Ami Shunechhi Sedin Tumi | আমি শুনেছি সেদিন তুমি | Mousumi Bhowmik | Sohini Soha | Sad Song 2020

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @durjoyde1521
    @durjoyde1521 Рік тому +83

    যুগ যুগ ধরে এই গানটি
    সবার মন ছুঁয়ে যাবে, পুরোনো হবে না কোনদিন। আহা কি মধুর মায়াভরা কন্ঠস্বর ও গীতিকারের সৃষ্টি।
    ধন্যবাদ সবাইকে।

  • @ariyansujon4670
    @ariyansujon4670 Рік тому +486

    পরের প্রজন্ম গুলোর জন্য কমেন্ট টা রেখে গেলাম। হয়তো অপটিমাইজেশন এর অভাবে গানটা অনেক নিচে চলে যাবে। তাও কোনো একজন যদি ঘুরতে ঘুরতে পেয়ে যায় সে যেনো বুঝতে পারে তাদের আগের প্রজন্ম ডিস্কো লিরিক এর থেকে এই মিষ্টভাষি হৃদয়স্পর্শি বাংলা গান গুলোকে বেশিই ভালোবাসতো। ১৬ মার্চ ২৩❤️

    • @parvezsheak3638
      @parvezsheak3638 Рік тому +3

      পূর্বের প্রজন্ম কোন গান বেশি ভালোবাসতো এটা কোন বাক্য দ্বারা বোঝা গেলো 😂😂😂😂😂 ভোটাভুটি কি শ্যাস অ্অ্অ্অ্অ্অ্

    • @pratyushasarkar4238
      @pratyushasarkar4238 Рік тому +1

      Bangladeshi

    • @salahuddinmatinbiswas7779
      @salahuddinmatinbiswas7779 Рік тому +3

      Khub sundorrrr bolechen Bhai... gaanta amar onek onek onek priyo... oshmanyo udaharon diyechen...

    • @ZahidHasan-ql3lg
      @ZahidHasan-ql3lg Рік тому +1

      ধন্যবাদ

    • @nasimakhatun1096
      @nasimakhatun1096 Рік тому +2

      Ami 2023 asa ai gan serch d a sunci😢

  • @rayhanfokirYT
    @rayhanfokirYT Рік тому +24

    যুগ যুগ ধরে এই গানটি
    সবার মন ছুঁয়ে যাবে, পুরোনো হবে না কোনদিন। আহা কি মধুর মায়াভরা কন্ঠস্বর ও গীতিকারের সৃষ্টি।

  • @soumi.....470
    @soumi.....470 9 місяців тому +81

    কে কে 2024 এ এসে এই গানটা শুনছেন,,
    একটা লাইক দিয়ে যাবেন

  • @AKASH_BD
    @AKASH_BD Рік тому +17

    সত্যই অসাধারণ, কিছু গান হৃদয় ছুঁয়ে যায়। ❤যা বাসায় প্রকাশ করার মত নয় বেঁচে থাকুক যুগ যুগ ধরে বাংলার এই গানগুলো হয়তো আবার দেখা হবে।প্রিয় তোমার সাথে

  • @MithunDas-el1oe
    @MithunDas-el1oe Рік тому +13

    মানুষ কত সহজে বদলে যায়। নিজের স্বার্থের জন্য সবকিছু ভুলে যায়। এতটা ভালোবাসার পরেও মানুষ কত সহজে সবকিছু ভুলে আরেকজনের সাথে চলে যায়। সত্যি কারে ভালোবাসা মূল্যহীন।।।।

  • @rupaakter8087
    @rupaakter8087 3 роки тому +117

    আহা কি সুন্দর, হাজার বছর পরেও শুনলেও মনে হবে নতুন একটা গান🥰 প্রাণ জুড়িয়ে যায় যত শুনি ততোই🙂

    • @TasnimMixWorlds
      @TasnimMixWorlds 2 роки тому

      Hmm

    • @SAIFUDDINKHALED-ut2rs
      @SAIFUDDINKHALED-ut2rs 2 роки тому

      💕

    • @nurealam8413
      @nurealam8413 2 роки тому

      hum

    • @motiurrahamn8423
      @motiurrahamn8423 Рік тому +1

      গানটা অনেক সুন্দর,,, কমেন্ট রেখে গেলাম, মানুষ যখন যুগ যুগ ধরে গান টি শুনতে আসবে,, কেউ হয়ত লাইক দিলে নোটিফিকেশন দেখে আমি আবার শুনতে আসবো আর আমার আকাশ সমান অভিমান ফিল করবো,,

  • @saikatmondal5030
    @saikatmondal5030 Рік тому +11

    এই ধরনের লোক সাধারণ মানুষ শোনে না,, কারণ সবাই এই ধরনের গান অনুভব করার ক্ষমতা নাই।।।।(2023))

    • @farjanaanita4273
      @farjanaanita4273 Місяць тому

      তাহলে আমিও সাধারণ না

    • @SharminAkter-uz8ty
      @SharminAkter-uz8ty 24 дні тому

      Tahole osadarun gane amer mon soyese ..o darun

    • @SharminAkter-uz8ty
      @SharminAkter-uz8ty 24 дні тому

      Asole ganer kotha golo amer moner sate misese..darun valo lagse ❤u ganer potty .

