সপ্তাহে একদিন ছুটি পাই। ছুটি পাওয়ার আগের দিন সন্ধ্যা থেকে সারা রাত স্পিকারে লাউডলি ওয়ারফেইজের গান শুনে ক্লান্তি দূর করি। এখনও শুনতেছি ওয়ারফেইজ ফরএভার ।
এখন ২০২০,আমার জন্মের অনেক আগের ব্যান্ড ওয়ারফেজ, আমার মতো বর্তামান প্রজন্মের শ্রোতারা(কিশোর) ওয়ারফেজ এর গান গুলো শুনে আজও অচেনা অনেক ভাবনায় হারিয়ে যায় কতই না উচুমানের রুচিসম্পন্ন ছিলো আমাদের পুর্বের প্রজন্মের গান গুলো।বিশেষ করে ওয়ারফেজ,সহ আরও অনেক ব্যান্ড এর গান।এভাবেই প্রজন্ম হতে প্রজন্মে ওয়ারফেজ এর মতো ব্যান্ড গুলোর গান শুনে এক অচেনা ভাবনায় হারিয়ে যাবে আমার মতো কিশোরেরা।আর মনে মনে ভাববে জাতি হিসেব আমরাও সমৃদ্ধ,❤কতোই না উচুতে আমাদের ব্যান্ড মিউজিক ❤
শুধু সে ভুল ভাবনায় যেতে চাইলে যাও চলে যাও তবু কেনো এ কান্না? জানি ভালো থাকতে শুধু বলোনা ভুলতে চাইনা বাঁচার উপদেশ দিন এমনই কাটবে খেয়ালের ফাঁদে তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে তোমাকে মনে পরবে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে যেই মোহের বন্যায় ভেসে যাওয়া ধন্য হলে তাতে পারিনি ভাসতে অস্তিত্ব ভুলে, ভুলে তাই বলোনা চলতে স্থবিরতাই সঙ্গী হলে মন পোড়াই থাকলে হতাশার ফাঁদে তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে তোমাকে মনে পরবে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে যে যায় যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই যতই কাঁদাও আমায় চলি একা…
অনেক জানা বুঝার পর আমরা দুজন সিদ্ধান্ত নিলাম যে আমরা বিয়ে করবো। আমাদের সংসার হবে, কথামতো পালিয়ে বিয়ে করলাম দুজনে, দিনগুলো অনেক ভালোই কাটছিল আমাদের ছোট্ট একটা সংসার আমি আমার মা আর তুমি ছিলা। কি মধুর সময় গুলো আমাদের ছিল কত স্মৃতি আমাদের। এভাবে কেটে গেল দুটি বছর। আমাদের একটা ফুটফুটে বেবি হলো। সবকিছু খুব ভালোভাবেই যাচ্ছিল। এরপর থেকে আমি লক্ষ্য করছিলাম তুমি অনেক খিটখিটে হয়ে যাচ্ছ। আমাকে আগের মতন আর ভালোবাসো না কথা বলতাছো না। আমাকে দেখলে তোমার একটা বিরক্ত ভাব চলে আসতাছে। খুব সামান্য কিছু বিষয় নিয়ে আমাদের ঝগড়া হয়। প্রায় প্রতিদিনই, তারপর তুমি নিজে নিজেই সিদ্ধান্ত নিলা আমাদের আর একসাথে থাকা হবে না। আমাদের বাবুকে রেখে তুমি চলে গেলে স্বার্থপরের মত। ওকে দেখে খুব মায়া হয় আমার জানো, খুব বেশি ভালোবাসি আমার সন্তানকে আমি। ছেলেটা যখন বলে আমার মা কোথায়? আমি কোন জবাব দিতে পারি না। কি দোষ ছিল আমাদের কেনইবা চলে গেলে তুমি অন্যের হাত ধরে। তোমার কি মনে আছে যেদিন আমাদের ডিভোর্স হলো। আমি কত আকুতি মিনতি করেছিলাম তোমার কাছে সংসারটা নষ্ট করো না তুমি সংসারটা ভেঙ্গো না। ছেলেটার মুখের দিকেও তুমি তাকাওনি। এখন তো ভালোই আছো আমাদের কথা তো মনেই পড়ে না। এখনো তোমাকে বরদোয়া দেবো না খুব বেশি ভালোবাসি তোমাকে। তাইতো আজও বিয়ে করলাম না। সব সময় ভালো থেকো। আল্লাহতালা যেন তোমাকে সবসময় ভালো রাখে। এই গানটার সাথে আমার জীবনের প্রায় সম্পূর্ণই মিল ,আছে তোমার চলে যাওয়া। Thanks Warfaze
ভাই আল্লাহ তোমার সাথে আছে কেউ থাকুক আর না থাকুক নিজেকে একা ভেবোনা কখনো....তোমার সন্তান কে নিয়ে সুখে থাকো ভালো থেকো...মানুষ আজকের দিনে নিজেই নিজের বন্ধু সারাজীবন পাশে কেউ থাকে না...ভালো থেকো বন্ধু...ভালোবাসা তোমাকে এপার বাংলা থেকে ❤
সেই কলেজ জীবন থেকে ওয়ারফেজ শুনছি। যখনই মন খারাপ থাকে, আমি এখানে ফিরে আসি বারবার। পূর্ণতা, তোমাকে, যত দূরে, নির্বাসন, রূপকথা এই গানগুলো না শুনে দিন আমার চলেই না। ধন্যবাদ প্রিয় ব্যান্ড🤍
কলেজে উঠলাম তখন ভাগ্যক্রমে রুমমেট পেলাম ৩ টা সবগুলা ব্যান্ড গানের বড় রকমের ভক্ত। একজন তো ঢাকার সব কনসার্ট এটেন্ড করে,আর একজন এর ৩ টা গিটার ছিলো।এত্তো ভালো বাজাইতে পারতো। ওদের থেকে গান শুনতে শুনতে আমিও যে কবে ওদের মতো হয়ে গেলাম জানিনা। আমাদের অবসর সময়ে সবচেয়ে গাওয়া গান হয়তো এটাই। শুধু শুধুই ভাবনা,যেতে চাইলে যাও চলে যাও শুনলেই সেই সময় গুলো চোখে ভাসে।কত্ত সুন্দর ছিলো। এখন আমরা ৪ জন ৪ জায়গায়😢
"তোমাকে মনে পড়বে , যখনি আকাশ ভেঙে বর্ষা কাদে ..." প্রথম দেখা সেই বর্ষায় ... এখন প্রতিটি বর্ষার দিন যেনো আমার বুকে জমে থাকা দীর্ঘশ্বাস আর চোখের পানির মত ঝরে ঝরে পড়ে ।
পড়তাম তখন ক্লাস ৫এ প্রথম শুনছিলাম । তারপর থেকে শোনা আমার লাইফ এর বেস্ট গান হয়ে উঠেছে. হাঁ এখনো তাকে মনে পড়ে। লাইফ ঠিকি আছে বাট গান টা শুনলেই ঠিক থাকি না..! লাইফ এর সেরা একটা গান…! ধনবাদ মিজান বস কে এত্ত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য❤️
