লেখক কে পুরস্কার দেওয়া উচিত । এক কথায় অনবাদ্য Sunday suspense এরকম গল্প আর কেউ উপহার দেইনি । ধন্যবাদ লেখক কে । আমি ১০০ তে ১০০।দিলাম ।অপেক্ষায় রইলাম আরও একটি গল্পের আশায় ।
দুইদিনে তিনবার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে ফেললাম ৷ প্রথমেই প্রশংসা করবো সাউন্ড ডিজাইনের ৷ রিচার্ডের কাজের তুলনা মেলা ভার কিন্তু এবারের সাউন্ড ডিজাইন রিচার্ডকেও পিছে ফেলে দিল ৷ গল্পের মূল যুদ্ধের মিউজিকের মত থিম, অপেরা স্টাইলের নারীকণ্ঠের মিউজিকগুলি সহ প্রতিটি মিউজিক ছিল অসাধারণ! দীপের গল্প পড়ার সাথে অনেকে অজ্ঞতাবশতঃ মিরকে তুলনা করেন ৷ দীপ দীপ, অার মির হল মির, কেউ কারও বিকল্প নন ৷ দীপের কন্ঠে আছে নিরেট গাম্ভীর্য, মিরের কন্ঠে আছে চাপল্য, তারল্য, কখনো হাস্যকর, কখনো কাঠিন্য ৷ টমসনের চরিত্রে মির দেখিয়ে দিয়েছে কিভাবে কণ্ঠ দিয়ে সিনেমা বানানো যায়, গল্প পাঠে দীপ আমাদের সেই সিনেমার প্রতিটি অনুভূতি না দেখিয়ে, শুধু শুনিয়ে বুঝিয়ে দিয়েছে ৷ সানডে সাসপেন্স একটা টিম, এটা কোন ওয়ান ম্যান শো নয়, এখানে কারো একচেটিয়া আধিপত্য নেই, যেদিন হবে মনে রাখবেন সেদিন হবে সানডে সাসপেন্সের পতনের শুরু ৷ আমার মতে ২০১৯ এর বেস্ট গল্প এটি৷ এরপর ত্রৈলক্যতারিণী, এরপর ফেলুদা৷
সত্যি গল্পটা শুনে চোখ দিয়ে জল বেরিয়ে গেল ।😢😢 এই অসাধারণ একটা গল্প শুনলাম। প্রথমে এত Adventure আর তারপর এত Tregedy শুনে পুরো মন ছুঁয়ে গেল🙁🙁 Love you Sunday Suspence...🙏🙏
ঠিক যেন গুপ্তধনের কোন অভিযান। Sunday Suspense এ এমনভাবে গল্পগুলি বলেন এ মনে হয় সত্যি সত্যি সেগুলি চোখে ভেসে উঠে। মনে হয় চলে গেছি সেখানে, নিজের সামনে দেখছি নিজের চোখে। অসাধারণ!!
গল্পটা অসাধারণ, আমি অসংখ্যবার গল্পটা শুনেছি 🔥🔥 , আমি যতটা relate korta parchi r kaw parbe na cause amr o left leg a শিরার এফোর- ওফোর ব্যাথা করছে ,না না ব্যাথাটা জন্মগত না, কিন্তু একটা 18 year r cheler jiboner kaj koro , nijer paiya daraw ,nije rojgar koro ......sotti golpota one of the ❤️favourite ❤️❤️❤️
বাঙালি হিসেবে নিজেকে গর্ববোধ হয় এইভেবে যে, sunday suspense - এ যে গল্পগুলো হয় তার 99% বাঙালি লেখকের লেখা । কোনো দিন ভাবিনি যে আমাদের জেলার কোনো লেখকের গল্প sunday suspense শুনতে পাব। ধন্যবাদ সৌরভ দা এবং টিম মিরচি
লেখক আমার স্যার হন।আমি খুবই ভাগ্যবান যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ওনার মতো একজন বড় মাপের সাহিত্যিক এর সান্নিধ্য লাভ করেছিলাম। স্যার নিঃসন্দেহ আমাদের রাজ্যের প্রথম সারির লেখকদের মধ্যে একজন।
@@sangamofsong7609 okay I will ask him But the protagonist is already dead It is not dbz where people could come back from the afterlife with the help of dragon balls😆😆😆
Apnar sir nischoy khub e guni manush. Bhalo lekhen. Kintu uni thik bhalo bhodrota bodhoy sekhen ni. Bhalo likhlei je well mannered hote Hobe temon noye kintu asha Kora tao vul na. Onar sathey alap korbo bole as a fb frnd mssnger e likhechilam tatey uni Amar message ta block koren. Thik bujhini keno. Khub e opomanjonok
সত্যি বলতে কি এইরকম একটা গল্প আশা করিনি। একটা সময় আত্ত্বেলিও গাত্যি এর কথা মনে পরে যাচ্ছিল। এক কথায় অসাধারণ লেখা, অসাধারণ presentation, thank you so much radio mirchi এই গল্পটার জন্য।
ভালো লাগলো আজকের গল্প.. গল্প যদি হয় খানিক দীর্ঘ এবং সঙ্গে জুড়ে থাকে দুঃসাহসিকতার কাহিনী তাহলে সেই গল্প অন্য একটা মাত্রা পায়.. আবার বলছি খুব ভালো লাগলো আজকের গল্প ধন্যবাদ রেডিও মিরচি ধন্যবাদ সানডে সাসপেন্স
কি এক অনন্য গল্প। গল্পের প্রতিটি মুহূর্ত যেন এক গভীর রহস্যময়। এই গল্পটি খুবই অসাধারণ, আর এই গল্প পরিশেষে আমাদের সবাইকে একটা মেসেজ দিয়ে গেছে তা হলো, "লোভে পাপ, পাপে মৃত্যু " আর এই পাপের শাস্তি ইহকাল থেকে শুরু হয়। এইসব গল্প Sunday suspense এর সার্থকতা আর পূর্ণতা। The count of montu Cristo এর মধ্যে অন্যতম।❤️
Hmmm amio sune ektu dukkhoi pelam sotti manusher ei lov jinish ta na sottie bajee ek nimeshe sesh koredei takee , ETO survive koreo last porjonto keo jantei parlona or kono guptodhon achee 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢. Thanks for team Sunday Suspense and Mirchi Bangla 👍👍👍👍.
