Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
পোস্ট তাং ১৯/০১/২০২৫ ইংগান নং ৯৮০৮গুরু তত্ত্ব সাধন মার্গের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরীপীরের বর্জখে মন বান্ধরে,,, গুরুর বর্জখে মন বান্ধরে,,,বান্ধো বর্জখ এস্কেরও ডোরে, প্রেম বিশ্বাস ভক্তি ভরে,,,বান্ধো বর্জখ এস্কেরও ডোরে।আগে নিয়ত ঠিক করো, তারপর নিরিখ ঠিক করো,,।।অতীতের ভুলের তওবা লও পড়ে। দিয়া পীরের হাতেতে হাত,হয়ে যাওরে মন বায়াত,,, লইয়া আত্মসমর্পণ করে। মরার আগাতে মরো,,,,ভবের মোহমায়া ছাড়ো,,।।বিবেক চেতন করে আনো,,, বিবেক তোমার হইলে চেতন,ধন্য হবে মানব জনম,, ঠেকানা ঐ পরপারে।চেতন গুরুর সঙ্গ করো, দমের ঘরে তালা মারো,,,।।দেহ চিত্ত মন শুদ্ধ করো আনো,,, গুরু চিনতে ভুল করিলে,খাইবি ধরা, পড়বি মা-রা,, ঘুড়বি জন্মজন্মান্তরে। পাইলে পীর গুরুর পরশ, হইয়া যাইবা মন তুমি সরস,,।।আগে কামেল পরীর গুরু চিনো,,, কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী,লওরে আত্মশুদ্ধ করি,,, নফছ রিপু মন দমনও করে।পোস্ট তাং ১৮/০১/২০২৫ ইংগান নং ৯৮০৬আত্মতত্ত্ব বিষয় সত্য গানলেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরীঅয়স্কান্তের মতো টানছে ওরে, নফছ রিপু মন আমায়।।ভেবে মরি কি যে করি, অন্ত আমায় সাঁট দিয়ে যায়।।একদিন আমি ছিলাম না তো, আবার একদিন থাকবো না। এই আসা যাওয়ার মাখখানেতে, থাকবে শুধু আমলনামা।। ইল্লিন সিজ্জিনে আছে জমা।। মহান প্রভুরও কৃপায়।ঠক প্রবঞ্চক ভন্ড কপট আমি, রইলাম যে কিতবের মতো।সারাজীবন করলাম কর্ম আমি, ঐনা বিড়ালতপস্বীর মতো।।তঞ্জকতা করলাম আমি অবিরত।। হীনস্বার্থের বাতুলতায়।আরদালি গুলো আরশোলায় মতো, পিছে ঘুড়ছে জনম ভর। উর্ণনাভের মতো স্বার্থেরও জাল, বিছিয়েছি দিন থেকে দিনান্তর।।চিনি নাই কে আপন কে'বা পর।। হারাম হালাল ভুলে হায়।সুদ ঘুষ হারাম সবি খাইছি, ধরছি সাধু মহতের ভাব।কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ঠিক হয় নাই চরিত্র স্বভাব।।আমি সারাজীবন খুঁজলাম যে লাভ।। স্বার্থপর এই দুনিয়ায়। পোস্ট তাং ১৭/০১/২০২৫ ইংগান নং ৯৮০৪হুজুগ গুজব কালের কথনের গানলেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরীওরে,,,,সত্য বললে চায়রে প্রমাণ, মিথ্যা গুজবে হয় খুশি।।আমি সত্য বললেই পরে, আমারে যে করে দোষীরে,,,আমারে যে করে দোষী।। হুজুগ আর গুজবে ভাই, ভরেছে দেশ সংসার বিশ্ব।নিয়তি তাই মুচকি হাসছে, দেখে শুনে এই দৃশ্যরে,,,দেখে শুনে এই দৃশ্য।। সব দেখি শয়তানের শিষ্য।। অসৎ কর্মেই রয় খুশি।মিথ্যা গুজব বলার স্বাধীনতা আছে, সত্য বলার নাই।রাস্ট্রযন্ত্রে মিথ্যায় সয়লাব, আমরা শুনে লজ্জা পাইরে,,,আমরা শুনে লজ্জা পাই।।ওদের লজ্জা শরম যে নাই।। ওরা যে সত্য বিনশী।নীতি কথা ধর্মের কথা, বলছে ওরা আবার হরদম।ভন্ড কপট ঠক প্রবঞ্চক, ওরা যে বড়ই নরাধমরে,,,ওরা যে বড়ই নরাধম।। পুরোদস্তুর কিতবের মতন।। ওরা যে বিড়ালতপস্বী। নীতি আদর্শ ন্যায় সত্য, হইছে যে আজি নিরুদ্দেশ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, নাই মনুষ্যত্ব মানবতার লেশরে,,,নাই মনুষ্যত্ব মানবতার লেশ।।তবুও ওরা আছে যে বেশ।। ঝাঁঝর কয় সুঁই দোষী।
