বাইকের ইঞ্জিন অয়েল (মবিল) কখন, কত কিলোমিটারে পরিবর্তন করা উচিৎ?সঠিক তথ্য জেনে নিন।

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 598

  • @mdhasanurrahmansuzon1278
    @mdhasanurrahmansuzon1278 2 роки тому +32

    আপনাকে শ্রদ্ধা জানায় ভাই। আপনি অনেকদিন থেকে ইঞ্জিন ওয়েল নিয়ে মানুষের ভুলগুলো যাতে ঠিক হয় সেটা নিয়ে কাজ করছেন৷ অনেকদিন থেকেই আপনার ভিডিও দেখি। আপনার মতো এইরকম আরও মানুষ দরকার। যারা এই ভুল নিয়ে বেশি বেশি সচেতন করবে মানুষকে। অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আপনাকে। ভাল থাকবেন। ❤️❤️❤️❤️

    • @RVBD
      @RVBD  2 роки тому +2

      🙄🙄😲😲❤️

  • @nizamulhaquesohan2584
    @nizamulhaquesohan2584 2 роки тому +10

    খুব মনযোগ দিয়ে আপনার কথাগুলো শুনলাম।
    আপনি যেভাবে সঠিক কথা গুলা প্রকাশ করলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ।আপনার কথা শোনার পর ইউজার মানুয়াল বইটা খুলে দেখলাম,এর আগে কখনো বইটা ফলো করি নি।
    এখন দেখলাম আমার বাইকের জন্য ২৫০০ কিলো রিকমন্ডেড

    • @RVBD
      @RVBD  2 роки тому +4

      আমার ভিডিওটি দেখে হয়তো কিছু জিনিস উপলব্ধি করতে পেরেছেন।
      এখন মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়।
      আমি বিশেষ করে মোটরসাইকেল নিয়ে যখন ভিডিও তৈরি করি তখন সেটার উপরে অনেক গবেষণা পরীক্ষা-নিরীক্ষা করে তারপরে আমি একটি ভিডিও তৈরি করি।
      আমার ভিডিওর মুখ্য উদ্দেশ্য ভিউ জেনারেট করা নয় আমার ভিডিওর সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে একজন বাইকার সত্যিকার অর্থেই যাতে উপকৃত হয় তার জন্য আমি ভিডিও তৈরি করি।
      অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

    • @Naturalvideography
      @Naturalvideography Рік тому +1

      আপনার কি বাইক?

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      আগে ফেজার ভারশন ১ চালাতাম। ekhon fzs v3 চালাই। এগুলার আগে ডিস্কভার এবং প্লাটিনাও চালাইছি।
      ২০০৭ থেকে শুরু।

    • @Naturalvideography
      @Naturalvideography Рік тому +1

      @@RVBD ভাইয়া একটু বলবেন প্লিজ। আমার পালসার টুইন ডিক্স ১৫০সিসি। কোন মবেল টা ভাল হবে আর কত কিলো পর্যন্ত চালানো যাবে.?? ৫০০টাকার মধ্যে কোন মবেল ভাল হবে??

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      বাজাজ ইঞ্জিন অয়েল ব্যাবহার করেন। ৪০০০ চালাতে পারবেন। আপনি আগে ম্যানুয়াল বই দেখুন। সেখানে বিস্তারিত লিখা আছে। সেভাবেই চালাবেন

  • @MdPolashHossain-pr2bf
    @MdPolashHossain-pr2bf 8 місяців тому +4

    সত্যি অসাধারণ যুক্তি দিয়ে বুঝিছেন। আপনার সাথে সহমত প্রকাশ করছি। ♥ধন্যবাদ প্রিয়♥

    • @RVBD
      @RVBD  8 місяців тому +2

      😆❤️❤️🙏

  • @tarungayen6656
    @tarungayen6656 13 днів тому +1

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর তথ্য উপস্থাপন করার জন্য এবং সত্য কথাটি বলার জন্য। ঈশ্বরের কাছে আপনার দীর্ঘ জীবন কামনা করি। ❤️❤️❤️❤️💘💘💘🧡🧡🧡💖💖💖

    • @RVBD
      @RVBD  13 днів тому +1

      দাদা অনেক অনেক ধন্যবাদ আপনার অতি মূল্যবান গুরুত্বপূর্ণ মতামতের জন্য

  • @sadikulislam7468
    @sadikulislam7468 Рік тому +22

    ঠিক ভাই সবাই এটা জানে 1500 হলেই মনে করে oil পরিবর্তন করা দরকার আপনার কথা অনুযায়ী বুঝলাম ৪০০০ পর্যন্ত চালালেও সমস্যা নেই

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

    • @sofikalam569
      @sofikalam569 Рік тому +2

      নুতন গাড়ি গুলোর ক্ষেত্রে 2000 km বেশি না চালালেই ভালো হয় 1yrs পর 3000-4000 Km পর্যন্ত চালানো যেতে পারে ভালো কোম্পানির ইঞ্জিনে oil হলে

    • @quranrecitation9312
      @quranrecitation9312 Рік тому +1

      3000 por engine a vibration ase

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      @quranrecitation9312 মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

  • @jobaer9394
    @jobaer9394 2 роки тому +8

    ধন্যবাদ ভাই সুপরামর্শ দেওয়ার জন্য।চালিয়ে যান আপনার প্রচেষ্টা। কিছু খারাপ মন্তব্য আসতে পারে। কেননা, এই ভিডিও কারও প্রতারণা,বাটপরিতে প্রতিবন্ধকতা তৈরি করবে।

    • @RVBD
      @RVBD  2 роки тому +3

      সব সময় যে পজিটিভ মন্তব্য আসবে তেমনটা কখনোই আমি আশা করি না।
      যিনি বা যারা আমার পুরো ভিডিওটি দেখবেন তাদেরকে ভিডিওতেই বলা হয়েছে যারা নেগেটিভ কমেন্ট করবেন তারা অবশ্যই প্রমাণ সহকারে নেগেটিভ কমেন্ট করবেন তাহলে আমিও অনেক কিছু শিখতে পারবো সেখান থেকে।
      তবে আমি যা বলেছি এটাই সত্য এবং আমি নিজেও এভাবে চালাচ্ছি এবং অনেক সিনিয়র টেকনিশিয়ান রয়েছে তারাও এভাবে চালায়।

    • @RVBD
      @RVBD  2 роки тому +2

      আপনি যদি মনে করেন ভিডিওটি সত্যি কারের প্রয়োজনীয় একটি ভিডিও তাহলে অবশ্যই আপনার পরিচিত কোন বাইকিং কমিউনিটিতে অথবা পরিচিত ব্যক্তিকে ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন।
      আরেকটি সত্যি কথা সেটি হচ্ছে আমি কোন কোম্পানির দালালি খাওয়া দালাল না। আমি সব সময় ভিডিও তৈরি করি একজন বাইকারের জন্য যা দেখে সত্যিকার অর্থে একজন ভাই কারো উপকৃত হতে পারে।
      যে জিনিসটা আমি বুঝিনা বাজে জিনিসটা আমি জানিনা সেটা নিয়ে কখনোই আমি ভিডিও তৈরি করতে আগ্রহী নই।
      তবে আমি যে জিনিসটি সম্বন্ধে সম্পূর্ণভাবে সঠিক তথ্য জানি এবং উপযুক্ত প্রমাণ সহকারে জানি তাহলেই কেবলমাত্র আমি ভিডিও তৈরি করি।
      ধন্যবাদ ভাই ভালো থাকবেন

  • @sobujbangla901
    @sobujbangla901 Рік тому +3

    সত্যি অসাধারণ যুক্তি দিয়ে বুঝিছেন। আপনার সাথে সহমত প্রকাশ করছি। ♥️ধন্যবাদ প্রিয়♥️

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

  • @sohagbarman6926
    @sohagbarman6926 8 місяців тому +3

    Pulsar 150 কোন মোবিল ব্যবহার করবো?আর কত কিলোমিটার পর পরিবর্তন করব? দয়াকরে জানাবেন🙏

  • @s.mfirozkobir7263
    @s.mfirozkobir7263 4 місяці тому +1

    ভাই,,,অত্যন্ত যুক্তি সহকারে বুঝিয়েছেন,,,বিষয়টা ভালো লাগলো❤❤❤,,,,কিন্তু আরো কিছু বিষয় আপনার বলা উচিত ছিলো,,,,, আশা করি,,উত্তর দিবেন,, যাতে করে সবার উপকার হয়,,,,,
    ইঞ্জিন ওয়েলের তো ৩ টা ভ্যারিয়েন্ট আছে,,,মিনারেল, সেমি সিনথেটিক, সিনথেটিক,,,তিনটার দাম ও হয় ভিন্ন,,,,এখন আমি যত গুলো বাইকের ইউজার ম্যানুয়াল বুক দেখেছি,,কোনো টাতেই লেখা নেই,,কোন ভারিয়েন্ট এর ইঞ্জিন ওয়েল ইউজ করতে হবে,,,শুধু লেখা থাকে , কোন গ্রেড এর ইঞ্জিন ওয়েল ইউজ করতে হবে,,যেমন,,10w40, 20w50 এমন,,,এখন আমার কথা হচ্ছে,,, একটা মিনারেল ইঞ্জিন অয়েল অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলে দেখবেন, ইঞ্জিন অয়েল এর প্রত্যেকটি দানা ভিন্ন,,, কিন্তু একটি সিনথেটিক ইঞ্জিন অয়েল অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলে দেখবেন এর প্রত্যেকটি দানা একদম একই রকম,,,,,এখন,,আমি যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে ৩০০০ কিমি গাড়ি চালায়,, তবে তা আমার গাড়ির ইঞ্জিনের কোনো রকম কোনো ক্ষতি করবে না,,,, কিন্তু আমি যদি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে, একই ৩০০০ কিমি গাড়ি চালায়,,,সেটা কি আমার বাইকের ইঞ্জিনের কোনো ক্ষতি করবে না ? কারণ মিনালের ইঞ্জিন অয়েল এর দানা গুলো তো সমান না,,, আশা করি উত্তর টা আমাকে দিবেন,,,আমার জানার প্রয়োজন আছে ❤

