Shaajo Shaajao - Male | Ballabhpurer Roopkotha | Anirban Bhattacharya & Debraj | Subhadeep | SVF

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 358

  • @arunimabanerjee6512
    @arunimabanerjee6512 2 роки тому +140

    কী গেয়ে দিয়েছে এই দুটো লোক! অনির্বাণ দা, দেবরাজ দা, প্রণাম! কীভাবে! কীভাবে!! অনবদ্য! আর ভিডিওর শেষে কেঁদেই ফেললাম। বল্লভপুরের রূপকথা বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিক। অভিনন্দন, শুভ কামনা। 💝 ব্রিলিয়ান্ট!

    • @saikatmalakar007
      @saikatmalakar007 6 місяців тому

      কি অনবদ্য গলার কাজ। গান টা যে কতবার শুনলাম। দেবরাজ বাবু তো জাস্ট কিছু বলার নেই। এত গলার মাধুর্য আসে কি করে। বার বার শুনেও যেনো মন ভরছে না আমার।

  • @pavelchakraborty9942
    @pavelchakraborty9942 2 роки тому +150

    দেবরাজবাবু কী অসাধারণ গেয়েছেন। উনি আসলেই অনেক প্রতিভাবান। ওনার কণ্ঠে একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে ।

  • @ramitmitra3821
    @ramitmitra3821 2 роки тому +74

    এখনও অবধি অনির্বাণ যে কটা গান গেয়েছেন সবথেকে কঠিন composition এটি, অনেক মুন্সিয়ানা রয়েছে এই সুরটিতে (কিচ্ছু চাইনি আমি আদপে flat composition) বেশ সাবলীল ভাবেই গাইলেন তিনি। মিষ্টি শুনতে লাগলো

  • @bitanmandal977
    @bitanmandal977 Рік тому +10

    আজ বহু পরিশ্রমের পর এই দুটো প্রতিভাবান মানুষ এই জায়গায় এসেছে। প্রণাম

  • @arkadas9539
    @arkadas9539 2 роки тому +374

    অনির্বাণ ভট্টাচার্য হলো বাঙ্গালীর আবেগ ❤️

    • @samratray248
      @samratray248 2 роки тому +6

      একদম ঠিক দাদা

    • @arkadas9539
      @arkadas9539 2 роки тому +2

      @@samratray248 💞

    • @somopriyaseal1033
      @somopriyaseal1033 2 роки тому +8

      Absolutely.. Sudhu natok ba cinemay noy.. The similarity of his lyrics is just fabulous.. Very much heart touching ♥️♥️.. & off course a big credit goes to debraj (music composer, paralaly an actor).. Bangalir moner modhye je ekta classy folk style dharona ache.. Seta ami debraj r voice e, composing e khuje peyechi every types of the songs of this film.. A big thank to anirban, debraj & the whole cast & crew of this film again..

    • @sksona1696
      @sksona1696 2 роки тому +3

      😇🥲🤳🙂🥰😘

    • @arkadas9539
      @arkadas9539 2 роки тому +3

      @@somopriyaseal1033 absolutely right 👍❤️

  • @koni-g9i
    @koni-g9i Рік тому +7

    সিনেমা টা ভীষণ ভালো লেগেছে ❤️ এই সিনেমার শুটিং বাগচী বাড়িতে হয়েছে যেটা করিমপুর , নদিয়া তে অবস্থিত 😇 আর এই বাগচী বাড়ির কাছেই আমার কলেজ সেই সুবাদে প্রথম বারের জন্য অনির্বাণ দা কে দেখে ছিলাম ❤️☺️ তোমায় সামনের থেকে দেখার ইচ্ছে ছিল ভীষণ ভাবে ভাগ্যক্রমে দেখা টা হয়েছে ☺️ এনাকে সিনেমাতে যতো টা সাধারন দেখায় ইনি রিয়েলে তার থেকেও সাদা মাটা এবং একজন প্রাণবন্ত মানুষ 😊 তুমি এই ভাবেই আমাদের এমন সুন্দর সিনেমা উপহার দিয়ে যেও 😌💜

  • @themathsworlddeeptaru3740
    @themathsworlddeeptaru3740 Рік тому +54

    Anirban will surely bring revolution in bengali cinema.

