ভারতবর্ষের মুক্তি সংগ্রামের ইতিহাসে আচার্য শঙ্করের অবদান - পর্ব -৩

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 1

  • @debabratadas9704
    @debabratadas9704  2 місяці тому +1

    👆
    ভারতবর্ষের মুক্তি সংগ্রাম এবং শঙ্করাচার্য -পর্ব‌‌‌ -(৩)
    গত পর্বে আমরা "আখড়া"র গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেছি। এই আখড়া একটি সংঘবদ্ধ শক্তিশালী প্রতিষ্ঠান। যেখান হতে দশনামী অস্ত্রধারী সন্ন্যাসীদের বীরত্ব ও সাহসিকতার পরিচয় পাওয়া যায়। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায়,তাঁরা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কতখানি প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন, সর্বোপরি তাঁদের কার্যকারী ভূমিকা এবং তাঁদের প্রতি নির্ভরতা যে কোনও শাসকের কাছে কতটা আবশ্যিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল । এই দশনামী অস্ত্রধারী নগ্ন সন্ন্যাসীদের বীরত্ব ব্যঞ্জক ইতিকথা আমাদের যেমন আশ্চর্য করে, একই সাথে আচার্য শঙ্করের বৌদ্ধিক ও রাজনৈতিক দূরদর্শিতাও আমরা গভীর ভাবে উপলব্ধি করতে পারি।কথাবাসরের ২৯তম পর্বে, আমরা এমনই এক দুঃসাহসী বীর্যবান নাগাসন্ন্যাসীর বীরত্বব্যঞ্জক জীবনেতিহাস তুলে ধরার প্রয়াস করেছি; এটি বর্তমান আলোচনার তৃতীয় পর্ব 🌷