Shudhu Jawa Asa | Jayati Chakraborty | Rabindrasangeet | Prattyush | শুধু যাওয়া আসা |রবীন্দ্রসংগীত |

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Jayati Chakraborty Official presents 'SHUDHU JAWA ASA' ,
    A Rabindrasangeet sung by Jayati Chakraborty
    Credits:
    Vocal : Jayati Chakraborty
    Sarode and Music Arrangement: Prattyush Banerjee
    Keyboards : Partha Pal
    Guitar and Bass : Raja Choudhury
    Violin : Sandipan Ganguly
    Music track recorded by Sanjoy Ghosh at Studio Resonance
    Voice dubbing, mixing and mastering by Goutam Basu at Studio Vibrarions
    Video : Rana Banerjee, Abhinaba Banerjee & Mahisin Khan
    Edit & CC : Rana Banerjee
    Make up : Arijit Maity
    Lyrics:
    শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
    শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা ॥
    শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,
    শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,
    শুধু নব দুরাশায় আগে চ'লে যায়--
    পিছে ফেলে যায় মিছে আশা ॥
    অশেষ বাসনা লয়ে ভাঙা বল,
    প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,
    ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে,
    ভাব কেঁদে মরে-- ভাঙা ভাষা।
    হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,
    আধখানি কথা সাঙ্গ নাহি হয়,
    লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
    শুধু আধখানি ভালোবাসা ॥
    #rabindrasangeet #shudhujawaasa #jayatichakraborty #রবীন্দ্রসঙ্গীত #জয়তী #শুধু_যাওয়া_আসা

КОМЕНТАРІ • 395

  • @aditiabritti
    @aditiabritti 10 місяців тому +5

    কবিগুরুর বাণী আর আপনার গায়কী , দুয়ে মিলে স্বর্গীয় আনন্দের উপলব্ধি জাগায় হৃদয়ে ❤

  • @bijoylakshmichowdhury8810
    @bijoylakshmichowdhury8810 10 місяців тому +2

    খুব সুন্দর রবীন্দ্র সংগীত খানি ধন্য বাদ বোন 🎉🎉🎉

  • @SetuHalder-p5i
    @SetuHalder-p5i Місяць тому +7

    গান হলো মন ভালো রাখার একমাত্র অবলম্বন,,, জীবনের সকল দুঃখ কষ্টের অবসান ঘটে গান শুনলে আর গাইলে,,,,,আমি মনে করি যারা বরী ঠাকুরের আর বিদ্রোহী কবি নজরুলের গান গুলো শুনে বা গায় তারাও অসাধারণ,,,, শত শত কোটি প্রনাম কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুলের চরনে।

  • @chitradipsen8600
    @chitradipsen8600 Рік тому +178

    "শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
    শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা...."
    এ গান তো একটা গোটা জীবন বলে দেয়। জীবনের নানা ওঠা পড়া, কখনো সুখের কিছু ভালো মূহুর্ত পেরিয়ে আমরা আবার বেদনার কিছু মূহুর্তের মধ্যে উপস্থিত হই। কখনো অনায়াসে যা চাই, তা পেয়ে যাই, তো কখনো কোনোকিছু পাওয়ার ভীষণ ইচ্ছে থাকলেও তা আর পাওয়া হয়ে ওঠে না, কখনো কান্না তো কখনো হাসি, কোনোকিছুই আসলে দীর্ঘস্থায়ী নয়, সব কিছুই যেন ছুঁয়ে যায় আমাদের। একের পর এক প্রজন্ম আসে, চলে যায়, রেখে যায় অনেক হাসি কান্না, সুখ দুঃখের অশেষ স্মৃতি। আবার আসে নতুন প্রজন্ম, তাদের মধ্যে দিয়ে জীবনের রং নতুনভাবে ছড়িয়ে যায়, নতুন করে সুখ দুঃখের পালাবদল আবার তার ছন্দ ফিরে পায়। শুধুই যেন অবিরত জীবনের স্রোতে ভাসা, শেষ বলে কিছুই নেই। সত্যিই রবি ঠাকুরের এ গানের বাণী এবং সুর আমাদের অনেককিছু শেখায়। ম্যামের সুমধুর কন্ঠে এবং প্রত্যূষ স্যারের অপূর্ব সরোদ, সন্দীপন স্যারের ভায়োলিন এবং গোটা অ্যারেঞ্জমেন্টে যে শান্ত, স্নিগ্ধ, সুগভীর ভাব ফুটে উঠেছে এ গানে, বারংবার শুনছি, বড্ড মন কেমন করা নিবেদন।
    অসাধারণ লোকেশন এবং সবুজ প্রকৃতির মাঝে এ গান যেন আরও সতেজ হয়ে উঠেছে।
    'শেষ হয়েও হইল না শেষ,
    শ্রবণে রয়ে গেল গানের রেশ...'
    ম্যামকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এ কাজের সঙ্গে যুক্ত সকলকে আমার প্রণাম জানাই, ২২ শে শ্রাবণ উপলক্ষে আরও এক অনন্য উপহার পেলাম আমরা সকলে❤❤❤✨✨🌼🙏।

