নাগা মরিচ গাছের পরিচর্যা। টবে নাগা মরিচ গাছের যত্ন। How to care Naga/Bombay pepper/chilli plants.

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 377

  • @souranshumondal9784
    @souranshumondal9784 3 місяці тому +4

    নাগা মরিচের পাতা কুঁকড়ে যাচ্ছে। কি করবো ?

    • @niazsgallery
      @niazsgallery  3 місяці тому

      এই ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ।

  • @sukhpakhi-qn1je
    @sukhpakhi-qn1je 5 місяців тому +2

    আমার মরিচ গাছে ফুল হয় প্রচুর পরিমাণে কিন্তু মরিচ ধরে না প্লিজ প্লিজ বলুন কি করবো আমি সব ঘরোয়া পদ্ধতিতে সার ব্যবহার করি

    • @niazsgallery
      @niazsgallery  5 місяців тому

      সঠিক পরাগায়নের অভাবে এমন হতে পারে। মরিচ ফুলের হাত পরাগায়নের ওপর আমাদের একটি ভিডিও আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।ua-cam.com/video/THnuncho1Yo/v-deo.html

  • @ANIMESH.66
    @ANIMESH.66 Місяць тому +1

    সব ইউটিউবারাই অযাচিত কিছু কিছু কথা বলে যার জন্য দর্ষক ভিডিও টেনে টেনে দেখে। পুরো দেখতে চাই না।

  • @mohitshek6421
    @mohitshek6421 2 роки тому +5

    আপনার টপটা আমার খুব পছন্দ হয়েছে কোথা থেকে কিনেছেন

  • @rowsonara66
    @rowsonara66 Рік тому +2

    আমার নাগা মরিচ গাছের সব ফুল ঝরে পড়ে, একটাও মরিচ ধরে নাই । অনেক ফুল হয়

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      সঠিক পরাগায়নের অভাবে এমন হতে পারে। মরিচের ফুল ঝরে যাবার ওপর আমাদের একটি ভিডিও আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।

  • @firozAhammed-lb7fl
    @firozAhammed-lb7fl 4 місяці тому +4

    আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন

  • @gazimdhelal7849
    @gazimdhelal7849 8 місяців тому +1

    কত মাস পর মরিচ ধরে এবং একটি গাছ থেকে কয় মাস পযর্ন্ত মরিচ পাওয়ার সম্ভাবনা আছে?

    • @niazsgallery
      @niazsgallery  8 місяців тому

      বাংলাদেশে অনেকদিন ধরে মরিচ পাওয়া যাবে। ধন্যবাদ।

  • @farhanfamilyvlog7585
    @farhanfamilyvlog7585 2 роки тому +8

    খুব ভালো লাগলো মরিচ গাছের পরিচর্যা ভাই শেয়ার করার জন্য ধন্যবাদ 👍👍

  • @gulshahanarashahana8525
    @gulshahanarashahana8525 9 місяців тому +5

    গাছটির চেহারা দারুন।ধন্যবাদ

  • @taheratasnim6
    @taheratasnim6 17 днів тому +1

    আচ্ছা ভাইয়া আপনার টব এর মাটি এত কালো হয় কিভাবে ? আমি জানি যে , মাটির রং কালো হলে মাটি টা অনেক পুষ্টিকর থাকে । আমি মাটিতে অর্গানিক সার দেই তার পর ও আমার মাটি সাদাই থেকে যায় । কি করবো !

    • @niazsgallery
      @niazsgallery  10 днів тому

      এগুলো নরমাল মাটি। এখানে ব্ল্যাক আর্থ বলে; কিন্তু নরমাল বাগানের মাটি। রঙ এমনই। ধন্যবাদ।

  • @aniruddhasahana9352
    @aniruddhasahana9352 2 роки тому +3

    আমি নাগ মরিচরে বীজ কেথায় পাব
    আমি ভারত থেকে বলছি আপনারা যদি হেল্প করেন ভালো হয় অনেক জায়গায় চেষ্টা করেছি কিন্তু পারছি না

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      যে কোন বীজের দোকানে খোঁজ করুন। এটাকে বোম্বাই মরিচও বলে। ধন্যবাদ।

