আত্মোপলব্ধি কতটা গভীর হলে এই অনুভূতি আসে ! বাঙালি হয়তো অনেক দিক থেকে পিছিয়ে আছে, তাতে কি ? রবীন্দ্রনাথ তো আর কারো নেই, এই প্রতিষ্ঠান শুধু আমাদের! আমাদের চির গর্ব! জয়তু জয়তী, খুব ভালো হোক আপনার 🙏❤️🇧🇩
"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা...." এ গান তো একটা গোটা জীবন বলে দেয়। জীবনের নানা ওঠা পড়া, কখনো সুখের কিছু ভালো মূহুর্ত পেরিয়ে আমরা আবার বেদনার কিছু মূহুর্তের মধ্যে উপস্থিত হই। কখনো অনায়াসে যা চাই, তা পেয়ে যাই, তো কখনো কোনোকিছু পাওয়ার ভীষণ ইচ্ছে থাকলেও তা আর পাওয়া হয়ে ওঠে না, কখনো কান্না তো কখনো হাসি, কোনোকিছুই আসলে দীর্ঘস্থায়ী নয়, সব কিছুই যেন ছুঁয়ে যায় আমাদের। একের পর এক প্রজন্ম আসে, চলে যায়, রেখে যায় অনেক হাসি কান্না, সুখ দুঃখের অশেষ স্মৃতি। আবার আসে নতুন প্রজন্ম, তাদের মধ্যে দিয়ে জীবনের রং নতুনভাবে ছড়িয়ে যায়, নতুন করে সুখ দুঃখের পালাবদল আবার তার ছন্দ ফিরে পায়। শুধুই যেন অবিরত জীবনের স্রোতে ভাসা, শেষ বলে কিছুই নেই। সত্যিই রবি ঠাকুরের এ গানের বাণী এবং সুর আমাদের অনেককিছু শেখায়। ম্যামের সুমধুর কন্ঠে এবং প্রত্যূষ স্যারের অপূর্ব সরোদ, সন্দীপন স্যারের ভায়োলিন এবং গোটা অ্যারেঞ্জমেন্টে যে শান্ত, স্নিগ্ধ, সুগভীর ভাব ফুটে উঠেছে এ গানে, বারংবার শুনছি, বড্ড মন কেমন করা নিবেদন। অসাধারণ লোকেশন এবং সবুজ প্রকৃতির মাঝে এ গান যেন আরও সতেজ হয়ে উঠেছে। 'শেষ হয়েও হইল না শেষ, শ্রবণে রয়ে গেল গানের রেশ...' ম্যামকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এ কাজের সঙ্গে যুক্ত সকলকে আমার প্রণাম জানাই, ২২ শে শ্রাবণ উপলক্ষে আরও এক অনন্য উপহার পেলাম আমরা সকলে❤❤❤✨✨🌼🙏।
@@antaramanna1454অসংখ্য ধন্যবাদ, আমার ২২ বছরের স্বল্প জীবনে ম্যামের গান শুনে যতটুকু উপলব্ধি করতে পেরেছি এ গানকে, তাই লেখার মাধ্যমে ভাগ করে নিয়েছি সবার সাথে 😁❤✨🙏
কেউ কেউ আছেন যাঁর গায়কী সঙ্গীতে প্রাণ সঞ্চার করতে পারেন, আত্মস্থ করতে পারেন। তিনিই শিল্পী কি না জানিনে, আপনার গাওয়া গানগুলি সব শিল্পের ছোঁয়ায় সমৃদ্ধ, এ হলপনামা দিয়ে রাখলাম ❤❤❤❤❤
প্রত্যেকটি স্বরক্ষেপণ এত স্পষ্ট আর স্বরলিপি না দেখেও গানটি শিখে নিতে পারি, দিদির গানগুলো শুনে আমার তাই মনে হয়। আর গানের ভাব দিদির মত করে আর কেউ ফুটিয়ে তুলতে পারেননা। এটা আমার অনুভব, বায়াসনেস নয়। ঈশ্বরের আশীর্বাদ আছে দিদির ওপর। ভালো থাকুন, সুস্থ থাকুন।
এটা একটু বেশি হয়ে গেল,আপনি আগেকার শিল্পীদের মনে হয় শোনেন নি।শুনলে এই কথা বলতেন না। হ্যাঁ জয়তী দি এই যুগের সেরা কিন্তু তাই বলে অন্যদের ছোট করতে পারেন না।
শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু আলো-আঁধারে শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া... শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া শুধু নব দুরাশায় আগে চলে যায় নব নব দুরাশায় আগে চলে যায় পিছে ফেলে যায় মিছে আশা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া... অশেষ বাসনা লয়ে ভাঙা বল অশেষ বাসনা লয়ে ভাঙা বল প্রাণপণ কাজে পায় ভাঙা ফল ভাঙা তরী ধরে ভাসে পারাবারে ভাঙা তরী ধরে ভাসে পারাবারে ভাব কেঁদে মরে ভাঙা ভাষা হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধোখানি কথা সাঙ্গ নাহি হয় হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধোখানি কথা সাঙ্গ নাহি হয় লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু আলো-আঁধারে শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা শুধু যাওয়া...