    • @RVBD
      @RVBD  4 місяці тому +1

      এই ভিডিওটা তে সব বলা আছে
      ua-cam.com/video/UF_z9x4h8dc/v-deo.html

  • @masudsunny271
    @masudsunny271 2 роки тому +15

    লজিক দিয়ে বুঝানোর জন্য অনেক ধন্যবাদ ভাই💝

    • @RVBD
      @RVBD  2 роки тому +3

      ভাই মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
      আসলে ভিতরে কত ধরনের রিউমার যে কাজ করে তার কোন অন্ত নেই। আমাদের বাইকারদের উপরে পুলিশ যেমন অত্যাচার করে ঠিক তেমনি বাইক বিক্রয় কারী প্রতিষ্ঠান এবং সার্ভিস ম্যান রাও প্রচুর অত্যাচার করে

    • @masudsunny271
      @masudsunny271 2 роки тому +2

      @@RVBD আপনি ঠিক বলেছেন ভাই, আপনার ১ম ভিডিওটা দেখার পর থেকে আমি ৩ হাজারের নিচে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি না আর।

    • @RVBD
      @RVBD  2 роки тому +1

      আমি যেটা নিজে পরীক্ষা করে সফলতা বা ব্যর্থতার সম্মুখীন হই সেই সফলতা বা ব্যর্থতার সত্যিকার ের ব্যাপারটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি।
      আসলে যদি আমরা ৫০০ কিলোমিটারে ইঞ্জিন অয়েল ফেলে দেই বা ১০০০ কিলোমিটারে ইঞ্জিন অয়েল ফেলে দেই সেটা শুধুমাত্রই অর্থ নষ্ট।
      তবে যদি বিশেষ কোনো কারণে ইঞ্জিনিয়ার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা করব কিন্তু তাই বলে রেগুলার অনর্থক 500 অথবা 1000 কিলোতে ইঞ্জিন অয়েল ফেলে দেওয়ার কোন মানেই নেই।
      আমার কথা হচ্ছে ইউজার ম্যানুয়াল এর বাইরে আমরা বা আমাদের কখনোই না যাওয়া উচিত।
      আমার এই ভিডিও দেখে যদি একজন লোকও সফলতা পায় বা একজন লোকও যদি আমার এই ভিডিওর মর্মার্থ বুঝতে পারে তাহলেই মনে করব আমি বা আমার এই ভিডিওটি সফল।
      আমি কোন কোম্পানির দালালি বা এজেন্ট গিরি পছন্দ করি না। বর্তমান বাজারে যত ইউটিউবার দেখবেন এরা সবাই দাদন খেয়ে বসে আছে।
      গত দুই থেকে তিন দিন আগে আমি মোটরসাইকেলের সিকিউরিটি লক নিয়ে একটি ভিডিও করেছি আপনি চাইলে আমার সেই ভিডিওটি দেখে ফ্রিতেও সিকিউরিটি লক লাগিয়ে নিতে পারেন অথবা সেটাকে আধুনিকায়নও করে নিতে পারেন আমার চ্যানেলে একটু কষ্ট করে খুঁজে দেখেন দুই থেকে তিন দিন আগের একটি সিকিউরিটি লক নিয়ে ভিডিও করা রয়েছে আমার চ্যানেলে যদি আপনি পুরো ভিডিওটি দেখেন আশা করি সেই ভিডিওটি থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার বাইক কে রক্ষা করতে পারবেন চুরি ছিনতাই থেকে।

  • @nazmulhuda5008
    @nazmulhuda5008 Рік тому +2

    Subscribe না করে পারলাম না, আপনার কথা গুলো ১০০% সঠিক। আমি আমার বাইকে motul ৫১০০ semi synthetic oil দিয়ে ৩০০০ কিলো চালাই আরও বেশি (৪০০০+) চালানো যাবে, কারন হোন্ডা livo ম্যানুয়ালে ইঞ্জিন oil ৪০০০ কিলো পর পর পরিবর্তন করতে বলা হয়েছে। কোন প্রকার প্রবলেম ফেস করি নাই। কিন্তু মেকানিক বলে ১৫০০ কিলোতে পরিবর্তন করতে, কিন্তু আমি করি না।

    • @RVBD
      @RVBD  Рік тому +4

      এটাই বাস্তব। পুলিশ, শোরুম, মেকার, বিক্রেতা সবাই মিলেমিশে বাইকারদের ধোকা দেয়। তাই ভিডিওটা করেছি❤️

    • @SBAcademyNarail
      @SBAcademyNarail 6 місяців тому

      ❤​@@RVBD

  • @SmKhademulislam
    @SmKhademulislam 3 місяці тому +1

    ভাই ভালোবাসা নিবেন💝।
    আমি মুলত ACI মটরস থেকে ৩মাস আগে একটি বাইক কিনেছি Fzs V2 কিন্তু তারা বাইকের সাথে aci লিখা যে ওয়ারেন্টি বইটা সেটা বাদে আর কোনো কিছু দেইনি এবং এই বইয়ে বাইকের পূর্ন ইউজার গাইড নাই...
    এখন আমার প্রশ্ন হলো যে ইউজার বইটাতে বাইকের পুর্ন মেইনটেনেন্স এর কথা লেখা আছে সেটি আমি কোথায় পাবো / কিভাবে সংগ্রহ করবো???

  • @rakibhassanroky2412
    @rakibhassanroky2412 Рік тому +5

    অনেক ভালো লাগলো। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আর সকল বিপদাপদ থেকে হেফাজত করুক।

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
      আর আমার কোন দোকান নেই। আমি আপনার মতই একজন সাধারন বাইকার❤️❤️👌

    • @rana.nr.7dhaka476
      @rana.nr.7dhaka476 8 місяців тому +1

      আসসালামু আলাইকুম ভাই, আপনার দোকানটা কোন জাগায় ভাই

    • @RVBD
      @RVBD  8 місяців тому

      @rana.nr.7dhaka476 আমার কোন দোকান নাই ভাই। আমি আমার এক বন্ধুর দোকানে বসে শখের বসে ভিডিও করি

  • @MdALAmin-wt2gq
    @MdALAmin-wt2gq 9 місяців тому +2

    ভাই Platina 110 H-Gear প্রথম ৫০০ কিলো পর ইঞ্জিন ওয়েল পরিবর্তন করেছি, এবার ২য় বার থেকে কত কিলো পর ইঞ্জিন ওয়েল পরিবর্তন করব?? জানালে উপকৃত হতাম ভাই

    • @RVBD
      @RVBD  9 місяців тому +1

      ম্যানুয়াল বই দেখুন ভাই। সেখানে লেখা আছে

  • @nahidmusaddiq
    @nahidmusaddiq Рік тому +4

    ধন্যবাদ ভাই আমি ও ১ বছর থেকে ইঞ্জিন ওয়েল ৩০০০ কিলোমিটার চালাই মিনারেল ইঞ্জিন ওয়েল দিয়ে। অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে, আমি এটা নিয়ে মন ও খারাপ করি না। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে এটা বুঝিয়ে বলার জন্য। এখন একটা জিনিস জানতে চাওয়া ভাই সিন্থেটিক ইঞ্জিন ওয়েল দিয়ে কত কিলোমিটার চালাবো?

