মুসলিম হয়েও মন্দির দেখাশোনা করেন || সর্বধর্মসমন্বয়ের বার্তা || India's Best Village Kiriteshwari

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2024
  • 2023 সালের সেপ্টেম্বরে ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কিরীটেশ্বরীকে 'ভারতের সেরা পর্যটন গ্রাম 2023' হিসাবে ঘোষণা করেছে। গ্রামীণ ভারতে ঐতিহ্য ও সাংস্কৃতিক পর্যটনের প্রচারের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। 2023 সালে, 31টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট 795টি গ্রাম প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কিরীটেশ্বরী বিজয়ী হন।
    এই গ্রামে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ একত্রে একসঙ্গে বসবাস করেন। তাদের ধর্ম আলাদা আলাদা হলেও তাদের কর্ম এক। প্রত্যেকেই খুব সুন্দর ভাবে মিলেমিশে একে অপরের সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে বসবাস করেন এই গ্রামে। সেদিক থেকে এই গ্রাম ধর্মীয় সম্প্রীতির বার্তা দেয়।
    এই গ্রামের আর একটা ঐতিহ্যপূর্ণ বিষয় হচ্ছে এখানকার মাটির দোতলা বাড়ি। এই গ্রামে আগে প্রায় সকলেরই মাটির দোতালে বাড়ি ছিল। কিন্তু মাটির বাড়িগুলি ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণে যাদের ধ্বংস হয়েছে তারা আর মাটির বাড়ি প্রস্তুত করেনি তারা দালান বাড়ি করে নিয়েছে। তবে এখনো বেশ কিছু মাটির বাড়ি লক্ষ্য করা যায়।
    এই ভিডিওর মাধ্যমে এই ৫১ সতী পিঠের মধ্যে এক সতীপিঠের ইতিহাস এবং ঐতিহ্য এবং গ্রামের মানুষের সমস্ত বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি। দেখতে থাকুন আশা করি ভালো লাগবে।
    #kiriteshwari
    #kiriteswari
    #kiritkona
    #murshidabad
    #murshidabadtour
    #village
    #bestvillage
    #villagelife
    #travel
    #travelwithrajesh
    In September 2023, the Union Ministry of Tourism of India announced Kiriteshwari as 'Best Tourist Village of India 2023'. The competition was held to promote heritage and cultural tourism in rural India. In 2023, a total of 795 villages across 31 states and union territories participated in the competition. Kiriteswari was victorious.
    People of different religions live together in this village. Although their religion is different, their actions are the same. Everyone lives in this village very nicely together with mutual cooperation. From that point of view, this village gives the message of religious harmony.
    Another traditional feature of this village is the two-storied mud houses here. Earlier in this village almost everyone had mud huts. But because the mud houses were destroyed, those who were destroyed no longer prepared mud houses but built houses. However, several mud houses can still be seen.
    Through this video I have tried to highlight the history and traditions of one of these 51 Sati Piths and all the issues of the people of the village. Keep watching hope you like it.

КОМЕНТАРІ • 33

  • @indranissimplelifestyle4097
    @indranissimplelifestyle4097 7 місяців тому +3

    খুব সুন্দর উপস্থাপনা, অনেক তথ্য জানতে পারলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  7 місяців тому +2

      আপনাকে অনেক ধন্যবাদ জানাই। 🙏🪷

  • @jagatkumardatta1972
    @jagatkumardatta1972 7 місяців тому +4

    জয় মা ভবানী জয় মা জয় মা কিরীটেশ্বরী। মা ভালো থেকো ভালো রেখো তুমি। খুব ভালো লাগলো এইসব জায়গা দেখানোর জন্য ধন্যবাদ রইল।

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  7 місяців тому +1

      ভালো থাকুন। দেখতে থাকুন। 🙏🪷

  • @dipdebnath2754
    @dipdebnath2754 7 місяців тому +4

    রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।রাজেশ।বাবা তোমার ভিডিওর।মাধ্যমে যে গ্রাম টি তুমি দে খা লে ও যেসব তথ্য জানলাম তার।জন্য তোমাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। তুমি আমার সন্তানতুল্য।আমার এখন সব জায়গা যাবার মতো শারীরিক অবস্থা নেই। তাই তোমাদের মাধ্যমে দেখতে পাচ্ছি।এটাই অনেক।।রানি ভবানীর তৈরি এই মন্দির সমন্ধে নানা তথ্য জানলাম।খুব ভালো লাগলো। তুমি আমার অনেক আশীর্বাদ নিও। ভালো থেকো ।আরও নুতন নুতন ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।👌👌👌👌☘️🌷☘️❣️❣️😳😳😆😄👍👍

