বাকীদের মত আমি কল্পনা করতে চাই না যে কেমন হতো যদি মিজান ভাই অথবা সঞ্জয় ভাই গাইতো। I'm just speechless by Palash bhai's voice. এবং শেষের টানটাতে যে মায়া দিয়ে গেছে, আমি কল্পনা করতে পারি না যে আর কেউ এমন মায়া দিয়ে গাইবে। Hats off Polash bhai. Warfaze Forever. 🙏🤘
ধন্যবাদ ওয়ারফেজ কে এই রকম একটা সুন্দর গান উপহার দেওয়ার জন্য ভালোবাসা অবিরাম । স্মৃতি রেখে গেলাম, যেন যে কেউ এই কমেন্ট এ লাইক দিবে এসে যেন গানটা প্রতিবার শোনা হয় ❤️
বন্ধু পল্লব প্রথম শুনিয়েছিলো এই গানটি। মিজান ভাই এর কণ্ঠের মাধুর্যতায়, ওয়ার্ফেজ কে প্রথম চেনা হয়েছিলো এই গান এর মাধ্যমেই। ধন্যবাদ প্রিয় বন্ধু "পল্লব"। ❤ এতো মায়াময় একটা ব্যান্ড এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য!
Warfaze is probably the only music band in Bangladesh whose vocalists are all legends and each vocalist has taken himself to the list of greats.Each of Warfaze's songs captivates their audience as well as each of their vocalists captures the hearts of every fan.
But thing is, these are all old songs. Warfaze really hasn't done much with their post-Shotto lineup, apart from making re-mixes of their old tracks. Hoping to see some new work.
Warfaze মানে নতুনত্ব বেশ কয়েকটি প্ৰজন্ম পেরিয়ে গেলো। সবই পুরাতন হচ্ছে মানুষ বুড়ো হচ্ছে কিন্তু একটা জিনিস দিন দিন আরো যুবকের মতো তাজা হচ্ছে সেটি আমাদের এই প্রানের ওয়ারফেইজ'
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
পরিবারের সমস্যা, ক্যারিয়ার নিয়ে চিন্তা, প্রিয় মানুষের অবহেলা এত কষ্ট থাকার পর ও এই গানটা শুনতে আসছি। কারন এইটা গান না এইটা আমাদের মতো মানসিক অবসাদে থাকা মানুষের পেইনকিলার 🖤
জেনে নিও, পৃথিবীর সবকিছু মায়া ছড়িয়ে তোমাকে ধোঁকা দিবে, সেই তালিকায় ১নং হলো নারী। তাই শিশুর মতো সরল মন নিয়ে নিঃস্বার্থ ভালোবাসা দিও, কিছু পাবার উদ্দেশ্যে নয়, কারণ এখন থেকে তুমি জানো সবই তোমাকে ধোঁকা দিবে।
4:04 আসলেই প্রাণ টা বৃথা! নিজের প্রাণ অন্য একটা সুস্থ মস্তিষ্কের মানুষের জন্যে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যায়! যেই প্রাণ নিজের জন্যে ভাবে না অন্যের জন্যে ভাবতে ভাবতে প্রাণটা বিকলাঙ্গ হয়ে যায়.....🥺🌸 Obviously সেই প্রাণ টা বৃথা😅💔
কেউ কারও জায়গা নিতে পারেনা মিজান ভাইয়ের একরকম টেস্ট, সঞ্জয় ভাইয়ের আরেকরকম টেস্ট, পলাশের আরেকরকম টেস্ট, একই গান একেকজনের গলায় একেকরকম অনুভূতি! হ্যা তবে অসাধারণ!