  • @saheliganguly919
    @saheliganguly919 Рік тому +15

    অনির্বাণ --- আপাত সহজ কিন্তু কি ভীষণ গভীর আপনার সৃষ্টি, কলা , আবেগ....
    সার্থক আপনার নাম ❤️❤️❤️❤️

  • @oindrilabanik1405
    @oindrilabanik1405 2 роки тому +17

    দেবরাজ ভট্টাচার্য just অসাধারণ।। যেমন acting তেমন গানগুলো।। just ফাটাফাটি।।

  • @spsarkarakash
    @spsarkarakash Рік тому +5

    দাদার কাজ দেখলে ক্যানো জানি সত্যজিৎ রায় স্যারের কাজের প্রতি যে জত্ন, মায়া, ভালোবাসা, ছিলো তার ছায়া দেখতে পাই।।

  • @unreal_subra
    @unreal_subra 2 роки тому +9

    অনির্বাণ ভট্টাচার্য -এই নাম খানা আমার কাছে এক টুকরো আবেগ ! ☺️

  • @jinia6134
    @jinia6134 Рік тому +24

    No one can ever decide whether Anirban Bhattacharya is Better at Singing, Acting or Directing!! Immensely Proud of this World class Genius of Bengali Film Industry!! Way to go and we are sure , you can take Bengali Cinema to newer heights with your golden hands and multifaceted unmatched talents !!!

  • @aritranag8928
    @aritranag8928 2 роки тому +16

    খুব সুন্দর লাগলো। কীর্তনে এর সাথে এই কথা মিশিয়ে এক অনবদ্য সৃষ্টি।
    বাংলা সিনেমায় অনির্বান দা সত্যি একটা অগ্নিবান।🔥🔥🔥🔥🔥। অনেক ভালোবাসা আর প্রণাম অনির্বান দা।

    • @tabassumanam3433
      @tabassumanam3433 2 роки тому

      .
      বেশ লাগলো আপনার দেওয়া অগ্নিবান নামটি .....

  • @AllInOneSSCreation
    @AllInOneSSCreation 2 роки тому +18

    আর কি কি প্রতিভা আছে এই মানুষটার ❤❤❤.... Huge respect Anirban Bhattacharya ❤❤... What a gem you are🥰🥰🥰... কোনো বড়ো সুপারস্টার... কোনো vulgarity... কোনো নাচ গান মশলা ছাড়াও এরকম মানের বাংলা ছবি যে বানানো যায় এবং দর্শকের মনে পৌঁছে যাওয়া যায় সেটা তুমি দেখালে ❤❤❤❤।।। এভাবেই এগিয়ে যাক বাংলা সিনেমা ❤❤

  • @parthapratimchatterjee4551
    @parthapratimchatterjee4551 2 роки тому +8

    অনির্বাণ,,,ভাই একটাই তো হৃদয় আছে,,,আর কত্তো বার জিতবে❤️❤️❤️

  • @b_purba
    @b_purba 2 роки тому +32

    Anirban Bhattacharya is a gem ❤️

  • @Suchetana_Dey
    @Suchetana_Dey 2 роки тому +8

    সত্যিই অনবদ্য...বাংলার ঐতিহ্যবাহী থিয়েটার পরিচালনা এবং বাংলা চলচ্চিত্রের এক অসাধারণ মিলন দেখতে পাওয়া যায়.... বিশেষ করে ভূমিকার যে গান শ্রদ্ধেয় নাট্যকার বাদল সরকারকে শ্রদ্ধা জানিয়ে বানানো,তার উপস্থাপনা চমৎকার.... বাংলা চলচ্চিত্রে‌ আবার খানিকটা স্বাদবদল.... অসাধারণ পরিচালনা এবং অভিনয়... এককথায় হাস্যরসে ভরপুর, সপরিবারে দেখার মতো একটি সুন্দর ছায়াছবি....‌ Anirban Bhattacharya SVF #BallabhpurerRoopkotha

  • @samraggi7241
    @samraggi7241 2 роки тому +27

    How supremely talented r these 2 men🥺Anirban toh bangla cinemar only hope, ETA toh he has proven time and again❤But can we pls appreciate Debraj bhattacharya...he's the person who surprised me the most. Joto sundor tar gaaner gola totoi bhalo tar obhinoy. I'm genuinely surprised impressed and literally crushing on Debraj right now after watching the film♥️😍 Sanjib er character ta eto sundor bhabe portray korechen...his expressions were 🔥🔥 Bhobishyot e onar golay aro sundor gaan o eromi darun performance er opekkhay🙌 Also he deserves the lead in a film too😌