  • @SaidulIslam-xt5md
    @SaidulIslam-xt5md Рік тому +292

    2023 সালে এসে যারা যারা গানটা শুনছেন একটা লাইক দিয়ে যান,,,,হইতো একযুগ পরে নোটিফিকেশন পেয়ে আবার রিদয় ছোয়া গানটা আবার শুনে যাবো❤️

  • @alipguha3442
    @alipguha3442 Рік тому +27

    গানের কথাগুলোর মাঝে কি অদ্ভুত ভালো লাগা রয়েছে, যেন শুনলে আরো শুনতে ইচ্ছা করে।এই গানগুলো ১০০ বছর পরও থেকে যাবে।

  • @sasaeed9825
    @sasaeed9825 Рік тому +455

    গানটা অনেক সুন্দর,,, কমেন্ট রেখে গেলাম, মানুষ যখন যুগ যুগ ধরে গান টি শুনতে আসবে,, কেউ হয়ত লাইক দিলে নোটিফিকেশন দেখে আমি আবার শুনতে আসবো আর আমার আকাশ সমান অভিমান ফিল করবো,,,,, 😞❤️

  • @jubairrifat2123
    @jubairrifat2123 Рік тому +67

    ২০২3 সালে এসেও কে কে এই গানটা শুনছো তারা লাইক দিয়ে সারা দিন ধন্যবাদ?? ❤

    • @RuhulAmin-hx9mc
      @RuhulAmin-hx9mc Рік тому

      ভালো লাগার মত একটা গান। অন্ত রে শুধু বাজে।

  • @MdRubel-gs2pk
    @MdRubel-gs2pk 11 місяців тому +12

    2024এসে কে কে গান শুনছো

  • @mayabinur3467
    @mayabinur3467 2 роки тому +4

    আহা কি চমৎকার গান, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে চমৎকার গানের কথা টা লেগেছে।সব হারিয়ে গেছে এখন আর সপ্ন দেখিনা।আর দুহাত পাতি না কোথাও।

  • @khalilnabi9229
    @khalilnabi9229 2 роки тому +11

    চিরসবুজ গান টি অনেক দিন পর শুনলাম । দারুণ ভালো লাগল । লেখক , গায়িকা ও সংশ্লিষ্ট সকলকে জানাই কৃতজ্ঞতা ।

  • @bdvillagefood2123
    @bdvillagefood2123 2 роки тому +118

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা একটা গান শোনা হতোনা। গানটা এতটা সুন্দর হয়ে সাজতো না।
    প্রিয় তোমারে আমার কাছ থেকে নিয়ে গেলেও তোমার স্মৃতি তো আমার থেকে কেউ নিতে পারবেনা।।তোমারে স্মৃতিতে ভালোবেসে যাবো প্রিয়।
    ভালোবাসার মানুষের প্রতি কোন অভীযোগ নেই।জিবনের শেষ দিন অবদি তুমি ভালো থাকো আমার সপ্নের প্রিন্সেস।🙂
    ২৫-১১-২০২২
    যুগ যুগ ধরে যতো মানুষ এসে কমেন্ট টা দেখে লাইক দিবে তাদের একটা নোটিফিকেশন তোমাকে স্বরন করিয়ে দিবে প্রিয়।তখনই গানটা শুনবো আর সপ্নেই খুজবো তোমায়।
    শুদু মাএ এই গান শুনতে আসা মানুষগুলো বুঝতে পারে তাদের ব্যাথা গুলো।
    সবচেয়ে খারাপ অনুভূতি হলো কাউকে নিজের অনুভূতি গুলো না বুঝাতে পারানো।

    • @tusherimran1702
      @tusherimran1702 2 роки тому +1

      🥲🥲😥😥

    • @tanjikatoufiquerichita1044
      @tanjikatoufiquerichita1044 2 роки тому +1

      💔💔🥺🥺

    • @motivation74220
      @motivation74220 2 роки тому +1

      😭😭😭😭

    • @akhiislam4479
      @akhiislam4479 2 роки тому +6

      সত্যি মায়া খুবই ভয়ংকর 😭😭😭 সত্যি ভালোবাসার মানুষকে না পাওয়া খুবই যন্ত্রণা 😭😭

    • @shakilhasan4374
      @shakilhasan4374 Рік тому +4

      Dom bondho hoye ase 😭😭

  • @missjakiya8699
    @missjakiya8699 Рік тому +17

    ভালো লাগার একটি গান।। এই গানটি শুনলে বুকের জমানো কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে পড়ে।।