    • @antaramanna1454
      @antaramanna1454 Рік тому +5

      Bah...chamatkar likhechhen...to...😌🙏

    • @chitradipsen8600
      @chitradipsen8600 Рік тому

      ​@@antaramanna1454অসংখ্য ধন্যবাদ, আমার ২২ বছরের স্বল্প জীবনে ম্যামের গান শুনে যতটুকু উপলব্ধি করতে পেরেছি এ গানকে, তাই লেখার মাধ্যমে ভাগ করে নিয়েছি সবার সাথে 😁❤✨🙏

    • @utpalasanyal7705
      @utpalasanyal7705 Рік тому +2

      বাঃ অপূর্ব বর্ননা।

    • @amitavachakrabarti2982
      @amitavachakrabarti2982 Рік тому +3

      Gurudeb er lekha o sur kora amon gan, sorgio sukh dukher onuvuti, ki ar bola jay monpran diye sona o bhashaheen bose thaka ar ki !

    • @hasihasi8912
      @hasihasi8912 Рік тому +1

  • @zakirhossainzakir7333
    @zakirhossainzakir7333 7 місяців тому +65

    আত্মোপলব্ধি কতটা গভীর হলে এই অনুভূতি আসে ! বাঙালি হয়তো অনেক দিক থেকে পিছিয়ে আছে, তাতে কি ? রবীন্দ্রনাথ তো আর কারো নেই, এই প্রতিষ্ঠান শুধু আমাদের! আমাদের চির গর্ব! জয়তু জয়তী, খুব ভালো হোক আপনার 🙏❤️🇧🇩

    • @soumyapandit5167
      @soumyapandit5167 3 місяці тому +3

      সর্বত্র পিছিয়ে পড়ে, হেরে গিয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে বা শুনে বেশ একটা দুঃখ বিলাসী ব্যাপার আছে।

    • @rishi2791
      @rishi2791 3 місяці тому

      Ta etoi jokhon bojhen tahole BD te Hindu der opor otyachaar korchen keno bolun to?
      Rabindranath ki kono gaan e orom korte bole giyechen.

    • @susamabanerjee3351
      @susamabanerjee3351 Місяць тому +2

      খুব সুন্দর পরম করুণাময় ভগবান তোমায় অনেক ধন্যবাদ 🙏🙏

  • @saikatkundulyricist
    @saikatkundulyricist Рік тому +26

    রবীন্দ্রনাথের গান আরও কয়েক শো বছর অনুভূতির মধ্যে গুঞ্জরিত থাকার প্রাসঙ্গিকতায় তোর অবদান রয়ে যাবে, জয়তী। চির-স্পন্দমান।

  • @ArnavGhosh-x8l
    @ArnavGhosh-x8l Рік тому +68

    আপনার গলায় রবীন্দ্রসঙ্গীত শোনা এখন একটা নেশায় পরিণত হয়েছে, অসাধারণ কণ্ঠ আপনার, শুধু গান তো শোনা নয় স্নান করে যাই।

