Har Mana Har || Jayati Chakraborty || Rabindrasangeet || Durbadal Chattopadhyay || হার মানা হার

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Jayati Chakraborty Official presents 'Har Mana Har' Rabindrasangeet by Jayati Chakraborty
    Vocal: Jayati Chakraborty
    Music arrangement & Violin : Durbadal Chattopadhyay
    Key board : Goutam Shome
    Recorded, Mixed & Mastered by Goutam Basu at Studio Vibration
    D.O.P : Rana Banerjee & Mahisin Khan
    Assisted by : Abhinaba Banerjee
    Edit : Rana Banerjee
    Make up : Arijit Maity
    #jayatichakraborty #pochiseboisakh #rabindrasangeet #harmanahar #durbadolchatterjee #newrelease

КОМЕНТАРІ • 862

  • @Nilanjanachaterje
    @Nilanjanachaterje 10 місяців тому +22

    জয়তী দি এত গভীর ভাব প্রকাশ করেছে এই গানে সত্যি অপূর্ব পরিবেশন

    • @munmunislam4478
      @munmunislam4478 4 місяці тому +1

      উনার গায়কী গান টা তে অনন্য মাত্রা দিয়েছে

  • @mithundas1994
    @mithundas1994 Рік тому +15

    ভালবাসা অবিরাম ❤❤❤
    এ গানের মর্ম বুঝতে হলে রবি ঠাকুরের মাল্যদান পড়ার পরামর্শ রইলো ❤❤❤

  • @amitkumarmondal4079
    @amitkumarmondal4079 Рік тому +18

    আপনার কণ্ঠে সঙ্গীত শুনিলে, এই প্রকৃতি কখনো বা মহাসঙ্গীতের উপযোগী যন্ত্র স্বরূপ হয়ে ওঠে, আবার কখনো বা অন্ধকারে কেঁদে মরে।।🍁🍁😊

  • @shamimhossain3798
    @shamimhossain3798 2 роки тому +26

    কিছু কমেন্টস করার বাংলা ভাষা জানা নেই একবার না দুইবার না হাজার বার নোবেল পুরস্কার দিলেও রবীন্দ্রনাথের সম্মাননার শেষ হবেনা। তোমাকে হাজার হাজার বার সালাম জয়তি মা, রবীন্দ্র সংগীতের সাধনা করে যারা জীবন যতদিন বেঁচে থাকো

  • @HolyMridha
    @HolyMridha 10 місяців тому +3

    সত্যি অসাধারণ গান আপনি ❤

  • @kamalakantahajra9293
    @kamalakantahajra9293 Рік тому +2

    অসাধারণ…. গান টি অন্য উচ্চতায় পৌঁছে গেছে। ধন্যবাদ 🙏

  • @utsavmanna1839
    @utsavmanna1839 2 роки тому +6

    আমার ভালো লাগা রবীন্দ্র সংগীতের মধ্যে এই গানটি অন্যতম। অনেক শিল্পীর কণ্ঠেই এই গানটি শুনেছি কিন্তু এমন অনুভূতি খুঁজে পাই না। আমাদের মানবীয় জগতে প্রেম শুরু হয় , তাই সেখানে থাকে মান অভিমান ,ব্যথা বেদনা কিন্তু সেই প্রেম যখন ঐশ্বরিক প্রেমে উত্তীর্ণ হয় তখন সেখানে থাকে শুধু পরম পাওয়া।বাহ্যিক কোনো চাওয়া পাওয়া থাকে না। প্রকৃতির সব কিছুতেই তাকে অনুভব করা যায়,অনুভব করা যায় নিজের হৃদয়ের মধ্যেও। এইরকম প্রেমে উত্তীর্ণ হলে কোনো আঘাতই তাকে স্পর্শ করতে পারে না।
    এই গানটির মধ্যেও রবি ঠাকুর সেই রকমই একটি বার্তা রেখে গেছেন বলে আমার মনে হলো। জানি না ঠিক কিনা.….

