Chari Ditam No || IPDC আমাদের গান || Shireen Jawad

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2023
  • আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।
    এম এন আখতার (জন্ম: ১ জুলাই, ১৯৩২ - মৃত্যু: ১৮ এপ্রিল, ২০১২) বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী। ১৯৬২ সালে বেতার শিল্পী হিসেবে যোগ দেন। এরপর তিনি আধুনিক, পল্লীগীতি, মুর্শীদি, মারফতি, চট্টগ্রামের আঞ্চলিক গান রচনা করে ও কণ্ঠ দিয়ে খ্যাতি লাভ করেন। তিনি সংগীত বিষয়ক কয়েকটি গ্রন্থ লিখেছেন। এর মধ্যে মনুআ-১, মনুআ-২ এবং ৩০ দিনে অভিনব সঙ্গীত শিক্ষা উল্লেখযোগ্য।লেখা ও সুর করার পাশাপাশি এম এন আখতার নিজেও গাইতেন। তিনি ১৯৬২ সালে কালুরঘাট বেতারকেন্দ্রের উদ্বোধনী আধুনিক গানের প্রথম শিল্পী। আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বলে পরিচিত শিল্পী শেফালী ঘোষের ওস্তাদ ছিলেন তিনি। তিনি প্রায় পাঁচ হাজারেরও অধিক গান লিখেছেন। শুধু আঞ্চলিক গানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। একুশের গান, দেশাত্ববোধক গান, আধুনিক গান, পল্লীগীতি, ভাবের গান, বিচ্ছেদি গান, হামদ-নাত, পীর-আউলিয়ার গান এবং চট্টগ্রামের হাওলা গানেও তার পদচারণা ছিল। ষাটের দশক থেকে তিনি পূর্ণাঙ্গ আঞ্চলিক ভাষায় আটটি ও শুদ্ধ ভাষায় চারটি গীতিনাট্য রচনা করেন। তার অনেক গান চলচ্চিত্রেও নেওয়া হয়েছে। ৩৫ বছর আগে গ্রামোফোন রেকর্ডে শিল্পী এম এন আখতার ও সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোয়ারে’ গানটি। পরে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
    আমাদের এবারের পরিবেশনা এম এন আখতার এর একটি জনপ্রিয় গানঃ
    ছাড়ি দিতাম ন
    কথা ও সুরঃ এম এন আখতার
    কণ্ঠঃ শিরিন জাওয়াদ
    সঙ্গীতায়োজনঃ পার্থ বড়ুয়া
    এজেন্সিঃ ক্রিয়েটো
    প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
    ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
    সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
    সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
    বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল
    এজেন্সিঃ ক্রিয়েটো
    প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
    চিত্রগ্রহণ ও সম্পাদনাঃ মিছিল সাহা
    রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
    শব্দ প্রকৌশলীঃ রনি ও শামীম আহমেদ
    ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
    ঢোলকঃ মিলন ভট্টাচার্য
    বাংলা ঢোলঃ নয়ন
    ওয়েস্টার্ন পারকেশনঃ উজ্জ্বল
    ইস্টার্ন পারকেশনঃ আলম
    ড্রামসঃ আশিক
    বেইজঃ তানিম
    একোস্টিক গীটার: রিয়েল
    ইলেকট্রিক গীটারঃ রোমান
    ম্যান্ডোলিনঃ পাভেল
    ট্রামপেটঃ কাবিল
    কিবোর্ড ০১: মীর মাসুম
    কিবোর্ড ০২: সামিত
    বাঁশিঃ জালাল
    কোরাসঃ পিউ, নাশা

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @abcdefgh5074
    @abcdefgh5074 Рік тому +38

    আমি চট্টগ্রামে আমার জীবনের চারভাগের সারে তিন ভাগ কাটিয়েছি যদিও আমার বাড়ি চট্টগ্রাম নয় । আমি মনে করি চট্টগ্রামের ভাষা আমার মায়ের ভাষা । আমার সবকিছু সব সব সব কিছু আই লাভ ইউ চট্টগ্রাম আই লাভ ইউ চট্টগ্রামের মানুষ।।।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ।

    • @md.saidulislam8761
      @md.saidulislam8761 3 місяці тому +5

      চট্টগ্রামের প্রতি আপনার এই অকৃত্রিম ভালোবাসায় চট্টগ্রাম বাসী হিসেবে আমি গর্বিত ও অভিভূত। ধন্যবাদ আপনাকে।

    • @isthiakahsan
      @isthiakahsan 3 місяці тому +1

      We love you too! ❣️

    • @user-me3qe2fb4m
      @user-me3qe2fb4m Місяць тому

      অনেক ধন্যবাদ ভাই আপনাকে

    • @mohinuddin1679
      @mohinuddin1679 Місяць тому

      ভাই আপনাকে মন থেকে অনেক ধন্যবাদ

  • @abdullahmamun7503
    @abdullahmamun7503 Рік тому +244

    আমরা ভিন্ন সংস্কৃতি নিয়ে ব্যস্ত অথচ আমাদের বাংলায় এত সুন্দর গান আছে বিশেষ করে চিটাগং এর গানগুলো শুনলে মনের মধ্যে কেমন জানি এটা প্রশান্তি অনুভূত হয়।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +18

      আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️

    • @mahsinahmed4149
      @mahsinahmed4149 Рік тому +3

      @@ipdc.amadergaan achi & takbo

    • @shobujhosen2333
      @shobujhosen2333 Рік тому

      'চনবনবজনরর। ে
      ০০;;