সকাল বেলা এমন গান দিয়ে দিনটা যার শুরু সে কোনদিন খারাপ কাজ করতে পারেনা বলে আমার বিশ্বাস। মনকে পবিত্র পুণ্য পরিষ্কার শুদ্ধ করে দেয়। ❤ আমি গর্বিত আমার পরিবার ছোটবেলায় রবীন্দ্র সংগীত শুনিয়েছিল। তাই নিজেকে রুচিসম্মত মানুষ বলতে পারি। ❤❤❤
আসা যাওয়ার পথের মাঝখানের এই সংক্ষিপ্ত জীবনে আমরা ভেসে চলেছি সব প্রাপ্তি অপ্রাপ্তির ওঠাপড়া কে সঙ্গী করে। অত্যন্ত বাস্তব ও আবেগ এর মিলেমিশে জীবনের সত্য দর্শন এই অপূর্ব প্রিয় গানটি জয়তিদি এত সুন্দর, সাবলীলভাবে গাইলেন যে,বিমোহিত হয়ে শুনেই চলেছি কেবল।অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমায় দিদি ..খুব ভালো থেকো !👌🎶🙏❤️
অনেক মানুষের উপলব্ধি আসতে সময় লাগে, আমিও তার অন্যতম, দেরিতে উপলব্ধি হয় রবীন্দ্র সঙ্গীত এর অর্থ, আক্ষেপ হয় । এই শিল্পীর কন্ঠ ও গায়িকী আমাকে মুগ্ধ করে। এখন বেশিরভাগ রবীন্দ্র সঙ্গীত ওনার কন্ঠেই শুনলে মনতৃপ্তি হয়। ❤❤❤
আমি প্রতিটা লাইন অক্ষর শুনছি আর ভাবছি আমার কেটে যাওয়া সময় গুলো যেন চোখের সামনে ভাসছে। আর চোখে জল। আমি এই আছি আমার আমার দুঃখ নিয়ে। প্রিয় মানুষ এর ভালোবাসার স্মৃতি নিয়ে।। ভালোবাসা অনেক। ভালো থেকো সৌমেন।। বসুধা তোমায় মনে রাখবে রবীন্দ্রনাথ এর গান এ।।
আত্মোপলব্ধি কতটা গভীর হলে এই অনুভূতি আসে ! বাঙালি হয়তো অনেক দিক থেকে পিছিয়ে আছে, তাতে কি ? রবীন্দ্রনাথ তো আর কারো নেই, এই প্রতিষ্ঠান শুধু আমাদের! আমাদের চির গর্ব! জয়তু জয়তী, খুব ভালো হোক আপনার 🙏❤️🇧🇩
সর্বত্র পিছিয়ে পড়ে, হেরে গিয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে বা শুনে বেশ একটা দুঃখ বিলাসী ব্যাপার আছে।
Ta etoi jokhon bojhen tahole BD te Hindu der opor otyachaar korchen keno bolun to?
Rabindranath ki kono gaan e orom korte bole giyechen.
"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা...."
