Jakhan porbe na mor payer chinho ei bate by Debadrito Chattopadhyay. Rabindrasangeet.

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2018
  • Rabindrasangeet.
    Jakhon porbe na mor.
    Singer : Debadrito Chattopadhyay.
    Music arrangement : Subrata Mukherjee.
    Album : Debadrito-r Anubhabey.
    Nabarabi kiron / Srinivas music
    AV by Gourab Das.
    যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
    আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
    চুকিয়ে দেব বেচা কেনা,
    মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
    বন্ধ হবে আনাগোনা এই হাটে--
    তখন আমায় নাইবা মনে রাখলে,
    তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
    যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
    কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
    ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
    শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়--
    তখন আমায় নাইবা মনে রাখলে,
    তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
    তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
    কাটবে দিন কাটবে,
    কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
    ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি--
    চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
    তখন আমায় নাইবা মনে রাখলে,
    তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
    তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
    সকল খেলায় করবে খেলা এই আমি-- আহা,
    নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,
    আসব যাব চিরদিনের সেই আমি।
    তখন আমায় নাইবা মনে রাখলে,
    তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে॥

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @DebadritoChattopadhyay
    @DebadritoChattopadhyay  7 місяців тому +10

    ua-cam.com/video/FHCAH-ZKxHE/v-deo.htmlsi=mDM3O5UtB7cKnoYK

  • @mdsakib-px3kh
    @mdsakib-px3kh 3 роки тому +736

    অবহেলা, অনাদর প্রিয়জনশূন্যতায় যখন জীবন ভাড়ি হয়ে উঠে তখন মনে হয় মৃত্যুতে চরম সুখ। তবুও যদি তারা আমায় একবার খুজতো।

  • @pritilatamahato6630
    @pritilatamahato6630 3 роки тому +327

    কমেন্টে রেখে গেলাম
    আজ থেকে বহু বছর পর আমি যখন আর থাকবোনা তখন কেউ ক্লান্ত দূপুরে নয়তো শান্ত সন্ধ্যায় একাকী গানটি শুনবে আর জীবনের মানে বুঝবে ❤
    মনে রেখো গানটি বড্ড প্রিয় ছিল আমার❤

    • @sahidakhatun8768
      @sahidakhatun8768 3 роки тому +6

      দিদিভাই তোমার সঙ্গে আমি একমত।

    • @mdnayanali3700
      @mdnayanali3700 3 роки тому +9

      আমার খুব প্রিয় গান এই টা
      আমি কুষ্টিয়া থেকে,কুষ্টিয়া শিলায়দাহ যেকানে বোসে রবীন্দ্রনাথ এই গানটা যেখানে বোসে উনি লিখেছিলেন সেই দিঘিতে এখনও উনার নৌকা খানি আজও আছে,আমাদের কুষ্টিয়া শিলায়দাহ।

    • @user-fj2gd2tx5d
      @user-fj2gd2tx5d 3 роки тому +5

      একদম ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️যখন থাকবোনা কেউ হয়তো একদিন পড়বে আর আমার মতো এই অনুভব তা করবে

    • @bhaskardolui1062
      @bhaskardolui1062 2 роки тому +2

      তোমাদের সঙ্গে আমার একমত।।।।।।।।।।।।।।

    • @santochele1993
      @santochele1993 2 роки тому +1

      😔😔♥️♥️🙏🏻🙏🏻

  • @dinislam691
    @dinislam691 Рік тому +175

    ২০২৩ শে এসেও গানটি শুনছি, আপনিশুনে থাকলে প্লিজ লাইক দিন! 🖤

  • @sharifmahamud3943
    @sharifmahamud3943 Рік тому +97

    এই লাফালাফির যুগেও এসে যারা এইসব গান শুনেন আসলেই উনারা লিজেন্ড ❤

    • @fahimevan6067
      @fahimevan6067 Рік тому +2

      আমারা এই লাফালাফির যুগে নেই ভাইয়া

    • @tanjinatasnim6702
      @tanjinatasnim6702 Рік тому +1

      Vaia ai sob gangulor sore orthe morme j abeg onovuti moner na bola vasa khuje paoa jay ai jugeer gane tar angsik tokuo nei