  • @rezwanrazib636
    @rezwanrazib636 9 місяців тому +1

    ভাইয়া আপনার গাছ এরকম ছড়াইছে কিভাবে ১টু জানাবেন প্লিজ

    • @niazsgallery
      @niazsgallery  9 місяців тому

      সঠিক পরিচর্যার মাধ্যমে। ধন্যবাদ।

  • @NasrinAkter-hd4kh
    @NasrinAkter-hd4kh Рік тому +1

    কিট নাশক রেডি করে বোতলে রেখে দেওয়া যাবে, যখন দরকার হবে গাছে দিব, জানাবেন প্লিজ

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      হ্যা, করা যাবে। ধন্যবাদ।

  • @mostakahmed5751
    @mostakahmed5751 Рік тому +1

    ভাই ঢাকাতে আমার মরিচ সহ একটা বড় গাছ লাগবে দিতে পারবেন

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      কোন নার্সারিতে খোঁজ নিতে পারেন। ধন্যবাদ।

  • @nimakumariy4860
    @nimakumariy4860 3 місяці тому +2

    ❤❤❤

  • @sanjedgaming8124
    @sanjedgaming8124 6 місяців тому +1

    কতদিন পর লাল হয়? ফুল থেকে ফল সবুজ হলে কতদিন পর খাওয়া যায়?

    • @niazsgallery
      @niazsgallery  6 місяців тому

      মরিচ পাকলে লাল হয়। ধন্যবাদ।

  • @tahominaislam9711
    @tahominaislam9711 Рік тому +1

    ami vabsi lagabo tai vedio dekhsi kintu kisue bujhtesina kivabe korbo,amar onek shokh amar hate kono gach rupon korbo r fhol pabo,dur vaggo amar hate kisue hoina

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому +1

      মন খারাপ করবেন না। চেষ্টা করলে হবেই ইনশাল্লাহ। আমাদের চ্যানেলে নাগা মরিচের চারা করা থেকে শুরু করে চারা কিভাবে লাগাতে হয় ও কিভাবে যত্ন করতে হয় সব কিছুর ভিডিও আছে। একটু সময় নিয়ে দেখে নিন। সেভাবে চেষ্টা করুন। ধন্যবাদ।

    • @tahominaislam9711
      @tahominaislam9711 Рік тому

      @@niazsgallery ok

  • @SumitraMohanta-u4l
    @SumitraMohanta-u4l 9 місяців тому +5

    Apurbo sundor laglo apnar vivid explanation.

  • @rayhanmiah749
    @rayhanmiah749 6 місяців тому +1

    আমি লাগানো চেষ্টা করব

  • @afrozachowdhury2130
    @afrozachowdhury2130 11 місяців тому +1

    Kobutorer poti motich gase use kora jabe?

    • @niazsgallery
      @niazsgallery  11 місяців тому

      যাবে। ধন্যবাদ।

  • @CookitlikeMoon
    @CookitlikeMoon Рік тому +1

    Vinegar দুই রকম আছে, কুকিং এবং ক্লিনিং।কোনটা বব্যবহার করবো? আমার নাগা মরিচ গাছে খুবই পোকা হয়।
    আমার গাছ টবে লাগানো। লিকুইড সোপ তো টবে যাবে, গাছের ক্ষতি হবে না?

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      কুকিং টা। পরিমান মত দিলে কোন ক্ষতি হবে না। ধন্যবাদ।

  • @rafijali2717
    @rafijali2717 8 місяців тому +1

    নাগা মরিচের বীজ কোথায় পাওয়া যাবে বলবেন কি বলে খুব ভালো হতো।

  • @rafijali2717
    @rafijali2717 8 місяців тому +1

    আপনার কাছে নাগা মরিচের বীজ কোথায় পাওয়া যাবে বলবেন না।

    • @niazsgallery
      @niazsgallery  8 місяців тому

      কোন বীজের দোকানে খোঁজ নিতে পারেন। ধন্যবাদ।

  • @Redmi-st7op
    @Redmi-st7op Рік тому +2

    অনেক সময় নিয়ে বিডিও টা দেখলাম কিন্তু একটা মরিচ খাইতে পারলাম না

  • @komoldas1287
    @komoldas1287 Рік тому +2

    Amer Naga morice gas ta onik Boro hoisa 11mashe bouse kinto kono morice Thora na kono ?????????????????????

