সড়কে অটোরিকশা'র বিরুদ্ধে কঠোর ট্রাফিক পুলিশ | Auto Rickshaw | Samakal News
Вставка
- Опубліковано 21 лис 2024
- সড়কে অটোরিকশা'র বিরুদ্ধে কঠোর ট্রাফিক পুলিশ
#traffic #trafficpolice #autorickshaw
Channel: Samakal News
The daily Samakal
SUBSCRIBE NOW! cutt.ly/rUQBi7w
For more updates TURN the Notification BELL 🔔 ON AND 👉 don’t forget to Subscribe, Follow, Share, Comment & Like to stay with us.
You can find us here below,
Official site: www.samakal.com/
UA-cam Channel: / dailysamakal
Facebook Page: / thedailysamakal
Twitter Official: / samakaltw
Instagram: / daily_samakal
#Samakal
A N T I P I R A C Y W A R N I N G
---------------------------------------
This content's Copyright is reserved for Samakal. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the material.
---------------------------------------
এত দিনের সঠিক সিদ্ধান্ত হয়েছে ধন্যবাদ পুলিশ ভাইদের
Kan re agao to amon korto tokon ki gale deto pablik😂
আমারো ভালো হয় ২০ টাকার ভারা ৫০ টাকা হবে
Maine rode uthokeno
Think camhoise.
All police tnx.
ফকীরের মতো ৫০ সের ভারা ২০ টাকা কছসরম করেনা ছি
@@akashertara55আফসোস লীগের দালাল
সঠিক সিদ্ধান্ত। সাধুবাদ জানাই পুলিশকে।
এত দিনের সঠিক সিদ্ধান্ত হয়েছে ধন্যবাদ পুলিশ ভাইদের👍👍👍👍👍
দেখলে খারাপ লাগলেও,কিছু করার নেই।
খুব যানযট করে আর নিয়ম ভাঙে এরা।প্লাস এতো রিকশার কারনে দেখতেও দৃষ্টিকটু লাগে।
খারাপ লাগার কি আছে ভাই?
Bhai, niyom ase sobkisur. Ja issa suru korse sobai. Baki motorjan tahole main road cholar licence keno? Sobai licence sarai choli
@@jubayerjubu4038হুম অনেক কিছুই খারাপ লাগার মতো আছে।
ঠিক আছে।
ভালো কাজে পুলিশকে সহযোগিতা ও প্রশংসা করলে পুলিশ উৎসাহিত হয়।
বিশৃঙ্খলাই নিয়মে পরিণত হয়েছে, পুলিশ কে সহযোগিতা করুন।
খুবই ভালো সিদ্ধান্ত, পুলিশের কার্যক্রম কমে যাওয়ার কারণেই এই অবস্থা, আশা করি এই নিয়মটা চলতেই থাকবে,,,,,,,
আমি একজন অটোরিকশা চালক, আমিও চাই , মেইন রোডে চলাচল বন্ধ করা হোক এবং এলাকার ভিতরে চলুক।
ধন্যবাদ ভাই
খুবই চমৎকার সিদ্ধান্ত কোন অটোরিকশা মেইন রাস্তায় চলতে পারেনা সমস্যা হচ্ছে জ্যাম খুব বেশি সৃষ্টি করে অটোরিকশা
ধন্যবাদ পুলিশ ভাইদের
ধন্যবাদ পুলিশ সদস্যদের কে।
ধন্যবাদ পুলিশ, পুলিশকে সহায়তা করতে হবে এখন দেশের মানুষের।
ঠিক সিদ্ধান্ত ট্রাফিক বিভাগকে কঠর হোতে হবে।
একদম সঠিক সিদ্ধান্ত। প্রধান সড়কে কেনো উটছে আইন সবার জন্য সমান
এটা খুব সুন্দর সিদ্ধান্ত। পুলিশকে ধন্যবাদ।
ব্যাটারী রিক্সা দেশব্যাপি বন্ধ করতে হবে!!!!!
দেশ ব্যাপি কেন????