    • @mdsharif-xt3kk
      @mdsharif-xt3kk 7 місяців тому

      👍👍

  • @jagatpatimondal9856
    @jagatpatimondal9856 Рік тому +114

    এখান থেকে বহু বছর পরে আমি আর থাকব না।হয়তো ক্লান্ত দুপুরে, না হয় শান্ত সন্ধায় কেও একজন এই গানটি শুনে তার জীবনের অর্থ খুঁজবে❤️
    মনে রেখ এই গানটি আমারও খুব প্রিয় ছিল❤️

    • @DebadritoChattopadhyay
      @DebadritoChattopadhyay  Рік тому +1

      Bhalo thakben

    • @eibnulkyespolok4600
      @eibnulkyespolok4600 Рік тому +5

      একদিন আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে তখনো পৃথিবী চলতে থাকবে তার নিজ গতিতে কেউ মনে রাখুক বা না এবার রাখুক আমাকে আপনাকে এটাই বাস্তব

    • @AnikGuha-om6wn
      @AnikGuha-om6wn Рік тому +1

      Sundat gan.story of life.

    • @nayanbiswasarnob
      @nayanbiswasarnob Рік тому

      কি সুন্দর বহিঃপ্রকাশ।

    • @subhaschandradas4786
      @subhaschandradas4786 Рік тому

      Hh 🙏

  • @chinmoyroy4870
    @chinmoyroy4870 2 роки тому +89

    রবিঠাকুর জীবনের চরম সত্যি টাকে তুলে ধরছেন।এখানে কেউ বাদ যাবেনা।
    আমার মৃত্যুর পর শূন্যতা ,শুধুই শূন্যতা।

  • @user-hm5hx2ny4n
    @user-hm5hx2ny4n 2 роки тому +56

    -কিছু মানুষ জানে না..🙂🥀
    -তাদের শূন্যস্থান তাকে ছাড়া কখনো পূর্ণ হয় না..!!😥💔🥀

  • @shekforid864
    @shekforid864 4 роки тому +287

    অভীমানের ভরপুর প্রকাশ ।। একমত হলে একটা লাইক দিতে ভুলো না ।‌।‌‌

  • @mdsaied3101
    @mdsaied3101 4 місяці тому +15

    ২৪ এসে গানটি আমার মত যারা শুনবেন তাদের জন্য রেখে গেলাম।সত্যি অসাধারণ একটি গান।যতবার শুনি ততই ভালো লাগে।

  • @kuntalghosh8446
    @kuntalghosh8446 2 роки тому +55

    বাবার সাথে 4 দিন আগে দুজন মিলে গানটা গাইলাম। সেদিন বাবা আমাদের ছেড়ে চলে গেল।ভালো থেকো বাবা।😔🙏

    • @user-oc5go6rr4j
      @user-oc5go6rr4j 2 роки тому +1

      কিছু মানুষ পৃথিবীতে বেচে থেকেও মৃত😔

    • @sushanta_promit7556
      @sushanta_promit7556 2 роки тому +1

      😭

    • @mithubhattacharjee4644
      @mithubhattacharjee4644 Рік тому

      এই গানটা শুনে আমার মনে হয়,আমার, জন্য,কিছু,আটকাবে,না

    • @mistrybaidya3572
      @mistrybaidya3572 Місяць тому

      😪,so sad.may god rest him in peace.

  • @rezaulrana5635
    @rezaulrana5635 2 роки тому +44

    গানটা ঠিক কতবার শুনেছি জানিনা,
    প্রত্যেকটা বার স্তব্ধ হয়ে যাই,
    আমি না থাকলেও তো কিছুই থেমে থাকবে না, তাহলে এতো আয়োজনের কোন ৃানে নাই, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো💝 16/5/2022

  • @evolution1628
    @evolution1628 2 роки тому +70

    মৃত্যুর পরবর্তী সময়ে যা ঘটে সেই চিরন্তন সত্যকে লিপিবদ্ধ করে রেখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুর সময় অন্তরে যে বিষন্নতা বেজে ওঠে এ গান তারই একটা দিকনির্দেশনা স্বরূপ