  • @pralahaddas4771
    @pralahaddas4771 Рік тому +16

    যেমন শব্দ,তেমনি সুরছন্দ গভীর আবেগ অনুভূতি। সবকিছুর মিশেল এক গভীর সংবেদনশীল গান।...
    যার হৃদয়ে আসন পেতেছেন মননে প্রেমের সৌরভ ছড়িয়েছেন তাদের জন্য বিশেষ করে।

  • @abdrahmanemon
    @abdrahmanemon 2 роки тому +216

    এই গানগুলো যারা শুনে তারা এক বিশেষ শ্রেণির মানুষ।💗💗💗💗💗💗💗

    • @tasfiajannat3450
      @tasfiajannat3450 2 роки тому +2

      Amar khub valo lage 🙂

    • @shamsunnaharlipi7202
      @shamsunnaharlipi7202 2 роки тому +4

      কোন শ্রেণির?

    • @crafty_nijhu
      @crafty_nijhu Рік тому +3

      এই গানগুলো অমর গান সবার মন ছুয়ে যায়, কার কেমন তা জানিনা তবে আমার অনেক ভালো লাগে

    • @nawalbangali61
      @nawalbangali61 Рік тому +4

      সত্যবচন! জয় বাঙালিয়ানা! 💞

    • @hoymontibanolata
      @hoymontibanolata Рік тому

      classic

  • @prabalsarkar6222
    @prabalsarkar6222 2 роки тому +1

    Ohh...fantastic... This is most beautiful song.. I love it.. I share a lot this song.. Ami majhe majhe ei gaan ta shuni... Khub sundor গেয়েছো.. Very sweet..

  • @Irtu5950
    @Irtu5950 5 місяців тому +10

    ২০২৪ সালে এসেও সার্চ দিয়ে গান টা শুনতেছেন এমন কে কে আছেন?

  • @Sadlife111
    @Sadlife111 Рік тому +5

    এরকম সুন্দর একটা বিকালে, গানটি মন ছুয়ে গেল, বৃস্টি বেজা বিকাল, হাতে এক কাপ চা৷ সত্যি অসাধারণ ❤

  • @nazmulahmed5742
    @nazmulahmed5742 2 роки тому +318

    ২০২২ সালে এসেও কে কে এই গানটা শুনছো তারা লাইক দিয়ে সারা দিন ধন্যবাদ?? ❤️

  • @Mr.writer..007
    @Mr.writer..007 2 роки тому +12

    দারুন সুরের মুগ্ধতা কন্ঠে... সুর আর কন্ঠ গানের ছোঁয়ায়... একেবারেই হৃদয়ের মাঝখানে ছুয়ে গেল 🌹🌹🌹🌹🌹💖🌹🌹🌹🌹🌹🌹👍👍👍

  • @moinulhasan9601
    @moinulhasan9601 20 днів тому

    Gan ter songa apnar acting onek valo Cilo...just natural & awesome...you are the beauty of Queen...long live apu

  • @hridu6893
    @hridu6893 3 роки тому +31

    আমার প্রিয় মানুষের কণ্ঠে গানটা প্রথম শুনেছিলাম,সেদিন থেকে গানটা যেন হৃদয়ে দাগ কেটে আছে।

  • @jubairhasan2634
    @jubairhasan2634 3 роки тому +54

    যদি প্রেমে পড়ে থাকি তাহলে এই গানটার প্রেমে পরেছিলাম এক মুহুর্তের জন্য। 💝💝

  • @prasantadey9636
    @prasantadey9636 3 роки тому +5

    আমার ৬৮ বয়স। এত সুন্দর একটা গান এই পড়ন্ত বেলায় আমাকে মুগ্ধ করেছে। এবং সোহিনী সাহা খুব ভালো গেয়েছেন। ধন্যবাদ আপনাকে।

  • @pampanath5977
    @pampanath5977 Місяць тому

    সত্যহ অসাধারন, কিছু গান হৃদয় ছুঁয়ে যায় ❤যা বাসায় প্রকাশ করার মত নয় বেঁচে থাকুক যুগ যুগ ধরে বাংলার এই গানগুলো হয়তো আবার দেখা হবে। প্রিয় তোমার সাথে

  • @mirzaabujafar7292
    @mirzaabujafar7292 2 роки тому +1

    গানটির ভাষা খুবই সমৃদ্ধ। লয় ফাঁক দিয়ে দিয়ে সুরের ব্যঞ্জনাটুকু ভীষণ ভীষণ হৃদয়গ্রাহী।মডেলিং করা মেয়েটিও দেখতে খুব সুন্দরী। সামগ্রিকভাবে দারুণ ভাল লেগেছে ভিডিও মিউজিকটি!