ওর মাথা খারাপ হইছে।ও মনে হয় ঘুষখোর
দেশব্যাপী না গ্রাম গঞ্জে চলুক সমস্যা নেই কিন্তু সিটি কর্পোরেশন এরিয়াতে না চললে জিনিসটা ভালো হয়
@@mostafizurrahman8945 ভাইয়ের মনে হয় প্যাডেল রিক্সার ব্যবসা আছে।
খুবই ভালো সিদ্ধান্ত দ্রুত এইগুলো কে ডাম্পিং করা হোক
তোমার বাবার টাকায় চলবে ওদের সংসার
Right @@Sk1987-e5d
@@Sk1987-e5dনা তোর বাপের টাকায় চলবে। তোর বাপ তো বড়লোক ওদেরকে একটা চাকরি দিতে বল। একটা জিনিস চলতে পারবে না বলার পরেও আইন অমান্য করে ওরা প্রধান সড়কের উঠবে কেন। তোর বাসার সামনে যদি পার্কিং নিষেধ সাইনবোর্ড দেস এরপরেও যদি আমি তোর বাসার সামনে আমার গাড়ি পার্কিং করি তোর কেমন লাগবে
ব্যাটারী রিক্সা দেশব্যাপি বন্ধ করতে হবে
অটোরিকশাত আমাদের সমস্যার কারন না । সমস্যা হল রিক্সাওয়ালারা মানুষের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে সেটা । অটোরিকশা থাকলে আমাদেরই উপকার হয় । তাই কষ্ট করে রিক্সাওয়ালার মানুষের জিম্মি করে যে অতিরিক্ত ভাড়াটা আদায় করে সেই দিকে খেয়াল দেন আর ঢাকা থেকে রিক্সা পরিমান 50 % কমান ।
কোন ধরনের সুশীলতা চলবে না।
কঠোর হতে হবে
সঠিক সিদ্ধান্ত নেওয়া জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ। আরো কঠর হতে হবে।
ঠিক কাজ করেছে
ধন্যবাদ ট্রাফিক পুলিশদের ❤❤🎉🎉
এতো দিনে পুলিশ একটা ভালো উদ্বেগ
সাবাস পুলিশ ❤️❤️❤️
একদম ভালো উদ্যোগ। তিক্ত করে তুলেছে এই রিকশা গুলা।
আলহামদুলিল্লাহ সঠিক সিদ্ধান্ত হয়েছে ধন্যবাদ পুলিশ ভাই ❤❤
ধন্যবাদ পুলিশ ভাইকে । হাইওয়েতে ধীর গতির রিকশা সত্যি দূর্গটনার কারণ
একদম সঠিক কাজ
*এই অটো রিক্সার কারনে ৯৯% সড়কের দুর্ঘটনা বেড়ে গেছে*
সব অটোচালকের একজোট হতে হবে যেনও কোনও পুলিশ তাদেরকে আটকাতে না পারে। দরকার হলে আন্দোলনের নামবে
tor moto khoniker cheler jnne desh er erokom obosta
আওয়ামী দালাল😂
হাহা সিন্ডিকেট। শহরের রাস্তা তো সব মনে হয় তোর বাপ কিনে রাখছে।
পুলিশকে অসংখ্য ধন্যবাদ
গরিব বলে তাদের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায় করলে শাস্তি পেতে হবে
ধন্যবাদ। সারাদেশে এই ব্যবস্থা নেওয়া হোক
পুলিশ সঠিক কাজ করেছে। পুলিশ কঠোর না হলে। ট্রাফিক কন্ট্রোল করা সম্ভব না।
পুলিশ ভাইদের ধন্যবাদ।
দারুণ সিদ্ধান্ত। ড্রাইভার এদের আইন না মানার কারনে এতো জ্যাম লেগে থাকে।
প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হোক পুলিশ কে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে তাহলে যানজট কমবে
অটোরিকশার জন্য লোডশেডিং সৃষ্টি হয়। আবেগের কোন স্থান নেই। রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে। ধন্যবাদ পুলিশদের