    • @shreetamamukherjee4281
      @shreetamamukherjee4281 2 роки тому +2

      Exactly my point..... Sanjib character ta amar khub pochondo hoyeche ar Debraj da onobodyo bhabe phutiye tuleche choritro take.... Plus onar ganer golati o besh sundor ebong oi nasal texture ta ei gane Anirban da r baritone take aro compliment korche.... Honestly I'm in love with this duo.... ♥️

  • @dhruv6532
    @dhruv6532 Рік тому +4

    ভীষণ ভালো লাগছে যে এরকম উন্নত মানের নির্দেশনা ও অভিনয়ের সাথে এত প্রতিভাবানেরা এগিয়ে আসছে বাংলা চলচ্চিত্রে l অনির্বাণ দা, তুমিই আগামী প্রজন্মের প্রকৃত চলচ্চিত্রের দিশারী। অভিনেতা অনির্বাণ ও নির্দেশক অনির্বাণ কে যে সেরা, বলা মুস্কিল l

  • @souravkonar1566
    @souravkonar1566 Рік тому +7

    Finally Ballavpurer Roopkotha became Blockbuster💥 ,and it deserves that .

  • @ApratimBhattacharyya
    @ApratimBhattacharyya Рік тому +31

    Listening to this song for the 150th time. Fresh voices,fresh faces. Marvellous arrangement. ❤️

    • @piyasbiswas1231
      @piyasbiswas1231 Рік тому +1

      keno dada ek bare bhujte paren ni ki gaan ta??

  • @gumaghosh5188
    @gumaghosh5188 2 роки тому +2

    🙏❤️ দেবরাজ বাবু আপনার কন্ঠ কি মধুর . আমি চন্দন নাগর থাকি | কাল আমি নন্দন যাচ্ছি এই সিনেমা দেখতে শুধু আপনার মুখ দিয়ে একটা গান শুনার জন্য . আমি আপনার ফ্যান হয়ে গেছি.দয়া করে একটা গান শোনাবে সিনেমার শেষে ❤️❤️🙏

  • @ontoheen4759
    @ontoheen4759 2 роки тому +3

    এই সিনেমার উপরে একটা মৌলিক এলবাম হলে মনের পিপাসা মিটত, এত সুন্দর কম্পোজিশন, কথা, আর কিছু বলার নেই, ধন্যবাদ 🙏

  • @imrunnahar3123
    @imrunnahar3123 2 роки тому +5

    গত কয়েকদিন এই সিনেমার গানগুলোই শুনছি। সিনেমাটা দেখতে ভিসা না লাগলে দেখা যেত!😭

  • @samadritahere16
    @samadritahere16 2 роки тому +11

    Cannot appreciate anirban da enough and everyone else who made this possible...I was waiting for this version since so long...The movie, has my whole heart❤️
    Aaro eirokom cinemar oppekhay thakbo aar anirban da er kaaj er opekkhay thakbo❤️

  • @simplesoumya6994
    @simplesoumya6994 Рік тому +4

    একটাই মানুষ অভিনয়, পরিচালনা, সঙ্গীত... আরো কত কী!!! সত্যিই বাঙালীর আবেগ♥️

  • @why.subhasishhh
    @why.subhasishhh 2 роки тому +16

    Anirban is the present time boss of tollywood!!!❤

  • @emonkolyan9366
    @emonkolyan9366 Рік тому +1

    গানের মধ্যে এতটাই মগ্ন হয়ে আছি। অফিস আসার পথে মেট্রো থেকে নামতে ভুলে গেছি, ফের অন্য স্টপেজে নেমে শেষমেশ অফিস। এ এক অন্য রকম ডুব...

  • @raya4801
    @raya4801 Рік тому +2

    Anirban, sotti amar bisshash tumi parbe bangla cholocchitro ke natun ronge rangiye dite. Tumi sotti osombhob talented. You have my utmost respect.