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      এর উত্তর হিসেবে আমার আরেকটা ভিডিও রয়েছে। পুরো ভিডিও টা না টেনে মনোযোগ দিয়ে দেখলে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হবেন।
      এই হচ্ছে সেই ভিডিওটির লিংক যেখানে উদাহরণস্বরূপ মতুল ইঞ্জিন অয়েল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি
      ua-cam.com/video/UF_z9x4h8dc/v-deo.html

    • @nahidmusaddiq
      @nahidmusaddiq Рік тому +1

      ধন্যবাদ ভাই এখন দেখতেছি ঐ ভিডিওটা❤️

    • @sahrianshakil1203
      @sahrianshakil1203 Рік тому +2

      Bike ar boi a e lekha ase...5k chalano jabe...dokandar ra huda e 1k te change korte bolw

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      @sahrianshakil1203 অতি মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
      ভিডিও টা আপনার কাছে উপকারী মনে হলে বাইকিং কমিউনিটিতে শেয়ার দেওয়ার অনুরোধ থাকবে।

    • @NayemofDishari
      @NayemofDishari Рік тому +1

      নতুন গাড়ি কিনছি v2 শোরুম থেকে বললো ২০০০ কিঃ ভিতরে ৪টা মবিল পাল্টাতে হবে ব্রেকিং পিরিয়ডর ভিতরে

  • @NiloyAhmedAlomgir-ik2tj
    @NiloyAhmedAlomgir-ik2tj 8 місяців тому +2

    আচ্ছা ভাই হোন্ডা র লিভু বাইকে সুপার ৪ টি মবিল কতো কিলোমিটার চালানো যায় প্লিজ ভাই রিপ্লে ই

    • @RVBD
      @RVBD  8 місяців тому +1

      ৪০০০ কিলোমিটার। তবে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি যে ইঞ্জিন অয়েল পড়তেছেন সেটি অরিজিনাল কিনা

  • @DurjoyKumar-hq3sp
    @DurjoyKumar-hq3sp Рік тому +1

    আপনার ভিডিও দেখে অনেক ভাল লাগলো। আমার পালসার ডোবোল ডিক্স গাড়ি। কত কিলো চালানোর পরে মবেল পাল্টাবো

  • @krishnasarker7318
    @krishnasarker7318 Рік тому +2

    অনেক ধন্যবাদ ভাই। উপকৃত হলাম। আমার জিক্সার বাইকে মটুল ছাড়া অন্য কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে কিনা???

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      গ্রেট ঠিক রেখে যে কোন ব্রান্ডের ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করতে পারেন।

  • @lahoriloft3922
    @lahoriloft3922 5 місяців тому

    আপনার কথায় আমার অনেক উপকার হয়েছে আমি প্রতি হাজার কিলোমিটার পর পর অয়েল বদলাতাম❤❤

    • @RVBD
      @RVBD  5 місяців тому

      আপনি যাই করেন না কেন আগে মেনুয়াল বই পড়ে দেখবেন আশা করি সেখান থেকে অনেক তথ্য আপনি জানতে পারবেন।
      ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন ভিডিওটি আরো বাইকারের অনেক উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করবেন।

  • @suvojitsarkar8359
    @suvojitsarkar8359 10 місяців тому +2

    Gear oil koto km por chanelge kora uchit?brake shoe,spark plug and air filter koto km por change Kora uchit?

    • @RVBD
      @RVBD  10 місяців тому +1

      আপনার সবগুলো প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটিতে লেখা রয়েছে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করব আপনি আপনার মোটরসাইকেলের সাথে দেওয়া ইউজার বইটি ভালো করে পড়ে দেখুন।
      সেখানে প্রথম কিছু পাতা উল্টানোর পরে একটা জায়গায় লেখা থাকবে পিরিয়ডিক মেনটেনেন্স চার্ট। সেই জায়গায় ইঞ্জিন অয়েল ব্রেক শো ফ্রন্ট শক এবজারভার অয়েল ক্লাস কেবল পিক আপ কেবল ইঞ্জিন অয়েল সহকারে সবকিছু কবে কখন কোথায় কিভাবে পরিবর্তন নাকি লুব্রিকেন করবেন নাকি পরিষ্কার করবেন তার বিস্তারিত সকল তথ্য সেখানে লেখা রয়েছে।

  • @abdulmotaleb520
    @abdulmotaleb520 11 місяців тому +2

    ভাইজান বাংলাদেশ কোন বাইকে কোন গ্রেড ওয়েল ব্যবহার করবো আর কত কিমি পর পর পরিবর্তন করবো সেটা নিয়ে একটা ভিডিও করেন প্লিজ।।

    • @RVBD
      @RVBD  11 місяців тому +1

      এটা বাইকের সাথে দেওয়াই ইউজার ম্যানুয়াল বইতে লেখা থাকে।

  • @OppoOppo-qr9tj
    @OppoOppo-qr9tj 7 місяців тому +2

    আমি কতদিন হল একটা ডিসকভার গাড়ি নিছি এটা কত কিলোমিটার চালানুর পর মবিল পরিবর্তন করতে হবে ভাই জানতে চাই

  • @sujonislam-pk6bn
    @sujonislam-pk6bn 13 днів тому +1

    আসসালামু আলাইকুম ভাই
    আমার গাড়ি সুজুকি জিক্সার মনটন এটাই কি এটায় কি 20w50 ব্যবহার করা যাবে

    • @RVBD
      @RVBD  13 днів тому +1

      আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বই পরে দেখুন। সেখানে যে গ্রেড এর কথা লেখা আছে সেটাই ভরবেন

  • @moinul8050
    @moinul8050 Рік тому

    অনেক উপকৃত হয়েছি আপনার ভিডিও টা দেখে। এতো দিনের ভ্রান্ত ধারণা দূর হলো আমার। এরকম honest ভিডিও বানানোর জন্য ধন্যবাদ।এমন আরো ভিডিও বানান যাতে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রেহাই পাই। আপনার চ্যানেল subscribe করেছি।শুভ কামনা রইলো।

    • @RVBD
      @RVBD  Рік тому

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

    • @RVBD
      @RVBD  Рік тому

      আপনি আরো ক্লিয়ার হতে এই ভিডিওটা দেখতে পারেন ua-cam.com/video/Bt14gaB5zQg/v-deo.html

    • @moinul8050
      @moinul8050 Рік тому

      @@RVBD IN SHA ALLAH dekbo.Thanks

    • @moinul8050
      @moinul8050 Рік тому

      @@RVBD Bhai apnar dea link er vedio ta deklam.Aro clear hoise engine oil er concept.link tar jnno onk dhonnobad Bhai.JAJAK ALLAH KHAIRAN...

  • @md.moniruzzamanbabu7509
    @md.moniruzzamanbabu7509 Рік тому +2

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ। Discover 125 এর জন্য কত কিলোমিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে?

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      4000+ চালাবেন।
      শোরুম থেকে bajaj dtsi ইঞ্জিন অয়েল কিনে ভরবেন।
      বিস্তারিত তথ্য আপনার ম্যানুয়াল বই তে দেখুন

  • @sbtraders2357
    @sbtraders2357 Рік тому +2

    আসসালামু আলাইকুম,, ভাই আমি platina 100 ES গাড়ি চালাই,,,মাদার কোম্পানি ইন্ডিয়া 10W -30 বলছে,, কিন্তু বাংলাদেশী উত্তরা মোটর্স বলছে Super 4T 2W-50,, তাহলে কোনটা ব্যবহার করবো

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      বাইকের সাথের দেয়া ম্যানুয়াল বইতে যেটা বলেচগে সেটাই ভরবেন।
      উত্তরা মটরস আরেকটা আকাম করেছে।
      পালসার N160 বাইকে বাজাজ থেকে বলেছে ১০-৪০ দিতে।
      আর উত্তরা নিজেরা বলেছে ২০-৫০ দিতে।
      আসলে ভুল গ্রেড দিলে কোন ক্ষতি নেই।
      হয়তো ইঞ্জিন টা তুলনামুলক একটু হিট হবে বা ইঞ্জিনের স্টারটিং এ একটু সমস্যা হতে পারে।
      ইঞ্জিনের সাউন্ড কিছুটা পরিবর্তন হতে পারে। অথবা কিছুটা পাওয়ার লস হতে পারে।
      কিন্তু এটাতে ইঞ্জিনের তেমন বড় কোন ক্ষতি নেই।
      পারফরম্যান্স এর কিছুটা ঘাটতি হবে।
      সুতরাং চিন্তা নেই

  • @MDARIF-js7yb
    @MDARIF-js7yb Рік тому +2

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ আগে জানতাম না এখন থেকে তো জানলাম এখন থেকে ৩০০০ হাজার বা ৩৫০০হাজার কিলো চালাবো. বাই আমার ডিসকভার ১১০ সিসি বাইক কোন মোবাইল বরলে ভাল হবে বলবেন ❤

    • @RVBD
      @RVBD  Рік тому +3

      bajaj 20w50

  • @starmultimedia9563
    @starmultimedia9563 Рік тому +2

    Sell advance10_30 ...and motul 3100'10v_30 discover 110 c koto likomiter calano jabe?