খুব ভালো একটা সিদ্ধান্ত নেয়া হয়েছে
খুব ভালো কাজ। এরা মনে করে তারা সমন্বয়ক।
সঠিক সিদ্ধান্ত স্বাগত জানায় এই ভাবে প্রতি দিন অভিযান চালানো হোক। আল্লাহ তায়ালা রহমতে বন্ধ হয়ে যাবে।
দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য সরকারকে ধন্যবাদ, অভিযান অব্যাহত থাকুক সেটা আমাদের সাধারণ মানুষের দাবি
অটোরিকশা বন্ধ কি কোরে হবে, একটা ধরবেন ১০টা ওয়ার্কসপে রেডি, পুলিশ যদি আগের মতন কঠিন না হয়- মানুষ ঠিক হবে না, অটোরিকশা এবং সিএনজির যন্ত্রণায় জুরাইনের মানুষ খুব কস্টে আছে।
৯০% রোড অটোরিকশা সিএনজির দখলে আপনারা আমাদের জুরাইনের পুলিশদের একটু সাপোর্ট দেন জুরাইনের বাসিন্দারা অতিস্ট।
ব্যাঙের ছাতার মতো বেড়েই চলেছে এই ব্যাটারি চালিত অটোরিকশা
মেইন রাস্তায় কেন অটো চলবে? ধন্যবাদ, বাংলাদেশ পুলিশ কে।
Tader kotha "amra gorib manush,oshohay"
সরকার ও পুলিশ বাহিনীকে অসংখ্য ধন্যবাদ এত দিন পর সুন্দর সিদ্ধান্ত নেয়ার জন্য,💖💖💖 কাউকে ছাড় দেওয়া যাবেনা 👍👍👍
অটোরিকশা উঠিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি
নারায়ণগঞ্জ অটো রিকশার শহর। এখানে ও ব্যবস্থা নেওয়া দরকার।
সমস্যা হলো এটা যত বেশি টান উঠে কত স্পিডে ব্রেক হয় না এতে এক্সিডেন্টের সমস্যা বেড়ে যায় এবং যেখানে সেখানে ইউটান নিয়ে নেয়
সঠিক সিদ্ধান্ত।। জ্যাম হয়।।
দন্যবাদ
ভাই কালশী মিরপুর এসে এই অটো ব্যাটারি চালিত রিকশা বন্ধ ব্যবস্থা নেওয়া উচিত।
ধন্যবাদ স্যার
ধন্যবাদ পুলিশকে। মীরপুরের সড়কগুলোতে এই অটো রিক্সার বিশৃঙ্খলা অনেক বেশি, সেখানেও দ্রুত বেবস্থা নেওয়ার আবেদন।
ধন্যবাদ। সারাদেশে এরকম করতে হবে
ভালো সিদ্ধান্ত 👍
Right decision. Thanks for taken initiative.
খুবই ভালো সিদ্ধান্ত আশা করি এই অভিযান চলমান থাকবে ধন্যবান বাংলাদেশ পুলিশ।
অটো রিকশা বন্ধ করে দেয়া উচিত
রিক্সা প্রজন থেকে অপ্রয়োজনীয় বেশি,, যা শুধু রাস্তাঘাটে দুর্ভোগ বাড়ে। মেইন রাস্তাগুলোতে গাড়ি যানজট লেগে থাকে রিকশার কারণে। এ থেকে বোঝা যায় আমরা 200 বছর পিছিয়ে আছি উন্নত বিশ্ব থেকে।
ঠিক। মহাসড়কে রিক্সা নিষিদ্ধ রাখা প্রয়োজন।
প্রধান সরকে প্যাদেল রিকশাও বন্ধ করুন
Kono rickshaw e chola uchit na main road a. Amra baki motor chalaito ra keno tahole ato TK diye licence korsi r govt k tax dissi? Amra o parbona kintu
অটোরিকসা ব্যাপারে পুলিশের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
খুবই ভাল কাজের উদ্যোগ নিয়েছে প্রশাসন ।
এই অটো রিকশা বন্ধ করা হোক
সঠিক সিদ্ধান্ত, আইনের কঠিন প্রয়োগ না হওয়ায় এদেরকে বার বার বলার পরেও রাস্তায় এইভাবে দাপট দেখাচ্ছে৷
মেইন রোড এ কেনো আসবা সোনামনিরা?