  • @sreeojith2239
    @sreeojith2239 Рік тому +1

    কী অপূর্ব সুন্দর গান ভেরি বিউটিফুল।

  • @sagarpal8750
    @sagarpal8750 Рік тому +10

    এই গান শুনে কেবল মনে হচ্ছে বাঙালি হয়ে জন্ম আমার সার্থক হয়েছে। বাংলা ভাষায় এমন মধুর গান খুব কম হয়।

  • @GM_CREATION
    @GM_CREATION 10 місяців тому +2

    গান টি আমার খুব প্রিয়। অপূর্ব কণ্ঠস্বর! 🙏🙏

  • @sayantani_yt
    @sayantani_yt 2 роки тому +133

    "জানি আমি জানি ভেসে যাবে অভিমান নিবিড় ব্যথার ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান,
    পাষাণ তখন গলিবে নয়নজলে..." রবীন্দ্রনাথের দ্বারাই সম্ভব 🙏

    • @BimalDas82
      @BimalDas82 2 роки тому +3

      **fatiya poribe pran

    • @fluid2326
      @fluid2326 2 роки тому +2

      Sottie emon anuvuti uni chara asomvob

    • @satyambagdi5593
      @satyambagdi5593 Рік тому +2

      শান্তিনিকেতনের সাধারণ মানুষ ভাবেন আমি ও ভাবতাম যে গুরুদেব ঈশ্বর বিশ্বাসী নয় কিন্তু এখন ভাবি ওনার মত বিশ্বাসী সাধক খুব ই কম আর অনুভুতি র ত কথাই নেই।সেই খেলার মাঠ থেকে ফেরার সময় ভেসে আসা গান আজ এই দূর থেকে অনুভব করি আমাদের শান্তিনিকেতন

    • @parlaypratapkatial9933
      @parlaypratapkatial9933 Рік тому

      Heart touched

    • @konasarker7867
      @konasarker7867 8 місяців тому +1

      সমগ্র সংসার ঘিরে,সবার অস্তিত্বে প্রিয়তম রবী ঠাকুর🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranadey4145
    @ranadey4145 2 роки тому +47

    যেমন গায়কী কন্ঠ তেমন ভায়োলিনের সুর,
    দুটোর জাদুতে বিভোর হয়ে কোথায় যেন হারিয়ে গেলাম 🥰

  • @nurunnaharrahman7205
    @nurunnaharrahman7205 3 роки тому +155

    হার মানা হার
    পরাবো তোমার গলে....
    হার মানা হার
    পরাবো তোমার গলে,
    দূরে রব কত আপন বলের ছলে,
    হার মানা হার
    পরাবো তোমার গলে....
    হার মানা হার
    পরাবো তোমার গলে।।
    জানি আমি জানি
    ভেসে যাবে অভিমান,
    নিবিড় ব্যাথায় ফাটিয়া পড়িবে প্রাণ।
    শুন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান
    পাষান তখন গলিবে নয়ন জলে,
    হার মানা হার
    পরাবো তোমার গলে....
    হার মানা হার
    পরাবো তোমার গলে।।
    শতদল দল
    খুলে যাবে থরে থরে,
    লুকানো রবে না মধু
    চিরদিন তরে।
    আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি
    ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
    আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি
    ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি,
    কিছুই সেদিন কিছুই রবে না বাকি
    গভীর মরণ লভিব চরণতলে।
    হার মানা হার
    পরাবো তোমার গলে...
    হার মানা হার
    পরাবো তোমার গলে,
    দূরে রব কত আপন বলের ছলে,
    হার মানা হার
    পরাবো তোমার গলে,
    হার মানা হার
    পরাবো তোমার গলে।।

  • @janardanhalder518
    @janardanhalder518 Рік тому +1

    Didi apnake pronam 🙏💝
    Ai gaan ti amr khub priyo ❤️❤️

  • @paltuhalder5815
    @paltuhalder5815 2 роки тому +3

    গুরু দেবের লেখা গানের কোন তুলনা হয় না। মনের মধ্যে ছুঁয়ে যায়।
    আপনার গানের তুলনা হয়না দিদি।

  • @keyabhattacharya6524
    @keyabhattacharya6524 3 роки тому +43

    অপূর্ব সরস্বতী আপনার গলায় বসে আছে ভগবানের কাছে বারবার বলি আপনি ভালো থাকুন ভগবান আপনার মঙ্গল করুক

  • @hemadas7160
    @hemadas7160 2 роки тому

    Khub shruti modhur darun .darun.