অভিমান নিয়ে পড়ে থাকতে নারাজ আমি। আমি ভাবি যাকে এতো ভালোবাসি, যার জন্য এতো প্রগাঢ় অনুভুতি তাকে কেনো ছেড়ে চলে যাবো একটা ভুলের কারণে, অভিমান অবশ্যই ভালোবাসার চাইতে বড় হতে পারে না। কিন্তু যখন সব অভিমান, প্রতিবন্ধকতা পাড় করে তার কাছে যাই আর কোনো এক কালে ফিরে যাওয়ার জন্য কথা শুনতে হয়, শুনতে হয় " তুই না আসলে আমি কখনই আসতাম না " তখন মনে হয় অভিমান নিয়ে পড়ে থাকা ছাড়া উপায় নেই। সব থেকে বড় যুদ্ধ আকড়ে ধরে রাখা। তাকে ছাড়া অনেক বেদনার কিন্তু তার কাছে গিয়ে "ফিরে আসার জন্য কথা শুনার " বেদনাটা একটু বেশি। তাই যাবো না।
শুধু সে ভুল ভাবনায় যেতে চাইলে যাও চলে যাও তবু কেনো এ কান্না? জানি ভালো থাকতে শুধু বলোনা ভুলতে চাইনা বাঁচার উপদেশ দিন এমনই কাটবে খেয়ালের ফাঁদে তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে তোমাকে মনে পরবে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে যেই মোহের বন্যায় ভেসে যাওয়া ধন্য হলে তাতে পারিনি ভাসতে অস্তিত্ব ভুলে, ভুলে তাই বলোনা চলতে স্থবিরতাই সঙ্গী হলে মন পোড়াই থাকলে হতাশার ফাঁদে তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে তোমাকে মনে পরবে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে যে যায় যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই যতই কাঁদাও আমায় চলি একা পথে তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে তোমাকে মনে পরবে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে তোমাকে মনে পড়বে যখনই বর্ষা কাদে তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে তোমাকে মনে পরবে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
এই গানটা যে আমাকে শুনতে দিয়ে বলেছিলো, এটা আমার প্রিও গানের একটি, আজ শুধু গানটাই রয়ে গেছে আমার কাছে, সে আর নেই আমার জীবনে। গানটা সত্যি করে দিয়ে। ২ জন এর জীবনই অনেক আলাদা, ঘর সংসার বাচ্চা নিয়ে আমরা সবাই ব্যস্ত, তবুও হঠাৎ যেন মাঝে মাঝে মনে হয় কি যেন নেই।
সময় বদলাবে, বয়স বেড়ে যাবে,আবেগের পরিবর্তন হবে, আশেপাশের আরও অনেক কিছুর পরিবর্তন হবে,একটা সময় জীবন নিয়েই ব্যস্ত থাকব হয়তো। কিন্তু এ-ই গান গানই থেকে যাবে, বদলাবে না।আর বদলাবে না গানটির সাথে থাকা স্মৃতিগুলো। তারপর অনেকদিন পর যদি গানটা শুনার আবার সুযোগ হয় তখন এই সময়গুলোর কথা মনে পড়বে,সুন্দর স্মৃতিগুলো মনের মধ্যে নাড়া দিয়ে যাবে।মনে পড়বে তোমাকে।ফেলে আসা সময়গুলোর জন্য তখন আপসোস হবে খুব। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার ব্যস্ত হয়ে যাব। এরপর অনেকদিন পর একদিন আমাদের মৃত্যু হবে। কিন্তু গানটার মৃত্যু হবে না।থেকে যাবে নতুন কোনো প্রজন্মের স্মৃতি তৈরি করার জন্য। কি অদ্ভুত!! warfaze is emotion 🖤✌️
that solo from oni hasan ... best of the best... note to note ,super clean tone . specially the lick at 3:55-4:00 blows my mind!! no one can play it like that fast and clean except oni vaiii🥰
সকালের চায়ের চুমুকে পূর্ণতা, ভর দুপুরে অতি ব্যাস্ততায় পূর্ণতা, পড়ন্ত বিকেলে শেষ সূর্যটার সাথে পূর্ণতা, গভীর রাতের হালকা আভায় তোমাতে পূর্ণতা ❤️ পূর্ণতা ওয়ারফেজের শুধুমাত্র একটি গান ই নয় কোটি শ্রোতার মনের কথা। ভালবাসা অবিরাম ওয়ারফেজ ❤️❤️
তোমায় হারিয়ে ফেলেনি এখনো,হয়তোবা হারিয়ে ফেলবো।তাই তেমার স্মৃতি যাতে কখনো ভুলে না যাই তার জন্য কমেন্ট রেখে গেলাম যখন যুগ যুগ পর কেউ লাইক দিবে তখন আবার এই গান শুনে তোমার কথা মনে পড়ে যাবে।প্রিও গানটি শুনতে হয়তে আবারো চলে আসব। আর তোমায় মনে করে মুচকি মুচকি হাসবো😊
বছর এর পর বছর চলে যাবে ওয়ারফেজ এর মতোও কেউ হতে পারবে না ! মন ভাঙা কষ্টও কেউ নেই পাশে ওয়ারফেজ এর গান ছাড়া নিঝুম রাত কান এ হেডফোন সাথে ওয়ারফেজ এর গান । ২০২০ সাল এ প্রথম প্রেম ভালোই কাটছিলো ! হটাৎ ভুল বুঝা বুঝি 😊 পরবতী তে অভিমান ভাঙতে পারি নি ! শুনলাম তার নাকি ছোটো রাজপুত্র হইয়েছে 😅 তবুও সে আমার মন এ জায়গা করে রেঁখেছে ! যখন ই কষ্টও হয় মন ভালোর সঙ্গী ওয়ারফেজ এর গান । এগিয়ে যাঁও প্রিয় ওয়ারফেজ ব্যান্ড । আপনাদের গান এ আমাদের মন ভাঙা কষ্টের আর্তনাদ 🩵 ভালোবাসা অবিরাম প্রিয় ব্যান্ড ওয়ারফেজ ❤ রাব্বি
শুধু বলোনা ভুলতে😔 চাইনা বাঁচার উপদেশ..🙂 দিন এমনই কাটবে...... এগুলো শুধু গানের লাইন না এগুলো অনেক মানুষের আবেগ, ভালোবাসা ও মনের গভীরে লুকিয়ে রাখা আর্তনাদ গুলোর বহিঃপ্রকাশ। 🧡❤️
তার শেষ মেসেজটা এমনই ছিলো, "মেহেদী তুমি আমাকে ভুলে যেও, ভালো থেকো" অথচ সে বুঝেও বুঝতে চায়নি, তাকে ছাড়া যে আমি ভালো থাকতে পারবো না।😅 লাইনটা কলিজায় গিয়া লাগছে, "তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে, তোমাকে মনে পরবে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে" স্মৃতি রেখে গেলাম, ভাঙা হৃদয়ের মানুষদের ভিড়ে আমিও একজন -১৪/০২/২০২৪
