I am not a bengali but have immense love for the bengali food, literature, culture music and yes adda... eto bhalo laaglo ei gaan ta shune, no faltu katha bas moner katha🥰🥰🥰🥰
সঙ্গ যদি স্বস্তিই না দেয়, তাহলে সঙ্গীহীন থাকাটাই শ্রেয়। ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয়, তবে এমন ভালোবাসার চেয়ে গোটা আস্ত একটা জীবন একা কাটিয়ে দেওয়াই ঢের ভালো!♡︎
@@Preeti-BANGLADESH আরে ভাই আমি ওইটা বুঝাইতে চাই না।।দেখেন এখন কিছু ছেলে পেলে আছে যারা শুধু বিভিন্ন ধরনের হিন্দি, ডিজে এইসব আজেবাজে গন শোনে।।আমি তাদের উদ্দেশ্য বলছি তাদের মস্তিষ্ক সুস্থ না।আর যারা এইসব গান শোনে তারা সুস্থ মস্তিষ্কের মানুষ।।আমি কেন উনাকে অসুস্থ বলতে যাব।।আশাকরি বুঝতে পারছেন
প্রিয়মানুষটি কাছে থাকলে তার কদর থাকে কম। দুরে গেলে বোঝা যায় সেই মানুষটা কতটুকু জায়গা জুরে ছিল। গান তো আসলে অন্তরের বাস্তব কথপকথন যা শুনে কষ্ট ও সৃতিগুলো অশ্রু হয়ে বয়ে যায়।♠♥ শুভকামনা অনুপম দার জন্য। মনটা একটু হালকা করা যায় তার গান শুনে।♥♠♥
দশ বছর হয়ে গেলো আমরা আলাদা, দুজনে আলাদা পথে অনেক দূর চলে গিয়েছি কোনো যোগাযোগ নেই, দেখা নেই। কিন্তু আজও প্রতিটা রাত তোমায় মনে পড়ে, ইচ্ছে করে কথা বলি ফোনটা হাতে নিয়ে তোমার আইডিতে যায় একটু প্রোফাইল ঘুরি ভাবি মেসেজ করি কল দিই। কিন্তু না আবারও দুচোখের জলে বালিশ ভেজে এভাবেই কখন ঘুমিয়ে যায় 😢😢
আপনার তুলনা হয়না, আপনি অতুলনীয় এক প্রতিভা,একজন লেখক ও গীতিকার তখনই এত ভাল পারফর্ম করতে পারে যখন যে এইরূপ পরিস্থিতির মধ্য দিয়ে যায়... আপনার প্রতি অসম্ভব ভালোবাসা ভালো লাগা সব সময় কাজ করে..❤
এইরকম গানের প্রতি কোনো Feelings ছিলনা। পাশে কেউ শুনলে Boring লাগতো,,,, আজ 22+ হওয়ায় Family Problem এর জন্য আজ ভেতর থেকে দুমড়ে মুচড়ে গিয়ে এই গানটা কেই নিজের জীবনের সংজ্ঞা মনে হচ্ছে,,,😞😞😔 মানুষ শুধু ভালোবাসায় হেরে গিয়ে ক্লান্ত হয়না, অনেক সময় সময়ের সাথে চলতে গিয়েও হেরে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে,,,,, 0:37 "এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা লাগে সব" এই লাইনটা সাথে 2:19 part টা শুনলে সব এলোমেলো হয়ে যাচ্ছে,,,,,😞😔
আপনি সত্যি অনন্য,এই গানের female version এর সুর টাও আপনি নিজেই দিয়েছিলেন,আর এবার নিজের মন্ত্রমুগ্ধ গলায় যখন গানটা গাইলেন,সেই সুর কে এক অনন্য মাত্রায় নিয়ে গেলেন......অনুপম স্যার এর গান মানেই বাস্তবতার আয়না,মনের না বলা কথা,জমা কষ্টের প্রতিচ্ছবি 🙃🙃
গানটা repeat mode-এ অনেকবার শুনেছি দুই মাস যাবৎ, ইমনের গলায়। গতকাল থেকে অনুপমদার গলায় গানটাও মোটামুটি 50 বার শুনে ফেলেছি, এবং আরো শুনবো। নিজের লেখা , নিজের সুর, a rare talent, অনুপম রায়।
এর মায়া থেকে কোনো মতে বেরোনো সম্ভব নয় । যত শুনি মন ভরে না । ❤❤ এতো বার শুনছি লোকে পাগল বলছে কিন্তু এর একটা আলাদা মায়া যেটা সবাইকে বোঝাতে পারছিনা ।❤❤❤
কাছের মানুষটিকে নিজের বন্ধুর হতে দেখার অনুমতি সত্যিই ভাবতেও অবাক লাগে ভালোবাসা কী ভাবে এত অসহায় করে দেই মানুষকে ।অনেক শুভেচ্ছা রইল অনুপম স্যার আপনার জীবনে ভালোবাসা অভাব যেনো না হয় অনেক ধন্যবাদ এত সুন্দর গান উপহার দিয়েছেন আমাদের❤
এই গানটা অনেক আগে একটু শুনেছিলাম....পুরো টা শুনতে পারিনি ...... আজ শুনলাম..... প্রচন্ড যন্ত্রণা গলায় দলা পাকিয়ে পিছনের স্মৃতি গুলো এক ধাক্কায় মনে পরিয়ে দিচ্ছে...... এই গান প্রেমিক অনুপমের যন্ত্রণা নয় আপামর সমস্ত অনুভূতিশীল মনের যন্ত্রণা.........
