যখন ছোট ছিলাম, ঠাকুমার তাক থেকে পেড়ে পড়া প্রথম উপন্যাস ছিল আমার পথের দাবী | ঠাকুরদাদারা বিপ্লবী ছিলেন ; পথের দাবী , পরিব্রাজক , তরুণের স্বপ্ন , মোটরসাইকেল ডায়রি প্রতিষ্ঠা করেছিল তাদের চিন্তা | প্রথম আলো শুনতে চাই | অনেক অভিনন্দন ও শুভেচ্ছা | গোধূলিদি, সুমিতদা, অনুজয়দা , ও মীরদার অভিনয় কানখাড়া করে শুনতে হয় |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেচেঁ থাকলে তারই সৃষ্টি প্রত্যেকটি গল্প উপন্যাস তিনি যদি শ্রতি মাধ্যমে শুনতেন। তাহলে এক অনাবিল আনন্দে আত্মহারা হতেন,এটি আমার বিশ্বাস। যদিও তিনি আজও বেচেঁ আছেন আমাদের সবার "মনে", আর একজনের কথা না বললে নয় মীর স্যার অনেক ধন্যবাদ।💓🙏🏻🙏🏻
গল্প মীরে ঠেকে এই উপন্যাসটি দেখে সত্যি খুব খুশি হলাম। কিন্তু যদি আর কিছুদিন আাগে পেতাম তাহলে আরো খুশি হতাম। কারন ২ তারিখ থেকে মাধ্যমিক শুরু, বাংলার সিলেবাসে এটি আংশিক রয়েছে। পরীক্ষা র আগে যদি আপনাদের এই অসাধারণ উপস্থপনা শুনতে পেতাম তাহলে হয়তো উত্তর লেখার মান আরো ভালো হত..
আমি বর্তমান এ দশম শ্রেণীর একজন পড়ুয়া এবং ২ তারিক থেকে মাধ্যমিক দেব..... এই উপন্যাস এর কিছু টা অংশ আমাদের বাংলা টেক্সট বই এর অন্তর্ভুক্ত....তবে এই উপন্যাস টি শুনে এটি মনে রাখা আরো সহযতর হয়ে উঠবে......ধন্যবাদ জানাই মীরদা ও পুরো টিম কে ! ✨🙏🏻
আজ ভারতী অর্থাৎ গোধূলি কে শুনতে,, অপূর্ব শিহরণ লাগছে.. শরীরের শিরা গুলো ও যেন শিহরিত হচ্ছে.. 😊😊 এই পথের সন্ধান, কোন "পথের দাবী" তে মিটবে কে জানে.. শ্রদ্ধেয় 🙏শরৎচন্দ্র চট্টোপাধ্যায়🙏 কে অনেক অনেক প্রণাম.. এমন সোনার অলঙ্কারে বাঁধানো গল্প উপহার আমাদের জন্য রেখে গেছেন.. 🙏🙏💖 ভারতীর প্রতি অপূর্ব র অলীক মুগ্ধতা সত্যিই অপূর্ব... 🤩👏🤩 অনেক কষ্টের মাঝেও এটুকু বেশ রোমাঞ্চকর.. 👍 👍 🎉 যাই হোক মীর আফসার আলী, ভীষন ভীষণ ভালো লাগলো এই গল্পের উপস্থাপন বিবরণ.. 😢😊🙏🌹🙏🌻🌻
@@realmir ভবি নি কোনো দিন যে তোমার উত্তর পাবো । এটা আমার কাছে অনেক বড়ো ব্যাপার । Thank You so much ♥️♥️ হ্যা এখন আমার কলেজের এক্সাম শুরু হবে কাল থেকেই । পড়ার পর রাতে শুয়ে মন কে স্থির করার জন্য তোমার ভয়েসটাই যথেষ্ঠ। ভালোবাসা নিও । আশীর্বাদ করো যাতে এই এক্সাম আর ভবিষ্যতেও বাকি পরীক্ষায় যেনো ভালো ফল করি। 🙏
অসংখ্য ধন্যবাদ মীর দা। আমি দশম শ্রেণীতে পড়ি। এই গল্পটা দেওয়ার জন্য। 2 তারিখে আমার বাংলা পরীক্ষা , আমি এখন গল্পটা শুনছি। খুবই উপকৃত হলাম এই গল্পটা পেয়ে। আবারও অংসখ্য ধন্যবাদ। 🙏🙏
বাংলা সাহিত্যের যে অমৃত খনি আছে, সেখানে যে সব মনি মুক্ত গল্পঃ আছে , সেই গল্পঃ গুলো এই ভাবে খনন করে আমাদের সামনে তুলে ধরতে মীর দা ই পারে। অনেক অনেক ধন্যবাদ মীর দা এতো ভালো ভালো গল্পঃ পরিবেশন করার জন্য। সত্যি আমার বলার কোনো ভাষা নেই। বেঁচে খাকুক বাংলা সাহিত্য। বেঁচে থাকুক মীর আফসার আলি 🙏🙏
মীরদা তোমার জুড়ি মেলা ভার.......এটা কিন্তু মানতে হবে গপ্পো মীরের ঠেক কে কেউ টেক্কা দিতে পারবে না ... দারুন সব Choice আর অসাধারন সব Voice Artist দুইয়ে মিলে বাঙালির মন ভালো করার একমাত্র সাপ্তাহিক টনিক কে জমজমাট করে তুলছে দিন প্রতিদিন। ❤❤❤ জিও মীরদা জিও 18:22
Ami 2025 er madhyamik student.amader syllabus er ontorgoto ei uponnyas 😊 sune puro mathay bose gelo porikhay bhul hobe na ar.thank you mir uncle ei uponnyas ta eto sundor kore sonanor jonno😊😊❤❤❤ thank you so much ❤❤
Although I acknowledge that on August 15, 1945, we did not achieve independence but experienced a Transfer of Power, it is essential to recognize that individuals, including men, artists, and writers, maintained their intellectual independence. This intellectual autonomy gave rise to remarkable novels, short stories, cinema, and teleframes during that era. However, in our current governance, there seems to be a suppression of freedom of thought. Manik Bandopadhyay's "Putulnacher Itikatha" serves as a poignant reminder of this concern in literature. Our literary heritage is commendable, with writers forewarning of a time like this. Satyajit Ray's timeless classic film "Hirak Rajar Deshe" and the aspirations of Hirak Raja should not be forgotten. Thank you Mir da, you're doing good🧡🤍💚