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      অনেক কারনে এমন হতে পারে। পুষ্টির অভাবে, সঠিক পরিচর্যার অভাবে হতে পারে। ধন্যবাদ।

    • @komoldas1287
      @komoldas1287 Рік тому +2

      @@niazsgallery আপনার ভিডিও দেখার পরে এখন আমি গাছটির অনেক খেয়াল রাখছি ।আশা করি ফলন পাব এবং গাছে ফুল এলে আপনাকে অবশ্যই জানাবো। 💞 💞💞💞💕🙏 ধন্যবাদ

  • @talukdermedia1
    @talukdermedia1 7 місяців тому +1

    আমার নাগা মরিচ গাছ রোদে পুড়ে যায় এখন কি করা যায়

    • @niazsgallery
      @niazsgallery  7 місяців тому

      তাহলে কম রোদে রাখেন। ধন্যবাদ।

  • @Bengal.1
    @Bengal.1 16 днів тому +1

    নতুন লংকার গাছ লাগানোর পর গাছ শুয়ে পড়েছে এখন কি করনিয় ৷

    • @niazsgallery
      @niazsgallery  10 днів тому

      পুষ্টির জন্য সার ও পানি দিতে পারেন। সঠিক পরিচর্যা করতে হবে। ধন্যবাদ।

    • @Bengal.1
      @Bengal.1 10 днів тому

      @@niazsgallery organic সার কিভাবে তৈরি করব ৷

  • @Apetso
    @Apetso 4 місяці тому +1

    Its originally called as naga king chilli
    We can consume 2-3 hottest chilli in a single dinner without noticing

  • @jannatmoni1010
    @jannatmoni1010 8 місяців тому +1

    Vai amar naga moric er gas er pata khub soto... Etaar karon ki.. Plss janaben

    • @niazsgallery
      @niazsgallery  8 місяців тому

      পুষ্টির অভাবে এমন হতে পারে। সঠিক পরিচর্যা করতে হবে। ধন্যবাদ।

    • @jannatmoni1010
      @jannatmoni1010 6 місяців тому

      ​@@niazsgalleryasole amar oita bujhtei vul hoisilo..ota tw naga gas siloi na😂😂.harami lok mittha bole dise... Pore aktA naga gas lagaisi..Alhamdulillah onk folon hoise..

  • @romanarafa7481
    @romanarafa7481 2 роки тому +3

    অনেক ধন্যবাদ ভিডিওর জন্য।দয়া করে বলবেন প্লিজ আমার গাছের পাতাগুলো কুকরানো কেন?

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому +1

      গাছে পোকা ধরেছে কিনা চেক করুন। পোকা ধরলে কীটনাশক দিতে হবে। আর পুষ্টির অভাবেও হতে পারে। সে ক্ষেত্রে সার দিবেন। গাছ সূর্যের আলোতে রাখবেন। ধন্যবাদ।

    • @romanarafa7481
      @romanarafa7481 2 роки тому

      অসংখ্য ধন্যবাদ।

  • @saifulsr6952
    @saifulsr6952 2 роки тому +2

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগল ভাই আমি কতগুলো রোপন করছি ভাই পাতা কালো কালো হয়ে যাচ্ছে কি করব বললে উপকৃত হবো ভাই

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому +1

      ছত্রাকের জন্য পাতা কালো হতে পারে। বাজার থেকে এন্টি ফাংগাল এনে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।

  • @youtubecreators284tanoskitchen
    @youtubecreators284tanoskitchen 2 роки тому +6

    মাশা আল্লাহ খুব ভালো লাগলো ভিডিও টি লাইক ডান 👍🌹👌

  • @mdanishurrahman5086
    @mdanishurrahman5086 11 місяців тому +1

    আমার গাছ বড় হয়েছে কিন্তু মরিচ হচ্ছে না

    • @niazsgallery
      @niazsgallery  11 місяців тому

      সঠিক পরিচর্যা করতে হবে। পুষ্টির অভাবে এমন হতে পারে। ধন্যবাদ।

  • @Sumi_235
    @Sumi_235 Рік тому +1

    আমাদের গাছ লাগিয়েছি যে সাত আট মাস হয়েছে কিন্তু এখন পযর্ন্ত কোনো মরিচ হয়নি এখন কি করলে বোম্বাই মরিচ গাছে মরিচ ধরবে একটু প্লিজ বলেন

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      সঠিক পরিচর্যা করুন। ফুলের হাত পরাগায়ন করে দিন। ধন্যবাদ।