  • @sayakroyviiia119
    @sayakroyviiia119 Місяць тому +1

    চোখে জল এসে গেল হৃদয় ছুয়ে গেল।প্রণাম আমার প্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী জয়তি দি।

  • @pratyushsarkar4450
    @pratyushsarkar4450 3 роки тому +62

    প্রাণ জুড়ে যেন শান্তি নেমে এলো..... অনেক ভালো থাকবেন.. আরো এরম উপহার দিন.... এগুলোই আমাদের oxygen... বেঁচে থাকার রসদ....

  • @biplabroy174
    @biplabroy174 3 роки тому +19

    শতদলের দলগুলোকে সত্যি সত্যিই মেলতে দেখলাম আপনার স্বরে-স্বণে, অপুর্ব।

  • @shamima9177
    @shamima9177 3 роки тому +75

    জীবনে একটাই ইচ্ছে করতেছে নিজের জন্য।
    শুধু আপনার পায়ের ধুলো নেওয়া, একটু প্রণাম করা।জানি না কোনদিন সুযোগ হবে কিনা।
    খুব খুব ভালোবাসি আপনার কণ্ঠ, সুর, সততা,মনমানসিকতা।
    বাংলাদেশ থেকে শামীমা।

    • @priyankasblog249
      @priyankasblog249 3 роки тому

      ua-cam.com/video/o0UZXReoVQc/v-deo.html

    • @vibhankardas4770
      @vibhankardas4770 3 роки тому +4

      Proud to be a Bengali 🥰😍🙏❤

    • @Nayeon.s_bunny
      @Nayeon.s_bunny 3 роки тому +5

      Didi tmr payer dhulo diyo ami akjon tmr gunomugdha srota❤️❤️

    • @kallolnag2063
      @kallolnag2063 3 роки тому

      🙏

    • @hussainarab3111
      @hussainarab3111 3 роки тому

      আপনি,ঠিক বলেছেন মেম,অনি,অসাধারণ,

  • @sudipsaha9555
    @sudipsaha9555 3 роки тому +70

    রবীন্দ্রনাথকে প্রকৃত সম্মান আর শ্রদ্ধা অর্পণ হলো ওনার গানের মাধ্যমে। বর্তমান সময়ে নিছকই ছেলেখেলা হয় রবীন্দ্র সঙ্গীত নিয়ে। মন ছুয়ে গেল ❤️

  • @avirupdutta5664
    @avirupdutta5664 3 роки тому +34

    ঈশ্বর পূজনে আদর্শ পূজারিণীর সঠিক পুষ্পচয়ন। আর বিশেষ কিছু বলার ক্ষমতা নেই আমার। অনেক ভালো থাকুন…🙏🙏🙏❤️

  • @szsmahmood173
    @szsmahmood173 Рік тому

    এক কথায় অসাধারণ !

  • @anestofrythym6726
    @anestofrythym6726 3 роки тому +8

    যাঁরা বাংলা জানেন না বা বোঝেন না তাঁরা কোনোদিন জানবেনই না যে এরকম একটি গান আছে, আর তার এইরকম গায়কী আছে, তাঁরা সত্যিই দুর্ভাগা

  • @BappaMondaldhggvAfhhchjhyjhhry

    Tomer gaan apurbo onobodyo ,chokhe jol ese gelo❤❤

  • @Paramjyoti1989
    @Paramjyoti1989 Рік тому +7

    অপূর্ব ☘️ শ্রী পরমজ্যোতি আম্মাভগবান শরণম | এত সুন্দর একটি গান আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য, আমি আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই 🌿🙏🏼🌿

  • @swapankumarbose3514
    @swapankumarbose3514 2 роки тому

    Ghub bhalo laglo. Hridaye pouchalo surer tan

  • @chanchalmaity3358
    @chanchalmaity3358 3 роки тому +13

    মনটা কেমন শান্ত হয়ে গেলো দিদি...
    জীবনের সমস্ত অহংকার গলে যাচ্ছিলো শুনতে শুনতে.... আর সেই পরমঈশ্বরের পরশ অনুভব করছিলাম....

  • @gourangadas1609
    @gourangadas1609 Рік тому

    অসাধারণ লাগলো!