অনুপম দাদা আপনার এই গানের মাধ্যমে প্রথম চিনি ও ভীষণ ভাল লাগে, তারপর আপনার জীবনের কিছু ঘটনা জেনে আরও বেশী আপনাকে ভাল লাগে আপনার ধৈর্য সহ্য শক্তি দেখে অনুপ্রেরণা পাই, অনেক কিছু শিখি। আপনার জন্য শুভকামনা🙏❤
কিছু কিছু গান স্মৃতিপটে দাগ কাটে যা যুগ যুগ ধরে রয়ে যাবে। একদিন শিল্পী নিজেই থাকবেন না। শ্রোতার হৃদয়ে তাঁর গান বেঁচে থাকবে। অনুপম রায়ের এই গানটি অন্যতম প্রিয়। আমার মনে বেশ দাগ কেটেছে।। ❤
কি বেড়া কি কাঁটাতার, আমার বাংলা ভাষাকে আলাদা করে এমন সাধ্য কার?? আমি গর্বিত আমি বাঙালী। ভালো থেকো ওপার বাংলা,বাংলাকে অন্তরে নিয়ে আমরা দুই বাংলা চিরকাল ই এক থাকবো🤗🫂 ভালোবাসা বাংলাদেশ থেকে🇧🇩❤️
বাংলা ভাষা আমার,আমাদের মুখের,মনের,প্রাণের ভাষা। অন্যান্য ভাষার দাপটে ক্যারিয়ারের পানে ছুটতে বাধ্য হলেও, দিনশেষে ফিরে আসি এই বাংলায়, আর তখনই পাই নিজের প্রশান্তি ❤ কত সুমধুর আমার বাংলা ❤
এই গানটা যতবার শুনেছি😢😢 ততবার আমি কেঁদেছি😢😢 জানিনা অনুপম দা গানটা কিভাবে গেয়েছেন😢😢 গাইতে গাইতে ওনার চোখেও নিশ্চয়ই জল আমি দেখতে পেয়েছি😢 ভালো থাকুক পৃথিবীর সব মানুষগুলো😢 গানটির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে😢 মন খারাপ হলে এই গানটা শুনলে😢 চোখ থেকে জল বেরোলে😢 মনটা অনেক হালকা হয়ে যায়😢 থ্যাংক ইউ অনুপম দা😢 এত সুন্দর একটা গান এভাবে গাওয়ার 😢 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ❤❤
আপনার গলায় পুরো গানটা শোনার অপেক্ষায় ছিলাম , ❤❤। আলাদা এক স্বস্তি আছে আপনার voice এ 😌😌❤️। The lyrics..." এভাবে হেরে যাই, যেই ফিরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব"🥀🥺❤️ ....মন ছুঁয়ে গেলো 🌹❤
অনুপম রায় বাংলাদেশে কনসার্ট করে গেছেন। তারপর থেকেই সবার অনুরোধ ছিলো এই গানটা অনুপম রায় নিজের কণ্ঠে গাইবেন। অবশেষে তা পূর্ণতা পেলো। আর অনুপম রায় যা গাইলেন, সত্যি অসাধারণ।
যাক আমার কমেন্টস লেখাটা সার্থক হয়েছে।। অনুপম দার গলায় যদি এই গানটা না শুনলাম, তো কি শুনলাম.... ধন্যবাদ আরো একটা গান তোমার গলায় আমাদের উপহার দেওয়ার জন্য।।। ❤❤
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শুনা হতো না প্রিয়। সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে, কেউ না কেউ আমার রেখে যাওয়া কমেন্ট এ Like দিবে তখন হয়তো আবার এই গানটা শুনতে পাবো
যতবার শুনলাম শুধু মুগ্ধ হয়ে শুনেই গেলাম - স্মৃতি রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য যে আমাদের সময় গান গুলোই শ্রেষ্ট চিরকাল।। এমন গান আর শিল্পী কখনো জন্ম নেবে নাহ 🥰🥰
একটা মানুষকে অল্প দিনে এত্তো ভালোবাসা যায়,আর হঠাৎ আলাদা হয়ে যাওয়া হৃদয় থেকে বিচ্ছিন্ন করে দেয়া যে কতটা বেদনার এই গানটা শুনলে তা কিছুটা অনুভিব করা যায়।।। স্মৃতি রেখে গেলাম তার ভালোবাসায় ❤️
বাংলার সঙ্গীত জগতের একটা জনপ্রিয় শিল্পী অনুপম রায়। আজ এই গানটির সাথে ওর জীবনকথা যেনো অঙ্গাঙ্গীভাবে মিশে গেছে।তবুও শিল্পী অনুপম আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে চিরন্তন. 💓💓
তোকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান কখনো শোনা হতো না!💔 স্মৃতি হিসেবে রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ আমার কমেন্ট পড়ে লাইক দিবে আমি নোটিফিকেশন পেয়ে তোকে মনে করে আবার গানটা শুনবো প্রিয়!! ❤❤পরিশেষে আশির্বাদ করি যার কাছেই থেকো ভালো থেকো!