  • @ohidkhan6558
    @ohidkhan6558 2 роки тому +20

    সবচেয়ে মানসিক শান্তি বড় শান্তি। যেটা সবার কপালে জুটে না😭

  • @nilotpalbose1137
    @nilotpalbose1137 2 роки тому +24

    সত্যিই একদিন আমরা হারিয়ে যাব চিরকালের জন্য। কিন্তু সময় কখনোই থেমে থাকবে না। পৃথিবী তার নিজের মত করেই সূর্যকে প্রদক্ষিণ করতেই থাকবে। মহাবিশ্ব নিজের নিয়মে চলতেই থাকবে। 💖💞

  • @bablu7355
    @bablu7355 2 роки тому +24

    যখন ক্লান্ত লাগে খুব দুনিয়া,এত কিছু করে যাই,যখন মনে পরে,কত আপন চলে গেলো এই সুন্দর দুনিয়া ছেড়ে,গানটি শুনি,এটা ২০২১, ৩০২১ এ এসেও বাংলা ভাষাবাসি মানুষ গানটি শুনবে,হয়তো আমার কোনো আপন জন শুনবে,আমি তখন থাকবো না,আহা দুনিয়া,কি অদ্ভত স্রষ্টার লিলাখেলা।

    • @biswanathghosh3236
      @biswanathghosh3236 2 роки тому +1

      আমিও একদিন এই পৃথিবী ছে ডে
      চলে যাবো তখন কেউ কি মনে রাখবে না এটাই স্বাভাবিক জীবনের এটাই সত্যি

  • @Khadijakterima
    @Khadijakterima Рік тому +16

    কারো মনেই হয়তো মনে রাখার মতো কিছু করতে পারিনি।কেন মনে রাখবে সবাই আমাকে!অসম্ভব সুন্দর বাস্তব কথা নিয়ে গান টা।ধন্যবাদ খুবই নগন্য কবি গুরুর জন্য।আমরা কৃতজ্ঞ আপনার কাছে।

  • @das000creation
    @das000creation Рік тому +20

    যখন নিজেকেই বড় একা মনে হয় 😂😓। কারো প্রতি ভালোবাসা ও অভিমান করে 💔। এই গানটি শুনে মনকে শান্তনা দেয়!💕❤

  • @nilotpalbose1137
    @nilotpalbose1137 2 роки тому +32

    গানের অর্থেই স্পষ্ট হয়ে ওঠে যে, কবিগুরু কত মহান একজন দার্শনিক ছিলেন। 🥲🥰

  • @shilpamanna1388
    @shilpamanna1388 3 роки тому +27

    যতবার আপনার এই গান টি শুনি ,ততবারই আমার চোখ ভরে ওঠে। সত্যিই খুব হৃদয়স্পর্শী।

  • @ARAney-tl7km
    @ARAney-tl7km 3 роки тому +23

    বাঁশির সুরটা বেশি নাড়িয়ে দিলো আমাকে সাথে আপনার অনবদ্য গলার সাথে রবী ঠাকুরের শিল্প মিলে মিশে একাকার❤

  • @rokeyasultana5829
    @rokeyasultana5829 3 роки тому +18

    আমার পছন্দের গান।যখন আমি থাকবো না তখনই সবাই শুনবে।আর আমাক মনে পরবে।কিন্তু তখন তো আমি থাকবো না।

  • @user-qp7id5tz8b
    @user-qp7id5tz8b 3 роки тому +59

    কথা গুলো খেয়াল রাখবেন, কন্ঠ মধুমাখা,মুগ্ধ হয়ে গেছি💗💗💗

    • @anupamdas7225
      @anupamdas7225 2 роки тому +2

      কন্ঠ শুধু নয় বাদকরাও সমান সম্মান প্রাপক

  • @amitmallick9571
    @amitmallick9571 Рік тому +27

    জীবনের সব প্রিয় জিনিষ গুলো হয়তো
    নিসিদ্ধ, না হয় অবৈধ, না হয় অন্য কারো ❤️

  • @amitdas5276
    @amitdas5276 2 роки тому +15

    গান টির মধ্যে জীবন আছে.....কেউ নেই পাশে আজ ..সব এসেছে তাদের স্বার্থ নিয়ে ....স্বার্থ পূরণ করে তারা ফিরে গেছে.... তবে এই মঞ্চে লেখক তো আমি না.......