  • @saugatahalder3390
    @saugatahalder3390 3 роки тому +8

    মন ছুঁয়ে গেল। অসাধারণ। অদ্ভুত এক অনুভূতি অনুভব করলাম। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো।।।।

  • @shankardas7680
    @shankardas7680 3 роки тому +6

    দিদি বারে বারে এই গান টা আমাকে টানে। তাই আজও
    শুনলাম। ঈশ্বরের কৃপায় আপনি ভালো থাকুন দিদি।
    ধন্যবাদ।

  • @vishwajaychakravarty549
    @vishwajaychakravarty549 Рік тому +4

    অসম্ভব অসম্ভব প্রিয় একটি গান। মৌসুমী দি প্রাণ ঢেলে গেয়েছিলেন। আর তুমি সেই গান তা কি অদ্ভুত সুন্দর গেয়েছ। Full Justice to the song. ❤❤

  • @rajibdey4956
    @rajibdey4956 2 роки тому +10

    এতো ভালো লাগে তাই বার বার শুনি।সুর ও স্ংলাপ এতো সাবলীল ভাবা যায় না।

  • @SawpanSkchatterjee-hl2he
    @SawpanSkchatterjee-hl2he Рік тому +1

    গানটির কন্ঠ ও সুর এতোটাই প্রভাবিত করে মনকে সেটা ভাষায় প্রকাশ করার নয়,
    তবে এমন গান মানুষের হৃদয়ে হাজার হাজার বছর ধরে মনিকোঠায় স্হান করে রাখবে এটা আশাকরি।

  • @hridoysheikh4944
    @hridoysheikh4944 11 місяців тому +2

    হৃদয়স্পর্শকারী প্রতিটি কথা!প্রতিটি কথার মহানুভবতা বিশাল!আমি শিহরীত আমি মুগ্ধ!

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 3 роки тому +56

    গানের কথা গুলো কোটি কোটি মানুষের অন্তরের না বলা হৃদয়ের অনুভূতি। গান তো এমনই হওয়া উচিত যা মানুষের অন্তরের অভিব্যক্তির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় আর মানুষের অন্তর কল্পনার জগতে ভেসে বেড়ায় ও পরম আনন্দ অনুভব করে। গানটি শুনে প্রতিটি লাইনের মর্মার্থ মনকে আনন্দ দোলায় দুলিয়ে দেয় তাইতো বারবার শুনি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ এক কথায় অসাধারণ 👍🙏🙏

  • @tistaskitchen6097
    @tistaskitchen6097 Рік тому +4

    ভীষন ভাবে মন ছুঁয়ে যাওয়া গান। অনেক না বলা কথা গুলো গানের কথা তে ফুটে উঠল। ধন্যবাদ শিল্পী বন্ধু কে ❤️❤️❤️❤️

  • @alrafiuzzaman6900
    @alrafiuzzaman6900 2 роки тому +7

    এই গানটি অনেক আগে থেকে শুনে আসতেছি। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে যতটা অনুভব করতে পারতেছি এই গানের কথা গুলো, আগে কখনো সেভাবে অনুভব করতে পারিনি। আমি এইচএসসি ২০২২ ব্যাচ। এখন আমি এডমিশনের প্রিপারেশন নিচ্ছি। মনে আত্নবিশ্বাসের অনেক অভাব। আমার মনে হয় আমি কোনো পাপ্লিক ভার্সিটিতে চান্স পাবো না। হয়তো ন্যাশনালে ভর্তি হয়ে ধুকে ধুকে মরতে হবে। আর অপরদিকে আমার বন্ধুরা বড় বড় পাব্লিক বিশ্ববিদ্যালয়ে পড়বে, ট্যুর দিবে, কত প্রোগ্রাম করবে, কত কিছু ইঞ্জয় করবে। আর এইদিকে আমি ফেসবুকে তাদের এগুলো দেখবো আর এই গানটা শুনবো। আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে ক্লাস ওয়ান থেকে একসাথে আছি, সে তার ভার্সিটির বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকবে, আমার দিকে ফিরে তাকানোর আর সময় হবেনা তার। তখন আমার খুব করে ইচ্ছা করবে তার সাথে একসাথে জীবনটা উপভোগ করতে, কিন্তু সে আর নিবেনা আমাকে, ডাকবেনা তার ভার্সিটির কোনো প্রোগ্রামে, হয়তো সেই সুযোগি আর হবে না। এই গানের কথা গুলো শুনলে আমি সেই সময়ের পরিস্থিতি অনুভব করতে পারি। জীবনে চাইলেই সব কিছু পাওয়া যায় না।