  • @SetuHalder-p5i
    @SetuHalder-p5i Місяць тому +1

    রবীন্দ্রনাথ সংগীত শুনলে জয়তী ম্যামের কন্ঠ এই শোনা হয় বেশি,,, ❤❤ অসাধারণ ম্যাম

  • @debashisdey6591
    @debashisdey6591 Рік тому +11

    ম্যাডাম আপনি কি করে এতো সুন্দর গান ঈশ্বরের কাছে জানতে ইচ্ছা করে।
    আপনার গানের সঙ্গে শুধু মাত্র একজনের তুলনা করা যায়।সেটা হচ্ছে আপনি নিজে ।

  • @firefly3253
    @firefly3253 Рік тому +44

    শুধু যাওয়া আসা
    শুধু স্রোতে ভাসা
    শুধু যাওয়া আসা
    শুধু স্রোতে ভাসা
    শুধু আলো-আঁধারে
    শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা
    শুধু যাওয়া আসা
    শুধু স্রোতে ভাসা
    শুধু যাওয়া...
    শুধু দেখা পাওয়া
    শুধু ছুঁয়ে যাওয়া
    শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া
    শুধু দেখা পাওয়া
    শুধু ছুঁয়ে যাওয়া
    শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া
    শুধু নব দুরাশায়
    আগে চলে যায়
    নব নব দুরাশায়
    আগে চলে যায়
    পিছে ফেলে যায় মিছে আশা
    শুধু যাওয়া আসা
    শুধু স্রোতে ভাসা
    শুধু যাওয়া...
    অশেষ বাসনা লয়ে ভাঙা বল
    অশেষ বাসনা লয়ে ভাঙা বল
    প্রাণপণ কাজে পায় ভাঙা ফল
    ভাঙা তরী ধরে ভাসে পারাবারে
    ভাঙা তরী ধরে ভাসে পারাবারে
    ভাব কেঁদে মরে ভাঙা ভাষা
    হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়
    আধোখানি কথা সাঙ্গ নাহি হয়
    হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়
    আধোখানি কথা সাঙ্গ নাহি হয়
    লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
    লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
    শুধু আধখানি ভালোবাসা
    শুধু যাওয়া আসা
    শুধু স্রোতে ভাসা
    শুধু যাওয়া আসা
    শুধু স্রোতে ভাসা
    শুধু আলো-আঁধারে
    শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা
    শুধু যাওয়া আসা
    শুধু স্রোতে ভাসা
    শুধু যাওয়া...

    • @adhikarylaboni2080
      @adhikarylaboni2080 5 місяців тому

      Thank u lyrics gulo lekhar jonye.

    • @titugupta3551
      @titugupta3551 4 місяці тому

      গান শোনার সময় লিরিক্স খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ।

  • @kalikishoremukherjee6187
    @kalikishoremukherjee6187 Рік тому +185

    কেউ কেউ আছেন যাঁর গায়কী সঙ্গীতে প্রাণ সঞ্চার করতে পারেন, আত্মস্থ করতে পারেন। তিনিই শিল্পী কি না জানিনে, আপনার গাওয়া গানগুলি সব শিল্পের ছোঁয়ায় সমৃদ্ধ, এ হলপনামা দিয়ে রাখলাম ❤❤❤❤❤

    • @Purbogang4639
      @Purbogang4639 Рік тому

      0ppppp❤p❤ppppppp❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SujataPakrashi-sj7fb
      @SujataPakrashi-sj7fb Рік тому +5