এ গান তো একটা গোটা জীবন বলে দেয়। জীবনের নানা ওঠা পড়া, কখনো সুখের কিছু ভালো মূহুর্ত পেরিয়ে আমরা আবার বেদনার কিছু মূহুর্তের মধ্যে উপস্থিত হই। কখনো অনায়াসে যা চাই, তা পেয়ে যাই, তো কখনো কোনোকিছু পাওয়ার ভীষণ ইচ্ছে থাকলেও তা আর পাওয়া হয়ে ওঠে না, কখনো কান্না তো কখনো হাসি, কোনোকিছুই আসলে দীর্ঘস্থায়ী নয়, সব কিছুই যেন ছুঁয়ে যায় আমাদের। একের পর এক প্রজন্ম আসে, চলে যায়, রেখে যায় অনেক হাসি কান্না, সুখ দুঃখের অশেষ স্মৃতি। আবার আসে নতুন প্রজন্ম, তাদের মধ্যে দিয়ে জীবনের রং নতুনভাবে ছড়িয়ে যায়, নতুন করে সুখ দুঃখের পালাবদল আবার তার ছন্দ ফিরে পায়। শুধুই যেন অবিরত জীবনের স্রোতে ভাসা, শেষ বলে কিছুই নেই। সত্যিই রবি ঠাকুরের এ গানের বাণী এবং সুর আমাদের অনেককিছু শেখায়। ম্যামের সুমধুর কন্ঠে এবং প্রত্যূষ স্যারের অপূর্ব সরোদ, সন্দীপন স্যারের ভায়োলিন এবং গোটা অ্যারেঞ্জমেন্টে যে শান্ত, স্নিগ্ধ, সুগভীর ভাব ফুটে উঠেছে এ গানে, বারংবার শুনছি, বড্ড মন কেমন করা নিবেদন।
অসাধারণ লোকেশন এবং সবুজ প্রকৃতির মাঝে এ গান যেন আরও সতেজ হয়ে উঠেছে।
'শেষ হয়েও হইল না শেষ,
শ্রবণে রয়ে গেল গানের রেশ...'
ম্যামকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এ কাজের সঙ্গে যুক্ত সকলকে আমার প্রণাম জানাই, ২২ শে শ্রাবণ উপলক্ষে আরও এক অনন্য উপহার পেলাম আমরা সকলে❤❤❤✨✨🌼🙏।
Bah...chamatkar likhechhen...to...😌🙏
@@antaramanna1454অসংখ্য ধন্যবাদ, আমার ২২ বছরের স্বল্প জীবনে ম্যামের গান শুনে যতটুকু উপলব্ধি করতে পেরেছি এ গানকে, তাই লেখার মাধ্যমে ভাগ করে নিয়েছি সবার সাথে 😁❤✨🙏
বাঃ অপূর্ব বর্ননা।
Gurudeb er lekha o sur kora amon gan, sorgio sukh dukher onuvuti, ki ar bola jay monpran diye sona o bhashaheen bose thaka ar ki !
❤
কবিগুরুর বাণী আর আপনার গায়কী , দুয়ে মিলে স্বর্গীয় আনন্দের উপলব্ধি জাগায় হৃদয়ে ❤
আপনার গলায় রবীন্দ্রসঙ্গীত শোনা এখন একটা নেশায় পরিণত হয়েছে, অসাধারণ কণ্ঠ আপনার, শুধু গান তো শোনা নয় স্নান করে যাই।
দারুন বললেন
Same
Ekdaammmm..............