ওয়ারফেজ এর জন্য পারফেক্ট ডিসিশন ছিল এটি যে পলাশ ভাই এর মত একজন গুনি শিল্পীকে সিলেকশন করা। উনিই ওয়ারফেজ এর একচুয়াল genre বুঝেছেন। ওয়ারফেজ এর জন্য ভালোবাসা অবিরাম ছিল আছে এবং থাকবে।
পলাশ নুর ভাই দিন দিন নিজেকে প্রমাণ করে যাচ্ছেন যে তিনিও লেজেন্ড দের থেকে কোনো অংশে কম নন আর টিপু ভাই,কামাল ভাই তাদের কথা কি আর বলবো তারা তো জন্মগত লেজেন্ড।তাদের জন্যই তো ওয়ারফেযকে এতো ভালোবাসা #ForeverWithWARFAZE💫
আলো শুনতে শুনতে সকল আলো প্রেমিদের জীবনে নেমে আসুক পরম শান্তি আর আলোয় ভরা এক রঙিন ভবিষ্যৎ। যে ভবিষ্যতে নেই রক্ত চোষা রুক্ষ হায়েনা যেখানে রংধনুরা সব স্বাধীন।
এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে এই গান গুলি। আমার কৈশোর কেটেছে ওয়ারফেজ শুনে ,তবে মিজান ভাই ও সঞ্জয় ভাই কে খুব মিস করি😰। ধন্যবাদ পলাশ ভাই আপনার প্রচেষ্টার জন্য।❤
That was just mind blowing! Never thought anyone other than Mizan bhai himself could pull the song off like this, and Palash bhai did real justice to the original in this remake. Pothochola 2 is going to be a blast for sure.
Keep singing polash vai keep uploading Stay with warfaze forever ❤ and us I have huge respect for all Warfaze Ex members I know them all I follow them all they are Absolutely genius Warfaze thanks for your service I’m 23 years old still I listen to every old versions sunjay,balam,babna,mizan,polash doesn’t matter They are all unique I love each and every one of their vocals No matter which version is it 🖤
ami jani,ganta abaro itihas gorbe!! amra ai gen eita gorom gorom pacchi. next gen er jonno comment ta rekhe gelam! choto bhaiyera,congrats! you got a wonderful choice!
To me, the intro solo of Alo is one of the best guitar solos Bangladesh ever produced. However, in their remake the keyboard notes and improvisations were flawless. Polash has improved and surely Warfaze will be a quality moving forward :)
মিজান ভাইয়ের'টা আমারা অনেক আগে থেকে শুনতেছি। যার কারনে আমাদের অনেকের এই ভার্সন'টি একটু আলাদা লাগতেছে। এখানে আমার একটা কথা, এখন নতুন প্রজন্ম এই গান শুনবে। তারা আলাদা ভাবে গান'টাকে উপভোগ করবে। একটা কথা সবার মনে রাখা উচিত - মিজান ভাই যে ভাবে গান'টি গেয়েছে পলাশ ভাই এই ভাবে গাইতে পারবেনা এটা ঠিক, অপরদিকে পলাশ ভাই যেভাবে গেয়েছে মিজান ভাই এইভাবে গাইতে পারবেনা এটাও ঠিক। পলাশ ভাই ভালো গেয়েছে। আমারা সবাই Warfaze এর সাথে আছি। Warfaze Forever 🖤
পলাশ ভাই নিজেকে আস্তেধীরে বাবনা ভাই, সাঞ্জায় ভাই কিংবা মিজান ভাইদের সেই লীগ অফ লিজেন্ডসে নিয়ে যাচ্ছেন। তাদের সবারই আলাদা একটা ট্রেডমার্ক ছিল সব গানে। কাছাকাছি, কিন্তু আলাদা। পলাশ ভাই নিজের ট্রেডমার্কটাও সেট করছেন প্রতিনিয়ত। এই আলো গানটার কথা ধরি। মিজান ভাই গানটায় যে শেপ দিয়েছিলেন, সেখানে একটু এদিক সেদিক হলে খুব বিরক্ত হওয়ার কথা আমার। কারণ এই গানের সাথে আমার বিশ্ববিদ্যালয় জীবনের হলের রুমের স্মৃতি জড়িত। শতকোটিবার এই গান বেজেছে আমার