  • @Roonti
    @Roonti Місяць тому +1

    Its not bombai maris its bhoot jolokiya

  • @Jannaturfardous-s1w
    @Jannaturfardous-s1w 10 місяців тому +1

    Amar nagamoris gasar pata guloo norom hoya taka ar jora pora

    • @niazsgallery
      @niazsgallery  10 місяців тому

      সঠিক পরিচর্যা করতে হবে। ধন্যবাদ।

  • @munayasmin605
    @munayasmin605 2 роки тому +65

    আমাট নাগামরিচ গাছে অনেক মরিচ হয়েছে।। নিজেরা খেয়েছি, মানুষকে দিয়েছি, এমন কি আচার পযন"তো বানিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ভিষন হ্যাপি। আর এখন নতুন করে বীজ থেকে অনেক চারা করেছি।। আশা করি সামনে ফুল আসবে ইনশাআল্লাহ।।

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому +7

      আলহামদুলিল্লাহ। শুনে ভাল লাগলো। ধন্যবাদ।

    • @sbtazim2782
      @sbtazim2782 Рік тому +1

      আপু চারা কোথায় পাবো একটু হেল্প করেন

    • @rasalkhan9698
      @rasalkhan9698 Рік тому

      যেই মরিচ দেখতে মরিচের মত কিন্তু ঝাল বা ঝাঝ নেই। ঐ মরিচের নাম কি?

    • @eya12567
      @eya12567 Рік тому

      @@rasalkhan9698 capsicum

    • @aburaihanaburaihan6856
      @aburaihanaburaihan6856 Рік тому

      কিভাবে চাশ করেন?

  • @ratankhan4425
    @ratankhan4425 2 роки тому +2

    আরে ভাই মাটির সাথে কি দিয়াছেন,, সেইটা কখন বলবেন,,, প্লিজ

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      আমরা মাটির সাথে গোবর সার মিশিয়ে নেই সব সময়। ধন্যবাদ।

  • @MohammadAhmed-fk3ol
    @MohammadAhmed-fk3ol 6 місяців тому +3

    কুব বালো ভিডিও ধন্যবাদ 👌💕

  • @mr.shahin935
    @mr.shahin935 8 місяців тому +1

    আমি সেমিসেডে গাছ লাগিয়েছি, পাতার শেষের দিক থেকে পুড়ে আসছে।

    • @niazsgallery
      @niazsgallery  8 місяців тому

      সঠিকভাবে পরিচর্যা করুন। ধন্যবাদ।

  • @papiachowdhury1415
    @papiachowdhury1415 Рік тому +1

    Ami ei gacher cara kinte chai. Kothae pabo

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      কোন নার্সারিতে খোঁজ নিতে পারেন। ধন্যবাদ।

  • @2ndctg280
    @2ndctg280 2 роки тому +1

    আমার নাগা মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু ঝড়ে যায় করনীয় কি???????

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      পরাগায়ন সঠিকভাবে না হলে এমন হতে পারে। পুষ্টির অভাব হলেও হতে পারে। মরিচের হাত পরাগায়নের ওপর আমাদের একটি ভিডিও আছে। দেখে নিতে পারেন।

  • @শেখমোহাম্মদআব্দুলহাই-ত৮দ

    এই ধরনের মাটি কি কিনতে পাওয়া যায়?

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      কোন মাটির কথা বলছেন? ধন্যবাদ।

  • @Jannaturfardous-s1w
    @Jannaturfardous-s1w 10 місяців тому +1

    Ki korbo

  • @g9ff777
    @g9ff777 6 місяців тому +1

    Amar akti gas e 100+ moris hoise

    • @niazsgallery
      @niazsgallery  6 місяців тому

      ভালো লাগলো শুনে। ধন্যবাদ।

  • @kulsumbegumety6054
    @kulsumbegumety6054 Рік тому +1

    আমার বোম্বাই মরিচ গাছের পাতা গুলো কুকরে গেছে কি করবো একটু যদি বলতেন

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      গাছে পোকা হয়েছে কিনা চেক করতে হবে। পুষ্টি ও সঠিক পরিচর্যার অভাবেও হতে পারে। ধন্যবাদ।

  • @foysolmahmmed3876
    @foysolmahmmed3876 2 роки тому +2

    Masha Allah alhamdulilah my from beanie bazar joldup kanli sylhet now doha Qatar 💕

  • @sumaakther1766
    @sumaakther1766 2 роки тому +1

    Gusol ER Jonno je liquid shower gel take aigulo diye joibo kitnashok bananu jabe.
    Ar bineger acar ER moddhe jaita DEWA hoy sheita??

