আপনি যেসব যুক্তিগুলো তুলে ধরলেন তা অবশ্যই সঠিক। কিন্তু আমার বাবার বয়সী একজন যখন আমাকে পায়ে চালানো রিস্কার প্যাডেল মেরে আমকে পরিবহন করে তা এই প্রযুক্তির বাংলাদেশে এসে আমার কাছে অমানবিক ব্যাপার বলে মনে হয়। তার কারনেই আমি ব্যক্তিগতভাবে পায়ে চালানো রিক্সায় ঊঠি না। এই জন্য এই প্রযুক্তিকে আরো উন্নত কিভাবে করা যায় এই নিয়ে প্রতিবেদন করলে ভালো হয়। যেমন : ১:মটোরের স্পিড লিমিট লক ২:ব্রেকিং সিস্টেম উন্নয়ন ৩: ৩ হুইলের লাইসেন্স ছাড়া মালিকেরা গাড়ি ভাড়া থেকে বিরত থাকা। ৪: হেলমেট এর ব্যবহার করা। ৫:অন্যান্য যানবাহনের মত জরিমনা আরোপ করা। ৬:যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা জন্য উন্নত মানের রিক্সার ফ্রেম নিরমানে গবেষণা করা।
বর্তমানে ঢাকা শহরে অতিরিক্ত যানজটের কারণে অটোরিক্সা কারণ তারা হাইওয়ে রোডে উঠলে ইঞ্জিন চালিত গাড়িগুলোকে তারা সাইট দেয় না এই কারণে যানজট আরো বেশি সৃষ্টি হয়
ব্যাটারি রিক্সার জন্য জ্যাম বাজে না প্রাইভেটকার বাস ট্রাক ইত্যাদি বড় গাড়ির জন্য জ্যাম পড়ে ওরা অল্প জায়গায় গাড়ি ঘুরাতে পারেনা আর রিকশা যেরকম ডানে বামে টার্নিং নিতে পারে শর্টকাটে ওরা বড় গাড়ি শর্টকাট টানিং নিতে পারে না একটা গাড়ি সামনে পড়লে পাশ কাটিয়ে উঠবে সেরকম টানিং ওরা নিতে পারে না যারা এই সাংবাদিকের সাথে একমত তারা হয়তো জানে না যে বাংলাদেশের চুরি ছিনতাই কতটা কমে গেছে শুধু এই ব্যাটারি চালিত রিক্সার জন্য
আমাদের মানিকগঞ্জে মোটর চালীত রিকশার চাকায় ওড়না পেচিয়ে দুইজন মানুষের করুন মৃত্যু বরন করেছে। এই গাড়ি গুলো বিদ্যুৎ এর ও অপচয় করছে,যখন তখন যেখানে খুশি সেখানেই গাড়ি গুলো রাস্তায় মোর নিয়ে ঘড়িয়ে যেদিকে ইচ্ছে সেদিকেই যাচ্ছে। ফলে যে কোন সময় যার তার উপর দিয়ে উঠিয়ে দিচ্ছে।
এটা আমাদের মতো মধ্যবিত্তদের প্রাইভেটকার। বড়লোকদের প্রাইভেটকার দিয়ে রাস্তাঘাট ভরা থাকবে, আর আমরা কষ্ট করে অফিসে যাবো? এটা মেনে নেওয়া যায়না। একটা প্রাইভেটকারে অধিকাংশ সময়ে ১ জন যাত্রী থাকে।
বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জাতিকে বোকা বানিয়ে টাকা কামানো এনজিও মালিকরা সুদ ছাড়া ঋণ দেয় না শ্রমিকদের বেতন নিম্নমানের এবং নতুন কোন বেতন বাড়ানোর পরিকল্পনা নেই দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী চিকিৎসা খরচ করার চেয়ে কাফন রেডি করাই ভালো এগুলোর সমাধান দাও আগে
অলিগলিতে পাঠানো না, সমস্ত শহরগুলি থেকে এগুলিকে উৎখাত করতে হবে। এই হাজার হাজার বিজ্ঞানবহির্ভূত অটোরিক্সাগুলিকে অলিগলিতে পাঠানো হলে মহল্লার মধ্যে জাহান্নাম তৈরী হবে। এগুলিকে সমস্ত শহরগুলি থেকে উৎখাত করতে হবে। তবে এগুলিকে মফস্বল এলাকা ও গ্রামাঞ্চলে চলার অনুমতি দেওয়া যেতে পারে।
গরিবের ঘাম সবাই পছন্দ করে পরিবর্তন কেহ চায় না কিন্তু এই রিকশা ব্রিটিশ আমলে থেকে চলছে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি ও বন্ধু এই গরিব মানুষেরাই দেশের অর্থনীতির চাকা গড়িয়ে চলছে❤❤❤
আবাল নাকি আপনি সারাদেশে মানে লাখো পরিবার কোটি মানুষ এক পরিবারে ৫ জন করে হলে,এটা ইউরোপ না যে সবাই বড়লোক সবাই কি করবে এই অভাবের দেশে বন্দ হলে, হুট করে একটা মন্তব্য করে ফেললেন
তারা কি খাবে? আপনারা খাওয়াবেন? অনেক প্রতিবন্ধী এবং পংগু এটি চালিয়ে জীবন চালাচ্ছে আল্লাহর রহমতে। এটি একটি বড় মাধ্যম গরিবদের টাকা কামানোর এবং সংসার চালানোর,, হটাৎ করে এগুলো বন্ধ করলে তাদের খাবারের ব্যবস্যা কি আপনারা করবেন?