রুমে। কতশত ভোর যে পার করেছি এই গান শুনে তা অগণিত। সেই গান পলাশ ভাইয়ের গলায় শুনে আমি সেই তিতুমীর হলের ৩০০১ এ ফিরে গিয়েছি। কিন্তু যেটা পলাশ ভাইকে মিজান ভাই থেকে আলাদা করেছে তা উনার ইম্প্রোভাইজেশন। শেষের দিকের ঐ হাই পিচগুলা মনে হচ্ছিল একদম বুকে গিয়ে বিঁধেছে। ধন্যবাদ পলাশ ভাই। আর বাকিদের কথা কি বলবো। টিপু ভাই, কমল ভাই, নাইমুর ভাই, হাফিজ ভাই কিংবা সৌমেন দা, আপনাদের নিয়ে লিখতে গেলে কালি ফুরিয়ে যাবে। মহারথীদের মহাযাত্রায় যে শামিল হতে পেরেছি সেটাই বা কম কি। আমার চাচা দেখতাম ওয়ারফেজ শুনতো, ভবিষ্যতে আমার ভাতিজাও শুনবে শিওর। কারণ ওয়ারফেজের মতো এভারগ্রীন ব্যান্ড আর একটাও নাই। 🤘🙏🤘
Ah man what a time time to get Alo remake :'). First time listened to Alo when I was a school going student. Now listening to Alo remake being a working man :') ওয়ারফেজ মানেই আবেগ
For us we got Ekti Chela/Boshae achi/even Obak bhalobasha when we were in school, then got Aalo versions when we were in University and Pothchola when we were working me and now getting a, kind of 3rd rendition, when we are mid age with our kids same age as when we first started listening to Warfaze.
বেশ কয়েকটি প্রজন্ম পেরিয়ে গেলো।
সবই পুরাতন হচ্ছে মানুষ বুড়ো হচ্ছে
কিন্তু একটা জিনিস দিন দিন আরো যুবকের মতো তাজা হচ্ছে সেটি আমাদের এই প্রানের ওয়ারফেজ ❤
বাকীদের মত আমি কল্পনা করতে চাই না যে কেমন হতো যদি মিজান ভাই অথবা সঞ্জয় ভাই গাইতো। I'm just speechless by Palash bhai's voice. এবং শেষের টানটাতে যে মায়া দিয়ে গেছে, আমি কল্পনা করতে পারি না যে আর কেউ এমন মায়া দিয়ে গাইবে। Hats off Polash bhai. Warfaze Forever. 🙏🤘
Miraz mani miraz
@@PandaRises0hhh .Queen😂
@@PandaRisesআপনি হয়তো জানেন না ঐটা মিজানের গলা
@@PandaRisesoita mizan bhai er gola !
Polash bhai ei generation er new king❤️
কন্ঠের পরিবর্তন, কিন্তু ফিলটা সেইম 💙
গুড জব পলাশ ভাই 🎉
ধন্যবাদ ওয়ারফেজ কে এই রকম একটা সুন্দর গান উপহার দেওয়ার জন্য ভালোবাসা অবিরাম । স্মৃতি রেখে গেলাম, যেন যে কেউ এই কমেন্ট এ লাইক দিবে এসে যেন গানটা প্রতিবার শোনা হয় ❤️
বন্ধু পল্লব প্রথম শুনিয়েছিলো এই গানটি। মিজান ভাই এর কণ্ঠের মাধুর্যতায়, ওয়ার্ফেজ কে প্রথম চেনা হয়েছিলো এই গান এর মাধ্যমেই।
ধন্যবাদ প্রিয় বন্ধু "পল্লব"। ❤
এতো মায়াময় একটা ব্যান্ড এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য!
Warfaze is probably the only music band in Bangladesh whose vocalists are all legends and each vocalist has taken himself to the list of greats.Each of Warfaze's songs captivates their audience as well as each of their vocalists captures the hearts of every fan.
Matter of warfaze ❤
❤️❤️❤️
It's not true.reasons of experience.mizan & balam is more then better from any vocalists.
But thing is, these are all old songs. Warfaze really hasn't done much with their post-Shotto lineup, apart from making re-mixes of their old tracks. Hoping to see some new work.