একটা খারাপ উপস্থাপনার জন্য অগ্নিকে যেভাবে সরাসরি অভিযুক্ত করা হয়, এইরকম অসাধারণ উপস্থাপনার জন্য তেমনভাবে অগ্নির সরাসরি বাহবা দিতে দেখলাম না কাউকে। অগ্নিদা আর পুরো টিমকে ❤❤❤❤❤
অনবদ্য একটি উপস্থাপনার সাক্ষী হলাম। চোখের সামনে আপাদমস্তক এক cinema দেখলাম যেন! Sunday suspense এর অন্যতম শ্রেষ্ঠ উপস্থাপনা এটি আমার মতে। লেখককে অভিনন্দন এবং অভিবাদন এমন একটি মর্মভেদী, হৃদয়বিদারক, অবিস্মরণীয় রচনা আমাদের উপহার দেওয়ার জন্য। বিশেষ করে যে শিক্ষাটা এই লেখনীর মাধ্যমে দেওয়া হয়েছে তা সত্যি শিক্ষণীয়।
There cannot be a word against Sunday Suspense’s story presentation. Every voice artist, the background music and the necessary detailing, everything was so well organised that you all have again hit that expectation mark. And last but not the least thank you for giving us such a heavenly experience every Sunday.
Just choke jol chole Alo...ai duniea taka poisa r Kono dam nai sotti.Jamn korbe Tumi thik ta fire pabe Tumi.. actually ,,,Neoti holo setai jeta amra nijara amader kormo r Dara toiri Kori..aj Jodi valo kaj kori tr porinam ta thik e akdin na akdin valo pabo....Thanks to radio Mirchi ....osadharon golpo...love it...
দারুন একটা গল্প। অসাধারণ রোমাঞ্চকর লোমহর্ষক। লোভ মানুষকে যে কি করুণ পরিস্থিতিতে নিয়ে যায় সেটা আবারও প্রমাণ করলো এই গল্প। Sunday suspense team কে ধন্যবাদ জানাই এত সুন্দর উপস্থাপনার জন্য।❤️❤️
It's not unknown that Bengal have produced legendary story writers of all time, this one is also not an exception! Brilliant plot, awesome storytelling, full of thrills and twists! Simply mind-blowing. I don't know how many of you feel the same, but it's my belief, IF THIS STORY CAN BE CONVERTED TO A PROPER MOVIE, THEN IT'S CAPABLE OF WINNING AN OSCAR! 🤩🤩🤩 💯💯💯
Keno golper purno rup ki cinema hote pare na? Amra golpo porar ba sonar somoy seta nijer ojantei imagine kore feli. Setakei ki cinema diye purnota deowa jay na? Jeta satyajit roy kore esechen. R dada alochona korun amio alochona korte chai. Bekar al bal kore kotha bole nijer sovvotar porichoy deben na. Sustho mostiske kotha bolun.
Are you sure, it's the same story, for I've also read that......the ship called "Green Olive", the gold heist from Lima to the island of Cocos, finally the poignant fate of cap. Thomson, is it that very story, which I am thinking it is.....?!
আমার জীবনের সেরা hero team sunday suspence ,, আমিও চাই আপনাদের মতো হতে.গল্পটা কে প্রশংসা করার জন্যে কোনো শব্দ খুঁজে পায়নি. Thanku team sunday suspence. চালিয়ে যাও
বর্তমান সমাজে এই গল্পটা প্রতিটা মানুষের শোনা দরকার। কারণ অনেক অনেক শিক্ষা নিও এই গল্পটি । অসংখ্য ধন্যবাদ লেখক মহাশয় কে এত সুন্দর একটি গল্প এই সমাজে শিক্ষা স্বরূপ উপহার দেওয়ার। আর ধন্যবাদ সানডে সাসপেন এর সকল কর্তাদের এত সুন্দর একটি গল্প উপস্থাপন করার জন্য। 🙏
Just mane Ki bolbo eto bachor dhore sunday suspense sunchi emon kono galpo nei suninini hoyeto 2/3 te galpo na sona hote pare but eto bachore amar sona sobche sera galpo eita amar sei joggota nei J ei Galpota niye kichu boli mane super se uper osadharo er che osadharon jake bole onek onek dhonnobad mirchi bangla k eto sundor ekta galpo amader upohar Dewar jonne 🤗 Love uu mirchi bangla ❤r jake chara sunday suspense Just vaba jayena se mir daa Love uuu mir daa 👻🤗❤❤❤❤❤❤❤❤❤❤
সৌরভ মুখোপাধ্যায়ের লেখা মাত্র 3 টি গল্প পূজাবার্ষিকী আনন্দমেলা থেকে পড়ার সুযোগ হয়েছে. তার মধ্যে এই গল্প প্রথম পড়েছিলাম. ওনার লেখায় এক সম্মোহনী ক্ষমতা আছে... Team sunday suspense কে অসংখ্য ধন্যবাদ সৌরভ মুখোপাধ্যায়ের "ক্যাপ্টেন টমসনের গুপ্তধন" কে নিয়ে sunday suspense তৈরি করার জন্য. 😊
Sunday Suspens টিম কে অসংখ্য ধন্যবাদ এরকম সব o অসাধারণ গল্প আমাদের উপহার দেওয়ার জন্য... যেগুলো কোনোদিন হয়তো বই কিনে পড়া সম্ভব হতো না.... 🙏 🙏 Thanks a lot প্রথম e The count of Monte Cristo তারপর এই গল্প শুনে জাস্ট অভিভূত হলাম... একটাই কথা লোভে পাপ পাপে মৃত্যু
প্রচণ্ড উৎসাহী হয়ে আছি গল্পটা শোনার জন্য।আশা করি খুবিই ভালো হবে। পুনশ্চ-2 মহারথী dislike দিয়ে বসে আছে যেখানে এখনো 39 ঘন্টা বাকি শুরু হতে। এই মানুষগুলো বাংলায় আছে কেন, এদের আজিই লাথি এবং লাঠি মেরে বাংলা থেকে বের করে দেওয়া উচিৎ এবং এটাও দেখতে হবে এরা যেন আবার বাংলায় ঢুকে নিজেদের বিষ ছড়াতে না পারে।
@dipankar dhar...apnara khub mohan? পাছায় চুলকানি বেশি উল্টা পাল্টা কথা na বললে খাবার হজম hoyna তাই na?? যে ভাষায় kotha bolsen সেই ভাষার jonno আপনারা ki বাল ফেলেছেন????? Comment dekhei mejaj gorom hoia gelo...