    • @shobujhosen2333
      @shobujhosen2333 Рік тому +1

      @@mahsinahmed4149 জকমগ

    • @mmshsh_23
      @mmshsh_23 Рік тому +2

      jii

  • @mithunbhattacharjee4607
    @mithunbhattacharjee4607 Рік тому +18

    হৃদয় নিংড়ানো মনের মাধুরী মেশানো মায়ের গান,
    এটাই আমাদের বাপ-দাদা সংস্কৃতির গান।
    ধন্যবাদ, IPDC
    কলা -কৌশলী কর্তৃপক্ষকে।

  • @ahmazad5850
    @ahmazad5850 Рік тому +65

    আমরা চট্টগ্রামের মানুষ, আমাদেরকে ভাষা, সংস্কৃতি ও গানগুলো এদেশকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বব্যাপী সমাদৃত ‌। আমি গর্বিত চট্টগ্রামে জন্ম গ্রহণ করে।

  • @ariful9281
    @ariful9281 Рік тому +12

    সত্যি আমাদের চট্টগ্রামের ভাষাটাকে এতো সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ। 2:19
    গর্বিত আমি চট্টগ্রাম এর ছেলে হয়ে।❤

  • @masudsiddiqui8179
    @masudsiddiqui8179 Рік тому +10

    আমার দেখা বাংলা গানের মধ্যে "ছাড়ি দিতাম ন" গানের কথাগুলো সাধারণ চিটাগাং এর সহজ ভাষায় এবং খুব প্রিয় সুরের মন কাড়া আবেগ ছোঁয়া। প্রত্যেকটা বাদ্যযন্ত্রের একক টোকাটা(Note) সুস্পষ্ট। সবমিলিয়ে কয়েক মিনিটের জন্য মনকে বিভোর করার মতো একটা Composition.
    চালাই য
    এইল্লে আর চলিবু দে।।।।❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nuddin920
    @nuddin920 Рік тому +48

    চাটগাঁইয়া ভাষায় প্রথম কাভার "নাইয়র নিবা নিবা গরি" গান শুনি IPDC এর মাধ্যমে যেটি খুব ভালো লাগছিল। আজ আবার "ছাড়ি দিতাম ন" শুনতেই তৃপ্ত অনুভূত হইতাসে। আপনাদের পরিবেশনা ভাল্লাগে।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

    • @sahdhinmanob4778
      @sahdhinmanob4778 Рік тому +1

      ভাই, Mohammad.. আমার সাথে আমিও একমত
      সেইরকম sensation
      thanks for IPDC আমাদের গান এবং পুরো টিমকে ।

  • @atanughoshal1153
    @atanughoshal1153 Рік тому +6

    কতোবার যে দেখি শুনি।
    শব্দের মানে আন্দাজে বোঝার চেষ্টা করি।
    কিন্ত গানের আবেদন ও সর্বোপরি শিরিন জাওয়াদের গায়কি অসাধারণ।
    মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ পশ্চিমবঙ্গ ভারত থেকে অনেক অনেক অভিনন্দন জানাই।

    • @sajandewan4547
      @sajandewan4547 Рік тому

      নিচে প্রমিত বাংলায় অনুবাদ করা রয়েছে। আপনি দেখে নিয়ে বুঝে যেতে পারেন। আমি শরীয়তপুরের মানুষ হয়েই বুঝতে কষ্ট হচ্ছে। আর আপনি তো পশ্চিমবঙ্গের..!🥰

  • @sekendarali4890
    @sekendarali4890 11 місяців тому +28

    আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি থেকে আপনাদের চ্যানেলের সব গান গুলো শুনি, উপভোগ করি। সত্যিই আপনাদের সঙ্গীত পরিবেশন ও উপস্থাপনা ভীষন সুন্দর। শুভেচ্ছা রইল সকল IPDC কলা কুশলী দের। ধন্যবাদ

  • @shahforeverjahan
    @shahforeverjahan Рік тому +14

    চট্টগ্রামের গান বাংলা সংগীতাঙ্গনে এক অনন্য মাত্রা যোগ করে। বর্তমানে কক্সবাজারসহ চাঁটগার অন্যান্য অঞ্চলে যেসব অসুস্থ সংগীতের চর্চা হয় সেসবকে পরাজিত করতে চট্টগ্রামের প্রকৃত সংগীতকে জাতীয় পর্যায়ে আনার বিকল্প নেই। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা আমাদের এই মধুর ভাষার গানগুলোকে সামনে আনার জন্য।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      তাই আমরাও বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤

  • @r.a424
    @r.a424 2 місяці тому +2

    যদিও আমার বাড়ি সিরাজগঞ্জে তবুও এই গানগুলো আমার হৃদয় ছুয়ে যায়। আমি বাঙালি এটাই আমার একমাত্র পরিচয়। কোনো জেলা নিয়ে ট্রল করিনা কোন সময়। আর শিরিন জাওয়াদের মাধ্যমে এই গানগুলো শোনা হয়।আবার কারী আমির উদ্দীনের গানও শোনা হয়।