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শোনা হতো না🙂 স্মৃতি রেখে গেলাম,যুগ যুগ ধরে মানুষ এই গানটা শুনতে এসে কেউ লাইক দিলে আমার কাছে নোটিফিকেশন আসবে। তখন আবার শুনতে আসবো গানটি। গুণে নিবো আমার মতো বোকা প্রেমিকের সংখ্যা💔 ভালো থাকুক আমাদের ভালোবাসা🥀🙂
Here is the English translation of Tomake as per request from some international listeners You (Tomake) Worries are useless If you want to leave, please do so and don't cry, please I know how to stay well Just don't ask me to forget I don't need advice on how to live days will remain the same trapped in my whims Chorus You will be remembered whenever the moon will smile you will be remembered whenever the sky will breakdown as a crying rain The flood of craving that you indulged in I could not, leaving my existence so don't tell me to move on stagnance if I embrace if my mind resides in the abyss of despair Chorus You will be remembered whenever the moon will smile you will be remembered whenever the sky will breakdown as a crying rain I don't dream of being a wall when someone is leaving No matter how bad you make me cry
@@antisocialsaif5603 these minor adaptations are necessary to keep the rhythm intact. Moreover, When I will put the English words on tune (someday, maybe), there will be a further adaptation, or even a few changes in lines to match with the tune, hope you get my point :)
তোমাকে মনে পড়েনি এমন দিন আসেনি আজো.....আজ দশম মাস তোমায় দেখিনা!!💔 তোমায় এক পলক দেখার কী আকুতি....ক্রমশ বেড়েই চলেছে....স্মৃতির বেড়াজাল ছিড়ে হলেও একটা বার দেখা দেও.....!😔😔
যখন কলেজে ছিলাম তখন থেকেই অসম্ভব প্রিয় গান এটা। এখনো। আমি তখনো প্রেমে পড়িনাই। কাউকে ভালো লাগেনি। লেগেছিল এই গান গুলো। আজকে ১০ বছর পরেও এই গান গুলো এতটাই প্রিয়। কমেন্ট রেখে গেলাম ২০২১ এ। হয়ত অনেক অনেক বছর পর উত্তরসুরী রা জানতে পারবে আমাদের ভালো লাগা গুলো কত টা ইউনিক ছিল।
আমাদের মাঝে কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিলো না।ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল।তাকে ভালোবাসি বলা হয়েছিল না বশ কয়েক বছর।ভেবে ছিলাম দূরেই থাকবো। কিন্তু পরিস্থিতি একদিন সব বলতে বাধ্য করলো। সে সব কিছুই মেনে নিয়েছিল,কারন সে জানতো আসলেই আমি তাকে কতটা ভালোবাসি। আমরা চেয়েছিলাম আমরা কখনো প্রেম নামক পাপটা করবো না। তবে দুজন দুজনকে ছেড়ে থাকাটাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আর দুজন সেম ইয়ার হওয়ায় আমাদের চাওয়াটাও একটু কঠিন ছিলো। সে তার বাবার কাছে ছিল একদম রাজকন্যা।তার বিশ্বাস ছিল যদি সে তার বাবার কাছে আমাকে চায় তবে তার বাবা খুব বেশিবার না করবে না। তাই তার বাবার কাছে সে গোপনে ৪টা বছর বিয়ে করবে না বলে সময়টা আমাকে দিয়েছিল। কথাটা শুনে অনেক খুশি হলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তিনি ৪ বছর দিতে চেয়ে ঠিক ১৪ দিনেই পৃথিবী ছেড়ে চলে গেল ২দিন আগে।🙂 এটা আসলে কিসের ইঙ্গিত বুঝতে পারিনি। তবে এখনো হাল ছাড়িনি। ভরসা রেখে চলেছি মহান আল্লাহর ওপর। ভালো থাকুক ভালোবাসা 🖤 🥀
সপ্তাহে একদিন ছুটি পাই। ছুটি পাওয়ার আগের দিন সন্ধ্যা থেকে সারা রাত স্পিকারে লাউডলি ওয়ারফেইজের গান শুনে ক্লান্তি দূর করি। এখনও শুনতেছি ওয়ারফেইজ ফরএভার ।
GOOD
Its worthy brother..
Lw
@@tanvirchowdhury2739 indeed
Same
বিষন্নতায় ভরপুর কত রাত কেটে গেছে তোমাকে শুনে!
Warfaze তোমার কাছে আমার এক আকাশ ঋণ।
"রূপকথা" যদি "পূর্ণতা" পেতো তাহলে "যত দূরেই" থাকতে "তোমাকে" মনে পড়তো। "অসামাজিক" "একটি ছেলে" আমি, "মহরাজের" মত "বসে আছি একা", তীব্র "হতাশার" পরেও "আশা" নিয়ে তোমার "প্রতিক্ষায়" আছি, হয়তো এটাই "অবাক ভালোবাসা" l
❤
বাহ
Darun❤
Darun
❤❤❤
সেই ১৯৯১ সাল থেকেই ওয়ারফেজের গান শুনছি। তখন বয়স ছিল ১৯।
এখন যদি সারাদিনে ৫টা গান শোনা হয় তারমধ্যে ২টা থাকে ওয়ারফেজের গান।
এখন ২০২০,আমার জন্মের অনেক আগের ব্যান্ড ওয়ারফেজ, আমার মতো বর্তামান প্রজন্মের শ্রোতারা(কিশোর) ওয়ারফেজ এর গান গুলো শুনে আজও অচেনা অনেক ভাবনায় হারিয়ে যায় কতই না উচুমানের রুচিসম্পন্ন ছিলো আমাদের পুর্বের প্রজন্মের গান গুলো।বিশেষ করে ওয়ারফেজ,সহ আরও অনেক ব্যান্ড এর গান।এভাবেই প্রজন্ম হতে প্রজন্মে ওয়ারফেজ এর মতো ব্যান্ড গুলোর গান শুনে এক অচেনা ভাবনায় হারিয়ে যাবে আমার মতো কিশোরেরা।আর মনে মনে ভাববে জাতি হিসেব আমরাও সমৃদ্ধ,❤কতোই না উচুতে আমাদের ব্যান্ড মিউজিক ❤
♥️
সহমত
Ha brother amader projonmo ruchisil chilo.