      জর্জ বিশ্বাস একমাত্র

    • @tusharimran-x8p
      @tusharimran-x8p Рік тому +2

      ❤❤❤❤অসাধারণ উক্তি, ধন্যবাদ আপনাকে ❤❤❤❤

    • @RelaxingMusic-zf4nr
      @RelaxingMusic-zf4nr 11 місяців тому

      কেউ কেউ নয় সমস্ত বড় সঙ্গীত শিল্পী গায়কী দিতে জানেন।

    • @BIPALARANIBARMAN
      @BIPALARANIBARMAN 6 місяців тому

      আসলেই ❤

  • @sagarikabanerjee9044
    @sagarikabanerjee9044 10 місяців тому

    Opurbo. ❤❤❤❤❤

  • @sanchita2011
    @sanchita2011 12 днів тому

    প্রাণ, মোন যেনো শান্ত হয়ে গেলো!❤

  • @aadiartisan685
    @aadiartisan685 2 місяці тому +1

    সকাল বেলা এমন গান দিয়ে দিনটা যার শুরু সে কোনদিন খারাপ কাজ করতে পারেনা বলে আমার বিশ্বাস। মনকে পবিত্র পুণ্য পরিষ্কার শুদ্ধ করে দেয়। ❤ আমি গর্বিত আমার পরিবার ছোটবেলায় রবীন্দ্র সংগীত শুনিয়েছিল। তাই নিজেকে রুচিসম্মত মানুষ বলতে পারি। ❤❤❤

  • @antardasanurag3794
    @antardasanurag3794 9 місяців тому +12

    সুধায় ভরা এক অনন্য সুমধুর সংগীত। যখনই শ্রবণ করি মন প্রাণ ছুঁইয়ে যায়। সম্পূর্ণ অপার্থিব এক অনুভুতি। কবিগুরুর শ্রী চরণে শতকোটি প্রণাম। 🙏🙏🙏

  • @mansam6004
    @mansam6004 11 місяців тому +1

    অনেক মানুষের উপলব্ধি আসতে সময় লাগে, আমিও তার অন্যতম, দেরিতে উপলব্ধি হয় রবীন্দ্র সঙ্গীত এর অর্থ, আক্ষেপ হয় । এই শিল্পীর কন্ঠ ও গায়িকী আমাকে মুগ্ধ করে। এখন বেশিরভাগ রবীন্দ্র সঙ্গীত ওনার কন্ঠেই শুনলে মনতৃপ্তি হয়। ❤❤❤

  • @Hare-Krishna-BD
    @Hare-Krishna-BD Рік тому +16

    এই গানটি তাঁর কন্ঠে দারুণ ফুটেছে, ভীষণ ভাললাগলো। ❤

  • @gargichatterjee7764
    @gargichatterjee7764 Рік тому +29

    প্রত্যেকটি স্বরক্ষেপণ এত স্পষ্ট আর স্বরলিপি না দেখেও গানটি শিখে নিতে পারি, দিদির গানগুলো শুনে আমার তাই মনে হয়। আর গানের ভাব দিদির মত করে আর কেউ ফুটিয়ে তুলতে পারেননা। এটা আমার অনুভব, বায়াসনেস নয়। ঈশ্বরের আশীর্বাদ আছে দিদির ওপর। ভালো থাকুন, সুস্থ থাকুন।

    • @RelaxingMusic-zf4nr
      @RelaxingMusic-zf4nr 11 місяців тому

      এটা একটু বেশি হয়ে গেল,আপনি আগেকার শিল্পীদের মনে হয় শোনেন নি।শুনলে এই কথা বলতেন না। হ্যাঁ জয়তী দি এই যুগের সেরা কিন্তু তাই বলে অন্যদের ছোট করতে পারেন না।

  • @shefaliyakub6998
    @shefaliyakub6998 16 днів тому

    যতবার শুনি ততবারই নতুন করে মুগধ হই সমর্পিত হই সত্যের কাছে ۔۔প্রাণের কথা এতো গভীর এতো নিবিড় করে আর কি সুরে বাঁধতে পারে ?

  • @tandra878
    @tandra878 Місяць тому

    অপ্রয়োজনীয় অতিরিক্ত আধুনিক যন্ত্রের অনুষঙ্গ; জয়তীর গানের অসাধারণ ভাব-মাধুর্যকে বিরক্তির একেবারে শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছে ।

  • @PampaRoy-p6l
    @PampaRoy-p6l 20 днів тому

    গানটি শুনে মন প্রাণ ভরে গেল ❤👍

  • @indiraroysarma1590
    @indiraroysarma1590 Рік тому +8

    আসা যাওয়ার পথের মাঝখানের এই সংক্ষিপ্ত জীবনে আমরা ভেসে চলেছি সব প্রাপ্তি অপ্রাপ্তির ওঠাপড়া কে সঙ্গী করে। অত্যন্ত বাস্তব ও আবেগ এর মিলেমিশে জীবনের সত্য দর্শন এই অপূর্ব প্রিয় গানটি জয়তিদি এত সুন্দর, সাবলীলভাবে গাইলেন যে,বিমোহিত হয়ে শুনেই চলেছি কেবল।অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমায় দিদি ..খুব ভালো থেকো !👌🎶🙏❤️