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      অনুগ্রহ করে ইউজার ম্যানুয়াল বই দেখুন। সেখানে যা লিখা আছে তত কিলোমিটার নিশ্চিন্তে চালাতে পারবেন। ধন্যবাদ আপনার অতি মুল্যবান মতামতের জন্য।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।

  • @innocentishaan7090
    @innocentishaan7090 5 місяців тому +1

    Vaijan amar bike er user manual ta service er por r khujhe passi na ..
    Amar bike Suzuki Gixxer fi abs 2023
    Kindly bolben Amar bike er engine oil koto km por por Change korbo jehetu user manual book ta somehow passi na tai question ta korlam..asha korso uttor ta diben

    • @RVBD
      @RVBD  5 місяців тому +2

      ৩০০০ কিলোমিটার

  • @bhabanikumar5804
    @bhabanikumar5804 2 роки тому +3

    khub valo laglo vai
    Tvs 125cc motul 10w30 nilam koto kilo calaita parbo bolban

    • @RVBD
      @RVBD  2 роки тому +1

      ভাই দয়া করে ব্যাংকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটি পড়ে দেখুন সেখানে স্টেপ বাই স্টেপ সবকিছু বিস্তারিত লিখা রয়েছে আপনি একটু প্লিজ আগে দেখেন দেখে তারপর আমাকে কমেন্ট করে জানান।

  • @MdAshik-hn2zj
    @MdAshik-hn2zj 2 роки тому +2

    Vai apner kotha gulo khub sundor apner video monojog sohokare dekhar chesta kori
    amar akti hero honda splendore semi sinthitik ba ful sinthitik use kora jabe kina jodi bolten #

    • @RVBD
      @RVBD  2 роки тому +1

      যে কোন টাই ব্যাবোহার করতে পারবেন। তবে গ্রেড হতে হবে ১০/৩০।
      কত কিলোমিটার এ পাল্টাবেন তা ইউজার ম্যানুয়াল বই এবং ট্যাংকের উপরে স্টিকারে লেখা আছে।
      অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন

  • @MdAlamgir-uc7tl
    @MdAlamgir-uc7tl Рік тому +2

    Bhaiya
    Apni ki Mobil use kore test koriyesen????????
    Koto kilometer porjonto mobil ar opadan gula tik thake ???????
    Pls show if any report.
    Give report base information.

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ভাই, এত কিছুর তো দরকার নাই।
      আপনি আপনার বাইকের সাথে দেয়া ম্যানুয়াল বই টা একটু পরেন।
      তাহলে নিজেই বুঝবেন

  • @MobiHUB
    @MobiHUB Рік тому +1

    আপনি যে বক্তব্য দিয়েছেন তা খুবই সুন্দর, যথোপযুক্ত এবং তথ্য নির্ভর যা প্রস্তুতকারকের ম্যানুয়াল বইয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে:
    এখানে আমার প্রশ্ন রয়েছে
    ০১. ম্যানুয়ালি বলা হয়েছে 3 হাজার কিলোমিটার চালাতে কিন্তু আমরা সিটিতে ঢাকাতে যখন বাইক চালাই তখন ঘন্টার পর ঘন্টা আমাদের বাইক জ্যামে পড়ে থাকে এবং ইঞ্জিন চলতে থাকে। মেনু আলে তিন হাজার কিলোমিটার বলা হয়েছে রানিং অবস্থায় যেটা নাকি চলছে এবং আমার মিটারের রিডিং উঠতেছে কিন্তু যখন আমি জ্যামের মধ্যে বসে থাকি তখন কিন্তু আমার ইঞ্জিন চলতেছে কিন্তু কিলোমিটার বাড়তেছে না এই ক্ষেত্রে কিন্তু একটা হিসাবের ব্যাপার আছে এটা কি আপনি কখনো হিসেব করেছেন বা ভেবেছেন???

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      এই মোটরসাইকেলগুলো ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা জ্যাম প্রবণ দেশের জন্যই তৈরি হয়ে থাকে।
      আর এসব দেশে কি পরিমাণ জ্যাম পড়ে এবং কতক্ষণ পর্যন্ত সেই জ্যামে আটকে থাকে সেগুলোর গড় হিসেব করেই কোম্পানির রিসার্চ বা অডিট টিম এই কিলোমিটার লিখে দিয়েছে।
      যেখানে অতিরিক্ত আরো কিছু কিলোমিটার এডভান্স হাতে রেখে দিয়েছে।
      কোন কোম্পানি চায়না তাদের নিজের পণ্যগুলো কথামতো চালিয়ে কেউ সমস্যায় পরুক।
      আশা করি কিছুটা হলেও বুঝাতে পেরেছি

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ভয়েস কমান্ড দিয়ে কমেন্ট করেছে বিধায় হয়তো কমেন্টের ভিতর কিছু ভুল ত্রুটি থাকতে পারে!!!!

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজি আমাদের পাশেই থাকবেন

  • @rakibulislamshakil9705
    @rakibulislamshakil9705 Рік тому +2

    ভাই আমার বাইক ২০০০ কি.লি চলছে নতুন Yamaha fzs v3. আমি ইয়ামাহা লুব মিনারেল ব্যবহার করি। এখন এই মিনারেল টা কত কি.লি রান করবে? বা চলার পরে চেঞ্জ করবো?

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ভাইয়া আমাকে কল দিয়েন । হোয়াটস এপে কল দিবেন ।
      কমেন্ট লিখতে লিখতে আমি ক্লান্ত।
      ০১৫৩৯৩৩৯৩০৩ সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ তার ভিতরে।

  • @MdTipu-s4w
    @MdTipu-s4w 3 дні тому +1

    ভাই আমার ডিসকভারি ১১০সিসি
    ২০১৮মডেল আমি তো সেকেন্ডহ‍্যান্ড নিছি
    কিন্তু কতকিলো পরপর পরিবর্তন করবো জানা নেই
    সম্ভব হলে একটু জানাবেন 🙏🙏🙏

    • @RVBD
      @RVBD  3 дні тому +1

      ৪০০০ কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন

  • @tanmaydas4283
    @tanmaydas4283 10 місяців тому +1

    Glamour xtec 125 বাইকে কত কিমি অন্তর ইঞ্জিন ওয়েল চেঞ্জ করলে ভালো হবে আর কোন গ্রেডের ইঞ্জিন ওয়েল ভরলে ভালো হবে। দয়া করে জানাবেন

    • @RVBD
      @RVBD  9 місяців тому +1

      আপনার বাইকের ট্যাংক এর উপরে বিস্তারিত তথ্য লেখা রয়েছে একটু ভালো করে পড়ে দেখুন।
      অথবা আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটি পড়ে দেখুন সেখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে সবকিছু

  • @nahidhassan8073
    @nahidhassan8073 2 роки тому +4

    ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে ইঞ্জিন অয়েল সম্পর্কিত সত্য তথ্য দেওয়ার জন্য.... এরকম ভিডিও আরো চাই ভাই.....

    • @RVBD
      @RVBD  2 роки тому +2

      আপনি আমার ভিডিওটি দেখে খুশি হয়েছেন এটি জেনে আমি অনেক আনন্দিত হয়েছি।
      সত্যি কথা বলতে আমি কোন কোম্পানির এজেন্ট নই এবং বাস্তবে যেটি সত্য কথা আমার চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করি সেই প্রকৃত সত্য বা মিথ্যা বিষয়টি আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি।
      অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন এবং সব সময় আপনার মূল্যবান মতামত প্রদান করে আমাকে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ ভাই।

    • @RVBD
      @RVBD  2 роки тому +3

      আপনি আমার ভিডিওটি দেখে খুশি হয়েছেন এটি জেনে আমি অনেক আনন্দিত হয়েছি।
      সত্যি কথা বলতে আমি কোন কোম্পানির এজেন্ট নই এবং বাস্তবে যেটি সত্য কথা আমার চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করি সেই প্রকৃত সত্য বা মিথ্যা বিষয়টি আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি।
      অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন এবং সব সময় আপনার মূল্যবান মতামত প্রদান করে আমাকে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ ভাই।

    • @mdrahath6987
      @mdrahath6987 2 роки тому +1

      @@RVBD বাইক যদি ২৫০ কিলোমিটার চালিয়ে তিন মাস বন্ধ থাকলে কি চেঞ্জ করে চালানো শুরু করা লাগবে ভাই।

    • @RVBD
      @RVBD  2 роки тому +2

      যারা একেবারেই কম চালায়। তারা মাসের হিসাব টা ফলো করবেন।
      ইউজার ম্যানুয়ালে মাস এবং কিলোমিটার দুটোই লিখা আছে ভাই

    • @mdrahath6987
      @mdrahath6987 2 роки тому +1

      @@RVBD ভাই এক্সব্লেড,কয়মাস পর চেন্জ করার নিয়ম, বলেন ভাই কস্ট নিয়েন না।

  • @muhammadkashmir8790
    @muhammadkashmir8790 Рік тому +2

    অনেক টাকা বাঁচাবো এবার ভাই।
    জাযাকাল্লাহ খাইরান ❤❤

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @travelingwithpalash5506
    @travelingwithpalash5506 Рік тому +2

    Hero 150cc Bike কত km পর মোবিল পরিবর্তন করলে ভাল হবে ?