  • @shantanudas7731
    @shantanudas7731 2 місяці тому +2

    একদিন আমিও থাকবো না এই পৃথিবীতে, আমার কথা খুব কম মানুষেরই তখন মনে থাকবে। এটাই প্রকৃতির নিয়ম।
    এই গানটা শুনলে মনে অনেক শান্তি লাগে। রবি ঠাকুর তোমার কোনো তুলনা হয় না। ❤️❤️

  • @mrinalinibiswas6394
    @mrinalinibiswas6394 2 роки тому +19

    এই পৃথিবীতে যেদিন থাকবো না, সেদিন সত্যি কি কারোর স্মৃতি তে থাকব?অলস দুপুরে অথবা অস্তগামী সূর্যের আলোয় মনে রবে আমারে?

  • @simabhattacharya4962
    @simabhattacharya4962 4 роки тому +26

    বড় ভালো গেয়েছেন দাদা...বড় হৃদয় ছোঁয়া...❤❤😌...বড় প্রাণ জুড়ানো গেয়েছেন।

  • @nppedu
    @nppedu 9 місяців тому +6

    আহ!
    অসাধারণ!
    গানের কথাগুলোর সাথে সুরের অনবধ্য সংমিশ্রণ।
    হৃদয়ে কেমন যেনো শুন্যতা হাহাকার করে উঠে!!

  • @arpanroy9967
    @arpanroy9967 3 роки тому +9

    একরাশ মুগ্ধতা......
    অনেক সাধনা,অনেক ভালোবাসার ফল এটা বোঝা যাচ্ছে।
    আমি ভাষা হারিয়ে ফেলেছি।
    ঈশ্বর তোমায় মঙ্গল করুন

  • @faimulhaque3194
    @faimulhaque3194 3 роки тому +21

    দিন শেষে এই গানের কথা গুলো কনো একজনকে ভুলতে দেয় না।। আর তাই দিন শেষে নিঝুম রাতে আমি থাকি তোমার স্মৃতি গুলো নিয়ে। 🖤🖤🖤

  • @papamakichu4081
    @papamakichu4081 Рік тому +5

    হাজারো আধুনিক গান রচনা হবে এবং কালক্রমে হারিয়ে যাবে কিন্তু রবিন্দ্র সংগীত,নজরুল সংগীত ঠিকে থাকবে পৃথিবীর অনন্ত কাল!!

  • @monishankar8479
    @monishankar8479 Рік тому +11

    জীবনের চরম বাস্তবতা তুলে ধরা হয়েছে।। সবার মন ছুয়ে যাবে এখানে

  • @MoumitaRoy430
    @MoumitaRoy430 5 років тому +27

    মুগ্ধ হয়ে গেলাম❤

  • @simantobissas2473
    @simantobissas2473 2 роки тому +4

    চরম সত্য এটাই রবী ঠাকুরের বহিঃপ্রকাশ! প্রণাম কবি গুরু 🙏🙏

  • @bijoyroy9643
    @bijoyroy9643 2 роки тому +5

    মুগ্ধ হয়ে শুনেছি তবে অনুভূতি শেয়ার করার মতো ভাষা নেই আমার।

  • @amitcb7436
    @amitcb7436 4 роки тому +11

    দাদা, অসাধারন লাগলো। আপনার গলায় অসাধারন লাগলো গানটা। খুব ভালো লাগলো। আমার খুব পছন্দের একটা গান। আপনার গলায় গানটা শুনে খুবই ভালো লাগলো। এই গানটা শুনলে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর এইভাবে গান গেয়ে যান। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shahriarrahim2266
    @shahriarrahim2266 2 роки тому +18

    মরে গেলে কেউই মনে রাখবে না, 🇧🇩

  • @falgunibiswas5736
    @falgunibiswas5736 Рік тому +26

    মরতে হলে শুধু আত্মাহত্যা করতে হয় না।এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে না বা কোনোদিন ও ভালোবাসবে না।প্রতিটা মুহূর্তে মরবেন.....🥲🥲🥲

  • @user-to6tk9sy8x
    @user-to6tk9sy8x Місяць тому +1

    দেবাদৃত, ভীষণ সুন্দর গেয়েছো মন ছুঁয়ে গেল, ভালো থেকো

  • @riponkarmakar3006
    @riponkarmakar3006 4 місяці тому +2

    Kub miss kori amar prio jonder jara aj amader chere chole grche 😢😢😢😢 baba , jetu dadu, boro mama, ar suscitra didi