গানের কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে। যা খুব দুঃখজনক। আপনার কন্ঠে গানটা আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ দাদা। এরকম একটা গান আপনার কন্ঠে শোনার সুযোগ দেওয়ার জন্য।।
স্মৃতি রেখে গেলাম।। যুগ যুগ ধরে মানুষ যখন এ গানটি শুনতে আসবে । তখন কেউ লাইক দিলে নোটিফেকশন ঢুকবে ।। তার পর আমি আবার আসবো এই গানটি শুনতে 👍❤️
😊😊
😭😭😭
Ok
@@Tamannakhondokar1ললএলএলএলএলএলপি😊ল্পল্লপ্লপ্লপ😊লপ্লপেললপ্পল্পল্ল
পেল😊😊প
প
প্পেলপ্লল
😭😭😭😭😭😭😭😭😭😭
গানটার সাথে অনুপমের নিজের খুব মিল পাচ্ছি এই সময়ে এসে দাঁড়িয়ে!
❤
আত্মহত্যা মহাপাপ বলেই এ শহরে আজ অনেক জীবন্ত লাশ ঘুরে বেরাচ্ছে 🖤
Ahhh brooo
😂😂😂😂
Underrated comment 🏅
ki darun bolli re bhai ekdom moner kotha bolli
HHmmm right ja bhai haha diyaco manusik kosto ki hola bujba
⚜️✳️বাঙালি হয়ে জন্ম না নিলে হয়তো এই গানের মাহাত্বটাই বুঝতে পারতাম না✳️⚜️
হ্যাঁ অনুপম, এতো জীবনকেন্দ্রিক গান --এত সুন্দর আপনার সৃষ্টি!! খোলা আকাশের নীচে সুন্দর করে বাঁচুন। এগিয়ে নিয়ে চলুন নিজেকে।
I am not a bengali but have immense love for the bengali food, literature, culture music and yes adda... eto bhalo laaglo ei gaan ta shune, no faltu katha bas moner katha🥰🥰🥰🥰
It's real
Z@@Allmovies-ek2leyes❤❤❤,,,,love from Bangladesh 😊
সঙ্গ যদি স্বস্তিই না দেয়, তাহলে সঙ্গীহীন থাকাটাই শ্রেয়। ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয়, তবে এমন ভালোবাসার চেয়ে গোটা আস্ত একটা জীবন একা কাটিয়ে দেওয়াই ঢের ভালো!♡︎
সবাই পারে না দায়িত্বটা ভয়ঙ্কর রকমের খারাপ
😢😢😢😢
বাংলার সংস্কৃতি ধরে রাখার জন্য একটা অনুপমরাই যথেষ্ট,,
iam from Bangladesh
সত্যি ❤
age amra indian thik a66e
মানুষ যখন আনন্দে থাকে তখন গান শুনে, আর যখন কষ্টে থাকে তখন গানের কথা গুলো শুনে🙂💔
❤
ঠিক
গভীর পর্যবেক্ষন 💔💔
❤
কথাটা ১০০% সত্যি
হয়তো এই গান গুলোর হৃদয়বিজারক মানে বোঝার জন্যই ভগবান আমাকে এক বাঙ্গালীর ঘরে জন্ম দিয়েছে ।। অনুপম স্যার মানেই..❤️
😂😂😂😂😂
হাজার বছর পর ও মানুষ এই গান শুনবে। অনুপম রায় কে সাধুবাদ জানাই এমন অনবদ্য সৃষ্টির জন্য।
এই গান গুলোই একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পরিচয় বহন করে।।
Ektu janar jonno jiggas korchi... kichu mone korben na pls... accha, kew ki unake osustho boleche??? I mean opar bangla te ki emon kothao hocche??