  • @moumita22
    @moumita22 Рік тому +17

    আপনার গাওয়া রবীন্দ্র সংগীত শুনে ক্লান্তি চলে যায়, নতুন করে ভালো লাগে গান, গল্প, কবিতা...🙏

  • @subhaschandramaiti6453
    @subhaschandramaiti6453 11 місяців тому +2

    আপনার গান শুনতে শুনতে মন জুড়িয়ে যায় এবং ভালোলাগার রেশ থেকে যায়। অনবদ্য ও অসাধারণ গান। 😊😊😊

  • @রবীন্দ্রভাবনা
    @রবীন্দ্রভাবনা 4 місяці тому +1

    বর্ষার এই সুন্দর প্রেক্ষাপটে , অপূর্ব নিবেদন। এসরাজের সঙ্গ আরো অন্যরকম মাত্র এনেছে।

  • @SanjuDas-x6v
    @SanjuDas-x6v 4 місяці тому

    জীবনের সার এই গান। রবীন্দ্র সঙ্গীত মানে জীবনের এক একটি মন্ত্র।এইতো জীবন আশেষ বাসনার একটি ভান্ডার।প্রকৃত আনন্দ সত্য‌।আমরা বুঝতে পারিনা।

  • @amaldatta174
    @amaldatta174 9 місяців тому +4

    আহা আহা কী অপূর্ব মধুর সুরে সুরে কবিগুরুর বানী অনুভব এলো প্রাণে ! যেমনি বানী তেমনি সুর শুদ্ধ প্রবাহ অনুপম ! ❤

  • @victorganguly9365
    @victorganguly9365 Місяць тому

    Hridoysporshi poribesona. Khub valo laaglo, didi.❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @asokeranjan9926
    @asokeranjan9926 4 місяці тому

    এ গানটি কম শিল্পীকে যথার্থ ভাবে গাইতে শুনেছি।তোমার পরিবেশন নিখুঁত ও হৃদয় স্পর্শী !

  • @swapnasikdar9461
    @swapnasikdar9461 Місяць тому

    Khub sundar geyecho.Bhalo theko.Aro gan post koro.

  • @deepshikhabanerjee4123
    @deepshikhabanerjee4123 Рік тому +17

    দেবী সরস্বতী তার সুরের সবটুকু আপনার কণ্ঠে ঢেলে দিয়েছেন আর রবি ঠাকুর তার সবটুকু আশীষ রেখেছেন আপনার পরে....তাই অবাক হয়ে শুনি শুধু শুনি 🙏🏻💙💙💙💙💙

  • @ArunavaGanguly-su4km
    @ArunavaGanguly-su4km 24 дні тому

    Asadharon re ma

  • @harunrashid4906
    @harunrashid4906 Рік тому +4

    হারিয়ে গিয়েছিলাম 😢 জয়তিজীকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন ❤

  • @AshaMonyVlogs
    @AshaMonyVlogs Рік тому +3

    আমার প্রিয় সংগীতশিল্পী 💓

  • @kingbodontiapsora4277
    @kingbodontiapsora4277 17 днів тому +1

    অশেষ বাসনা লয়ে ভাঙা বল,
    প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,
    ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে,
    ভাব কেঁদে মরে-- ভাঙা ভাষা।
    হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,
    আধখানি কথা সাঙ্গ নাহি হয়,
    লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
    শুধু আধখানি ভালোবাসা ॥

  • @baisakhimukherjee6438
    @baisakhimukherjee6438 3 місяці тому

    Fantastic Jayati di ki bolbo amra তুচ্ছ ❤🙏🏻

  • @AdreetaRudra-05
    @AdreetaRudra-05 10 місяців тому

    এক কথায় অসাধারণ 🙏🙏🙏
    আমার ভীষণ প্রিয় একটি গান❤❤❤

  • @subhasreekar1297
    @subhasreekar1297 3 місяці тому

    আমার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে গেল গানটা শুনতে শুনতে।