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      হ্যা , হবে। ধন্যবাদ।

  • @raheelrahaman1834
    @raheelrahaman1834 Рік тому +1

    vaia ami soto ekti bottle te ai gas lagaisi..sai jonno amaky kivaby porichorcha kortty hoby jodi bolten??

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      বোতলে গাছ লাগালে গাছের শিকড় বেশি ছড়াতে পারে না। তাই ফলনও ভালো হয় না। আপনি গাছটি একটি টবে ট্রান্সপ্ল্যাণ্ট করুন। এরপর সঠিক পরিচর্যা করুন। ধন্যবাদ।

  • @KidsWorld-pk9zs
    @KidsWorld-pk9zs Рік тому +3

    Khub vlo laglo khubi sohoj vasha bujiye hen thanks

  • @rumachatterjee-gt7bq
    @rumachatterjee-gt7bq 8 місяців тому +1

    কিন্তু। মরিচ। দেখে। মনে। হচ্ছে। রুগ্ন

  • @robinhaque108
    @robinhaque108 2 роки тому +3

    আমার নাগা মরিচ গাছের ফুল হয় কিন্তু মরিচ হয় না

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      মরিচ ফুলের হাত পরাগায়নের ওপর আমাদের ভিডিও আছে। দেখে নিতে পারেন। উপকারে আসতে পারে। ধন্যবাদ।

  • @sheikhnessa5079
    @sheikhnessa5079 2 роки тому +7

    মাশআললাহ্ খুব সুন্দর হয়েছে নাগা মরিচের গাছ ,ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য ,অসাধারন হয়েছে ধারা বর্ননা যে কেউ সহজে বুঝতে পারবে ।🌱🪴

  • @Educationalservices25
    @Educationalservices25 4 місяці тому +1

    Koto din lage folon hotel??

    • @niazsgallery
      @niazsgallery  4 місяці тому

      প্রায় ২ মাস। ধন্যবাদ।

  • @munayasmin605
    @munayasmin605 2 роки тому +2

    জি ভাই, আপনার সিস্টেম ঠিক আছে। আমিও এভাবে যতন করি। শুকরিয়া।।

  • @ekhlasurrahman755
    @ekhlasurrahman755 Рік тому +1

    Vahi kindly bolben ki Bagun gasser foul pore jasse, ki korle full porebe na janaben.

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      পরাগায়ন সঠিকভাবে করতে হবে। পুষ্টি ও পরিচর্যার দিকেও নজর দিতে হবে। বেগুন গাছের পরিচর্যা ও পরাগায়নের ওপর আমাদের ভিডিও আছে। দেখে নিতে পারেন।

  • @ownlife9052
    @ownlife9052 Рік тому +1

    আমার গাছ সূর্যের আলোতে পাতা দুর্বল হয়ে পড়ে যায় রাত হলে পাতা আবার ঠিক হয়ে যায় আখন কি করবো?

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому +1

      সূর্যের আলো গাছের জন্য খুবই জরুরি। কিন্তু আপনি যদি মনে করেন অতিরিক্ত সূর্যের আলো আপনার গাছের ক্ষতি করছে, তাহলে কিছুদিন গাছ একটু কম সূর্যের আলো পড়ে এমন জায়গায় রাখতে পারেন। ধন্যবাদ।

    • @ownlife9052
      @ownlife9052 Рік тому

      @@niazsgallery ❤️❤️

  • @SheikhAyubAli58-ij8es
    @SheikhAyubAli58-ij8es 10 місяців тому +1

    এতো গুলো ডাল বের হলো কিভাবে??