@@musharratshobnomproma এই বাংলাদেশী, চল বেরো এখান থেকে। তোদের কাছ থেকে আমাদের ম্যানার শিখতে হবে নাকি রে গরু চোরের জাতি। কলকাতায় তোদের দেখলেই এবার থেকে ক্যালানো হবে, কাংলার জাত।
Cinema korle kharap hoina thik e Tobe ekhaner voice gulo to pawa jabe na Tai ei feelings ta asbe na Cinema ta amader mathatei fute utheche, etai best ❤
গল্প, যা দিয়ে তৈরি হয় শত শত সিনেমা কিন্তু এই গল্প শোনার নেশাটাই আলাদা এই নেশা হয়তো পাওয়া যাবে না কোনো সিনেমা দেখে। এবং অসংখ্য ধন্যবাদ টিম সানডে সাসপেন্সকে এতো সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দেবার জন্য।
One of the best thriller in the sunday suspense history! এরকম ভিন্ন স্বাদের গল্প উপহার দেয়ায় ধন্যবাদ সানডে সাসপেন্সকে বিশেষ করে মীর, দ্বীপ এবং রিচার্ড কে। আশা করি ভবিষ্যতে আরো পাবো এরকম অনবদ্য থ্রিলার। লাভ ফ্রম বাংলাদেশ ❤
কোনো mastermind ছাড়া এই গল্প লেখা সম্ভব নয়।❤ এক কথায় দারুন, অতুলনীয়, অসাধারণ, লাজাওয়াব। কোটি কোটি ধন্যবাদ legendary sourav mukhopadhyay এবং sunday suspence কে এরকম গল্প পরিবেশন করার জন্য। এটাই তো sunday suspence এর স্ট্যান্ডার্ড। এটাই তো আশা করি sunday suspence এর থেকে। ❤ lajawab, অনবদ্য।
Mirchi Bangla should make stories on *10 mahavidyas* just like *bhog* as it gained huge popularity due to it's uniqueness and suspense. People know very little about them.
I agree completely, mate. Hindu tantra is a very diverse universe and people have grown some very hilarious and to some extent, harmful misconceptions about it, especially us, Bengalis.
Any story which has link to our Hindu mythology would be super duper hit. There are so many in mythology that it cannot be explained in words. I agree with you. Stories like Bhog should be given much more in quantity.
সানডে সাসপেন্স এর সর্বসেরা 5টি গল্প 5.ক্যাপ্টেন টমসনের গুপ্তধন 4.ছুটি কাটালো অনুপম 3.শিকার 2.কালরাত্রি 1.ভোগ (শার্লক, ফেলুদা, তারানাথ, তারিণী খুড়ো, শঙ্কু, বরোদা, ব্যোমকেশ, কিরীটি এরা সর্বকালের সেরা তাই এদের রাখলাম না ) একমত হলে লাইক করুন l অন্যমত থাকলে কমেন্ট এ জানান l
এতটাই সাসপেন্স এ পরিপূর্ন যে হয়ত এই গল্পের দ্বারা একটা আস্ত সিনেমাও করা যেতে পারে। জাস্ট সেরা লেগেছে আমাকে।🔥❤️
Nyaka
Me
Amio. Sudhu apekhai noi sb Kichu fele rekhe suni.
Ami ami ami
@@tamannakhatun165 Ami to Choto Bela theke Sunday suspence er fan 🙈
লোভীর করুন পরিনতি!! অসাধারণ শিক্ষনীয়।আমাদের দেশের দুর্বীনিত দুর্নীতিবাজদের জন্য এটি শিক্ষনীয়। ধন্যবাদ এই চ্যানেলকে। একটা মুভি হলে দারুন হত।
লেখক কে পুরস্কার দেওয়া উচিত । এক কথায় অনবাদ্য Sunday suspense এরকম গল্প আর কেউ উপহার দেইনি । ধন্যবাদ লেখক কে । আমি ১০০ তে ১০০।দিলাম ।অপেক্ষায় রইলাম আরও একটি গল্পের আশায় ।
দুইদিনে তিনবার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে ফেললাম ৷
প্রথমেই প্রশংসা করবো সাউন্ড ডিজাইনের ৷ রিচার্ডের কাজের তুলনা মেলা ভার কিন্তু এবারের সাউন্ড ডিজাইন রিচার্ডকেও পিছে ফেলে দিল ৷ গল্পের মূল যুদ্ধের মিউজিকের মত থিম, অপেরা স্টাইলের নারীকণ্ঠের মিউজিকগুলি সহ প্রতিটি মিউজিক ছিল অসাধারণ!
দীপের গল্প পড়ার সাথে অনেকে অজ্ঞতাবশতঃ মিরকে তুলনা করেন ৷ দীপ দীপ, অার মির হল মির, কেউ কারও বিকল্প নন ৷ দীপের কন্ঠে আছে নিরেট গাম্ভীর্য, মিরের কন্ঠে আছে চাপল্য, তারল্য, কখনো হাস্যকর, কখনো কাঠিন্য ৷ টমসনের চরিত্রে মির দেখিয়ে দিয়েছে কিভাবে কণ্ঠ দিয়ে সিনেমা বানানো যায়, গল্প পাঠে দীপ আমাদের সেই সিনেমার প্রতিটি অনুভূতি না দেখিয়ে, শুধু শুনিয়ে বুঝিয়ে দিয়েছে ৷ সানডে সাসপেন্স একটা টিম, এটা কোন ওয়ান ম্যান শো নয়, এখানে কারো একচেটিয়া আধিপত্য নেই, যেদিন হবে মনে রাখবেন সেদিন হবে সানডে সাসপেন্সের পতনের শুরু ৷
আমার মতে ২০১৯ এর বেস্ট গল্প এটি৷ এরপর ত্রৈলক্যতারিণী, এরপর ফেলুদা৷
are you kidding me?
bhog golpo ta jayegayi pelona?