  • @manishar_kobita
    @manishar_kobita 6 місяців тому

    অপূর্ব সুন্দর একটি গান ❤️ আর আপনার কন্ঠে শুনে মনটা ভরে গেল ❤️ ভীষণ ভালো লাগলো।

  • @pachmishali-u9z
    @pachmishali-u9z 5 місяців тому

    হৃদয় গভীর থেকে বেরিয়ে আসা শব্দ গান রূপে বেরিয়ে এসেছে।❤

  • @sohamroy7467
    @sohamroy7467 Рік тому +9

    আহা কী অপূর্ব..... বরাবরের মতো এবারও শুধু মুগ্ধ হওয়া। রানা দার এডিটিং, লোকেশন আর সর্বোপরি দিদি কণ্ঠ যেনো মিলেমিশে একাকার হয়ে গেছে।....... শুধু যাওয়া আসা ❤️🙏🏻

  • @thebongflutist3629
    @thebongflutist3629 Рік тому +60

    রবি ঠাকুরের সব গানগুলো আপনার শ্রুতি মধুর গলায় যেন তারা নতুন যৌবন লাভ করে❤😊

  • @debjanibhattacharya6204
    @debjanibhattacharya6204 Рік тому +1

    Apnar konthe gaan sona ak marattok neshay porinoto hoyeche...❤❤

  • @tomadas8804
    @tomadas8804 6 місяців тому

    অাহ্ কি শান্তি কি শান্তি ❤

  • @swatibhattacharyya792
    @swatibhattacharyya792 Рік тому

    Aj theke bohu bochor por jibon juddhe klanto kono manush apnar gaan shune swasti pabe, thik jemon aj ami pelam ❤

  • @ILARoychowdhury-h3b
    @ILARoychowdhury-h3b 5 місяців тому

    Excellent. Khub bhalo

  • @somadey4739
    @somadey4739 5 місяців тому

    অসাধারণ ,

  • @SANCHITAMAJI-or6fk
    @SANCHITAMAJI-or6fk 4 місяці тому

    মন প্রাণ জুড়ানো গান, অপূর্ব

  • @RinaBiswas-hz5nj
    @RinaBiswas-hz5nj 7 місяців тому

    অসাধারণ সুন্দর একটা সংগীত

  • @manojkhandelwal9274
    @manojkhandelwal9274 7 місяців тому

    Opurbo . Kontho.. darun.. 🎉

  • @mdmoniruzzaman8497
    @mdmoniruzzaman8497 Рік тому

    আপনার গ‌াওয়া র‌বিন্দ্র সঙ্গীত, আমা‌কে মুগ্ধ ক‌রে। অাপনার অ‌নেক গান পুনঃপুন শু‌নে থা‌কি। তার ম‌ধ্যে এই গানটা অন‌্যতম । র‌বিন্দ্রনা‌থের সৃ‌ষ্টি আর আপনার কন্ঠ আমা‌কে অন‌্য জগ‌তে নি‌য়ে যায় । স‌্যালুট র‌বি, স‌্যালুট অ‌দি‌তি মহসীন ।

  • @rabindranath4
    @rabindranath4 6 місяців тому

    চমৎকার। দৃষ্টিনন্দন ও সুখশ্রাব্য

  • @aparnaniyogi1970
    @aparnaniyogi1970 Рік тому +1

    Opurbo unforgettable nice song, sing by great singer🎤 Jayati chakravarti❤

  • @ggbb6794
    @ggbb6794 6 місяців тому

    Cha er prounsa,,,,darun,❤

  • @subhamroy1741
    @subhamroy1741 Рік тому +9

    এক অপূর্ব শান্তি। এক অপূর্ব স্নিগ্ধতা।❤❤

  • @pujamondal9638
    @pujamondal9638 11 місяців тому

    এই রকম কন্ঠ এবং গায়িকি যেন গান গুলো কে প্রাণ দান করে ❤

  • @madhusudanpaulchowdhury4388
    @madhusudanpaulchowdhury4388 5 місяців тому

    Excellent 👌❤️❤️👍

  • @Mallika784
    @Mallika784 Рік тому +1

    খুব সুন্দর..... গানটির এমন সুন্দর ছবি ফুটে উঠলো ..... অন্তর্নিহিত অর্থ প্রকাশ পেলো খুব সুন্দর করে.....