  • @kamaleshb1
    @kamaleshb1 3 роки тому +7

    রুপঙ্করের চেয়ে ঢের ভালো গেয়েছেন। গুরুদেবের গান যে শুধুমাত্র গান নয়, একটি সাধনা, একটি আকুতি তাতে প্রাণ থাকতে হয়, প্রাণহীন অন্য গান শোনা গেলেও, রবীন্দ্র সঙ্গীত শোনা‌ যায় না। So the best of the lot is of course Jayati Didi and after that your one....🙏

  • @ankan195
    @ankan195 2 роки тому +6

    অসীম-অনবদ্যতার এক উজ্জ্বল প্রকৃষ্ট উদাহরণ।
    ধন্যবাদ দাদা ভাই 💙

  • @ujjaldas4132
    @ujjaldas4132 День тому +1

    Akhon রাত 2.06 ... কি শান্তি জে এই গান শুনে..
    Joto kosto abhimaan sob kichur abosan..

  • @tanvirshafaf9134
    @tanvirshafaf9134 2 роки тому +3

    মুগ্ধ হয়ে শুনেছি তবু শেয়ার করার মত ভাষা নেই আমার।

  • @rebekasultana4175
    @rebekasultana4175 3 роки тому +23

    অসাধারন ভাই তোমার কণ্ঠের জুড়ি নেই।এইগানটা মনকে এমনিতে কাদিয়ে দেয় তার উপর তোমার কণ্ঠে মাখন দেয়া মনে হচছে

  • @abhirupduttachowdhury1587
    @abhirupduttachowdhury1587 11 місяців тому +6

    আজ ২২শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে এই গানটা শুনে মনে হচ্ছে এক অন্য জগতে চলে গেছি😢। আপনার কন্ঠে এই গানটা অসাধারণ লাগছে। ❤ ✨️

  • @ARINDAMCHAKRABARTY
    @ARINDAMCHAKRABARTY 3 роки тому +2

    keyaa baatt....sabaass......

  • @rebachoudhury570
    @rebachoudhury570 2 місяці тому +1

    অপূর্ব কন্ঠ স্বর তেমন ই গান গাওয়ার ধরন অনেক দুর এগিয়ে যাও ❤❤

  • @amanibhamukherjeevlogs5262
    @amanibhamukherjeevlogs5262 2 роки тому +3

    দেবাদৃত, তোমার গান শুনে আমি আপ্লুত। আমি প্রাণ ভরে শুধু একবার পূজনীয় শান্তিদেব ঘোষ এবং তারপরেই তোমার গান শুনি। দুজনেই যেন আমার প্রাণের গায়ক। কি অপূর্ব গায়কী। তোমাদের গান শুনলে আমার মন প্রাণ আনন্দে ভরে যায়।

  • @sumankalyankarak4892
    @sumankalyankarak4892 2 роки тому +4

    যদি পেতাম ১ টি বার শুধু ১ টি বার সেই আবেগ পূর্ণ কবির চরণ স্পর্শ করতে ধন্য হতাম । আমি বা আমরা যখন আর থাকবো না তখন হয়তো কেউ এই গান শুনবে আর দেখবে সূর্যাস্তের সেই অস্তগামী রক্তিম আলোক রশ্মি এবং ভাবার চেষ্টা করবে আমাদের অনুভূতির কথা..........❤️

  • @susantasamaddar6344
    @susantasamaddar6344 2 роки тому +2

    লহ প্রনাম কবি গুরু। দেবাদৃত চট্টোপাধ্যায় ই আমার কাছে সেরা। অভিনন্দন জানাই মিষ্টি সুরেলা কণ্ঠি প্রিয় শিল্পীকে।।
    ঈশ্বর প্রদত্ত কন্ঠ আপনার দেবাদৃত বাবু। চালিয়ে যান সঙ্গে আছি।

  • @shuilemojumder4606
    @shuilemojumder4606 Рік тому +6

    যে শুধু সবাইকে ভালো বেসে যায় কিন্তু নিজে পায় শুন্য তখন অভিমানে কষ্টে ভিতর থেকে এই গানটি বেড়িয়ে আসে।