    • @nationaletchannel7239
      @nationaletchannel7239 Рік тому

      তুমি তোমার পিপারেশন চালিয়ে যাও এবং নিজেকে কয়েকটি মাস এই নেটের জগত থেকে বিচ্ছেদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করো তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ। দিন ফুরালে সন্ধ্যা হবে রাত্রি হবে,পরের দিনের ঊষার আলো নিবে যাবে তুমি কি সেটা বলতে পারো। পাগল পড়াশোনা চালিয়ে যাও।

  • @shamimreja2525
    @shamimreja2525 Рік тому +2

    গানটা শোনার পরে একটা অন্য জগতে চলে যাই। কি মার্জিত ভাষায় কি শুরু লইত কন্ঠে গানটা করেন। যুগ যুগ ধরে মানুষের গান শুনবে

  • @eaminislam339
    @eaminislam339 3 роки тому +6

    আহ কি মায়াবী,,,
    অপুরুও কন্ঠে গান গেয়ে সুনালো।।।

  • @nobihossain9084
    @nobihossain9084 2 роки тому +4

    সত্যি বলতে আমার বয়সে এতো এতো ভালো গান শুনি নাই,,,, গান টার বিষয়ে কিছুই বলার নেই এক কথাই অসাধারণ,,,
    সব শেষে এটাই বলবো যে ভালোবাসা অনেক কষ্ট দেয়,,, বাকি টা ইতিহাস

  • @justlifetv1683
    @justlifetv1683 2 роки тому +6

    গানটা সত্যি বলতে অতীত গুলো স্বপ্নের মতো দেখিয়ে যায়, প্রতিটা হৃদয়ের লুকানো ব্যাথা জাগ্রত করে।

  • @laboniakter6600
    @laboniakter6600 4 місяці тому +2

    একজন সত্যিকারের মেধাবী শিল্পীর গান। আপনার গানের কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়।

  • @ranjanbaruah8620
    @ranjanbaruah8620 2 роки тому +1

    Very beautiful full song. Each and every word I m nt able to understand but really mind blowing. How many times I hear this I dnt know. Fantastic

  • @মানুষমানুষেরজন্যজীবনজীবনের-ত৯খ

    ভেবেছিলাম এই পৃথিবীতে হয়তো আমি আর থাকবো না অনেক অভিমান নিয়ে চলে যেতে চেয়েছিলাম
    কিন্তু এই গানটি আমাকে আবার বাঁচতে শেখালেন
    আমার বেচে থাকার অনুপ্রেরণা এই গানের শিল্পী

  • @biplab6192
    @biplab6192 3 роки тому +5

    অসম্ভব ভালো দিদি ।।।।মনটা ছুঁয়ে গেলো।।। কত বার শুনেছি নিজেও জানি না।।।

  • @sajuahmed6978
    @sajuahmed6978 Рік тому +10

    ২০৫০ সালের জন্য কমেন্ট করে গেলাম।
    যদি বেচে থাকি, আবার কোন এক বিকেলে আসবো শুনতে আর এই কমেন্ট দেখে মনে পড়ে যাবে এই একাকী বিকেলের কথা😊

  • @sangitaMandal-wr5qd
    @sangitaMandal-wr5qd 5 місяців тому +4

    সত্যি'ই অসাধারণ গান, এই সব গানের কোনো তুলনা হয় না। ❤

  • @allfavoritemovieishere5444
    @allfavoritemovieishere5444 Рік тому +10

    হয়তো আজ থেকে অনেকগুলো বছর পরে এসে আবার শুনবো গানটা মনে পরে যাবে পুরোনো দিনের কিছু কথা 😅💔

  • @MdEmon-bo7rq
    @MdEmon-bo7rq 3 роки тому +9

    এই গানটি সেই ছোট বেলা একবার এক বড় ভাইয়ের মুখে শুনেছিলাম প্রায় ২০০৫ সালে আর এই প্রথম ২০২১ সালে গানটিকে পেলাম মনে পরে গেলে সেই দিনের কথা

  • @golamkibria8080
    @golamkibria8080 Рік тому +7

    হৃদয় ছুয়ে যায় গানটি, অসংখ্যবার শুনেছি গানটি

  • @najimuddin8560
    @najimuddin8560 Рік тому +3

    Khub sundar akta gan.mon suye jay...❤❤❤❤

  • @anharali7502
    @anharali7502 3 місяці тому

    A beautiful masterpiece sung by a beautiful soul. I can relate to this song in every fabric of my being far away from my great grand father's homeland as I have live life as foreigner floating in the West. My soul yearn's for the flavour of the soil and gentle fragrance of the East. I wish I could be there. Love from London.