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনী সত্যি ভীষন প্রিয়, আর এই অপূর্ব লেখনী এর সাথে এই অসম্ভব talented মানুষদের গলা মিশে গেলেই যেন শুনতে পাওয়া গল্পগুলো চোখের সামনে ভেসে ওঠে, গায়ে কাঁটা দেয়। সত্যি বড্ড ভালো লাগে,❤ তবে একটা কথা স্বীকার করতেই হবে যে, বিড়ি সিগারেট এর নেশা করা থেকে এই অপূর্ব সৃষ্টিগুলি শোনার নেশা ঢের ভালো✨
Class 10 এ পড়েছিলাম, তখন তো অল্প কিছুটাই ছিল, তাই সবটা জানার আগ্রহটাও বেড়ে গিয়েছিল, আজ Captain এর জন্যে সে আশা আমার পূরণ হলো! অনেক ধন্যবাদ তোমাকে Captain আর একটা লাইন এখনও মনে আছে "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনা বজায় আছে"❤😊
কাস্টিং সব দুর্দান্ত হয়েছে। একজনের গলা শুনেও এখনও অবধি বেমানান মনে হয়নি। অভিনয়ও দারুণ হচ্ছে। আমি শুধু ভেবে অবাক হচ্ছি, শরৎবাবু যখন এই গল্প লিখছেন তখন হয়তো তিনি আমার চেয়েও বয়সে অনেক বড়ো, সংসারের জাঁতাকলে পিষ্ট হয়ে আমার চেয়েও অনেক বেশি পরিপক্ব ও অভিজ্ঞ। তবু অপূর্বর ছেলেমানুষিতে ভরা চরিত্রটা কী অপূর্ব দক্ষতায় ফুটিয়ে তুলেছেন! বোধহয় এই কারণেই এঁরা কালজয়ী সাহিত্যিক।
গল্পের প্রথম পর্ব শুনে .... এ ক দিন ধরে গল্পের অন্তিম পর্ব শুনার জন্য অপেক্ষা করছিলাম। ভারতী র চরিত্রে গোধূলি just ফাটিয়ে দিয়েছে। আলাদা করে বাকি সবার কথা বলছি না । গল্পঃ শুনছি আর নিজের মনে ভারতী র অবয়ব নিজের মনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি....এক কথায় শরৎচন্দ্র র কল্পনায় সৃষ্ট চরিত্রের প্রেমে পড়ে গেলাম। যা বুঝলাম যতদিন না , গল্পঃ টা শেষ করতে পারছি আমার ঘুম আসবে না ....গপ্পো মীরের ঠেক ...গল্পঃ শোনার আগ্রহ টা কে বাড়িয়ে দিয়েছে। সাসপেন্স শেষ করতে...অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করলাম....
ছোটো বেলায় পরে আসা সেই গল্প টা আবার নতুন করে নতুন ছন্দে শুনতে পাবো কখন ও ভাবতে পারিনি কিন্ত শুনে খুব ভালো লাগলো লক্ষ শ্রোতার মধ্যে আমি ও একজন শ্রোতা ভালোবাসা দিলাম মোন থেকে ❤️
Mir da tomar channel er ei approach ta sera lagche... Bangla sahityer je bipul bhandar seta ke amader samne tuley dhorcho je sob nam gulo je sob uponnash gulo amader generation er praay keo e nam porjonto shoneni ba amader ager generation bhulte boshechilo segulo ke sobar kache ene dewa... Songoskriti monoshkota ke bachiye rakhar ei prochestay hoyto amar motoi Chandril babuo khusi hoben... Oshonkho dhonnobad tomay ebong tomar dol ke je golpo gulo ar porar sujog hoyna ei byasto jibone ar banglar baire theke segulo ontoto amar kach theke hariye jetey dichho na❤
তোমার সব গল্প শুনি। কিন্তু এই গল্পটার স্টোরিলাইন, সব্যসাচীর থিম মিউজিক, শুধু তোমার অভিনয় নয়, তোমার সমস্ত টিমের কাজ , এই অতি সামান্য উপহার , তোমার প্রতি অগাধ অগাধ অগাধ ভালোবাসা, ভক্তি থেকে। একটাই কথা বলব, প্লিজ, এইভাবে বাংলাসাহিত্যকে প্রেজেন্ট করা থামিও না, আর হ্যা, কাস্টিং অসাধারণ , ঠেকে অভিনয় করে যাওয়া প্রত্যেক ব্যক্তির অভিনয়ই অত্যন্ত নিখুত। গোধূলিদি, প্রদ্যুতদা, সৌমেনদা, অনুজয়দা, রৌনকদা, পাপিয়াদি, সুদীপদা, দীপঙ্করবাবু এবং দুর্নিবার, সুমিতদা, কাঞ্চনদা প্রমুখ সব্বাইকে আমার তরফ থেকে শত কোটি কুর্নিশ জানিয়ো। - ইতি কুশল দাশগুপ্ত, মীর আফসার আলির একনিষ্ঠ এবং চরম (ডাই হার্ড) ফ্যান।❤
পথের দাবী প্রথম পড়েছিলাম class 10 এর বাংলা বই তে, প্রথম পড়াতে ঠিক করেছিলাম যে বই টা কিনে পুরো উপন্যাসটা পড়ার, 2020 তে পড়েছিলাম, আজ 4 বছর পর আজ শুনতে বসলাম। 4 বছর আগে যখন পড়েছিলাম তখন যেভাবে গায়ে কাঁটা দিয়েছিল, এখনও সেভাবেই গায়ে কাঁটা দিচ্ছে। অনেক ধন্যবাদ স্যার❤
চোখের জল আর আটকে রাখতে পারছিনা মিরদা, যখন দেখলাম তুমি পথের দাবী কে ঠেকে এনেছ। মন থেকে তোমার প্রতি ভালোবাসা যেনো শতগুণে বেড়ে গেলো। জিও মীরদা, বোম্বে থেকে ভালোবাসা নিও❤