@@Preeti-BANGLADESH আরে ভাই আমি ওইটা বুঝাইতে চাই না।।দেখেন এখন কিছু ছেলে পেলে আছে যারা শুধু বিভিন্ন ধরনের হিন্দি, ডিজে এইসব আজেবাজে গন শোনে।।আমি তাদের উদ্দেশ্য বলছি তাদের মস্তিষ্ক সুস্থ না।আর যারা এইসব গান শোনে তারা সুস্থ মস্তিষ্কের মানুষ।।আমি কেন উনাকে অসুস্থ বলতে যাব।।আশাকরি বুঝতে পারছেন
😅
Esb gan osustho manush rai sone ❤❤❤
'আমি আবার ক্লান্ত পথচারী, এ-ই কাটার মুকুট লাগে ভারী'- গানের কথাগুলো অসাধারণ, আর অনুপমের দরদ ভরা কন্ঠ তো অনবদ্য.. ❤
That's truee
Eto bhalo maneyer manush key q ki karey aghat karey
আগামীর কালজয়ী এই গানটির অফিশিয়াল মেইল ভার্সনটাই সবচেয়ে শ্রুতিমধুর... অনুপম রায় স্যার 🙏🙏🙏
প্রিয়মানুষটি কাছে থাকলে তার কদর থাকে কম। দুরে গেলে বোঝা যায় সেই মানুষটা কতটুকু জায়গা জুরে ছিল। গান তো আসলে অন্তরের বাস্তব কথপকথন যা শুনে কষ্ট ও সৃতিগুলো অশ্রু হয়ে বয়ে যায়।♠♥ শুভকামনা অনুপম দার জন্য। মনটা একটু হালকা করা যায় তার গান শুনে।♥♠♥
যতবার শুনলাম শুধু মুগ্ধ হয়ে শুনেই গেলাম - স্মৃতি রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য যে আমাদের সময় অনুপম রয় বলে একজন ছিলো যে ভিতর থেকে শান্তি দিতো ❤❤
দশ বছর হয়ে গেলো আমরা আলাদা, দুজনে আলাদা পথে অনেক দূর চলে গিয়েছি
কোনো যোগাযোগ নেই, দেখা নেই। কিন্তু আজও প্রতিটা রাত তোমায় মনে পড়ে, ইচ্ছে করে কথা বলি
ফোনটা হাতে নিয়ে তোমার আইডিতে যায় একটু প্রোফাইল ঘুরি ভাবি মেসেজ করি কল দিই। কিন্তু না আবারও দুচোখের জলে বালিশ ভেজে এভাবেই কখন ঘুমিয়ে যায় 😢😢
❤
আপনার তুলনা হয়না, আপনি অতুলনীয় এক প্রতিভা,একজন লেখক ও গীতিকার তখনই এত ভাল পারফর্ম করতে পারে যখন যে এইরূপ পরিস্থিতির মধ্য দিয়ে যায়... আপনার প্রতি অসম্ভব ভালোবাসা ভালো লাগা সব সময় কাজ করে..❤
অনুপম রায় কি জানতো তাঁর এই গানের লাইন তাঁর'ই জীবনের সঙ্গে মিলে যাবে।
মনে হচ্ছে সত্যিই আজ এই গানের পূর্ণতা পেল।
উনি জেনেই এই লাইনগুলো লিখেছে। তাদের বিচ্ছেদ আরো ২ বছর আগে হয়েছে।
এইরকম গানের প্রতি কোনো Feelings ছিলনা। পাশে কেউ শুনলে Boring লাগতো,,,,
আজ 22+ হওয়ায় Family Problem এর জন্য আজ ভেতর থেকে দুমড়ে মুচড়ে গিয়ে এই গানটা কেই নিজের জীবনের সংজ্ঞা মনে হচ্ছে,,,😞😞😔
মানুষ শুধু ভালোবাসায় হেরে গিয়ে ক্লান্ত হয়না, অনেক সময় সময়ের সাথে চলতে গিয়েও হেরে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে,,,,,
0:37 "এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা লাগে সব" এই লাইনটা সাথে 2:19 part টা শুনলে সব এলোমেলো হয়ে যাচ্ছে,,,,,😞😔
এই মানুষটি যে ছেড়ে যায় সে কত বর অকৃতজ্ঞ।সে এক দিন বুঝতে পারবে কি হারিয়ে ছে।❤️❤️❤️❤️ অনেক ভালো বাসা তোমাকে অনুপম
আপনি সত্যি অনন্য,এই গানের female version এর সুর টাও আপনি নিজেই দিয়েছিলেন,আর এবার নিজের মন্ত্রমুগ্ধ গলায় যখন গানটা গাইলেন,সেই সুর কে এক অনন্য মাত্রায় নিয়ে গেলেন......অনুপম স্যার এর গান মানেই বাস্তবতার আয়না,মনের না বলা কথা,জমা কষ্টের প্রতিচ্ছবি 🙃🙃
উস্কু সাদাকালো চুল,বেদনায় ভরা দুটো চোখ,বিষন মায়াবী কন্ঠে অনুপম রায়❤️
কথাগুলো খুব সুন্দর
গানের মধ্যে নিজের জীবনের কথা গুলো বলে গেল 😢😢 , অনুপম আপনি একজন legend শিল্পি
গানটা repeat mode-এ অনেকবার শুনেছি দুই মাস যাবৎ, ইমনের গলায়। গতকাল থেকে অনুপমদার গলায় গানটাও মোটামুটি 50 বার শুনে ফেলেছি, এবং আরো শুনবো। নিজের লেখা , নিজের সুর, a rare talent, অনুপম রায়।
সত্যিই প্রশংসনীয়,অনুপম স্যারের লিরিক্স সত্যিই অসাধারণ। এই গানটা যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।❤️❤️
Ahh.. Finally the official male version of this masterpiece...! ❤✨
😢😢😢😢
👍🇧🇩
U B o
বেশীরভাগ মানুষই কস্টে বেঁচে আছে ভাই। ক'জনার মনের খবর জানেন আপনি।বেঁচে থাকুন নিজের জন্য। মানুষকে সাহায্য করার জন্য। ❤
এর মায়া থেকে কোনো মতে বেরোনো সম্ভব নয় । যত শুনি মন ভরে না । ❤❤
এতো বার শুনছি লোকে পাগল বলছে কিন্তু এর একটা আলাদা মায়া যেটা সবাইকে বোঝাতে পারছিনা ।❤❤❤
Akdom right
গান টা বাস্তবে পরিণত হয়ে গেল, ভালো থাকবেন দাদা 😢
🎉প্রেমে পড়লে মানুষ গান শুনতে শেখে
আর বিচ্ছেদ হলে গান বুঝতে শেখে 😊
Niceee
Bah ..