  • @seyedkayesali5702
    @seyedkayesali5702 Рік тому +6

    প্রিয় একটা গান জীবনের কিছু কথা।আমার বাস্তবতা ও চাওয়া পাওয়ার সাথে যথার্থ কিছু মমার্থ।কম্পলিমেন্ট করলাম।যদি কেউ গানটা শুনতে এসে কমেন্ট পড়েন একটা লাইক দিবেন।নোটিফিকেশন পেয়ে আবার যাতে গানটা শুনি যুগ যুগ ধরে।

  • @মোআল-আমিনহোসাইন

    গানের মাঝে বাস্তবতা তুলে ধরা হয়েছে , গানটি শুনে অতীতের কথা মনে পড়ে। ভালো থাকুক ভালোবাসা🥰

  • @popymonnan840
    @popymonnan840 3 роки тому +10

    এমন গান আমার খুব ভালো লাগে, আমি শুনিও বেশি, শুধুই পেলে আশা কথা গুলো শরণ করতে, আর কাঁদবো বলে। এই গান টা কলিজা টা কে নেড়ে দিল।

  • @provatkar5946
    @provatkar5946 3 роки тому +10

    সঠিক সময়ে বাস্তব ভাবনায় অপুর্ব কন্ঠে মুগ্ধকর পরিবেশন খুব ভালো লাগলো গানটি 🎙️🎶🎵❤️

  • @prantushdash3246
    @prantushdash3246 2 місяці тому

    যুগ যুগ ধরে এই গানটি
    সবার মন ছুঁয়ে যাবে, পুরোনো হবে না কোনদিন। আহা কি মধুর মায়াভরা কন্ঠস্বর ও গীতিকারের সৃষ্টি।
    ধন্যবাদ সবাইকে।

  • @ShakilKhan-np7rw
    @ShakilKhan-np7rw Рік тому

    যদি আপনি সত্যি কারের মানুষ হন তাহলে এ ধরনের গান শুনা থেকে বিরতো থাকা উচিত কারণ বর্তমান সময়ে এ ধরনের গান মনে ভিন্নতা নিয়ে আসে,,চোখ বেয়ে পানি গাড়িয়ে পরে

  • @aklimajahan1409
    @aklimajahan1409 Рік тому +4

    কিছু গান শুনলে মনে হয় এত তারাতাড়ি শেষ হয়ে গেল কেন। ভালো লাগার মতো একটি গান।

  • @shankardas7680
    @shankardas7680 3 роки тому +4

    খুব ভালো হয়েছে। ঈশ্বর আপনাকে ভালো রাখুক। আপনি ভালো থাকুন দিদি। ধন্যবাদ।

    • @shankardas7680
      @shankardas7680 3 роки тому +1

      দিদি গানটা এতোমোন টানে।আজও শুন লাম।
      আপনি ভালো থাকুন দিদি।
      ধন্যবাদ।

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 Рік тому +6

    How nice and extraordinary this new voice! This voice is heart wrenching every moment. This voice bring back all my past memories very smoothly.

  • @priyadan7539
    @priyadan7539 Рік тому +1

    Sotti khub valo laglo ❤
    Etotai valo laglo j ekta gaan sunei subscribe kore dilam 😊

  • @MdKamrulIslam-v6z
    @MdKamrulIslam-v6z 3 місяці тому

    যুগ যুগ ধরে এই গানটি
    সবার মন ছুঁয়ে যাবে, পুরোনো হবে না কোনদিন। আহা কি মধুর মায়াভরা কন্ঠস্বর ও গীতিকারের সৃষ্টি।

  • @mdarju493
    @mdarju493 Рік тому +15

    যারা গানগুলো শুনে থাকেন তাঁরা নিশ্চয়ই ভীষণ ভালো মনের মানুষ.. 🤎

    • @sumayamim3300
      @sumayamim3300 Рік тому

      নাহ এরা ভালো মানুষ না হলেও ভাঙ্গা হ্রিদয়ের অধিকারি

    • @thisissahariya195
      @thisissahariya195 Рік тому

      আমার জীবনের সেরা একটা পছন্দের গান

  • @somnathpaul7077
    @somnathpaul7077 Рік тому +5

    গানটা যতবার শুনেছি ততবার কোথায় যেনো হারিয়ে গেছি... আজ (০৪.০৬.২৩) আবার হারিয়ে যেতে মন চাইছে...
    বেনারস, উত্তর প্রদেশ