শুধু সে ভুল ভাবনায়
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেনো এ কান্না?
জানি ভালো থাকতে
শুধু বলোনা ভুলতে
চাইনা বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যেই মোহের বন্যায়
ভেসে যাওয়া ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ব ভুলে, ভুলে
তাই বলোনা চলতে
স্থবিরতাই সঙ্গী হলে
মন পোড়াই থাকলে
হতাশার ফাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যে যায় যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই
যতই কাঁদাও আমায়
চলি একা…
অনেক জানা বুঝার পর আমরা দুজন সিদ্ধান্ত নিলাম যে আমরা বিয়ে করবো। আমাদের সংসার হবে, কথামতো পালিয়ে বিয়ে করলাম দুজনে, দিনগুলো অনেক ভালোই কাটছিল আমাদের ছোট্ট একটা সংসার আমি আমার মা আর তুমি ছিলা। কি মধুর সময় গুলো আমাদের ছিল কত স্মৃতি আমাদের। এভাবে কেটে গেল দুটি বছর। আমাদের একটা ফুটফুটে বেবি হলো। সবকিছু খুব ভালোভাবেই যাচ্ছিল। এরপর থেকে আমি লক্ষ্য করছিলাম তুমি অনেক খিটখিটে হয়ে যাচ্ছ। আমাকে আগের মতন আর ভালোবাসো না কথা বলতাছো না। আমাকে দেখলে তোমার একটা বিরক্ত ভাব চলে আসতাছে। খুব সামান্য কিছু বিষয় নিয়ে আমাদের ঝগড়া হয়। প্রায় প্রতিদিনই, তারপর তুমি নিজে নিজেই সিদ্ধান্ত নিলা আমাদের আর একসাথে থাকা হবে না। আমাদের বাবুকে রেখে তুমি চলে গেলে স্বার্থপরের মত। ওকে দেখে খুব মায়া হয় আমার জানো, খুব বেশি ভালোবাসি আমার সন্তানকে আমি। ছেলেটা যখন বলে আমার মা কোথায়? আমি কোন জবাব দিতে পারি না। কি দোষ ছিল আমাদের কেনইবা চলে গেলে তুমি অন্যের হাত ধরে। তোমার কি মনে আছে যেদিন আমাদের ডিভোর্স হলো। আমি কত আকুতি মিনতি করেছিলাম তোমার কাছে সংসারটা নষ্ট করো না তুমি সংসারটা ভেঙ্গো না। ছেলেটার মুখের দিকেও তুমি তাকাওনি। এখন তো ভালোই আছো আমাদের কথা তো মনেই পড়ে না। এখনো তোমাকে বরদোয়া দেবো না খুব বেশি ভালোবাসি তোমাকে। তাইতো আজও বিয়ে করলাম না। সব সময় ভালো থেকো। আল্লাহতালা যেন তোমাকে সবসময় ভালো রাখে। এই গানটার সাথে আমার জীবনের প্রায় সম্পূর্ণই মিল ,আছে তোমার চলে যাওয়া। Thanks Warfaze
ভাই আল্লাহ তোমার সাথে আছে কেউ থাকুক আর না থাকুক নিজেকে একা ভেবোনা কখনো....তোমার সন্তান কে নিয়ে সুখে থাকো ভালো থেকো...মানুষ আজকের দিনে নিজেই নিজের বন্ধু সারাজীবন পাশে কেউ থাকে না...ভালো থেকো বন্ধু...ভালোবাসা তোমাকে এপার বাংলা থেকে ❤
ভাই 🙂
😢
ভালবাসা অবিরাম
😢
জোছনা হাসুক আর নাই হাসুক, আকাশ ভেঙে বর্ষা কাদুক আর না কাদুক।
তুমি যাওয়ার ৫ বছর পরেও তোমাকে মনে পড়ে অন্তরা! ❤
❤
❤
"যেতে চাইলে যাও চলে যাও"
কি সহজ অথচ কত সুন্দর লাইন। পুরাতন হবে না কোনোদিন
সেই কলেজ জীবন থেকে ওয়ারফেজ শুনছি। যখনই মন খারাপ থাকে, আমি এখানে ফিরে আসি বারবার। পূর্ণতা, তোমাকে, যত দূরে, নির্বাসন, রূপকথা এই গানগুলো না শুনে দিন আমার চলেই না। ধন্যবাদ প্রিয় ব্যান্ড🤍
জানিনা কেন এই গানটা এত আপন লাগে! এত বছরেও পুরোনো হয়নি! ❤️
আরো অনেক দূর এগিয়ে যাক ওয়ারফেজ! ভালোবাসা 💘
মৌরি 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
চলি একা পথে ✊
কলেজে উঠলাম তখন ভাগ্যক্রমে রুমমেট পেলাম ৩ টা সবগুলা ব্যান্ড গানের বড় রকমের ভক্ত। একজন তো ঢাকার সব কনসার্ট এটেন্ড করে,আর একজন এর ৩ টা গিটার ছিলো।এত্তো ভালো বাজাইতে পারতো। ওদের থেকে গান শুনতে শুনতে আমিও যে কবে ওদের মতো হয়ে গেলাম জানিনা। আমাদের অবসর সময়ে সবচেয়ে গাওয়া গান হয়তো এটাই।
শুধু শুধুই ভাবনা,যেতে চাইলে যাও চলে যাও শুনলেই সেই সময় গুলো চোখে ভাসে।কত্ত সুন্দর ছিলো।
এখন আমরা ৪ জন ৪ জায়গায়😢
Kon college er alumni?
Hlw
@@siamrahman333 Dhaka residential model College
"তোমাকে মনে পড়বে , যখনি আকাশ ভেঙে বর্ষা কাদে ..."
প্রথম দেখা সেই বর্ষায় ...