ক্লাস টেন এ এই উপন্যাস টা ছিল এবং যে ম্যাম এই উপন্যাস পড়ে শুনিয়েছিলেন এবং বুঝিয়েছিলেন আমাদের তাকে অনেক ধন্যবাদ কারন তখন তিনি আমাদের না বোঝালে হয়তো এতো সুন্দর উপন্যাসের মানে বুঝতে পারতাম না ❤
মীর দাদার জন্ ভালোবেসে লিখা আমার এই ছোট্ট একটি কবিতা ❤️ শুনি আমি গল্প মন খারাপ হলে, গল্প সোনার পড় মন খারাপ যাই যে আমার চলে । টেনশন কাটতেও আমি গল্প শুনি অল্প স্বল্প । গল্প দেবদাসের মতো গল্প কখনও কাঁদায় মুরে কখনও বা গল্প শুনে হেসেছি আমি জোরে । আমার মনে মীর দার জন্য রয়েছে ভালোবাসা ।সারাজীবন তুমি ভালো থেকো এটাই আমার আশা ।🙏
মির দা প্রথমেই জানাই ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা নিও। গত ৬ বছর ধরে তোমার কন্ঠে গল্প শুনছি। আজ একটি আবেদন করছি মির দা তাঁরানাথের একটা বড় আর ভয়ঙ্কর গল্প যদি শোনাতে খুব কৃতজ্ঞ থাকতাম।। জানি কিছু দিন আগেই একটা গল্প শুনিয়েছো।। তাও আর একটা ভয়ঙ্কর ও বড় গল্প শোনার প্রতিক্ষায় রইলাম দাদা।। জানি আমার কমেন্ট টা দেখবেনা বা পাত্তা দেবে না ।। তাও কমেন্ট টা দেখলে উত্তর দিও।।।❤❤❤
এর আগে ক্লাস 10 এ এই গল্পটার বাংলা বইতে অল্প একটা অংশ পড়েছিলাম তারপর থেকেই মনে অনেক কৌতূহল ও উৎসাহ দুটোই জন্মেছিলো। শুনে মনটা ভরে গেলো ❤️❤️ অসাধারণ হয়েছে স্যার...
মীর স্যার , আপনার এই প্রয়াস কে যথার্থ অভিনন্দিত করবার মতো ভাষা অভিধানে সম্ভবত নেই, প্রয়োজন ও নেই । সব্যসাচীর মতো আপনার সিংহাসন ও আমার মনের অনেক উঁচুতে পাতা । শুধু একটা চাওয়া, যদি সম্ভব হয় কবিগুরুর গোরা আর চিরকুমার সভা । বড়ো ইচ্ছে করছে।
Sotti bolchi class 10 a aii Story ta sob theke boring lagto but ajj class 12 a ase only kan a sune story ta khub sundor laglo , sobi voice artist and editor er jonno. Thanks to you all . Keep it up. 💛💛💛😇😇😇
Kodin agei radio Milan e sona hoye gelo. Mir, mirchi ar Milan ei 3 te channel ei sona hoye thake. Kono obhijog janachhi na karon apnar channel e sotti khub valo kaj hoy ebong sob ami suni. Sudhu ebar ta sona hobe na.......
বাঁচার অর্থ খুঁজে দিচ্ছেন 'মির দা'। অনেক এই ফ্রাসটেশনের মাঝে বাঁচার রসদ খুঁজে পায়। মন খারাপের দিনে উৎসাহ। একলা থাকার আনন্দ।।
ভালো থাকুন মির দা।।
যখন ছোট ছিলাম, ঠাকুমার তাক থেকে পেড়ে পড়া প্রথম উপন্যাস ছিল আমার পথের দাবী | ঠাকুরদাদারা বিপ্লবী ছিলেন ; পথের দাবী , পরিব্রাজক , তরুণের স্বপ্ন , মোটরসাইকেল ডায়রি প্রতিষ্ঠা করেছিল তাদের চিন্তা | প্রথম আলো শুনতে চাই | অনেক অভিনন্দন ও শুভেচ্ছা |
গোধূলিদি, সুমিতদা, অনুজয়দা , ও মীরদার অভিনয় কানখাড়া করে শুনতে হয় |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেচেঁ থাকলে তারই সৃষ্টি প্রত্যেকটি গল্প উপন্যাস তিনি যদি শ্রতি মাধ্যমে শুনতেন। তাহলে এক অনাবিল আনন্দে আত্মহারা হতেন,এটি আমার বিশ্বাস। যদিও তিনি আজও বেচেঁ আছেন আমাদের সবার "মনে", আর একজনের কথা না বললে নয় মীর স্যার অনেক ধন্যবাদ।💓🙏🏻🙏🏻
Somnath amar ata help korbe
নিশ্চয়ই, বলুন কি করতে পারি আপনার জন্য।@aparnamishra1504
অনেক অনেক ধন্যবাদ তোমায় সোমনাথ, আমাদের ওপর এতটা বিশ্বাস রাখার জন্য। এভাবেই পাশে থেকো। শুনতে থেকো। 😊
@@realmir part 2 kobe ashbe?
বিশ্বাসটি আপনারই তৈরী, আমি শুধু সেখানে অবস্থান করছি।🙏🏻🙏🏻😊@@realmir
ধন্যবাদ জানানোর কোন ভাষা নেই। ফিরে গেলাম সেই ছোটবেলার দিনগুলোতে।
"মুক্তিপথের অগ্রদূত! পরাধীন দেশের হে রাজবিদ্রোহী! তোমাকে শতকোটী নমস্কার!" 🙏🙏🙏
এই গল্প পড়ে বা শুনে একটি কথাই বলতে ইচ্ছে করে "অপূর্ব"❤❤❤❤❤
আমার সশ্রদ্ধ প্রনাম 🙏কথাশিল্পীর উদ্দেশ্যে ও গপ্পো মীর এর ঠেকের সকল সদস্যকে🙏🙏🙏🙏🙏🙏🙏
বন্দে মাতরম সুর শুনে মনটা কেমন যেনো করে উঠলো,,চোখে জল চলে এসেছিল,কি অদ্ভুত এক আবেগ ❤
❤
আসলেই। ❤️
গল্প মীরে ঠেকে এই উপন্যাসটি দেখে সত্যি খুব খুশি হলাম। কিন্তু যদি আর কিছুদিন আাগে পেতাম তাহলে আরো খুশি হতাম। কারন ২ তারিখ থেকে মাধ্যমিক শুরু, বাংলার সিলেবাসে এটি আংশিক রয়েছে। পরীক্ষা র আগে যদি আপনাদের এই অসাধারণ উপস্থপনা শুনতে পেতাম তাহলে হয়তো উত্তর লেখার মান আরো ভালো হত..