@@anotheronebitesthedust-k7s The band music industry kinda stalled since Shotto due to the internet.
কমল ভাই যেন ২০০০ এর মতোই অনবদ্য 😇! এতো বছর পরেও ওয়ারফেজ আগের মতোই সজীব, প্রাঞ্জল। ভোকাল, কীবোর্ড সবমিলিয়ে চমৎকার রিমেক 🙂।
Warfaze মানে নতুনত্ব বেশ কয়েকটি প্ৰজন্ম পেরিয়ে গেলো। সবই পুরাতন হচ্ছে মানুষ বুড়ো হচ্ছে কিন্তু একটা জিনিস দিন দিন আরো যুবকের মতো তাজা হচ্ছে সেটি আমাদের এই প্রানের ওয়ারফেইজ'
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
Amake suggest korse bhai Ami first time shunlam
এসব গান পছন্দ করা মানে লাইফটাইম এচিভমেন্ট
Warfare মানে নতুনত্ব 🖤
ভালোবাসা রইল মহান শিল্পীদের প্রতি❤
গানটা রিলিজ হওয়ার পর ৫০ বারের ও বেশি শুনে ফেলছি তবু ও মন ভরে না।অদ্ভুত মায়া কাজ করে এই গানটায়।ওয়ারফেজ বলে কথা মায়া তো কাজ করবেই ❤️🥰
Gan shonar maddhome ekta somoy ke shunte cheyechen mone hoy…hay shei dingula
পলাশ ভাই,তোমার উন্নতি চোখে পড়ার মতো।ওয়ারফেইজ ফরেভার।
Moner modde jolte thaka kosto vula jayar koto akta song. I love you Warfez ❤
Each vocal have their own uniqueness and legacy, which is very rare for any band
বার বারের মতো এই এবারও হতাশ করলো নাহ! বেস্ট ছিল ❤
মায়াবাদী নই আমি এ ধরায়।।
Pure Love Warfaze❤❤❤
ওয়ারফেজ মানেই আবেগ, ভালোবাসা, অন্য রকম এক অনুভূতি। আর পলাশ ভাই তুমি অসাধারণ গেয়েছো ❤
"রূপকথা" যদি "পূর্ণতা"😊পেতো তাহলে "যত দূরেই" থাকতে "তোমাকে"😔মনে পড়তো। "অসামাজিক" "একটি ছেলে"আমি, "মহরাজের"😎 মত "বসে আছি একা", তীব্র "হতাশার"😌পরেও"😢হারিয়ে তোমাকে😢"পাওয়ার🤗"আশা" নিয়ে তোমার "প্রতিক্ষায়"🥺 আছি, হয়তো এটাই "অবাক ভালোবাসা"💝
Mind blowing Mejbahuddin.
❤❤
কি লিখলেন ভাই। স্তব্ধ হয়ে গেলাম। কপি করলাম।।
Wow❤
❤❤❤
আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়। ❤
Take love Warfaze. 💚
আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায় 😞💚আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায় 😞💚
লাস্ট পার্ট এ সব ই আছে মায়ায় যেই হাই পিচ এ টান মারে ভাই কলিজা ধরে যায়😮❤
নতুন রুপে আলো। ধন্যবাদ warfaze.
আর পলাশ ভাই তো মারাত্মক।
😂
😂
পরিবারের সমস্যা, ক্যারিয়ার নিয়ে চিন্তা, প্রিয় মানুষের অবহেলা এত কষ্ট থাকার পর ও এই গানটা শুনতে আসছি। কারন এইটা গান না এইটা আমাদের মতো মানসিক অবসাদে থাকা মানুষের পেইনকিলার 🖤
Same💔🖤
জেনে নিও, পৃথিবীর সবকিছু মায়া ছড়িয়ে তোমাকে ধোঁকা দিবে, সেই তালিকায় ১নং হলো নারী। তাই শিশুর মতো সরল মন নিয়ে নিঃস্বার্থ ভালোবাসা দিও, কিছু পাবার উদ্দেশ্যে নয়, কারণ এখন থেকে তুমি জানো সবই তোমাকে ধোঁকা দিবে।
Thanks for uploading Polash is a great singer But still miss mizan vai 😢 that was the best version
Hats off Polash!!! Nothing is missing anymore....thank you very much.