এখন প্রতিটি বর্ষার দিন যেনো আমার বুকে জমে থাকা দীর্ঘশ্বাস আর চোখের পানির মত ঝরে ঝরে পড়ে ।
মৃত্যুতে একদিন জীবন থেমে যাবে সব রঙের পূর্ণ আয়োজন🥺🥺
"রুপকথা" যদি "পুর্ণতা" পেতো তাহলে "যত দুরেই" থাকতে "তোমাকে" মনে পরতো।
"অসামাজিক" "একটি ছেলে" আমি,
"মহারারাজের" মত "বসে আছি একা",
তীব্র "হতাসার" পরেও "হারিয়ে তোমাকে" পাওয়ার "আশা" নিয়ে তোমার "প্রতিক্ষায়" আছি, হয়তো এটাই "অবাক ভালোবাসা"
Warfaze ব্যান্ডের এই গানটা আমার অন্যতম প্রিয়, অনুভূতির দরজা খুলে দেয় এই গান❤️ কালজয়ী গান ❤️
বছরের প্রথম বৃষ্টিরদিন।
আকাশ ভেঙে বর্ষা কাঁদে।
তাকে মনে করেই শুনছি Warfaze এর গান।
প্রতিটা গানই একেকটা মাস্টারপিস! ❤️
Thank You Warfaze 🥺🖤
তখন ব্যান্ড নামক শব্দ টা শুনলে ভালো লাগতো না 😑আর এখন ব্যান্ড এর গান না শুনলে থাকতে পারি না ❤Thank you Warfaze ❤এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য 🖤🌸
0:00 শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও,চলে যাও
তবু কেন এ কান্না
জানি ভালো থাকতে
শুধু বলোনা ভুলতে
চাই না বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পড়বে
যখনই জোসনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ
================
------
যেই মোহের বন্যায় ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে অস্তিত্ব ভুলে.ভুলে
তাই বলো না চলতে
স্থবিরতাই সঙ্গী হলে
মন পড়েই থাকলে হতাশার খাদে
তোমাকে মনে পড়বে
যখনই জোসনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ
যে যায় যাবার পথে
দেয়াল হবার কোন স্বপ্ন নাই
যতই কাঁদাও আমায়,
চলি একা পথে
================
------
তোমাকে মনে পড়বে
যখনই জোসনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ
================
------
তোমাকে মনে পড়বে
যখনই জোসনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ
তোমাকে মনে পড়বে
যখনই জোসনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ
পড়তাম তখন ক্লাস ৫এ প্রথম শুনছিলাম । তারপর থেকে শোনা আমার লাইফ এর বেস্ট গান হয়ে উঠেছে. হাঁ এখনো তাকে মনে পড়ে। লাইফ ঠিকি আছে বাট গান টা শুনলেই ঠিক থাকি না..! লাইফ এর সেরা একটা গান…! ধনবাদ মিজান বস কে এত্ত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য❤️
অভিমান নিয়ে পড়ে থাকতে নারাজ আমি। আমি ভাবি যাকে এতো ভালোবাসি, যার জন্য এতো প্রগাঢ় অনুভুতি তাকে কেনো ছেড়ে চলে যাবো একটা ভুলের কারণে, অভিমান অবশ্যই ভালোবাসার চাইতে বড় হতে পারে না। কিন্তু যখন সব অভিমান, প্রতিবন্ধকতা পাড় করে তার কাছে যাই আর কোনো এক কালে ফিরে যাওয়ার জন্য কথা শুনতে হয়, শুনতে হয় " তুই না আসলে আমি কখনই আসতাম না " তখন মনে হয় অভিমান নিয়ে পড়ে থাকা ছাড়া উপায় নেই। সব থেকে বড় যুদ্ধ আকড়ে ধরে রাখা। তাকে ছাড়া অনেক বেদনার কিন্তু তার কাছে গিয়ে "ফিরে আসার জন্য কথা শুনার " বেদনাটা একটু বেশি। তাই যাবো না।
At the end. You lost, ego/self respect wins !
胸に切なく響く素晴らしい歌。
愛を甘く囁く歌は世界共通ですね。愛を、表す気持ちは世界どこでも共通語です。この歌に出会えて心底嬉しいです。ありがとうございます❤Thank you so much I miss U ❤
কাল বরিশালে Warfaze এর একটা কনসার্ট দেখলাম,কতোটা strong performance না দেখলে বুজানো জাবে না ✌️go ahead. Warfaze এর জন্য শুভকামনা রইলো
এখন প্রতি রাতে শুনতে হয় গানটা৷ কি এক মায়া লুকিয়ে আছে গানটার মাজে আহ্ আহ্ আহ্। এইতো কষ্ট কেনো ভালোবাসায়।
Warfaze যদি বাংলাদেশি ব্যান্ড না হয়ে ইংলিশ কোনো ব্যান্ড হতো নি:সন্দেহে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যান্ড হতো।
Vaggis bangla, tai amra ato valo connect korte pari, matrivasha sera. English e hajar hajar ache.
Warfaze Considered as number 5th band among the world
@@jahirulislammashud8050 সারা বিশ্বের মানুষ সেভাবে জানে না!
Warfaze hard rock band e world ranking r 4th e ase.
বাস্তব একটা কথা বললেন
১৬৩ দিন চলে গেলো তবুও প্রতিদিন প্রতি মুহূর্তে তাকে মনে পড়ে।
ভালোবাসার কাছে সত্যিই আমরা অসহায়।
trust me. your music saved me.it's like medicine for my depressed soul.
Be happy
এইসব সুর গুলো এখনো শুনলে অতীতে ফিরে যাই। সেই দিন গুলো কত আনন্দের ছিল, এই জীবনের মত শেষ হয়ে গেছে অতীতের দিন গুলি।
"জীবনের সবচেয়ে পছন্দের জিনিস গুলো ! "...... হয়ত অবৈধ,নয়ত নিষিদ্ধ , হয়ত দামী, নয়ত অন্যকারোর ......
Great comment 💔
Onek valobashi gaan ta r band ta k❤love from Jalpaiguri, India
শুধু সে ভুল ভাবনায়
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেনো এ কান্না?
জানি ভালো থাকতে
শুধু বলোনা ভুলতে
চাইনা বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যেই মোহের বন্যায়
ভেসে যাওয়া ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ব ভুলে, ভুলে
তাই বলোনা চলতে
স্থবিরতাই সঙ্গী হলে
মন পোড়াই থাকলে
হতাশার ফাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যে যায় যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই
যতই কাঁদাও আমায়
চলি একা পথে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই বর্ষা কাদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
ধন্যবাদ
পড়বে , পরবে নয়
এই গানটার প্রতি এক অন্যরকম মায়া আছে। শুনলেই মনে হয় যেন এই কয়েকদিন হলো রিলিজ হয়েছে গানটা।
রুমা, আমি তোকে সত্যিই ভালবেসেছিলাম । গানটার মধ্যে তোকে হারানোর কষ্টটা ফিরে আসে এক সাগর অশ্রু নিয়ে । 😭😭😭😭😭😭
😂😂😂😂
মনটা খুব বিষণন্ন হয়ে গেল,আমার ৫ বছরের ভালবাসা টার মৃত্যু হবে আগামী শনিবার 😢 বুকটা ফেটে যাচ্ছে গানটা শুনে 🥲
কিভাবে!!