@@deepyandutta4687 thik 👍
2019 এর সেরা গল্প ছিল ভোগ, এ গল্পটা দু নম্বরে থাকবে।
Bokul tao bhalo
Mr.Arden ত্রৈকল্যতারিনী কোথায় পাবো?
সত্যি গল্পটা শুনে চোখ দিয়ে জল বেরিয়ে গেল ।😢😢 এই অসাধারণ একটা গল্প শুনলাম।
প্রথমে এত Adventure আর তারপর এত Tregedy শুনে পুরো মন ছুঁয়ে গেল🙁🙁
Love you Sunday Suspence...🙏🙏
ঠিক যেন গুপ্তধনের কোন অভিযান। Sunday Suspense এ এমনভাবে গল্পগুলি বলেন এ মনে হয় সত্যি সত্যি সেগুলি চোখে ভেসে উঠে। মনে হয় চলে গেছি সেখানে, নিজের সামনে দেখছি নিজের চোখে। অসাধারণ!!
গল্পটা অসাধারণ, আমি অসংখ্যবার গল্পটা শুনেছি 🔥🔥 , আমি যতটা relate korta parchi r kaw parbe na cause amr o left leg a শিরার এফোর- ওফোর ব্যাথা করছে ,না না ব্যাথাটা জন্মগত না, কিন্তু একটা 18 year r cheler jiboner kaj koro , nijer paiya daraw ,nije rojgar koro ......sotti golpota one of the ❤️favourite ❤️❤️❤️
বাঙালি হিসেবে নিজেকে গর্ববোধ হয় এইভেবে যে, sunday suspense - এ যে গল্পগুলো হয় তার 99% বাঙালি লেখকের লেখা । কোনো দিন ভাবিনি যে আমাদের জেলার কোনো লেখকের গল্প sunday suspense শুনতে পাব। ধন্যবাদ সৌরভ দা এবং টিম মিরচি
একটি অসাধারণ গল্প। কোনো তুলনা নেই। যেমন গল্প, তেমনি পাঠ। অসাধারন। আমি যেন পুরোটাই চোখের সামনে দেখতে পেলাম পুরো গল্প টা।
গল্প টা শুধুমাত্র রোমাঞ্চকর নয় , অত্যন্ত শিক্ষণীয়।
এককথায় অনবদ্য । 👍
পুরো মন ছুয়ে গেল 😍😭😭😭🥺🥺😢🥺
মনে হল চোখের সামনে পুরো একটা আস্ত সিনেমা দেখলাম । 🥺😭😭😭
এখন আফসোস একটাই গল্পটা শেষ হয়ে গেল ।। 😭😢😍😍😍😍😍
Correct
একটা সিনেমা দেখার থেকেও স্পষ্ট ভাবে গল্পটা চোখের সামনে ভেসে উঠল।।। seriously amezing
1:25:35 এই সময়টাও যেনো কম মনে হোচ্ছে এরকম ধরনের গল্প 5:ঘন্টার হোলে ও মনের সাধ মেটে না দারুণ, দুর্দান্ত, ফাটা ফাটি 👌👌👌❤
Thik
এই প্রথম সানডে সাসপেন্স শুনে এতটা দুঃখ পেলাম! Captain এর শেষ পরিনতি টা খুবি মর্মান্তিক লেগেছে! কথা একটাই লোভে পাপ পাপে মৃত্যু!😥😥
লোভে পাপ, পাপে মৃত্যু।
What a incredible story!❤
What an incredible story
খুউউউউব ভালো লেগেছে ...চোখের সামনে পুরোটা দেখতে পাচ্ছিলাম অসাধারণ presentation এর গুণে ..আর খালি মনে হচ্ছে cinema হলে বেশ হয়👍
লেখক আমার স্যার হন।আমি খুবই ভাগ্যবান যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ওনার মতো একজন বড় মাপের সাহিত্যিক এর সান্নিধ্য লাভ করেছিলাম। স্যার নিঃসন্দেহ আমাদের রাজ্যের প্রথম সারির লেখকদের মধ্যে একজন।
Sir k respect janai !! Osadharon golpo 😊
❤️❤️❤️❤️
Hey please ask your sir. This story make a part 2. Please. Please
@@sangamofsong7609 okay I will ask him
But the protagonist is already dead
It is not dbz where people could come back from the afterlife with the help of dragon balls😆😆😆
Apnar sir nischoy khub e guni manush. Bhalo lekhen. Kintu uni thik bhalo bhodrota bodhoy sekhen ni. Bhalo likhlei je well mannered hote Hobe temon noye kintu asha Kora tao vul na. Onar sathey alap korbo bole as a fb frnd mssnger e likhechilam tatey uni Amar message ta block koren. Thik bujhini keno. Khub e opomanjonok
সত্যি বলতে কি এইরকম একটা গল্প আশা করিনি। একটা সময় আত্ত্বেলিও গাত্যি এর কথা মনে পরে যাচ্ছিল।
এক কথায় অসাধারণ লেখা, অসাধারণ presentation, thank you so much radio mirchi এই গল্পটার জন্য।
শিউরে উঠলাম শেষটায়! অনেককিছু শেখার আছে জীবনে.. ধন্যবাদ Sunday Suspense
Undoubtedly one of the best Sunday suspense stories I ever came across. Thank you mirchi bangla, please maintain this standard always
Hats Off to Writer Sourav Mukhopadhyay! সত্যিই আস্ত একটা সিনেমা দেখলাম কানে শুনে মনোজগতের সামনে।
ভালো লাগলো আজকের গল্প.. গল্প যদি হয় খানিক দীর্ঘ এবং সঙ্গে জুড়ে থাকে দুঃসাহসিকতার কাহিনী তাহলে সেই গল্প অন্য একটা মাত্রা পায়..