অসাধারণ কাজ। এই সব ক্লাসিক উপন্যাস পড়া হয় নি, আপনার কল্যাণে শোনা হয়ে যাচ্ছে। তবে এটা মহানায়ক উত্তম কুমারের সিনেমা দেখেছি। ধন্যবাদ মীর ও সহযোগী সবাইকে।
নিমাই বাবুর আর অপূর্বর কথোপকথন শুনে,, আবার পরাধীন এর স্বাধীনতা টা যেন মাথা চাড়া দিয়ে উঠল.. 🙄🙄 হৃদয় মোচড় দিয়ে উঠলো.. সত্যি মীর, তোমাকে আজ মহাপাত্র চরিত্রে অভিনয় টা excellent 👌 💚 ❤️ 😅😅😅 এই অভিনব কন্ঠস্বর শোনার জন্যই তোমার এত্ত ভক্ত.. 🤗 🙏🙏 ইশ্বরের এমন কৃপা শুধুই মীর কন্ঠেই শোভা পায় যেন.. 🙏🌻🙏
Sera sera laglo oi jaigata
@@kushaldasgupta2004 ❤️💚
ক্লাস x এ পড়েছিলাম এভাবে আবার পাবো ভাবিনি সত্যি!..কি অপূর্ব সুন্দর... অনেক ধন্যবাদ ❤
আমি বর্তমান এ দশম শ্রেণীর একজন পড়ুয়া এবং ২ তারিক থেকে মাধ্যমিক দেব..... এই উপন্যাস এর কিছু টা অংশ আমাদের বাংলা টেক্সট বই এর অন্তর্ভুক্ত....তবে এই উপন্যাস টি শুনে এটি মনে রাখা আরো সহযতর হয়ে উঠবে......ধন্যবাদ জানাই মীরদা ও পুরো টিম কে ! ✨🙏🏻
শুভেচ্ছ রইলো, পরীক্ষা খুব ভালো হোক।
রবীন্দ্রনাথের গোড়া টা কেমন বুঝলে 🤔
@@bappisaha1734 গোরা 😊
Vlo@@bappisaha1734
@@bappisaha1734 vai gora banan ta dekhle rabindranath thakur mara jeto
সমস্ত শ্রোতার অনুরোধ,আবেদন ,মন সব কিছুর দাম দিয়েছে ক্যাপ্টেন মীর। "পথের দাবী" শোনার জন্য কত জন মুখিয়ে আছেন।❤❤
আজ ভারতী অর্থাৎ গোধূলি কে শুনতে,, অপূর্ব শিহরণ লাগছে.. শরীরের শিরা গুলো ও যেন শিহরিত হচ্ছে.. 😊😊 এই পথের সন্ধান, কোন "পথের দাবী" তে মিটবে কে জানে.. শ্রদ্ধেয় 🙏শরৎচন্দ্র চট্টোপাধ্যায়🙏 কে অনেক অনেক প্রণাম.. এমন সোনার অলঙ্কারে বাঁধানো গল্প উপহার আমাদের জন্য রেখে গেছেন.. 🙏🙏💖 ভারতীর প্রতি অপূর্ব র অলীক মুগ্ধতা সত্যিই অপূর্ব... 🤩👏🤩 অনেক কষ্টের মাঝেও এটুকু বেশ রোমাঞ্চকর.. 👍 👍 🎉 যাই হোক মীর আফসার আলী, ভীষন ভীষণ ভালো লাগলো এই গল্পের উপস্থাপন বিবরণ.. 😢😊🙏🌹🙏🌻🌻
অসংখ্য অসংখ্য ধন্যবাদ mir & his entire team🙏🙏চোখে জল চলে এল। কত যন্ত্রনা কত অপমান কত চোখের জল🙏দেশমাতার এই বীর সন্তানদের শতকোটি প্রণাম🙏🙏
Darun darun darun ❤❤❤
পথের পাঁচালী বা কোনি গল্প কে কে শুনতে চাও ।
কাকাবাবু বা বিমল এর Adventure গল্প গুলো হলেও মন্দ হয় না ।
Souhanyapatra
@@aparnamishra1504 What?????
চেষ্টায় থাকবো তোমার পছন্দের গপ্পো করার। শুনতে থেকো। 😊
@@realmir
ভবি নি কোনো দিন যে তোমার উত্তর পাবো । এটা আমার কাছে অনেক বড়ো ব্যাপার ।
Thank You so much ♥️♥️
হ্যা এখন আমার কলেজের এক্সাম শুরু হবে কাল থেকেই । পড়ার পর রাতে শুয়ে মন কে স্থির করার জন্য তোমার ভয়েসটাই যথেষ্ঠ।
ভালোবাসা নিও ।
আশীর্বাদ করো যাতে এই এক্সাম আর ভবিষ্যতেও বাকি পরীক্ষায় যেনো ভালো ফল করি। 🙏
@@realmirকোনি গল্পটা শুনতে চাই দাদা, খুব উপকৃত হবে দশম শ্রেণীর শিক্ষার্থীরা।
গল্প এক কালে অনেক পড়েছি , কিন্তু গল্প সোনার আনন্দ সেই সব পড়ার আনন্দ কে হার মানায় । এ যেন ঠিক গল্প নয় জলজ্যান্ত এক ছবি ।
আমি অভিভূত, গপ্পো মীরের ঠেক কে অনেক শ্রদ্ধা জানাই এই সব Classic উপন্যাস গুলি শোনাবার জন্য 🙏🏻
গল্প শুনে চোখের সামনে সব চলচিত্রর মতোন ফুটে ওঠে ।
উপন্যাসটি আমার পড়া, সব্যসাচী সিনেমা দেখেছি,,উত্তমকুমারের অভিনয় এখনও চোখের সামনে ভাসে ।শোনার জন্য অপেক্ষায় ছিলাম ।ধন্যবাদ মিরচি বাংলাকে।🙏🏿🙏🏿
Channel er naam ta dekhun ata mirchi na
এটা গপ্পো মীরের ঠেক!