বাইয়া, বড়তোমান সময়ে আপনার মতো সংবাদিক❤এই অভাগা দেশের জন্য পাওয়া টা। আমার কাছে মনেহয় যেন নতুন এক আলোর পথ। আমি অন্তরের অন্তর থেকে আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবসময় আপনাকে ভালো এবং সুস্থ রাখেন 🌹❤️❤️❤️🌹😍
সারা দেশের সাসপেনশনবিহীন এই অটোরিকশা গুলো দ্রুত নিষিদ্ধ করে অভিনব ডিজাইনের উন্নত প্রযুক্তির আধুনিক ব্যাটারিচালিত যানের অনুমোদন দেওয়া যেতে পারে যেখানে লাইসেন্সের বিধান থাকবে এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও পাবে।
😂😂😂😂😂😂 ভাই, মটর, ব্যাটারি আমদানি বন্ধ করতে পারবে না, কারণ দৈনন্দিন দিনে মটর (যেমন: পানির পাম্প), ব্যাটারি (ইউপিএস, আইপিএস) প্রয়োজন হয়। নির্দিষ্ট কিছু স্পেয়ার পার্টস (যেগুলো শুধুমাত্র এসব রিকশাতে লাগে) যেমন: কন্ট্রোলার আমদানি বন্ধ অথবা ১০০০০% ভ্যাট যুক্ত করলেই হয়, তাহলে ইম্পোটার আর আনতে যাবে না এতো টাকা দিয়ে।
kisher modhe ki ! ganja tanen naki.......ak ak kore solve na koira ajaira pechanor mane ki ? bajare je sob kicur dam bartase agula nia matha betha ache apner ?
সাংবাদিক বাইরে অনেক ধন্যবাদ 😢শোনেন ভাই আমি একজন অটো ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভার 😂আমরা উপরে ভাড়া মারবো না কিন্তু মহল্লা গুলো অটোরিকশা গুলো যেরকম যানজট করতেছে তার চেয়ে বেশি মহল্লাগুলো ভাঙ্গাচুরা 🥴তাহলে আমরা কি ভাঙ্গাচুরার ভিতরে গাড়ি চালাবো এটা সম্ভব না ভাই 🤔
অটো মেনরোডলে পুলিশে ধরলে আর দেবো না তাহলে তাদের সঠিক বিচার হবে ঢাকা সিটি পাওয়ার রিক্সা নেই অটোরিকশা ঢাকা জেলায় অটো রিক্সা চলা বন্ধ করে দেক আইনের সঠিক বিচার চাই
আসসালামু আলাইকুম স্যার, দেশ সুন্দর করতে,পরিস্কার,শিক্ষা,স্বাস্থ্য সুরক্ষা, দেশের প্রত্যেক বিভাগে,কিছু গার্মেন্টস তৈরি করা,,জনগণের কর্মের ব্যবস্থা করা,আইন সবার জন্য কঠোর করা,এসব করুন দেশ সুন্দর হবে ইন-সা-আল্লাহ্।
@@সবুজজজ আগেও অটোরিকশা চলেছে কিন্তু ওরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে নি কারন আগে পুরোপুরি নিষিদ্ধ ছিলো।আবার পুরোপুরি নিষিদ্ধ করলেও অটো চলবে কিন্তু এখন যেমন মানুষের চাইতে রিকশা বেশী এমনটা হবে না।তাই নিষিদ্ধ করা উচিত
ডক্টর ইউনুস স্যারের অটো গাড়ির বন্ধ করে দিতে পারে না অটো চালিত ব্যয় রিক্সা বন্ধ করে দেন অটো গাড়ির জন্য রাস্তায় এক্সিডেন্ট অটো গাড়ির সকল অটো গাড়ি বন্ধ হোক
অটো রিক্সার কারণে দেশের মানুষ পঙ্গুত্ববরণ করতেছে বরঞ্চ দেশের মানুষ বেকারত্ব আর বাড়ছে কেন অটো রিক্সা থাকতে এরা পরবর্তীতে করবে কি কৃষির উপর প্রভাব পড়তেছে যারা বর্তমানে এখন অটো চালায় কি কাজ করত বর্তমানে তারা করে না তাই অটো রিক্সা আমাদের ক্যান্সারের মতন একটি পরিবহন
@@ffsaiful999yt5আপনার পরিবারে কয়জন দেশের জন্য কৃষি কাজ করে নিজের বাবা কে দিয়ে ভাইকে দিয়ে কিছু দিন কৃষি কাজ করান এদের থেকে শুনবেন কষ্ট কেমন তারপর অন্যজন কে বলবেন
এই সাংবাদিক ভাইয়ের নিউস গুলো অনেক ভালো লাগে।