  • @Kpop__Lover741
    @Kpop__Lover741 10 місяців тому +1

    Ful pore jay ki korbo

    • @niazsgallery
      @niazsgallery  10 місяців тому

      সঠিকভাবে পরিচর্যা করতে হবে। মরিচ ফুল ঝরে যাওয়ার ওপর আমাদের একটি ভিডিও আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।
      ua-cam.com/video/jXyPC5iqk3I/v-deo.html

  • @SoniaSonia-ep6se
    @SoniaSonia-ep6se Рік тому +1

    আলাহু তালা সবার জন্য বেচেথাকার অবলম্বন দিয়ে থাকে ন

  • @msakhi9315
    @msakhi9315 Рік тому +1

    গোবর সার সবজির খোসার সার কি ভাবে তৈরি করেন জানাবেন প্লিজ প্লিজ প্লিজ

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      সব্জির ছোলা থেকে বিভিন্ন সার বানানোর ওপর আমাদের ভিডিও আছে। দেখে নিতে পারেন। আর গোবর সার আমরা স্টোর থেকে কিনে আনি। ধন্যবাদ।

  • @mdsalman-cj6uh
    @mdsalman-cj6uh Рік тому +1

    vaiya amr onk ful asche kintu moric dhore na ki korbo?

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      পরাগায়ন সঠিকভাবে না হলে এমন হতে পারে। হাত পরাগায়ন করে দিতে পারেন। ধন্যবাদ।

  • @bdmalaysianvloggerroksanaa9344
    @bdmalaysianvloggerroksanaa9344 2 роки тому +8

    মাশাল্লাহ্ অনেক ভালো লাগল

  • @zahrahzayanmum20
    @zahrahzayanmum20 2 роки тому +2

    Assalamualaikum.MashAllah so wonderful sharing bhaiyya.

  • @saimali6377
    @saimali6377 9 місяців тому +1

    পানি কতবার দিবো?

    • @niazsgallery
      @niazsgallery  9 місяців тому

      দিনে একবার দিলেই হবে। ধন্যবাদ।

  • @parvinchisti8585
    @parvinchisti8585 Рік тому +1

    Chara khotay pabo

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      কোন নার্সারিতে খোঁজ নিতে পারেন। ধন্যবাদ।

  • @NilufaAkter-f5j
    @NilufaAkter-f5j 7 місяців тому +1

    Ami bij 3bar lagaici but gijay na

    • @niazsgallery
      @niazsgallery  7 місяців тому

      ভালো কোয়ালিটির বীজ লাগাতে হবে। ধন্যবাদ।

  • @YeasminCookingStove
    @YeasminCookingStove Рік тому +5

    খুব ভালো লাগল মরিচের পরিচর্যা দেখে

  • @FoodPlan
    @FoodPlan 2 роки тому +4

    Lovely video👌👌👌 Nice Sharing 👍👍👍

  • @SaifulIslam-yf3hh
    @SaifulIslam-yf3hh 11 місяців тому +1

    সপ্তাহে কয়দিন দিতে হবে?

  • @rajiatalukdar2790
    @rajiatalukdar2790 11 місяців тому +1

    ভিনেগার টা কী

    • @niazsgallery
      @niazsgallery  11 місяців тому

      আমরা যাকে সিরকা বলি। ধন্যবাদ।

  • @vivophone8713
    @vivophone8713 2 роки тому +3

    কোন মাসে নাগা মরিচ লাগান উচিত

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      নির্ভর করে আপনি কোথায় থাকেন। বাংলাদেশে সারা বছরই লাগাতে পারেন। কানাডাতে আমরা শুধুমাত্র গ্রীষ্মকালে লাগাতে পারি। ধন্যবাদ।

  • @shahanurbhuiyan4056
    @shahanurbhuiyan4056 Рік тому +2

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @ayeshaakter8312
    @ayeshaakter8312 Рік тому +1

    dimer khosha porishker na kore gase dewa jabe ki?

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      যাবে। আমরা পরিস্কার না করেই দেই। ধন্যবাদ।

  • @hosnearabegum1296
    @hosnearabegum1296 2 роки тому +1

    Nice video .Naga morich er jonno mati ki vabe toiri korchen ?janaben plz

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      আমরা মাটির সাথে শুধু গোবর সার মিশিয়ে মাটি তৈরি করি। ধন্যবাদ।

  • @fashiongallery6593
    @fashiongallery6593 2 роки тому +2

    অনেক ভালো লাগলো।
    সাবস্ক্রাইব করে নিলাম।

  • @manjuray4928
    @manjuray4928 Рік тому +1

    Dada amar 1ta chara lagba daba

  • @sohanaakter2488
    @sohanaakter2488 2 роки тому +1

    Amr gase ful hoy kintu moric hoy na kno?