  • @DrovaTara
    @DrovaTara Рік тому +8

    আসলে,আপনাদের পরিবেশনা গুলো এমন যে,একটি গানের সাথে সম্প্রিক্ত সকল ইনস্ট্রুমেন্ট,সাথে কোরাস এড এবং শিল্পীর এক্সপেশন সব মিলিয়ে একটি ভিন্ন জগত তৈরী হয়।এসমস্ত গান যারা খুঁজে বের করেন আর যিনি বা যারা গানটা পরিচালনা করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা একটা ভালো গান উপহার পায়।

  • @bongsong837
    @bongsong837 Рік тому +26

    আমি কুমিল্লা জেলার কৃতি সন্তান, চট্টগ্রাম আমাদের বিভাগ,সেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান শুনতে একটু বোরিং লাগে নি বরং ভালোই ইন্জয় করলাম গানটা থেকে,ভালোবাসা রইলো শিল্পী এবং তার সঙ্গীদের,ভালোবাসা রইলো "IPDC আমাদের গান" চ্যানেলটার জন্য❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ।

  • @mohammadsamunulislam6120
    @mohammadsamunulislam6120 Рік тому +40

    আমার ভাষায় এত সুন্দর গান, আহা প্রাণটা জুড়িয়ে গেল। ধন্যবাদ আইপিডিসি, ধন্যবাদ শিরিন। চট্টগ্রাম সংস্কৃতির প্রাণ কেন্দ্র। সব ধর্ম আর সংস্কৃতির মানুষ এখানে মিশে আছে।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +9

      ঠিক এভাবেই আরও হাজার হাজার বছর ধরে আপনাদের মনে গানের মালা গেঁথে রাখতে চাই আমরা। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❣️

    • @mdjuwelrana7321
      @mdjuwelrana7321 Рік тому

  • @user-Eyelid93
    @user-Eyelid93 Рік тому +16

    শিরিন জাওয়াদের গান সত্যি অসাধারণ মুহূর্ত সৃষ্টি করে, প্রিয় শিল্পীকে শাড়িতে এবং গানের সুর ভাষায় ভালোই সুন্দর অনুভূতি প্রকাশ করেছে।সবাইকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পরিবেশনা আয়োজন করার জন্য, সেই সাথে অনুরোধ জানাচ্ছি এই গানের ভিডিও টা HD দিলে ভালো হয়।

  • @davilrocker9354
    @davilrocker9354 3 місяці тому +3

    , শিরিন জাওয়াদ এক অসাধারন প্রতিভার শিল্পী। যার কন্ঠে, সুরে এবং Performance এ এক অসাধারন যাদু আছে........ এই শিল্পীর প্রতি রইলো আমার সহশ্র ভালবাসা। ❤️❤️❤️❤️❤️
    ৷৷৷ তপন চৌধুরী পায়েল চট্টগ্রাম 🇧🇩

  • @kamaluddin192
    @kamaluddin192 Рік тому +76

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান শুনতে খুবই ভালো লাগে,,অসাধারণ গানটি ♥️♥️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +2

      এরকম সব অসাধারণ বাংলা গানই আমরা আপনাদের সামনে তুলে আনতে চাই। আশা করি পরবর্তীতেও আমাদের সাথে থাকবেন।

    • @md.mrn6111
      @md.mrn6111 Місяць тому

      চট্টগ্রামের ভাষা পরিপূর্ণ স্বতন্ত্র ভাষা। আঞ্চলিক নয়।

  • @diprabanik5569
    @diprabanik5569 Рік тому +3

    চট্টগ্রামের মানুষ হয়ে গানটি শুনছি সত্যি নিজের ভাষার গান এবং সংস্কৃতি বাংলার বুকে অনবদ্ধ

  • @mdensan7204
    @mdensan7204 Рік тому +8

    আমার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। কিন্তু আমি চট্টগ্রামের ভাষা বুঝি এবং বলতে পারি এই জন্য ই আমার কাছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান খুব ভালো লাগে। ❤️চট্টগ্রাম❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @shaharman3627
    @shaharman3627 Рік тому +14

    আহ্ শান্তি লাগের।
    বওত দিন ফর আঁরার চিটাং ওর গান ❤️।
    IPDC এর জন্য চট্টগ্রাম থেকে ভলোবাসা রইল ❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +2

      নিঃসন্দেহে আমরাও চাই আমাদের দর্শকদের আরও বেশি ভালো ভালো গান উপহার দিতে।

  • @SKstory360
    @SKstory360 Рік тому +17

    শেফালী ঘোষ বা শ্যামসুন্দর বৈষ্ণব তাদের অসাধারণ কণ্ঠে চট্টগ্রামের সংস্কৃতি তুলে ধরতেন। বর্তমান যুগে যুগের সাথে তাল মিলিয়ে চট্টগ্রামের গান সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ।
    ❤️ ফ্রম চট্টগ্রাম।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️

  • @whiteblue5324
    @whiteblue5324 Рік тому +6

    lPDC কে ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম এর গান এত সুন্দর ভাবে প্রযোজনা করার জন্য

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      বাংলার সংস্কৃতির ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️

  • @mdmejanalamder8601
    @mdmejanalamder8601 Рік тому +5

    নিজের ভাষায় গান টা শুনে কি যে শান্তি লাগে তা বুঝানোর মত নয়.. একবার নয় বার বার শুন্তে ইচ্ছে করে,, অনেক অনেক ভালো হয়েছে.!