  • @rupalizualars2897
    @rupalizualars2897 3 місяці тому +3

    আমি এতো টা মূগ্ধ, বলে শেষ হবে না, এই গান টা অনেক শুনেছি ❤

  • @NazmulHossain-ti4rx
    @NazmulHossain-ti4rx Рік тому +4

    একটা সময় গানটি আমি প্রায় শুনতাম কিন্তু আজ অনেকদিন পরে আবার শুনলাম।

  • @dulalahammed8729
    @dulalahammed8729 7 місяців тому

    যখন নিরবতা অনুভব হয় তখন এই গানগুলো হ্রদয়ের খুরাক জোগায়। পরবর্তী প্রজন্ম বুজবে আমাদের এই প্রজন্ম কতটা ভালবাসত এই গানগুলো।

  • @skdeb2567
    @skdeb2567 2 роки тому +4

    SINGER-Mousumi Bhowmik & MODEL-Sohini Soha ! What a combination !

  • @ovroahmed6005
    @ovroahmed6005 Рік тому +11

    এই গানটা যতবার শুনি ততবার চোখে নোনা জল এসে ঢেকে ফেলে মুখ🙂💔

  • @Ochena_maya
    @Ochena_maya Рік тому +4

    সত্যি আগের গান গুলো একেকটা সোনা,হিরার টুকরো,এই গান গুলো শুনলে আরেকবার শুনতে ইচ্ছে করে,বছরের পর বছর অনেক বছর হয়ে গেলো তাও মানুষের মনে গান গুলো বাসা বেধে আছে,আর বর্তমান গান সর্বোচ্চ ২ মাস চলে তার পর হারিয়ে যায়

  • @nelanela8548
    @nelanela8548 Рік тому +1

    Amar valobasar manusta majhe majhe aii ganta sunaiii........ ❤❤❤ Suk.......

  • @azimali2951
    @azimali2951 Рік тому +1

    Wow nice tomar gan tomar awaz khub sundor tomar awaz beautiful tomar gan sune Khub valo lege che

  • @soumennaskar2889
    @soumennaskar2889 Рік тому +3

    গানটা সত্যিই অনেক সুন্দর। বারবার শোনার পরেও মনে হয় যেন আরও একবার শুনি।

  • @tanshiapious9493
    @tanshiapious9493 3 роки тому +8

    যেমন গানের কথাগুলো তেমনি আপু তোমার কন্ঠটা সব মিলে খুব সুন্দর হয়েছে গানটা।

  • @ashikmolla3413
    @ashikmolla3413 8 місяців тому +2

    প্রিয় তোমাকে পেয়ে গেলে মনে হয় গানটা আর শোনা হতো না । যতোবার শুনি ভালো লাগে কমেন্ট করে গেলাম কেউ লাইক দিলে নোটিফিকেশন যাবে আবার শুনবো 😢😢😢

  • @meherunmou3263
    @meherunmou3263 2 місяці тому +2

    গানটা আমার এক শুভাকাঙ্ক্ষীর খুব পছন্দের 😊

  • @tarakbiswas9132
    @tarakbiswas9132 9 місяців тому +3

    এটা আমার বসের বাসায় গেলেই শুনা হয়।।তার পছন্দের গান।❣️❣️

  • @Sudharani79803
    @Sudharani79803 10 місяців тому +3

    Ami 2024 a aseoo ai gan ta dine mone hoi 20 ber suni tobu mone hoi abar suni gita te jemon akta slok akdin pore tar mane jeta bojha jai abar kal jodi oi slok tai pori tahole abar alada mane bojhai temon e ei gan ta joto ber suni alada alada mane khuje pai ❤

    • @Sudharani79803
      @Sudharani79803 10 місяців тому

      Darun sundor akta gan mon chhuye jai❤☺

  • @learningmorebd409
    @learningmorebd409 2 роки тому +3

    গানটি শুনলে অনেক ভালো লাগে আর বারবার শুনলেও গানটি শোনার ইচ্ছা টা কখনো মরে না..... অনেক সুন্দর একটি গান..... আমার জীবনের সাথে মিল আছে...

  • @anandas3733
    @anandas3733 26 днів тому

    This Beautiful song will always have its separate place among all the contemporary songs to have a another feeling amid chaotic and busy life

  • @mdbutterfly147
    @mdbutterfly147 2 місяці тому +1

    শুদু মাএ এই গান শুনতে আসা মানুষগুলো বুঝতে পারে তাদের ব্যাথা গুলো।
    সবচেয়ে খারাপ অনুভূতি হলো কাউকে নিজের অনুভূতি গুলো না বুঝাতে পারানো।

  • @yasinkan6839
    @yasinkan6839 Рік тому +4

    বার বার শুনতে ইচ্ছে করে এই গানটি কেমন যানি স্মৃতি মনে করিয়ে দেয়

  • @sumonmia3873
    @sumonmia3873 3 роки тому +6

    আমার কাছে মনে হয়েছে গানটা আপনার কন্ঠ মানিয়েছে, আশীর্বাদ রইল দিদি আপনার প্রতি...