😊😊❤😊😊😊😊😊@@mousumichisti9516
মনের কথা বলেছেন I
রবীন্দ্রনাথের গান আরও কয়েক শো বছর অনুভূতির মধ্যে গুঞ্জরিত থাকার প্রাসঙ্গিকতায় তোর অবদান রয়ে যাবে, জয়তী। চির-স্পন্দমান।
ম্যাডাম আপনি কি করে এতো সুন্দর গান ঈশ্বরের কাছে জানতে ইচ্ছা করে।
আপনার গানের সঙ্গে শুধু মাত্র একজনের তুলনা করা যায়।সেটা হচ্ছে আপনি নিজে ।
সুধায় ভরা এক অনন্য সুমধুর সংগীত। যখনই শ্রবণ করি মন প্রাণ ছুঁইয়ে যায়। সম্পূর্ণ অপার্থিব এক অনুভুতি। কবিগুরুর শ্রী চরণে শতকোটি প্রণাম। 🙏🙏🙏
কেউ কেউ আছেন যাঁর গায়কী সঙ্গীতে প্রাণ সঞ্চার করতে পারেন, আত্মস্থ করতে পারেন। তিনিই শিল্পী কি না জানিনে, আপনার গাওয়া গানগুলি সব শিল্পের ছোঁয়ায় সমৃদ্ধ, এ হলপনামা দিয়ে রাখলাম ❤❤❤❤❤
0ppppp❤p❤ppppppp❤❤❤❤❤❤❤❤❤❤❤
জর্জ বিশ্বাস একমাত্র
❤❤❤❤অসাধারণ উক্তি, ধন্যবাদ আপনাকে ❤❤❤❤
কেউ কেউ নয় সমস্ত বড় সঙ্গীত শিল্পী গায়কী দিতে জানেন।
আসলেই ❤
প্রত্যেকটি স্বরক্ষেপণ এত স্পষ্ট আর স্বরলিপি না দেখেও গানটি শিখে নিতে পারি, দিদির গানগুলো শুনে আমার তাই মনে হয়। আর গানের ভাব দিদির মত করে আর কেউ ফুটিয়ে তুলতে পারেননা। এটা আমার অনুভব, বায়াসনেস নয়। ঈশ্বরের আশীর্বাদ আছে দিদির ওপর। ভালো থাকুন, সুস্থ থাকুন।
এটা একটু বেশি হয়ে গেল,আপনি আগেকার শিল্পীদের মনে হয় শোনেন নি।শুনলে এই কথা বলতেন না। হ্যাঁ জয়তী দি এই যুগের সেরা কিন্তু তাই বলে অন্যদের ছোট করতে পারেন না।
আপনার গাওয়া রবীন্দ্র সংগীত শুনে ক্লান্তি চলে যায়, নতুন করে ভালো লাগে গান, গল্প, কবিতা...🙏
রবি ঠাকুরের সব গানগুলো আপনার শ্রুতি মধুর গলায় যেন তারা নতুন যৌবন লাভ করে❤😊
একদমই তাই❤️🙏🏻
@@arpanbanerjee401 i
@@arpanbanerjee401❤❤❤❤❤
এই গানটি তাঁর কন্ঠে দারুণ ফুটেছে, ভীষণ ভাললাগলো। ❤
শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু আলো-আঁধারে
শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা
শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া...
শুধু দেখা পাওয়া
শুধু ছুঁয়ে যাওয়া
শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া
শুধু দেখা পাওয়া
শুধু ছুঁয়ে যাওয়া
শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া
শুধু নব দুরাশায়
আগে চলে যায়
নব নব দুরাশায়
আগে চলে যায়
পিছে ফেলে যায় মিছে আশা
শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া...
অশেষ বাসনা লয়ে ভাঙা বল
অশেষ বাসনা লয়ে ভাঙা বল
প্রাণপণ কাজে পায় ভাঙা ফল
ভাঙা তরী ধরে ভাসে পারাবারে
ভাঙা তরী ধরে ভাসে পারাবারে
ভাব কেঁদে মরে ভাঙা ভাষা
হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়
আধোখানি কথা সাঙ্গ নাহি হয়
হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়
আধোখানি কথা সাঙ্গ নাহি হয়
লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
শুধু আধখানি ভালোবাসা
শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু আলো-আঁধারে
শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা
শুধু যাওয়া আসা
শুধু স্রোতে ভাসা
শুধু যাওয়া...
Thank u lyrics gulo lekhar jonye.