  • @BreakBucket
    @BreakBucket 2 роки тому +11

    এই গান ছোট বেলা থেকে অনেক বার শুনেছি কিন্তু আজ জয়তী দির কন্ঠে আবার নতুন করে শুনে মনে হলো যে,আর কিছু চাওয়া বা পাওয়ার নেই জীবনে। সব কিছুই যেন না চাইতেই পেয়ে গিয়েছি। বাঙালি হয়ে না জন্মালে বুঝতামই না যে আমার মাতৃভাষা কত সুন্দর। আমি গর্বিত যে আমি বাঙালি। আহা, কি সব অসাধারণ শব্দের ব্যবহার করেছেন কবিগুরু। সহস্র কোটি প্রণাম ওনার চরণে, বাঙালি জাতি কে সারা বিশ্ব ব্রহ্মান্ডের সেরা উপহার দেওয়ার জন্য।
    "জানি আমি জানি ভেসে যাবে অভিমান
    নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ
    শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান
    পাষাণ তখন গলিবে নয়নজলে"

  • @amitguhaofficials
    @amitguhaofficials 3 роки тому +337

    গান টা কে এতদিন যেন মানবীয় প্রেমের গান হিসাবেই ভাবা হত এই নিবেদনের পর সেই প্রেম এক অলৌকিক প্রেমে পরিণত হল.. মানুষ হয়তো নতুন করে এ গানকে মনে রাখবে আপনার কণ্ঠে|

  • @bibhasghosh5259
    @bibhasghosh5259 2 роки тому

    khub khub valo...

  • @smritibhaduri4961
    @smritibhaduri4961 Рік тому

    Mon bhore gelo❤❤apurbo

  • @debasingdharpartha3195
    @debasingdharpartha3195 Місяць тому

    ইশ্বরের অনবদ্য সৃষ্টি.. রবীন্দ্রনাথ..
    শ্রদ্ধেয়া জয়তীর কণ্ঠে যা অনন্য মাত্রা পায়....

  • @Geetaclass
    @Geetaclass 3 роки тому +7

    অপুর্ব। আপনার রবীন্দ্র সংগীত মনের মধ্যে নতুন উদ্যম নিয়ে আসে ।। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য । এই খারাপ সময়ে এইটুকুই কাম্য ।। ❤️❤️🙏🙏

  • @ফিনিক্স-২৪
    @ফিনিক্স-২৪ 2 роки тому +7

    আহ, এত সুন্দর গান, এত সুন্দর কণ্ঠ! শুনেই স্বর্গানুভূতি অনুভব করি।

  • @taritaroy2141
    @taritaroy2141 Рік тому +1

    Gentle beautiful unique!!N.J.

  • @pralayghosh
    @pralayghosh 9 місяців тому +2

    এই সুর এই গান আর এই violin মন কে নিয়ে যায় এক অন্য উচ্চতায় যেখানে গান মানেই তৃপ্তি, গান মানেই হারিয়ে যাওয়া এক অদম্য ইচ্ছের পূর্ণতা।

  • @krishnasau3595
    @krishnasau3595 2 роки тому

    Khub khub khub sunder

  • @kabarimondal3192
    @kabarimondal3192 2 роки тому

    ভালোলাগা অফুরান ।

  • @pd9958
    @pd9958 Рік тому

    অতুলনীয়।

  • @tanupamnaru5561
    @tanupamnaru5561 3 роки тому +60

    শুধুই শুনে গেলাম, এভাবেই হয়ত ঠাকুরের চরণে ঠাঁই মেলে , এত ভক্তি এত শ্রদ্ধা ❤️
    আপনিই একমাএ ❤️
    খুব ভালো থাকবেন,প্রণাম আর ভালোবাসা🙏

  • @anupbera6000
    @anupbera6000 2 роки тому +20

    গান টা শুনলে অন্য জগতে হারিয়ে যাই। কি অপূর্ব সৃষ্টি। কি গায়কী, অপূর্ব মূর্ছনা। মনের ভেতর এক অন্যরকম অনুভুতি। মনে হয় পৃথিবীটা সত্যিই সুন্দর। এখানেই রবিঠাকুরের সার্থকতা।