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ৩০০০ কিলোমিটার।
      বিস্তারিত আপনার ইউজার ম্যানুয়াল বইতে লেখা আছে আগে সেটি পড়ে দেখুন

  • @IshaAli-u1l
    @IshaAli-u1l 9 місяців тому +1

    আসসালামু আলাইকুম ভাই, একটা পরামর্শ চাই। তা হলো Tvs xl100 কতো দিন পরপর পানি দিয়ে ধুয়া উচিৎ? জানালে উপকৃত হতাম

    • @RVBD
      @RVBD  9 місяців тому +1

      মোটর সাইকেলের ভিতর কাদা বা ময়লা যদি লেগে যায় তাহলে অবশ্যই পানি দিয়ে ধুইবেন। এটা যখন ইচ্ছা তখনই ধুইতে পারবেন। কোন ধরনের কোন সমস্যা নাই।

  • @prithibitawhid2448
    @prithibitawhid2448 Рік тому +3

    Bai 20w...40 ki gixxer bike a bora jaba

  • @mostafizurrahman5714
    @mostafizurrahman5714 Місяць тому +1

    আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ।

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করবেন তাতে অন্যরাও যাতে জানতে পারে

  • @MdjakariaSaheb
    @MdjakariaSaheb Рік тому +2

    ভাই আমি একটা ডিস্কভার ১২৫ সি সি নিউ মডেল বাইক কিনেছি ২২সালে,, কিন্তুু বাইকের সাথে ইউজার মেনুওয়ার বই দেই নাই,,,আমি এখন ইউজার মেনুয়াল বই কিভাবে পেতে পারি,,

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      যেকোন শো-রুমে উনাদেরকে বললে ওরা দিয়ে দিবে।

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      😁👌

  • @villagefunnychallenge
    @villagefunnychallenge Рік тому +5

    সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

  • @shahriarrasel8063
    @shahriarrasel8063 Рік тому +5

    অসংখ্য ধন্যবাদ ভাই, সঠিক তথ্য দেওয়ার জন্য

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ওকে❤️🫶

  • @selimahmed2569
    @selimahmed2569 Рік тому +2

    আসসালামু আলাইকুম ভাইয়া । আমি এফ জেড এস ভার্সন টু ব্যবহার করি শোরুম থেকে বলছে প্রতি এক হাজার কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে ইয়ামালিউব টেন ডব্লিউ ফরটি মিনারেল ব্যবহার করি। এক হাজার কিলোমিটার এর ওপর ব্যবহার করলে কি কোন সমস্যা হবে । বা এই ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলোমিটার পর্যন্ত রান করা যায় ভাইয়া ।

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      ৩০০০ কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারেন।
      যা আপনার বাইকের ম্যানুয়াল বই তে লেখা রয়েছে

  • @mdshomrat7141
    @mdshomrat7141 Рік тому +2

    সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ

    • @RVBD
      @RVBD  Рік тому

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই

  • @tapashdatta6784
    @tapashdatta6784 Рік тому +1

    আমার FZ s v-3 তে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করব? আর মিনারেল, সেমি সিনথেটিক, সিনথেটিক ইঞ্জিন অয়েল এর ক্ষেত্রে কত কিমি পর পর চেইঞ্জ করতে হবে একটু বলবেন।

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      দাদা,
      আপনার সব প্রশ্ন এর উত্তর রয়েছে এই ভিডিওতে। যার লিংক নিচে দেখুন।
      আর আপনার বাইকের জন্য লাগবে 10w40 grade এর যে কোন ভালো ব্রান্ডের অয়েল।
      সম্পুর্ন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন সব।
      ua-cam.com/video/UF_z9x4h8dc/v-deo.html

  • @MdRakib-zd9zj
    @MdRakib-zd9zj 4 місяці тому +1

    ভাই আমার FZS V3 BS-4 বাইকের জন্য কোন ব্যান্ডের ইঞ্জিল ওয়েল ভাল হবে.???১০,০০০ কি.মি. রানিং

    • @RVBD
      @RVBD  4 місяці тому +1

      ইয়ামাহালুব

  • @sky5768
    @sky5768 Рік тому +2

    প্রতি মাসে আমার বাইক 1500 KM Run করে, এক্ষেত্রে কত KM তে Engine Oil Change করবো।
    গ্যারেজে তো 2000 - 2200 র মধ্যেই করে দেয়
    Bajaj CT 125X Model Bike

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      3000-3500 km minimum

    • @sky5768
      @sky5768 Рік тому +1

      @@RVBD Thank You So Much

    • @RVBD
      @RVBD  Рік тому

      @sky5768 please share my video❤️👌

    • @sky5768
      @sky5768 Рік тому

      @@RVBD অবশ্যই

  • @mdsanaullah2201
    @mdsanaullah2201 9 місяців тому +1

    সত্য কথা বলার জন্য ধন্যবাদ ভাইয়াকে

  • @chowdhurymohmmed8315
    @chowdhurymohmmed8315 Рік тому +2

    সচেতনতাই পারে আপনার বিবেক কে জাগ্রত করতে সাশ্রয়ী হতে

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @biplabhasan4782
    @biplabhasan4782 Рік тому +1

    ডিসকোভার ১২৫, এ সুপার ফোরটি মোবিল দিয়ে কতকিমি চালানো যাবে। ৩০ হাজার কিমি চলছে বর্তমানে।

    • @RVBD
      @RVBD  Рік тому

      এ বিশয়ে বিস্তারিত তথ্য আপনার বাইকের সাথে দেয়া ইউজার ম্যানুয়াল বই তে দেখুন

  • @prodyutbhandari3175
    @prodyutbhandari3175 11 місяців тому

    ২০২৩ এর নতুন এইচএফ ডিলাক্সের(hf dulax )বাইকের জন্য ইঞ্জিন অয়েল মোটো(motul) কোন ভার্সনটা ব্যবহার করা উচিত 100 সিসি ইঞ্জিন জন্য ।

    • @RVBD
      @RVBD  11 місяців тому

      হিরো তাদের মেক্সিমাম বাইকেই ১০/৩০ অয়েল সাজেস্ট করে।
      ১০/৪০ একটু ভারী
      ১০/৩০ তুলিনামুলক একটু পাতলা।
      আপনি ১০/৩০ গ্রেডের হিরো শোরুম থেকে কিনে লাগাবেন।
      বাইরে থেকে কিনলে দুই নাম্বার হবার চাঞ্চ ৫০/৫০
      আর ১০/৪০ ও ভরতে পারেন।
      তবে বাজারে সবচেয়ে বেশী ক্লোন মবিল হয় মতুলের টাই।
      তাই মতুল না ব্যাবহার করাই উত্তম।

  • @TarikulIslam-oo4gc
    @TarikulIslam-oo4gc Рік тому +1

    ভাই আমি এভাবেই বিগত ১২ বছর ধরে চালিয়ে আসতেছি এখনো বাইক অনেক ভালো চলে।

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ভাই আসেন, কোলাকুলি করি❤️❤️

  • @MdTamimahmed-z4z
    @MdTamimahmed-z4z 2 місяці тому +1

    ভাই আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা আমার জানা নাই

    • @RVBD
      @RVBD  2 місяці тому +1

      মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে ভাই এই ধন্যবাদ দেওয়া বা পাওয়ার ভিতরে কোন আনন্দ নেই।
      আমি আপনাদের মতই অতি সাধারণ একজন বাইক রাইডার এবং বাইক রাইডিং কে আমি খুব উপভোগ করি।
      একজন বাইক রাইডার হিসেবে বাইকিং কমিউনিটিতে আমারও কিছু অবদান থাকতে পারে সেই হিসেবে কিভাবে একটা বাইক সাশ্রয়ী ভাবে আমরা রাইট করতে পারি সেটিকে মাথায় রেখে বাইকের ইউজার ম্যানুয়াল ঘেঁটে আমি যা পেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনার বাইকের সকল তথ্য আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইতে লেখা রয়েছে আশা করি সেটি পড়ে দেখলে আপনি অনেক উপকৃত হবেন

  • @MuslimNetwork_ksm
    @MuslimNetwork_ksm 10 місяців тому +2

    মুগ্ধ হয়ে সাবস্ক্রাইব করলাম❤️

    • @RVBD
      @RVBD  10 місяців тому +3

      মুসলিম নেটওয়ার্ক এর জন্য দোয়া এবং শুভকামনা রইলো ❤️❤️👌

  • @ikbalhossen4832
    @ikbalhossen4832 Рік тому +1

    hero honda passion pro বাইকে কোন মোবিল ভালো হবে এবং কত গ্রেড?

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      Hero 10w30 Grade

  • @alislamkhan3311
    @alislamkhan3311 5 місяців тому +1

    পালসার ১৫০ dd এর জন্য mobile super 4t এবং bajaj dtsi কত কিলো চালানো যায়

    • @RVBD
      @RVBD  5 місяців тому +1

      ম্যানুয়াল বই তে যত লেখা তত চালাতে পারবেন

  • @tanvirhossainnabil8930
    @tanvirhossainnabil8930 Рік тому +2

    Mobil to mineral synthetic semisynthetic hoi konta use korbo?

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ua-cam.com/video/UF_z9x4h8dc/v-deo.html

  • @DgSh-y8o
    @DgSh-y8o Місяць тому +1

    ভাই ডিসকভার 110cc জন্য 10w30,নাকি 20w50 ব্যবহার করবো।

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      20w50

    • @DgSh-y8o
      @DgSh-y8o Місяць тому +1

      আচ্ছা ভাই 20w50 এর মানে কি ? একটু বুঝিয়ে বলবেন তো।

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      @DgSh-y8o It refers to the viscosity of the motor oil, set by the Society of Automotive Engineers. This refers to its fluidity or thickness. The "20W" indicates how quickly the engine will start when cold or in cold weather. The "50" refers to the thickness of the oil when the motor has been running for a while.