  • @Ritamcreativeart
    @Ritamcreativeart 3 роки тому +9

    কি অপূর্ব সুন্দর আপনার গানের গলা,অনেক শুভ কামনা রইলো।অনেক দূর ছড়িয়ে পড়ুক সঙ্গীত জীবন।

  • @prabirsarkar5549
    @prabirsarkar5549 4 роки тому +5

    অসাধারণ । অনবদ্য ভরাট গলা। গানটি আপনার কণ্ঠে বারবার শুনতে ইচ্ছে করে

  • @basude4330
    @basude4330 Місяць тому +1

    অসাধারণ অসাধারণ গেয়েছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @saptarshichakraborty1713
    @saptarshichakraborty1713 2 роки тому +3

    অসাধারণ একটা গলা আপনার, মনটা ভরে গেল। এমনিতেই প্রিয় একটা গান এটা,তার ওপর এই গলা।।

  • @subhadipsarkar9438
    @subhadipsarkar9438 2 роки тому +3

    এই গানের দ্ধারা রবি ঠাকুর আজীবন অমর হয়ে থাকবে বাঙালি জাতির অন্তরে 💖💖

  • @MdRabbi-cd6yy
    @MdRabbi-cd6yy Рік тому +3

    এখন থেকে বহু বছর পরে, যখন আমি থাকবো না,তখন এই গান শুনে আমারি মত কেও প্রিয় মানুষের মুখ স্বরন করবে,
    গান টি আমার কাছে অনেক প্রিয় তাই কমেন্ট রেখে গেলাম

  • @mdasadullah7317
    @mdasadullah7317 7 місяців тому +1

    আহা কি অপুর্ব গোসাই❤️

  • @santoshdebnath8040
    @santoshdebnath8040 2 роки тому +2

    গভীর শূন্যতায়, অবহেলা, অনাদর প্রিয়জনশূন্যতায় যখন জীবন ভারি হয়ে ওঠে তখন মৃত্যু ভয় কাটানোর মতো গান 💞💞💞💞💞🌹🌹👌👌👌👌🌹🌹👌👌🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌🌹🌹💝💝💝💝

  • @AtandraBhar
    @AtandraBhar 2 роки тому +6

    Excellent performance.probably u r professional singer. Proud to be Indian jai Hind

  • @noobmanab4047
    @noobmanab4047 2 роки тому +7

    ছাদের উপর এ বসে এক কাপ চা আর ফুরফুরে হাওয়া তার সাথে একটু মেঘলা মেঘলা আকাশ এবং কানে হেডফোন লাগিয়ে গান টা মন দিয়ে শুনলে অনুভূতি তাই আলাদা যেটা সবাই কে বলে বোঝাতে পারবোনা😌😌😌

  • @tapatidutta6977
    @tapatidutta6977 3 роки тому +5

    আপনার গান আমার ভীষন ভালো লাগে।যেমন কন্ঠস্বর তেমনই গায়কী আর কী মধুর আবেগময় আবেদন মনকে ছুঁয়ে যায়

  • @anitachatterjee6060
    @anitachatterjee6060 Рік тому +1

    Aapurbo ..aasadharon...mon vore gelo...

  • @mousumiroy4222
    @mousumiroy4222 2 роки тому +3

    যখন আমি থাকবো না 2021বলেগেলাম এই কমেন্ট টা থাকবে । কবি গুরু রবীন্দ্রনাথ আপনাকে শত কোটি প্রনাম।

  • @subarnabiswas5292
    @subarnabiswas5292 2 роки тому +4

    মন ছুঁয়ে যাওয়া গান। রবি ঠাকুরের আমাদের জীবনের প্রতি পরতে পরতে জড়িয়ে আছেন। মৃত্যু, নিষ্ঠুর ও চরম সত্যি।

  • @user-km6xe5qt9g
    @user-km6xe5qt9g 5 днів тому +1

    Amar pochonder sera o jiboner sera gaan aita, bar bar shuni❤

  • @RajuBiswas-pr1xk
    @RajuBiswas-pr1xk 2 роки тому +5

    "যখন পড়বে না মোর পায়ের চিন্হ এই বাটে" 😪 ভুলে যেও না আমাকে😭

  • @aapemir
    @aapemir Рік тому +3

    কখনো যদি হারিয়ে যেতে চাই তবো খুঁজে পাবে নাকো আমার এই পদোচিহ্ন...যা রয়ে যাবে কোনো এক অপূর্ণতায়🌸