  • @mohammadromjan1461
    @mohammadromjan1461 Рік тому +35

    শিরিন আপুর কন্ঠে সেই শৈশবের আমেজ খোঁজে পায় , যেমন শুনতাম " পাঞ্জাবিওয়ালা/ ও কালা চান গলার মালা / ও মাতওয়ালী। আজ এই গানটিতেও ভিন্ন একটি স্বাদ উপভোগ করলাম 😊

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আপনাদের কাছ থেকে প্রশংসা পেয়ে তিনি অত্যন্ত খুশি হবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @itsyourchoice3807
    @itsyourchoice3807 Рік тому +8

    খুব সুন্দর ❤️❤️ আর ও এগিয়ে যাও,অনেক অনেক ভালোবাসা ভারতের পশ্চিমবঙ্গ থেকে।

  • @sajeebvlogs6478
    @sajeebvlogs6478 Рік тому +6

    আহা নিজেদের ভাষায় গান এক কথায় অসাধারণ গান টা এতো চমৎকার হয়চে বলার ভাষা নেই❤️

  • @shafiulalam-ir8qc
    @shafiulalam-ir8qc Рік тому +12

    IPDC কে অসংখ্য ধন্যবাদ এমন সময়ে বাংলার লোক সংগীত কে বাচিয়ে রাখার জন্য

  • @abdulalimalim5519
    @abdulalimalim5519 Рік тому +9

    Ipdc মানেই আমাদের শিকড় বিশুদ্ধ মাটির গানের সমাহার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা অবিরাম পুরো টিমের জন্য আপনাদের এই আয়োজনে আমাদের মনের খোরাক জোগায় বেঁচে থাকুক আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের শিকড় ধন্যবাদ প্রার্থ দা আপনাকে❤️❤️❤️❤️❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার অবিরাম প্রয়াস আমাদের। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমাদের সাথেই থাকবেন।

  • @sheikhhasanurjaman3246
    @sheikhhasanurjaman3246 3 місяці тому +3

    পশ্চিমবঙ্গের উওর ২৪ পরগনা জেলা থেকে শুনছি 🥰

    • @isthiakahsan
      @isthiakahsan 2 місяці тому

      Love and respect from Chittagong 🇧🇩🙏🏼

  • @kanonctg
    @kanonctg Рік тому +2

    ধন্যবাদ IPDC-কে আমাদের এত সুন্দর চিটাগং এর গান উপহার দেওয়ার জন্য....

  • @captainshuvo5726
    @captainshuvo5726 Рік тому +43

    We all chittagonian are really feeling proud for this creation. Hats of TEAM Amader Gan & Shirin Apu. ❤

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      Thanks for your inspirational words. We are overwhelmed by your response.

    • @captainshuvo5726
      @captainshuvo5726 Рік тому +1

      @@ipdc.amadergaan KEEP UP AWESOME WORK LIKE THIS. We want more chittagonian Song.

  • @zarakona6137
    @zarakona6137 Рік тому +15

    অনেকদিন পর প্রিয় শিল্পীর মুখে
    প্রিয় গান 💗💗
    অনেক অপেক্ষার পর নতুন গান
    ভাল লেগেছে।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      প্রতিনিয়ত আমাদের গান শুনার জন্য কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনার কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

    • @zarakona6137
      @zarakona6137 9 місяців тому

      এমন কোন দিন একবার হলেও ipcd গান শুনি না।

  • @rume6780
    @rume6780 Рік тому +38

    এইরকম চট্টগ্রামের অনেক গান চাই❤️❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +13

      ঠিক এভাবেই আরও হাজার হাজার বছর ধরে আপনাদের মনে গানের মালা গেঁথে রাখতে চাই আমরা।

    • @MdRony-hi2gw
      @MdRony-hi2gw Рік тому +1

      Right

  • @bultikhatun1395
    @bultikhatun1395 Рік тому +1

    Ami kolkata theke bolchi, Thanks IPDC amader ke annondo dewar jonno ebong bengali song er proti bhalo basa baranor jonnno

  • @awalwahid4555
    @awalwahid4555 Рік тому +1

    শ্রদ্বেয় এম. এন আখতারের হামদ, নাতের বিটিভিতে একটি প্রোগ্রাম করার সুযোগ হয়েছিলো বোধহয় ২০০৯ সালে। , ঐ শেষ বয়সে যা হয় শিল্পীর - ওনার ক্ষেত্রেও একই ঘটনা ও হয়েছিলো। IPDC এবং পার্থ বড়ুয়াকে অসংখ্য ধন্যবাদ, শৈশবের স্মৃতি রোমন্থন করার জন্য।।

  • @gourchand9443
    @gourchand9443 Рік тому +3

    শিরিনের গান দেখে মনে পড়ে গেলো, সেই ছোটবেলার পাঞ্জাবীয়ালা গানটা। আইপিডিসি কে ধন্যবাদ এরকম একজন শিল্পিকে পুনরায় আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      তাই আমরাও বাংলা সংস্কৃতির এই গানগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤

  • @naimxtrm1100
    @naimxtrm1100 Рік тому +4

    ধন্যবাদ IPDC.কে,
    চট্রগ্রামের আরো আরো গান কভার করার অনুরোধ রইল।

  • @georgedey6002
    @georgedey6002 Рік тому +3

    চট্টগ্রামে ভাষা সংস্কৃতি নিয়ে সত্যি গর্ব হয়।ভালেবাসা আমার চট্টগ্রাম। 😍😍

  • @mdshawkat8115
    @mdshawkat8115 Рік тому +2

    নিজের আঞ্চলিক ভাষার গানের মধ্যে একটা অন্য রকম তৃপ্তি আছে,,,আর IPDC এর চট্টগ্রামের গান গুলো একদম বিশুদ্ধ চট্টগ্রামের ভাষায় হয়,,❤️❤️❤️❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      খুবই দরদ ভরা একটি গান। এমন আরও দরদ ভরা গান শুনতে আমাদের সাথেই থাকুন।