  • @AlameenAmeen-ic1bz
    @AlameenAmeen-ic1bz 8 місяців тому +1

    Suzuki gixxer sf কতদিন পর পর মবিল চেঞ্জ করতে হবে প্লিজ একটু জানাবেন

    • @RVBD
      @RVBD  8 місяців тому +1

      ম্যানুয়াল বই পরে দেখুন।
      তবে নিশ্চিন্তেই ৩০০০+ চোখ বন্ধ করে আপনি চালাতে পারবেন।
      আমার যতদূর মনে পড়ে আমি সুজুকির জিক্সার এর ম্যানুয়াল বইতে ৪ হাজার কিলোমিটার দেখেছিলাম

  • @mdabdurrahman7489
    @mdabdurrahman7489 4 місяці тому +1

    ভাইয়া আমার বাড়িতে গাড়ি পরে থাকে আমি অন্য জায়গায় থাকি তাহলে আমি কখন engine oil change krbo.?

    • @RVBD
      @RVBD  4 місяці тому +1

      এক বছরের দুইবার মানে প্রতি ছয় মাসে একবার বছরে দুইবার।

  • @rxkhan1856
    @rxkhan1856 Рік тому +1

    পালসারের শোরুম থেকে কাল ১টা মবিল কিনেছি। বোতলের গায়ে Jul 2022 লেখা। কত তারিখে মেয়াদ শেষ হবে লিখা নাই। এইটা কি ব্যাবহার করা যাবে?

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      যাবে

  • @jahidhosen4190
    @jahidhosen4190 Місяць тому +1

    ভাইয়া আমি একটি সেকেন্ড হ্যান্ড পালসার ডাবল ডিক্স ২০২১ এর মডেল গাড়ি রানিং করেছে ১৪ হাজার+ এই অবস্থায় ক্রয় করি। এই মূহুর্তে আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে চাচ্ছি। মোতুল এর কত ওয়াটের অয়েল ব্যবহার করবো?? দয়া করে যানাবেন আমি নতুন বাইক ইউজার,,,,🙏❤

    • @RVBD
      @RVBD  Місяць тому +2

      20w50

    • @jahidhosen4190
      @jahidhosen4190 Місяць тому

      @@RVBD ভাইয়া 20w50 এই অয়েল দিয়ে আমি কত কিলো চালাতে পারবো?? এবং তার পর কি এই একই ওয়াটের অয়েল ব্যবহার করবো?

  • @RajuAhmed-cp7pl
    @RajuAhmed-cp7pl Рік тому +1

    আমাদের দেশের রাস্তাঘাটের যেই কন্ডিশন তাতে শহরে মাত্র তিন চার কিলো রাস্তা যেতেই অনেকবার ব্রেক ক্লাস ধরা লাগে এভাবেই মবিলের মাইলেজ কমে যায়

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      আমাদের বাইক গুলা কোথায় বা কোন এলাকায় কোন কন্ডিশনে চলে বা চলবে সেটা সারভে করেই তারা ম্যানুয়াল ইন্সট্রাকশন দেয়।

  • @shahinislam7056
    @shahinislam7056 6 місяців тому +1

    আমি আপনার সাথে একমত। আপনাকে ধন্যবাদ।

    • @RVBD
      @RVBD  6 місяців тому +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। অনুগ্রহ করে ভিডিও টা শেয়ার করবেন

  • @saidehasan9179
    @saidehasan9179 7 місяців тому +1

    আমি TVS metru plus চালাই কিন্তু সার্ভিস বইয়ে লেখা আছে ১০০০/১২০০ কিলোমিটার চালানোর পর পর বদল করার কথা বলা হয়েছে

    • @RVBD
      @RVBD  7 місяців тому +2

      ম্যানুয়াল বই দেখুন। ম্যানুয়াল বই এ সব কিছু লেখা আছে

  • @masudranashourov6073
    @masudranashourov6073 Рік тому +1

    টিভিএস স্ট্রাইকার ১২৫ এর জন্য কত কিলোমিটার পর ইঞ্জিল অয়েল চেঞ্জ করতে হবে আর কোন ইঞ্জিন অয়েল টা ভালো হবে একটু দয়া করে বলবেন

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      দয়া করে ম্যানুয়াল বই দেখুন। আমার হাতের কাছে অই বাইকের ম্যানুয়াল বই নাই।

  • @asrafulkhan2168
    @asrafulkhan2168 4 місяці тому +1

    tvs metro plus বাইকে কোন ইঞ্জিন ওয়েল ভাল হবে

    • @RVBD
      @RVBD  4 місяці тому +1

      10w30

  • @shuvoghosh3624
    @shuvoghosh3624 Рік тому +1

    সেল ইঞ্জিন oil ta 4v ta use kori bt ami 1000-1100 tay change kora fali to সেল ইঞ্জিন oil diya koto kilo চালানো যাবে??

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      কত কিলোমিটার চালাতে পারবেন তা আপনার বাইকের ইঞ্জিন ম্যানুফ্যাকচার কোম্পানি বাইকের সাথে প্রদত্ত ইউজার ম্যানুয়াল বই তে লেখা আছে।

  • @pabitraroy4971
    @pabitraroy4971 3 місяці тому +1

    Honda sp বাইক নিয়েছি 4000+ কিলোমিটার চালানোর আগে দুইবার পাল্টানো হয়েছে। এখন কি আবার ও পাল্টাতে হবে নাকি?

    • @RVBD
      @RVBD  3 місяці тому +1

      এখন থেকে প্রতি ৪০০০ কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন। গ্রেড 10w30
      সব সময় অথেন্টিক বা অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন।
      আমি যে ৪ হাজার কিলোমিটারের কথা বলেছি এটা ম্যানুয়াল বইতে নির্দেশিত রয়েছে আরো নিশ্চিত হওয়ার জন্য আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে দেখুন সেখানে বিস্তারিত তথ্য লেখা রয়েছে কখন কবে কিভাবে কত কিলোমিটারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন এবং কোন গ্রেড ভরবেন

  • @mdzahurulislam2456
    @mdzahurulislam2456 Рік тому +1

    ভাই পালসার ডাবল ডিক্স ১৫০ সিসি বাইক এ hipro কোন ইন্জিন অয়েলটা ব্যাবহার করবো??

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      ২০w50

  • @itsilubilu
    @itsilubilu Рік тому +1

    Vaiya Yamaha FZ-S V2 te koto km por por engine oil change korte hobe?

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      3000

  • @rieadhossain194
    @rieadhossain194 11 місяців тому +1

    আমি খুব কম চালাই আর সিনথেটিক ইউজার আমি কত মাস পর পরিবর্তন করবো।। Suzuki gsxr

    • @RVBD
      @RVBD  11 місяців тому +2

      ভিডিওতে বারবার করে বলা হয়েছে এ সকল তথ্য ম্যানুয়াল বইতে লেখা আছে।
      আমি তো ভাই এতগুলো বাইকের ম্যানুয়াল নিয়ে গবেষণা বা কাজ করতে পারিনি।
      আপনি আপনার নিজের কাছে থাকা ম্যানুয়াল বইটি একটু ভাল করে পড়ে দেখুন

  • @rajuraju6780
    @rajuraju6780 Рік тому +2

    ধন্যবাদ ভাই কতো টাকা যে নষ্ট করেছি
    ভিডিওটা দেখে উপকৃত হলাম

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে ভিডিও টা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।

  • @asadulislam9036
    @asadulislam9036 Рік тому

    Hero ignitor xtec 125cc er jnno kon engine mobil best?
    R original mobil chenar way ki?

    • @RVBD
      @RVBD  Рік тому

      ১০w৩০ এর যে কোন কোম্পানির ইঞ্জিন অয়েল ই হলে ভালো হবে।
      তবে সব সময় চেষ্টা করবেন শোরুম থেকে ইঞ্জিন অয়েল ক্রয় করার জন্য

  • @sujonmia1637
    @sujonmia1637 10 місяців тому +1

    ভাই আপনি একদম রাইট বলেছেন

    • @RVBD
      @RVBD  10 місяців тому +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @Abdulkader-sq3qo
    @Abdulkader-sq3qo 10 місяців тому +1

    সত্য কথাটা বলার জন্য ধন্যবাদ।

    • @RVBD
      @RVBD  10 місяців тому +1

      প্রিয় কাদের ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @abdullahalmahmud7358
    @abdullahalmahmud7358 Рік тому +5

    ধন্যবাদ,বাস্তবতা তুলে ধরার জন্য।

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। হাজারো ভিডিওর মাঝে আমার এই ভিডিওটা দেখার জন্য❤️
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

  • @s.mfalak7287
    @s.mfalak7287 Рік тому +1

    ভাই আমার বাইক YAMAHA Gladiator SS125,
    আমি কি ইঞ্জিন অয়েল ব্যবহার করবো,
    আর কত কিঃমি চালাবো??
    জানালে উপকৃত হবো???

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      20W50 minimum 3000+ kilometres

    • @s.mfalak7287
      @s.mfalak7287 Рік тому

      ধন্যবাদ ভাই,

  • @fahim1358
    @fahim1358 Рік тому +2

    ভাইয়া আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন সেটা হচ্ছে, কিছু কিছু টেকনিশিয়ান বলে যে বাইকের ম্যানুয়াল বুক এ যে ইঞ্জিন ওয়েল এর গ্রেড দেয়া থাকে সেটা নাকি ১০০০০ কিলোমিটার পরে বাইকের ইঞ্জিন ওয়েল এর গ্রেড চেঞ্জ করতে হয় ?? উদাহরণ স্বরূপ যদি ম্যানুয়াল এ বলা থাকে 10W30 সেহেতু ১০০০০ হাজার কিলোমিটার পরে বাইকে 20W40 ব্যাবহার করতে হয় ... ?? এই বিষয় টা একটু দয়াকরে বুঝিয়ে বলবেন....