এতো গভীরভাবে মনের কথা প্রকাশ করে কেমনে গান লিখে,,,,, আর সুর নিয়ে তো কিছুই বলার নাই 🖤❣️
এই গানটা যে আমাকে শুনতে দিয়ে বলেছিলো, এটা আমার প্রিও গানের একটি, আজ শুধু গানটাই রয়ে গেছে আমার কাছে, সে আর নেই আমার জীবনে। গানটা সত্যি করে দিয়ে। ২ জন এর জীবনই অনেক আলাদা, ঘর সংসার বাচ্চা নিয়ে আমরা সবাই ব্যস্ত, তবুও হঠাৎ যেন মাঝে মাঝে মনে হয় কি যেন নেই।
হাজার হাজার প্রেমিকের হারানো প্রিয় মানুষটির কথা মনে পড়িয়ে দেয় এই (তোমাকে) 🙂🥺🥀
জোছনা হাসুক আর নাই হাসুক, আকাশ ভেঙেবর্ষা কাদুক আর না কাদুক। তুমি আওয়াজ ৫ বছর পরেও তোমাক মনে পডে় ফারজানা!
ওয়ারফেজ গান এর প্রতিটি শব্দ যেনো ভালোবাসার আর একাকিত্বের গুপন কথা, খুব ভালোবাসি ❤
তোমাকে মনে পড়বে যখনই জ্যোৎস্না হাসে
তোমাকে মনে পড়বে যখনই আকাশ ভেঙে বর্ষা কাদে 😓🙏💚
ধন্যবাদ ওয়ারফেজকে এতো সুন্দর একটা গানের জন্য 🙏💚💚💚
✨✨🌻
সময় বদলাবে, বয়স বেড়ে যাবে,আবেগের পরিবর্তন হবে, আশেপাশের আরও অনেক কিছুর পরিবর্তন হবে,একটা সময় জীবন নিয়েই ব্যস্ত থাকব হয়তো।
কিন্তু এ-ই গান গানই থেকে যাবে, বদলাবে না।আর বদলাবে না গানটির সাথে থাকা স্মৃতিগুলো।
তারপর অনেকদিন পর যদি গানটা শুনার আবার সুযোগ হয় তখন এই সময়গুলোর কথা মনে পড়বে,সুন্দর স্মৃতিগুলো মনের মধ্যে নাড়া দিয়ে যাবে।মনে পড়বে তোমাকে।ফেলে আসা সময়গুলোর জন্য তখন আপসোস হবে খুব।
তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার ব্যস্ত হয়ে যাব।
এরপর অনেকদিন পর একদিন আমাদের মৃত্যু হবে। কিন্তু গানটার মৃত্যু হবে না।থেকে যাবে নতুন কোনো প্রজন্মের স্মৃতি তৈরি করার জন্য। কি অদ্ভুত!!
warfaze is emotion 🖤✌️
Warfaze ছিলো... আছে...থাকবে....
কারন ভালোবাসার অপর নাম ❤️Warfaze❤️
আর ভালোবাসাকে কখন ভুলা যায়না....
Back vocalist has done an extremely good job. Thank you Warfaze
Shams Bhai is the official back vocalist of Warfaze
Shams bhai is the back vocalist here. He alwo wrote and composed this song.
তোমাকে... মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে.....
আহ... আজও কাঁদায় কোনো এক বিষণ্ণ প্রেমিককে...
প্রিয় ওয়ারফেজ ❤️❤️❤️
that solo from oni hasan ... best of the best... note to note ,super clean tone . specially the lick at 3:55-4:00 blows my mind!! no one can play it like that fast and clean except oni vaiii🥰
আমার এই শরীর ফেলে যদি এই গানটির প্রতিটি শব্দে মিলিয়ে যেতে পারতাম।
গীটার, কী বোর্ড, ড্রামস....
অনবদ্য সুর,গায়কী....
সেরা একটা গান।।
মিজান ভাই supremacy 😞❤️
এই গান নিয়ে কিছু বলার যোগ্য আমি নয়। শুধু বলতে পারি আজীবন এই গান শুনে আমি বেঁচে থাকতে পারবো। লাভ ইউ ওয়ারফেজ, লাভ ইউ মিজান ভাই।❤️❤️
সকালের চায়ের চুমুকে পূর্ণতা, ভর দুপুরে অতি ব্যাস্ততায় পূর্ণতা, পড়ন্ত বিকেলে শেষ সূর্যটার সাথে পূর্ণতা, গভীর রাতের হালকা আভায় তোমাতে পূর্ণতা ❤️
পূর্ণতা ওয়ারফেজের শুধুমাত্র একটি গান ই নয় কোটি শ্রোতার মনের কথা।
ভালবাসা অবিরাম ওয়ারফেজ ❤️❤️
তোমায় হারিয়ে ফেলেনি এখনো,হয়তোবা হারিয়ে ফেলবো।তাই তেমার স্মৃতি যাতে কখনো ভুলে না যাই তার জন্য কমেন্ট রেখে গেলাম যখন যুগ যুগ পর কেউ লাইক দিবে তখন আবার এই গান শুনে তোমার কথা মনে পড়ে যাবে।প্রিও গানটি শুনতে হয়তে আবারো চলে আসব।
আর তোমায় মনে করে মুচকি মুচকি হাসবো😊
যতোবার warfaze এ্যলবাম ঢুকি কমেন্ট না করে বেরোতে মন চাইনা,,, খুব মিস করি তোমাকে
Best Piano/keyboard intro ever.... !!
অনেক কমলা রঙের রোদ;. আর তুমি ছিলে।
তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না,. খুঁজি না।
~ জীবনানন্দ দাশ
Lyrics
শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেনো এ কান্না?