  • @mymotherland2023
    @mymotherland2023 Рік тому +108

    শিরিন আপার নদী গানের মুগ্ধতা সারাজীবন ভুলা যাবে না♥

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +10

      খুবই দরদ ভরা একটি গান। এমন আরও দরদ ভরা গান শুনতে আমাদের সাথেই থাকুন।

    • @user-vn8oz4ue2v
      @user-vn8oz4ue2v Рік тому

      same

    • @rimonbarua3572
      @rimonbarua3572 Рік тому

      ঠিক বলছেন❤️❤️❤️

    • @md.durantohossain5768
      @md.durantohossain5768 Рік тому +1

      Hmm. R8

    • @akhtarhaque3506
      @akhtarhaque3506 Рік тому

      Amar khub pochonder akti gan

  • @mdanik4752
    @mdanik4752 Рік тому +6

    অনেক অপেক্ষার পড়ে নতুন গান তা-ও আমাদের চট্টগ্রামের,
    অসাধারণ ❤️❤️❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি একটু ভিন্ন আঙ্গিকে গানটিকে পরিবেশন করার জন্য।

  • @mdmashud5809
    @mdmashud5809 Рік тому +3

    অসাধারণ শিরিন আপা।
    IPDC আমাদের কে ধন্যবাদ অনেক। বাংলার সংস্কৃতির সাথে জড়িত সব গান কে তুলে ধরার জন্য।
    সুফি ধারার কিছু গান আনার জন্য অনুরোধ রইলো।
    আবারো ধন্যবাদ আপনাদের 🤍💟

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      এমন আরও দরদ ভরা গান শুনতে আমাদের সাথেই থাকুন।

  • @Shafiq-dq5wb
    @Shafiq-dq5wb 3 місяці тому +1

    চট্টগ্রামের অরিজিনাল একটা স্বাদ লাগে শিরিন আপুর গানে ।

  • @nurkhan9325
    @nurkhan9325 Рік тому +4

    চট্টগ্রামের গানেই মনের ভাব বেশি বেশি প্রকাশ করা যায়,, তাই চট্টগ্রামের গানই আঞ্চলিক গানের মধ্যে দেশের সেরা।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      ধন্যবাদ আপনার মতামত শেয়ারের জন্য।

  • @sajolejffnatheyo2185
    @sajolejffnatheyo2185 Рік тому +6

    IPDC সকল সদস্যকে ধন্যবাদ জানাই, পুরানো গানকে নতুন করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আপনিও আমাদের মতো একজন সঙ্গীতপ্রেমী। আশা করি, আমরা আপনার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো।

  • @user-bi5xj6dg1i
    @user-bi5xj6dg1i Рік тому +2

    আমার প্রানের শহর চট্টগ্রাম, আমার জন্মভূমির গান শুনলে কলিজা শীতল হয়ে যায়।
    আঁরা সবার সেরা।

  • @mdzahedulanwer7852
    @mdzahedulanwer7852 Рік тому +2

    যে কোন performing arts এর সৌন্দর্য হল স্বতঃস্ফূর্ত পরিবেশনা, IPDC আমাদের গান এর প্রতিটি গানের পরিবেশনা স্বতঃস্ফূর্ত। তাই ভাল লাগে। শিরিন চমৎকার করেছেন। সবার জন্য শুভ কামনা।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আপনিও আমাদের মতো একজন সঙ্গীতপ্রেমী। আশা করি, আমরা আপনার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো।

  • @rubinarubisdaily
    @rubinarubisdaily Рік тому +6

    শিরীনের গান অনেক দিন পর শুনে ভালো লাগছে। নিয়মিত শিরীনের গান চাই 😘❣️

  • @anupacharya8731
    @anupacharya8731 Рік тому +19

    Darun ❤️ I am from India 😊 Kintu amar purba purush CHITTAGONG e chhilen 💓💓💓 Mama Bari FARIDPUR R Swasur Bari BARISHAL 😊 BANGLADESH er sathe amader pran er taan 💓

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      Thank you for listening to our music from so far away. We appreciate your valuable words. Stay connected with us.

  • @muhammadismailhossen
    @muhammadismailhossen Рік тому +1

    আমারা ভিন্ন সংস্কৃতি নিয়ে ব্যস্ত অথচ আমাদের বাংলায় এত সুন্দর গান আছে, বিশেষ করে চিটাগাং এবং সিলেটের আঞ্চলিক গান গুলো শুনলে অনেক প্রশান্তি আসে।❤❤

  • @Sazzad63
    @Sazzad63 6 місяців тому +1

    চট্টগ্রামের গান শুনতে আমার খুবই ভালো লাগে।
    বিশেষ করে শেফালী ঘোষ ও শ্যাম সুন্দর বাবুর গানগুলো।
    তবে শিরিন জাওয়াদের এই গানটি আসলেই অসাধারণ হয়েছে।
    আমি এই গান আরো শুনতে চাই।

  • @tonmoysengupta415
    @tonmoysengupta415 Рік тому +8

    WE ARE MAINLY FROM CHITAGONG . NOW WE ALL LIVE IN INDIA . BUT, I LOVE CHITAGONG SONG, LANGUAGE, FOOD ALSO . ALWAYS WISH ONCE I VISIT CHITAGONG.