কি সৌভাগ্য, আলো এলবাম প্রথম যেদিন বের হয়, সেদিনই শুনার সৌভাগ্য হয়েছিল, আজ আবার যখন রি-রেকর্ডেড ভার্সন রিলিজ পেল, প্রথম দিনই শুনলাম। ওয়্যারফেজ রকস
4:04 আসলেই প্রাণ টা বৃথা! নিজের প্রাণ অন্য একটা সুস্থ মস্তিষ্কের মানুষের জন্যে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যায়! যেই প্রাণ নিজের জন্যে ভাবে না অন্যের জন্যে ভাবতে ভাবতে প্রাণটা বিকলাঙ্গ হয়ে যায়.....🥺🌸 Obviously সেই প্রাণ টা বৃথা😅💔
কেউ কারও জায়গা নিতে পারেনা মিজান ভাইয়ের একরকম টেস্ট, সঞ্জয় ভাইয়ের আরেকরকম টেস্ট, পলাশের আরেকরকম টেস্ট, একই গান একেকজনের গলায় একেকরকম অনুভূতি! হ্যা তবে অসাধারণ!
সকালের আলো গায়ে লাগছে আর ভাবছি গানের কথাগুলো সবার জীবনের সাথেই মানানসই। Great accomplishment
কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টিবিভ্রম কল্পনাপ্রসূত
Warefaze forever ❤❤
ওয়ারফেজ এর জন্য পারফেক্ট ডিসিশন ছিল এটি যে পলাশ ভাই এর মত একজন গুনি শিল্পীকে সিলেকশন করা। উনিই ওয়ারফেজ এর একচুয়াল genre বুঝেছেন। ওয়ারফেজ এর জন্য ভালোবাসা অবিরাম ছিল আছে এবং থাকবে।
পলাশ অসাধারণ কন্ঠের গায়ক।চমৎকার দক্ষ গায়ক।
এক বুক আশা নিয়ে বসে ছিলাম আলো গান শুনবো বলে ❤❤❤ warfaze forever
পলাশ নুর ভাই দিন দিন নিজেকে প্রমাণ করে যাচ্ছেন যে তিনিও লেজেন্ড দের থেকে কোনো অংশে কম নন
আর টিপু ভাই,কামাল ভাই তাদের কথা কি আর বলবো তারা তো জন্মগত লেজেন্ড।তাদের জন্যই তো ওয়ারফেযকে এতো ভালোবাসা
#ForeverWithWARFAZE💫
আহা আমাদের বাংলাদেশের Warfaze ❤️
এসব গান অসুস্থ পরিবেশের মানুষ হজম করতে পারবে না।🙂আজীবন প্রজন্মের পর প্রজন্ম এসব গান শুনতে থাকুক😌🖤
Ufffff... Sei purano warfaze vibe🔥🔥🔥🔥
Kichu khon er jonno haraiye gelam.. Old life e..🖤
ওয়ারফেজ, তোমার প্রতি আমাদের ভালোবাসা সীমাহীন 🌼🌼
ভালোবাসার টানেই আমরা আলো হয়ে মিশে যাই ওয়ারফেজে❤❤
pura mizan vai ....