আবার বলছি খুব ভালো লাগলো আজকের গল্প ধন্যবাদ রেডিও মিরচি ধন্যবাদ সানডে সাসপেন্স
ওহহ কি যে ছিলো গল্পটা তা ভাষায় প্রকাশ করা যাবেনা।। আর সানডে সাসপেন্স টিম এমন ভাবে তা উপস্থাপন করে যে গায়ের লোম দাড়িয়ে যায়।
কি এক অনন্য গল্প। গল্পের প্রতিটি মুহূর্ত যেন এক গভীর রহস্যময়। এই গল্পটি খুবই অসাধারণ, আর এই গল্প পরিশেষে আমাদের সবাইকে একটা মেসেজ দিয়ে গেছে তা হলো, "লোভে পাপ, পাপে মৃত্যু " আর এই পাপের শাস্তি ইহকাল থেকে শুরু হয়। এইসব গল্প Sunday suspense এর সার্থকতা আর পূর্ণতা। The count of montu Cristo এর মধ্যে অন্যতম।❤️
মর্মান্তিক সমাপ্তি😢
নতুন গল্পের জন্য টিম সানডে সাসপেন্সকে ধন্যবাদ ❤️
Hmmm amio sune ektu dukkhoi pelam sotti manusher ei lov jinish ta na sottie bajee ek nimeshe sesh koredei takee , ETO survive koreo last porjonto keo jantei parlona or kono guptodhon achee 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢. Thanks for team Sunday Suspense and Mirchi Bangla 👍👍👍👍.
Koto jinis amader dharonar baire
Lekhok last moment e bujhie chen
Bkmurli ডাউনলোড
অসম্ভব ভালো গল্প। অভাবনীয় উপস্থাপন। আমার মতে সানডে সাসপেন্স এর সমস্ত গল্পের প্রথম দশে থাকবে এই গল্প। চমৎকার সৌরভ মুখোপাধ্যায়। কুর্নিশ আপনাকে।
Sourav Mukhopaddhay ke ami chini... Amader barir kacha kachi elakae bari
একটা খারাপ উপস্থাপনার জন্য অগ্নিকে যেভাবে সরাসরি অভিযুক্ত করা হয়, এইরকম অসাধারণ উপস্থাপনার জন্য তেমনভাবে অগ্নির সরাসরি বাহবা দিতে দেখলাম না কাউকে।
অগ্নিদা আর পুরো টিমকে ❤❤❤❤❤
ফটকানো নুনু।
অসাধারণ,,,,,, পাপ বাপ্ কেও ছাড়ে না (প্রমাণিত ) r আমাদের সমাজেও এমন অনেক পাগল আছে যাদের এমন একটা ইতিহাস আছে,,,,,
pPpppPppPPPP op PPPppPPPPPP op op PPPPPPP opolok popi 0 op popup pop 0 popi 0 popi
Opolok
To pop
Pop
@@dishanimukherjee5078 কি বলছেন?
অনবদ্য একটি উপস্থাপনার সাক্ষী হলাম। চোখের সামনে আপাদমস্তক এক cinema দেখলাম যেন! Sunday suspense এর অন্যতম শ্রেষ্ঠ উপস্থাপনা এটি আমার মতে।
লেখককে অভিনন্দন এবং অভিবাদন এমন একটি মর্মভেদী, হৃদয়বিদারক, অবিস্মরণীয় রচনা আমাদের উপহার দেওয়ার জন্য। বিশেষ করে যে শিক্ষাটা এই লেখনীর মাধ্যমে দেওয়া হয়েছে তা সত্যি শিক্ষণীয়।
Ei golpota besh romanchokor thankyou agni and team Sunday suspence
অসাধারণ 😭😭। অনেক দিন পর এত সুন্দর গল্প শুনলাম।
Aaaaaaaaaaaahaaaaa
সান্ডে সাস্পেন্সে অনেক দিন পর এমন একটা গল্প পেলাম যেটা হৃদয়কে স্পর্শ করে গেল
আমারও ঠিক তাই
There cannot be a word against Sunday Suspense’s story presentation. Every voice artist, the background music and the necessary detailing, everything was so well organised that you all have again hit that expectation mark. And last but not the least thank you for giving us such a heavenly experience every Sunday.
যেনো পাইরেট স অফ দা ক্যারিবিয়ান এর কোন নতুন মুভি দেখলাম, অসাধারণ।
অনেক অনেক ধন্যবাদ টিম সানডে সাসপেন্স কে, বাংলাদেশ থেকে।
Captain barbosa
কাংলু ভিখারি দূর হ এখান থেকে
অনেক অনেক ধন্যবাদ টিম সানডে সাসপেন্স এর সকল সদস্য কে 🙏🙏ভীষণ -ভীষণ খুশী হলাম 😊😊
Just choke jol chole Alo...ai duniea taka poisa r Kono dam nai sotti.Jamn korbe Tumi thik ta fire pabe Tumi.. actually ,,,Neoti holo setai jeta amra nijara amader kormo r Dara toiri Kori..aj Jodi valo kaj kori tr porinam ta thik e akdin na akdin valo pabo....Thanks to radio Mirchi ....osadharon golpo...love it...