  • @paltughosh5376
    @paltughosh5376 4 роки тому +6

    অসাধারণ গলার আওয়াজ। হৃদয় ছুঁয়ে গেল।

  • @pragnabantimusicals21
    @pragnabantimusicals21 2 роки тому +1

    জীবনের চরম সত্যি মৃত্যু। পরপার থেকে এই অনুভব শাশ্বত। আমাদের জীবনের শেষে পরম ও চরম সত্য কথা গুলি বোধহয় কবিগুরু ছাড়া আর কেউই এইভাবে লিপিবদ্ধ করতে পারতেন না। প্রিয় শিল্পীর আন্তরিত আবেদন গায়কীতে তা স্পষ্ট। সামান‍্য লেখনীতে ভালোবাসা জানালাম।

  • @openheart58
    @openheart58 4 місяці тому +1

    ঈশ্বর আপনাকে অশেষ ধন্যবাদ জানাই ছোট্র একটা জীবনে কত বিশাল অনুভুতি দিয়েছেন আপনি। এই গানে এক অন্য অনুভুতি দিয়ে যায়। কমেন্ট করে স্মৃতি রেখে দিলাম। শৈশবের বন্ধুদের কথা মনে পরে গেল। সুজিত, রাজেশ, সঞ্জিত, কবিতা, আমার মেয়ে খুশি আমার বউ সবিতা তোমাদের খুব মিস করছি।

  • @pritamsahoo5302
    @pritamsahoo5302 4 роки тому +6

    অনুভূতি গুলোকে উপভোগ করলাম।। মুগ্ধ হয়ে গেলাম

  • @hariefalchijibonerpasoward2100

    মন থেকে বলছি,,এই গান গুলা শুনলেই কেমন জানি মনে শান্তি পাই🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @techbd3154
    @techbd3154 2 місяці тому +2

    কি অপরুপ সৃষ্টি কবি গুরুর

  • @dipannitamazumdar7094
    @dipannitamazumdar7094 2 роки тому +1

    Mantromugdher moto sunlam.ki apurbo.jiboner charom shotti takey dekhte pai jayobaar ei gaanta suni.onek shonnobaad aapnake aar satokoti pronam aamar praner kobike. 🙏

  • @dracramulhaque2477
    @dracramulhaque2477 2 роки тому +4

    অপুর্ব গেয়েছো বাবা।মনটাই একদম ভরিয়ে দিলে।অনেক ভালো থাকো। শুভকামনা রইল তোমার জন্য। ❤

  • @kalyanmallick5959
    @kalyanmallick5959 5 років тому +4

    বাঃ মনটা ভরে গেলো , সুন্দর আয়োজন পুরো গানটিতে

  • @sumitamazumder6193
    @sumitamazumder6193 3 роки тому +2

    Ki valo geyechhen....❤️❤️, Kotha hariye gelo..... vabuk hoe gelam ....❤️

  • @UpamanyuKar
    @UpamanyuKar 2 роки тому +1

    Bah! Khub shundor.

  • @somenathdey9908
    @somenathdey9908 3 роки тому +3

    Ki sundor gola...♥️♥️♥️

  • @puspitasaha146
    @puspitasaha146 5 років тому +5

    Ei gaanta sunle jni na kmn emotional hye pori,bisesh kore ei line ta sunle,'tkhn k bole go sei prabhate nei ami'!

  • @user-dx8py7jn7l
    @user-dx8py7jn7l 11 місяців тому +1

    আমি হয়ত থাকবোনা কিন্তু আমার ভালোবাসা থাকবে তোমার জন্য, আর শুধুই তোমার জন্য

  • @dipannitapatra2660
    @dipannitapatra2660 Рік тому +1

    কিছু লেখার ভাষা পেলাম না। শুধু ই অসাধারণ

  • @azizulhaque5288
    @azizulhaque5288 2 роки тому +5

    গানটা শুনলে কোথায় যেন হারিয়ে যাই, বারবার শুনতে ইচ্ছে করে

  • @MdBabul-ts9yj
    @MdBabul-ts9yj 2 роки тому +19

    দাদা আপনাকে প্রণাম রইল। এই গানটা অনেকের কন্ঠেই শুনেছি কিন্তু তাদের মাঝে আপনাকে খুঁজে পাইনি। সত্যি অসাধারণ গেয়েছেন। যেমনি অমর হয়ে আছেন গানের লেখক তেমনি অমর হয়ে থাকবেন আপনি।