  • @gouriroy6420
    @gouriroy6420 3 роки тому

    Aha mon bhoregelo jayati di ki nikhut poribeson sathe durbadol babur ashadharon sangat. Pronam janai dujon kei.👌👌👌💯💯💯

  • @banibhattacharya8555
    @banibhattacharya8555 2 роки тому

    Khub mon kharap chilo ajk ...gaan ta sunte sunte kothy hariye gelm...thank you madam❤️

  • @indranilchatterjee-tq2wx
    @indranilchatterjee-tq2wx Рік тому +2

    আমি ইন্দ্রনীল মুম্বাই থাকি। আপনার গানের একজন অন্ধ ভক্ত। সতের আঠারো বছর পর শুধু আপনাকে একবার দেখব বলে কলকাতায় আসছি।❤❤

  • @pallabchakraborty4407
    @pallabchakraborty4407 2 роки тому

    Asadharon. Pranta chuye galo. 👌👌👌❤❤

  • @pujasenapati8720
    @pujasenapati8720 2 роки тому

    Mon kharep lagle mon Santo hoy❤

  • @sudiptakar5176
    @sudiptakar5176 Рік тому +1

    দীর্ঘকালের প্রতীক্ষা ও প্রত্যাশা যখন ঝড়ে এলোমেলো হয়ে যাই, সেই মুহূর্তে অবসন্ন ও ক্লান্ত হৃদয়ের ব্যাকুল বেদনা এই গানের কথা ও সুরের মাধ্যমে সাড়া বিশ্বে ছড়িয়ে পড়েছে।

  • @chitrade8227
    @chitrade8227 2 роки тому

    অসাধারণ।

  • @sanjaybiswas2847
    @sanjaybiswas2847 2 роки тому +3

    গানের সুর-মূর্ছনা আমার রবির বিকেল কে করে তুললো অদ্ভুত স্নিগ্ধ ॥ 🙏👏

  • @debosreebhowmik8233
    @debosreebhowmik8233 3 роки тому +18

    হৃদয় শীতল করার মত একটি উপস্থাপনা। প্রণাম রইলো🙏

  • @subalmanna919
    @subalmanna919 3 роки тому +3

    আপনার এই হৃদয়মথিত নিবেদন আর দূর্বাদল বাবুর বেহালার সুরের মূর্ছনা আমার জীবনের সব যন্ত্রনা ভুলিয়ে অন্য এক জগতে
    নিয়ে গেল যেখানে কবিগুরুর জীবনদর্শন আমাকে নুতন করে বাচার প্রেরণা যোগাল।

  • @shuvra6314
    @shuvra6314 Місяць тому

    জয়তী দিদি কন্ঠে এই গানটির তুলনা হবে না❤️❤️❤️

  • @ranapratap4756
    @ranapratap4756 2 роки тому

    Apurbo..

  • @madhushreebanerjee238
    @madhushreebanerjee238 3 роки тому +17

    কী যে ভালো !!অনুভব প্রকাশের কোনো বিশেষণই যথেষ্ট নয় ۔۔۔۔۔মন ভরে গেল

  • @sayakroyviiia119
    @sayakroyviiia119 3 роки тому +2

    অসাধারণ এই রবীন্দ্র সঙ্গীত মানব প্রেমের আর অসাধারণ গেয়েছেন জয়তী দি।

  • @suprobhatdutta3951
    @suprobhatdutta3951 10 місяців тому +17

    জীবনে যে কষ্ট পেয়েছেন রবিঠাকুর, এই সব গান তারই ফসল

  • @fluid2326
    @fluid2326 2 роки тому

    Durbadol babu apnar violin uff🙏🙏

  • @kalishankarupadhaya9902
    @kalishankarupadhaya9902 Рік тому +1

    Wow
    Very nice song singing blends excellent presentations !!