কেনো ভাই তাদের কি পেট নেই তারা কি খাবে না নাকি,
আইছে মানবতার ফেরিওয়ালা। তা কয়টা অটোর মালিক আপনে?@@LoveBird-m7t
@@LoveBird-m7tরিক্সা চালক আইয়া পড়ছে
@@MdSojib-xx1zo ওনার ভিডিও দেখছোচ উনি এই রকম পতিবেধন আরো ৪ থেকে ৫ বছর আগে থেকে দিয়ে থাকে।
তুই ছিলি চান্দা বাজ এখন তাই এই কথা বলছোচ
এতদিন তারা মেইন রাস্তায় গাড়ি চালায় নাই তখন কি না খেয়ে মরে গেছে??@@LoveBird-m7t
এই প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিবেদককে অনেক অনেক ধন্যবাদ।
অটোরিকশা বন্ধ করা হক
Thanks for publishing this . Badda also having big impact for this issue
এত অনিয়ম আর কোন দেশে আছে কিনা আমার জানা নাই
আপনি যেসব যুক্তিগুলো তুলে ধরলেন তা অবশ্যই সঠিক।
কিন্তু আমার বাবার বয়সী একজন যখন আমাকে পায়ে চালানো রিস্কার প্যাডেল মেরে আমকে পরিবহন করে তা এই প্রযুক্তির বাংলাদেশে এসে আমার কাছে অমানবিক ব্যাপার বলে মনে হয়।
তার কারনেই আমি ব্যক্তিগতভাবে পায়ে চালানো রিক্সায় ঊঠি না।
এই জন্য এই প্রযুক্তিকে আরো উন্নত কিভাবে করা যায় এই নিয়ে প্রতিবেদন করলে ভালো হয়।
যেমন :
১:মটোরের স্পিড লিমিট লক
২:ব্রেকিং সিস্টেম উন্নয়ন
৩: ৩ হুইলের লাইসেন্স ছাড়া মালিকেরা গাড়ি ভাড়া থেকে বিরত থাকা।
৪: হেলমেট এর ব্যবহার করা।
৫:অন্যান্য যানবাহনের মত জরিমনা আরোপ করা।
৬:যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা জন্য উন্নত মানের রিক্সার ফ্রেম নিরমানে গবেষণা করা।
ভাই আপনার প্রত্যেকটা কথা আমার মনের কথা
ভাই আপনার প্রত্যেকটা কথা আমার মনের কথা
ভাই আপনার প্রত্যেকটা কথা আমার মনের কথা
ঠিক। ভাই এটা মনের কথা বলছেন।
সটিক
এই নিউজটার জন্য অপেক্ষায় ছিলাম
আমিও
ভাই পায়ের রিকশা দিয়া যাবেন ১২০ টাকা আর অটোরিকশা দিয়া যাবেন ৫০ টাকা তখন আবার কান্নাকাটি কইরেন না
@@gametips194750 টাকার জন্য জীবনটাই দিয়ে দিবেন তখন কি করবেন
বর্তমানে ঢাকা শহরে অতিরিক্ত যানজটের কারণে অটোরিক্সা কারণ তারা হাইওয়ে রোডে উঠলে ইঞ্জিন চালিত গাড়িগুলোকে তারা সাইট দেয় না এই কারণে যানজট আরো বেশি সৃষ্টি হয়
ব্যাটারি রিক্সার জন্য জ্যাম বাজে না প্রাইভেটকার বাস ট্রাক ইত্যাদি বড় গাড়ির জন্য জ্যাম পড়ে ওরা অল্প জায়গায় গাড়ি ঘুরাতে পারেনা আর রিকশা যেরকম ডানে বামে টার্নিং নিতে পারে শর্টকাটে ওরা বড় গাড়ি শর্টকাট টানিং নিতে পারে না একটা গাড়ি সামনে পড়লে পাশ কাটিয়ে উঠবে সেরকম টানিং ওরা নিতে পারে না যারা এই সাংবাদিকের সাথে একমত তারা হয়তো জানে না যে বাংলাদেশের চুরি ছিনতাই কতটা কমে গেছে শুধু এই ব্যাটারি চালিত রিক্সার জন্য
দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
Agreed 😊
এটিএন বাংলার সাংবাদিক ভাই ধন্যবাদ স্মৃতি তুলে ধরার জন্য এগিয়ে যান আমরা সবাই এটিএন বাংলা সাথে আছি
খুবই যৌক্তিক এবং সময়োপযোগী রিপোর্ট। জীবনটা অতিষ্ঠ করে তুলেছে।
বাসায় গাড়ি আছে মনে হয় এই জন্য এই রকম মন্তব্য করেছেন আর মধ্যে বিত্তরা কিন্তু পা রিক্সার ভাড়া দিতে অনেক অনেক কষ্টে পড়ে যায়