জানি ভালো থাকতে
শুধু বলোনা ভুলতে
চাইনা বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যেই মোহের বন্যায়
ভেসে যাওয়া ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ব ভুলে, ভুলে
তাই বলোনা চলতে
স্থবিরতাই সঙ্গী হলে
মন পোড়াই থাকলে
হতাশার ফাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
যে যায় যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই
যতই কাঁদাও আমায়
চলি একা পথে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই বর্ষা কাঁদে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে
সে আজ আমার থেকে অনেক দূরে তাকে আজ ও অনেক ভালোবাসি। warfaze ধন্যবাদ, এত্ত ভালোএকটা গান উপহার দেওয়ার জন্য। আমার শোনা বেস্ট গান এটা 🖤
এমন একটি সময় ছিল warfaze এর গান ছাড়া মন ভাল হতো না 😊♥️🎷
Warfaze is my favourite band in Bangladesh 👑🇧🇩
অঝরে বৃষ্টি হচ্ছে আর দিনরাত এই গানটাই।
সময় কতো দ্রুত চলে যায়
এতো সফট্ 🖤
❤Love from Assam, India🇮🇳
💜
এটা একটা গান যে গান কখনো মরবে না 😔
ছোটকাল থেকে এই গান শুনেই বড় হওয়া।
কথাগুলো অসম্ভব সুন্দর ❤️
কখনো এইসব গান ব্যাকডেটেড হবেই না।evergreen. ❤️❤️❤️❤️
তোমাকে মনে পড়বে, যখনই জোছনা হাসে। তোমাকে মনে পড়বে, যখনই ভেঙে বর্ষা কাঁদে...”!!!😌🕊️💫
কেনো জানি অনেক কষ্টে থাকলেও গানটা শুনলে মন অনেকটা ভালো হয়ে যায়। ধন্যবাদ Warfaze🥺
যতবার ইউটিউবে যাই সর্বপ্রথম ওয়ারফেজের এইগান দিয়ে শুরুকরি দেখা।অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো প্রিয় ব্যান্ডের জন্য❤️❤️❤️❤️❤️❤️love you warfaze
One of the best song forever.
Thanks Mizan.
বছর এর পর বছর চলে যাবে ওয়ারফেজ এর মতোও কেউ হতে পারবে না ! মন ভাঙা কষ্টও কেউ নেই পাশে ওয়ারফেজ এর গান ছাড়া নিঝুম রাত কান এ হেডফোন সাথে ওয়ারফেজ এর গান । ২০২০ সাল এ প্রথম প্রেম ভালোই কাটছিলো ! হটাৎ ভুল বুঝা বুঝি 😊 পরবতী তে অভিমান ভাঙতে পারি নি ! শুনলাম তার নাকি ছোটো রাজপুত্র হইয়েছে 😅 তবুও সে আমার মন এ জায়গা করে রেঁখেছে ! যখন ই কষ্টও হয় মন ভালোর সঙ্গী ওয়ারফেজ এর গান ।
এগিয়ে যাঁও প্রিয় ওয়ারফেজ ব্যান্ড ।
আপনাদের গান এ আমাদের মন ভাঙা কষ্টের আর্তনাদ 🩵
ভালোবাসা অবিরাম
প্রিয় ব্যান্ড ওয়ারফেজ
❤ রাব্বি
Complete expression of inner severe sorrows and then fully relaxed, oh what a song, really amazing one.
যতবার শুনি তোমার কথা মনে পড়ে , গানটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলে তুমি ,গান গানের জায়গায় আছে তুমি আমার নেই।
শুধু বলোনা ভুলতে😔
চাইনা বাঁচার উপদেশ..🙂
দিন এমনই কাটবে......
এগুলো শুধু গানের লাইন না এগুলো অনেক মানুষের আবেগ, ভালোবাসা ও মনের গভীরে লুকিয়ে রাখা আর্তনাদ গুলোর বহিঃপ্রকাশ। 🧡❤️
তোমায় পেয়ে গেলে এতো সুন্দর গান
হয়তো আর শোনা হতো না প্রিয় এবং ধন্যবাদ জানাই আমার বড় ভাইকে এই গানটির তথ্য দেওয়ার জন্য।
তার শেষ মেসেজটা এমনই ছিলো, "মেহেদী তুমি আমাকে ভুলে যেও, ভালো থেকো" অথচ সে বুঝেও বুঝতে চায়নি, তাকে ছাড়া যে আমি ভালো থাকতে পারবো না।😅
লাইনটা কলিজায় গিয়া লাগছে,
"তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে,
তোমাকে মনে পরবে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে"
স্মৃতি রেখে গেলাম, ভাঙা হৃদয়ের মানুষদের ভিড়ে আমিও একজন -১৪/০২/২০২৪
‘যে যায়,যাওয়ার পথে দেওয়াল হওয়ার কোনো স্বপ্ন নাই
যতোই কাঁদাও আমায়..!’
This line is something different 🖤
গায়ে জ্বর ১০২-১০৩ ডিগ্রী
বাইরে বৃষ্টি
তোমাকে খুব মনে পড়ছে 💔
কেন তুমি হারিয়ে গেলে এই অভাগাকে অন্ধকারে ফেলে 🥺🙂
এটা গান না ভাই এটা ওয়ারফেজ এর তৈরী করা একটা অগ্নিকাব্য।
আহহ আমার ভালোবাসার ওয়ারফেজ 💔
Wow, I am not very proficient in Bangla but I played this song on loop. Beautiful.
First tar mukhe ganta sunchilam....tarpor theke ato bar sunsi.....gan ta protecta koshe koshe duke gese....
Tumi thik e bolso warfez best❤
আপনি যে আমার কমেন্টটা পড়ছেন বিশ্বাস করেন আপনার মতো রুচিশীল মানুষ কমই আছে ❤ যারা এসব গান বোঝে 🗿🧠😮💨
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গানটা শোনা হতো না🙂 স্মৃতি রেখে গেলাম,যুগ যুগ ধরে মানুষ এই গানটা শুনতে এসে কেউ লাইক দিলে আমার কাছে নোটিফিকেশন আসবে। তখন আবার শুনতে আসবো গানটি। গুণে নিবো আমার মতো বোকা প্রেমিকের সংখ্যা💔 ভালো থাকুক আমাদের ভালোবাসা🥀🙂
Warfazer গান শুনলে আমার শরিরের লোম গুলো দাঁড়িয়ে যাই😍
১৫ বছর বয়ষ্ক এক ছোকরা হয়ে বলছি,
এই গান আগামি ১০০ বছর শুনতে পারবো।
Warfaze বাংলাদেশের জন্য গরবিত একটা ব্যান্ড 🫵
শুধু ভাবি বৃতি কে না পেলে আমার বাকি জীবন কিভাবে কাটবে, যখন বৃতি কে মনে পড়বে
তোমাকে মনে পরবে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পরবে
যখনই আকাশ ভেঙে বষা কাদে।।।😢
My former boss, back when I worked as a software engineer, used to play this song occasionally during the last hours. It brings back good memories!
wow, good to here 👌
❤❤
2021 e protom boshundhoray Warfaze er concert sunechilam. Ami bharotiyo , oshamajik suiye warfaze amay nijer dike tene nei. Sedin theke aaj obdi ache amar pashe.