গান শোনার সময় লিরিক্স খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ।
সকাল বেলা এমন গান দিয়ে দিনটা যার শুরু সে কোনদিন খারাপ কাজ করতে পারেনা বলে আমার বিশ্বাস। মনকে পবিত্র পুণ্য পরিষ্কার শুদ্ধ করে দেয়। ❤ আমি গর্বিত আমার পরিবার ছোটবেলায় রবীন্দ্র সংগীত শুনিয়েছিল। তাই নিজেকে রুচিসম্মত মানুষ বলতে পারি। ❤❤❤
আসা যাওয়ার পথের মাঝখানের এই সংক্ষিপ্ত জীবনে আমরা ভেসে চলেছি সব প্রাপ্তি অপ্রাপ্তির ওঠাপড়া কে সঙ্গী করে। অত্যন্ত বাস্তব ও আবেগ এর মিলেমিশে জীবনের সত্য দর্শন এই অপূর্ব প্রিয় গানটি জয়তিদি এত সুন্দর, সাবলীলভাবে গাইলেন যে,বিমোহিত হয়ে শুনেই চলেছি কেবল।অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমায় দিদি ..খুব ভালো থেকো !👌🎶🙏❤️
দেবী সরস্বতী তার সুরের সবটুকু আপনার কণ্ঠে ঢেলে দিয়েছেন আর রবি ঠাকুর তার সবটুকু আশীষ রেখেছেন আপনার পরে....তাই অবাক হয়ে শুনি শুধু শুনি 🙏🏻💙💙💙💙💙
বর্ষার এই সুন্দর প্রেক্ষাপটে , অপূর্ব নিবেদন। এসরাজের সঙ্গ আরো অন্যরকম মাত্র এনেছে।
আহা আহা কী অপূর্ব মধুর সুরে সুরে কবিগুরুর বানী অনুভব এলো প্রাণে ! যেমনি বানী তেমনি সুর শুদ্ধ প্রবাহ অনুপম ! ❤
খুব সুন্দর রবীন্দ্র সংগীত খানি ধন্য বাদ বোন 🎉🎉🎉
আপনার গান শুনতে শুনতে মন জুড়িয়ে যায় এবং ভালোলাগার রেশ থেকে যায়। অনবদ্য ও অসাধারণ গান। 😊😊😊
অনেক মানুষের উপলব্ধি আসতে সময় লাগে, আমিও তার অন্যতম, দেরিতে উপলব্ধি হয় রবীন্দ্র সঙ্গীত এর অর্থ, আক্ষেপ হয় । এই শিল্পীর কন্ঠ ও গায়িকী আমাকে মুগ্ধ করে। এখন বেশিরভাগ রবীন্দ্র সঙ্গীত ওনার কন্ঠেই শুনলে মনতৃপ্তি হয়। ❤❤❤
এক অপূর্ব শান্তি। এক অপূর্ব স্নিগ্ধতা।❤❤
হারিয়ে গিয়েছিলাম 😢 জয়তিজীকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন ❤
প্রাণের আরাম
আত্মার শান্তি
মনের আনন্দ
চেতনার তৃপ্তি...
ভালো থাকবেন দিদি...
আগামীর জন্য রইল এক আকাশ শুভেচ্ছা...
😊 1:33 😅
আমার প্রিয় সংগীতশিল্পী 💓
আমি প্রতিটা লাইন অক্ষর শুনছি আর ভাবছি আমার কেটে যাওয়া সময় গুলো যেন চোখের সামনে ভাসছে। আর চোখে জল। আমি এই আছি আমার আমার দুঃখ নিয়ে। প্রিয় মানুষ এর ভালোবাসার স্মৃতি নিয়ে।। ভালোবাসা অনেক। ভালো থেকো সৌমেন।। বসুধা তোমায় মনে রাখবে রবীন্দ্রনাথ এর গান এ।।
তা সৌমেনটা কে ?
Very funny.
আমার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে গেল গানটা শুনতে শুনতে।
আহা কী অপূর্ব..... বরাবরের মতো এবারও শুধু মুগ্ধ হওয়া। রানা দার এডিটিং, লোকেশন আর সর্বোপরি দিদি কণ্ঠ যেনো মিলেমিশে একাকার হয়ে গেছে।....... শুধু যাওয়া আসা ❤️🙏🏻
কি অপূর্ব মুখশ্রী, কি অপূর্ব গলার আওয়াজ এবং সুর, আর সবার সঙ্গে মেলানো কি অপূর্ব রবিগুরুর রচনা❤❤❤❤❤
আপনার মন্তব্যটা অপূর্ব অসাধারণ।
খুব সুন্দর..... গানটির এমন সুন্দর ছবি ফুটে উঠলো ..... অন্তর্নিহিত অর্থ প্রকাশ পেলো খুব সুন্দর করে.....