  • @madhumitabhattacharyya6736
    @madhumitabhattacharyya6736 Рік тому +2

    কতটা ভালো বললে যে এই ছবিটার সঠিক মূল্যায়ন হবে, তা বুঝতে পারছি না. just speechless. আরো এরকম ছবি চাই. এখনও ঘোর কাটছে না

  • @pritamsarkar1797
    @pritamsarkar1797 Рік тому +2

    কণ্ঠের পাশাপাশি অনির্বাণ বাবুর লেখাও অসাধারণ। গানের কথাগুলো অপূর্ব।♥️

  • @aniketdasgupta4748
    @aniketdasgupta4748 2 роки тому +2

    Eta shombhob sob somoy ki hocche ta ki... Ree bhaiii anirban da aar ki ki korbe boloto mane agun lagie diccho to sob jayagay. Eii manush ta bangalir gorbo hoye darieche and debraj da ki oshadharon gaoo go tumi you guys just nailed it man... Anirban da kono din dekha hole paye hath nomoshkor 🙏❤kore bolbo tumi bhogoban amaar kache..prottek ta notun theatre artist der kache tumi inspiration tumi amader theatre er gorbo. Jedin tomar sathe dekha bujhbo bhogoban er sathe dekha holo..🥺❤🙏. Anirban da , debraj da and the entire team of ballavpurer roopkotha loads of love ❤and good wishes to you all❤

  • @simamukherjee1500
    @simamukherjee1500 Рік тому +1

    Ani anirban er sob cinema dekhi vison valo lage r gaanta khub sundor

  • @musician_piku
    @musician_piku 2 роки тому +1

    দেবরাজ এর গলাটার মধ্যে একটা অন্যরকম দরদ আছে🥰🥰, খুব সুন্দর💙💙💙

  • @rayasen1608
    @rayasen1608 2 роки тому +3

    আহা কি মিষ্টি...গানের সুরখানিও অসাধারণ আর গায়কী তো স্বর্গীয় অনুভূতি বয়ে আনছে।

  • @pujarajib4443
    @pujarajib4443 Рік тому +4

    এতো সুন্দর একটা উপহার দেওয়ার জন্য অনির্বাণ এবং তার পুরো team কে অনেক অনেক ধন্যবাদ ❤️🙏🏻

  • @snehabhattacharjee4817
    @snehabhattacharjee4817 2 роки тому +1

    Sotti Anirban dada tumi na thakle hoyto eto sundor mojar cinema dekhte petam na sotti😊. সিনেমাটার মধ্যে একটা অন্যরকমের পুরনো জিনিসকে আকড়ে নতুন জিনিসকে সাদরে আমন্ত্রণের মত ছিল ।।❤️

  • @anushkachowdhury5037
    @anushkachowdhury5037 2 роки тому +2

    Ei cinema ta dekhe khub anondo peyechi. Dekhlei mukh e ekta hasi chole ashe. Gan gulou tai.

  • @sukannyaroy5891
    @sukannyaroy5891 2 роки тому +11

    Both Anirban and Debraj are just fantastic and amazing 👏 wish to see more such unique compositions from this duo ❤

  • @sayandeepbanerjee4075
    @sayandeepbanerjee4075 2 роки тому +5

    কি অসাধারণ অনবদ্য একটা সৃষ্টি। মন প্রাণ জুড়িয়ে গেলো।❤️

  • @promitmallick1326
    @promitmallick1326 2 роки тому +4

    প্রত্যেকটা মানুষের অবদান এমন করে সবার সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ❤️

  • @simantinichakraborty1327
    @simantinichakraborty1327 2 роки тому +2

    অনেক দিন পর একটা ভালো ছায়াছবি দেখলাম। সব দিক থেকেই অপূর্ব। আর গানের ব্যবহার ও চরিত্রায়ন অসাধারণ।

  • @bp_luv1
    @bp_luv1 7 місяців тому

    দেবরাজ দার গলা টা কি মিস্টি আর স্নিগ্ধ 0:34 ই যতো বার শুনছি প্রেমে পড়ে যাচ্ছি।। আর অনির্বাণ দার তো কোন কথাই হবে না।।উনি অতুলনীয় 1:50 ই উফফ❤❤ পুরা গান টাই এতো সুন্দর করে গাওয়া 💗💗।। গানের lyricism💛💛। 💙💙পুরো বাঙালিয়ানা 💙💙

  • @abhishekar2772.
    @abhishekar2772. 10 місяців тому

    দেখতে চাই গো হৃদয় ঘেটে
    কোথায় পাতা শীতল পাটি❤

  • @ritamukherjeeroy
    @ritamukherjeeroy Рік тому +2

    কি অসাধারণ সুর আর দেবরাজ এর কন্ঠ। অনির্বাণ আপনার অভিনয়ের অনেক বড়ো অনুরাগী আমি আর এখনতো আপনার পরিচালনায় পরবর্তী সিনেমার অপেক্ষায় রইলাম।

