দেয়ালে পিঠ ঠেকে গেলে এই ৬ টি বিষয় করুন | How To Make The Greatest Comeback Of Your Life in 2024

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • অনেক সময় আমাদের জীবনে এমন একটি পর্যায় চলে আসে যখন আমাদের মনে হয় আর না, যা হওয়ার হইসে এখন আমার আগাইতেই হবে। পিঠ একদম দেয়ালে থেকে যায় সব কিছু শেষ মনে হয়, মনে হয় এখন একটা কামব্যাক করা দরকার । আজকের ভিডিও টা সেই সব মানুষের জন্যই। কারণ যখন জীবনে কিছু হারানোর মতো থাকে না তখন আমাদের ফুল পটেনশিয়াল বের হয়। তো চলুন জেনে নেই কিভাবে অই সময়ে টাইমটাকে কাজে লাগাতে পারবেন-
    ১. ইমিডিয়েট একশন নেয়া শুরু করতে হবে। দেখেন আমাদের একটা এক্সকিউজ অনেক বেশি থাকে। কাল থেকে করবো৷ কিন্তু এই কাল থেকে করাটাই আর হয় না। পৃথিবীতে যত সাক্সেসফুল মানুষ আছে তারা কিন্তু কোনো কাজ কালকের জন্য ফেলে রাখে নি।
    ২৷ ইমিডিয়েট একশন নিবেন বুঝলেন। কিন্তু কি একশন৷ ওয়েট আ মিনিট। আপনি একটা রুটিন ম্যানেজ করবেন। আর মোস্ট ইম্পোরটেন্ট থিং। রুটিন টা যেন ফ্লেক্সিবল হয়। খেলা, খাওয়া প্রেম কাজ সব কিছুই রাখবেন রুটিন এ। এমন রুটিন বানাবেন না যে মেইন্টেইন করতে পারতেসেন না।
    ৩। নিজের রুম টা গুছিয়ে নিবেন। একটা বিষয় লক্ষ করবেন। যখন আমাদের ফিল হয় লাইফে একদম বাজে সিচুয়েশনে আমরা তখন সাধারনত রুম অগোছালো থাকে। এখন বলতে পারেন ভাই, রুম গোছানোর সাথে সাক্সেস এর কি সম্পর্ক।
    ট্রাস্ট মি আছে সম্পর্ক। আপনি অগোছালো পরিবেশএ কখনও নিজের মাইন্ডকে স্থির করে কোনো কাজে লাগাতে পারবেন না।
    ৪। ডিসিপ্লিন ইজ এভ্রিথিং। এমন কখনই পসিবল না দিন রাত ২৪ ঘন্টাই আপনার কাজ করতে ইচ্ছা করবে। সো আপনি যেই রুটিন বানিয়েছেন সেই রুটিন অনুযায়ী আপনার খারাপ লাগা সময়টাতেও কাজ করতে হবে।
    ৫। বয়স ২০ এর উপরে গেলে একটা ইনকাম সোর্স এর ব্যবস্থা করেন। ট্রাস্টমি টাকা ছাড়া মা বাবাও ঘরে কথা শুনাবে ২৩ পার হলে। কিছু একটা করেন। স্কিল কাজে লাগান, পার্ট টাইম জব করেন।
    ৬। পৃথিবীটাকে এক্সপ্্লোর করেন। অনেক সময় খুব ছোট প্রবলেমকে আমাদের অনেক বড় মনে হয়। আসলে পৃথিবি এতো সুন্দর এবং বৃহৎ ঘুরাঘুরি না করলে আপনি বুঝতে পারবেন না। খুব খারাপ লাগলে একটু নেটওয়ার্ক এর বাহিরে যান। দেখবেন যেই বিষয় এর জন্য আপনার খুব খারাপ লাগতেসে সেটা খুবই ক্ষুদ্র মনে হবে। নিজের মেন্টাল হেলথ অনেকাংশে ভালো হবে। তাই ঘুরা ঘুরি করেন বিভিন্ন জাতি ধর্ম সম্পর্কে জানেন। ভালো লাগবে এবং রিয়েল লাইফ প্রবলেম সলভিং করতে পারবেন।
    Bonus Types: শরীরের খেয়াল রাখেন। ট্রাস্ট মি ভাই, শরীর এমন একটা জিনিস যা একবার নষ্ট হয়ে গেলে ঠিক করা কঠিন। ট্রাই করেন নিজের কেয়ার করার। বেশি না হাস্পাতালের বারান্দা দিয়ে হাটলেই আপনি মানুষের আকুতি দেখে বুঝে যাবেন। তাই জীম এ যান, খাওয়া দাওয়া ঠিক করেন, ঘুমান। দেখবেন কাজে মনোযোগ আসবে।
    ২০২৪ এর ১ মাস চলে গেছে। এখনও যদি লাইফে কামব্যাক না করতে পারেন তাহলে আর কখন। ভিডিও তো দেখলেন, এখনই ইমিডিয়েট একশন নিন। আর কমেন্ট এ জানান কি নিয়ে পরবর্তী ভিডিও চান। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিয।
    ⬇️follow me:
    Facebook: / muntasirmooon
    Instagram: / muntasir_mooon
    ➤ Other Videos you Must Watch:
    Dark Reality Of Motivational Videos: • Dark Reality Of Motiva...
    ৫টি সেরা ক্যামিক্যাল ফ্রি ন্যাচারাল ফেসওয়াশ ব্র্যান্ড: • ৫টি সেরা ক্যামিক্যাল ফ...
    ৫টি সেরা ক্যামিক্যাল ফ্রি ময়েশ্চারাইজার: • ৫টি সেরা ক্যামিক্যাল ফ...
    ➡️ Hello guys this is Muntasir Moon. Welcome to our official UA-cam channel Muntasir style. Here I gives you fashion, grooming, skin care, lifestyle related video. I hope you guys are enjoying that. if you enjoyed my videos then, please keep supporting me and subscribe our channel.🌎
    ➡️For business Enquiries : muntasirstyle@gmail.com
    So stay tuned with us and if you like this video hit the Subscribe button. Thanks❤️

КОМЕНТАРІ • 6

  • @dramabuzz4112
    @dramabuzz4112 7 місяців тому

    Informational video bro

  • @asif23381
    @asif23381 7 місяців тому

    Apner daily routine er akta vdo cai vai...😊

    • @MuntasirMoon
      @MuntasirMoon  6 місяців тому

      Okay vaiya I'll make a video

  • @siamrahman9018
    @siamrahman9018 6 місяців тому

    Bhai amr boyosh 18
    Amr hairline receding hocche Ami ki korbo

    • @MuntasirMoon
      @MuntasirMoon  6 місяців тому

      ভালো মতো হেয়ার কেয়ার করেন। মাথার চুল এ ব্যান্ড ইউজ করবেন না