অল্পতেই হাপিয়ে যাওয়া কি হার্টের সমস্যার লক্ষণ

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ বাকী, চেম্বারঃ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকা, 01711647877, 01979241736 / ইবনে সিনা (ধানমন্ডি, ঢাকা) 01975886118, 10615 #meditalkdigital
    কয়েক ধাপ সিঁড়ি উঠলেন। এতেই হাঁপিয়ে গেলেন! এটি কি কোনো শারীরিক সমস্যা, না অন্য কিছু। এ বিষয়ে কথা বললেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক খান আবুল কালাম আজাদ। তিনি বলেন, অল্পতেই হাঁপিয়ে ওঠার তিনটি প্রধান কারণ রয়েছে। সেগুলো হলো- রক্তস্বল্পতা, ফুসফুসের কোনো রোগ এবং হৎপিণ্ডের কোনো অসুখ। রক্তস্বল্পতায় যাঁরা ভুগছেন, তাঁদের অন্যান্য লক্ষণের পাশাপাশি অল্পতেই হাঁপিয়ে ওঠাও একটি লক্ষণ হতে পারে।
    কারও কারও ক্ষেত্রে শ্বাসনালির বিভিন্ন রোগেও দেখা দেয় অল্পতেই হাঁপিয়ে ওঠার সমস্যা। যাঁরা অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি প্রভৃতি অসুখে ভুগছেন, তাঁদের হতে পারে এমন সমস্যা। ফুসফুসে ফাইব্রোসিস হয়ে যাঁদের ফুসফুসের প্রসারণ ক্ষমতা কমে যায়, তখনো অল্পতেই হাঁপিয়ে উঠতে পারেন ।
    আবার স্বল্প সময়ের কোনো ফুসফুসের অসুখ থেকেও এ সমস্যা দেখা দিতে পরে।
    হূৎপিণ্ডের কর্মক্ষমতা কমে যাওয়া, রক্তপ্রবাহে জটিলতার কারণে ও হূৎপিণ্ডে রক্ত সঞ্চালন কম হলে বুকে ব্যথা
    অল্পতেই হাঁপিয়ে ওঠার সমস্যা হতে পারে।
    চিনে নিন বিপদচিহ্ন
    : অল্পতেই হাঁপিয়ে ওঠার সঙ্গে দ্রুতগতির হূৎস্পন্দন এবং রক্তচাপ কমে যাওয়া
    : চেহারা নীল হয়ে যাওয়া
    : কথা বলার সময় এক নিঃশ্বাসে কথা শেষ করতে না পারা
    : ঘোরের মধ্যে চলে যাওয়া
    প্রতিকার ও প্রতিরোধ
    অল্পতেই হাঁপিয়ে উঠলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। সমস্যা প্রকট আকার ধারণ করলে হাসপাতালে গিয়ে অক্সিজেন নেওয়ার প্রয়োজনও হতে পারে।
    : যাঁদের শীতকালে শ্বাসকষ্ট হয়ে থাকে বা শ্বাসকষ্টে ভুগছেন, তাঁদের চিকিৎসকের পরামর্শমতো শ্বাসকষ্টের চিকিৎসা করানো উচিত।
    : কোনো কিছুতে অ্যালার্জি থাকলে তা এড়িয়ে চলতে হবে।
    : যদি বুকে চাপের সঙ্গে অল্প সময়ে হাঁপিয়ে ওঠার সমস্যা হয়,
    তাহলে হূৎপিণ্ডের কর্মক্ষমতা পরীক্ষা করে দেখা উচিত।
    রক্তস্বল্পতা এড়াতে যা করণীয়-
    : খনিজসমৃদ্ধ খাবার খেতে হবে, অন্যান্য পুষ্টি উপাদানও থাকতে হবে প্রতিদিনের খাদ্যতালিকায়।
    : খালি পায়ে মাটিতে হাঁটা যাবে না।
    : কৃমির ওষুধ খেতে পারেন।
    : মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
    : বয়স্কদের ক্ষেত্রে রক্তস্বল্পতা দেখা দিলেই দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