One of the best stories, I've ever heard in Sunday Suspense
Chorus is OP
Sunday Suspense এর গল্প গুলো শুনলে যেন সত্যি করে চোখের সামনে সব দেখতে পাই কি ঘটছে।।
same
আর অসংখ্য ধন্যবাদ সেই সন্ময় দে কে যে এই গল্পের খোঁজ sunday suspence কে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ sir ❤। খুব কৃতজ্ঞ আমরা আপনার কাছে। 🙏🏻 ধন্যবাদ
যতই প্রসংসা করি না কেন মনের মধ্যে একটু খুট থেকেই যাচ্ছে। গল্পটা শুনে সেই পুরোনো feelings টা ফিরে এসেছে। সত্যিই অসাধারণ হয়েছে। এভাবেই চালিয়ে যাও। 😄
Dada dada
Ekdam dada
লেখক এর প্রতিভা কে কুর্নিশ ।
সত্যি খুব ভালো গল্প , পরিবেশন আর যিনি এই গল্পটার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন
4 বছর পর প্রথম এই গল্প শুনলাম আর ভক্ত হয়ে গেলাম।❤ সেই পুরোনো দিনের sunday suspence এর সুবর্ণ সময় মনে পড়ে গেলো। সেই দিন গুলো কি আর ফিরে পাব?
Thik bolechen
দারুন একটা গল্প। অসাধারণ রোমাঞ্চকর লোমহর্ষক। লোভ মানুষকে যে কি করুণ পরিস্থিতিতে নিয়ে যায় সেটা আবারও প্রমাণ করলো এই গল্প। Sunday suspense team কে ধন্যবাদ জানাই এত সুন্দর উপস্থাপনার জন্য।❤️❤️
শোনার আগেই comment দিলাম শুধুমাত্র বড় গল্প উপস্থাপন করার জন্য।thanks a lot...........
Fan hoye গেলাম গল্প টার ❤
এইরকমই তো চাই!!😍😍 এরকম বড়োসড়ো এবং রোমহর্ষক কাহিনী!!!👌🏻👌🏻👌🏻
Hmm 👍👍👍
Hmm ame o tai to chaii..😌💙
@@drkausikdas9277 vai mukh samle kotha bol bujle..kono mey r sathe ki vabe kotha bolte hoi ta sekis ni na..😡😡
@@Suman_Kunduu ei shob loke der samne eshe kichu bolar khomota nei..tai nijeder unsatisfied mon k evabe e shanto kore..
@@thebengalurubong2047 hmm apne thik e bolechen..
It's not unknown that Bengal have produced legendary story writers of all time, this one is also not an exception! Brilliant plot, awesome storytelling, full of thrills and twists! Simply mind-blowing.
I don't know how many of you feel the same, but it's my belief, IF THIS STORY CAN BE CONVERTED TO A PROPER MOVIE, THEN IT'S CAPABLE OF WINNING AN OSCAR!
🤩🤩🤩
💯💯💯
Shibayan Mishra dada apni e bolun egulo niye ki bangla cinema hte pare na?? Golpota sonar por etai mone holo
bal....golpo ke golper morjada na diye khali cinema ar cinema....
Keno golper purno rup ki cinema hote pare na? Amra golpo porar ba sonar somoy seta nijer ojantei imagine kore feli. Setakei ki cinema diye purnota deowa jay na? Jeta satyajit roy kore esechen.
R dada alochona korun amio alochona korte chai. Bekar al bal kore kotha bole nijer sovvotar porichoy deben na. Sustho mostiske kotha bolun.
“লোভে পাপ পাপে মৃত্যু।" বেশ ভালো লাগলো গল্প টা।✨❤️
সৌরভবাবু আমার স্কুলের শিক্ষক ছিলেন। ধন্যবাদ সানডে সাসপেন্স ওনার গল্পটি পরিবেশন করার জন্য।
Kurnish janai onak amr favarate Sunday suspense for the last 10 yrs I'm listening but it's most favourite
অসাধারণ ট্র্যাজিক স্টোরি।
আর সাথেই এক অনন্য উদাহরণ কর্ম ফলের।
9
সেই ছিল গল্প টা ... এই জন্যই হাজার ব্যস্ততার মধ্যেও শুনতে আসি ... Sunday suspense 💕💕
হুম
আনন্দমেলায় পড়ে রোমাঞ্চিত হয়েছিলাম
দারুন গল্প
আবার অনেক বছর পর শুনে রোমাঞ্চিত হব।
একেবারে রোম খাড়া হয়ে যাবে।
Are you sure, it's the same story, for I've also read that......the ship called "Green Olive", the gold heist from Lima to the island of Cocos, finally the poignant fate of cap. Thomson, is it that very story, which I am thinking it is.....?!
@@richardropee6083 it is the same story
Sei golpota😍
Amio pore6ilm name Mone 6ilona...Amar prio golpo 😍
Amiyo porechilam anondomela te..sure chilam na otai kina..darun👌
কী যে ভারি ভালো গল্পটা ! অনেক দিন পরে একটা সত্যিকারের রোমহর্ষক গল্প শুনলাম। 👏
একটাই কথা বলবো- মন্ত্রমুগ্ধ।। আর কিছুই বলার নেই।।
সৌরভ দা আমাদের হাওড়ার গর্ব
❤❤❤❤
এই মানুষ টা চিরকাল সেরা থাকবে আমার হৃদয়ে থাকবে
AMNI HAORA AI THAKEN
bangalir gorbo...
দারুণ
আমার জীবনের সেরা hero team sunday suspence ,, আমিও চাই আপনাদের মতো হতে.গল্পটা কে প্রশংসা করার জন্যে কোনো শব্দ খুঁজে পায়নি. Thanku team sunday suspence. চালিয়ে যাও
❤❤❤❤❤❤❤khub sundor.... Sunday suspens amar khub prio ......
গল্প টা শুনতে শুনতে 'pairets of the carribian' এর কথা মনে পড়ছিলো.