Absolutely right
Yes 👍🙌
darun bolcen vai
এই গানটি অনুপম বাবুর কণ্ঠে সত্যি একটি আলাদা মাত্রা যোগ করে।ওনার পরিষ্কার উচ্চারণ, স্বরনিক্ষেপ সত্যিই ভীষণই আলাদা, অদ্ভুতভাবে ভালোলাগায় আমাদের, ভালোবাসায়।নমস্কার নেবেন দাদা।
❤❤😅
যেন কোটি মানুষের মনের না বলা কথা গুলি সাবলীল ভাবে গেয়ে গেলেন শিল্পী ❤️ Forgive everyone who made you alone!
yes bro
বছরে ৫০ টি গানের দরকার নেই। ১ টি মাধুর্য ময় গান উপহার দিলে। এই গানটা একটি সৃষ্টি, যা সারাজীবন বাঙালির একাকিত্ব ও বিরহের সঙ্গী হিসেবে থাকবে। ❤❤❤
কি শ্রুতিমধুর কন্ঠ! অনুপম স্যার মানেই অসাধারন কিছু । স্যালুট আমনাকে অনুপম স্যার ।
কাছের মানুষটিকে নিজের বন্ধুর হতে দেখার অনুমতি সত্যিই ভাবতেও অবাক লাগে ভালোবাসা কী ভাবে এত অসহায় করে দেই মানুষকে ।অনেক শুভেচ্ছা রইল অনুপম স্যার আপনার জীবনে ভালোবাসা অভাব যেনো না হয় অনেক ধন্যবাদ এত সুন্দর গান উপহার দিয়েছেন আমাদের❤
হয়তো অনেকেই এই গান টা কে উপভোগ করছে,,,গান হিসাবে কিন্তু গানের প্রতিটি শব্দে অনুপমের অনুভূতি লুকিয়ে আছে 😢
😢😕😭
কোথায় ছিলাম, কোথায় আছি,কি করছি,কি করবো,কোথায় যাবো 🤔জীবন বার বার ভাবায়।আপনারা যদি কেউ আমার মতো ভাবেন তাহলে লাইক দিয়েন আর একবার এসে ভাববো।
বাস্তব ঠিক বলছেন আপনে 🥺🥺😓
@@adordas1355 Tnx
এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেনো আলাদা আলাদা সব😢😢😢😢 এ যেনো জীবনের প্রতিটা পৃষ্ঠার গল্পের কাহিনি
অনুপমের কন্ঠে পুরো গানটা শোনার অপেক্ষায় ছিলাম ❤❤❤❤❤
Ekdom
❤
same 2 you bro 🙃
আহা কি মায়া রয়েছে আপনার সুরের মধ্যে।কালজয়ী শিল্পী অনুপম রায় ।।।যখনই এই গানটা সবাই শুনতে আসবে একটা সুরের মায়ায় পরে যাবে ।।
এই গানটা অনেক আগে একটু শুনেছিলাম....পুরো টা শুনতে পারিনি ...... আজ শুনলাম..... প্রচন্ড যন্ত্রণা গলায় দলা পাকিয়ে পিছনের স্মৃতি গুলো এক ধাক্কায় মনে পরিয়ে দিচ্ছে...... এই গান প্রেমিক অনুপমের যন্ত্রণা নয় আপামর সমস্ত অনুভূতিশীল মনের যন্ত্রণা.........