আমাদের মানিকগঞ্জে মোটর চালীত রিকশার চাকায় ওড়না পেচিয়ে দুইজন মানুষের করুন মৃত্যু বরন করেছে। এই গাড়ি গুলো বিদ্যুৎ এর ও অপচয় করছে,যখন তখন যেখানে খুশি সেখানেই গাড়ি গুলো রাস্তায় মোর নিয়ে ঘড়িয়ে যেদিকে ইচ্ছে সেদিকেই যাচ্ছে। ফলে যে কোন সময় যার তার উপর দিয়ে উঠিয়ে দিচ্ছে।
সারা দেশে এমন অবস্থা
এটা আমাদের মতো মধ্যবিত্তদের প্রাইভেটকার।
বড়লোকদের প্রাইভেটকার দিয়ে রাস্তাঘাট ভরা থাকবে, আর আমরা কষ্ট করে অফিসে যাবো? এটা মেনে নেওয়া যায়না।
একটা প্রাইভেটকারে অধিকাংশ সময়ে ১ জন যাত্রী থাকে।
ভাই ফাটায় দিছেন আমি আপনার ভিডিও বানা শুরু থেকে আজ পর্যন্ত সব কন্টেন্ট দেখছি
ইমন ভাইয়ের এমন নিউজের জন্য অনেক অপেক্ষায় ছিলাম,
আলী আজগর ইমন ভাই, আপনাকে ধন্যবাদ।
এই অটো রিক্সা বন্ধ করার মত কেউ নেই বাংলাদেশ
সবাইকে তুমি ২, চার লাখ করে দিয়ে দাও বন্ধ হবে
ধন্যবাদ সাংবাদিক আপনাকে। আশা করছি আপনাদের মতো সচেতনা এবং প্রচারের মাধ্যমে কতৃপক্ষ অবশ্যই এর সমাধান করবে।
বাংলাদেশের সবছে বড় একটা সমশ্বা হছেছ অটো রিক্সা,❤❤❤❤❤❤
দুর শালা
ভাই পায়ের রিকশা দিয়া যাবেন ১২০ টাকা আর অটোরিকশা দিয়া যাবেন ৫০ টাকা তখন আবার কান্নাকাটি কইরেন না
মিয়া একথা বলেন আপনার কি ডাবল ভাড়া দিয়া যাওয়ার সামর্থ্য আছে দ্বারা ২০ টাকার জায়গায় ৩০ টাকা দিতে গেলে আপনাদের গোয়া ফাটে সমস্যার কথা বলতে
ভাই আপনাকে ধন্যবাদ ওনার কথার উওর দেওয়ার জন্য❤❤❤@@NizamUddin-i5s
বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে
জাতিকে বোকা বানিয়ে টাকা কামানো এনজিও মালিকরা সুদ ছাড়া ঋণ দেয় না
শ্রমিকদের বেতন নিম্নমানের এবং নতুন কোন বেতন বাড়ানোর পরিকল্পনা নেই দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী চিকিৎসা খরচ করার চেয়ে কাফন রেডি করাই ভালো
এগুলোর সমাধান দাও আগে
সাংবাদিক ভাই এই নিউজ প্রচার করার জন্য অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রেখেছেন ধন্যবাদ
ধন্যবাদ এটিএন বাংলার সাংবাদিক আলী আজগর ইমন সাহেবকে
কেনো ভাই তাদের কি পেট নেই তারা কি খাবে না নাকি,
@@LoveBird-m7t আসছে রিক্সাওলা
যখন ব্যাটারি রিকশা ছিলো না,তখনও পেট ছিলো,তখন কি করে খায়তি❤এখন তা করে খা,@@LoveBird-m7t
অতি দ্রুত ব্যাটারি চালিত রিকশা গুলা অলিগলিতে চালানোর নির্দেশ সরকার যেনো দেয়
অলিগলিতে পাঠানো না, সমস্ত শহরগুলি থেকে এগুলিকে উৎখাত করতে হবে।
এই হাজার হাজার বিজ্ঞানবহির্ভূত অটোরিক্সাগুলিকে অলিগলিতে পাঠানো হলে মহল্লার মধ্যে জাহান্নাম তৈরী হবে।
এগুলিকে সমস্ত শহরগুলি থেকে উৎখাত করতে হবে। তবে এগুলিকে মফস্বল এলাকা ও গ্রামাঞ্চলে চলার অনুমতি দেওয়া যেতে পারে।
সারা দেশে নিষিদ্ধ করা হক
@@sakibahmed1769 সহমত পোষন করছি। আপনার আগে আমিও একই রকম একটি reply দিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি আমার reply-টি delete করে দেওয়া হয়েছে।
আজগর ভাই কে ধন্যবাদ।সড়ক বিভাগের ব্যবস্হা নিতে দেরি না করে দূত ব্যবস্হা নিতে হবে। আল্লাহ ভরসা।
