচনা।
.... আলহামদুলিল্লাহ্ 👉🌹❤
আমিও স্বপ্নের ব্যাখ্যা করি, বহু স্বপ্নের ব্যাখ্যা হুবুহু ফলেছে আলহামদুলিল্লাহ।
Ekta obbibahito meyar sopne nijk ordho nogno dekha. Ar lojja pawa atar mane ki..pray 2-3br same sopno dekheci
@@aungunsarkar2538 সরাসরি এভাবে বললে তো হয়না। ব্যক্তির অবস্থাভেদে ব্যাখ্যা নিরূপিত হয়। আশা করা যায় তার বিয়ের প্রস্তাব আসবে ইনশাআল্লাহ।
@@aungunsarkar2538 ইনশাআল্লাহ তার বিয়ের প্রস্তাব আসবে
আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম।
আমি প্রায় সপ্নে বুঝতে পারি যে এটা আমি সপ্ন দেখছি
তাই অনেক সময় ভয়ের সপ্ন দেখলে নিজেকে সপ্নেই শান্তনা দেই যে এটা তো কেবল একটা সপ্ন মাত্র
এটা কিভাবে সম্ভব 😒
অনেক কিছু জানতে পারলাম
আলহামদুলিল্লাহ ❤
স্বপ্ন নিয়ে এতো সুন্দর ব্যাখ্যা.
মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান আল্লাহুআকবার❤
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ,, আল্লাহ আমাদেরকে সটিক পথ দেখান।
স্বপ্ন নিয়ে আমি একটা বই পড়েছি কিছু টা অসাধারণ ব্যাখ্যা ছিল ওটা তে।। লিখেছিলেন একজন তাবেই রহঃ।। ❤
বইয়ের নাম কি?
কথা একদম ক্লিয়ার
স্পষ্টভাষী ❤❤❤
আমি বিয়ে করার পূর্বে আল্লাহ আমার স্বপ্নে স্ত্রী'কে যে অবস্থায় দেখিয়ে ছিলো - ঠিক সে অবস্থায় আমি পেয়েছি এবং দেখতে ঠিক তেমন ই - আল্লাহু আকবার!
্ধন্যবাদ অনুবাদ করে আমাদেরকে পৌছানোর জন্যে।
আমি মাঝে মধ্যে সপ্নে কুরআনের বিশেষ সুরা ইয়াসিন পড়তে দেখি
আমার প্রশ্নের উত্তর পেয়েছি । tnks❤
আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা।
ইসলাম কত বিস্তৃত ও সুমহান। ইসলাম তো শুধু একটি ধর্ম নয়, পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমরা ইসলাম -কে শুধু নামাজ, রোজার মধ্যে সীমাবদ্ধ করে রাখছি।
অসাধারণ আলোচনা ❤ উনার আরও ভিডিও দেখতে চাই
youtube.com/@erdemakcaruyalarindili?si=WD3K-g4H7Xgg1KVu
আসসালামু আলাইকুম আমি এই চ্যানেলটা থেকে অনেক কিছু জেনেছি এবং অমুসলিমরা কিভাবে মুসলমান হচ্ছে তাও জেনেছি
অনুষ্ঠানের শেষের দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম কে নিয়ে যে স্বপ্নের কথাটা বললেন,, এটা যদি সত্যি হয়,,,, তাহলে আমরা মুসলমানরা খুব বড় বিপদের মধ্যে আছি।। সময় থাকতে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন
বাহ্
অসাধারণ।
আমার প্রিয় চ্যানেল ❤
আপনাদের প্লাটফর্ম টি আরও এগিয়ে যাক।
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো
আমি অনেক স্বপ্ন দেখি এবং তা স্থায়ী ভাবে মনে রাখতে পারি। তবে কিছু স্বপ্ন দেখি কিন্তু তা মনে রাখতে পারি না, তবে সে স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে উঠে মনে এক অন্য রকম শাস্তি অনুভব হয় এবং একই স্বপ্ন বার দেখি কিন্তু তা বাক্য দ্বারা প্রকাশের মত পরিস্কার মনে পড়ে না। তবে মাঝে ভীতিকর স্বপ্ন দেখি এবং ঘুম ভেঙে যায় আউজুবিল্লাহী মিনাস শায়তনির রজিম পড়তে পড়তে। স্বপ্নে আবার কখনো কালিমা তয়িবাহ পড়তে পড়তে ঘুম ভেঙে যায়। আবার কখনো নামাজ পড়ছি স্বপ্ন দেখি (তখন নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম) স্বপ্নে যখন নামাজ পড়া দেখতে শুরু করলাম নিয়মিত তখন বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে, তখন থেকে আবার নামাজ পড়া শুরু করলাম। উল্লেখ্য যে, এখন নিয়মিত নামাজ পড়ি আর স্বপ্ন নামাজ পড়া দেখিনা । কেউ কি আমার স্বপ্নের ব্যাখ্যা করতে পারবেন?