  • @manojmitra9843
    @manojmitra9843 3 роки тому +5

    Excellent performance..khub sundor geyechhen

  • @mdjahirkhan7365
    @mdjahirkhan7365 Рік тому +2

    যুগ যুগ ধরে এই গানটি চলতে থাকবে, জেনারেশন টু জেনারেশন।

  • @mijanurrahman1170
    @mijanurrahman1170 Рік тому

    চমৎকার একটা কথা,কন্ঠ আর সুর মিলে একটা সুখ স্মৃতিতে নিয়ে যায় গানটি।

  • @সিলেটিফুয়া-ঢ১স

    আমার এখন পর্যন্ত শোনা সবচেয়ে প্রিয় গান এটি,,,,,,,,গানটি যতই শুনি ততই প্রিয় মানুষ টারে মিছ করি।

  • @subhomistry007
    @subhomistry007 Рік тому +9

    ২০২৩ সালে কে কে শুনছো গানটা ।। লাইক দিয়ে সারা দিও।।

  • @md.imranhossain3718
    @md.imranhossain3718 Рік тому +3

    যাদের মনের মধ্যে শান্তি না মেলে।
    তাদের মনে এই গানটি শুনলে কিছুটা হলেও শান্তি পাবে ❣️❣️❣️

  • @coverphoto6668
    @coverphoto6668 Рік тому +1

    onk onk vlo laglo jei sunuk vlolagbe jodi kokhono real love kre thake priyo manustar jonno❤️

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q 2 місяці тому +1

    তোমার না শুনে কি করে থাকবো ইনশাআল্লাহ খুব ভালো লাগে আপনাকে ভীষণ ভাবে মনে পড়ে তাই মনকে যতই কঠিন বানাতে থাকি কিন্তু কই পাচ্ছি না তো আল্লাহ হাফেজ জয় করুন ধন্যবাদ ইনশাআল্লাহ ✌ জয় বাংলা দেশ ধন্যবাদ অভিনন্দন রহিলেন শুভ কামনায় থাকছেন ☘️☘️☘️☘️☘️----------------------- 🌹💕🌹⭐⭐⭐⭐

  • @soniarahman9162
    @soniarahman9162 Рік тому +3

    এই গানটা মৌসুমী দি ছাড়া আর কেউ গাইলে ঠিক যেনো ভালো লাগে না। এই কমেন্টা পড়ুক কেউ শত বছর পরও। এই গানের আবেগটা অনুভব করুক🥰🥰 ২৯-১০-২০২৩❤❤

  • @imamulhasan7976
    @imamulhasan7976 2 роки тому +4

    অষ্টম শ্রেণিতে থাকা কালিন এফএম এ প্রথম শুনছিলাম । এখনো পছন্দ গানের তালিকায় প্রথম দিকে আছে💖💖💖

  • @jibonchaudhary7297
    @jibonchaudhary7297 Рік тому +5

    সেদিন কিন্তু আমি তোমাকে বেনারশীতে দেখেছিলাম,
    খুব সুন্দর লাগছিল তোমায়❤️❤️❤️❤️
    কিন্তু তোমার পাশে থাকা সত্তেও তাকাওনি তুমি,😢😢😢
    আজ আমি ঠিকই আছি কিন্তু নেই সেই পুরনো তুমিটা।

  • @kawshikhasan1862
    @kawshikhasan1862 3 місяці тому

    অনেক কিছু ভেবে মনে পরে, ২০২৪ এ এসেও গানটা ভীষণ শুনতে ইচ্ছা করছে! একা এই নীরাবতায় গানটিই যেনো কেবল প্রশান্তি দিচ্ছে..!

  • @arkasgallery3967
    @arkasgallery3967 7 місяців тому

    গানটা যতো বার শুনি মুগ্ধ হয়ে যাই..মন টা কেমন যেনো করে ওঠে❤
    খুব সুন্দর একটা অনুভুতির জন্ম দিয়ে যায় বারবার ❤❤❤

  • @mygroom7119
    @mygroom7119 3 роки тому +4

    বহুবার শুনেছি , আরও বহুবার শুনবো
    গানটা শুনে বর্তমান মানুষের মানসিকতা ও জীবনের ধারনা পাওয়া যায়, বোঝা যায় যেন দেশমাতৃকা কাতর যন্ত্রণা সহ্য করে চলেছে তবুও অপেক্ষা ছারেনি আজও বসে আছে একটি সুন্দর ভবিষ্যতের আশায়,,,,