অনুপম দাদার গলায় গান টা যত বার শুনেছি ততবারই গায়ে কাঁটা দিয়েছে।। আর আজও তাই... 😊❤
😊
সত্যি বাংলা গান যে কতোটা মন ছুঁতে পারে তারই উদাহরণ হলো এই। অনুপম রায় এর গলার গানটি শোনার জন্য অনেক অপেক্ষায় ছিলাম।❤️
অনুপম দাদা আপনার এই গানের মাধ্যমে প্রথম চিনি ও ভীষণ ভাল লাগে, তারপর আপনার জীবনের কিছু ঘটনা জেনে আরও বেশী আপনাকে ভাল লাগে আপনার ধৈর্য সহ্য শক্তি দেখে অনুপ্রেরণা পাই, অনেক কিছু শিখি। আপনার জন্য শুভকামনা🙏❤
কিছু কিছু গান স্মৃতিপটে দাগ কাটে যা যুগ যুগ ধরে রয়ে যাবে। একদিন শিল্পী নিজেই থাকবেন না। শ্রোতার হৃদয়ে তাঁর গান বেঁচে থাকবে। অনুপম রায়ের এই গানটি অন্যতম প্রিয়। আমার মনে বেশ দাগ কেটেছে।। ❤
গানটা শুনলেই মনটা অজানা এক কারণে শান্ত হয়ে যায়। অনুপম বাবু গানের এমন এক জনরা ক্রিয়েট করেছে, যা আমাদের মত গান পিপাসুদের জন্য আশীর্বাদ স্বরুপ❤
আমাকে বিশ্রী ভাবে কাঁদানোর পরেও, যে স্রষ্টা তোমাকে এত সুখদিচ্ছে, মনে রেখো এই স্রষ্টা কিন্তু আমারও!..🖤
কিছুক্ষণ আগেই গানটা আমার নজরে আসে। অসম্ভব রকম ভালো লাগার এই গান!
কি বলবো অনুপম দাদাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা দাদাকে।
ভালোবাসা রইল অবিরাম!!!!❤
কিছু মানুষ থাকে যাদের জন্মই হয়েছে কষ্ট পাবার জন্য😢
এইভাবে বলেন না চরম খারাপ লাগে
স্মৃতি রেখে গেলাম যতবার রিয়েক্ট পড়বে ততবার এসে গানটা শুনে যাব❤
কি বেড়া কি কাঁটাতার,
আমার বাংলা ভাষাকে আলাদা করে
এমন সাধ্য কার??
আমি গর্বিত আমি বাঙালী।
ভালো থেকো ওপার বাংলা,বাংলাকে অন্তরে নিয়ে আমরা দুই বাংলা চিরকাল ই এক থাকবো🤗🫂
ভালোবাসা বাংলাদেশ থেকে🇧🇩❤️
❤❤❤ nice comment
@@mastimusic6851❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Love 💗 @@mimzim446
❤❤❤
সঠিক মানুষ না পেলে একা থাকতেও রাজি, তবুও কোনো ভুল মানুষ যেন না আসে! ❤️
Akdhom thik kotha
Akdom thik.vul manuser sathe jibon katano r more jaoya soman
kintu aapni kivabe bujben je konta sothik, tar jonyo to aapnake sobaiyer kache unmukto korte hobe.
একটা মানুষের লেখা গান ও তার সুরগুলো তার নিজের জীবনের সাথেই জুড়ে যাওয়া খুবই দুঃখজনক। 🙁
আমার প্রিয় একজন গায়ক❤️
😢😢😢
Hoyto nijer feelings tai share koreche song er moddhey
❤❤
❤❤
অনুপম, The Great..
তোমার কণ্ঠেই পুরো গানটা শোনার অপেক্ষায় ছিলাম......অপূর্ব অসাধারণ 😍💙
ঘুম থেকে উঠেই গানটা শুনলাম । একবারে মন ভরলো না। ৩ বার শুনলাম দাদা।অনেক❤❤❤❤❤রইলো 😊
সত্যিই অসাধারণ একটি গান। স্মৃতি রেখে গেলাম ২০২৩ এর ডিসেম্বর মাসে। গানটা হয়তোবা আবার শোনা হবে যখন কেউ এই কমেন্টে লাইক দিবে 😊
Comment korlam jate r Akbar sonar sujog pau ❤,,,tahole r Akbar sune nau
Thank you 😀@@SalmaLaskar-ix9mx
অনুপমের ভয়েস মানে আগুন 🔥
তার প্রতিটা গান সব সময় হৃদয়কে স্পর্শ করে ❤️
গানটা শুনলে সত্যিই মন ছুঁয়ে যায় এখনকার সময় এইরকম ধরনের গান পাওয়া সত্যিই আমাদের একটা বিশাল পাওয়া এর জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ❤
গানের সাথে আমার জীবনের কোনো মিল নেই। তবুও কেনো জানি ভালো লাগা কাজ করে এই গানটার প্রতি। এক কথায় অসাধারণ ❤❤
বাংলা ভাষা আমার,আমাদের মুখের,মনের,প্রাণের ভাষা। অন্যান্য ভাষার দাপটে ক্যারিয়ারের পানে ছুটতে বাধ্য হলেও, দিনশেষে ফিরে আসি এই বাংলায়, আর তখনই পাই নিজের প্রশান্তি ❤
কত সুমধুর আমার বাংলা ❤
❤
শুনেছি গান হাসতেও পারে আবার কাদাতেও পারে না বলা অনেক কথা মনে করিয়ে দিতেও পারে সত্যিই তুমি ধন্য "গান"❤
বারংবার শুনতে ইচ্ছে করে গানটা, অতৃপ্ত বেদনার আরেকনাম বিচ্ছেদ।
হয়ত কেউ একজন রিয়েক্ট দিয়ে স্মরণ করিয়ে দিবে নতুন করে
😭😭