  • @sarmisthaganguly3514
    @sarmisthaganguly3514 9 місяців тому

    ❤ashadharon ovibyakti pran juriye galo

  • @wadud1973
    @wadud1973 Рік тому +1

    এই গানটি আগেও বহুবার শুনেছি, কিন্তু কন্ঠের যাদুতে গানটি অনন্য হয়ে উঠল , মনে হল এই প্রথম শুনছি, ভীষন প্রশান্তি বোধ করছি। শিল্পির কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম।

  • @debosreebhowmik8233
    @debosreebhowmik8233 3 роки тому +4

    জীবন যখন অসীম সীমান্তের ছোঁয়া অনুভব করে তখনই কেবল চিত্ত প্রশান্ত হয়। ঠিক তেমনি একটি পরিবেশনা। যা সহস্রবার শুনলেও মন ভরে না। আরো শোনার সাধ জাগে....
    অশেষ শ্রদ্ধা ও প্রণাম।
    বাংলাদেশ থেকে....

  • @SubrataDas-yd8xu
    @SubrataDas-yd8xu 2 роки тому +5

    রবীন্দ্র সংগীত শোনার জন্যই আরও একবার জন্ম নিতে হবে

  • @rinamandal6421
    @rinamandal6421 3 роки тому +1

    খুব সুন্দর হয়েছে। ফাটাফাটি গেলেন। শ্রীমতী জয়তী চক্রবর্তী।

  • @soumalyasinha8993
    @soumalyasinha8993 2 роки тому

    Ashombhon shundor... Jayati di r ami ekjon bhokto.. Ebong Durbadal da r behala r monomughdhokor 🙏

  • @mousumisaha4785
    @mousumisaha4785 20 днів тому

    Ausadharon laglo,hriday chhuye gelo

  • @debalinaray5613
    @debalinaray5613 3 роки тому

    Asadharan..abhivuta..

  • @drsarmishthaniyogi8159
    @drsarmishthaniyogi8159 3 роки тому +2

    🙏🙏🍁🍁খুব সুন্দর !! নমস্কার ধন্যবাদ শুভেচ্ছাসহ শর্মিষ্ঠা নিয়োগী !!!!!

  • @shipralahiri196
    @shipralahiri196 Рік тому +1

    ভালো থেকো দিদি।তুমি রবীন্দ্র সংগীত এত সুন্দর করে presentation কর ভাবাই যায় না।

  • @shounakchakraborty5236
    @shounakchakraborty5236 2 роки тому

    Didi..tomar golay gaan sunle sotti kotha jeno hariye jai ❤️... Bhai er 🙏nio

  • @rajatbaranroy9256
    @rajatbaranroy9256 Місяць тому

    স্বর্গীয় অনুভুতি... Regards from Coochbehar

  • @bulapal
    @bulapal Рік тому

    Apurbo

  • @RanjitGhosh-j5e
    @RanjitGhosh-j5e 10 місяців тому

    K❤hub bhalo laglo bhalo thako dibhai

  • @TanmoyGanguli-y7y
    @TanmoyGanguli-y7y 2 місяці тому

    Asadharon sister. God bless you.

  • @sanjibbhattacharjee2923
    @sanjibbhattacharjee2923 2 роки тому

    Khub valo laglo.mom vore galo

  • @tapaskumargoswami1688
    @tapaskumargoswami1688 2 роки тому +1

    Ki apurbo sristi Gurudeber. Temni apurbo gayoki apnar. Mon bhore gelo.

  • @KoliBhowmik-t6y
    @KoliBhowmik-t6y Рік тому

    Asadharan

  • @vagabondpoems4289
    @vagabondpoems4289 2 роки тому

    ভালো লাগছে।
    দারুণ। ভাব ও ভাষায় যথাযথ।

  • @ushasighoshal1867
    @ushasighoshal1867 3 роки тому +1

    Apurbo...!!!!!!

  • @nivashkumarbarick3636
    @nivashkumarbarick3636 3 роки тому +5

    কেন জানিনা খুব খুব কান্না পায় আপনার কণ্ঠে এই গানগুলি শুনে, ভালো থাকবেন দিদি।🙏

  • @saptarangmandal4227
    @saptarangmandal4227 3 роки тому +16

    "শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান"...... আহা কি অপূর্ব.....অশান্ত এই সময়ে একরাশ শান্তি....প্রণাম নেবেন