সুন্দর সংবাদ ধন্যবাদ সাংবাদিক ভাই কে
ধন্যবাদ আপনাকে
সকল হাইওয়ে থেকে অটো নিষিদ্ধ করা হোক দ্রুত
এর জন্য আর্মিকে দায়িত্ব দেওয়া হোক
নিষিদ্ধ ছিল কিন্তু আন্দোলনের পরে যে পাখা গজিয়েছে।
ভাই এই নিউজটার মাধ্যমে আপনে সত্য কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিটির মধ্যে এটা আসলে শোভা পায় না
দ্রুত ব্যবস্থা নেওয়া হোক
বেশ কয়েকদিন যাবত ভাবছি এরকম একটা নিউজ আমি করব কিন্তু আপনি আগেই করলেন যাই হোক অসংখ্য ধন্যবাদ এরকম জনদুর্ভোগ মূলক প্রতিবেদন প্রচার করার জন্য
অটো রিস্কা ছাড়া চলা অসম্ভব❤❤
আলী আজগর ইমন সাংবাদিক ভাইকে ধন্যবাদ
সুযোগ দিলে বাঙালি চাঁদের দেশে গিয়েও ব্যাটারি রিক্সা চালাবে।😊
😂😂
নতুন স্বাধীন পাগলা স্থান জিন্দাবাদ।
চালিয়ে যাও আমরা তোমাদের সঙ্গে আছি ।
সাংবাদিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক ভালো একটা প্রতিবেদন করার জন্য
ছাগল,,,
আসলেই সাংবাদিক ভাইয়ের ভিডিও গুলো অনেক ভালো লাগে
সারা দেশের একই অবস্থা শুধু ঢাকা না।
এইসব ব্যাটারিচালিত রিক্সার মালিকদের আইনের আওতাধীন করা উচিত। এই বাহনের উৎপাদন সীমিত করে দেওয়া উচিত।
যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের শুভদৃষ্টি আশা করছি।
এ ধরনের বাহন বন্ধ করা জন্য প্রয়োজনীয় যথাযথ পদক্ষেপ নেওয়া অনুরোধ রহিল।
জাযাকাল্লাহ খাইরান।
Right
সাংবাদিক ভাইকে ধন্যবাদ 🌹🌹✅☑️
অটোরিকশা উচ্ছেদ চাই
ওদের চাকরি কি তোর বাপ দিবে
😂😂😂 ওরা মেন রোডে আসবে কেন
@@anikkhan6099PAYE tana rickshaw ki nai naki pagol.
সারা দেশে দূত নিষিদ্ধ করা হক।
@@anikkhan6099দেশ টারে নষ্ট করছে এই রিকশা
সাংবাদিক আলী আজগর ভাই আপনি সক্রিয় থাকবেন ধন্যবাদ 🫡
এগুলো আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত এবং কি প্রশাসন দ্বারা জরিমানা করা উচিত
গরিবের ঘাম সবাই পছন্দ করে পরিবর্তন কেহ চায় না কিন্তু এই রিকশা ব্রিটিশ আমলে থেকে চলছে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি ও বন্ধু এই গরিব মানুষেরাই দেশের অর্থনীতির চাকা গড়িয়ে চলছে❤❤❤
অটোরিকশা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও
ওঠা একটা গজব
সময়োপযোগী একটা প্রতিবেদন অসাধারণ হয়েছে প্রতিবেদনটি।🎉🎉🎉🎉🎉
প্রতিবেদককে অনেক অনেক ধন্যবাদ।
অটোরিকশার জালায় অতিষ্ঠ। শহর বা উপজেলা সব একি অবস্থা 😢😢😢😢
সারা দেশে দূত নিষিদ্ধ করা হক।
সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ
এই সাংবাদিক ভাইয়া অনেক সাহসী আর উনার প্রত্যেকটি ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে ❤❤
এই নিউজটার অপেক্ষায় ছিলাস, ধনৌবাদ ভাই
আমি আপনার সাথে একমত আমিও চাই এই অটো রিক্সা সারা বাংলাদেশের 64 জেলা থেকে নিষিদ্ধ করা হোক
আবাল নাকি আপনি সারাদেশে মানে লাখো পরিবার কোটি মানুষ এক পরিবারে ৫ জন করে হলে,এটা ইউরোপ না যে সবাই বড়লোক সবাই কি করবে এই অভাবের দেশে বন্দ হলে, হুট করে একটা মন্তব্য করে ফেললেন
তারা কি খাবে?