এই গানটা যতবার শুনেছি😢😢 ততবার আমি কেঁদেছি😢😢 জানিনা অনুপম দা গানটা কিভাবে গেয়েছেন😢😢 গাইতে গাইতে ওনার চোখেও নিশ্চয়ই জল আমি দেখতে পেয়েছি😢 ভালো থাকুক পৃথিবীর সব মানুষগুলো😢 গানটির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে😢 মন খারাপ হলে এই গানটা শুনলে😢 চোখ থেকে জল বেরোলে😢 মনটা অনেক হালকা হয়ে যায়😢 থ্যাংক ইউ অনুপম দা😢 এত সুন্দর একটা গান এভাবে গাওয়ার 😢 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ❤❤
Ahaa !! Excellent melodious .... অপূর্ব অনবদ্য অসাধারণ লাগল !! অনেক শুভেচ্ছা !! গানের কথা খুব ভালো লাগল!!🙏🙏
অপেক্ষাই ছিলাম কবে Male Version টা পুরো গান টা শুনতে পাবো । ধন্যবাদ দাদা । ❤
গানের কথাগুলো যেন মনের অনেক গভীরের ক্ষতগুলো আলগা করে দিলো 😢
জীবনের সাথে প্রচন্ডভাবে মিলে গেল কথাগুলো।
প্রতারকগুলো সবসময় ভালো থাকুক 😭😭😭😭
আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি!
কাছের মানুষকে দূরে সরে যেতে
দেখেছি! সবাই বলে ভালোবাসা হাসতে
শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর
রাতে একাকী কাঁদতে দেখেছি।
ঈশ্বর আপনার মনে শক্তি , শান্তি আনন্দ দিন ❤।
আপনার গলায় পুরো গানটা শোনার অপেক্ষায় ছিলাম , ❤❤। আলাদা এক স্বস্তি আছে আপনার voice এ 😌😌❤️।
The lyrics..." এভাবে হেরে যাই, যেই ফিরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব"🥀🥺❤️ ....মন ছুঁয়ে গেলো 🌹❤
Absolutely right
অনুপম রায় বাংলাদেশে কনসার্ট করে গেছেন। তারপর থেকেই সবার অনুরোধ ছিলো এই গানটা অনুপম রায় নিজের কণ্ঠে গাইবেন। অবশেষে তা পূর্ণতা পেলো। আর অনুপম রায় যা গাইলেন, সত্যি অসাধারণ।
যাক আমার কমেন্টস লেখাটা সার্থক হয়েছে।। অনুপম দার গলায় যদি এই গানটা না শুনলাম, তো কি শুনলাম.... ধন্যবাদ আরো একটা গান তোমার গলায় আমাদের উপহার দেওয়ার জন্য।।। ❤❤
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শুনা হতো না প্রিয়। সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে, কেউ না কেউ আমার রেখে যাওয়া কমেন্ট এ Like দিবে তখন হয়তো আবার এই গানটা শুনতে পাবো
অসাধারণ অনুপম! হৃদয় ছুঁয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদেরও এই গান শুনলে। যুগ যুগ আমাদের মাঝে বেঁচে থাকবে তোমার এই উপহার।
আহারে মানুষ টা। যার গান শুনে ভালবেসে আসছি, সে ভালবাসার কাছে এভাবে প্রতারিত হবে ভাবিনি😢
Cha kheye var fele diyeche naki re 😂😂😂
প্রতিটি লাইন অনুভব করার মতো,হৃদয় ছুয়ে যায়❤️
ভালোবাসি কথাটা মুখে বললেই হয়ে যায় না।সেটা অনুভব করাতে হয়🙂
কেমন যেন আলাদা আলাদা সব💔সুরটা জাস্ট ওয়াও🥰
নিজের জীবনের ঘটনাপ্রবাহ গান হিসাবে শ্রোতাদের উপহার দিলেন।
অসাধারণ গায়কী। যতবার শুনি মুগ্ধ হই।❤️
যতই শুনিনা কেন,,তাও তৃপ্তি হয়না।। এতটাই মধুর লাগে শুনতে💕 ভালো থাকুক সবার ভালোবাসার মানুষগুলো
❤😅
অসাধারণ গলা আর সুর.... দাদা দারুন গেয়েছো ❤
এই গান গুলো হয়তো ইউটিউব Trending এ থাকে না কিন্তু কিছু মানুষের হৃদয়ে থাকে ❤
এখন trending এও আছে।😅
@@oishikchattopadhyay1705 ji
Trend a na thakai valo
Trend hole manush ato sundor gan gulo pochaiya felto
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি😊😇😇
Anupam da মানেই বাস্তবতার সুর ❤
Anupam Roy nailed it❤💥
He is the True gem of Bangla Music Industry 💎
youtube.com/@moinulislam-pn4zr?si=mpkbW78QmPHWPo57
আহা গানই শিল্পীর জীবনের বক্তব্য হয়ে গেলো,শুভকামনা রইলো প্রিয় শিল্পীর জন্য
যতবার শুনলাম শুধু মুগ্ধ হয়ে শুনেই গেলাম - স্মৃতি রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য যে আমাদের সময় গান গুলোই শ্রেষ্ট চিরকাল।। এমন গান আর শিল্পী কখনো জন্ম নেবে নাহ 🥰🥰
এত সুন্দর করে গাইতে নেই দাদা!