  • @ChakrabortyRaja
    @ChakrabortyRaja Рік тому +1

    KHUB SUNDOR ❤❤❤❤ kobe je apnar moto Rabindrasangeet Gaite parbo , ektu ashirbad korben 🙏🙏❤❤

  • @anwesamura8555
    @anwesamura8555 Рік тому +2

    Mon ta juriye Jay apnar gaan sunle ❤

  • @suparnasamanta997
    @suparnasamanta997 8 місяців тому

    প্রতিদিন শুনি। কতবার শুনি নিজেও জানিনা। কোথায় ভেসে যাই। নিজেকে পুরো হারিয়ে ফেলি।

  • @swatichaudhuri1475
    @swatichaudhuri1475 Рік тому +1

    আহা আহা....... দিদি ❤️❤️❤️🙏🏻
    বড্ড ভালোলাগার গান। মন ভরে গেলো।

  • @keyabhattacharya4381
    @keyabhattacharya4381 6 місяців тому

    Bah! Valo laglo ❤

  • @sharmisthaghosh9867
    @sharmisthaghosh9867 Рік тому +1

    Ki Apurba🙏Mone Pran bhore gelo😊

  • @susamabanerjee3351
    @susamabanerjee3351 10 місяців тому

    হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধখানিকথা সাঙ্গ নাহি হয়,,, বিশ্ব কবি পনাম তোমায়

  • @krishnaghosh6148
    @krishnaghosh6148 6 місяців тому

    Serar sera

  • @anindyaghosh836
    @anindyaghosh836 9 місяців тому +1

    রবীন্দ্রনাথ এর অন্তর্দৃষ্টি ও জীবন বোধ এক অন্য মাত্রার। তার সঙ্গে করো তুলনা সম্ভব নয়।

  • @susamabanerjee3351
    @susamabanerjee3351 Рік тому

    Khub sundor mon chuya galo

  • @pilumozumder7253
    @pilumozumder7253 6 місяців тому

    অপূর্ব গেয়েছো রে বোন।

  • @mousumi2096
    @mousumi2096 Рік тому +1

    শুনতে শুনতে বিভোর হয়ে গেছিলাম।মনে হল খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল।অনেক ভালবাসা রইল তোমার জন্য।

  • @ChitraWorld1117
    @ChitraWorld1117 7 місяців тому

    আজকে প্রথম শুনলাম এত্ত সুন্দর ভাষা আহা মন ছুঁয়ে গেল ❤

  • @faisaltanvir3423
    @faisaltanvir3423 Рік тому

    ❤️‍🔥❤️‍🔥 কবিতা, সুর, হৃিদয় ছুয়ে যাওয়া কন্ঠ

  • @ratnadipchowdhury6550
    @ratnadipchowdhury6550 5 місяців тому

    Mind blowing song keyabat mam❤

  • @prabirkantidas4166
    @prabirkantidas4166 Рік тому

    beautiful song and nice singing. just singing from the heart. what a melodious voice!

  • @suddhadas775
    @suddhadas775 Рік тому +3

    আহা মনটা ভরে উঠলো 👌👌👌👌👌👍👍🙏🙏

  • @kpnone94
    @kpnone94 11 місяців тому

    অসাধারণ থেকে অসাধারণ মা তোমার গলায় বিশ্ব বাস করে, আলাদা একটা জগৎ!

