নাগা মরিচের চাষ পদ্ধতি। ছাদে বোম্বাই মরিচ। টবে নাগা মরিচ।

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2023
  • নাগা মরিচের চাষ পদ্ধতি। ছাদে বোম্বাই মরিচ#ssroofgarden
    টবে নাগা মরিচ।
    ছাদবাগানের নাগা মরিচের চাষ পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। মূলত যে কোন মরিচ গাছ তুলনামূলক একটু বেশী আক্রান্ত হয়ে থাকে। তাই অনেকের পক্ষেই নাগা মরিচ গাছ চাষ সম্ভব হয়ে ওঠে না।
    বাজার থেকে অনেক সময় আমরা চারা এনে থাকি। ছাদবাগানে রোপনের কিছুদিনের মধ্যেই গাছটি আক্রান্ত হয়ে মরে যায়। ফলে অনেকে ছাদে নাগা মরিচের চাষ আর করতে চান না। কিন্তু নাগা/বোম্বাই মরিচের প্রতি সবারই দূর্বলতা রয়েছে।
    আজকে আমি তাদের জন্যই ভিডিওটি বানিয়েছি।
    বন্ধুরা ছাদবাগানে নাগা মরিচের চাষ করা কঠিন কোন বিষয় নয়। বাজার থেকে চারা আনার পর যখন আপনি গাছটি রোপন করবেন তখন থেকেই গাছটির যত্ন নিশ্চিত করতে হবে। কখনো একবারে পুরো গাছে রোগ হয় না। যে কোন একটি পাতা বা ডাল থেকে রোগের সূচনা হয়। আমাাদের সেই রোগের শুরুতেই রোগের প্রতিকার করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে হবে। আক্রান্ত পাতা ফেলে দিতে হবে।
    মাটি থেকে আগাছা পরিস্কার করে দিতে হবে। আগাছা মাটির খাবার খেয়ে ফেলে। গাছের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করতে হবে।
    পানি জমতে দেওয়া যাবে না। রোদে রাখতে হবে। নাগা মরিচের রোদের বিষয়টি নিশ্চিত করতে হবে। ছায়া যুক্ত জায়গায় নাগা মরিচের চাষ ভালো হয় না।
    গাছের গোড়ার দিকের ছোট ছোট ডালপালা কেটে দিতে হবে। ছাদবাগানে নাগা মরিচের চাষের ক্ষেত্রে গাছের অতিরিক্ত পাতা ছেটে দিতে হবে।

КОМЕНТАРІ • 7

  • @sumonhasan4488
    @sumonhasan4488 7 місяців тому +1

    Mash allah vhai

  • @baganbaribybina
    @baganbaribybina 7 місяців тому

    ভিডিওগুলো ভালো লাগলো তাই সাবস্ক্রাইব করে দিলাম।

  • @mdmahabub-yw8rr
    @mdmahabub-yw8rr 7 місяців тому

    গাছগুলো ঝোপালো করলেন কিভাবে?

    • @SSROOFGARDEN
      @SSROOFGARDEN  7 місяців тому

      কাটিং দিয়ে।

  • @tumpakhan-bc1rc
    @tumpakhan-bc1rc 7 місяців тому

    মরিচ দিয়ে যাইয়েন🌶️🌶️🌶️