আপনারা খাওয়াবেন?
অনেক প্রতিবন্ধী এবং পংগু এটি চালিয়ে জীবন চালাচ্ছে আল্লাহর রহমতে।
এটি একটি বড় মাধ্যম গরিবদের টাকা কামানোর এবং সংসার চালানোর,, হটাৎ করে এগুলো বন্ধ করলে তাদের খাবারের ব্যবস্যা কি আপনারা করবেন?
সহমত
অসংখ্য ধন্যবাদ ATN বাংলার সাংবাদিক ভাইকে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম একটা নিউজ করার জন্য
আমরা অনেক শিক্ষিত যুবক এ পেশায় নিয়োজিত। অটো না থাকলে আমরা কি করে খাবো?
আগে কি করে খাইতেন?
@@leonchowdhury8455 জেনে কি করবেন?
অসংখ্য ধন্যবাদ সন্মানিত ভাই আপনাকে 💞 অনতিবিলম্বে অটো রিকশা বন্ধ করা হোক 👁️
বাইয়া, বড়তোমান সময়ে আপনার মতো সংবাদিক❤এই অভাগা দেশের জন্য পাওয়া টা। আমার কাছে মনেহয় যেন নতুন এক আলোর পথ। আমি অন্তরের অন্তর থেকে আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবসময় আপনাকে ভালো এবং সুস্থ রাখেন 🌹❤️❤️❤️🌹😍
এগুলোর জন্য জনজীবন অতিষ্ট।
ঢাকার মানুষ অতিষ্ঠ ।
১০০০০০% সঠিক কথা ভাই আপনাকে ধন্যবাদ ❤
সাংবাদিক ভাই কে অসংখ্য ধন্যবাদ এ রকম একটা প্রতিবেদন তুলে ধরার জন্য
অটোরিকশা মুক্ত রাজধানী করার দাবি জানাই এটাই বাস্তব যেই অটো রিক্সার কারনে প্রতি নিহিত একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে
সারা দেশে এমন অবস্থা
আমার পছন্দের একজন সাংবাদিক ❤❤❤
সময়োপযোগী একটা নিউজ ধন্যবাদ ইমন ভাইকে ❤❤
অটো রিক্সার কারণে পাগল হয়ে যাচ্ছি রাস্তা দিয়ে কোন ভাবেই চলাচল করা যাচ্ছে না এই অটোরিকশার কারণে অনেক এক্সিডেন্ট হচ্ছে
Ar onno kono bahon durghotna hoy na?
@@md.robiulislam8713na era pagoler moton chalay. Amar garir bumper beka kore dise AR scratch toh gune shesh kora jabe na .
দূত সারা দেশে বন্ধ করা হক।
gotokal amar frnd er ammu pa er chalito rickshaw te accident korse...tar bepare ki bolben?
@@RHRony-sw1pz paddle rickshaw and battery rickshaw accidenter ratio ta Jodi bolten
আপনার সেসের কথা খুব ভালো লাগলো। আমি নিজেই একজন অটোরিকশা ডাইভার বগুড়া শহরে চালাই।।।। ধন্যবাদ আপোনাকে।😅😅😅😅😅😅
খুবই সুন্দর উপস্থাপনা আমাদের সবাইকে সচেতন হতে হবে তবে আমাদের দেশ সোনার দেশে পরিণত হবে
সাংবাদিক ভাইকে অনেক ধন্যবাদ অনেকদিন পরে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়েছে আপনার❤❤❤🎉🎉🎉
ভাই আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিউজ করেন ধন্যবাদ ভাই শুভকামনা আপনার জন্য❤❤❤
অনেক সুন্দর একটা নিউজ, এটা মেইন রোডে চলা বন্ধ করা হোক
সারা দেশে বন্ধ করা হক
পাগল হয়ে যাচ্ছি এদের জালায়, রাস্তায়
এইসব রিক্সা দেখলে মনে হয় আফ্রিকার অনুন্নত কোনো দেশে বসবাস করছি।🤬🤬🤬
রিক্সা দেশের জাতীয় যান।
তার মানে আপনার মধ্যে অহংকারের অভাব নাই, আপনার কথায় বুজা জায় যে অরা মানুষ না?