Similar adventure.... ♥️♥️♥️
অসাধারণ একটা গল্প।
আর উপস্থাপনা তা দুর্দান্ত।
10 out of10
❣️❣️❣️❣️❣️❣️
বর্তমান সমাজে এই গল্পটা প্রতিটা মানুষের শোনা দরকার।
কারণ অনেক অনেক শিক্ষা নিও এই গল্পটি ।
অসংখ্য ধন্যবাদ লেখক মহাশয় কে
এত সুন্দর একটি গল্প এই সমাজে শিক্ষা স্বরূপ উপহার দেওয়ার।
আর ধন্যবাদ সানডে সাসপেন এর সকল কর্তাদের এত সুন্দর একটি গল্প উপস্থাপন করার জন্য। 🙏
Just mane Ki bolbo eto bachor dhore sunday suspense sunchi emon kono galpo nei suninini hoyeto 2/3 te galpo na sona hote pare but eto bachore amar sona sobche sera galpo eita amar sei joggota nei J ei Galpota niye kichu boli mane super se uper osadharo er che osadharon jake bole onek onek dhonnobad mirchi bangla k eto sundor ekta galpo amader upohar Dewar jonne 🤗 Love uu mirchi bangla ❤r jake chara sunday suspense Just vaba jayena se mir daa Love uuu mir daa 👻🤗❤❤❤❤❤❤❤❤❤❤
সৌরভ মুখোপাধ্যায়ের লেখা মাত্র 3 টি গল্প পূজাবার্ষিকী আনন্দমেলা থেকে পড়ার সুযোগ হয়েছে. তার মধ্যে এই গল্প প্রথম পড়েছিলাম. ওনার লেখায় এক সম্মোহনী ক্ষমতা আছে...
Team sunday suspense কে অসংখ্য ধন্যবাদ সৌরভ মুখোপাধ্যায়ের "ক্যাপ্টেন টমসনের গুপ্তধন" কে নিয়ে sunday suspense তৈরি করার জন্য. 😊
Sunday Suspens টিম কে অসংখ্য ধন্যবাদ এরকম সব o অসাধারণ গল্প আমাদের উপহার দেওয়ার জন্য... যেগুলো কোনোদিন হয়তো বই কিনে পড়া সম্ভব হতো না.... 🙏 🙏 Thanks a lot
প্রথম e The count of Monte Cristo তারপর এই গল্প শুনে জাস্ট অভিভূত হলাম... একটাই কথা লোভে পাপ পাপে মৃত্যু
আগের রবিবার পুরাতন গল্প পেয়ে নিরাশ হয়েছি 😢 আশা করি এবারের গল্পটা যেন ভালো হয় 😇😊😊😊🤗🙏
Ekdom!!!! Are you Sougata Roy?
@@weird_philosopher na Sougata Das .....
Ekdum thik bolechen. Era toh bhoot r golpo day Na. I think all the ghosts have died
আমিও নিরাশ হয়েছিলাম
@@abhinabachoudhury5843 hmm sei ভোগ golpo ta valo hoyechilo tarpor theke kono temon valo golpo hoyni
একপ্রকার ভাবে হারিয়ে গেছিলাম।দারুণ গল্পটি।অসম্ভব ভালো ।💙💙
Sunday Suspense sunte sunte mone hoy jano kono cinema dekhchi. Mane ato nikhut bornona upostapona, ki kore sombhod! Kane sune choke dekhar feeling ase. Anek anek dhonnobad sruticinema upohar dewar jonyo.
এই ধরনের মধ্যযুগীয় ইউরোপীয় গল্প আরো চাই ❤️🌹
অতি লোভে তাঁতি নষ্ট তারই প্রমাণ এই গল্পটা 💕💕💕💕💕💕
আমার মতে , বছরের সেরা গল্প এটি।
গল্পটি শুনতে শুনতে অন্যমনস্ক হওয়াই যায না।
Darun laglo..
Sottie imagine kora gelo puro golpo ta atto sundor hoechhe..
Cinema korle kintu darun hobe...
প্রচণ্ড উৎসাহী হয়ে আছি গল্পটা শোনার জন্য।আশা করি খুবিই ভালো হবে।
পুনশ্চ-2 মহারথী dislike দিয়ে বসে আছে যেখানে এখনো 39 ঘন্টা বাকি শুরু হতে। এই মানুষগুলো বাংলায় আছে কেন, এদের আজিই লাথি এবং লাঠি মেরে বাংলা থেকে বের করে দেওয়া উচিৎ এবং এটাও দেখতে হবে এরা যেন আবার বাংলায় ঢুকে নিজেদের বিষ ছড়াতে না পারে।
এইভাবে বলার কিছু নাই দাদা। ভুল করে অনেকে ডিসলাইক বাটন এ চাপ পড়ে যেতে পারে। থিংক পজিটিভ।
Haters gonna hate.Don't count them.
@Dipankar Dhar একদম ঠিক বলেছেন।নিজেদের যা quality তাই চুরি ছাড়া গতি নেই।
@dipankar dhar...apnara khub mohan? পাছায় চুলকানি বেশি উল্টা পাল্টা কথা na বললে খাবার হজম hoyna তাই na?? যে ভাষায় kotha bolsen সেই ভাষার jonno আপনারা ki বাল ফেলেছেন????? Comment dekhei mejaj gorom hoia gelo...
Mirci কি তোর বোনের জামাই। কেউ dislike দিলে তুই বলার কে? তুই কোথাকার বালের সাহিত্যিক ।শালা গান্ডু
যা গিয়ে চটি গল্প শুন
@@musharratshobnomproma এই বাংলাদেশী, চল বেরো এখান থেকে। তোদের কাছ থেকে আমাদের ম্যানার শিখতে হবে নাকি রে গরু চোরের জাতি। কলকাতায় তোদের দেখলেই এবার থেকে ক্যালানো হবে, কাংলার জাত।
Exceptional... Ajkal kar writer ra je eto valo golpo likhte pare eta amar kolponar otit... Sotti ki golpo eta
Just exceptional...
অসাধারণ ,,,মনকে নাড়া দিয়ে গেলো,,,treasure of Go'old Thomson ^_^ 🤗👍😁
উফফফ... কি অসাধারণ গল্প... সানডে সাসপেন্স - এ এইরম দুঃসাহসিক অভিযান এর গল্প আরো শুনতে চাই.. দীপ দা ও মীর দা তোমাদের দুজনকেই সেলাম..
আমার শোনা best Sunday suspense ata ❤️😊
Just সাংঘাতিক ×∞
সিনেমা করলে খারাপ হয় না!