ami etodin dhoira vabtam mizan vai i geye geche...ajke description dekhar pore dekhi polash vai.....good job polash vai
Warfaze এর গান এ যেনো এক অন্যতম শান্তি 🌸
শুভ কামনা Warfaze🖤
Even after 22 years,,, the solos still give the same goosebumps... hail kamal vai.. and samir hafiz take love !! ❤
Never had doubt on polash bhai, followed him since the drockstars days . I’m a huge fan 🥰 amazing remake
আলো শুনতে শুনতে
সকল আলো প্রেমিদের জীবনে
নেমে আসুক পরম শান্তি
আর আলোয় ভরা এক রঙিন ভবিষ্যৎ।
যে ভবিষ্যতে নেই রক্ত চোষা রুক্ষ হায়েনা
যেখানে রংধনুরা সব স্বাধীন।
The intro solo
The Lyrics
Whole song is a Masterpiece
That will slowly engross you whidout eveng letting u know
আহা Warfaze 🔥
Another Masterpiece
নিসন্দেহে মাস্টারপিস হবে🖤
ওয়ারফেজ মানেই অন্যরকম।🤘😍
Warfaze এর Fan হওয়ার পর,,,, প্রথম কোনো রিলিজ হওয়া গান পাবো❤।আশা করি পরবর্তীতে,,,, খুব শীঘ্রই গান রিলিজ করবে 💓🤟
ওয়ারফেজ এর সকল প্রজন্ম এক সুতোয় গাথা পলাশ এর গলায়। অনবদ্য পলাশ, চিরসবুজ ওয়ারফেজ ❤❤
এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে এই গান গুলি। আমার কৈশোর কেটেছে ওয়ারফেজ শুনে ,তবে মিজান ভাই ও সঞ্জয় ভাই কে খুব মিস করি😰। ধন্যবাদ পলাশ ভাই আপনার প্রচেষ্টার জন্য।❤
That was just mind blowing! Never thought anyone other than Mizan bhai himself could pull the song off like this, and Palash bhai did real justice to the original in this remake. Pothochola 2 is going to be a blast for sure.
কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
Warfaze 🤘🏿🖤
Keep singing polash vai keep uploading
Stay with warfaze forever ❤ and us
I have huge respect for all Warfaze Ex members I know them all I follow them all they are Absolutely genius
Warfaze thanks for your service I’m 23 years old still I listen to every old versions sunjay,balam,babna,mizan,polash doesn’t matter They are all unique I love each and every one of their vocals
No matter which version is it 🖤
warfaze মানেই নতুন কিছু !
ভালোবাসা অবিরাম প্রিয় ব্যান্ড warfaze 🖤🖤
What a blessing gift today! woOW!🌻
সবই আছে মায়ায়,
মায়াবাদী নই আমি এ ধরায়।
says it all ❤️🔥
অপেক্ষা করতেছি শুনবো বলে, এ যেন এক মানুষিক শান্তির নাম ভালোবাসা অবিরাম ❤🩹❤🩹❤🩹❤
This song instigates the latent hope i am left with and lifts up my spirit and soul.
Hail warfaze.
যতোবার শুনি ততোবারই ভালো লাগে
মন ভরে না এতোটা বার সোনার পরেও।
লাভ ইউ ওয়ারফেজ ব্যান্ড❤❤
প্রিয় ওয়ারফেজ! তোমাদের গিটারের তারে আমাদের না পাওয়া আবেগ মিশে আছে। আমাদের জন্য গাওয়া গানের জন্য চির কৃতজ্ঞ থাকবো 🖤
WARFAZE মানেই ভালোবাসা.....🖤
WARFAZE মানেই নতুনত্ব 👌
ami jani,ganta abaro itihas gorbe!!
amra ai gen eita gorom gorom pacchi. next gen er jonno comment ta rekhe gelam!
choto bhaiyera,congrats! you got a wonderful choice!
To me, the intro solo of Alo is one of the best guitar solos Bangladesh ever produced. However, in their remake the keyboard notes and improvisations were flawless. Polash has improved and surely Warfaze will be a quality moving forward :)
I would say both intro and outros. Not to mention the key soli in the middle is my top key solo ever in the history.