  • @rumamukherjee728
    @rumamukherjee728 7 місяців тому

    Aha mon pran juriye gelo❤❤

  • @arunavadatta
    @arunavadatta Рік тому

    Ei samayer sera rabindra Sangeet shilpi

  • @dipenbithikana3867
    @dipenbithikana3867 7 місяців тому

    Apurbo,asadharo.❤

  • @koustavdas4233
    @koustavdas4233 Рік тому +4

    অনবদ্য গাইলেন হৃদয় ছুঁয়ে গেল ❤❤, অসাধারণ অনবদ্য ❤❤

  • @IsratJahan-j8q2o
    @IsratJahan-j8q2o 6 місяців тому

    অসাধারণ 💙💙💙💙

  • @KabitayJagi
    @KabitayJagi 7 місяців тому

    বাহ্ চমৎকার ❤ খুব সুন্দর হয়েছে ❤❤❤❤

  • @TMukherjee-sn8xl
    @TMukherjee-sn8xl 4 місяці тому

    Visualization as well as the way of presenting the song - EXTREMELY ROMANTIC . ❤❤❤❤

  • @dhrubachakrabarty5257
    @dhrubachakrabarty5257 Рік тому

    Excellent, Jayati di👍👍👌👌👋👋🎵🎵🙏🙏❤❤

  • @rajasreebol242
    @rajasreebol242 Рік тому +1

    এ গান শোনা মানে প্রাণের আরাম❤সাথে প্রিয় শিল্পী 🙏🙏❤❤

  • @DebjyotiRoy-tt3bi
    @DebjyotiRoy-tt3bi Рік тому +1

    অপূর্ব, অসাধারণ, অনবদ্য গান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। ❤❤❤❤❤ আপনি আমার আন্তরিক প্রনাম নেবেন দিদি।

  • @rubybanerjee9718
    @rubybanerjee9718 Рік тому +1

    ওহ কি যে মধুর মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যায় আপনার গান,ভালো থাকবেন।

  • @dishabaidya8654
    @dishabaidya8654 9 місяців тому

    Madhurjo tai onno leaveler❤

  • @rinapaul6535
    @rinapaul6535 7 місяців тому

    Anek din pore sunlam, bhalo laglo

  • @NamitaDattaDeb-hd8bl
    @NamitaDattaDeb-hd8bl Рік тому

    Ei holo Jayati....Jayati Chakrabarty....deho mon pran porom prosantite je misti swapner moto vorie tole

  • @basudhadhibar6545
    @basudhadhibar6545 7 місяців тому +8

    আমি প্রতিটা লাইন অক্ষর শুনছি আর ভাবছি আমার কেটে যাওয়া সময় গুলো যেন চোখের সামনে ভাসছে। আর চোখে জল। আমি এই আছি আমার আমার দুঃখ নিয়ে। প্রিয় মানুষ এর ভালোবাসার স্মৃতি নিয়ে।। ভালোবাসা অনেক। ভালো থেকো সৌমেন।। বসুধা তোমায় মনে রাখবে রবীন্দ্রনাথ এর গান এ।।

  • @priyabratakhanra8571
    @priyabratakhanra8571 3 місяці тому

    স্বর্গীয় কণ্ঠস্বর যেন স্বর্গীয় অনুভূতি এনে দিল।

  • @bhabatoshdutta
    @bhabatoshdutta Рік тому +1

    Apnar Kanthae Bahut Bahut Madhur Làgcha❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parthapratimchattopadhyay7211

    ❤️❤️❤️❤️didi asadharon

  • @arabindarishi6479
    @arabindarishi6479 Рік тому +1

    আমার খুব প্রিয় শিল্পী আপনি 🙏🙏 ❤💚। আপনার গান শুনলে আত্মা শান্তি ও তৃপ্তি পায়।

  • @VlogswithAbhii
    @VlogswithAbhii Рік тому

    দরদ চাই এই গানে আর সেটার একটা অসাধারণ কম্পোজিশন

  • @NibeditaDas456
    @NibeditaDas456 Рік тому

    Aaha!!!ki apurbo.......Mon pran juriye gelo.

  • @shreyasibhattacharya7050
    @shreyasibhattacharya7050 Рік тому +1

    অপূর্ব সুন্দর নিবেদন। মন ভরে গেল।

  • @shamitamukhopadhyay5552
    @shamitamukhopadhyay5552 6 місяців тому

    Best singer of all time

  • @malabikabanerjee670
    @malabikabanerjee670 Рік тому

    অপূর্ব 👌👌👌🌷♥