পোস্ট তাং ১৯/০১/২০২৫ ইং
গান নং ৯৮০৮
গুরু তত্ত্ব সাধন মার্গের গান
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী
পীরের বর্জখে মন বান্ধরে,,, গুরুর বর্জখে মন বান্ধরে,,,
বান্ধো বর্জখ এস্কেরও ডোরে, প্রেম বিশ্বাস ভক্তি ভরে,,,
বান্ধো বর্জখ এস্কেরও ডোরে।
আগে নিয়ত ঠিক করো, তারপর নিরিখ ঠিক করো,,।।
অতীতের ভুলের তওবা লও পড়ে। দিয়া পীরের হাতেতে হাত,
হয়ে যাওরে মন বায়াত,,, লইয়া আত্মসমর্পণ করে।
মরার আগাতে মরো,,,,ভবের মোহমায়া ছাড়ো,,।।
বিবেক চেতন করে আনো,,, বিবেক তোমার হইলে চেতন,
ধন্য হবে মানব জনম,, ঠেকানা ঐ পরপারে।
চেতন গুরুর সঙ্গ করো, দমের ঘরে তালা মারো,,,।।
দেহ চিত্ত মন শুদ্ধ করো আনো,,, গুরু চিনতে ভুল করিলে,
খাইবি ধরা, পড়বি মা-রা,, ঘুড়বি জন্মজন্মান্তরে।
পাইলে পীর গুরুর পরশ, হইয়া যাইবা মন তুমি সরস,,।।
আগে কামেল পরীর গুরু চিনো,,, কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী,
লওরে আত্মশুদ্ধ করি,,, নফছ রিপু মন দমনও করে।
পোস্ট তাং ১৮/০১/২০২৫ ইং
গান নং ৯৮০৬
আত্মতত্ত্ব বিষয় সত্য গান
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী
অয়স্কান্তের মতো টানছে ওরে, নফছ রিপু মন আমায়।।
ভেবে মরি কি যে করি, অন্ত আমায় সাঁট দিয়ে যায়।।
একদিন আমি ছিলাম না তো, আবার একদিন থাকবো না।
এই আসা যাওয়ার মাখখানেতে, থাকবে শুধু আমলনামা।।
ইল্লিন সিজ্জিনে আছে জমা।। মহান প্রভুরও কৃপায়।
ঠক প্রবঞ্চক ভন্ড কপট আমি, রইলাম যে কিতবের মতো।
সারাজীবন করলাম কর্ম আমি, ঐনা বিড়ালতপস্বীর মতো।।
তঞ্জকতা করলাম আমি অবিরত।। হীনস্বার্থের বাতুলতায়।
আরদালি গুলো আরশোলায় মতো, পিছে ঘুড়ছে জনম ভর।
উর্ণনাভের মতো স্বার্থেরও জাল, বিছিয়েছি দিন থেকে দিনান্তর।।
চিনি নাই কে আপন কে'বা পর।। হারাম হালাল ভুলে হায়।
সুদ ঘুষ হারাম সবি খাইছি, ধরছি সাধু মহতের ভাব।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ঠিক হয় নাই চরিত্র স্বভাব।।
আমি সারাজীবন খুঁজলাম যে লাভ।। স্বার্থপর এই দুনিয়ায়।
পোস্ট তাং ১৭/০১/২০২৫ ইং
গান নং ৯৮০৪
হুজুগ গুজব কালের কথনের গান
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী
ওরে,,,,
সত্য বললে চায়রে প্রমাণ, মিথ্যা গুজবে হয় খুশি।।
আমি সত্য বললেই পরে, আমারে যে করে দোষীরে,,,
আমারে যে করে দোষী।।
হুজুগ আর গুজবে ভাই, ভরেছে দেশ সংসার বিশ্ব।
নিয়তি তাই মুচকি হাসছে, দেখে শুনে এই দৃশ্যরে,,,
দেখে শুনে এই দৃশ্য।।
সব দেখি শয়তানের শিষ্য।। অসৎ কর্মেই রয় খুশি।
মিথ্যা গুজব বলার স্বাধীনতা আছে, সত্য বলার নাই।
রাস্ট্রযন্ত্রে মিথ্যায় সয়লাব, আমরা শুনে লজ্জা পাইরে,,,
আমরা শুনে লজ্জা পাই।।
ওদের লজ্জা শরম যে নাই।। ওরা যে সত্য বিনশী।
নীতি কথা ধর্মের কথা, বলছে ওরা আবার হরদম।
ভন্ড কপট ঠক প্রবঞ্চক, ওরা যে বড়ই নরাধমরে,,,
ওরা যে বড়ই নরাধম।।
পুরোদস্তুর কিতবের মতন।। ওরা যে বিড়ালতপস্বী।
নীতি আদর্শ ন্যায় সত্য, হইছে যে আজি নিরুদ্দেশ।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, নাই মনুষ্যত্ব মানবতার লেশরে,,,
নাই মনুষ্যত্ব মানবতার লেশ।।
তবুও ওরা আছে যে বেশ।। ঝাঁঝর কয় সুঁই দোষী।