এই আওয়াজ টার জন্য অপেক্ষায় ছিলাম। স্বপ্ন পূরণ হল। মীরের কন্ঠে 'সব্যসাচী' গায়ে কাঁটা দিচ্ছে। অমর থাক এই সময় টুকু। স্যালুট মীর স্যার।
অসংখ্য ধন্যবাদ মীর দা। আমি দশম শ্রেণীতে পড়ি। এই গল্পটা দেওয়ার জন্য। 2 তারিখে আমার বাংলা পরীক্ষা , আমি এখন গল্পটা শুনছি। খুবই উপকৃত হলাম এই গল্পটা পেয়ে। আবারও অংসখ্য ধন্যবাদ। 🙏🙏
ধন্যবাদ মির দা
পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যে অনেক ছাত্র-ছাত্রীদের সাহায্য করবে
যদি তারা শুনতে আগ্রহী হয় তাহলে
Yup 😇😇😇
মীর দা আপনার এত রকমের কন্ঠ শুনতে ভালো লাগে। তা ছাড়া অন্য সবার কন্ঠও অনেক অনেক ভালো লাগে দাদা। সবার ভক্ত দাদা। ভালো থাকবেন দাদা। সবার জন্য শুভ কামনা দাদা❤❤❤❤
বছর 3 আগে শরৎবাবুর লেখা এই উপন্যাসটি পড়েছিলাম 🙃❤️
এই ধরনের উপন্যাস বাংলা সাহিত্যে এক এবং অদ্বিতীয় 😊❤
বাংলা সাহিত্যের যে অমৃত খনি আছে, সেখানে যে সব মনি মুক্ত গল্পঃ আছে , সেই গল্পঃ গুলো এই ভাবে খনন করে আমাদের সামনে তুলে ধরতে মীর দা ই পারে।
অনেক অনেক ধন্যবাদ মীর দা এতো ভালো ভালো গল্পঃ পরিবেশন করার জন্য।
সত্যি আমার বলার কোনো ভাষা নেই।
বেঁচে খাকুক বাংলা সাহিত্য।
বেঁচে থাকুক মীর আফসার আলি 🙏🙏
এই উপন্যাস টা প্রথম পড়েছিলাম ক্লাস 10 এর বাংলা বই ( অল্প অংশ) এ পরে শরৎ রচনা বলী তে বহুবার পড়েছি ❤ বড্ড প্রিয় ❤ এবার তো ভয়েস পেয়ে গেলাম
❤️❤️
উত্তম কুমার এর সিনেমা টা দেখে নেবেন।
@@ashishbiswas8242 achha chesta korbo ...thanks for your suggestion 🌻
সবুজ রুমাল😂 uff what nostalgia ❤
@@AltamishHossain-y2i tah ar Bolte ....nebur Tel ta Ami jeno ekhno Pai 🤧
সেই ছোট বেলা থেকে শুনছি।আগে নিয়মিত শুনতাম। আজ অনেক দিন পর শুনছি খুব ভালো লাগছে। দেবদাস, চাঁদের পাহাড় উপন্যাস গুলো ভুলতে পারবো না।❤
মীরদা তোমার জুড়ি মেলা ভার.......এটা কিন্তু মানতে হবে গপ্পো মীরের ঠেক কে কেউ টেক্কা দিতে পারবে না ... দারুন সব Choice আর অসাধারন সব Voice Artist দুইয়ে মিলে বাঙালির মন ভালো করার একমাত্র সাপ্তাহিক টনিক কে জমজমাট করে তুলছে দিন প্রতিদিন। ❤❤❤ জিও মীরদা জিও 18:22
প্রশংসা করার শব্দ আমার কাছে নেই
Legendary performance
সব দিক দিয়েই সেরা
অনবদ্য অসাধারণ অদ্বিতীয় 🙏💖🔥💯
Ami 2025 er madhyamik student.amader syllabus er ontorgoto ei uponnyas 😊 sune puro mathay bose gelo porikhay bhul hobe na ar.thank you mir uncle ei uponnyas ta eto sundor kore sonanor jonno😊😊❤❤❤ thank you so much ❤❤
Bhalo kore poro best of luck
Although I acknowledge that on August 15, 1945, we did not achieve independence but experienced a Transfer of Power, it is essential to recognize that individuals, including men, artists, and writers, maintained their intellectual independence. This intellectual autonomy gave rise to remarkable novels, short stories, cinema, and teleframes during that era. However, in our current governance, there seems to be a suppression of freedom of thought. Manik Bandopadhyay's "Putulnacher Itikatha" serves as a poignant reminder of this concern in literature. Our literary heritage is commendable, with writers forewarning of a time like this. Satyajit Ray's timeless classic film "Hirak Rajar Deshe" and the aspirations of Hirak Raja should not be forgotten.