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  7 місяців тому +1

      আপনি আমার প্রণাম নেবেন। দেখতে থাকুন ভালো লাগবে। 🙏🪷

  • @sandipbhattacharjee8680
    @sandipbhattacharjee8680 7 місяців тому +2

    Khub valo lglo onk dhonnobad apnake 🙏

  • @kajalsarkar5162
    @kajalsarkar5162 7 місяців тому +3

    রাজেশ বাবা এতো সুন্দর একটা দর্শনীয় স্থান উপহার দিলে অনেক খুশি হলাম।তুমি সন্তান তাই ধন্যবাদ না দিয়ে আশীর্বাদ করলাম বাবা।এইভাবে মায়েদের জন্য নুতন নুতন কিছু উপহার দিও।আমরা তো গিয়ে দেখতে পারব না বাবা।তুমি আমাদের এইভাবে দেখিও।আর যা করবে সাবধানে করবে কেমন? আমার অনেক আশীর্বাদ রইলো ভালো থেকো সুস্থ থেকো বাবা।

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  7 місяців тому +1

      আপনি আমার প্রণাম নেবেন। 🙏🪷

  • @user-sg9fk2jc1v
    @user-sg9fk2jc1v 7 місяців тому +2

    Osadharon

  • @suchetachatterjee705
    @suchetachatterjee705 7 місяців тому +1

    Khub valo laglo, bhai apnar vlog, apnar somostho vlogguloi ami niomito dekhi, osadharon lage, r ekta kohta boli apni bibhum er garme jete paren sekhane er thekeo sundor mitir dotola bari dekhe paben r jothesto valo condition e achhe. 🙏

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  7 місяців тому +1

      গরম একটু কমলে যাব। আপনাকে ধন্যবাদ জানাই।🙏🪷

  • @gautammandal4703
    @gautammandal4703 7 місяців тому +2

    এই kiritkona গ্রামটি আমি দুই বার পরিভ্রমণ করেছি।

  • @ichhesafar
    @ichhesafar 7 місяців тому +2

    Nice video dada

  • @user-sg9fk2jc1v
    @user-sg9fk2jc1v 7 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @DilipM-im4zl
    @DilipM-im4zl 7 місяців тому +1

    Khub ..valo lag🪵😢😮😮😮😮🌿🌸o 😢😮

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  7 місяців тому +1

      অসংখ্য ধন্যবাদ রইল 🙏🪷

  • @souvikmallik8015
    @souvikmallik8015 7 місяців тому +3

    Tumi amar bari aso ...tomake matir 2tala barir 2talai Hotel er anondo debo

    • @souvikmallik8015
      @souvikmallik8015 7 місяців тому +1

      Biswas na hole photo dite pari

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  7 місяців тому +1

      আপনার বাড়ি কোথায়? যোগাযোগ নম্বর দেবেন।🪷

  • @joykumarmanna
    @joykumarmanna 7 місяців тому +1

    তুমি তো সব বলো কিন্তু ডাইরেকশন টা ঠিকমতো দিচ্ছ না

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  7 місяців тому

      ঠিকঠাক ডাইরেকশন দেয়া আছে।

  • @syedmasroor3924
    @syedmasroor3924 7 місяців тому +2

    Rajesh you were talking of adorsho gram where hindu, Muslim and Christian co-exist for which it was awarded. But in reality you showed the hindu temples only. A very biased reporting.

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  7 місяців тому +2

      এই গ্রামে একটি হিন্দু মন্দির রয়েছে যেটি ৫১ সতী পিঠের মধ্যে একটি। এই গ্রামের সাথেই জড়িয়ে রয়েছে ইতিহাস দর্শন সমস্ত কিছুই। এই মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন জাতি এবং ধর্মের মানুষ একত্রে বসবাস করেন। 🙏

  • @samparoy5240
    @samparoy5240 7 місяців тому +2

    ভাই সবই ভালো লাগলো, শুধু তোমার আচরণে পরিবর্তন আনা খুব দরকার, বাইরের জুতো পরে কারো বাড়ীর ভিতরে প্রবেশ করাটা কি উচিৎ??? আশা করি তুমি একজন শিক্ষিত? তোমার কারণে বাড়ীর হাইজেনিক নষ্ট হচ্ছে,বাড়ী, বাড়িই হয়, তা সে পাকা হোক বা মাটির,তাই না???

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  7 місяців тому +2

      আপনি ঠিক বলেছেন। আসলে ওনারাও বাড়ির মধ্যে জুতো ব্যবহার করেন। সেইজন্যই আমাকে জুতো পরে ঢুকতে বলেছেন।🙏🪷

    • @samparoy5240
      @samparoy5240 7 місяців тому +2

      এগিয়ে যাও 👍👍👍👍👍👍👍

    • @ind4625
      @ind4625 6 місяців тому +1

      ​@@travelwithrajesh5605 দাদা ওনারা বললেও জুতো জোড়া বাইরে খুলে বাড়ির ভিতরে প্রবেশ করবে অনুরোধ করছি

    • @travelwithrajesh5605
      @travelwithrajesh5605  6 місяців тому

      অবশ্যই এটাই করব পরেরবার থেকে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। 🙏🪷