@@UNAS2000 আপনার কথা ঠিক কিন্তু এর জন্য দুর্ঘটনা বেশি হয় শহরে বাইরে চালানো উচিৎ ❤
পৃথিবীর অন্য কোন দেশে রিকশা নেই। কলকাতার হাতে টানা কিছু রিকশা বাদে। আফ্রিকার মানুষ না খেয়ে থাকবে তাও রিকশা চালাবে না।
@@Art-Vibe-Tribeরিকশা চালানো টাই একটা মানুষের জন্য অবমাননাকর। আফ্রিকার মানুষ না খেয়ে থাকবে তাও রিকশা চালাবে না।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রিপোর্ট করার জন্য
আমি ভিডিও শোনার আগেই কমেন্ট করলাম,,
দেশের ব্যাকারত্ব দুর যতদিন না হবে,ততদিন ব্যাটারি চালিত বারতেই থাগবে,,
গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন
সারা দেশের সাসপেনশনবিহীন এই অটোরিকশা গুলো দ্রুত নিষিদ্ধ করে অভিনব ডিজাইনের উন্নত প্রযুক্তির আধুনিক ব্যাটারিচালিত যানের অনুমোদন দেওয়া যেতে পারে যেখানে লাইসেন্সের বিধান থাকবে এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও পাবে।
একবারে নিষিদ্ধ করা হক।
এই ড্রাইভারদের ফ্যামিলির তোরা চালাবে কিনা
ধন্যবাদ আলী আজগর ইমন ভাই
এই নিউজ প্রচার করার জন্য অসংখ্য ধন্যবাদ
অটোরিকশা বন্ধের একটাই রাস্তা মোটর ও বেটারী আমদানি বন্ধ করে দিতে হবে।
😂😂😂😂😂😂 ভাই, মটর, ব্যাটারি আমদানি বন্ধ করতে পারবে না, কারণ দৈনন্দিন দিনে মটর (যেমন: পানির পাম্প), ব্যাটারি (ইউপিএস, আইপিএস) প্রয়োজন হয়।
নির্দিষ্ট কিছু স্পেয়ার পার্টস (যেগুলো শুধুমাত্র এসব রিকশাতে লাগে) যেমন: কন্ট্রোলার আমদানি বন্ধ অথবা ১০০০০% ভ্যাট যুক্ত করলেই হয়, তাহলে ইম্পোটার আর আনতে যাবে না এতো টাকা দিয়ে।
সহমত
এই বেটারী চালিত রিকশা অনেক বাড়িওলা 😢 এই ব্যবসা করে এই রিক্সার মধ্যে অনেক লাভ
Apni bad dichen keya apnio suru koren
বিদ্যুৎ গিলে খাচ্ছে
@sakibahmed1769 ঠিক
আছছালামু আলাইকুম ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ইতালি থেকে বলছি। ❤
এর জ্বালায় এই শহরে আর থেকে যাবে না
সচেতন নাগরিক হিসাবে চাই অনতি বিলম্বে অটোরিকশা বন্ধ হোক এটা একটা মৃত্যুফাঁদ এই প্রতিবেদনের জন্য সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ ❤❤❤
দূত বন্ধ করা হক সারা দেশে
কথাগুলো যুক্তি সামন্ত❤
সাংবাদিক ভাই কন্ট্রোলারদার মটর টা বন্ধ ইনপুট করে বন্ধ করে দিলেই হয়
বাসগুলো যে রোডের মাঝখানে ব্রেক দিয়ে যাত্রী নিয়ে রোড জ্যাম বানাইতাছে এডি আপনার কোন মাথাব্যথা আছে
ভাই আপনি তাহলে বাসের হেল্পার হয়ে যান
@@niroboxas3815 বলদ নাকি? ছোট বাস গুলি বন্ধ করে বড় বড় বাস দেয়া দরকার এবং বাসের সংখা কমানো দরকার।
বিষয় ঐ টা না বিষয় হচ্চে গরিব হোওয়া টাই এই দেশের দোষ
kisher modhe ki ! ganja tanen naki.......ak ak kore solve na koira ajaira pechanor mane ki ? bajare je sob kicur dam bartase agula nia matha betha ache apner ?
Oita niye o report korse..