Warfaze মানেই ভালোবাসা 😌❤️🩹
Warfaze শুধু একটা নাম না , warfaze একটা আবেগ, ভালোবাসা 🤟🖤❤
ওয়ারফেজ শুধুই একটি ব্যান্ড নয়, আমাদের আবেগ...! আমার মানসিক প্রশান্তি মিলে..! লাভ ইউ ব্রাদার
মিজান ভাইয়ের'টা আমারা অনেক আগে থেকে শুনতেছি। যার কারনে আমাদের অনেকের এই ভার্সন'টি একটু আলাদা লাগতেছে। এখানে আমার একটা কথা, এখন নতুন প্রজন্ম এই গান শুনবে। তারা আলাদা ভাবে গান'টাকে উপভোগ করবে।
একটা কথা সবার মনে রাখা উচিত - মিজান ভাই যে ভাবে গান'টি গেয়েছে পলাশ ভাই এই ভাবে গাইতে পারবেনা এটা ঠিক, অপরদিকে পলাশ ভাই যেভাবে গেয়েছে মিজান ভাই এইভাবে গাইতে পারবেনা এটাও ঠিক।
পলাশ ভাই ভালো গেয়েছে।
আমারা সবাই Warfaze এর সাথে আছি। Warfaze Forever 🖤
Memories with Warfaze are always awesome! 🖤❤
সময় বদলাক🖤
Warfaze এর নিত্য নতুন আবেগ যেনো আমাদের মাঝে না বদলায়💙👀
এক সংগ্রামী ব্যান্ড ওয়ারফেজ🥰
ভাঙ্গন এসেছে বারবার তবুও ভেঙ্গে পরে নি।
Love u warfare always as like ago❤❤
আমার ভালোবাসা যার জন্য, এই গান সে যদি শুনে তাহলেও বুঝতে পারতো তার আলোটা আমার কতোটা দরকার ছিলো৷ 🌻🧡
Warfaze মানেই আঁধার থেকে বেড়িয়ে এসে আলোর দিকে ধাবিত হওয়া।
পলাশ ভাই নিজেকে আস্তেধীরে বাবনা ভাই, সাঞ্জায় ভাই কিংবা মিজান ভাইদের সেই লীগ অফ লিজেন্ডসে নিয়ে যাচ্ছেন। তাদের সবারই আলাদা একটা ট্রেডমার্ক ছিল সব গানে। কাছাকাছি, কিন্তু আলাদা। পলাশ ভাই নিজের ট্রেডমার্কটাও সেট করছেন প্রতিনিয়ত।
এই আলো গানটার কথা ধরি। মিজান ভাই গানটায় যে শেপ দিয়েছিলেন, সেখানে একটু এদিক সেদিক হলে খুব বিরক্ত হওয়ার কথা আমার। কারণ এই গানের সাথে আমার বিশ্ববিদ্যালয় জীবনের হলের রুমের স্মৃতি জড়িত। শতকোটিবার এই গান বেজেছে আমার রুমে। কতশত ভোর যে পার করেছি এই গান শুনে তা অগণিত। সেই গান পলাশ ভাইয়ের গলায় শুনে আমি সেই তিতুমীর হলের ৩০০১ এ ফিরে গিয়েছি। কিন্তু যেটা পলাশ ভাইকে মিজান ভাই থেকে আলাদা করেছে তা উনার ইম্প্রোভাইজেশন। শেষের দিকের ঐ হাই পিচগুলা মনে হচ্ছিল একদম বুকে গিয়ে বিঁধেছে। ধন্যবাদ পলাশ ভাই।
আর বাকিদের কথা কি বলবো। টিপু ভাই, কমল ভাই, নাইমুর ভাই, হাফিজ ভাই কিংবা সৌমেন দা, আপনাদের নিয়ে লিখতে গেলে কালি ফুরিয়ে যাবে। মহারথীদের মহাযাত্রায় যে শামিল হতে পেরেছি সেটাই বা কম কি।
আমার চাচা দেখতাম ওয়ারফেজ শুনতো, ভবিষ্যতে আমার ভাতিজাও শুনবে শিওর। কারণ ওয়ারফেজের মতো এভারগ্রীন ব্যান্ড আর একটাও নাই।
🤘🙏🤘
Polash🤟🖤
অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন একটি গান উপহার দেওয়ার জন্য 🎉❤
কিছু কিছু অপেক্ষাও মধুর হয় সেটার প্রমান Warfaze❤️🔥
চলে এসেছে মাস্টার পিছ মালটা🖤🌺
আজই airpod কিনলাম আহহা একি মাস্টার পিস শুনে উদ্ভোধন হলো🥺
😂😂😂same brother.. Amr earphone ta o ai gan ta diye udbodhon korlam ekhn
wow amio brother airpod pro kichokhon age kinlam r ei ganta dia udbodhon korlam😂😂😂
😃😃😂
Ow onek valo hoise notun flavour❤❤❤
Warfaze er shobcheye favourite song eita.. Thank you warfaze for recreating this masterpiece....