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      Our success lies in touching the hearts of the audience. Thanks for being with us. ❤

  • @amranhossain3865
    @amranhossain3865 Рік тому +6

    বাংলাদেশের সেরা আঁরার চিটাংগে গান এগুন 😍

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @mdmizanbepari6131
    @mdmizanbepari6131 Рік тому +2

    একটা অনবদ্য পারফরম্যান্স।অসাধারণ অসাধারণ আমার সোনার বাংলা ভাষা।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আরও যুগ যুগ ধরে আপনাদের হৃদয়ে গানের মালা গেঁথে রাখতে চাই আমরা।

  • @Srabon_Dutta
    @Srabon_Dutta Рік тому +10

    অনেক বেশি ভালোলাগে নিজের বিভাগের গানগুলো এভাবে সুন্দরভাবে উপস্থাপিত হলে💞

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      ঠিক এভাবেই আরও হাজার হাজার বছর ধরে আপনাদের মনে গানের মালা গেঁথে রাখতে চাই আমরা। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❣️

    • @bibekdasstudent9418
      @bibekdasstudent9418 Рік тому

      Narsingdi district nia song cai....please please please.

  • @saifurskv
    @saifurskv Рік тому +4

    খুব বেশি উপভোগ করতেছি ৷ ধন্যবাদ আইপিডিসি ৷

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

  • @UDDIN775
    @UDDIN775 Рік тому +4

    ধন্যবাদ জানাই পাথ বডুয়া কে ভাই গান টা অনেক সুন্দর করে তুলে দরছেন❤
    পাথ বডুয়ার কাছে একটা অনুরুদ শেফালি ঘুষের আরেক টা গান যদি হবিব ওয়াহিদের সাথে শিরিনে সাথে করতে পারেন বাংলাদেশের সেরা অনুষ্টান হবে❤

  • @shameemahmed5909
    @shameemahmed5909 11 місяців тому

    শিরীন এর সবগুলো গানই অতুলনীয় সবগুলো গান এখনো খুব যত্ন সহকারে মেমোরিতে লোড করে রেখেছি আবারো নতুন একটা গান যোগ হলো ধন্যবাদ প্রিয় শিরীন আপু লাভ শ্রম সৌদি ❤❤

  • @mdsazzad5950
    @mdsazzad5950 Рік тому +5

    অনেকদিন পরে আমার পছন্দের শিল্পীর গান শুনলাম মনটা ভরে গেল

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      গানটি সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনার ভালোলাগার মত শেয়ার করার জন্য।

  • @Mdsagor-bw8yn
    @Mdsagor-bw8yn Рік тому +9

    অনেক দিন পড় IPDC এর নতুন গান শুনে অনেক ভালো লাগলো।।। ধন্যবাদ IPDC কে 💔💔💔💔

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আপনাদের কাছ থেকে প্রশংসা পেলে আমাদেরও বেশ আনন্দ অনুভূত হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ❤

  • @dhrubostar9215
    @dhrubostar9215 Рік тому +12

    চট্টগ্রামের গান আরো চাই

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

  • @subrata9264
    @subrata9264 Рік тому +2

    এখন পর্যন্ত কমপক্ষে ৫০ বার শুনলাম পুরো গান। ❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @mahadehasan2923
    @mahadehasan2923 Рік тому +1

    ওয়াও🎉
    শিরিনের এই গানে আরও মায়া জড়িয়ে গেছে।এ গানে তার শরীরের ঢেউ, অসাধারণ দেহভঙ্গি, কোরাসদের তাল গানকে আরও মাধূর্যপূর্ণ করে তুলেছে

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনার মনকে পূর্ণতা দিতে পেরে আমরা বেশ আনন্দিত বোধ করছি। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। 💚

  • @sanjoynath3648
    @sanjoynath3648 Рік тому +7

    চট্টগ্রামের আরো অনেক পুরনো বিখ্যাত বিখ্যাত গান আছে ওই গুলো তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি 🥰💚

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +3

      আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ। আমরা বিষয়টি মাথায় রাখবো এবং চেষ্টা করবো পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন।

  • @nadim_wahed
    @nadim_wahed Рік тому +3

    Queen of UK sirin jawad ❣️❣️❣️ love from wahed

  • @joybarua6128
    @joybarua6128 Рік тому +2

    শীরিন আপুর ধীরে চলো নদী সংঘে নিয়ে চলো সেই এটা এখনো শোনি আর এখন সেই আগের গান আবার পিরে পেলাম ধন্যবাদ সবাইকে
    মালেশিয়া থেকে
    🇧🇩🇧🇩🥰🥰🥰🥰🥰

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      এত দূরে থেকেও আমাদের গান শোনার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @kanchon-gy2nr
    @kanchon-gy2nr Рік тому

    অসাধারন দজ্জাল পারফরমেন্স ❤❤
    ।ছাড়ি দিতাম নো ! শিরিন আপা যে ভাবে এক্সপ্রেশন দিছে মনে হয় না ছেড়ে দিবে ।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনাদের আগ্রহ, ভালোলাগা এবং বিচক্ষণতাই আমাদের গানকে আরও সমৃদ্ধ করে তুলবে। ধন্যবাদ আপনার মতামত শেয়ারের জন্য।