Thank you Mir da, you're doing good🧡🤍💚
56:44 to 57:16 Soumen Chakraborty (Apurba) the way he said his dialogues truly skillful and talented 👏✨
Indeed. ❤️
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনী সত্যি ভীষন প্রিয়, আর এই অপূর্ব লেখনী এর সাথে এই অসম্ভব talented মানুষদের গলা মিশে গেলেই যেন শুনতে পাওয়া গল্পগুলো চোখের সামনে ভেসে ওঠে, গায়ে কাঁটা দেয়। সত্যি বড্ড ভালো লাগে,❤ তবে একটা কথা স্বীকার করতেই হবে যে, বিড়ি সিগারেট এর নেশা করা থেকে এই অপূর্ব সৃষ্টিগুলি শোনার নেশা ঢের ভালো✨
Class 10 এ পড়েছিলাম, তখন তো অল্প কিছুটাই ছিল, তাই সবটা জানার আগ্রহটাও বেড়ে গিয়েছিল, আজ Captain এর জন্যে সে আশা আমার পূরণ হলো! অনেক ধন্যবাদ তোমাকে Captain আর একটা লাইন এখনও মনে আছে "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনা বজায় আছে"❤😊
আমারও তাই ,
Amaro tai
Ar ami class 10 e shunte eshesi😅
@@Saoda-zr6ln Bah! Tobe toh Madhyamik er jonno All the Best...❤️🙏
Same
কাস্টিং সব দুর্দান্ত হয়েছে। একজনের গলা শুনেও এখনও অবধি বেমানান মনে হয়নি। অভিনয়ও দারুণ হচ্ছে। আমি শুধু ভেবে অবাক হচ্ছি, শরৎবাবু যখন এই গল্প লিখছেন তখন হয়তো তিনি আমার চেয়েও বয়সে অনেক বড়ো, সংসারের জাঁতাকলে পিষ্ট হয়ে আমার চেয়েও অনেক বেশি পরিপক্ব ও অভিজ্ঞ। তবু অপূর্বর ছেলেমানুষিতে ভরা চরিত্রটা কী অপূর্ব দক্ষতায় ফুটিয়ে তুলেছেন! বোধহয় এই কারণেই এঁরা কালজয়ী সাহিত্যিক।
গল্পের প্রথম পর্ব শুনে .... এ ক দিন ধরে গল্পের অন্তিম পর্ব শুনার জন্য অপেক্ষা করছিলাম।
ভারতী র চরিত্রে গোধূলি just ফাটিয়ে দিয়েছে। আলাদা করে বাকি সবার কথা বলছি না ।
গল্পঃ শুনছি আর নিজের মনে ভারতী র অবয়ব নিজের মনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি....এক কথায় শরৎচন্দ্র র কল্পনায় সৃষ্ট চরিত্রের প্রেমে পড়ে গেলাম।
যা বুঝলাম যতদিন না , গল্পঃ টা শেষ করতে পারছি আমার ঘুম আসবে না ....গপ্পো মীরের ঠেক ...গল্পঃ শোনার আগ্রহ টা কে বাড়িয়ে দিয়েছে।
সাসপেন্স শেষ করতে...অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করলাম....
ধন্যবাদ মীর ভাইকে৷ আমি বাংলাদেশ থেকে গত ১৭ তারিখ ব্রিটেনে পাড়ি জমিয়েছি। এসেছি ব্র্যাডফোর্ড শহরে৷ এই শহরে এসেও বাংলা, বাঙালীয়ানার স্বাদ পাওয়ার জন্য গপ্পো মীরের ঠেক সেরা৷ পরের পর্বের অপেক্ষায় থাকলাম৷
আবার একটা মনের মত গল্পো।শুনতে শুনতে ছোটবেলার পড়া গল্পোর প্রতিটা লাইন যেনো মনে পরে যাচ্ছিলো আর সাথে মনে পড়ছিলো বিশাখা ম্যামের কথা(গোধুলীর মা) ❤❤❤
ছোটবেলায় বই এ গল্পটা পড়েছিলাম, তখন ছোটো বলে অতটা বুঝতে না পারলেও, আজ এটা শুনে যেন শরীর শিহরিত হয়ে যাচ্ছে।
ছোটো বেলায় পরে আসা সেই গল্প টা আবার নতুন করে নতুন ছন্দে শুনতে পাবো কখন ও ভাবতে পারিনি কিন্ত শুনে খুব ভালো লাগলো
লক্ষ শ্রোতার মধ্যে আমি ও একজন শ্রোতা ভালোবাসা দিলাম মোন থেকে ❤️
Mir da tomar channel er ei approach ta sera lagche... Bangla sahityer je bipul bhandar seta ke amader samne tuley dhorcho je sob nam gulo je sob uponnash gulo amader generation er praay keo e nam porjonto shoneni ba amader ager generation bhulte boshechilo segulo ke sobar kache ene dewa... Songoskriti monoshkota ke bachiye rakhar ei prochestay hoyto amar motoi Chandril babuo khusi hoben... Oshonkho dhonnobad tomay ebong tomar dol ke je golpo gulo ar porar sujog hoyna ei byasto jibone ar banglar baire theke segulo ontoto amar kach theke hariye jetey dichho na❤
আমরা সবাই মির মির করি, কিন্তু সুদীপ্ত বাবুরও কোনও তুলনা নেই। অসাধারণ!
ভারতীর প্রতি অপূর্বর ভালোবাসাটা আরো আরো ভালোভাবে ফুটে উঠুক😊