আমাদের জীবন যেমন কতকিছু হারিয়েও দিব্যি কেটে যাচ্ছে ওয়ারফেজও তেমন অনেককিছু হারিয়েও আবার আমাদের মাঝে ফিরে আসছে নতুনভাবে, ওয়ারফেজ ফরএভার🖤
Great song and Polash vai did really outstandingly good. Warfaze forever ♥️.
Aaah ! Ei jonnoi ami Warfaze re ato valobashi ❤
কত স্মৃতি এই গান নিয়ে, কত মাঠে প্রান্তরে রাস্তার ধারে নদীর তীরে গেয়েছি এই গান বন্ধুরা মিলে হিসেব নেই।
আমার কমেন্ট টা আপনি করে দিলেন
অনেক অপেক্ষায় ছিলাম। আর এই অপেক্ষাকে মধুর করে দেওয়ার জন্য Warfaze কে ধন্যবাদ ❤🫶🫶
Polash Noor on fire❤️🔥
Notun kore kisu bolar nei... Boraborer motoi serahh❤❤
'আলো' এলবামের টাইটেল সং এটি। এ গানটা আমার বিশেষ প্রিয়। কতো শতবার শুনেছি তার ইয়ত্তা নেই। Warfaze forever 🤘
ভালোবাসা ওয়ারফেজ প্রতি❤
Ah man what a time time to get Alo remake :').
First time listened to Alo when I was a school going student.
Now listening to Alo remake being a working man :')
ওয়ারফেজ মানেই আবেগ
For us we got Ekti Chela/Boshae achi/even Obak bhalobasha when we were in school, then got Aalo versions when we were in University and Pothchola when we were working me and now getting a, kind of 3rd rendition, when we are mid age with our kids same age as when we first started listening to Warfaze.
Me2 bro
jossss...... beshiii josss ,, i love u warfaze...
আলো হারিয়ে তোমাকে। বসে আছি একা র্পূনতা খোঁজে। তোমাকে পেলে পূরন হবে অবাক ভালোবাসা।
Warfaze 🤘🤘
onk dhundor hoica song ta.......thank you warfaze
This was recommended to me while listening to the song “Dupe - Skeni Shans” 😮😮
এক্সাম এর প্যারায় আছি অনেক, হঠাৎ ই Warfaze এর Alo এসে আলোকিত করেছে আমায়❤️🙏
কিরে ভাই নিউ গান কখন আসবে 😒😟
তারাতারি দেন মিয়া🙂
Warfaze এক মানসিক প্রশান্তির নাম❤
Warfaze songs are deserved more views, this song deserves 100 million views
এগুলো কোনো গান নয়,এগুলো এক একটা মহাকাব্য
যারা এরকম Band Music ভালোবাসে তাদের রুচির প্রতি আমার তীব্র ভালোবাসা
I CAN FEEL THE ABSENCE OF LEGEND : 'MIZAN VHAI'
BY THE WAY IT WAS ALSO AWESOME ": TAKE LOVE WARFAZE
❤❤
কি এক উৎকণ্ঠা আমার।
সাঝের মেঘ ভেসে যায়।
🙆♀️আহ শুনলেই মন ভালো হয়ে যায়🖤warfaze মানেই আবেগ 🖤
Polash vhai joss❤️
This one band never disappointed me❤🌿🌸