  • @letsgo7740
    @letsgo7740 Рік тому +3

    অনেক দিন পর! সাথে প্রাণের চাটগাঁইয়া ভাষার গান। ধন্যবাদ।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

  • @Noor-hr3sj
    @Noor-hr3sj Рік тому +3

    প্রাণ জুড়িয়ে গেল অসাধারণ একটা গান

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনার কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

  • @a.b.m.mahabubulhuque2980
    @a.b.m.mahabubulhuque2980 Рік тому +1

    ওপার বাংলার প্রখ্যাত শিল্পী জয় সরকার শিরিন জাওয়াদ কে তার প্রিয় শিল্পী বলে আখ্যায়িত করেছেন।

  • @sumonkanti1621
    @sumonkanti1621 Рік тому +1

    আপুর গান শুনলে অন্য সবকিছু ভুলে যাই,, অসাধারণ আপু অসাধারণ চট্টগ্রামের রত্ন ।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনাদের কাছ থেকে প্রশংসা পেয়ে তিনি অত্যন্ত খুশি হবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @BD-sy9ww
    @BD-sy9ww Рік тому +6

    অসাধারণ গান❤️❤️❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতেও আমাদের সাথে থাকবেন।

  • @sunshinewday
    @sunshinewday Рік тому +28

    I'm from the US but my family is from Chittagong and I am so grateful to be exposed to more songs from the region! If you could include English subtitles to your videos it would mean a lot for me as well as other members of the Bangladeshi diaspora who want to learn more about their culture! As always, the production and effort from everyone involved in these videos is amazing!

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +2

      Our success lies in touching the hearts of the audience. Thanks for being with us. ❤

    • @sohanughosh
      @sohanughosh Рік тому +3

      ​@@ipdc.amadergaan hya, apnara obossoi English subtitle byabohar korun. Sudhu bideshe boshobashkari bangali noy, jekono bhasabhashir manush jatey bujhte pare.

    • @mdmonnan5326
      @mdmonnan5326 7 місяців тому +1

    • @afnadslove
      @afnadslove 6 місяців тому

      👍

  • @shuvomallik7551
    @shuvomallik7551 11 місяців тому

    শেফালী ঘোষের এত পুরনো গান টা কে নতুন করে শুনানোর জন্য অসংখ্য ধন্যবাদ...❤️❤️❤️

  • @irfanulislam1043
    @irfanulislam1043 Рік тому +1

    আমি যখন এস.এস.সি দিবো আর কি... নকিয়ার একটা মোবাইল বাবা দিয়েছিল। ২০১২ সালে,তখন ২ জির যুগ। অনেক কষ্ট করে ফিউশন বিডি নামক ওয়েবসাইট থেকে শিরিনের গান ডাউনলোড করছিলাম। সেই শিরিন আপা এখনো আগের মতই প্রাণবন্ত অসাধারণ গলার রয়ে গেল।
    ভাল থাকুন প্রিয় আপা. চট্টগ্রাম আসলে যদি কখনো দেখা করার সুযোগ হত একটা আবদার করতাম৷ এক সাথে বসে এক কাপ চা খেতে খেতে তার শৈশবের কথা শুনতাম।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনার কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  • @paruespk9488
    @paruespk9488 Рік тому +3

    প্রথম বার শুনলাম
    আই তো অবাক 🤭🤭
    অনেক সুন্দর ভালো...??❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      এরকম সব অসাধারণ বাংলা গানই আমরা আপনাদের সামনে তুলে আনতে চাই। আশা করি পরবর্তীতেও আমাদের সাথে থাকবেন।

  • @izazmansur
    @izazmansur Рік тому +3

    Jotodur jaani, Shireen's parents are from Sylhet. She grew up in east London. And hwr sylheti accent is very heavy.
    But the chatgaiya pronounciation in this particular song is outstanding! Superb rendetion. Thanks to the production folks for picking her up for the song. Great job! Please keep up the good work!

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      It's great to see that you listened the song very carefully. We appreciate your valuable words. Thank you for staying connected with us.

    • @asmanazneen1335
      @asmanazneen1335 8 місяців тому +1

      Her parents from chittagong.

    • @izazmansur
      @izazmansur 8 місяців тому

      WOW! Really?

  • @janealom1920
    @janealom1920 Рік тому +2

    আইপিডিসি এবং সংগীত পরিচালক পার্থ বড়ুয়াকে অনেক ধন্যবাদ। great composition

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনার পছন্দের গানটি তুলে ধরতে পারায় আমরা বেশ আনন্দিত বোধ করছি। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। 💚

  • @nisiandas1883
    @nisiandas1883 Рік тому +1

    শুনে খুব ভালো লাগলো,আমাদের চট্টগ্রামের ভাষায়, শুনে আরো বেশি ভালো লাগলো

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      গানটি সত্যিই অসাধারণ হয়েছে।

  • @mdripon171
    @mdripon171 Рік тому +4

    অসাধারন হইছে শিরিন আপু!😊😍

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনার মনকে পূর্ণতা দিতে পেরে আমরা বেশ আনন্দিত বোধ করছি। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। 💚

  • @mdtarikulislamsaimun172
    @mdtarikulislamsaimun172 Рік тому +3

    সেই ২০০৯-১০ সাল থেকে তারে আমি চিনি এবং এখনও গান শোনা হয়।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      দর্শকদের মনে জায়গা করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে।

  • @simul67
    @simul67 7 місяців тому

    জোশ একখান গান গাইছে শিল্পী শিরিন 👏

  • @ahmedshobuj3612
    @ahmedshobuj3612 Рік тому

    Hats off for the whole Amader Gaan team specially partho da , Shireen zawad Apu... always Chottogram is best

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      Don't forget to keep in touch with us. We want to hear from you more.