গল্পের প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে উঠেছে এ অসাধারণ উপস্থাপনায়। অধীর আগ্রহে দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকবো।
বহুদিন থেকে অপেক্ষা করছিলাম। মীরের গলায় "সব্যসাচী" জাস্ট ফাটাফাটি
তোমার সব গল্প শুনি। কিন্তু এই গল্পটার স্টোরিলাইন, সব্যসাচীর থিম মিউজিক, শুধু তোমার অভিনয় নয়, তোমার সমস্ত টিমের কাজ , এই অতি সামান্য উপহার , তোমার প্রতি অগাধ অগাধ অগাধ ভালোবাসা, ভক্তি থেকে। একটাই কথা বলব, প্লিজ, এইভাবে বাংলাসাহিত্যকে প্রেজেন্ট করা থামিও না, আর হ্যা, কাস্টিং অসাধারণ , ঠেকে অভিনয় করে যাওয়া প্রত্যেক ব্যক্তির অভিনয়ই অত্যন্ত নিখুত। গোধূলিদি, প্রদ্যুতদা, সৌমেনদা, অনুজয়দা, রৌনকদা, পাপিয়াদি, সুদীপদা, দীপঙ্করবাবু এবং দুর্নিবার, সুমিতদা, কাঞ্চনদা প্রমুখ সব্বাইকে আমার তরফ থেকে শত কোটি কুর্নিশ জানিয়ো। - ইতি কুশল দাশগুপ্ত, মীর আফসার আলির একনিষ্ঠ এবং চরম (ডাই হার্ড) ফ্যান।❤
যতোই শুনছি, চোখের সামনে যেন মহানায়ক এর অভিনয়টা ভেসে উঠছে... আপনি ধন্ন মিরদা।
পথের দাবী প্রথম পড়েছিলাম class 10 এর বাংলা বই তে, প্রথম পড়াতে ঠিক করেছিলাম যে বই টা কিনে পুরো উপন্যাসটা পড়ার, 2020 তে পড়েছিলাম, আজ 4 বছর পর আজ শুনতে বসলাম। 4 বছর আগে যখন পড়েছিলাম তখন যেভাবে গায়ে কাঁটা দিয়েছিল, এখনও সেভাবেই গায়ে কাঁটা দিচ্ছে। অনেক ধন্যবাদ স্যার❤
💜
এই গল্পে সব্যসাচীর চরিত্রে মীরদার অভিনয় এযেন সত্যান্বেষী গল্পের চরিত্রের গলার খুব মিল পেলাম | ধৃষ্টতা মার্জনা করবেন এই অধমের |
"তুমি তো দেশের জন্য সমস্ত দিয়েছো
তাই দেশ তোমাকে পরিত্যাগ করেছে",
লাইনগুলো যতবার পড়েছি শুধুমাত্র নেতাজির কথা মনে পড়েছে।।
শরৎবাবু যেন ভবিষ্যতবাণী করেছিলেন, তাই না ।
@@tanimabiswas একদমই তাই।।।
Chotobala er pathyoboi er shriticharon...aha❤🙌🏻🔥🔥❣️
ওহো, আজ সুদীপ মুখার্জির গল্প পাঠ টাও অপূর্ব লাগছে শুনতে.. আর স্বয়ং "অপূর্ব" কে শুনতে ও অপূর্ব... 🎉🎉 গোধূলি-র স্বর খানাও অপূর্ব.. এই গল্পে অপূর্ব নাম খানা সবেতেই প্রযোজ্য.. 😅😅এমন কি সাহেব ওরফে মীর আফসার আলীর,, খিটখিটে ইংলিশ ভাষায় বকাঝকা টাও অপূর্ব স্টাইল.. 😘🙏😘🙏🙏
Thank you so much mir দা। 'পথের দাবী ' এর জন্য। আমার প্রিয় উপন্যাস।
এবার প্লিজ পাণ্ডব গোয়েন্দা এর কিছু গল্প করো। প্লিজ।
চোখের জল আর আটকে রাখতে পারছিনা মিরদা, যখন দেখলাম তুমি পথের দাবী কে ঠেকে এনেছ। মন থেকে তোমার প্রতি ভালোবাসা যেনো শতগুণে বেড়ে গেলো। জিও মীরদা, বোম্বে থেকে ভালোবাসা নিও❤
একদম
একদম
❤️❤️❤️🙏🇮🇳
ক্লাস টেন এ এই উপন্যাস টা ছিল এবং যে ম্যাম এই উপন্যাস পড়ে শুনিয়েছিলেন এবং বুঝিয়েছিলেন আমাদের তাকে অনেক ধন্যবাদ কারন তখন তিনি আমাদের না বোঝালে হয়তো এতো সুন্দর উপন্যাসের মানে বুঝতে পারতাম না ❤
গল্পটা এই বছরেই পড়েছিলাম আমাদের বাংলা বইয়ে। গল্পটা পুরোটা জানার খুব ইচ্ছা ছিল। ধন্যবাদ মিরদা সম্পূর্ণ গল্পটা দেওয়ার জন্য❤
আমি ও আগের বছর পড়েছিলাম
Kon class er boi ?
@@ratuldebnath8349 class 10
এতো অপূর্ব একটা গল্পঃ আগে কিনা কখনো পড়াই হয়নি!!
পরের শনিবারের জন্যে যে সবুর সইছে না।
মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির উজ্জ্বল স্মৃতি মনে পড়ে গেল।।।
❤
Love you mir da amader ato valo valo goppo upohar deoyar jonno 💝💝💓💞
একদম তাই
বহুদিন থেকেই ছাত্রছাত্রীদের পড়াচ্ছি। তবুও ঠেকে শোনার লোভটা সামলাতে পারলাম না। আসলে মীরদা বলে কথা! ❤❤
অসংখ্য ধন্যবাদ এমন একটি মর্মস্পর্শী উপন্যাস এতো সুন্দর করে শোনানোর জন্য ❤❤
এই উপন্যাস্যের কিছু অংশ স্কুল এর বই এ পড়েছিলাম।আজকে শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো ।ধন্যবাদ মির দা 🙏
অপূর্ব আর ভারতী ভালোবাসা গুলো এই ভাবে যেন বেচে থাকে❤❤❤❤
এত ভালো পাঠ করা হয়েছে যেকোনো শ্রোতার মনে দাগ কাটতে বাধ্য
A Master Piece of Bengali literature in voice of a Master and his team. Thank you Mir Sir.