এক কথায় অসাধারণ 🙏🙏🙏
আমার ভীষণ প্রিয় একটি গান❤❤❤
অনবদ্য গাইলেন হৃদয় ছুঁয়ে গেল ❤❤, অসাধারণ অনবদ্য ❤❤
মন প্রাণ জুড়ানো গান, অপূর্ব
এমন ভাব আর কে দিতে পারে গানে...এমন শান্তি ,স্নিগ্ধতা আর কোথায়❤️🌿
রবি ও জয়তী কথাটা দুজনের সম্পর্কেই সত্য
আহা মনটা ভরে উঠলো 👌👌👌👌👌👍👍🙏🙏
রবীন্দ্রনাথ এর অন্তর্দৃষ্টি ও জীবন বোধ এক অন্য মাত্রার। তার সঙ্গে করো তুলনা সম্ভব নয়।
Opurbo unforgettable nice song, sing by great singer🎤 Jayati chakravarti❤
শুধু দেখা পাওয়া ,শুধু ছুঁয়ে যাওয়া ।
শুধু দূরে যেতে যেতে .......
দূর হতে যাওয়া আসার মাঝে শুধু অনুভবেই রাখি তারে ।।
আহা রবীন্দ্রংগীত আপনার গলায় যতো বার শুনি মুগ্ধ হই।
অপূর্ব অসাধারণ গান! জীবন জগতের এক মহাসত্যের উপলব্ধির বাণী সুর যন্ত্রমাধুর্য গীতসুধামণ্ডিত এক অপার্থিব মোহময় উপস্থাপনা!
আহা আহা....... দিদি ❤️❤️❤️🙏🏻
বড্ড ভালোলাগার গান। মন ভরে গেলো।
জীবনের সার এই গান। রবীন্দ্র সঙ্গীত মানে জীবনের এক একটি মন্ত্র।এইতো জীবন আশেষ বাসনার একটি ভান্ডার।প্রকৃত আনন্দ সত্য।আমরা বুঝতে পারিনা।
ওহ কি যে মধুর মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যায় আপনার গান,ভালো থাকবেন।
হৃদয় গভীর থেকে বেরিয়ে আসা শব্দ গান রূপে বেরিয়ে এসেছে।❤
অপূর্ব, অসাধারণ, অনবদ্য গান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। ❤❤❤❤❤ আপনি আমার আন্তরিক প্রনাম নেবেন দিদি।
Mon ta juriye Jay apnar gaan sunle ❤
অপূর্ব সুন্দর নিবেদন। মন ভরে গেল।
মন,প্রান ভরে গেল। এতো আবেগপূর্ণ উপস্থাপনা❤❤❤।
অসাধারণ থেকে অসাধারণ মা তোমার গলায় বিশ্ব বাস করে, আলাদা একটা জগৎ!
Ei holo Jayati....Jayati Chakrabarty....deho mon pran porom prosantite je misti swapner moto vorie tole
এমন ভাবেই বেঁচে থাকুক গানগুলো....
❤️🔥❤️🔥 কবিতা, সুর, হৃিদয় ছুয়ে যাওয়া কন্ঠ
এ গান শোনা মানে প্রাণের আরাম❤সাথে প্রিয় শিল্পী 🙏🙏❤❤
আপনার কণ্ঠে মধুর সুরে এই গান গুলো শুনলে কেনো জানি না চোখে জল আসে ❤❤❤❤❤
Exactly said......
এ গানটি কম শিল্পীকে যথার্থ ভাবে গাইতে শুনেছি।তোমার পরিবেশন নিখুঁত ও হৃদয় স্পর্শী !
Fantastic Jayati di ki bolbo amra তুচ্ছ ❤🙏🏻
Aaha!!!ki apurbo.......Mon pran juriye gelo.