তোমাকে এই গানটায় আসলে আমাকে ব্যান্ডের মিউজিকের প্রেমে পড়তে বাধ্য করেছে 💙
এই গান গুলা লিখা, গাওয়া,, আর শুনার জন্য বিশেষ হ্মমতা লাগে,, আর যারা শুনে তারা ও এক ধরনের বিশেষ মানুষ🤗
Here is the English translation of Tomake as per request from some international listeners
You (Tomake)
Worries are useless
If you want to leave, please do so
and don't cry, please
I know how to stay well
Just don't ask me to forget
I don't need advice on how to live
days will remain the same
trapped in my whims
Chorus
You will be remembered
whenever the moon will smile
you will be remembered
whenever the sky will breakdown as a crying rain
The flood of craving
that you indulged in
I could not,
leaving my existence
so don't tell me to move on
stagnance if I embrace
if my mind resides
in the abyss of despair
Chorus
You will be remembered
whenever the moon will smile
you will be remembered
whenever the sky will breakdown as a crying rain
I don't dream of being a wall when someone is leaving
No matter how bad you make me cry
Shams Mansoor Ghani hello sir! You are amazing! Can’t wait to do a tribute to you guys with the guitar on my profile pic! :D
Thank you bro!
Whenver the moon smiles*- যখনই জোছনা হাসে
whenever the moon will smile-যখনই জোছনা হাসবে।
🤐🤐🤐
@@antisocialsaif5603 these minor adaptations are necessary to keep the rhythm intact. Moreover, When I will put the English words on tune (someday, maybe), there will be a further adaptation, or even a few changes in lines to match with the tune, hope you get my point :)
@@shamsmansoorghani2377 Yes sir. Got it.
মাত্র নতুন নতুন যখন কলেজে উঠছিলাম তখন একটা সময় প্রচুর শুনছিলাম, এখন কলেজ লাইফ শেষ গানটা আগের মতই সুন্দর।
dada akhon o shonchen matro 5mnt agei cmnt korlen
এখনও গানটা আমার কাছে অনেক ভালো লাগে 🥰🥰 গানটা কখনোও ভুলে যাওয়ার মতো নই 😌😌 গানটার মধ্যে নিষ্পাপ ভালোবাসা লুকিয়ে আছে ❤️❤️ অসাধারণ একটা গান 💘💘💖💖💖❤️❤️❤️
কখনো প্রেম করিনি,,, তবুও এইগান গুলো শুনলে মনে হয় কাকে যেন,,, হারিয়ে ফেলেছি।
Me too
যদি বেঁচে থাকি নিজের পরবর্তী প্রজন্ম নিয়ে গানগুলো চিরকাল শুনবো!❤️
💫💘
ওয়ারফেজ [ Warfaze ]
তোমাকে [ Tomake
Lyrics
তোমাকে - ওয়ারফেজ
================
------
শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও,চলে যাও
তবু কেন এ কান্না
জানি ভালো থাকতে
শুধু বলোনা ভুলতে
চাই না বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে মনে পড়বে
যখনই জোসনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ
================
------
যেই মোহের বন্যায় ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে অস্তিত্ব ভুলে.ভুলে
তাই বলো না চলতে
স্থবিরতাই সঙ্গী হলে
মন পড়েই থাকলে হতাশার খাদে
তোমাকে মনে পড়বে
যখনই জোসনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ
যে যায় যাবার পথে
দেয়াল হবার কোন স্বপ্ন নাই
যতই কাঁদাও আমায়,
চলি একা পথে
================
------
তোমাকে মনে পড়বে
যখনই জোসনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ
================
------
তোমাকে মনে পড়বে
যখনই জোসনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ
তোমাকে মনে পড়বে
যখনই জোসনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদেঁ
Warfzae মানেই বেঁচে থাকার অনুপ্রেরণা। ❣️
তোমাকে মনে পড়েনি এমন দিন আসেনি আজো.....আজ দশম মাস তোমায় দেখিনা!!💔 তোমায় এক পলক দেখার কী আকুতি....ক্রমশ বেড়েই চলেছে....স্মৃতির বেড়াজাল ছিড়ে হলেও একটা বার দেখা দেও.....!😔😔
গান গুলো ঠিক হৃদয়ে গিয়ে লাগে, "শুধু বলো ভুলতে চাই না বাচার উপদেশ দিন এমনই কাটবে" বাস্তবতা এটাই। ❤
guitar solo wow just wow mannn!!!! watta combination
What an amazing rock ballad from Bangladesh.
Thank you!
মানুষ প্রেমে পড়ে,আমিও পড়ছি কিন্তু সেইটা কোনো মানুষের প্রেমে না Warfaze এর প্রেমে❤️🩹
যখন কলেজে ছিলাম তখন থেকেই অসম্ভব প্রিয় গান এটা। এখনো। আমি তখনো প্রেমে পড়িনাই। কাউকে ভালো লাগেনি। লেগেছিল এই গান গুলো। আজকে ১০ বছর পরেও এই গান গুলো এতটাই প্রিয়। কমেন্ট রেখে গেলাম ২০২১ এ। হয়ত অনেক অনেক বছর পর উত্তরসুরী রা জানতে পারবে আমাদের ভালো লাগা গুলো কত টা ইউনিক ছিল।
আমাদের মাঝে কোনো প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিলো না।ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল।তাকে ভালোবাসি বলা হয়েছিল না বশ কয়েক বছর।ভেবে ছিলাম দূরেই থাকবো। কিন্তু পরিস্থিতি একদিন সব বলতে বাধ্য করলো।
সে সব কিছুই মেনে নিয়েছিল,কারন সে জানতো আসলেই আমি তাকে কতটা ভালোবাসি।
আমরা চেয়েছিলাম আমরা কখনো প্রেম নামক পাপটা করবো না।
তবে দুজন দুজনকে ছেড়ে থাকাটাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
আর দুজন সেম ইয়ার হওয়ায় আমাদের চাওয়াটাও একটু কঠিন ছিলো।
সে তার বাবার কাছে ছিল একদম রাজকন্যা।তার বিশ্বাস ছিল যদি সে তার বাবার কাছে আমাকে চায় তবে তার বাবা খুব বেশিবার না করবে না।
তাই তার বাবার কাছে সে গোপনে ৪টা বছর বিয়ে করবে না বলে সময়টা আমাকে দিয়েছিল।
কথাটা শুনে অনেক খুশি হলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তিনি ৪ বছর দিতে চেয়ে ঠিক ১৪ দিনেই পৃথিবী ছেড়ে চলে গেল ২দিন আগে।🙂
এটা আসলে কিসের ইঙ্গিত বুঝতে পারিনি।
তবে এখনো হাল ছাড়িনি। ভরসা রেখে চলেছি মহান আল্লাহর ওপর।
ভালো থাকুক ভালোবাসা 🖤 🥀