কুর'আনে আগ্রহী হয়েছেন খুবই ভাল কথা। আপনার বুঝ ছড়িয়ে দিচ্ছেন, তাহলে ধরেই নেওয়া যায় যে আপনি মনে প্রাণে চাইছেন যে শ্রোতারা ভিন্ন মতের হলেও অন্তত আন্তরিকতার সাথে আপনার কথা গুলো মনোযোগ দিয়ে শুনুক। আপনার প্রচেষ্টায় আপনি যদি আন্তরিক হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনিও ভিন্ন মত মনোযোগের সাথে শুনবেন! কুর'আনে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে কিতাব এবং এর প্রজ্ঞার শিক্ষক বলা হয়েছে। সেই শিক্ষকের কথা, অনুমোদন, বর্জন বাদ দিয়ে নিজের বুঝ চাপিয়ে দেওয়ার আগে রিজাল শাস্ত্রের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করুন। ধরতে পারবেন কিভাবে মিথ্যা, বানোয়াট হাদীস থেকে গ্রহণযোগ্য হাদীস আলাদা করা হয়েছে। চাইলে একটু পরীক্ষাও করে নিতে পারেন। সকল হাদীস বিরোধীরা একত্রিত হয়েও দেখুক একটি মিথ্যা হাদীসও প্রতিষ্ঠা করতে পারে কিনা। ভেজাল 'আলেম নেই এটা বলছি না। যোগ্য 'আলেমও রয়েছেন। আল্লাহই তাদেরকে যোগ্যতা দান করেছেন তাদের আন্তরিকতার কারণে। তারা ঠিকই মিথ্যা হাদিস ধরে ফেলবেন। আরেকটি কথা - অন্যান্য নবীদের অনুসারীদের মুসলিম বলছেন। কুর'আনেই প্রমাণ পাবেন যে, ইহুদীরা তাদের তাওরাত নিজেদের হাতে বিকৃত করে আল্লাহ্র কথা বলে চালিয়েছে। যে সকল অনুসারীরা আন্তরিক, তারা তাদের ধর্মের বিকৃতি ধরে ফেলেছেন এবং ইসলামে চলে এসেছেন। যারা আন্তরিক নন তারা তাদের বিকৃত ধর্মেই রয়ে গেছেন। তাহলে তারা নিজেদেরকে সত্যের প্রতি সমর্পন করেননি। কিভাবে তারা মুসলিম?
5:13 বললেন পিস ফুল সাবমিশন, শান্তিপূর্ণ নিজেকে.... এই যে শান্তিপূর্ণভাবে, এটা কোথায় পেলেন। শান্তি পূর্ন অর্থ কী? কে বলেছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার মাঝে শান্তিপূর্ণতা বা অশান্তিপূর্বতা আছে? অসান্তিপূর্ন কিভাবে হয় আর শান্তুপূর্ন কিভাবে হয়। নিজেকে সাবমিট করার মাঝে শান্তি অশান্তির সম্পর্ক নেই। আল্লার সব আদেশের কাছে নিজেকে সাবমিট করতে হবে। আল্লাহর আদেশ আরাম দায়ক বা কঠর যাই হোক।
To be Muslim you need one topi ulkhalla ,Dari and 4 wives. Moreover, must follow the prophet who married girl when she was 9 years old and had 9 wives. Fine .
এটাও ভুল কথা যে, কেউ যদি কোন নবি না পায় তাহলে সে মুসলিম কিনা। উত্তর ভুল দিয়েছেন। কেননা ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। যে ব্যাক্তি জীবন ব্যবস্থা পাইনি সে কিভাবে মুসলিম হবে? সে ঈমানদার হতে পারে, কেননা সে ঈমান এনেছে। কিন্তু মুসলিম সেই ব্যাক্তি যে কুরআনের দেওয়া আদেশ নিশেধ মেনেছে বা আল্লাহর দেওয়া জীবন বিধান মেনেছে।
কুর'আনে আগ্রহী হয়েছেন খুবই ভাল কথা। আপনার বুঝ ছড়িয়ে দিচ্ছেন, তাহলে ধরেই নেওয়া যায় যে আপনি মনে প্রাণে চাইছেন যে শ্রোতারা ভিন্ন মতের হলেও অন্তত আন্তরিকতার সাথে আপনার কথা গুলো মনোযোগ দিয়ে শুনুক। আপনার প্রচেষ্টায় আপনি যদি আন্তরিক হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনিও ভিন্ন মত মনোযোগের সাথে শুনবেন!