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ম্যানুয়াল বইতে যে গ্রেডের কথা উল্লেখ করা থাকবে, সেই গ্রেড এর ইঞ্জিন অয়েল এই বাইকের জীবন ভরের জন্য প্রয়োজন হবে।
      মূলত ইঞ্জিনের লোহাটা যে ক্যাটেগরীর হয়ে থাকে সেটির উপরে ডিপেন্ড করেই ইঞ্জিন অয়েলের গ্রেড নির্ধারিত হয়ে থাকে।
      এক্ষেত্রে আপনি ধরে এই বাইকটি চালাবেন এই বাইকটির গ্রেড একই থাকবে।
      আপনি যা শুনেছেন তা সম্পূর্ণই এবং বানোয়াট

    • @fahim1358
      @fahim1358 Рік тому +1

      @@RVBD কিন্তু ভাইয়া আমার বাইকে ম্যানুয়াল বুক এ বলা ছিলো 10W30 কিন্তু আমার বাইকে উক্ত কথার ভিত্তিতে 20W40 দেয় । এ জন্য কি করতে পারি বা এর জন্য কোনো সমস্যা হবে কিনা ?

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      @fahim1358 ইঞ্জিন অয়েলের গ্রেট পরিবর্তন হলে, হয়তো ইঞ্জিন স্বাভাবিকের তুলনায় একটু বেশি হিট হতে পারে, বা পারফরমেন্স কমে যেতে পারে।
      কিন্তু এতে করে ইঞ্জিনের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে সেরকম ক্ষতি কোন কিছুই হবে না

    • @fahim1358
      @fahim1358 Рік тому

      @@RVBD অর্থাৎ ইঞ্জিন স্বাভাবিকের থেকে হিট বেশি হবে। কিন্তু তেমন একটা ক্ষতি হবে না।

  • @SumonDas-wk5oi
    @SumonDas-wk5oi Рік тому +2

    Vai hero glamour bike a kon engine oil use korbo r koto kilo por ta poriborton korbo???? Plz help me

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      ম্যানুয়াল বই দেখুন যদি হাতের কাছে থাকে। তবে আমার জানা মতে হিরো তাদের সকল বাইকে ১০w30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যাবোহার করে।
      তারপরেও আপনি যে কোন হিরো শুরুম থেকে একটা গ্লামারের ইউজার ম্যানুয়াল বই নিয়ে দেখে নিন।
      নুন্যতম ৩০০০+ চালাতে পারবেন একটা অয়েল দিয়ে। যা ম্যানুয়াল বইতে বিস্তারিত লিখা রয়েছে।

    • @SumonDas-wk5oi
      @SumonDas-wk5oi Рік тому +1

      @@RVBD, আপনাকে ধন্যবাদ দাদা

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

    • @SumonDas-wk5oi
      @SumonDas-wk5oi Рік тому +1

      অবশ্যই

  • @Spondonjewel-ll5rv
    @Spondonjewel-ll5rv Рік тому +3

    বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      অনুগ্রহ করে ভিডিও টা উপকারী মনে হলে একটা শেয়ার করবেন

  • @SkTechNewsBangla
    @SkTechNewsBangla 2 роки тому +3

    কিছুদিন আগে আমার fazer v1 এ 10w-30 minarel গ্রেড এর ইঞ্জিন ওয়েল লোড করি।
    কিন্তু পরে জানতে পারি 10w-40 recomended.
    এখন আমার প্রশ্ন হলো :
    এ ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আমার বাইকের কোন ক্ষতি হবে কিনা ?
    এবং সিন্থেটিক নাকি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করব??

    • @RVBD
      @RVBD  2 роки тому +1

      ভাই ফেজার ভার্সন ওয়ান এফজেডএস ভার্সান ওয়ান এর জন্য রিকমান্ডেন্ট ওয়েল হচ্ছে ২০ ৫০।
      সন্টু এবং ভার্সন থ্রি আর ফেজার ভার্সন ট্যুর জন্য হচ্ছে ১০৪০ গ্রেড।
      ইয়ামাহার কার্বুরেটর সকল বাইকের জন্য টুয়েন্টি ফিফটি এবং এফ আই সকল বাইকের জন্য ১০৪০ গ্রেড।
      আপনি যখন মূল গ্রেডের বাইরে অন্য কোন গ্রেড ভরবেন তখন হয়তো পারফরম্যান্স কিছুটা লেগিংস হবে।
      স্মুথনেষ্টা হারিয়ে যাবে গিয়ার শিফটিং জ্যাম হতে পারে এ ধরনের সমস্যা হতে পারে বাট মেজর কোন সমস্যা হবে না।
      এর পরবর্তী সময়ে আপনি ইয়ামাহা লোভ ২০৫০ গ্রেডের ইঞ্জিন অয়েলটি ভরবেন।

    • @RVBD
      @RVBD  2 роки тому +2

      ভাই ফেজার ভার্সন ওয়ান এফজেডএস ভার্সান ওয়ান এর জন্য রিকমান্ডেন্ট ওয়েল হচ্ছে ২০ ৫০।
      সন্টু এবং ভার্সন থ্রি আর ফেজার ভার্সন ট্যুর জন্য হচ্ছে ১০৪০ গ্রেড।
      ইয়ামাহার কার্বুরেটর সকল বাইকের জন্য টুয়েন্টি ফিফটি এবং এফ আই সকল বাইকের জন্য ১০৪০ গ্রেড।
      আপনি যখন মূল গ্রেডের বাইরে অন্য কোন গ্রেড ভরবেন তখন হয়তো পারফরম্যান্স কিছুটা লেগিংস হবে।
      স্মুথনেষ্টা হারিয়ে যাবে গিয়ার শিফটিং জ্যাম হতে পারে এ ধরনের সমস্যা হতে পারে বাট মেজর কোন সমস্যা হবে না।
      এর পরবর্তী সময়ে আপনি ইয়ামাহা লোভ ২০৫০ গ্রেডের ইঞ্জিন অয়েলটি ভরবেন।

    • @RVBD
      @RVBD  2 роки тому +1

      অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।

    • @SkTechNewsBangla
      @SkTechNewsBangla 2 роки тому +1

      ধন্যবাদ ভাই।
      Bike টা অনেক kilo চলেছে। মিনারেল নাকি সিন্থেটিক অয়েল ব্যবহার করবো???

    • @RVBD
      @RVBD  2 роки тому +2

      আমার মতে আপনি মিনারেল ব্যবহার করেন সেটাই ভালো দামেও কম সার্ভিস অনেক ভালো।
      আরেকটু স্মুথ ইঞ্জিন পারফরমেন্সের জন্য চাইলে মিনারেল না ব্যবহার করে সিনথেটিক বা সেমি সিনথেটিক ব্যবহার করতে পারেন সেটি ব্যবহার করলে প্রথম 300 বা 500 কিলোমিটার পর্যন্ত ভালো সার্ভিস পাবেন তারপর থেকে সেই মিনারেল এর মতই পারফরম্যান্স পাবেন।

  • @RajonTirtha
    @RajonTirtha 7 місяців тому +1

    এপাসি ২ভি কত কি কি ১ টা ই ওয়েল দিয়ে গড়ে চালানো যাবে একটু বল্লে ভালো হত

    • @RVBD
      @RVBD  6 місяців тому +1

      ৩০০০+ কিলোমিটার

  • @MR.Ash-gu5ok
    @MR.Ash-gu5ok Місяць тому +1

    ভাই ! Fzs v3 এর জন্য বেস্ট মিনারেল ওয়েল পরামর্শ দিন

    • @RVBD
      @RVBD  Місяць тому +1

      Yamahalube

  • @salauddinrasel5046
    @salauddinrasel5046 Рік тому +2

    ভাই আমি ভাই খুব কম চালায় ৪০০ ৫০০ কিলোমিটার হতে আমার প্রায় মাস দুয়েক সময় লেগে যায় আমি কতদিন পরপর ইঞ্জিনিয়াল চেঞ্জ করব।
    সার্ভিস সেন্টার সহ অন্যান্য মেকানিসরা বলে যে দুই থেকে তিন মাসের পরে নাকি ইঞ্জিন অইলে টেম্পার শেষ হয়ে যায় এটা কি সত্য???

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      প্রতি ৬ মাসে ১ বার।
      বছরে ২ বার।
      নিশ্চিন্তে ব্যাবোহার করতে থাকুন।

    • @salauddinrasel5046
      @salauddinrasel5046 Рік тому +1

      ভাই শো রুম থেকে তো বলে যে ইঞ্জিন অয়েল যদি দুই থেকে তিন মাসে বেশি হয়ে যায় ওটা নাকি টেম্পার কমে যায় এবং অনেক মিস্ত্রিরাও এই কথাই বলে যার কারণে ভয় হইল ইঞ্জিনিয়ার চেঞ্জ করে ফালাইতে হয় আমি গত দুইদিন আগে নতুন একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি ৫৫০ কিলোমিটার চালাইছি আড়াই মাস সময় নিয়ে এখন ওরা বলতেছেন যে নয়নের কারণে ইঞ্জিন হিট হয়

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ভাই, ম্যানুয়াল বই পরে দেখুন।
      সেখানে বিস্তারিত লেখা রয়েছে।

  • @zahangiralam2768
    @zahangiralam2768 Рік тому +2

    Thanks from Mali, Africa.