কেমন যেন লাগে।
কি সুন্দর, অপুর্ব!!
আজকে সেই Anupom Roy আসলেই আলাদা! হেরে গেছে ভালোবাসার কাছে৷ 💔
একটা মানুষকে অল্প দিনে এত্তো ভালোবাসা যায়,আর হঠাৎ আলাদা হয়ে যাওয়া হৃদয় থেকে বিচ্ছিন্ন করে দেয়া যে কতটা বেদনার এই গানটা শুনলে তা কিছুটা অনুভিব করা যায়।।।
স্মৃতি রেখে গেলাম তার ভালোবাসায় ❤️
দাদা আপনার প্রতিটা সৃষ্টি পুরাই অসাধারন 💖ভালোবাসা রইলো 🇧🇩 থেকে
বাংলার সঙ্গীত জগতের একটা জনপ্রিয় শিল্পী অনুপম রায়। আজ এই গানটির সাথে ওর জীবনকথা যেনো অঙ্গাঙ্গীভাবে মিশে গেছে।তবুও শিল্পী অনুপম আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে চিরন্তন. 💓💓
অসম্ভব সুন্দর এই গানটি উপহার দেওয়ার জন্য অনুপম স্যার কে স্যালুট জানাই, গানটি আমার মন ভরিয়ে দিয়েছে।
অনুপমের গানগুলো টানা ৫বার ১০ বার শুনলেও ভালো লাগা থেকেই যায়। আবারও পুনরায় শুনি।।
This song one of them❤❤
বাংলা ভাষা ও সাহিত্যকে আপনারা দিনের পর দিন সমৃদ্ধ করে যাচ্ছেন। আপনাদের অবদান কখনোই ভোলার নয়,বিশেষ করে বাংলাভাষীরা।❤❤❤
Take ❤ from Bangladesh dada🙏
ভালোবাসা জানিও অনুপম দাদা। কমেন্ট করে গেলাম যেন নোটিফিকেশন আসলে আবার মনে করিয়ে দেয় এই অন্তর জুড়ানো সুরকে। ভালোবাসা অবিরাম। লাভ ফ্রম বাংলাদেশ 🇧🇩
ইন্ডিয়াকে এতো ঘৃনা করিস, তো ইন্ডিয়ান গান শুনতে লজ্জা লাগে না তোদের?
unique talent and versetile voice.....so beautiful so nice..❤️❤️
অনুপমের গান আর ভিন্ন কিছু লিরিক্স থাকবেনা সেটা কি কখনো হয়???
What A Magical Voice And Leriex❤❤❤❤
কতোটা অপেক্ষা করে ছিলাম দাদা তোমার কন্ঠে গানটা শুনবো বলে 😊উফফ কি যে ভালো লাগতাছে এখন ❤ভালোবাসা অবিরাম দাদা বাংলাদেশ থেকে🇧🇩🇧🇩❤❤
সত্যিই অনবদ্য। আলাদা মন ভাঙ্গা কুয়াশার যানজটের মাঝে নিজেকে আবিষ্কার করার এক অলৌকিক আতস্কাচ। ভালো লাগার মাঝে কষ্টের বন্যার উতলতা অনুভব করতে পারলাম 😌
ধন্যবাদ 🙏 আপনার গলায় পুরো গানটা শোনার ইচ্ছে ছিল আপনি আমাদের কথা রেখেছেন 🙏 অসাধারণ গান টা 🙏 ধন্যবাদ 🙏
তোকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান কখনো শোনা হতো না!💔 স্মৃতি হিসেবে রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ আমার কমেন্ট পড়ে লাইক দিবে আমি নোটিফিকেশন পেয়ে তোকে মনে করে আবার গানটা শুনবো প্রিয়!! ❤❤পরিশেষে আশির্বাদ করি যার কাছেই থেকো ভালো থেকো!
💔
কোনো কথা হবে না বস। একেবারে বাস্তব জীবনের ঘটনাটি গানের সুর দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।
- যার হারায় সেই বুঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্ট-দায়ক..!😢🖤🥀
গানের কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে। যা খুব দুঃখজনক। আপনার কন্ঠে গানটা আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ দাদা। এরকম একটা গান আপনার কন্ঠে শোনার সুযোগ দেওয়ার জন্য।।