ভাই আপনার নিউজ দেখার অপেক্ষায় থাকি❤
ভাই আমি আপনার অপেক্ষায় ছিলাম কতো দিন পর দেখা গেল ❤❤❤❤❤❤😊😊😊😊
এই অটোর জন্য জ্যাম ঝট এ খুবি কস্টে আছি ঢাকায় অটো বন্ধ করা হোক
সাংবাদিক বাইরে অনেক ধন্যবাদ 😢শোনেন ভাই আমি একজন অটো ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভার 😂আমরা উপরে ভাড়া মারবো না কিন্তু মহল্লা গুলো অটোরিকশা গুলো যেরকম যানজট করতেছে তার চেয়ে বেশি মহল্লাগুলো ভাঙ্গাচুরা 🥴তাহলে আমরা কি ভাঙ্গাচুরার ভিতরে গাড়ি চালাবো এটা সম্ভব না ভাই 🤔
ধন্যবাদ
অটো মেনরোডলে পুলিশে ধরলে আর দেবো না তাহলে তাদের সঠিক বিচার হবে ঢাকা সিটি পাওয়ার রিক্সা নেই অটোরিকশা ঢাকা জেলায় অটো রিক্সা চলা বন্ধ করে দেক আইনের সঠিক বিচার চাই
আসসালামু আলাইকুম স্যার, দেশ সুন্দর করতে,পরিস্কার,শিক্ষা,স্বাস্থ্য সুরক্ষা, দেশের প্রত্যেক বিভাগে,কিছু গার্মেন্টস তৈরি করা,,জনগণের কর্মের ব্যবস্থা করা,আইন সবার জন্য কঠোর করা,এসব করুন দেশ সুন্দর হবে ইন-সা-আল্লাহ্।
ভালো লাগছে
আসসালামু আলাইকুম স্যার আপনার ভিডিওগুলা আমি দেখি অনেক ভালো লাগে আপনাকে অনেক ধন্যবাদ স্যার
দয়া করে অটোরিকশাগুলো বন্ধ করে দেন।এতো পরিমাণ যানজট আর এতো দূর্ঘটনা হচ্ছে তারপরও কেনো নিষিদ্ধ হচ্ছে না।
শুধু মহা সরকে রিক্সা বন্ধ করতে হবে। অটো রিক্সা বন্ধ করলে জিবন যাত্রার খরচ বেরে যাবে। অটো রিক্সার বিকল্প এখনো দেখি না
আরে ভাই আপনার চোখ মনে হয় আকাশে খালি অটো রিকশাই কি জেমজোট বাধে
@@Art-Vibe-Tribe ৫ আগষ্টের পর একমাত্র অটোরিকশার জন্যই এতো পরিমান যানজট হচ্ছে খোজ নিয়ে দেখেন।
@@সবুজজজ আগেও অটোরিকশা চলেছে কিন্তু ওরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে নি কারন আগে পুরোপুরি নিষিদ্ধ ছিলো।আবার পুরোপুরি নিষিদ্ধ করলেও অটো চলবে কিন্তু এখন যেমন মানুষের চাইতে রিকশা বেশী এমনটা হবে না।তাই নিষিদ্ধ করা উচিত
ডক্টর ইউনুস স্যারের অটো গাড়ির বন্ধ করে দিতে পারে না অটো চালিত ব্যয় রিক্সা বন্ধ করে দেন অটো গাড়ির জন্য রাস্তায় এক্সিডেন্ট অটো গাড়ির সকল অটো গাড়ি বন্ধ হোক
কি বাল লিখেছেন, কিছুই ত বুঝি নাই, মাল খাইছস নাকি
প্রতিদিন বাইক এক্সিডেন্ট হয়ে মারা যায় এমন নিউজ আছে তাই বলে কি বাইক বন্দ হয়ে যাবে পাগল নাকি আপনি
সহমত
ধন্যবাদ ভাই আপনাকে অনেক দিন পরে দেখলাম। ভাই আপনার জন্য শুভকামনা রইল রফিকুল ইসলাম নেত্রকোনা থেকে
অটো রিকশা না থাকলে দেশের মানুষের বড় একটা অংশ বেকার হয়ে পড়বে মনে করি তবে মেইন রোড গুলো তে আটো রিকশা চলাচল বন্ধের পক্ষে আমি
তা ঠিক। কিন্তু এরপর আর অটো রিকশার প্রডাকশন চলতে দেওয়া ঠিক নয়।এভাবে চলতে থাকলে হাইওয়ে রিক্সা দিয়েই ভরে যাবে।
অটো রিক্সার কারণে দেশের মানুষ পঙ্গুত্ববরণ করতেছে বরঞ্চ দেশের মানুষ বেকারত্ব আর বাড়ছে কেন অটো রিক্সা থাকতে এরা পরবর্তীতে করবে কি কৃষির উপর প্রভাব পড়তেছে যারা বর্তমানে এখন অটো চালায় কি কাজ করত বর্তমানে তারা করে না তাই অটো রিক্সা আমাদের ক্যান্সারের মতন একটি পরিবহন
@@AbirAhmed...Right
অটো রিকশা যখন ছিলোনা তহন কি কাজের অভাব ছিলোনা? নাকি বেকারত্ব ছিলোনা?
@@ffsaiful999yt5আপনার পরিবারে কয়জন দেশের জন্য কৃষি কাজ করে নিজের বাবা কে দিয়ে ভাইকে দিয়ে কিছু দিন কৃষি কাজ করান এদের থেকে শুনবেন কষ্ট কেমন তারপর অন্যজন কে বলবেন
আপনাকে ধন্যবাদ
ইমন ভাই❤❤❤❤❤🎉🎉🎉🎉 আমার প্রিয় মানুষ😊
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই নিউজটা করার জন্য
খুব সুন্দর একটা নিউজ করছেন এগুলো নিয়ে কারোরই মাথাব্যথা নাই
ধন্যবাদ আপনাকে এই প্রতিবেদন করার জন্য। এদেরকে অবশ্যই আইন করে বন্ধ করতে হবে।
Salute apnake.
তাদেরকে আইন মেনে চলতে বলুন ❤
অনেক ভালো সিদ্ধান্ত
খুব ভালো একটা খবর শুনছি