  • @joydippatra_29
    @joydippatra_29 Рік тому +1

    2:30 ei jaygata just awesome laage! ❤️❤️❤️😍😍😍

  • @shrayantiroy5775
    @shrayantiroy5775 Рік тому +2

    অসম্ভব সুন্দর🥺❤️❤️❤️যতবার শুনি মন ভালো হয়ে যাই
    অনির্বান দা আর দেবরাজ ❤️❤️❤️❤️❤️যত ভালো বলবো কম হবে 🥺

  • @akashscreatives7173
    @akashscreatives7173 Рік тому +13

    অনির্বাণ দা তুমি মনের মধ্যে লাভ গুরুর মতো তীর মারছো একের পর এক অনবদ্য সৃষ্টি দিয়ে। মানে এভাবেও কোন প্রজন্মকে ফ্যানবেস বানানোর বিচিত্র ইতিহাস অনবদ্য। অসাধারণ একেকটা কাজের জন্য আমরা আপ্লুত। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল দাদা তোমার বাংলাদেশের এই ভক্ত অনুরাগী ভাইয়ের পক্ষ থেকে।

  • @psneogiofficial
    @psneogiofficial 2 роки тому +3

    অসাধারণ হয়েছে গানটি।
    অনির্বাণ ও দেবরাজ দাদাকে অনেক অভিনন্দন।

  • @shiladitya_chatterjee
    @shiladitya_chatterjee 2 роки тому +9

    This is the most innovative way of showing the making process of a movie. Thank you to the whole team ❤️

  • @arindambasu7068
    @arindambasu7068 2 роки тому +1

    বাংলা সংগীতে এতো ভালো ফিউসন ইদানীং কালে শুনিনি ... কি উদ্ভূত সৃষ্টি !

  • @dishasengupta3130
    @dishasengupta3130 Рік тому +1

    দেবরাজ অসাধারণ, এত স্নিগ্ধ কন্ঠ, তেমনই গলার কাজ

  • @sancharibanerjee2155
    @sancharibanerjee2155 Рік тому +2

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ, অসাধারণ, অসাধারণ, অসাধারণ, অসাধারণ, অসাধারণ

  • @feludaaa
    @feludaaa Рік тому +1

    Ei duet ta continuous loopeh shuneh jacchi... darun darun

  • @ayonsg
    @ayonsg Рік тому

    ওনেক দিন পরে একটা ভালো বাংলা সিনেমা দেখলাম... commercial film yet extremely well made with engaging story and excellent performance, music, colour grading, cinematography and direction.

  • @taniachatterjee4319
    @taniachatterjee4319 2 роки тому

    ভীষণ মিষ্টি একটা সিনেমা। বহুদিন পর মন ভালো হওয়ার মতো কিছু দেখতে পেলাম।

  • @KoustavKundutubai
    @KoustavKundutubai 2 місяці тому

    জয় নিতাই জয় জয় প্রাণ গৌরাঙ্গ ❤✨
    এই মধুর গলা যার , তাঁর নাম টা দিতে পারতেন 🙏🏻

  • @bikashmalo5367
    @bikashmalo5367 Рік тому +1

    খিল দিওনা মনের ঘরে প্রেমের পাখি বাইরে উরে💜💫

  • @rituparnagangopadhyay1369
    @rituparnagangopadhyay1369 Рік тому +1

    অপূর্ব ❤️ যেমন movie, তেমন তার গান। দেবরাজ কে কুর্নিশ 👌

  • @chandranikarmakar8102
    @chandranikarmakar8102 Рік тому +1

    Anirban Bhattacharya and Debraj Bhattacharya- both of you are awesome 👌 ❤❤

  • @priyanjalichatterjee1912
    @priyanjalichatterjee1912 2 роки тому

    Mon bhore geche cinema ta dekhe.. eto bhalo ovinoy r script nie ki bolbo...asadhron laglo..eirkm ro bhalo bhalo bangla cinemar dabi roilo Anirban da.