Mir ney dada
@@jagannathpiri1844kana naki? Sabyasachi ar Saheb toh Mir
@@আমার-বিচি-চুষবে-কেউ Tui ki 🤣 kane kom sunis ota Mir k boleche mir
গল্পটা আগে পড়া ছিল কিন্তু শুনতে যে এতো ভালো লাগবে বুঝতে পারিনি। গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ
এই মূহুর্ত্তটার অপেক্ষা করছিলাম। গিরীশ মহাপাত্র। সব্যসাচী।
Prothom porbo ti mugdho hoye sunlam ❤❤ sobar opurbo abhinoy ❤❤
শরৎচন্দ্র যদি আজ জীবিত থাকতেন উনিও @ goppo Mirer Thek এর প্রেমে পড়ে যেতেন ❤❤
শরৎচন্দ্রের গল্প গুলো যেনো mir dar কন্ঠে চরিত্রগুলো জীবিত হয়ে উঠে
Ahhhh the words in between Opurbo & Bharoti ……..👌
এত সুন্দর গল্প উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ মীর দা ❤
মীর দাদার জন্ ভালোবেসে লিখা আমার এই ছোট্ট একটি কবিতা ❤️
শুনি আমি গল্প মন খারাপ হলে, গল্প সোনার পড় মন খারাপ যাই যে আমার চলে ।
টেনশন কাটতেও আমি গল্প শুনি অল্প স্বল্প ।
গল্প
দেবদাসের মতো গল্প কখনও কাঁদায় মুরে
কখনও বা গল্প শুনে হেসেছি আমি জোরে ।
আমার মনে মীর দার জন্য রয়েছে ভালোবাসা ।সারাজীবন তুমি ভালো থেকো এটাই আমার আশা ।🙏
উপন্যাসের কিছুটা অংশ আমাদের ক্লাস 10 এর পাঠ্য বইয়ে ছিল উফফ স্মৃতি পুনরায় তাজা হলো ❤
আমি আজ এই পর্ব শুনলাম. Kono ভাষা নেই আমার. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Mir sir
মীর দা, তারানাথ তান্ত্রিক series টা শুরু করো
র বেতাল series টা ও plz ❤🙏🏼
মির দা প্রথমেই জানাই ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা নিও। গত ৬ বছর ধরে তোমার কন্ঠে গল্প শুনছি। আজ একটি আবেদন করছি মির দা তাঁরানাথের একটা বড় আর ভয়ঙ্কর গল্প যদি শোনাতে খুব কৃতজ্ঞ থাকতাম।। জানি কিছু দিন আগেই একটা গল্প শুনিয়েছো।। তাও আর একটা ভয়ঙ্কর ও বড় গল্প শোনার প্রতিক্ষায় রইলাম দাদা।। জানি আমার কমেন্ট টা দেখবেনা বা পাত্তা দেবে না ।। তাও কমেন্ট টা দেখলে উত্তর দিও।।।❤❤❤
Till date the best presentation of GMT❤❤❤
এই উপন্যাস এর এই অংশ আগেই পড়েছি ক্লাস 10 এ আবার শুনে খুব ভালো লাগলো ❤প্রথম বার নিজের আগে থেকে জানা গল্পের অংশ শুনে অদ্ভুত একটা খুশি হলো😅❤
উপন্যাসটা আমার অত্যন্ত প্রিয় ❤❤❤
ধন্যবাদ এমন অভিনব উপস্থাপনার জন্য।।
Beautiful Team Mir!👏 Thank you for wonderful presentation
Glad you liked it Annie. 😊❤️
@@realmir 💐
Nostalgia. I read this Novel when I was on my class seven. Now after hearing this I can recall everything and the audio story is awesome.
Thanks
অপেক্ষায় আছি!
ভীষণ প্রিয় উপন্যাস ❤️❤️
এর আগে ক্লাস 10 এ এই গল্পটার বাংলা বইতে অল্প একটা অংশ পড়েছিলাম
তারপর থেকেই মনে অনেক কৌতূহল ও উৎসাহ দুটোই জন্মেছিলো। শুনে মনটা ভরে গেলো ❤️❤️
অসাধারণ হয়েছে স্যার...
Aaha osadharon dada ❤😅 sei voice.... osadharon laglo ❤
মীর স্যার , আপনার এই প্রয়াস কে যথার্থ অভিনন্দিত করবার মতো ভাষা অভিধানে সম্ভবত নেই, প্রয়োজন ও নেই । সব্যসাচীর মতো আপনার সিংহাসন ও আমার মনের অনেক উঁচুতে পাতা । শুধু একটা চাওয়া, যদি সম্ভব হয় কবিগুরুর গোরা আর চিরকুমার সভা । বড়ো ইচ্ছে করছে।
50:35
Is helpful for class 10th 😊
Thanks you bhai ❤❤❤
Its treat to my ears … school er syllabus er sabyasachi , uttam kumar er pother dabi ebhabe sona … just thank you ❤
মীর দা, আপনার দীর্ঘ আয়ু কামনা করি
Sotti bolchi class 10 a aii Story ta sob theke boring lagto but ajj class 12 a ase only kan a sune story ta khub sundor laglo , sobi voice artist and editor er jonno. Thanks to you all . Keep it up. 💛💛💛😇😇😇
রেডিও মিলনে গল্প টি আগেই শুনেছি খুব ভালো লেগেছে।
সব্যসাচী এর বর্ননা স্টেজ টা একদম লাইন ধরে মনে পড়ে গেলো . স্কুল এর পাঠ্য বই এর লাইন গুলো মনে পড়ে গেলো!
সেই class 12 এ থাকতে পড়েছিলাম, ধন্যবাদ Captain ❤
ঠেকে গল্প আসলেই মনটা আনন্দে নেচে ওঠে 😌 ধন্যবাদ মীর স্যার ❤
গল্পটির অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে দেখি। অপূর্বর সাথে রমদাসের জলযোগ, ক্রিশ্চান মেয়েটির কথা, মিকথিলা ভামো যাত্রা এসবের কথা।.......
অনবদ্য। পথের দাবী র মত গল্প কে ঠেক এ নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ
পথের দাবী এর শেষ পর্ব কবে আসবে?? বেশি দেরি করবেন না মীর দা❤
সত্যি মীর দা ও সমস্ত টিম কে প্রনাম জানাই 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 চোখের জল সামলাতে পারলাম না 😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
50:36 Goosebumps moment😌😌 Class 10❤
In one hour I just went 25 years back. Thank you so much for uploading for us to salute to our unforgotten heroes.
I read this milestone in my class 10 and now i am listening this😌😌felling just wow!
Madhyamik er famous question ....গিরিশ মহাপাত্র r পকেট এ ki ki ছিল? 😅
খুব সুন্দর পরিবেশন. রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ শুনতে ইচ্ছুক। অনুরোধ রইল
আনন্দমঠ আগেই করা হয়েছে
Kodin agei radio Milan e sona hoye gelo. Mir, mirchi ar Milan ei 3 te channel ei sona hoye thake. Kono obhijog janachhi na karon apnar channel e sotti khub valo kaj hoy ebong sob ami suni. Sudhu ebar ta sona hobe na.......
আমিও শুনেছি,,,, ওরা অসাধারণ করেছে
মীর সব্যসাচী, কিছুক্ষণ আগেই ছিলো মহাপাত্র.. এবার হয়ে গেলো original মীর আফসার আলী.. 😊😊 সত্যি তুমি অপূর্ব সব্যসাচী.. 💚👏🙏👏💚 🤗🤗
Khub kharap ato mon deye sunchilam ar climax a sesh hoye gelo😢😢
Just another 7 days 😛
@@realmirMir bolchi Neel Darpan hote pare ki?