КОМЕНТАРІ • 15

  • @user-xv7zo7sg1z
    @user-xv7zo7sg1z 2 місяці тому +2

    আমার বয়স 16+ কিন্তু শুয়ে থাকতে থাকতে হঠাৎ বুকের মধ্যে অসহ্য ব্যথা শুরু হয় 1 মিনিট এর মতো থাকে তখন শ্বাস নিতে পারি না আর যদি শ্বাস নিতে যাই তখন মনে হয় বুকের মধ্যে কিছু ফেটে যাবে এটা কি হার্ড এর লক্ষণ,, প্লিজ বলবেন 😢😢😢

    • @MediTalkDigital
      @MediTalkDigital  2 місяці тому

      এটা হার্টের সমস্যা হতে পারে, একজন কার্ডিওলজিষ্ট এর পরামর্শ নিন

    • @user-xv7zo7sg1z
      @user-xv7zo7sg1z 2 місяці тому

      @@MediTalkDigital হয়নি এখনো,,,,হতে পারে

    • @mdnumankhanisfour6043
      @mdnumankhanisfour6043 Місяць тому

      আল্লাহ আপনাকে সুস্থ দান করুন

  • @alaysh4366
    @alaysh4366 2 місяці тому +1

    আমার বয়স ২৬ আমার সব সময় হাফ লেগে যাচ্ছে এখন আমার করণীয় কি

    • @MediTalkDigital
      @MediTalkDigital  2 місяці тому

      এটা দূর্বলতা বা হার্টের সমস্যার জন্য হতে পারে, একজন মেডিসিন স্পেশালিষ্ট কে দেখান

    • @SusmitaDas-sd4po
      @SusmitaDas-sd4po 2 місяці тому

      ​​@@MediTalkDigitalস্যার আমার বয়স ২৪ আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাই খেতে খেতে হাঁপিয়ে যাই আর একটু চলাফেরা করলেও হাঁপিয়ে যাই আর সিঁড়ি দিয়ে উঠানামা করলে তো শ্বাসকষ্ট শুরু হয় যায় আর যখন হাঁপিয়ে যাই তখন মাথা ও ঘোরে কি করব স্যার আর আমার কোনো ব্যাথা নেই। যখন শ্বাসকষ্ট অনুভব হয় তখন হৃদস্পন্দন বেড়ে যায় আর আমার হাইপোথাইরয়েডিজম আছে।

    • @SusmitaDas-sd4po
      @SusmitaDas-sd4po Місяць тому

      @@MediTalkDigital sir medicine er Dr. Dekhiyechi uni bolchen amr Sympathetic nurve system er problem ache. Ami bujhte parchi na eta ki nurve system er problem er jonno hocche ?

  • @VoiceOfFatemaIslam-sz7ul
    @VoiceOfFatemaIslam-sz7ul 10 днів тому

    আমার বাবার বয়স ৬০ বছর । সে অল্প একটু কাজ করে হাঁপিয়ে যায় । একবছর এর বেশি সময় । বার বার ঢেকু আসে। এতোটা হাঁপিয়ে যায় যে একটা পা ও সামনে ফেলতে পারেনা।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  10 днів тому

      হার্টের সমস্যা আছে কিনা চেক করা দরকার

  • @raonakgaming9141
    @raonakgaming9141 Місяць тому

    আমার বয়স 42 বছর আমি একটু কিছুতে হাপিয়ে যায়

    • @MediTalkDigital
      @MediTalkDigital  Місяць тому

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @Sidratul_01
    @Sidratul_01 Місяць тому

    আমার ১৭+ বয়স। ছাদে উঠলে আমার শ্বাসকষ্ট হয়। মাঝের মধ্যে অল্প কাজ করলেই হাপিয়াে যায়। এইটা যদিও সবসময় হয়না, মাঝের মধ্যে হয়। তাছাড়া আমি অনেক ফিট। আমার আব্বু শ্বাসকষ্টের রোগী। এখন আমার করণীয় কী?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  Місяць тому

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