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ❤️❤️👌

  • @romenakhatun-m7l
    @romenakhatun-m7l Рік тому +2

    ভাই Tvs Metro 100cc কোন ইঞ্জিল ওয়েল ব্যবহার করব???

  • @ashikurislam8861
    @ashikurislam8861 6 місяців тому +1

    Gixxer monotone এ কত কিলো চালনোর পর ইন্জিন অয়েল চেন্জ করতে হবে ভাই।

    • @ashikurislam8861
      @ashikurislam8861 6 місяців тому +1

      আর কোন ইন্জিন অয়েল টা ব্যাবহা করলে ভালো হবে।

    • @RVBD
      @RVBD  6 місяців тому +1

      Minimum 3000 km

    • @RVBD
      @RVBD  6 місяців тому +1

      Check your user manual book

  • @mdkamalmolla8559
    @mdkamalmolla8559 Рік тому +2

    ভাই আমি একটা পুরাতন ১৮ সালের হিরো হাঙ্ক ক্রয় করি ৩ মাস হোলো প্রথম বার ইন্জিন অয়েল ডাউন দিলে প্রায় ১.৫/২০০ গ্রাম কম পাই। দ্বিতীয় বার ডাউন দিলাম ১২০০ কিলো চালানোর পর কিন্তু একটু অয়েল ও কমেনি হ্যাভোলিন তবে এবার চেঞ্জ করার এটা পরিবর্তন করে স্টার লুব প্লাস ব্যবহার করি এবং১৪০০ কিলো চালানোর পর ডাউন দিলে মাত্র ৪০০/৫০০ মিলি অয়েল কম পেলাম বলতে গেলে অর্ধেক টা অয়েল নাই। ধোয়া ও মারেনি তবে ইন্জিন প্রচুর গরম হচ্ছিলো। আজ আবার হ্যাভোলিন ইউজ কোরছি এখন গরম কম হচ্ছে।
    প্লিজ একটা উপাই বলুন।
    প্লিজ প্লিজ প্লিজ।

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      হিরো ১০w 30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যাবোহার করুন। আশা করি সমাধান পাবেন।

  • @rabiulislam8935
    @rabiulislam8935 11 місяців тому +1

    ভাই বইটিতে লেখা আছে ফ্রী সারভীছিং কখন করবেন সেটি। বা কতো কিলোমিটার পরে করবেন সেটা

    • @RVBD
      @RVBD  11 місяців тому +1

      সেটা সারভিস ম্যানুয়াল বই।
      ইউজার ম্যানুয়াল বই সংগ্রহ করুন।

  • @babluchowdhury8673
    @babluchowdhury8673 4 місяці тому +1

    Hero spender+ i3s 600km
    E change korci 1st,, 2nd kot km por change korvo
    Plz bolven

    • @RVBD
      @RVBD  4 місяці тому +1

      আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বইতে স্পষ্টভাবে লেখা রয়েছে অথবা আপনার বাইকের ট্যাংক এর উপরে ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় লেখা রয়েছে

    • @babluchowdhury8673
      @babluchowdhury8673 4 місяці тому

      @@RVBD tnq information dewar jonno

    • @babluchowdhury8673
      @babluchowdhury8673 4 місяці тому +1

      @@RVBD user manual boite likha ace 3000/3500
      Service center bole dilo 2200

    • @RVBD
      @RVBD  4 місяці тому

      @babluchowdhury8673 আপনি প্রতি তিন হাজার কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন।
      মনে রাখবেন বাংলাদেশের সার্ভিস সেন্টার গুলোতে গন্ডমূর্খ গুলোকে নিয়োগ দিয়ে থাকে।
      এবং এরা মালিকের নির্দেশ মতো প্রচুর পরিমাণে ইঞ্জিন অয়েল বিক্রি করার জন্য কাস্টমারকে খুব কম সময়ে পরিবর্তনের কথা বলে দেয়।
      আপনার বাইকের সাথে দেওয়া অরিজিনাল যেই ম্যানুয়াল বই রয়েছে সেখানে আপনার বাইকের কোন জিনিস কবে কখন কিভাবে কেন পরিবর্তন করবেন সকল তথ্য লেখা রয়েছে।
      মনে রাখবেন বাংলাদেশের বিভিন্ন সার্ভিস সেন্টারের গন্ডমূর্খগুলো কখনোই মাদার কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়াররা ম্যানুয়াল বুকে যা লিখে দিয়েছে তার থেকে তার থেকে কখনোই বেশি তথ্য জানেনা।
      ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।

    • @babluchowdhury8673
      @babluchowdhury8673 4 місяці тому

      @@RVBD tnq ❤️

  • @sohagsorol
    @sohagsorol Рік тому +1

    Eta konta diye 4000 chalano jabe? Minarel, semi synthetic naki synthetic diye?

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      সব অয়েল দিয়েই সম দুরত্ত অতিক্রম করতে পারেন। যা আপনার ইউজার ম্যানুয়াল বই তে লেখা আছে।

  • @jannat-ulmawa6555
    @jannat-ulmawa6555 Рік тому +1

    ভাই আমার বাজাজ এভেন্জার ১৬০ সিসি আমি সেনথেটিক ব্যাবহার করি এখন আমি কতো কিলো পরপর চেন্জ করতে পারি একটু বলবেন প্লিজ আমি সৌদি scope ব্যাবহার করতে চাচ্ছি

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      এটা সম্পুর্ন ই আপনার ব্যাক্তিগত ইচ্ছার উপরে নিরভর করবে।
      তবে কোম্পানির ম্যানুয়াল বই মতো যদি পরিবর্তন করেন তবে আপনার টাকা সাস্ত্রয় হবে৷ বাইকের ও কোন ক্ষতি হবেনা।

  • @imranhossen5468
    @imranhossen5468 Рік тому +3

    ভাই হুন্ডা লিভোতে হুন্ডা কোম্পানির মবিল 10w3 ব্যবহার করি। সার্বিস সেন্টারে গেলেই ১০০০ হলেই বলে চেঞ্জ করতে না হলে ইঞ্জিন বলে প্রব্লেম হয়ে যাবে। এ বিষয়ে ভাই যদি একটু কমেন্ট করতেন

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      ৪০০০ এ পরিবর্তন করবেন।
      ম্যানুয়াল বই দেখুন

  • @saidulislamsaeed9637
    @saidulislamsaeed9637 Рік тому +1

    ভাই রানার টার্বো ১২৫সিসি বাইকের ইঞ্জিন অয়েল কত কিঃমিঃ পর পরিবর্তন করতে হবে? আমার কাছে মেনু বইটা নেই। যদি জানাতেন উপকৃত হতাম।

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      ৩০০০ এর নিচে পরিবর্তন এর কোন ইতিহাস নেই। নিশ্চিন্তে ৩০০০ চালাতে পারে। আমার কাছেও বই নেই ভাইয়া। আপনি রানারের শোরুমে যেয়ে দয়া করে বই টা সংরহ করে দেখুন।

  • @rkpial9181
    @rkpial9181 Рік тому +1

    পালসার ১৫০ সি সি। ২০১২ সালের মডেল। কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবো। এবং কত কি.মি. চালানো যাবে

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      20w50

    • @rkpial9181
      @rkpial9181 Рік тому +1

      কত কি,মি, চালাবো

    • @RVBD
      @RVBD  Рік тому +1

      @rkpial9181 কমসেকম ৩০০০ কিলোমিটার +

  • @sohagsorol
    @sohagsorol Рік тому +1

    Ami bike kinar pore 300 kilometers a first service korechi, tokhon engine oil change korechilo. Tar pore ami 100 kilometers er moto ride korar pore bike rekhe desher bahire chole gechi. 8 mash hoye geche bike chalano hoy na. Akhon ki ama k engine oil poriborton kore bike chalate hobe naki jeta ache seta diyei chalano jabe?

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      ইঞ্জিনে ভরার পরে যদি বাইক না চালান তবে যদি ডেট ৬ মাসের বেশী হয় সেক্ষেত্রেও ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।
      আবার আপনি চাইলে ৫০০-১০০০ কিলোমিটার চালাতে পারেন। সেক্ষেত্রেও কোন সমস্যা হবেনা।
      তবে টাকা, সময় যদি থাকে তবে পরিবর্তন করে নেওয়াই উত্তম হবে। ধন্যবাদ।

    • @sohagsorol
      @sohagsorol Рік тому +1

      @@RVBD accha aro 300 kilo chaliye tarpore change korbo. Asole ami desher bahire takhi , sei jonno bike ta chalanu hoy na. Just basay self start deya hoy maje maje

    • @RVBD
      @RVBD  Рік тому +2

      কোন সমস্যা নেই ভাই