আলহামদুলিল্লাহ্ আমার উয়াইফ এখন মুস্লিম
আগে হিন্দু ছিল।
সিলেট ছাতক।
আলহামদুলিল্লাহ! সুবহানাল্লাহ!
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে স্বপ্নে দেখেছি?❤
🙄🙄 Ki rupe dekhcen suni
যে রুপেই দেখেন না কেনও সত্যি এ-ই দেখছেন আপনি ও দেখতে পারবেন ইনশাআল্লাহ বেশি করে দুরুদ শরিফ পড়বেন নবী মুহাম্মাদুররাসুলুল্লাহ সাঃ এর পতি জীবন এর চেয়ে বেশি মহব্বত নিয়ে পড়িবেন
@@MdJayedAhamedভালো বলেছেন
আমিও আমার প্রিয় নবীজি কে সপ্নে দেখেছি,তিনি নিজ মুখে আমাকে বলেছেন আমি তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ),,এবং আমি জিবরাইল ফেরেশতা কে এবং আরেকজন বুজুর্গ কে।আলহামদুলিল্লাহ
@@MdJayedAhamed আমি দেখছি ভাই তাই জিজ্ঞাস করলাম কি রূপে দেখছে না দেখে জিজ্ঞাস করি না
আমি যতটুকু সম্ভব নিজেই নিজের সপ্ন ব্যাখ্যা করে থাকি,,এবং মিল ও পাই।
ভাই আপনি একজন সৌভাগ্যবান, সত্য স্বপ্ন দেখা আল্লাহর নেয়ামত। আমিও আলহামদুলিল্লাহ অনেক সত্য স্বপ্ন দেখি ।
@@DolanShoishobস্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যার বই নিয়ে আমি অনেক স্টাডি করেছি।
যতটুকু যানি ইসলামে স্বপ্নে মধু, দুধ এবং ফলের শরবত খেতে দেখা ভালো লখখন।
আপনি দেখেছেন গাছটি আপনার জায়গার সীমানার শেষের দিকে কিন্তু আপনাদের জায়গায় নয়
এর ব্যাখ্যা হতে পারে গাছটি ইসলাম ধর্মের প্রতিকী যার শাখা প্রশাখার শান্তির ছায়া আপনার উপর পরেছে যদিও আপনি অন্য ধর্মের। এখানে গাছটি আপনার সীমানার নয় মানে আপনি জন্ম গত মুসলিম নন
আর আপনার স্বপ্নের বাকি ব্যাখ্যা হতে পারে যে আপনি ইসলামের সেই সুশীতল ছায়ায় আসার পর ইসলামের শান্তির মধু পান করতে পারছেন আর মধু পরে জায়গা ভেসে জাওয়ার মানে হতে পারে সেই
সাথে আপনার পরিবার বা বংশের উপর ও সেই মধুর স্রোত বয়ে যাবে।
কিন্তু আপনি যে আল্লাহর কিছু অপছন্দনীয় কাজ মাঝে মাঝে করে ফেলছেন সে কারণে মধুর সাথে কিছু ছাই ও আপনার মুখে ঢুকে যাচ্ছে যা হয়ত আল্লাহ পাক চাচ্ছেন না
তবে আপনি শেষ পর্যন্ত গুনাহমুক্ত হবেন আর তাই হয়ত আপনার ঘরের চালে আপনাকে আবার ও মধুর চাক দিয়ে আল্লাহ আপনাকে নেয়ামত দান ও তৃপ্ত করবেন
@@DolanShoishobস্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী কোন আলেমকে জিজ্ঞেস করুন।
@@DolanShoishobAta akta vlo shopno
আমি একবার একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নটা ছিল এমন আমাকে কেউ একজন মন ফল খাওয়ালো যেটা আমি আগে কখনো দেখিইনি এমন কি বাংলাদেশের কোথাও এই ফলটি সম্পর্কে তেমন কেউ জানত বলেই আমার মনে হয়নি।এর অনেকদিন পর চ্যানেল আইয়ে কৃষি-দিবানিশী নামে একটা প্রোগ্রাম অনুষ্টানে দেখলাম শাইখ সিরাজ থাইল্যান্ডে গিয়ে একটা ভিডিও করেছিল যেখানে ড্রাগন ফলের। এবং ঐ ড্রাগন ফলের ভিডিও েদখে আমি পুরাই হতবাক কেননা সেই ড্রাগন ফল ই আমি স্বপ্নে খেয়েছিলাম।ওয়াল্লাহি এটা আমার বাস্তব একটা স্বপ্ন ছিল যেটা আমার এখনো মনে আছে।অবশ্য আমি সাদা ড্রাগন ফল খেয়েছিলাম স্বপ্নে লালটা নয়।আমাদের দেশে লালটা এভেইলেবল এখন।কিন্তু আমার এখনো অবাক লাগে এই স্বপ্ন নিয়ে।🙂