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      সঠিক পরাগায়নের অভাবে এমন হয়। মরিচ ফুল ঝরে যাওয়ার কারণ ও প্রতিকারের ওপর আমাদের একটি ভিডিও আছে। দেখে নিতে পারেন। ধন্যবাদ।

  • @nazmussakib5361
    @nazmussakib5361 2 роки тому +1

    ভাইয়া,এই মরিচ ও লেবু কি ১ ঘন্টা রোদের আলোতে হবে?

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому +1

      ৫ ঘণ্টা রোদ হলে ভাল হয়। ধন্যবাদ।

  • @sawdagarnilufaryeasmin4464
    @sawdagarnilufaryeasmin4464 Рік тому +1

    যতগুলো দেখেছি এটাই বেষ্ট।

  • @nafizzone211
    @nafizzone211 Рік тому +2

    একটি ভিডিওতে অনেকগুলা তথ্য পাওয়া গেল ❤️

  • @sylhetistyleuk5208
    @sylhetistyleuk5208 2 роки тому +2

    Assalamualikum bahia very helpful video thank you for sharing

  • @shakilahmed-gq4xj
    @shakilahmed-gq4xj 8 місяців тому

    ভাই আপনার নাম্বারটা পেতে পারি

  • @শামবাশীসরকারকৃষক

    ধন্যবাদ জানাই সার

  • @md.bellalhossain9183
    @md.bellalhossain9183 Рік тому +1

    এতো কিছু করতে হয়

  • @Green_Garden_786
    @Green_Garden_786 Місяць тому +1

    Good 👍

  • @AbdullahAlamin-g2k
    @AbdullahAlamin-g2k 8 місяців тому +1

    ধন্যবাদ

  • @vikhetochophy545
    @vikhetochophy545 Рік тому +2

    👍👍👍

  • @chandraroy34
    @chandraroy34 2 роки тому +2

    বীজ কোথা পাওয়া যাবে

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      কোন বীজের দোকানে খোঁজ নিন। ধন্যবাদ।

  • @kayserahmadtotonji49
    @kayserahmadtotonji49 2 роки тому +2

    নাগা মরিচ গ্রীষ্মকালে হয় না শীতকালে

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому

      বাংলাদেশে সবসময়ই হয়। ধন্যবাদ।

    • @kayserahmadtotonji49
      @kayserahmadtotonji49 2 роки тому

      ধন্যবাদ

  • @siyamrafi7094
    @siyamrafi7094 6 місяців тому +1

    আমার মরিচ আসতেছে আলহামদুলিল্লাহ

    • @niazsgallery
      @niazsgallery  6 місяців тому

      আলহামদুলিল্লাহ। শুনে ভালো লাগলো। ধন্যবাদ।

  • @MamunHossain-x8l
    @MamunHossain-x8l День тому

    Amon aro vedio cai

  • @zaikaonplate6580
    @zaikaonplate6580 2 роки тому +4

    Great information... thanks for sharing

  • @kohinoorskitchen
    @kohinoorskitchen 2 роки тому +3

    Assalammualikum..Masha Allah.

  • @BdtoLondonAdventurevlogs
    @BdtoLondonAdventurevlogs Рік тому +1

    Onek helpfull video bhaiya

  • @BinaKhan-kb6sr
    @BinaKhan-kb6sr 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @SadiasCookingRecipeUK
    @SadiasCookingRecipeUK Рік тому +3

    Very nice work and I like it ❤

  • @foodcllange.6111
    @foodcllange.6111 Рік тому +1

    ভাই আমার একটি মরিচ দরকার পিচ কতো করে

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      কোন বন্ধুর কাছ থেকে নিতে পারেন। আমি দেশের বাহিরে আছি। ধন্যবাদ।

  • @mdmokles3900
    @mdmokles3900 2 роки тому +1

    স্যার গাছে কি রেগুলার টিউবলের পানি ব্যবহার করা যাবে??

    • @niazsgallery
      @niazsgallery  2 роки тому +2

      যাবে। ধন্যবাদ।

  • @mmrgiash6041
    @mmrgiash6041 Рік тому +1

    Bai ai lomba bombai moric Vic amar dorkar

    • @niazsgallery
      @niazsgallery  Рік тому

      কোন বীজের দোকানে খোঁজ নিন। ধন্যবাদ।