কুর'আনে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে কিতাব এবং এর প্রজ্ঞার শিক্ষক বলা হয়েছে। সেই শিক্ষকের কথা, অনুমোদন, বর্জন বাদ দিয়ে নিজের বুঝ চাপিয়ে দেওয়ার আগে রিজাল শাস্ত্রের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করুন। ধরতে পারবেন কিভাবে মিথ্যা, বানোয়াট হাদীস থেকে গ্রহণযোগ্য হাদীস আলাদা করা হয়েছে।
চাইলে একটু পরীক্ষাও করে নিতে পারেন। সকল হাদীস বিরোধীরা একত্রিত হয়েও দেখুক একটি মিথ্যা হাদীসও প্রতিষ্ঠা করতে পারে কিনা। ভেজাল 'আলেম নেই এটা বলছি না। যোগ্য 'আলেমও রয়েছেন। আল্লাহই তাদেরকে যোগ্যতা দান করেছেন তাদের আন্তরিকতার কারণে। তারা ঠিকই মিথ্যা হাদিস ধরে ফেলবেন।
আরেকটি কথা - অন্যান্য নবীদের অনুসারীদের মুসলিম বলছেন। কুর'আনেই প্রমাণ পাবেন যে, ইহুদীরা তাদের তাওরাত নিজেদের হাতে বিকৃত করে আল্লাহ্র কথা বলে চালিয়েছে। যে সকল অনুসারীরা আন্তরিক, তারা তাদের ধর্মের বিকৃতি ধরে ফেলেছেন এবং ইসলামে চলে এসেছেন। যারা আন্তরিক নন তারা তাদের বিকৃত ধর্মেই রয়ে গেছেন। তাহলে তারা নিজেদেরকে সত্যের প্রতি সমর্পন করেননি। কিভাবে তারা মুসলিম?
অসাধারণ
অসাধারণ আলোচনা। খুবই ভালো লেগেছে।
5:13 বললেন পিস ফুল সাবমিশন, শান্তিপূর্ণ নিজেকে.... এই যে শান্তিপূর্ণভাবে, এটা কোথায় পেলেন। শান্তি পূর্ন অর্থ কী? কে বলেছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার মাঝে শান্তিপূর্ণতা বা অশান্তিপূর্বতা আছে? অসান্তিপূর্ন কিভাবে হয় আর শান্তুপূর্ন কিভাবে হয়। নিজেকে সাবমিট করার মাঝে শান্তি অশান্তির সম্পর্ক নেই। আল্লার সব আদেশের কাছে নিজেকে সাবমিট করতে হবে। আল্লাহর আদেশ আরাম দায়ক বা কঠর যাই হোক।
To be Muslim you need one topi ulkhalla ,Dari and 4 wives. Moreover, must follow the prophet who married girl when she was 9 years old and had 9 wives. Fine .
এটাও ভুল কথা যে, কেউ যদি কোন নবি না পায় তাহলে সে মুসলিম কিনা। উত্তর ভুল দিয়েছেন। কেননা ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। যে ব্যাক্তি জীবন ব্যবস্থা পাইনি সে কিভাবে মুসলিম হবে? সে ঈমানদার হতে পারে, কেননা সে ঈমান এনেছে। কিন্তু মুসলিম সেই ব্যাক্তি যে কুরআনের দেওয়া আদেশ নিশেধ মেনেছে বা আল্লাহর দেওয়া জীবন বিধান মেনেছে।