শুনতে শুনতে বিভোর হয়ে গেছিলাম।মনে হল খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল।অনেক ভালবাসা রইল তোমার জন্য।
Excellent, Jayati di👍👍👌👌👋👋🎵🎵🙏🙏❤❤
গানটা আগেই শুনেছি কিন্তু আপনার কন্ঠে অসাধারণ লাগলো। অনেকবার শুনলাম
Pure bliss! Genuine treat to the ears ..also loved the music arrangement and simplicity of the video..❤️❤️
মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ গায়কী।❤️
Apnar konthe gaan sona ak marattok neshay porinoto hoyeche...❤❤
Khub sundor mon chuya galo
চমৎকার। দৃষ্টিনন্দন ও সুখশ্রাব্য
অসাধারণ সুন্দর একটা সংগীত
Osadharon..jotoi suni mugdho hoe jai...
প্রতিদিন শুনি। কতবার শুনি নিজেও জানিনা। কোথায় ভেসে যাই। নিজেকে পুরো হারিয়ে ফেলি।
আপনার গাওয়া রবিন্দ্র সঙ্গীত, আমাকে মুগ্ধ করে। অাপনার অনেক গান পুনঃপুন শুনে থাকি। তার মধ্যে এই গানটা অন্যতম । রবিন্দ্রনাথের সৃষ্টি আর আপনার কন্ঠ আমাকে অন্য জগতে নিয়ে যায় । স্যালুট রবি, স্যালুট অদিতি মহসীন ।
অপূর্ব সুন্দর একটি গান ❤️ আর আপনার কন্ঠে শুনে মনটা ভরে গেল ❤️ ভীষণ ভালো লাগলো।
আঃহা আঃহা।এক কথায় অনবদ্য।মনটা ভরে গেল
Aha mon pran juriye gelo❤❤
প্রিয় একটা গান প্রিয় মানুষের কণ্ঠে আরো মাত্রা যোগ করলো! প্রণাম হে গুণী...
হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধখানিকথা সাঙ্গ নাহি হয়,,, বিশ্ব কবি পনাম তোমায়
এই গান আপনার কন্ঠে পূর্ণতা পেলো 💕💕
Ki Apurba🙏Mone Pran bhore gelo😊
অাহ্ কি শান্তি কি শান্তি ❤
Apnar Kanthae Bahut Bahut Madhur Làgcha❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent. Khub bhalo
আমার খুব প্রিয় শিল্পী আপনি 🙏🙏 ❤💚। আপনার গান শুনলে আত্মা শান্তি ও তৃপ্তি পায়।
Ei samayer sera rabindra Sangeet shilpi
Opurbo. ❤❤❤❤❤
beautiful song and nice singing. just singing from the heart. what a melodious voice!
আজকে প্রথম শুনলাম এত্ত সুন্দর ভাষা আহা মন ছুঁয়ে গেল ❤
Madhurjo tai onno leaveler❤
Visualization as well as the way of presenting the song - EXTREMELY ROMANTIC . ❤❤❤❤
Cha er prounsa,,,,darun,❤
স্নিগ্ধ ❤❤❤
Aj theke bohu bochor por jibon juddhe klanto kono manush apnar gaan shune swasti pabe, thik jemon aj ami pelam ❤
স্বর্গীয় কণ্ঠস্বর যেন স্বর্গীয় অনুভূতি এনে দিল।
অপূর্ব, অপূর্ব. ❤
অপূর্ব গেয়েছো রে বোন।
অপূর্ব।জবাব নেই 🙏🙏
এই রকম কন্ঠ এবং গায়িকি যেন গান গুলো কে প্রাণ দান করে ❤
অপুর্ব; যেমন ভাব তেমনি সুর তেমনি কন্ঠ
এতো নিখুঁত পরিবেশন, যা সত্যি শেখার বিষয় 💚
মন ভরে গেল❤❤
Apurbo,asadharo.❤
Anek din pore sunlam, bhalo laglo
কি যে ভালো লাগে দিদি তোমার গাওয়া রবীন্দ্রসংগীত আমার।।