  • @angshumandevnath2958
    @angshumandevnath2958 Рік тому

    হারালাম কোথায় কে-বা জানে! কোন এক সুরের মায়ার টানে❤অসম্ভব ভালো ❤

  • @niloydebnath7992
    @niloydebnath7992 3 роки тому

    Khub sundor laglo mon ta vore gelo shune

  • @moumitakarmakar653
    @moumitakarmakar653 3 роки тому +2

    অপূর্ব...আহা কি যেনো একটা প্রশান্তি।আমার প্রণাম নেবেন দিদি।কতো দরদ ভরে আপনার নিবেদন অন্তরাত্মা কে ছুঁয়ে যায়।ভালো থাকুন সুস্থ থাকুন।

  • @sreeojith2239
    @sreeojith2239 Рік тому +1

    কী চমৎকার এক রবীন্দ্র সঙ্গীত অসাধারণ ভাবে পরিবেশন করলেন। ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের নিকট প্রার্থনা করি।

  • @ভূলেযাওয়ানাম

    তোমার কন্ঠে গান শুনলে শুধুই চোখে জল আসে।
    মনে হয়,, মনের সব কষ্ট এক সাথে চোখের কোনে জমা হয়েছিল,,যা আশ্রু হয়ে বেরিয়ে আসছে।

  • @jagbasu69
    @jagbasu69 6 місяців тому

    Wonderful modern rendering. Great music composition. Beautiful bass. ❤

  • @AnisMusicLibrary
    @AnisMusicLibrary 6 місяців тому

    রবীন্দ্রসঙ্গীত মানে জয়তী চক্রবর্তী ম্যাম। ❤ অসম্ভব সুন্দর। আপনি অতুলনীয়।

  • @soumendas5075
    @soumendas5075 Рік тому

    Uff ki bolbo didi tmr golay gaan ta sune moner kon gobhir a tolia gelam tmk bojhanor bhasha khunje paina ,asombhob sundor geyecho.

  • @debasishbhadra4968
    @debasishbhadra4968 2 роки тому

    অসাধারণ লাগলো দিদি । মন ছুঁয়ে গেলো ।

  • @shrabantikassongs2016
    @shrabantikassongs2016 3 роки тому +49

    আপনার গান অন্তরাত্মা স্পর্শ করে। রবিঠাকুরের প্রতিটি গানই অসম্ভব মায়াময় হয়ে আপনার কন্ঠে বেজে ওঠে

    • @subhrabasu7320
      @subhrabasu7320 Рік тому

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @supritidharahaldia2862
    @supritidharahaldia2862 2 роки тому

    Apurbo ♥️♥️♥️

  • @Biti-k4u
    @Biti-k4u Рік тому

    Khub bhalo lagche

  • @iMRajaPaik
    @iMRajaPaik 11 місяців тому +1

    আহা ❤🎧👌🔥
    ছোটবেলায় আমার সামনে বাবা কাকারা বা কোনো জায়গায় রবীন্দ্রসঙ্গীত চললে খুব রেগে যেতাম 😡 মনে করতাম কি সব প্যানপ্যান গান....
    কিন্তু এখন বড় হয়ে যখন Maturity জিনিসটা কি সেটা বুঝতে শিখলাম, তখন বুজতে পারছি ছেলেবেলার ওই রাগের কোনও মানেই হয়না ❌
    এখন বয়স যতো বাড়ছে ততই রবীন্দ্রসঙ্গীতের উপর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি ✅💯❤️

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 3 роки тому +1

    আমার খুবই প্রিয় এই বিখ্যাত অপূর্ব অসাধারণ রবীন্দ্র সংগীত টি, শুনে আমি যেন কোথায় হারিয়ে গেলাম।
    এতটাই ভালো গেয়েছেন সে কি আর আমি বলবো? অপূর্ব গেয়েছেন গানটি।

  • @souravsaha3140
    @souravsaha3140 2 роки тому

    অসাধারণ

  • @anitadatta1303
    @anitadatta1303 3 роки тому +2

    ভগবান , সুরের তরী বেয়ে এলো বুঝি মহাকালের এক অনন্য সুর কন্যা তাপিত ভীত নিষ্প্রভ মলিন সময়ে হৃদয়েে হৃদয়ে অমৃতবাণী বাহী সুর করিতে দান !

  • @imon77
    @imon77 3 роки тому +7

    কানের শান্তি , মনের শান্তি , আত্মার শান্তি ।
    অসংখ্য ধন্যবাদ জয়তী।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