FIROJ AHMED right
you are correct
Chander Pahar er moto case hoye jabe😆
Sunte sunte amio thik etai vabchilam.
Cinema korle kharap hoina thik e
Tobe ekhaner voice gulo to pawa jabe na
Tai ei feelings ta asbe na
Cinema ta amader mathatei fute utheche, etai best ❤
অসাধারণ গল্প। আবার একবার প্রমাণ হল, যেমন কর্ম তেমন ফল।😊😊😊
@All mighty Allah Hello
@All mighty Allah Na pure Indian 🙂🙂🙂🙂
@All mighty Allah Yeah.... Apni ki Bangladesh a thaken????
@All mighty Allah Na
@All mighty Allah Apni gachen kokhono Bangladesh???
গল্প, যা দিয়ে তৈরি হয় শত শত সিনেমা
কিন্তু এই গল্প শোনার নেশাটাই আলাদা
এই নেশা হয়তো পাওয়া যাবে না কোনো সিনেমা দেখে।
এবং অসংখ্য ধন্যবাদ টিম সানডে সাসপেন্সকে এতো সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দেবার জন্য।
One of the best thriller in the sunday suspense history! এরকম ভিন্ন স্বাদের গল্প উপহার দেয়ায় ধন্যবাদ সানডে সাসপেন্সকে বিশেষ করে মীর, দ্বীপ এবং রিচার্ড কে। আশা করি ভবিষ্যতে আরো পাবো এরকম অনবদ্য থ্রিলার। লাভ ফ্রম বাংলাদেশ ❤
One of the best stories Sunday suspense ever played. After a long time I've got this flavor. Keep it up bro, want more like this.👌👌🤩🤩
অসাধারণ একটি গল্প, 😌👌❤️
অধর্মের পথ যেদিকে যাওয়ার সেদিকেই গেলো শেষ পর্যন্ত.... 😊
অসম্ভব ভালো গল্প এরকম আরো চাই
This is the best story I have ever heard. ❤️❤️❤️
কোনো mastermind ছাড়া এই গল্প লেখা সম্ভব নয়।❤ এক কথায় দারুন, অতুলনীয়, অসাধারণ, লাজাওয়াব। কোটি কোটি ধন্যবাদ legendary sourav mukhopadhyay এবং sunday suspence কে এরকম গল্প পরিবেশন করার জন্য। এটাই তো sunday suspence এর স্ট্যান্ডার্ড। এটাই তো আশা করি sunday suspence এর থেকে। ❤ lajawab, অনবদ্য।
খুব সুন্দর একটি লেখা আর অপূর্ব ও অসাধারন পরিবেশনা । এরকম ভাবে আরো অনেক গল্পের অপেক্ষায় রইলাম। Thank you sunday suspense team.
এই গল্পটি খুবই ভালো ছিলো, অনেকদিন পর মিরচি এরকম একটা জমাটি গল্প আমাদের উপহার দিলো, অনেক ধন্যবাদ মিরচি টিম, ভালো থেকো তোমরা
Golpoti etotai chomotkar je bar bar sunleo mon bhore na .... 😍😍😍😍😍😍😍😍😍😍
this is one of the best i have come across team mirchi bangla live for 100 yrs and entertain us like this
Mirchi Bangla should make stories on *10 mahavidyas* just like *bhog* as it gained huge popularity due to it's uniqueness and suspense. People know very little about them.
I agree completely, mate.
Hindu tantra is a very diverse universe and people have grown some very hilarious and to some extent, harmful misconceptions about it, especially us, Bengalis.
Ekdm thik
Any story which has link to our Hindu mythology would be super duper hit. There are so many in mythology that it cannot be explained in words. I agree with you. Stories like Bhog should be given much more in quantity.
can you give me any link from where I can read and have an average knowledge about it?
Is there any good books related this topics?
যেমন অসাধারণ গল্প
তেমন অসাধারণ ব্যাবস্থাপনা
এককথায় অসাধারনের চূড়ান্ত ।
একবার বারবার।
The Count of Monte Cristo
The best Sunday Suspense ever.........
সানডে সাসপেন্স মানেই দীপ.. অসাধারণ. প্রতিটা চরিত্র এ অনবদ্য. দীপ ♥️
Eto sundor ekta golpo.. ato sundor vasar khela...lekhok bangali Vabtei sihorito hote hoy ❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️
এই গল্পে যারা dislike দিয়েছে তাদের গায়ে বিছুটি পাতা ঘষে দেয়া হোক😡😡😡
😡😡😡😡🤬
🤣🤣🤣🤣🤣🤣🤣
Tor pichone dobo
😅😅😅
where r u from?
সানডে সাসপেন্স এর সর্বসেরা 5টি গল্প
5.ক্যাপ্টেন টমসনের গুপ্তধন
4.ছুটি কাটালো অনুপম
3.শিকার
2.কালরাত্রি
1.ভোগ
(শার্লক, ফেলুদা, তারানাথ, তারিণী খুড়ো, শঙ্কু, বরোদা, ব্যোমকেশ, কিরীটি এরা সর্বকালের সেরা তাই এদের রাখলাম না )
একমত হলে লাইক করুন l
অন্যমত থাকলে কমেন্ট এ জানান l
Kal ratri 1st
@@rashmisumar4926 হতেই পারে আপনার মতে l but amar মতে ভোগ সেরার সেরা
ছুটি কাটালো অনুপম--- ভাল লাগে না।
বরং সাক্ষী গল্পটা সেরা লাগে।
খুব ভালো গল্প । এটা নিয়ে 5বার শুনলাম ।
খুব ভালো সংলাপ মিরচির সমস্ত সদস্যের
Love u radio mirchi.
সানডে সাসপেন্স এর ওয়ান অফ দ্যা বেস্ট অফ অল টাইম ❤️✌️
one of the best story i have ever heard in sunday suspense
Bolber kono vasa nei, oti sundor my febarite story
শেষ পাঠটা অসাধারণ ছিল, তাই mirchi team -কে এবং সৌরভ মুখোপাধ্যায় -কে ধন্যবাদ
।।😘😘😘