আমরা কি আসলেও শিক্ষিত ?

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • সুশিক্ষা মানুষকে চিন্তা করতে শেখায়। ভালো খারাপ বোঝার ক্ষমতা দেয়। কোনো দিকে পক্ষপাতিত্ব না করে লজিক দিয়ে out of the box ভাবতে শেখায়। নিজের অস্তিত্ব এবং অধিকারকে আদায় করতে শিখায়।
    শিক্ষা যে শুধু আমরা বই এর পাতাতেই পাই বিষয়টা কিন্তু এমন নয়। এখনতো পড়াশুনা অনেকটা পরীক্ষার হলে mcq কমন পাওয়ার জন্য করা হয়। এটাকে আপনারা শিক্ষা বলবেন কিনা জানি না, তবে আমার কাছে শিক্ষা হচ্ছে এমন একটা হাতিয়ার যা দিয়ে আমি আমার জীবনে সুন্দর পরিবর্তন আনতে পারবো । আমাদের প্রত্যেকদিন এর কাজে কর্মে আমরা কিছু না কিছু শিখি। এখন এই শিক্ষা আপনি কিভাবে কাজে লাগিয়ে আপনার নিজের জীবন সুন্দর করবেন সেটা একান্তই আপনার উপর নির্ভর করে। তবে যাই বলেন নিজের অধিকার নিয়ে কথা বলতে ভঁয় পেলে আপনি আর যাই হন শিক্ষিত হন নি।
    তবে যাওয়ার আগে কবি কাজী নজরুল ইসলাম এর আমার পথ প্রবন্ধের কিছু লাইন বলি , দেশের যারা শত্রু, দেশের যা-কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা! আমার এমন গুরু কেউ নেই, যার খাতিরে সে আগুন-সত্যকে অস্বীকার করে কারুর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে-দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত । আমি কোনো দিনই কারুর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচ জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করব না ।

КОМЕНТАРІ • 6

  • @joydey4133
    @joydey4133 Місяць тому

    Thanks for this Video 🎉

  • @Riyadkhan866
    @Riyadkhan866 Місяць тому

    এই সময় এই ভিডিওটা অনেক দরকার...! 🖤

  • @sujoysaha8670
    @sujoysaha8670 Місяць тому

    ❤❤❤

  • @user-ug1zz6eo1o
    @user-ug1zz6eo1o Місяць тому

    First views like and comment