  • @amitkumarmahato826
    @amitkumarmahato826 Рік тому +2

    বাংলা সিনেমা ও সংস্কৃতি তার বহু প্রতীক্ষিত ত্রাতা অনির্বাণ বাবুর রূপে পেয়ে গিয়েছে।

  • @abhishekmajumdar7727
    @abhishekmajumdar7727 2 роки тому +1

    Tomra eksathe jokhon gaicho ... Goosebumps !

  • @unpluggedmohabbat1143
    @unpluggedmohabbat1143 Рік тому +1

    Debraj bhattacharya ❤️🌼

  • @omshikadas
    @omshikadas Рік тому +1

    Uttam Kumar er pore ai akjon er preme porechi.... love you Anirban ❤️

  • @brishtimaitra8172
    @brishtimaitra8172 2 роки тому +1

    দেবরাজ ভট্টাচার্য একজন অসাধারণ প্রতিভাবান মানুষ।

  • @navanitaduttachowdhury700
    @navanitaduttachowdhury700 Рік тому

    Asadharan asadharan gaan.Onekdin pore amon sundor poribeshan enjoy korlam.Anirban ke ki bole bahoba debo .Amon akjon talented manus bohudin bade amra peyechhi.Onek bado how bhai.Gaan ta bar bar shuneo mone hochhe abar shuni.

  • @somopriyaseal1033
    @somopriyaseal1033 2 роки тому +4

    Anirban Bhattacharya proved that he is a legend & a genius student of biswbharati.. He is a perfectionist in his acting, direction, writer, singing everything.. & I also love his appearances.. He is very gallent, down to earth man.. Kokhono nijeke niye borai kore na.... Kokhono or mone nayok cinema r uttom kumarer moto " I'LL BE THE TOP, THE TOP, THE TOP" motive thake na.. But don't think ami uttom kumarer sathe or compare korchi.. But I know he (anirban) 'll be the top of our tollywood industry one day for his hard works.... Jhulite kota award elo that doesn't matter..& this is the most needed approach from anirban.. Or somorke ekhon jotoi bolbo kom bola hobe But I must say he & his team did a great work in this film.. Hats off to them.. Love u all ♥️♥️♥️♥️

  • @saptaparnipatra3305
    @saptaparnipatra3305 2 роки тому +1

    অনির্বাণদা তোমার গলাটা হৃদয় কে ছুয়ে দিল।

  • @orophile_megh
    @orophile_megh 2 роки тому

    চমৎকারের আরেক নাম অনির্বাণ ভট্টাচার্য
    জয় সিনেমা.... জয় থিয়েটার.... জনতার জয় 🖤

  • @krishnenduray1758
    @krishnenduray1758 Рік тому +1

    ei cinema je dekhlo na ..ae anek kichi miss korlo

  • @suvamchanda5377
    @suvamchanda5377 2 роки тому +4

    I thought he is an outstanding actor or director , but seems like that he is an outstanding teacher also.

  • @koushiksingha8531
    @koushiksingha8531 2 роки тому

    Asadharon akta snigdhata ache ei gaane. "Kon gopone mon pureche" ei gaaner par ei gaane sei ak param snigdhata pelam.🙏

  • @debdeephalder9757
    @debdeephalder9757 Рік тому

    Ei combo r ekta gaan sunechhilam ...bibaho obhijan title track tarpor eta ...sera ❤️🥺🔥

  • @maitrayeeghosh514
    @maitrayeeghosh514 2 роки тому +2

    সকাল থেকে এই গান টাই কানে বাজছে...❤️

  • @arindamroy-chiku09
    @arindamroy-chiku09 Рік тому

    অনির্বাণদা আর দেবরাজদার গলা আলাদাই❤❤

  • @rifattomal1616
    @rifattomal1616 2 місяці тому

    অসাধারণ সিনেমাটা,প্রতিটা গান ❤️❤️

  • @twishabanerjee3948
    @twishabanerjee3948 2 роки тому

    সব কটা গানই খুব ভালো
    ছায়াছবির জয় জয়কার তো চারিদিকেই শোনা যাচ্ছে।
    অনেক শুভকামনা

  • @souvikofficial3901
    @souvikofficial3901 Рік тому +1

    অনির্বান ভট্টাচার্য সত্যিই অসাধারন ❤️

  • @bidhanbandyopadhyay4073
    @bidhanbandyopadhyay4073 6 місяців тому

    Anirban bhattacharya is an absolute artist.