  • @francisrozario8813
    @francisrozario8813 2 місяці тому +1

    Excellent and my favourite song thankyou so much

  • @FriendsOfFire_2.0
    @FriendsOfFire_2.0 Рік тому +1

    চিরন্তন জনপ্রিয় এবং সববয়সী মানুষের হৃদয় গাঁথা গান। একমাত্র রবীন্দ্রনাথের পক্ষেই লেখা সম্ভব ছিল।

  • @shahnazsazu5822
    @shahnazsazu5822 3 роки тому +7

    He has a strong and beautiful voice and I like that so much.

  • @samirshakhari2228
    @samirshakhari2228 3 роки тому +3

    Just osadharon ❤️❤️❤️❤️👍👍👍👍

  • @uuuu3884
    @uuuu3884 2 роки тому +2

    এই অনন্য তথা গভীর অনুভূতির গান খানি এর আগেও অনেকবার শুনেছি কিন্তু আজ আপনার কন্ঠে এই গানখানি শুনে চোখের জল ধরে রাখতে পারিনি।রবিঠাকুর স্বয়ং যদি আপনার কন্ঠে তাঁর লেখা এই প্রিয় গান খানি শুনতেন তাহলে তিনিও অঝোরে কাঁদতেন। এই গান আবেগী আর বাউল মনে জীবন প্রান্তে অপেক্ষমাণ মৃত্যুকে যেভাবে উপলব্ধি করায় তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই।

  • @ohidulhabib4436
    @ohidulhabib4436 2 роки тому +2

    সদা সত্য অমর বাণী,,, নমস্কার,,, শ্রী রবিঠাকুর।।

  • @sudiptosarkar93
    @sudiptosarkar93 2 роки тому +3

    একটি কমেন্ট রেখে গেলাম.... মৃত্যু কোনো সময় মানে না...হয়তো কোনো এক সময় আমি আর থাকবো না...তখন এমন কোনো এক সময় আমার প্রিয়জনরা কেউ এসে দেখবে এই গানটা আমি অনেক শুনতাম...হয়তো তখন একটু হলেও আমায় মনে পড়বে...চোখের কোণায় অল্প কান্না জমা হবে...তখনোও আমি থাকবো কিন্তুু আকাশের তাঁরা হয়ে...❤️❤️❤️

  • @ashisghosh4508
    @ashisghosh4508 4 роки тому +4

    অসাধারণ একটি গাণ।আমার ভালো লাগা গাণগুলির মধ্যে একটি

  • @MrGautamaditya
    @MrGautamaditya 3 місяці тому +1

    দেবাদৃত খুব ভালো আওয়াজ আপনার।।
    শ্রীকান্ত আচার্যর সাথে খুব মিল।।
    সব মিলিয়ে খুব ভালো আওয়াজ

  • @sunilmondol6658
    @sunilmondol6658 Рік тому +2

    খুব ই সুন্দর অসাধারণ 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻

  • @shahidullahbhuiyan2317
    @shahidullahbhuiyan2317 2 роки тому +4

    রবি ঠাকুর এর গান আমার ভাল লাগে। আর এই গান টি আমার খুব প্রিয়।

  • @aniruddhaganguly4405
    @aniruddhaganguly4405 6 років тому +12

    Mesmerising and soulful voice 🤘👌

  • @niloysarkernil1540
    @niloysarkernil1540 Рік тому +2

    স্রষ্টার সৃষ্টির প্রতি কি অকৃত্রিম ভালবাসা,মহাকালের সিদ্ধান্তকে কি অবলীলাক্রমে মেনে নেওয়া,জীবনের কি সহজ স্বীকারোক্তি "মৃত্যু "। আহা! কতই না স্বাদের পৃথিবী একদিন ত্যাগ করতে হবে😢।কিন্তু কর্মগুলো কাল হতে কালান্তর পর্যন্ত রয়ে যাবে।