পুলিশ একদম ঠিক কাজ করতেছে। কারণ এদেরকে ছেড়ে দিলে এরা আবার ও একই কাজ করবে এদের জাত এতই ভালো। 👍
আশুলিয়া বাইপেলের একটা রিকশা নিয়ে নিউজ চাই
বাংলাদেশ পুলিশ 🇧🇩✌🏻
অটো রিকশা বন্ধ নয় লাইসেন্সধারী দক্ষ ড্রাইভার দিয়ে বৈধভাবে চালানোর অনুমতি দেওয়া হোক
সঠিক কাজ করছে,,ধন্যবাদ পুলিশ কে
রাস্তায় তৃতীয় যানজটের কারণে যে অশান্তির সৃষ্টি হয়, শুনতে খারাপ লাগলেও এটা সঠিক সিদ্ধান্ত
অটো রিক্সা আনবি কেন পরিবেশ নষ্ট ঢাকা থেকে অটো রিক্সা নিষিদ্ধ করা হোক শুধ ঢাকাতে পিটনেসহীন বাস গুলা নিষিদ্ধ করা হোক
উচিৎ শিক্ষা
পুলিশকে সহযোগিতা করার সাধারণ জনগণ কে এগিয়ে আসতে হবে এবং পুলিশ এইধরনের কাজের জন্য সাপোর্ট দিতে হবে
এতদিন পরে একটা ভালো খবর দেখতে পেলাম
অটো রিক্সা বন্ধ করা প্রয়োজন ঢাকা শহরে
Valo kaj korche police..
শাখা-প্রশাখায় রুট ভালো করলে ভালো
এতে করে সবার ভালো হবে
ভালো কাজ, আমরা ঢাকাবাসী পুলিশের সাথে আছি, সড়ক নিরাপদ করতে হবে, শৃঙ্খলার মাধ্যে আনতে হবে, মহল্লার মধ্যে চালাতে হবে।
খুবই ভালো সিদ্ধান্ত, ইদানীং রিকশা দৌড়ত্ত বেড়ে গেছে।
আবার শুরু হইছে। ট্রাফিক বক্সগুলা আবার পোড়াইতে হইবো।
ছাগল উস্কানিমূলক কথা বন্ধ কর বিনসুদ
আরো কঠোর হতে হবে,,,
খুবই ভালো উদ্যোগ এদের জন্য সড়কে এক্সিডেন্ট বেড়ে গেছে এরা ট্রাফিক আইন সাইন কিছুই মেনে চলেনা।
পুলিশ কে ধন্যবাদ
সঠিক সিদ্ধান্তঃ
সঠিক সিদ্ধান্ত।অটোরিকশা সম্পূর্ণ বন্ধ করার অনুরোধ করবো।আবেগী হবেন না অটোরিকশার কারনে যে সমস্যা সাধারন মানুষের হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
এই রিক্সা গুলির জন্য হাইওয়েতে এক্সিডেন্ট হয় বেশি এরা যাতে হাইওয়েতে না উঠতে পারে সে ব্যবস্থা করতে হবে। আরো কঠুর হতে হবে পুলিশকে আইন আইনের গতিতে চলতে হবে কাউকে হয়রানি করা যাবে না
বন্ধ করা হোক অটো রিক্সা
সঠিক সিদ্ধান্ত👍
অন্য অন্য দেশের মতো রিকশা ওয়ালাদের জন্য সার্ভিস রোড করে দেয়া হোস,
❤ঢাকা শহরের সব অটো বন্ধ করা হুক
Salute janai police der
ধন্যবাদ বিডি পুলিশ
100%Right
পুলিশ সঠিক কাজ করেছে। আইনের কাছে আবেগ তুচ্ছ।
খুব ভালো উদ্যোগ
ধন্যবাদ পুলিশ ভাই দেরকে আর ও কঠিন হতে হবে, ঢাকা কে আর ঢাকার শহর মনে হয় না ঢাকা কে দোজগ এর মত লাগে এদের করানে,,