  • @nrityamorphosis58
    @nrityamorphosis58 2 роки тому

    অপূর্ব ।অনির্বাণ ভট্টাচার্য ফাটাফাটি। অসাধারণ।

  • @arpanroy9967
    @arpanroy9967 2 роки тому

    কি সুন্দর, খানিকটা বাংলার নিজস্ব কীর্তন ঢ্যং। খুব সুন্দর খুব খুববব সুন্দর

  • @sachinchakraborty5431
    @sachinchakraborty5431 Рік тому +2

    Anirban sir...Plss create this kinda movies....from my side it was a masterpiece

  • @sanianasrin1546
    @sanianasrin1546 Рік тому

    ei movie ta ato valo j ami hazar bar dekhte parbo
    loved it

  • @ss.creativity1316
    @ss.creativity1316 Рік тому

    Wow sotti opurbo .. anirban sir er moddhye ei asole bangalir Abeg valobasa joriye royeche . Ei kodin agei amar sathe anirban sir er dekha hoyeche.. ekti onushthane uttam kumar er smorone . Ami to obak .. sotti tokhon dekhe mone hoyachilo je ami ekhon khati bangalir sathe dekhchi . Onake ami exit gate a jabar somoy faka peyechilam tai r ki tule nilam due tinti chobi . Thank you Anirban sir oituku muhurto amar sathe ekta smriti kore rakhte .ami dhonnyo holam ....

  • @bhattacharyabhishek
    @bhattacharyabhishek Рік тому

    Dada 100 bar suneo mon vorche na. Erokom classic piece aro chai❤❤

  • @nabinbairagi
    @nabinbairagi Рік тому

    বহুদিনপর কীর্তন ও টপ্পার এমন ভালো ব্যবহার দেখলাম বাংলা সিনেমাতে।

  • @rangitsengupta3025
    @rangitsengupta3025 2 роки тому +1

    Aj dekhe elam cinemata sotti darun . Erom cinema audience na dekhle audience k dhikkar

  • @avijit6399
    @avijit6399 Рік тому

    ৫০০+ নম্বর বার শুনছি, প্রত্যেক বার আরো বেশি করে ভাললাগছে।

  • @redpandgaming9872
    @redpandgaming9872 2 роки тому +3

    Ei gaan ta khub hridoi theke bhalo legeche .. Anirban to bhalo gyechei kintu .. amar bektigato motamot, jokhon jokhon Debraj Bhattacharya gan ta dhoreche totobar jeno ami hariye gachi.. ki sundor kontho Ahhhhaaa .. "chips er packet er moto .. jotota khaoar iccha totota kom deoa thake packet e.. sune jeno mon vorchena. 💓 Debraj Bhattacharya agami dine aro aro gaan upohar deben . Love u 💓

  • @Joyeeta_Sur1992
    @Joyeeta_Sur1992 Рік тому +1

    Debraj Sir and Anirban sir are just 😘😘❤😘❤😘❤❤

  • @sayanisomadder4273
    @sayanisomadder4273 2 роки тому

    Amr sab cheye besi khusi hoyechi casting dekhe,thnk u for the beautiful movie

  • @ani.bongaon
    @ani.bongaon 2 роки тому +1

    Osadharon Debraj..... ❤❤❤

  • @supriyochatterjee4095
    @supriyochatterjee4095 Рік тому

    Anirban Bhattacharya creates the difference everywhere wherever he is involved

  • @samiritbanik1504
    @samiritbanik1504 2 роки тому

    Excellent. Jemni cinema, temni acting, temni gaan! Oshadharon just, behind the scenes gulo dekhe mon bhore gelo! ANIRBAN!

  • @surjamaity9660
    @surjamaity9660 Рік тому

    যখনই সময় তখনই এই গানটা শুনি । অসাধারণ

  • @murlidey1088
    @murlidey1088 Рік тому +2

    আমাদের বাংলার সঞ্জয় লীলা বানসলি।
    ভালোবাসি তোমাকে #অনির্বাণ দা।।

  • @amlanmitra9620
    @amlanmitra9620 Рік тому +1

    এই রকম সেরিব্রাল ক্রিয়েশনই বাঙালিরা চায়। হ্যাটস অফ অনির্বাণ।

  • @rituparnabhattacharya6915
    @rituparnabhattacharya6915 Рік тому

    Wow.... Ki valo duet presentation ❤️❤️

  • @ss-iw6jq
    @ss-iw6jq 9 місяців тому

    Such a wow and soulful voice of this two men...