ভীষণ ভীষণ ভাল লাগল এই ভিডিও। এমন অনেক কিছু এখানে তুলে ধরা হলো, সচরাচর touristরা যেগুলো miss করে যায়। খুব impressive মন্দিরের গায়ের সমস্ত কাজ। ব্যয়বহুল তো অবশ্যই, তার সাথে সাথে সমসাময়িক সবচেয়ে সেরা শিল্পীরাই যে এই মন্দিরের কাজ করেছেন, সেটাও obvious। চুনের মন্দিরটাই সেযুগে বোধহয় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। সামুদ্রিক চুন সম্ভবত সে সময়ে উড়িশ্যা থেকে আনতে হয়েছিল...in itself a mammoth task। তার পর মন্দির নির্মাণ সম্পূর্ণ হলে সেই সাদা চুন যে কত রঙ ধরত ভোরে, দুপুরে, সন্ধ্যায়, পূর্ণিমা রাতে...তাই ভাবছি। চারদিকে ঘন গাছ, তার মাঝে তিনটে টকটকে কমলা-লাল টেরাকোটা আর একটা ধবধবে সাদা চুনের মন্দির। Hats off to Rani Bhavani আর hats off to you যে বিস্মৃতির আড়ালে হারিয়ে যেতে থাকা এই অপরূপ সুন্দরতা তুই সকলের কাছে পৌঁছে দিলি। স্যার অসাধারণ সুন্দর বর্ণনা করেছেন। ওনাকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।🙏
অনেক ধন্যবাদ, আমাদের ঘরের কাছেই এত সুন্দর দর্শনীয় স্থান রয়েছে যা অবহেলিত, আমার শহরের এই সব অমূল্য সম্পদ সবার সাথে শেয়ার করার আনন্দই আমার অনুপ্রেরণা। আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো সাথে থাকুন আরো ব্লগের জন্য।
Khub valo..
সঙ্গে থাকুন ❤️❤️।
কি অপূর্ব!! মন্দিরের দেওয়ালের কারুকার্যগুলো সত্যিই খুব সুন্দর.. খুব ভালো লাগলো দেখে.. ❤
ঘুরে এসো একবার❤️
Bhalo hoyeche
❤️😀❤️😀❤️😀❤️
ভীষণ ভীষণ ভাল লাগল এই ভিডিও। এমন অনেক কিছু এখানে তুলে ধরা হলো, সচরাচর touristরা যেগুলো miss করে যায়। খুব impressive মন্দিরের গায়ের সমস্ত কাজ। ব্যয়বহুল তো অবশ্যই, তার সাথে সাথে সমসাময়িক সবচেয়ে সেরা শিল্পীরাই যে এই মন্দিরের কাজ করেছেন, সেটাও obvious। চুনের মন্দিরটাই সেযুগে বোধহয় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। সামুদ্রিক চুন সম্ভবত সে সময়ে উড়িশ্যা থেকে আনতে হয়েছিল...in itself a mammoth task। তার পর মন্দির নির্মাণ সম্পূর্ণ হলে সেই সাদা চুন যে কত রঙ ধরত ভোরে, দুপুরে, সন্ধ্যায়, পূর্ণিমা রাতে...তাই ভাবছি। চারদিকে ঘন গাছ, তার মাঝে তিনটে টকটকে কমলা-লাল টেরাকোটা আর একটা ধবধবে সাদা চুনের মন্দির। Hats off to Rani Bhavani আর hats off to you যে বিস্মৃতির আড়ালে হারিয়ে যেতে থাকা এই অপরূপ সুন্দরতা তুই সকলের কাছে পৌঁছে দিলি। স্যার অসাধারণ সুন্দর বর্ণনা করেছেন। ওনাকেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।🙏
আপনি এতো খুঁটিয়ে দেখেছেন এবং কল্পনায় এঁকেছেন এক সুন্দর দৃশ্য এতেই আমার এই vlog er সার্থকতা🙏🙏। সঙ্গে থাকুন, আরো নতুন vlog আসতে চলেছে❤️❤️।
Fantastic
🙏🙏🙏🙏 তোমাকে বিশেষ ধন্যবাদ
Nice to see this historical place and it's history 👌
Thank you for staying with BBF❤️❤️
Osadharan....jata dekhchi tato mughdha hochhi...tabe aro chalte parto....khub brief mone holo...Baronagare jaoa hoi ni...nischoi jabo...apnake onek onek thanks
অনেক ধন্যবাদ, আমাদের ঘরের কাছেই এত সুন্দর দর্শনীয় স্থান রয়েছে যা অবহেলিত, আমার শহরের এই সব অমূল্য সম্পদ সবার সাথে শেয়ার করার আনন্দই আমার অনুপ্রেরণা। আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো সাথে থাকুন আরো ব্লগের জন্য।
বাংলার ইতিহাস গবেষক দেবাশিস বাবুকে ধন্যবাদ। বাংলা ও বাঙালির ইতিহাস তুলে ধরেছেন তিনি।
স্থাপত্যের নিদর্শন।
God is cruel .
🙏🙏🙏 সঙ্গে থাকুন আরো নতুন নতুন বিষয় নিয়ে vlog দেখার জন্যে।