  • @thowainin4942
    @thowainin4942 Рік тому +21

    Memories of childhood. Here's once again Shirin 🖤🖤

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      You're a music lover that's why you liked the song.

  • @minarpondit9772
    @minarpondit9772 Рік тому +7

    ওনার কন্ঠে যাদু আছে❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনি একজন সঙ্গীতপ্রেমী, তাই আপনি ঠিক জানেন।

  • @mdhasiburrahmanhasib5744
    @mdhasiburrahmanhasib5744 6 місяців тому

    কোনো একজন বলেছিলেন বাংলা ভাষা সিলেট গিয়ে আহত হয়েছে আর চট্রগ্রাম গিয়ে নিহত 😮 তারপরেও ভালো লাগছে গান টা ❤

  • @user-gb3xe1cj2v
    @user-gb3xe1cj2v 2 місяці тому

    জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো খুব দামি, নয়তো অন্য কারো""☹️☹️

  • @eliashossen4493
    @eliashossen4493 Рік тому +3

    I live in Saudi,
    my dear artist Shireen Apu
    feels so good after a long time !
    Thanks IPDC

  • @golammostafa8147
    @golammostafa8147 Рік тому +3

    আঁরার চিটাগাং অলওয়েজ 🔥♥️♥️♥️
    আরো চাই এরকম গান👌👌👌✌️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতেও আমাদের সাথে থাকবেন।

  • @IsmailHossain-gv3lt
    @IsmailHossain-gv3lt 2 місяці тому

    আমি শিরিন আপার সব গান খুব পছন্দ করি,,যখন মন খারাপ থাকে তখনই সুনি,,

  • @alamgir063
    @alamgir063 Місяць тому +1

    এই গান টা আমি মিনিমাম ১০০ বারের ও বেশি দেখেছি। বেশি ভালো লাগছে কোরাস দুইজন কে,এই দুই কোরাস কে দেখা এবং শুনার জন্য এতবার দেখা। শিরিন আমার প্রিয় কারন আমিও চাটগাইয়া।

  • @shahinahmed2396
    @shahinahmed2396 Рік тому +4

    রংপুরের আঞ্চলিক ভাষায় গান চাই 😍🥰

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому +1

      আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ। আমরা বিষয়টি মাথায় রাখবো এবং চেষ্টা করবো পরবর্তীতে রংপুরের আঞ্চলিক ভাষায় গান উপহার দেওয়ার জন্য।

    • @shahinahmed2396
      @shahinahmed2396 Рік тому

      Thanks ❤️

  • @song_play-y7q
    @song_play-y7q Рік тому +3

    শেফালী ঘোষের মত লাগে কিছুটা শিরিন আপার ভয়েস টা,এরকম ভয়েস ছাড়া চাটগাঁইয়াটা ঠিক জমে না,ভালোবাসা 💘

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

  • @mamunabdullah6284
    @mamunabdullah6284 Рік тому

    উত্তোরে তুন আইছে কইতইরা রে এএএ
    ও কইতইরার কানের মতির দুল..
    শামেলার কইতইরা গা বাককুম বাককুম করে..
    শামেলার কইতইরা গা ঝুন্নুর গো ঝুন্নুর করে এএ
    এটা একটা গানের কলি "আমাদের একাকায় তখন বিয়েতে গানটি জনপ্রিয় ছিলো।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @starinthesky5706
    @starinthesky5706 Рік тому +2

    ♥আঁরো বাড়িত গেলে তোঁয়ারে ছাড়ি দিতাম ন♥
    অবিরাম ভালোবাসা।
    আঁরার আঞ্চলিক গান বওত সুন্দর।

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      ঠিক এভাবেই আরও হাজার হাজার বছর ধরে আপনাদের মনে গানের মালা গেঁথে রাখতে চাই আমরা। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ❣️

  • @rubulchoudhury8604
    @rubulchoudhury8604 Рік тому +6

    It’s amazing how someone can break your heart and you can still love them with all the little pieces.

  • @shafiulalam9211
    @shafiulalam9211 Рік тому +3

    আমাদের চাটগাঁইয়া গান আমাদের গর্ব👌

  • @heartlesslove8502
    @heartlesslove8502 Рік тому +2

    লিখতে গেলে লেখা শেষ হবে না এককথায় অসাধারণ

  • @rabiulalam7925
    @rabiulalam7925 Рік тому

    আমাদের চট্টগ্রামবাসি গর্ব করতেই পারে, আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, রয়েছে নিজেদের ভাষা। আর চাঁটগার গান মানে ভিন্ন রখম ভালো লাগা💝

  • @rkradowan2970
    @rkradowan2970 Рік тому +4

    গানটা অসাধারণ ❤️

    • @ipdc.amadergaan
      @ipdc.amadergaan  Рік тому

      তাহলে তো মনে হচ্ছে আপনি বেশ মজাই পেয়েছেন আমাদের গান শুনে।