আপনি মোবাইল ব্যাবহার করেন কয়টা পর্যন্ত??? রাত
@@bestinworld133😆😆
এর আগে আপনি হয়ত সেই ফল কোথাও দেখেছিলেন।যা আপনি খেয়াল করেন নাই। আপনার subconscious mind সেটা মনে রেখেছে।কিন্তু conscious mind সেটা মনে রাখেনি।
তাই স্বপ্নে দেখেছেন। এটা এমন আহামরি কিছু না।
@@pumpkin4814Right
এতে নিজেকে খুব আহামরি কিছু মনে করার কারণ নেই। প্রত্যেকটা মানুষ লাইফে এরকম স্বপ্ন ১/২ বার হলেও দেখে। কেউ সেটা মনে রাখতে পারে, আর কেউ পারেনা। আমার নিজের সাথেই এমনটা কয়েকবার ঘটেছে। এটা আহামরি কিছু নয়। স্বাভাবিক ব্যাপার।
আলহামদুলিল্লাহ সব কথা গুলই সুন্দর
অসাধারণ ও তথ্যবহুল আলোচনা।
কে কে মুসলিম হয়ে নিজেকে গর্বিত মনে করেন"...!!😇🤲
Mashallah... অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো।
আমি একটা স্বপ্ন দেখেছি আজ থেকে প্রায় ৪-৫ বছর হল কিন্তু স্বপ্নটা এখনো মনে আছে, স্বপ্ন টা হল আমার স্ত্রীর পাড়ার ফুফুর কোলে সুন্দর একটা ফুটফুটে ছেলে বাচ্চা, ফুফুর কোল থেকে আমার কোলে এসে বাচ্চাটা খুবই খুশি, আর সেই ফুফুর নিকটে বাচ্চা যেতে চাইছে না। এমতাবস্থায় আমার ঘুম ভেঙে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কি কেউ দিতে পারবেন??? তবে এ-ই স্বপ্নের ব্যাখ্যা আমি নিজে করেছি কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। এবং তা আমার মনে গভীর বিশ্বাস জন্ম নিয়েছে যে তাই স্বপ্নের ব্যাখ্যা হবে।
Thank you so much for good true analysis speech. ❤
আমি স্বপ্ন দেখি খুব কম যা দেখি মনে রাখতে পারি না, আবার দু একটা যা মনে থাকে তা ঘটে যায় আমার আশেপাশে।
উনার।কথা।গুলো।সুনে।আনেক।ভালো।লাগলো।তিপতি।পেলাম
আপনাদের অনুবাদ আসাধারন।
মাশাআল্লাহ অনেক তথ্য মূলক আলোচনা শুনলাম।
আলহামদুলিল্লাহ।
Shubhan Allah ❤❤❤
কথাগুলো খুবই সুন্দর ছিল ধন্যবাদ
স্বপ্নে আমি কিছু জায়গায় যাই অনেকদিন পরে সত্যি সেই জায়গায় আমি যাই
MashaAllah ,,Alhamdulillah,Allah ho akbor
টানা ৬ টা ভিডিও দেখলাম আলহামদুলিল্লাহ ❤❤
Ashole onek kichu janar ache amader. ❤❤❤
Assalamu walikum,Actually sotti Kotha bolta Ami onk kecu dahi,kentu SA gulo hoy but kao ra bujata pari na,are sotti ai gulo hoy G
Too Ai Manus to sobkecu Bola Ami ata bujata chai amader somajer Amn onk Manus asa kno buja na seta janta chai,G
Masah allah May Allah bless everyone of humans to understand the futures by dream.and qualify by honesty.